User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"অবশ্যই তোমাদের জন্য রসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।" সূরা আল-আহযাব : আয়াত ২১। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের জীবনকে দ্বীনের আলোয় রাঙানোর পন্থা জানিয়ে দিয়েছেন। পবিত্র কুরআন মাজীদে আমাদের নবী মুহাম্মদ ﷺ -কে অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। নবী ﷺ সম্পর্কে জানতে হলে সীরাত পড়ার বিকল্প নেই। বর্তমানে মোবাইলের আসক্তির কারণে অনেকেই মোটা মোটা সীরাতের বই দেখলে ভয়ে আর পড়াই শুরু করার আগ্রহ পান না। তাদের জন্য সুসংক্ষিপ্ত সীরাতগ্রন্থ, 'নূরে দো-জাহান।' 'নূরে দো-জাহান' সীরাতগ্রন্থটি ইবনু সাইয়িদিন নাস রহিমাহুল্লাহ রচিত সীরাতগ্রন্থ 'নূরুল উয়ূন' ও 'উয়ূনুল আসার' থেকে গ্রন্থিত প্রিয় নবীজির ﷺ সুসংক্ষিপ্ত ও সমৃদ্ধ জীবনী। বইটি পড়লে আমরা নবী মুহাম্মদ ﷺ -এর বংশের ধারাবাহিকতা, জন্ম শৈশবের টুকরো আলোচনা, বেড়ে ওঠা, নবুয়ত লাভ করা, দাওয়াতী কাজ, যুদ্ধ-জিহাদ, হজ-উমরা, খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, স্ত্রীগণ, সন্তানাদি, চাচা-ফুফুগণ, কিছু মু'জিযা, ওফাত প্রভৃতি বিষয়ে জানতে পারবো, ইন শা আল্লাহ। যা আমাদের নবী ﷺ সম্পর্কে জানতে ও অনুরূপ জীবন গড়তে ভূমিকা রাখবে, ইন শা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বইটির সাথে সম্পৃক্ত সবাইকে উত্তম বদলা দান করুন, আমীন। রিভিউ ও ছবি : মোঃ আবদুল মোতালেব
Was this review helpful to you?
or
বিসমিল্লাহ! আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মদ রাসূলিল্লাহ। মানবতার মুক্তির দূত, দো-জাহানের শ্রেষ্ঠ মানব, যার আগমনে পৃথিবী থেকে জাহিলিয়াতের অবসান ঘটেছিল, যার ঐশ্বর্যে আলোকিত হয়েছে ধরা, যার সম্পূর্ণ জীবনজুড়ে রয়েছে সমগ্র মানবজাতির কল্যাণ, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মণি-মুক্তা খচিত সুরভিত উত্তম আদর্শ তিনি মহান আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লার হাবীব হযরত মুহাম্মদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নিয়ে বাংলা ভাষায় বহু সিরাতগ্রন্থ অনূদিত ও সংকলিত হয়েছে৷ কিছু গ্রন্থ বড় পরিসরে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমগ্র জীবনী তুলে ধরেছে আবার কিছু গ্রন্থ টুকরো টুকরো তথ্য নিয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর প্রতি আকৃষ্ট করার প্রয়াসে রচিত হয়েছে। "নূরে দো-জাহান" বইটি ছোট একটি সিরাত গ্রন্থ। যার পাঠ শেষে পাঠকহৃদয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে আরও বেশি উদ্ধুদ্ধ হবে, বড়ে কলেবরে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানতে ও বাস্তব জীবনে তাঁর আদর্শকে ধারণ করতে উৎসাহিত হবে ইনশাআল্লাহ। বইটির বিষয়বস্তু: নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বক্ষ্যমান বইটিতে স্থান পেয়েছে। বইটি প্রধান ১২ টি শিরোনামে ভাগ করে বিভিন্ন সিরাতগ্রন্থ থেকে তথ্য সংকলন করা হয়েছে। শিরোনাম সমূহ- ১. আমাদের নবীজি সা. ২. নবীজির সা. প্রিয়তমাগণ ৩. নবীজির সা. সন্তানাদি ৪. নবীজির সা. চাচা ও ফুফুগণ ৫. নবীজির সা. গোলাম-বাঁদিগণ ৬. নবীজিকে সা. যারা পাহারা দিয়েছেন ৭. নবীজির সা. পক্ষ থেকে অন্যান্য বাদশাহদের নিকট রাষ্ট্রদূত প্রেরণ ৮. নবীজির সা. বাহনসমূহ ৯. নবীজির সা. অস্ত্রশস্ত্র ১০. নবীজির সা. পোশাক ও তৈজসপত্র ১১. নবীজির সা. কিছু মু'জিযা ১২. নবীজির সা. ওফাত পাঠ প্রতিক্রিয়া: নূরে দো-জাহান বইটি অন্যান্য সিরাতগ্রন্থের চেয়ে আলাদা। ছোট কলেবরের বই, মনোযোগের সাথে পড়লে দেড় থেকে দুই ঘন্টায় বইটি পড়ে শেষ করা যায়। রাসূল সা. এর ব্যক্তিজীবন সম্পর্কে খন্ড খন্ড বিষয়াদি তুলে ধরে বইটি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে আগ্রহী করে তুলে। অন্যান্য সিরাত গ্রন্থের মতো শুরুতে আরব ইতিহাস, কাফের, মুশরকদের অত্যাচার, মূর্খতা, বর্বরতা বিষয়গুলো এই বইয়ের উপজীব্য নয়। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়ত পরবর্তী সময়টা অনেকটাই যুদ্ধ, অভিযান করে ইসলামের প্রতিষ্ঠার কথাগুলো এই বইয়ে না আসলেও বইটিতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের মূল তথ্য, বার্তা ও শিক্ষাগুলো সংক্ষিপ্ত আকারে মলাটবদ্ধ হয়েছে। যা পাঠক হৃদয়ে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানার তৃষ্ণা বহুগুণে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। বলা যায় "নূরে দো-জাহান" বইটি অন্যান্য বৃহৎ কলেবরের সিরাতগ্রন্থ পাঠের সহায়ক, কেননা বইটিতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর সংক্ষিপ্ত ও সমৃদ্ধ সকল তথ্য উঠে এসেছে। পাঠ পর্যালোচনা: "নূরে দো-জাহান" একটি সংকলিত গ্রন্থ। ইবনু সাইয়িদিন নাস রহিমাহুল্লাহুর লিখিত সিরাত বিষয়ক বিস্তারিত কিতাব "উয়ূনুল আসার" এবং সংক্ষিপ্ত "নূরুল উয়ূন" দুটো থেকে তথ্যাদি সংকলন করে বইটি সম্পাদিত হয়েছে। পুরো বইটি ১১৮ পৃষ্ঠার হলেও মূল আলোচনা (১৯-১০৭) পৃষ্ঠা পর্যন্ত। শুরুর দিকে প্রকাশক, সংকলক ও মূল লেখকের ভূমিকা ১৮ পৃষ্ঠা পর্যন্ত। শেষে (১০৮-১১৭) পৃষ্ঠা পর্যন্ত তথ্যসূত্রে প্রায় ৯২ টি গ্রন্থের নাম, লেখক, প্রকাশকাল, স্থান, প্রকাশনী বিষয়গুলো স্থান পেয়েছে। আর সর্বশেষ ১১৮ তম পৃষ্ঠা পাঠকের পাতা। বইটির বিশেষত্ব: বইয়ে প্রতিটি পৃষ্ঠায় টিকা ব্যবহার করা হয়েছে। প্রতিটি তথ্যের একাধিক সূত্র উপস্থাপন করা হয়েছে। তথ্যসূত্র অধিক হওয়ায় অনেগুলো পৃষ্ঠাতেই মূল লেখা অর্ধেক জায়গা নিয়েছে বাকি অর্ধেকে টিকা ও রেফারেন্স। এছাড়াও রাসূস সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ, সন্তানাদি, দাস-দাসী, পাহারাদার, বাহন, সাহাবিগণ, অস্তশস্ত্র প্রতিটির বর্ণণার ক্ষেত্রে সমৃদ্ধ রেফারেন্স দেয়া হয়েছে। ব্যক্তির নাম-পরিচয়ের সকংলন ছাড়া আরও একটি বিষয় নূরে দো-জাহান বইটিকে অন্যান্য সিরাত গ্রন্থের চেয়ে আলাদা করে তাহলো রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মু'জিযাগুলোর সংকলন। সচারাচর সিরাগ্রন্থগুলোতে তথ্যসূত্রে বিস্তারিত সংযুক্তি চোখে পড়ে না, এই দিক থেকেজ নূরে দো-জাহান বইটি অনন্য। পাঠ অসংগতি: পৃষ্ঠা ২৮: সফরসঙ্গী মাইসারা ( রাসূল সা. দ্বিতীয় সিরিয়া সফর) বলেন, মধ্যাহ্নের উত্তাপ যখন খুব বেড়ে যেত-তখন দেখতাম, দু'জন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে তাঁকে ছায়া দিত। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবুওয়ত প্রাপ্ত হননি, তাহলে মাইসারা কীভাবে ফেরেশতার কথা জানলো? অন্যান্য গ্রন্থে মেঘের কথা বলা আছে (আর রাহিকুল মাখুতম) পৃষ্ঠা ৩৯: আইয়ামে তাশরীকের তিন দিনেই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে "তিন জামারাতেই" কঙ্কর নিক্ষেপ করেন। পূর্বে সব গুলো জামারার কোনো উল্লেখ না করে তিন সংখ্যাটির ব্যবহার এখানে অসংগতি মনে হয়েছে। তিনটি জামারা হলো- ১. খাইফের সাথে লাগোয়া জামারা ২. জামারায়ে উস্তা ৩. জামারায়ে আকাবা (এটার কথা প্রথমে বলা ছিল) পৃষ্ঠা ৬৪: জুওয়াইরিয়া রদিয়াল্লাহু আনহা () হিজরীতে তিনি ইন্তেকাল করেন। এখানে হিজরী সনের উল্লেখ নেই। অথবা এবিষয়ে তথ্য না পাওয়ারও কোনো টিকা সংযুক্ত করা হয়নি। পাঠ অবয়ব: নান্দনিক প্রচ্ছদের সাথে কভারের উপরের টাইপোগ্রাফিটা চমৎকার লেগেছে। এছাড়া পৃষ্ঠ সজ্জা, বাঁধাই এবং পৃষ্ঠার মান যথেষ্ট ভালো ছিল। বই পরিচিতি: বই: নূরে দো-জাহান লেখক: মুহাম্মদ ইরফান জিয়া প্রকাশনায়: পেনফিল্ড পাবলিকেশন পৃষ্ঠা সংখ্যা:১১৮
Was this review helpful to you?
