User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গ্রেট বুক!
Was this review helpful to you?
or
সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলো যখন মিডিয়া-পরিবীক্ষণ করেন, তখন তাঁরা সমাজে মিডিয়ার ভূমিকা সম্পর্কিত সুপ্রচুর গবেষণাদির বিদ্যাজাগতিক ধারাগুলোকে বিবেচনায় আনেন না, আবার বিদ্যাজাগতিক পণ্ডিতবৃন্দ মিডিয়ার ভূমিকাকে সদা-সতর্ক নজরদারির কর্তব্যটিকে অ-বিদ্যায়তনিক মনে করে উপেক্ষা করেন। এই দুইয়ের চমৎকার যুগলবন্দী ঘটিয়েছে এই বই। তাত্ত্বিক পরিপ্রেক্ষিতের প্রতি সারাক্ষণ হুঁশিয়ার থাকার পাশাপাশি মিডিয়া-পরিবীক্ষণের বাস্তব ঘটনা, উদাহরণ, হাতে-কলমে প্রয়োগের সুবিস্তৃত-সুনির্দিষ্ট পদ্ধতিসমূহকে হাজির করাটা, অর্থাৎ মিডিয়ার ক্ষমতা সংক্রান্ত আলোচনার তাত্ত্বিক ও ফলিত দিকের সম্মিলন ঘটানোটা, এই বইয়ের আরেকটি বৈশিষ্ট্য। এটি বাস্তব কাজের ম্যানুয়াল বা হ্যাণ্ডবুক ধরনের একটি বই হওয়া সত্ত্বেও এতে তাত্ত্বিক ও বাস্তব বিস্তারিত বিশ্লেষণের কোনো ঘাটতি রাখা হয় নি। অন্যদিকে, মিডিয়া-পরিবীক্ষণের খুঁটিনাটি পদ্ধতি-প্রণালীর কথা বলতে গিয়ে খোদ পদ্ধতিতাত্ত্বিক প্রশ্নসমূহ মনোযোগের বাইরে যাওয়ার কোনো সুযোগ পায় নি। মিডিয়া-পরিবীক্ষণের সহজ পুস্তক হিসেবে লিখিত হলেও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা-বিভাগসমূহে ‘গণযোগাযোগ ও সমাজ’ নামের যে-কোর্সটি পড়ানো হয়, তার প্রধান একটি পরিপ্রেক্ষিতগত পাঠ্যপুস্তক হিসেবে যে এই গ্রন্থটি কাজ করবে, তাতে কোনো সন্দেহ নাই। এ-ছাড়া, এই তিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা-বিভাগসমূহে মিডিয়া-গবেষণা-পদ্ধতি সংক্রান্ত কোর্সের (প্রধানত আধেয়-বিশ্লেষণের ক্ষেত্রে) অন্যতম সহায়ক-গ্রন্থ হিসেবেও বইটি শিক্ষক-শিক্ষার্থীদের কাজে আসবে। অন্যদিকে, মিডিয়া-পরিবীক্ষণের কাজে আগ্রহী অ্যাক্টিভিস্টগণ এবং বেসরকারী সংস্থাসমূহও এই বইটিকে ম্যানুয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন। আমাদের দেশে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার বর্তমান জরুরি প্রেক্ষাপটে মিডিয়ার ভূমিকা, তার ভালোমন্দ ও করণীয়-অকরণীয় সম্পর্কে আলাপ-আলোচনা সার্বক্ষণিকভাবে জারি রাখা এবং মিডিয়ার ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্বসহকারে নজরদারি করা দরকার। অথচ, আমাদের দেশে এ-বিষয়ে তেমন কোনো গ্রন্থ নেই। এ-বই সেই অভাবও অনেকখানি মেটাবে।