User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
অনুবাদ সুন্দর হয়নি। অনুবাদে অনুবাদের ছাপ স্পষ্ট। এটা কাটিয়ে ওঠা জরুরি।
Was this review helpful to you?
or
It is veryadventurous...
Was this review helpful to you?
or
বইটির সাইজ একদম খারাপ! তথা বাজে! এত ছোট সাইজের বই পড়তে গেলে খুব রাগ হয় আমার। তাছাড়া, এই বইয়ের দামও বেশি। বইটি হাতে পাওয়ার পর বুঝলাম যে, এই বইয়ের দাম কোনমতেই ২০০ টাকার উপরে যেতে পারে না।
Was this review helpful to you?
or
সারা বিশ্বব্যাপী শিশু-কিশোরদের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসগুলোর একটি" দ্য অ্যাডভেন্ঞ্চার অব হাকলবেরি ফিন"।একটি সাক্ষাৎকারে দেখেছিলাম জাফর ইকবালের অনেক ইচ্ছে-এ বইটির মতো একটি বই লিখা।এ বইটি হাকলবেরি ফিন নামক এক কিশোরের বিভিন্ন দুঃসাহসিক অভিযান নিয়ে লেখা বইটি মার্ক টোয়েনের সবচেয়ে জনপ্রিয় বই নিঃসন্দেহে।
Was this review helpful to you?
or
বইটি আমার প্রিয় লেখক মার্ক টোয়েনের এক অনবদ্য সৃষ্টি। বইটি আমায় সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যায় বার বার। বইটি আমি ইচ্ছে করেই কয়েক মাস যাবত ধীরে ধীরে পড়েছিলাম। কেননা আমি দ্রুতই এই বইটির মায়া থেকে বের হতে চাইনি। এখনও আমি প্রায়শই বইটি মেলে কিছু কিছু অংশ পড়ি। কেননা আমার এখনও ইচ্ছে হয় বইটি পড়ে আবারও ফেলে আসা সোনালী শৈশবে ফিরে যেতে।
Was this review helpful to you?
or
চল্লিশ থেকে পঞ্চাশ বছর পূর্বের কথা। জায়গা টা হলো মিসিসিপি উপত্যকা । বইয়ের প্রধান চরিত্র হাকলবেরি ফিন নামের এক কিশোর। সে তার বন্ধু টম সয়্যার এর সাথে এক অভিযানে ডাকাতদের গুহার খোজ পেয়ে যায়। এবং সেখানে পায় অনেক টাকা পায়সা। টম আর ফিন দুজনের ছয় হাজার করে ডলার ভাগে পরে। তাও আবার সব সোনা। ফিন তার ভাগের ছয় হাজার ডলার "জজ থ্যাচার" এর কাছে রাখে। তিনি টাকা গুলো সুদে খাটালেন। সেখান থেকে ফিন প্রতিদিন ১ডলার করে পায়। তার জন্য এটাই অনেক টাকা। ফিন মোটেও সুবোধ বালক নয়। সে কোন নিয়ম নীতির মধ্যে আটকা থাকতে চায় না। সে প্রচন্ড দুষ্ট ও দুরন্ত প্রকৃতির ছেলে। এমন কি কোন পারিবারিক বন্ধনে না আটকে, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তার পছন্দের কাজ। ডাগলস সাহেবের বিধবা স্ত্রী তাকে ছেলে হিসেবে লালন পালন করতে চায় বলে, সে তার কাছে থাকে। কিন্তু বিধবার শাসন তার মোটেও ভালো লাগে না। যদিও তিনি সব তার ভালোর জন্যই করেন। তাই একদিন সে বাড়ি