User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রিভিউ বইঃ তন্দ্রাবিলাসী লেখিকাঃ মুশফিকা রহমান মৈথি ক্যাটাগরিঃ রোমান্টিক থ্রিলার রিভিউদাতাঃ ফারহানা তাবাসসুম ~ নামের যথার্থতাঃ বইটির নাম তার যথার্থতা পেয়েছে। কোনো এক রহস্যময়ী নারীকে ঘিরে লেখা এ বই। যার ঘুমন্ত মুখশ্রীকে দেখে কেউ তন্দ্রাবিলাসী বলে আখ্যায়িত করেছিল। যার মায়ায় কেউ জড়িয়ে ছিল অদ্ভুত ভাবে। ~~ কাহিনী সংক্ষেপঃ কোনো এক নিস্তব্ধ রাতের আঁধারে অজ্ঞাত এক নারীর আগমন ঘটে অয়ন নামক ব্যক্তির গাড়ির সামনে। কিছু ঘৃণিত পুরুষ থেকে বাঁচতে অজ্ঞাত মেয়েটি ছুটতে ছুটতে আসছিল আর তখনই অয়নের গাড়ির সামনে আসে আর মেয়েটি জ'খম হয়। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর মেয়েটি নিজেকে অয়নের নিখোঁজ স্ত্রী প্রাপ্তি নামে নিজেকে উল্লেখ করে। যেখানে অয়নের নিখোঁজ স্ত্রীর চেহারার, গড়নের সাথে অজ্ঞাত মেয়েটির কোনো মিল নেই। কিন্তু মেয়েটি প্রাপ্তি বিষয়ক সব কিছুই জানে। কিভাবে জানে? কি করে জানলো? সে কি সত্যি প্রাপ্তি নাকি এর পিছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে। যার দরুন মেয়েটির এত অভিনয়। এখানেই শেষ নয় শহরের নামী দামী ক্লাবে মাহিন নামের এক ছেলের লা'শ পাওয়া যায়। কেউ তাকে বি'ষক্রিয়া আর গলায় চেইন জাতীয় কিছু দিয়ে ফাঁ'স দিয়ে খু'ন করেছে। শুধু তাই নয় মুহাইমিন নামের এক ওসিকেও নৃ'শংস ভাবে কেউ মে'রে রেল লাইনে ফেলে রেখেছে। সামিয়ুল নামের এক জনকে নির্ম'ম ভাবে খু'ন করে কোনো এক বদ্ধ কারখানায় ফেলে রেখেছে। এমনকি নামকরা ব্যবসায়ী স্বপ্ননীলকে মা'রার পরিকল্পনা। শেষ মূহুর্তে তাকেও কেউ শেষ করে দেয়। খু'নি খু'নের সব জায়গায় একটি ক্লু রেখে যাচ্ছে ১২২ নম্বর খোদাই করা লকেট। সব খু'ন কি একই ঘটনার রহস্যে ওতপ্রোতভাবে জড়িত? সব খু'ন কি একজনই করে বেড়াচ্ছে? এখানে কি কোনো সিরিয়াল কি'লারের হাত রয়েছে? কে করছে এসব খু'ন? কিসের প্রতিশোধ নিচ্ছে সে? কিসের প্রতিশোধের আ'গুনে সে দাউদাউ করে জ্ব'লছে? জানতে হলে পড়তে হবে তন্দ্রাবিলাসী বইটা। ~~ বইয়ের চরিত্র গুলোঃ প্রাপ্তি, অয়ন, আবরার, রাইসা, মহীমা, সুমনা, আহসান, শিহাব, জসীম, রোদেলা, নীলুফা, ইচ্ছে, শাওন, আসিফ, ওসি মুহাইমিন, মাহিন, সামিয়ুল, স্বপ্ননীল। কিছু চরিত্র বাদে প্রতিটি চরিত্রই রহস্যে ভরা। ~~ প্রিয় চরিত্রঃ প্রাপ্তি আর ইচ্ছেঃ এ দুজনের নারী সত্তা চরিত্র টা আমার বেশি ভালো লেগেছে। এদের চরিত্র আমাকে জাগরণ করেছে। এদের নিয়ে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। ~~ বইয়ের প্রিয় কিছু লাইনঃ ❝এটা ছেলেমানুষি নয় প্রিয়, আমার ভালোবাসা।❞ ~আবরার~ __ ❝নারীর অশ্রুসিক্ত মুখশ্রী সর্বদাই সুন্দর!❞ __ ❝মাঝপথে ছেড়ে যাওয়ার জন্য হাত ধরিনি। আমি উন্মা'দ, পা'গল, বিরক্তিকর। যাই হই না কেনো, আমার থেকে মুক্তি নেই তোমার। এই ভালোবাসার শেকলেই বদ্ধ থাকতে হবে।❞ ~আবরার~ __ ❝পড়ন্ত বিকেলের শেষ আলোকবিন্দুতে আমাদের আবার দেখা হবে, সেদিন দুজনার মাঝে থাকবে না কোনো আড়াল ছলনা, চাটুকারিতা। শুধু আমি রবো, তুমি রবে নিজ নিজ সত্তায়...।❞ ~প্রাপ্তি~ __ ❝সূচনা যাই হোক না কেনো, প্রাপ্তির নিয়তি সর্বদাই অয়নের সাথেই জড়িত।❞ ~অয়ন~ __ ❝তুমি যে তন্দ্রাবিলাসী, এত সহজে তোমার পিছু ছাড়ি কী করে?❞ ~অয়ন~ __ ❝নারীসৌন্দর্য্য শব্দটাই মারাত্বক, এই একটা শব্দে হাজারো শব্দের জন্ম, আকর্ষণ, মোহ, অনুরাগ, নেশা, ঘোর, মুগ্ধতা, ঈর্ষা, প্রেম--- না জানি আরোও কত কি!❞ ~~ বই সম্পর্কে নিজের অনুভূতিঃ পুরো বইটা রহস্যে ভরপুর। অসম্ভব ভালো লেগেছে আমার। যে অবধি শেষ না করেছি শান্তি লাগেনি। শেষ মূহুর্তে যা হয়েছে তা আমার কল্পনার বাইরে ছিল। সব মাথার উপর দিয়ে গেছে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেলো। কি রহস্য! কি রহস্য! বইয়ের প্রচ্ছদ টাও সুন্দর ছিল ভীষণ।