User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুনতাসির মামুন ভাষার মূল কাজটা হলো যোগাযোগের যেহেতু যোগাযোগের মাধ্যম এটি। তাই দু বা দশজন লোকের সামনে কথা বলতে পারার জন্য সর্বপ্রথম যে মূলধনটি মানুষের প্রয়োজন তা হলো ভাষার ওপর দখল থাকা। তবে তা যে সাহিত্যের ভাষাই হতে হবে সে দিব্যি কেউ দেয়নি। হ্যাঁ, তা সে সাহিত্যের ভাষার ব্যবহার মানুষের মধ্যে যে ভিন্ন রকমের প্রভাব বিস্তার করতে পারে সে বিষয়ে কেউ তর্ক করতে যাচ্ছে না। কিন্তু সামনে যে শ্রোতা বা দর্শক আছেন তাকে যা বোঝাতে চাওয়া হচ্ছে তা বোঝাতে পারাটাই প্রথম চ্যালেঞ্জ। তাই দেখা যাচ্ছে ভাষার ওপর দখল মোটামুটি কাজ চালানোর মতো হলেও কথা বলার জড়তা কাটিয়ে ওঠাটা অনেকের পক্ষে সময় ভেদে দুরুহ ব্যাপার হয়ে দাঁড়ায়। শুধু মাত্র উপস্থাপনার গুণে পেশাদারি জীবনে অনেকে ধাই ধাই করে সাফল্যের সিঁড়ির অনেক ওপরের ধাপে উঠে যান যদিওবা তার ভেতরে মাল-মশলার খামতি থাকে। কারণ ঐ খামতিটাকে উপস্থাপন দক্ষতা দিয়ে ঢেকে দেয়ার কৌশল তার নখদর্পনে থাকে। অন্যদিকে মগজের ধূসর কোষগুলোতে ভালো আইডিয়ারা গিজগিজ করতে থাকলেও অনেকের উপস্থাপনা দূর্বল হওয়ায় তারা তাদের স্বীয় লক্ষ্যে পৌঁছোতে ব্যার্থ হন পেশাদারি ক্ষেত্রে। এখন লিখে, বলে, এঁকে বা ভিজ্যুয়ালি দেখিয়ে অনেক ভাবেই আমরা নিজেকে প্রকাশ করতে পারলেও দৈনন্দিন জীবনে সবচে বেশি আমরা নিজেকে প্রকাশ করি কথা বলার মধ্য দিয়ে। আর এখানেই অনেকে ধরা খান। বন্ধু, আড্ডায় অত্যন্ত সাবলীল হলেও একটু বড় অডিয়েন্সের সামনে নিজেকে মেলে ধরতে গেলেই অনেকের পেটের ভেতরে প্রজাপতির নাচন শুরু হয়ে যায়, মাথার ভেতর খালি খালি লাগে, হাত-হাঁটুতে কাঁপন লাগে। ঘামের ফোঁটা জন্ম নেয় শিশির বিন্দুর মতো কপালের যমিনে। তাই তারা বড় অডিয়েন্সের সামনে গুটিয়ে যান শুঁয়োপোকার মতো। নিজের কম্ফোর্ট জোন থেকে বেরোতে চান না বড় একটা। আর যার ধারাবাহিকতায় পিছিয়ে পড়েন নানা ক্ষেত্রে কয়েক ধাপ করে। অথচ পোটেনশিয়াল হয়তো তাদেরও ছিল আরো ভালো কিছু করার। প্রিয় পাঠক, আপনিও যদি এদের দলে পড়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন! কারণ শীঘ্রই আপনি এ অবস্থা কাটিয়ে উঠবেন সামান্য সদিচ্ছার ব্যবহারে। এ বইটি আপনাকে সে সুসংবাদই দিচ্ছে। এ বইটি কয়েকটি ভাগে বিভক্ত। মঞ্চভীতি কাটানোর পদ্ধতি, বক্তৃতা রচনা ও তা যেভাবে শুরু-চালিয়ে যাওয়া-শেষ করবেন সে আলোচনা আছে বইয়ের শুরুতেই। পরের ধাপ দখল করে নিয়েছে শ্রোতার ওপর প্রভাব বিস্তার করার জন্য বিশেষ তত্ত্ব, ভাষার কৌশলী ব্যবহার, কন্ঠস্বরের ওঠা-নামা, আই কন্টাক্ট, ঠাঁট বজায় রাখার মতো বিষয়গুলো। যুগের সাথে তাল মেলাতে মাইক, টিভি, ভিডিও তৈরী, প্রজেক্টরের সঠিক ব্যবহার প্রভৃতি নিয়ে কথা বলা হয়েছে পরের ধাপে। এছাড়া সময়ের সদ্ব্যবহার, সুযোগ লুফে নেয়া বা ইতিবাচক আলোচনায় বক্তৃতা ঝালিয়ে নেয়া থেকে শুরু করে প্রথম প্রস্তুতিও এ ধাপের অন্যতম আলোচ্য বিষয়। কথোপকথনের শিল্প, গ্রুপ ডিসকাশন, মঞ্চে উপস্থাপনা এসকল বিষয় দিয়ে ইতি টানা হয়েছে। প্রিয় পাঠক, আপনি যদি নিজের আত্মবিশ্বাসের পারদকে আরো উঁচুতে নিয়ে জীবনে আর দশজনের ভীড়ে অ্যাটেনশন নিজের দিকে কেড়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকেন, জানবেন এ বইটি আপনাকে স্বাগত জানাচ্ছে। বইয়ের নাম : বক্তৃতা দিতে শিখুন লেখক: ওয়াহিদ তুষার প্রকাশনা সংস্থা : কেন্দ্রবিন্দু
Was this review helpful to you?
or
Product valo vabei paici.
Was this review helpful to you?
or
I think বক্তৃতা শিখার জন্য এটি একটি বেস্ট বই। বেস্ট বললে ভুল হবে, এটি একটি ইউনিক বই। এখানে সবকিছুই ইউনিক ভাবে বুঝিয়ে দেয়া হয়েছে।
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় বক্তৃতা শেখার সেরা একটা বই
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটা হাতে পেলাম। ?
Was this review helpful to you?
or
দারুণভাবে সহযোগিতা করছে বইটি
Was this review helpful to you?
or
কিভাবে সফল বক্তা হবেন।এর কপি মনে হয়েছে আমার কাছে।উল্লেখ্য যে এই বইটি তার পরে প্রকাশ হয়েছে
Was this review helpful to you?
or
বইটা বেশ কয়েকবার পড়লাম। দারুণ বই। বইতে যে পরামর্শগুলো দেয়া হয়েছে, তা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি পাবলিক স্পিকিং এ বস হয়ে যাবেন। আমি বইটিকে ফলো করার চেষ্টা করছি। আশা করি ভালো কিছু হবে।
Was this review helpful to you?
or
বইটি আমাকে দারুণভাবে সাহায্য করেছে!
Was this review helpful to you?
or
এই বইটি আমাকে অনেক উপকৃত করেছে। বক্তৃতা শেখা বিষয়ক অনেক বই বাজারে থাকলেও, এই বইটিকেই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এতো সুন্দর ও সাবলীলভাবে বিষয়গুলো বুঝানো হয়েছে, যা এক কোথায় অনবদ্য। বইটি সকলের পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় বক্তৃতা শেখার সেরা একটা বই। অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারলাম।
Was this review helpful to you?
or
তরুণ প্রফেশনালদের জন্য একটি আবশ্যক বই !
Was this review helpful to you?
or
খুবই ভালো বই। সহজ ও সাবলীল।
Was this review helpful to you?
or
বক্তব্য দেওয়ার অনেক ভালো ভালো টিপস এবং ইনফরমেশন আছে সবাই নিতে পারেন।
Was this review helpful to you?
or
বক্তৃতায় সেরা হতে চাইলে একজন শিক্ষানবিশের জন্য দুর্দান্ত একটি বই এটি।
Was this review helpful to you?
or
বইটি আমার বক্তৃতা ক্লাসে অনেক সাহায্য করেছে।
Was this review helpful to you?
or
বক্তৃতা দিতে শিখুন বইটি পড়ে আমি মিটিং এবং বিভিন্ন প্রোগ্রামে জনসম্মুখে কথা বলার সাহস পেয়েছি। এবং আমি এখন এটা অনায়াসেই পারি।
Was this review helpful to you?
or
Definitely one of the best “text books” to help anyone who wants to be a public speaker.