ছেড়ে পালায়। কিন্তু তার বন্ধু টম তাকে জানায়, তারা একটা ডাকাতদল তৈরি করবে এবং তার জন্য ফিন কে বিধবার বাড়িতেই থাকতে হবে। বাধ্য হয়ে ফিন ফিরে আসে। একদিন তার খোজ না পাওয়া মাতাল বাবা ফিরে আসে। এবং তার কাছে টাকা দাবি করে। এমন কি তার জন্য ফিন কে সে নির্যাতন করা শুরু করে। ফিন তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে ঘর ছেড়ে পালায়। স্বাধীন বাতাস নেওয়ার জন্য ততদিনে তার ফুসফুস একেবারে জ্বলে যাচ্ছিল। যাবার সময় তার সঙ্গী হয় নিগ্রো চাকর জিম। বয়সে সে ফিন এর থেকে অনেক বড়। কিন্তু সেও স্বাধীনতার স্বাদ পেতে চায়। মিসিসিপি নদীতে তারা নৌকা দিয়ে পালানোর সময় বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। অসাধারণ এক অ্যাডভেঞ্চার! দ্য অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন মুলত, মার্ক টোয়েন এর একটি কিশোর ক্লাসিক। মদপ্য বাবার হাত থেকে বাচার জন্য পালচ্ছে ১৪ বছরের বালক ফিন। তার সঙ্গী হয় নিগ্রো দাস জিম।আমেরিকার দক্ষিনে মিসিসিপি আলাবামা অঞ্চলে সে সময় দাসপ্রথার ব্যাপক প্রচলন। সেই দক্ষিন ছেড়ে জিম পালাচ্ছে মুক্তির আশায়। আমেরিকার উত্তর দিকে ততদিনে দাস প্রথা নিষিদ্ধ। তার আশা সেখানে গেলে হয়ত মুক্তি মিলবে এমন কি তার পরিবারকেও মুক্ত করতে পারবে। তখন কার সময় দক্ষিনে পালানো দাস দের ধরার জন্য সাদা মানুষ গুলো ওত পেতে আছে। কেউ ধরা পড়লে তার শাস্তি ফাঁসি। বয়সের ব্যবদান সত্ত্বেও জিমকে বন্ধু হিসেবে নেয় ফিন। এবং দুজনেই অজানার উদ্দ্যেশে যাত্রা করে।দাস প্রথা খারাপ কিছু বা এটা নির্মূল করা উচিৎ এটা কখনো মনে হয় নি ফিনের। কিন্তু সময় যতো যেতে থাকে ফিন জিমের মাঝে আবিস্কার করে চমৎকার একজন মানুষ।হাকলবেরি ফিন চরিত্র টি মূলত লেখক এর ছোট বেলার বন্ধু টম ব্ল্যাকেন শিপের আদলে তৈরি করেছেন।ব্ল্যাকেন শি যেমন ছিলো অজ্ঞ, অপরিচ্ছিন্ন ও আধপেটা । হাকলবেরি কে লেখক তেমনি উপস্থাপন করেছেন। ১৮৮৫ সালে প্রকাশিত এই বই টি শুধু পাঠক প্রিয়তা পেয়েছে তা নয়। বর্নবাদে আচ্ছন্ন তৎকালীন আমেরিকান সমাজকেও নাড়িয়ে ছিলো প্রবল ভাবে।বর্নবাদের দায়ে বইটি নিষিদ্ধ হয়। বিশ্বসাহিত্যে সবচেয়ে জনপ্রিয় , সমমালোচিত ও নিষিদ্ধ হওয়া উপন্যাস হলো হাকলবেরি ফিন।কেননা তাতে ২১৭ বার ব্যবহার হয় নিগার শব্দ টি যার অর্থ নিগ্রো বা কালো। তবে সমালোচকরা বলেন, হাকলবেরি উপন্যাস মোটেও রূঢ় নয়। রূঢ় হলো যুক্তরাষ্ট্রের ইতিহাস।