User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমাদের ‘আই হেইট পলিটিক্স’ কিংবা ‘আই এভয়েড পলিটিক্স’ জেনারেশন যেন গত জুলাইয়ে এসে হঠাৎ করেই রাজনীতি-সচেতন হয়ে ওঠেছে। কীভাবে কীভাবে যেন তারা রাজনীতিতে জড়িয়ে পড়েছে। হঠাৎ করেই যেন একটা বাটারফ্লাই তার ইফেক্ট ছড়িয়ে দিয়েছে আমাদের দেশে! যে দেশে পলিটিক্সের 'প' নিয়ে কথা বললে বিপদ ফুডপাণ্ডার ডেলিভারির মতো ঘরের দুয়ারে এসে দাঁড়ায়, সেই দেশের মানুষের কমন কথাবার্তাই হয়ে গেল পলিটিক্স নিয়ে। ঘরে-বাইরে, অনলাইনে-অফলাইনে রাজনৈতিক আলোচনা হয়ে গেল সাধারণ ব্যাপার। এমনকি সাধারণ জনগণ থেকে শুরু করে কিছু সেলেব্রিটি পর্যন্ত সরকার বিরোধী স্ট্যাটাস চলে আসছে! ভাবছেন বুক রিভিউতে এইসব কী হাবিজাবি লেখেছি? লেখেছি কারণ, এই উপন্যাসটি পুরোদস্তুর রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। এর প্রতিটি পৃষ্ঠায় রাজনীতির স্বাদ, হানাহানি, মারামারি। বহুবার রাজনীতি নিয়ে লেখালেখি না করার প্রতিজ্ঞা করলেও লেখকের মস্তিষ্ক থেকে রাজনীতির ভূত সরতো না। "তুই টার্গেটে আছিস" জাতীয় সতর্কবার্তা, থ্রেট পেয়েও প্রতিটি জাতীয় ইস্যু নিয়েই লেখালেখি করে গেছেন। লেখকের মতে, “‘আই হেইট পলিটিক্স’ জেনারেশন কিছুই বদলাতে পারবে না। পারবে না ‘আই এভয়েড পলিটিক্স’ জেনারেশনও। পারবে কতিপয় ‘আমি’ই।” প্রায় সাড়ে তিন পৃষ্ঠার সুন্দর একটা ভূমিকার পর ঢুকি মূল গল্পে। উপন্যাসটি উত্তম পুরুষে রচিত। গল্পকথক মাসুম আমাদের একটা গল্প বলে চলে। যে গল্পের নায়ক মঞ্জু ভাই। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির মা ফি য়া এই মঞ্জু ভাই। সে পুরো বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে হাতের মুঠোয় নিয়ে খেলেছে। যখন যেভাবে ইচ্ছা সাজিয়েছে। যা করা দরকার, করেছে। চুল স্পাইক করা হ্যাংলা ছেলেটা কীভাবে ‘মঞ্জু ভাই’ হয়ে ওঠলো সেই গল্প বলেছে এই ‘বাইনারি’ উপন্যাস। আবার এই রাজনীতির ভেতরে ঢুকে পড়ে একটা অপ্রত্যাশিত এবং অপ্রকাশিত প্রেম। কানিজ নামের বোরকা-হিজাব পরা ঘাড়ত্যাড়া মেয়েটি হয়ে যায় মঞ্জুর দুর্বলতা। মঞ্জুর মুখে একটা কথা প্রায়ই শোনা যেত, “দুইটা জাত আমি একদম দেখতে পারি না। এক হইলো মাইয়া জাত, আরেক হইলো জামাতি জাত।” অথচ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রনেতা এই মঞ্জু, জামায়াত নেতার মেয়ে কানিজের প্রেম নামক মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছে। সাঁতরাতে সাঁতরাতে দম চলে যাচ্ছে, তবু কোথাও কোনো কিনারা চোখে পড়ছে না! পাঠ প্রতিক্রিয়া : ‘বাইনারি’ লেখক আসিফ মাহমুদের লেখা তৃতীয় এবং আমার পড়া লেখকের দ্বিতীয় বই। লেখকের লেখনশৈলী খুবই সাবলীল। বেশ সহজবোধ্যভাবে