User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ ভালো পাইছি
Was this review helpful to you?
or
Alhamdulillah boita khub karjokori islamic vabe business mind toiri korar jonno.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই!
Was this review helpful to you?
or
অসাধারণ বই ।
Was this review helpful to you?
or
অসাধারন।
Was this review helpful to you?
or
অত্যন্ত চমৎকার একটি বই, যারা অন্ট্রাপ্রেনর হবেন বা ভবিষ্যতে বিজনেস করবেন তাদের প্রত্যেকেরই এই বইটি পড়া উচিত। এই বইটি পড়ে জানতে পারবেন হালাল উপায়ে বিজনেস করে কিভাবে স্বচ্ছলতা অর্জন করবেন এবং সাকসেস হবেন এবং তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিজনেস স্ট্রাটেজি।
Was this review helpful to you?
or
সুন্দর বর্ণনা
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ সুন্দর বই। সবকিছু সাজানো আকারে লেখা। মুসলিম ভাইদের ব্যবসা করার আগে এই বইটা একবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
bebsa jeno notun kore bujhlam
Was this review helpful to you?
or
Great?.
Was this review helpful to you?
or
Great
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। ইসলামিক জ্ঞানের আদর্শ একটি পুস্তক।
Was this review helpful to you?
or
masai Allah অনেক শিক্ষনীয় বই
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই
Was this review helpful to you?
or
লেখক ও গণমাধ্যমকর্মী মিরাজ রহমানের নতুন এই বইটি আশা রাখি বাংলাদেশের পাঠক মহল এর কাছে নতুন একটি চিন্তা ও বোধের উন্মোচন করবে । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ব্যবসায়ীক জীবনাদর্শন ও দিকনির্দেশনা নিয়ে এই বইটি ইসলামপ্রিয় মানুষের কাছে নতুন চিন্তার উদ্ভব ঘটাবে এবং উদ্যোক্তা হওয়ার পিছনে রাসুল সাঃ এর আদর্শকে সবার মধ্যে ধারণের অনুপ্রেরণা ও স্বপ্ন দেখাতে বিশাল ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। মহান আল্লাহতায়ালা ভিন্নধর্মী এই সিরাত গ্রন্থকে কবুল করুন। আমীন।
Was this review helpful to you?
or
Pre order done
Was this review helpful to you?
or
আমি সম্প্রতি "দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]" বইটি পড়েছি এবং এটি আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা ছিল। সাধারণত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী ও ধর্মপ্রচারক হিসেবেই জানি, কিন্তু এই বইটি তার ব্যবসায়িক দূরদর্শিতা ও নেতৃত্বগুণের এক অসাধারণ বিশ্লেষণ উপস্থাপন করেছে। বইয়ের মূল প্রতিপাদ্য বইটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের ব্যবসায়িক দিকটি বিশদভাবে আলোচনা করা হয়েছে। কিভাবে তিনি সততা, বিশ্বস্ততা, ন্যায্যতা ও নৈতিকতা বজায় রেখে সফল ব্যবসায়ী হয়ে উঠেছিলেন—তা এই বইয়ে দৃষ্টান্তসহ তুলে ধরা হয়েছে। তার ব্যবসায়িক কৌশল ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা আজকের উদ্যোক্তাদের জন্যও শিক্ষণীয়। যা ভালো লেগেছে ✅ লেখকের বিশ্লেষণ বেশ গবেষণালব্ধ এবং তথ্যনির্ভর। ✅ আধুনিক ব্যবসা ও স্টার্টআপ কালচারের সাথে নবীজির ব্যবসায়িক দর্শনের তুলনামূলক আলোচনা করা হয়েছে। ✅ সহজবোধ্য ভাষা ও সাবলীল উপস্থাপন বইটিকে পাঠকের জন্য আকর্ষণীয় করে তুলেছে। ✅ শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, একজন আদর্শ উদ্যোক্তা হিসেবে নবীজির জীবনের বাস্তব শিক্ষা পাওয়া যায়।
Was this review helpful to you?
or
তরুণ দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বই
Was this review helpful to you?
or
বই টা দারুন লাগলো পড়ে
Was this review helpful to you?
or
apni jotoi onake nia lekhen insaallah lekhe ses korte parbwn na
Was this review helpful to you?
or
প্রতিবছরে মিরাজ ভাইয়ের বইয়ের চমক অব্যাহত থাকুক ❤️
Was this review helpful to you?
or
দারুণ একটি বই ?
