User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গালীব ভাই ফেসবুক ভ্রমণ গ্রুপ ‘টিওবি’ -তে নিয়মিত লিখতেন তার ভ্রমণ অভিজ্ঞতাগুলো। তাই এই গ্রুপবাসীর কাছে ভাইয়া বেশ পরিচিত একজন। এবং সেই সুবাদেই তার লেখা “পথের গল্প” বইটি সম্পর্কে জানতে পারি। আমার মতো যারা একই সাথে ইতিহাস এবং ভ্রমণ দুটোই ভালোবাসেন, তাদের সাথে গালীব ভাইয়ের চিন্তা চেতনা অনেকটাই মিলে যাবে। সেই কারণেই ভাইয়া বই বের করেছেন জানা মাত্রই বইটি কেনার ইচ্ছে হয় (যদিও পরে ভুলে গিয়েছিলাম, অনেক দিন পর আবার মনে পড়ায় বইটি কিনি)। ভ্রমণের পাশাপাশি ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বইটিতে। অনেকদিন আগে কিনলেও পড়তে বেশ দেরি হয়েছে। এবং সর্বোপরি বেশ ভালো লেগেছে। অনেক না জানা তথ্য পেয়েছি বইটিতে। প্রায় প্রতিটি গল্পের সাথে কিউআরকোড দেওয়া ছিল ছবিগুলো দেখার জন্য, যদিও ছবির সংখ্যা অনেক কম। তবে ইউরোপের অনেকগুলো দেশের বর্ণনা আছে, সেখানকার ইতিহাস এবং ঐতিহ্য স্থান পেয়েছে বইটিতে। বইয়ের প্রচ্ছদ এবং পেইজ বেশ ভালো। তাম্রলিপির বাইন্ডিং বরাবরই ভালো। সব মিলিয়ে সুন্দর একটি বই। পড়ার পাশাপাশি এবং নিজের সংগ্রহে রাখতে পারেন। যারা ভ্রমণ পছন্দ করেন, এবং ইতিহাস পছন্দ করেন, বইটি তাদের কাছে ভালো লাগবে বলেই আমার মনে হয়েছে। পার্সোনাল রেটিং: ৪.৫/৫
Was this review helpful to you?
or
I love to read the story from this writer in a facebook group named TOB. He write so smoothly that the reader feels that he/she was in that place. Thank you.
Was this review helpful to you?
or
লেখকের অভিজ্ঞতা গুলো ভালো তবে এগুলো ফেসবুকে পড়তে যতো ভালো লাগে, বই হিসেবে পড়তে গেলে ততোটাই বোরিং লাগে। আমার মনে হয় বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ছোট ছোট শিরোনামে না দিয়ে বরং সবগুলো ঘটনা একসাথে করে মিলিয়ে দিলে ভালো হতো। যেমন: শুধু ডেনমার্কের অভিজ্ঞতা নিয়েই পুরো এক অধ্যায় বানানো যেত।
Was this review helpful to you?
or
তাকে অনেক আগে থেকেই চিনতাম ফেসবুকের সুবাদে। ইতিহাসের পোকা তিনি। তার বইটি হাতে পেয়ে ২ দিনে শেষ করেছি। ভ্রমন পাগল মানুষের মাস্ট রিড বই। রিকোমেন্ডেড।