লেখেছেন। গল্পকথক মাসুম একটা গল্প বলছে, গল্পের ভেতর আরেকটা গল্পে ঢুকে যাচ্ছে, এরপর আরেক গল্পে চলে যাচ্ছে, তারপর আবার গল্পের খেই হারিয়ে না ফেলে প্রথম গল্প এবং নিজের বর্তমান অবস্থায় ফিরে আসছে—ব্যাপারটা আমার দারুণ লেগেছে। বইটি কয়েকটি ভাগে ভাগ করা এবং প্রতিটি ভাগের আলাদা একটা নাম আছে। সবগুলোর মধ্যে আমার প্রথম ভাগটা বেশি ভালো লেগেছে। লেখক প্রথম ভাগে এমন কিছু লেখেছেন যা শেষ পর্যন্ত বইটি পড়তে উৎসাহিত করে গেছে। গল্পটা মৌলিক হলেও মনে হচ্ছিল বাস্তব কাহিনি তুলে ধরা হয়েছে। বইয়ে বর্ণিত বিভিন্ন ছাত্র আন্দোলন, হঠাৎ কেউ বাজেভাবে এক্সপোজ হয়ে যাওয়া, কারো বিরুদ্ধে অপপ্রচার, নবিকে (সা.) অবমাননা করায় এর বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি আমাকে আমাদের বাস্তব ঘটনা মনে করিয়ে দিচ্ছিল। গল্পে গল্পে লেখক সমাজের নানা অসংগতি, ইসলামোফোবিয়া, মিডিয়া কালচার ইত্যাদি তুলে ধরেছেন। কখনো কখনো লেখক এইসব বিষয়কে এমন হাস্যরসের সাথে লেখেছেন যে মুগ্ধ না হয়ে পারিনি। আবার, কানিজের প্রতি মঞ্জুর ভালোবাসাটাও বেশ সুন্দরভাবে ফুটে ওঠেছে। মাসুম যখন বলেছিল “এই যে তুই ওর জন্য এতোকিছু করছিস, ও কিছু জানছে না, তোর খারাপ লাগে না?” তখন মঞ্জুর উত্তর ছিল, “ও যদি জানতো, তাহলে ওর জন্য আমার যা কিছু করা সবকিছু কেবল ওকে ইমপ্রেস করার একটা অংশ হিসেবে কাউন্ট হতো। এখন আমি যা করছি, তার কেয়ার করি বলে করছি। এতে অন্যরকম প্রশান্তি আছে।” আমরা দেখতে পাই ত্রা সের রাজত্ব কায়েমকারী মঞ্জু, যার নামে পুরো বিশ্ববিদ্যালয় কেঁপে ওঠে, তার ভিন্ন এক রূপ! কিন্তু লেখক মঞ্জুকে তরতর করে উপরে তুলে ফেলেছেন। এই বিষয়টি ভালো লাগেনি। মঞ্জু যেভাবে যা চেয়েছে তা-ই হয়েছে। এখানে যদি মঞ্জু উপরে ওঠতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খেতো তাহলে হয়তো আরেকটু বাস্তবসম্মত লাগতো। আবার, যেভাবে লেখক সবকিছু বুঝিয়ে দিচ্ছিলেন মনে হচ্ছিল উপন্যাস ছেড়ে প্রবন্ধ লেখতে বসেছেন। তবে গল্প থেকে ছিটকে না পড়ে পরে আবার গল্পের সুতো ধরে রেখেছেন। এ ছাড়া গল্পটি মোটামুটি ভালোই লেগেছে। আসলে আমার মনে হয়েছে লেখক বেশি পৃষ্ঠা খরচ না করে সংক্ষিপ্ত আকারেই অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। উপন্যাসের শুরুটা হয়েছে চমৎকার বাচনভঙ্গির সাথে সাধারণভাবে, মধ্যভাগে এসে দেখানো হয়েছে মঞ্জুর উত্তেজনাপূর্ন উত্তান এবং শেষটা হয়েছে অনাকাঙ্ক্ষিত বেদনার মাধ্যমে। ছোট্ট এই উপন্যাস শেষ করে আমি একটি দীর্ঘশ্বাস ফেলি। ভাবতে থাকি, আমরা আপাতদৃষ্টিতে যা দেখি তার সবই কি বাস্তব? গল্পের ভেতরের আরো কিছু গল্প আমাদের আগোচরে রয়ে যায় না তো!
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
ভালোই...