Was this review helpful to you?
or
আমাদের প্রিয় নবী কিভাবে ব্যবসা করেছেন । বর্তমান যুগের ব্যবসায়ীদের ব্যবসা পদ্ধতির সাথে নবীজির ব্যবসা পদ্ধতির তুলনা এবং কিভাবে ব্যবসা করলে লাভবান হতে পারেন তার সব বিষয়ই তুলে ধরা হয়েছে এই বইয়ে ।
Was this review helpful to you?
or
রকমারি.কম কে ধন্যবাদ ❤️। প্যাকেজিংটা সুন্দর ছিল যদিও একটু ছিড়ে গিয়ে সে দিক দিয়ে বালি ঢুকে গিয়েছিল। তারপরেও full satisfied।
Was this review helpful to you?
or
হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সব দিক দিয়েই গ্রেটেস্ট। তাঁর গুণ ও বৈশিষ্ট্যের অন্যতম একটি দিক হলো—তিনি ছিলেন একজন গ্রেট বিজনেসম্যান। গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর। সুলতানস চেয়েছে মহানবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যবসায়িক জীবনের ইতিহাস, আদর্শ ও দিকনির্দেশনাগুলো বর্তমান সময়ের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য তুলে ধরতে; যাতে তারা তাঁর গুণ-অভ্যাস ও ব্যবস্থাপনা-কৌশল এবং আদর্শ অনুসরণ করে ব্যবসাবাণিজ্য ও ক্যারিয়ারে সফল হতে পারে। বহু মুসলিম তরুণ উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, কিন্তু ভালো কোনো গাইডলাইন খুঁজে পান না, যা কিছু পাওয়া যায়—নৈতিকতা ও মূল্যবোধের বিচারে মানোত্তীর্ণ নয় তার অনেক কিছুই। সর্বশ্রেষ্ঠ মানুষের সুন্দরতম ব্যবসায়িক আদর্শ, আত্ম-উন্নয়নমূলক বিভিন্ন গুণ-অভ্যাস এবং ব্যবসা-উন্নয়নের ব্যবস্থাপনা-কৌশলগুলোর বর্ণনা সংবলিত গাইডলাইনধর্মী বইটি প্রকাশ করতে পেরে সুলতানস পরিবার ধন্য। সুলতানস থেকে প্রকাশিত প্রথম বইটি পাঠকমহলে বেশ সাড়া জাগিয়েছে। ব্যতিক্রম ধারার প্রয়োজনীয় কনটেন্ট নিয়ে কাজ করার ধারাবাহিকতায় ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ বইটি প্রকাশিত হলো। আশা করছি এ বইও পাঠকের জ্ঞানপিপাসা মেটাতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। বইটি নির্মাণের দীর্ঘ যাত্রায় যারা যারা যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা।
Was this review helpful to you?
or
বইয়ের Summary পড়ে টপিকটা খুবই ভালো লাগলো।আমাদের প্রজন্মের জন্য অসাধারণ একটি বই। প্রি-অর্ডার করেছি,আশা করছি বরাবরের মতোই মিরাজ রহমান স্যারের শিখনীয় ও কার্যকর একটি বই পেতে যাচ্ছি? শুভ কামনা রইলো সুলতানসের জন্য
Was this review helpful to you?
or
Everyone should try business and Our prophet(bpuh) is the idol here. This book is recommended from heart.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ বইটাতে সুন্দর সুন্দর টপিক নিয়ে গুছিয়ে আলোচনা করা হয়েছে।। কিন্তু একটা জিনিস ভালো লাগে নাই তা হলো, বইয়ের পেজগুলো অনেক নরমাল দেয়া হয়েছে।।
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার একটি বই।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর ও গোছানো বই মাশাল্লাহ । আল্লাহ কাজে বারাকাহ দিন। আরে এরকম কাজ চাই মিরাজ ভাই। ইনশাআল্লাহ আগামীতে এন্ট্রাপ্রেনরশিপ নিয়ে যেসব বই আসবে সেগুলোতে বর্তমান যুগের আরো বেশি তথ্য দিবেন ইসলামের আলোকে তাতে বেশি উপকার হবে ??
