User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
রমাদান! মুমিনের জন্য গণিমতের মাস। শূন্য থেকে নিজেকে পূর্ণ করার মাস। অবাধ্যতা আর গুনাহের চোরা স্রোত থেকে উঠে আসার মাস এই রমাদান। সিয়াম, সালাত, তারাবি, তিলাওয়াত, ইতিকাফসহ আমল আর ইবাদতের সব অনুপম ফল্গুধারা বয়ে যায় মুমিনের হৃদয়জুড়ে এই রমাদানেই। মাত্র একটি মাস। কিন্তু মহত্ত্ব আর গুরুত্বের দিক থেকে যা অপরিমেয়। পাপের ভারে নুয়ে পড়া মন ও মগজ জাগিয়ে তুলতে দয়াময়ের দরবারে আমরা কখন হাত তুলবো আর জীবনের সেরা রমাদান কাটাতে আমাদের সকল কার্যক্রম কীভাবে সাজালে তা কার্যকরি হবে তার যদি একটি গাইডলাইন আমাদের হাতে তুলে দেয়া হয়, তাহলে কি ব্যপারটা সোনায় সোহাগা নয়? পাঠ প্রতিক্রিয়া: একটি বই তখনই সার্থক হয় যখন পড়া শেষে সেই বইটির ছাপ আমাদের জীবনে প্রভাব ফেলে। "জীবনের সেরা রমাদান" বইটি রমাদানের তেমনই একটি বই। রমাদান সম্পর্কিত সকল খুঁটিনাটি এতো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে তা পড়ার সময় কোনো একঘেয়েমি তো দূর বরং পড়ার স্বাদ বহুগুণে বৃদ্ধি করেছে। রমাদান এলেই আমরা দিশেহারা হয়ে পড়ি, পূর্ববর্তী সকল কৃতকর্মের হিসাব খাতা চোখে ভাসতে থাকে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হিসেবে আমাদের সামনে উদয় হয় রমাদান মাসের। রমাদানের সংজ্ঞায়ন থেকে শুরু করে তা পালনের আবশ্যকতা, উদ্দেশ্য, ফজিলত, মাসআলা, কাজকর্ম, কিয়ামুল লাইল, এই মাসের বিশেষত্ব, নবিজি সা. এর রমাদান, মিসওয়াক, নারীদের রমাদান, উমরা, ইতিকাফ, শেষ দশকের মহত্ত্ব, কদরের রাত্রি, ঈদ, সাদাকাতুল ফিতর, রমাদানের সিয়াম কাযা করার বিধান, শাওয়ালের ছয় সিয়াম, নফল সিয়াম প্রতিটি বিষয়ের উপস্থাপনা আর বিশ্লেষণ এতো চমৎকার লেগেছে যে যেকোনো জেনারেল পড়ুয়া পাঠকও বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবে এবং শিক্ষা গ্রহণ করতে পারবে। রামাদানকে আমরা কীভাবে কাজে লাগাব—এর বিস্তারিত বিবরণ উঠে এসেছে এ বইয়ে। সিয়াম, সালাত, তারাবি, তিলাওয়াত, ইতিকাফ-সহ রামাদান-সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে এতে। নিজেকে পাপমুক্ত ও শুদ্ধ করে তোলার এই মাসটিকে যারা যথাযথভাবে কাজে লাগাতে চায়, এ বইটি তাদের জন্য আদর্শ একটি গাইড-বুকের কাজ করবে, ইনশাআল্লাহ।এ বইয়ে কঠিন ও জটিল বিষয়গুলোও তুলে ধরা হয়েছে সহজ ও সরলভাবে। উপরন্তু কলমের কালির সঙ্গে হৃদয়ের সবটুকু দরদ যেন ঢেলে দেওয়া হয়েছে বইটির পাতায়-পাতায়। অসামান্য মায়া নিয়ে উম্মাহকে বলা হয়েছে এমন কিছু কথা, যা সচরাচর খুব একটা শোনা যায় না। পাঠ অবয়ব: একটি নির্মল প্রচ্ছদ আর নান্দনিক পৃষ্ঠ সজ্জার বই প্রতিটি পাঠকেরই বাসনা। "জীবনের সেরা রমাদান" বইটি তা পূরণ করতে পেরেছে। রমাদানের সাথে প্রচ্ছদটা কেমন যেন মিলে যায়। আর সমকালীন প্রকাশনের বইয়ের ভাষাগত দিক থেকে অভিযোগ করার খুব একটা সুযোগ থাকে না। বানানত্রুটি, বাঁধাই কিংবা পেইজেট কোয়ালিটি সবকিছু ভালো ছিল। বই পরিচিতি: বই: জীবনের সেরা রমাদান লেখক: ড. সালমান আল- আওদা ভাষান্তর: আল-আমিন ফেরদৌস প্রকাশনায়: সমকালীন প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ১৭৮
Was this review helpful to you?
or
Alhamdulillah boiti khub e valo.Opokari boi.