Was this review helpful to you?
or
satisfied for quick and good delivery
Was this review helpful to you?
or
*** Thriller *** উপন্যাসটিতে বাংলাদেশের রাজনীতির একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে। তবে রাজনীতি নিয়ে আমার খুব একটা আগ্রহ যদিও নেই, তবু এটা ভালোই লেগেছে। উপন্যাসের গল্পকথকের মধ্যে একটু অসঙ্গতি লক্ষ করলাম। প্রথম দিকে যখন গল্পকথক তার গল্প বলা শুরু করলো তখন মঞ্জুকে পরিচয় করিয়ে দিলো মিছিলের মাঠে, তাকে ইশারা দিয়ে ডাকছিল, এমন অবস্থায়। এরপর অতীতের স্মৃতিচারণ শুরু হলো। ঘটনা আসলো, শেষ হলো। কিন্তু গল্পের শেষে মঞ্জুর অবস্থা বর্ণনা করলো যে সে জেলে আছে। অতীতের গল্প বলা শেষে গল্পকথক আবার বর্তমানে ফিরে আসলো ঠিকই। কিন্তু গল্পের শুরুতে যে বর্তমান অবস্থা তার কথায় ফুটে উঠেছিল, আর গল্পের শেষে সেই বর্তমান অবস্থার মিল নেই। এখানে দুইটা বিষয় একটু সাংঘর্ষিক হয়ে গেল বলে মনে হচ্ছে।
Was this review helpful to you?
or
◻️ বই রিভিউ বইটি বের হয়েছিল ২০২৩ সালের একুশে বইমেলায়। খুব আগ্রহ নিয়ে বইটি কিনে পড়েছি৷ কারণ লেখককে অনেকদিন ধরে অনলাইনে ফলো করছিলাম। তার লেখা বইয়ের মধ্যে 'বাইনারি' হচ্ছে তৃতীয় বই। তখন বইটির নাম,প্রচ্ছদ সবকিছু মিলিয়ে বইটির প্রতি বেশ আগ্রহ জন্মেছিল৷ তা ছাড়া লেখক প্রতিনিয়ত ইসলাম বিদ্বেষকারীদের বিপক্ষে লেখা লিখে থাকেন অনলাইনে৷ সবকিছু বিবেচনায় বইটি কিনে পড়ে ফেলছিলাম৷ . . “বাইনারি” উপন্যাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মঞ্জুর চাঞ্চল্যের সাথে চলাফেরা_রাজনীতির সাথে জড়িয়ে পড়া_সেইসাথে একসময় ভালোবেসে ফেলে জামায়াত নেতার মেয়ে কানিজকে৷ কিন্তু, এর জন্য তাকে চড়া মূল্য দিতে হয়। বিশ্ববিদ্যালয়ে হিজাবকেন্দ্রিক এক ঝামেলায় কানিজ জড়িয়ে যান৷ কানিজের বিপক্ষে চলে যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য ইসলাম বিদ্বেষকারীরা৷ ঠিক সময় মঞ্জুর নিতে হয় এক কঠিন সিদ্ধান্ত। . . বইটি পড়তে গিয়ে কখনো হেসেছি বইটির চরিত্রে থাকা মঞ্জু এবং তার বন্ধুদের বিশ্ববিদ্যালয়ে ছুটে চলা, ক্যান্টিনে সময় কাটানো, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ ইত্যাদি কার্যকলাপ পড়ে। . . ▪️বই: বাইনারি ▫️লেখক: আসিফ মাহমুদ
Was this review helpful to you?
or
বাইনারি - Asif Mahmud এক বসায় পুরো বই শেষ করা হয় না সে বেশ বহুদিন হলো। আজকাল বই পড়ি অফিস যাওয়া আসার পথে আর ছোট ছোট অবসরে। আসিফ মাহমুদের এর আগেও কিছু বই বের হয়েছে। কিন্তু ওগুলো পড়া হয়ে উঠেনি। ফেসবুক পোস্টের বাইরে তার লেখা পড়া প্রথম বই এটি। গল্পটা যদি এক কথায় প্রকাশ করতে হয় তাহলে বলবো “মিষ্টি কষ্টের গল্প”। বহুদিন পর এক বসায় শেষ করলাম। বইটাকে আসলেও গল্পের বই বললে ন্যায়বিচার করা হবে না। বইয়ে কিছু সুক্ষ্ম ব্যাপার আছে। একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে। আর আছে কিছু নাম। মল্লার নামটা পড়ে আমি লিটারেলি শব্দ করে হেসে দিয়েছি। পারফেক্ট চরিত্রায়ণ। নামের প্রতি এর চেয়ে বেশি সুবিচার করা সম্ভব না। আসিফ ভাইয়ের লেখার হাত ভালো। বাংলাদেশের মধ্যবিত্ত আই হেইট পলিটিক্স জেনারেশনের মনস্তত্ত্ব ধরে আঘাত করার জায়গা খুঁজে নিয়েছেন অনায়াসে। ভাইয়ের লেখার হাতে বরকত কামনা করি আর টার্গেট অডিয়েন্স এর মধ্যমণি হয়ে উঠুক সেই প্রত্যাশা করি। সবার জন্যে রিকমেন্ডেড। #ragibreads