Was this review helpful to you?
or
"দ্যা গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মদ স" বন্ধুবর মিরাজ রহমান। গবেষণা, তত্ত্ব ও তথ্যের ক্ষেত্রে নির্ভরযোগ্যতার বাতিঘর। পৃথিবীর সবচেয়ে সাম্প্রতিক ও প্রয়োজনীয় বিষয় নিয়ে উম্মতের কল্যাণার্থে কাজ করার এক তেজদীপ্ত সুপুরুষ। লেখালেখির জগতে সফল ক্যারিয়ারের দৃষ্টান্ত স্বয়ং নিজেই। ----- তাঁর প্রতিটি গ্রন্থ মানেই নতুন কিছু !!! বইয়ের নাম, প্রচ্ছদ, বাঁধাই, তত্ত্ব ও তথ্যের গভীরতা, প্রচুর রেফারেন্স, অতি প্রয়োজনীয় বিষয়বস্তু অল্প কথায় সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন সহ নানা বৈশিষ্ট্যের ছড়াছড়ি .... !!!!! "দ্যা গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মদ স" নামক গ্রন্থটি তার পূর্বের সকল সফলতাকে ছাপিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর কারণ হলো - বইটি ছাপানোর পূর্বে অধম (সাজ্জাদ) এর শুরু থেকে শেষ পর্যন্ত চোখ বুলানোর সৌভাগ্য হয়েছিল। নির্ধারিত বেশ কিছু তাহকীক এর নজরে ছানির অনুরোধ ছিল। চেষ্টা করেছি আমানত রক্ষা করে প্রতিটি বিষয় পৃথক পৃথকভাবে মিলিয়ে দেখার। আলহামদুলিল্লাহ ও লিল্লাহিল হামদু কুল্লুহ। তখন থেকেই এর প্রতি যথেষ্ঠ দুর্বলতা ও প্রতীক্ষা অনুভব করতে থাকি। কখন এটা হাতে পাব !! --- গ্রন্থটির কয়েকটি বৈশিষ্ট্য : ১. ব্যবসা-বাণিজ্য বিষয়ে এটিকে একটি সীরাত গ্রন্থ আখ্যা দেয়া যায়। রাসূল সা, সাহাবী, উম্মাহাতুল মুমিনীন এবং অন্যান্য নবীদের হালাল উপার্জনের পন্থা কেমন ছিল - এ বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। ২. বিশেষত ব্যবসাবাণিজ্যের ক্যারিয়ারে একজন মুসলিম কিভাবে সফলতা অর্জন করবেন, সম্পূর্ণ সুন্নাহ নির্ভর থেকে আধুনিক পদ্ধতি ও ব্যবস্থাপনার সমন্বয় করে 5 keys : পঞ্চ অধ্যায়ের অবতারণা। ক. ইতিহাস / ইসলামী আদর্শ জানা। খ. আত্ম-উন্নয়ন / নিজেকে গড়ে তোলা। গ. ব্যবসা-উন্নয়ন / ব্যবসায় সফলতা অর্জনের কৌশল ও কর্মপন্থা। ঘ. মোটিভেশন/ হতাশা নয়, তুমিও জিতবে... ঙ. বিধিবিধান/ প্রাচীন ও আধুনিক তথা ইসলাম ও বর্তমান পরিস্থিতিতে সফলতা অর্জনের কিছু ফিকহী আলোচনা এবং 4p - 7p এর বিশ্লেষণ। ৩. গ্রন্থটি একটি গবেষণাধর্মী ও প্রামাণ্য গ্রন্থ। ৩৫৫ পৃষ্ঠার বইটিতে ৮৪২ টি রেফারেন্স সংযুক্ত। প্রতিটি পাতায় পাতায় রয়েছে আরবী ইবারত/ টেক্সট। ইলমী ও গবেষক প্রতিটি পাঠকের জন্য এখানে রয়েছে পরম তৃপ্তি ও স্বস্তি। ৪. নবীযুগে ব্যসাবাণিজ্য ও সম্পদ উপার্জনে নারীর অবদান ও অবস্থান তুলে ধরে আধুনিক মুসলিম নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন এবং এর কর্মপন্থা নির্ধারণ। ৫. একজন মুসলিমের জন্য গ্রন্থটি যেমন অনুসরণীয় আদর্শিক গাইডলাইন হতে পারে, অনুরূপভাবে একজন অমুসলিমের জন্যও এটি অনুসরণীয় হবে এভাবে যে, প্রাচীন যুগের নবী যেন আধুনিক যুগের একজন সত্যিকারের অন্ট্রারপ্রেনর। --- গ্রন্থটি, এর লেখক এবং এর সাথে সংশ্লিষ্ট সকলের মকবুলিয়তের জন্য দোয়া ও শুভকামনা রইল। ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين --- সাজ্জাদ হোসেন। ১4. ০২. ২০২৩
Was this review helpful to you?