or
#আড্ডাখানায়_রকমারি #রিভিউ_২০২৩ ▪️প্রাককথনঃ “রসূল ﷺ বলেছেন, তোমাদের মধ্যে কেউ মু'মিন হতে পারবেনা যতক্ষণ না আমি তার কাছে তার পিতা,সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই” (বুখারী) যে মানু্ষটাকে মা,বাবা,সন্তান এবং সবচেয়ে প্রিয় মানুষ অপেক্ষা বেশি ভালোবাসতে হবে। তাঁর প্রতি ভালোবাসা অন্যান্য সকলের প্রতি ভালোবাসার উর্ধ্বে না হলে ঈমান পরিপূর্ণ হয় না। সেই মানুষটা কে এতোটা ভালবাসতে হলে প্রথমে খুব ভালোভাবে তাকে জানতে হবে। তবেই তো হৃদয়ে গহীনে তাঁর জন্যে ভালোবাসার উদয় ঘটবে! সেই ভালোবাসার উষ্ণতা অনুভবে ঈমানের পারদের উচ্চতা বৃদ্ধি পাবে! ▪️বইয়ের পাতায়ঃ বইটির সূচির দিকে নজর দিলে সমগ্র বই সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারনা পাওয়া যায়। এছাড়াও বইটি ছোট হওয়ায় খুব সহজেই বই সম্পর্কে একটি প্রাথমিক ধারনা পাওয়া যায়। বইটি থেকে আমরা যা যা জানতে পারব_ রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারাবাহিকতা(মা বাবা উভয়ের দিক থেকে),তাঁর জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা,উম্মুল মুমিনীনদের সংক্ষিপ্ত বিবরণ, বিভিন্ন যুদ্ধের সময়কাল সহ বর্ননা এবং পরিশেষে ওফাত।বইটিতে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষিপ্তাকারে উদ্ধৃত করা হলেও মূখ্য তথ্যগুলো আলোচনায় এসেছে পয়েন্ট আকারে। এছাড়াও নবীজির আচার-আচরন, খাদ্যাভ্যাস,পোশাক-পরিচ্ছদের বর্ননার পাশাপাশি লিপিবদ্ধ আছে তাঁর বাহন ও অস্ত্রসমূহের নামসমূহ। ▪️পাঠ পর্যালোচনাঃ উম্মাহর কল্যাণার্থে স্বর্ণযুগ থেকে বর্তমান সময় পর্যন্ত রচিত হয়েছে অসংখ্য সিরাত গ্রন্থ। যার বেশিরভাগ শত-শত পৃষ্ঠার সমন্বয়ে তৈরি কয়েক খন্ডের সীরাত গ্রন্থ। তবে,রসূলের জীবনী চর্চার প্রথম পদক্ষেপ হিসেবে যদি কয়েক খন্ডের সীরাহ পাঠ শুরু করা হয় সেক্ষেত্রে বেশিরভাগ সময় প্রথমেই পাঠকের মনোযোগ হারানোর সম্ভাবনা থাকে।একজন সাধারন পাঠক হিসেবে আমার মনে হয়েছে যে, সিরাতের প্রাথমিক পাঠকদের জন্য সিরাত অধ্যায়নকে সহজবোধ্য করতে ‘নূরে দো-জাহান’ বইটি বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। আকারে সংক্ষিপ্ত হলেও সীরাতের এই তথ্যবহুল বইটি একজন পাঠকের অন্তরে সীরাহ সম্পর্কে আরো বিস্তারিত জানার আগ্রহ জন্মাবে। এছাড়াও বইটি সীরাত বিষয়ে গবেষকদের জন্য সহজে তথ্য খুঁজে পেতে এবং রসূলের জীবনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজে মনে রাখার জন্য একটি ব্যক্তিগত নোট হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে। বইঃ নূরে দো-জাহান লেখকঃ মুহাম্মাদ ইরফান জিয়া প্রকাশনায়ঃ পেনফিল্ড প্রকাশনী