যার চিত্র তিনি বইয়ে একেঁছেন। পাঠক কে এই রূঢ় বাস্তব চিত্র গুলো পার হয়ে আসতে হবে। বাচ্চা ছেলেটার সাথে বেশ কিছু সময় পার করতে পাঠকের বেশ ভালো লাগবে।অনুবাদ ছিলো রাফিক হারিরির। বেশ সহজ সাবলীল ভাষায় এর উপস্থাপন করতে চেয়েছেন।এবং তা বেশ ভালো ছিলো।পাঠক নিশ্চিন্তে এটা গিলতে পারবেন আমার মতো।মার্ক টোয়েন একজন মার্কিন রম্য সাহিত্যিক। মার্ক টোয়েন/টোয়াইন তার ছদ্ন নাম।মূল নাম স্যামুয়েল ল্যাঙ্গহর্ন কিমেন্স।তার রসবোধ ছিলো তীক্ষ্ণ। জনসম্মুখে জনপ্রিয় ছিলেন হাস্যপ্রিয়তার জন্য। তাকে বলা হয় " তিনিই প্রথম এবং প্রকৃত আমেরিকান লেখক। পরের সকলে উত্তরাধিকারী।"তার সব থেকে জনপ্রিয় রচনা হলো "অ্যাডভেঞ্চার্স অফ টম সয়্যার " এবং "অ্যাডভেঞ্চার্স অফ হাকলবেরি ফিন"।১৯০৯ সালে টোয়াইন মন্তব্য করেন, " ১৮৮৫ সালে হ্যালির ধূমকেতুর সাথে আমি পৃথিবীতে এসেছিলাম। আগামী বছর এটি আবার আসছে। আমি হয়ত আবার তার সাথে চলে যাব। হ্যালির ধূমকেতুর সাথে যদি আমার প্রস্থান না হয় তবে এটি হবে আমার জীবনে সব থেকে বড় হতাশা পূর্ন ঘটনা। কোন সন্দেহ নেই স্রষ্টা বলেছিলেন, 'এ হলো দুই দায়িত্বজ্ঞানহীন উম্মাদ এরা এসেছিলো একসঙ্গে, যেতেও হবে একসঙ্গে।" ১৯১০ সালের ২১ এপ্রিল তিনি মৃত্যু বরণ করেন, দিনটি ছিলো হ্যালির ধূমকেতু পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করার ঠিক পরের দিন।এর ১০০বছর পর ২০১০ সালে তার আত্নজীবনী প্রকাশিত হয়। মার্ক টোয়েন বিভিন্ন বিষয় নিয়ে কৌতুক পূর্ন লেখালেখি করেন। তিনি বেশ মজার মজার সংলাপ ব্যবহার করে তার লেখা হতো অনবদ্য।
Was this review helpful to you?
or
আমি যখন সবে মাত্র ক্লাস ফাইভ বা সিক্সে, তখন হাতে পাই টম সয়্যার এর এডভেঞ্চার। বইটি পড়ার পরে কয়েকদিন যে কি ঘোরের মাঝে কেটেছে, সে জানি আমি, আর জানতে পারে আমার মত কিশোর বয়সী পাঠকেরা। এডভেঞ্চার এবং উত্তেজনার খোঝে হন্যে হয়ে ঘুরে বেড়ানো এক কিশোর এর কাহিনী এই বইটি। কিশোর বযসের যে অদ্ভুত এক দুনিয়া থাকে, যাকে আমরা কম বেশি সবাই পার করে এসেছি, সেই অদ্ভুত দুনিয়ারই এক নিখুত ছবি একেছেন মাকর্ টোয়েন। টমাস সয়্যার, গ্রামের দুষ্টু ছেলে, এখানে সেখানে নানা রকম অপকর্ম করে বেড়ানোই যার কাজ, রাত দুপুরে গুপ্তধন খুজতে বার হওয়া, বন্ধুদের সাথে মজা করতে দিয়ে বিপদে পড়া, ক্লাসের সুন্দরী মেয়েটির প্রেমে পড়ে যাওয়া, চোর ডাকাতের হাতে পড়তে বেচে ফিরে আসা, এবং শেষ পযর্ন্ত এক অসাধারন এডভেঞ্চার এ জড়িয়ে পড়া... এ সব মিলেই এডভেঞ্চার অভ টম সয়্যার। কিশোরদের জন্য অবশ্য পাঠ্য বই।