or
মিরাজ রহমানের নতুন বই ও রাসুলে আরাবি (সা.)-এর রওজা প্রসঙ্গ সময়ের পরিচিত আলেম, লেখক ও সাংবাদিক মিরাজ রহমান। তিনি আমার বহুদিনের পুরনো বন্ধু। তার সাথে যখন আমার বন্ধুত্ব, তখন আমাদের কারো দাড়ি গজায়নি আর এখন কারো দাড়ি হয়েছে সাদা কারো সাদা হয়েছে চুল। কওমি মাদ্রাসায় পড়ুয়া অসাধারণ মেধাবী লেখক তিনি। ইতিমধ্যে তার লেখা বেশ কয়েকটি বই পাঠকমহলে সারা জাগিয়েছে বিশেষত ‘প্রোডাক্টিভ মুসলিম’ ও ‘মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার’ বইয়ের নাম জানেন না, বাংলা ভাষা ভাষী পাঠক খুব কমই আছেন।এরই ধারাবাহিকতায় এ বছর (২০২৩) অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে ব্যতীক্রমধারার একটি সিরাত গ্রন্থ লিখেছেন তিনি। আশা করছি এই বইটিও অতীতের মতো পাঠকমহলে সমাদৃত হবে। বন্ধুত্বের খাতিরে তার রচিত নতুন গ্রন্থ ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’ নিয়ে দু-চারটি কথা না বললেই নয়— বইয়ের প্রাথমিক রচনার কাজ সমাপ্ত করে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কা-মদিনায় এসেছিলেন তিনি। মদিনায় অবস্থানকালীন সময়ে নানা কারণে-অকারণে তার সাথে দেখা হয়েছে আমার; কথা হয়েছে। সবকিছু ছাপিয়ে যে বিষয়টি আমার হৃদয়ে জায়গা করে আছে, তাহলো— প্রতিদিন এশার নামাজের পরপরই রাসুলের (সা.) রওজা শরিফে যাওয়ার জন্য বেচাইন হয়ে যেতেন তিনি। প্রথম ২/১ দিন বুঝতে পারিনি। পরে জানলাম তার রচিত নতুন বইটি তিনি সারারাত জেগে প্রিয়নবির রাওজার পাশে বসে সম্পাদনা করছেন এবং রাসুলে আরাবিকে (সা.) পড়ে শোনাচ্ছেন তার বইটি। বিষয়টা জানার পর, আবেগ-আপ্লুত নয়নে দোয়া করা ছাড়া আমার তখন আর কিছুই করা ছিল না। সেসময়কার দোয়ায় যা বলেছি, আজও তাই বলছি—হে মালিক! তোমার হাবিবের (সা.) শানে; তাঁর ব্যবসায়িক জীবনের ইতিহাস নিয়ে যে বই রচিত হয়েছে। তোমার হাবিবের (সা.) রওজার পাশে বসে যে বই সম্পাদনা করা হয়েছে এবং হায়াতুন্নাবিকে (সা.) যে বই পাঠ করে শোনানো হয়েছে—মোবারক সে বইটিতে তুমি কবুল করো। লাখো ব্যবসায়ীর পাথেয় হিসেবে বইটিকে তুমি কবুল করো। আমিন। ছুম্মা আমিন।
Was this review helpful to you?