Was this review helpful to you?
or
এতো ভালো একটা বই কেনো আগে পড়লাম না, তা নিয়ে এখন আফসুস হচ্ছে। এই লেখকের বাকিবইগুলো পড়ার ইচ্ছে বেড়ে গেলো। ধন্যবাদ ওয়াহিদ তুষার আপনাকে এতো একটি বই আমাদেরকে উপহার দেয়ার জন্য।
Was this review helpful to you?
or
এটি এমন একটি দুর্দান্ত এবং দুর্দান্ত বই যা হাজার বার পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
This is a book that actually demonstrates how to talk in public. I like how the author describes key events in great detail. Each chapter offers a fresh viewpoint on topics like monotony and pauses in public speaking. It is, in my opinion, an excellent book for novices who wish to experience public speaking for the first time and build confidence and "naturalness," as Wahid Tusar puts it.
Was this review helpful to you?
or
This book is excellent. Everybody should read this book. it will help me a lot.
Was this review helpful to you?
or
অনেকদিন যাবত বক্তৃতা বিষয়ক একটা ভালো খুঁজছিলাম। অবশেষে এই বইটা পেলাম। বইটি পড়ে মনে হলো বক্তৃতা শেয়ার জন্য এই একটা বই-ই যথেষ্ট। যারা পাবলিক স্পিকিংকে ভয় পান, তাদেরকে বলবো কোনো চিন্তা না করে এই বইটা শুধু পড়ুন। আপনার টাকা আর সময় কোনোটাই বিফলে যাবেনা ইনশাআল্লাহ্।
Was this review helpful to you?
or
বইটি পড়া শুরু করেছি। খুব ভালো লাগছে। দারুন একটা বই।
Was this review helpful to you?
or
বইটার নামটা যেমন ক্যাচি, বইটাও তেমনি মাখন। এতো সুন্দর সাবলিলভাবে লেখক বলে দিয়েছে কখন কীভাবে কোথায় কেন কি করতে হবে, এরপর আর আপনার বক্তৃতার উপর আর কোনো বই পড়ারই প্রয়োজন পড়বে না। এই একটা বই-ই যথেষ্ট। লেখকের বাকি বইগুলোও পড়ার ইচ্ছে আছে। ধন্যবাদ ওয়াহিদ তুষার, এতো সুন্দর এবং প্রয়োজনীয় একটি বই লিখার জন্য।
Was this review helpful to you?
or
আমার দৃষ্টিকোণ থেকে এই বইটি সবার পড়া উচিৎ। কারণ, এই একটা জায়গায় আমরা খুবই দুর্বল। আমাদের আশেপাশের ৯৯% মানুষই ৫জন মানুষের সামনে তাঁদের কিছু বলতে বললে তাঁরা মুখে কুলুপ আটেন। কবি একদম নিরম হয়ে যান। এই বঈটিতে খুবই সাবলিলভাবে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সবাই বইটী সহজে বুঝতে পারবেন এবং আয়ত্ব করতে পারবেন বলেই আমার মনে হয়। লেখককে ধন্যবাদ এমন একটি দারুন বই আমাদের উপহার দেয়ার জন্য। রেটিং - ১০/১০
Was this review helpful to you?
or
বক্তৃতার উপর আমার পড়া সেরা বই এটা। বক্তৃতা শেয়ার জন্য এই বইটা মাস্ট রিড।
Was this review helpful to you?
or
বক্তৃতা শেখার বেস্ট বই। রেটিং ৫/৫
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় বক্তৃতা শেখার এতো ভালো বই আমি পড়িনি। বইটি খুবই উপকারি। রেটিং ৪.৯/৫