or
‘উদ্যোক্তা’র (Entrepreneur) একটা ওয়ার্ল্ড ওয়াইড ধারণা এমন দাঁড়িয়েছে, উদ্যোক্তা বলতেই আমরা ব্যবসায়িকভাবে গ্রহণ করা নতুন কোনো উদ্যোগকে বুঝি। কিন্তু ইসলামি কনসেপ্টে উদ্যোক্তার অর্থ আরও ব্যাপক, আরও বিস্তৃত। উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইসলামি ইতিহাসে একটি চমৎকার কনসেপ্ট আছে। বাংলাদেশে ইসলাম প্রচারে প্রাচীন সুফি-দরবেশদের এত সফলতার কারণ তালাশ করতে গিয়ে ইতিহাস-গবেষক রিচার্ড এম ইটন উল্লেখ করেন, এই এলাকার যারা সুফি-দরবেশ-পীর ছিলেন, তারা ছিলেন ‘উদ্যোক্তা পীর’। উদ্যোক্তা পীর হলো এমন পীর, প্রাচীন সমাজে সাধারণ মানুষ যেসব সামাজিক সমস্যার সম্মুখীন হতো, এসব পীর সেসব সমস্যা সমাধানে আধ্যাত্মিক এবং সামাজিকভাবে এগিয়ে আসতেন এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতেন। শুধু ধর্মীয় উদ্যোগ নয়, পীরগণ সামাজিক সমস্যায়ও অভিনব উদ্যোগে এগিয়ে যেতেন সবার আগে। ফলে সমাজের মানুষ তাদের কথা ও কাজে দারুণভাবে প্রভাবিত হতো। বাংলা অঞ্চলে ইসলাম প্রসারে এজন্য পীর-দরবেশদের প্রভাব এত টেকসই ও দীর্ঘমেয়াদী। এখন প্রশ্ন হলো, এই সামাজিক উদ্যোক্তা কনসেপ্ট কই থেকে এলো? বলার অপেক্ষা রাখে না, আমাদের নবীজি মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম) ছিলেন ইসলামের প্রথম উদ্যোক্তা, প্রথম অন্টারপ্রেনর। মক্কায় হিলফুল ফুজুল থেকে শুরু করে দামেশকে তার ব্যবসায়িক সততা আমাদের সামনে একজন বহুমুখী সামাজিক উদ্যোক্তার প্রতিচ্ছবি তুলে ধরে। নবীজির মদিনা-জীবন একজন সামাজিক উদ্যোক্তার সবচে উজ্জ্বল উদাহরণ। কৃষিনির্ভর মদিনার সমাজে তিনি নানাভাবে কৃষিকে উৎসাহ দিয়েছেন, খেজুর ও অন্যান্য ফল-ফসল উৎপাদনে নতুন নতুন উদ্যোগের ঝুঁকি গ্রহণ করেছেন। দারিদ্রক্লিষ্ট মদিনায় নতুন করে মুহাজির সাহাবিদের আগমনে খাদ্যশস্য ও খাদ্যপণ্যে ঘাটতি দেখা দেয়া স্বাভাবিক। এ জন্য নবীজি মক্কার মুহাজির সাহাবিদের উদ্বুদ্ধ করেছেন মদিনার কৃষক সাহাবিদের সঙ্গে মিলে কৃষি ও ব্যবসায় সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের। নবীজির জীবন থেকে এমন আরও শত শত উদাহরণ দেয়া যাবে একজন সফল ব্যবসায়িক ও সামাজিক উদ্যোক্তার। তার জীবনটাই উদাহরণীয়। কিন্তু সেই দৃষ্টিতে তাকে দেখার সক্ষমতা আমাদের ক’জনের আছে? আলহামদুলিল্লাহ! বন্ধুবর Miraj Rahman (মিরাজ রহমান) ভাই আমাদের সামনে তুলে এনেছেন নবীজির সেই আনোখা জীবন ‘গ্রেটেস্ট অন্টারপ্রেনর মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এই বইয়ের কনসেপ্ট তার মুখে প্রথম শুনে চমকে গিয়ে ভেবেছিলাম, সত্যিই তো, নবীজির চেয়ে বড় উদ্যোক্তা আর কে আছেন? কীভাবে তিনি আরবের বর্বর একটি সম্প্রদায়কে সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি, শিল্প-সংস্কৃতিতে মাত্র ২৩ বছরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছিলেন! কী ছিল সেই জাদু? কী ছিল তার উদ্যোক্তা-জীবনের সফলতা? কীভাবে তিনি সমগ্র আরবকে এত অল্প সময়ে তার নীতির সামনে নতজানু করতে পেরেছিলেন? পৃথিবীতে নবীজির এই উদ্যোক্তা জীবন নিয়ে কোনো বই প্রকাশ হয়েছে কিনা আমার জানা নেই। মিরাজ ভাই নবীজির অভিনব এক জীবন আমাদের সামনে নিয়ে এসেছেন। এ কেবল মিরাজ ভাইয়ের মতো যশস্বী ও চিন্তাশীল লেখকের পক্ষেই সম্ভব।
Was this review helpful to you?
or
দারুন বই , এর আগে এইরকম টপিকে কোন লেখা পাই নি। প্রি অর্ডার করে রাখলাম।
Was this review helpful to you?
or
মিরাজ স্যার এর বই সবসময়েই বেশ ভাল। আপনারও নিরদ্বিধায় নিতে পারেন । বই অর্ডার করে ফেললাম আশা পূর্বের বই এর মত এবারো মন ছুয়ে যাবে
Was this review helpful to you?
or
প্রি-অর্ডার করে দিলাম দারুন একটা টপিক বিষেশ করে (১৮-২৫) বছরের সবার এই বই টা পড়া দরকার ধন্যবাদ সুলতানস কে এমন দারুন একটা টপিকের উপরে বই লেখার জন্য