User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
১ বছরের ওয়ারেন্টি বাট এক বছরও যায় নাই
Was this review helpful to you?
or
very good product
Was this review helpful to you?
or
ভালো। তবে Casio এর মত না। ভগ্নাংশে root থাকলে তা সাধারণত দশমিকে দেখায়,ভগ্নাংশে দেখায় না।
Was this review helpful to you?
or
great
Was this review helpful to you?
or
Othentic product and good packaging
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
very good product.recomended
Was this review helpful to you?
or
অনলাইনে প্রোডাক্টটির ব্যাপারে বেশ ভালো কিছু রিভিউ পেয়েছি। রকমারির প্রতি আমার বিশ্বাস আছে, কারণ তারা সবসময় ভালো মানের জিনিস নিয়ে আসে।
Was this review helpful to you?
or
original product
Was this review helpful to you?
or
দাম অনুযায়ী সব ঠিকই আছে, calculation ও অনেক ফাস্ট
Was this review helpful to you?
or
Solar kaj kore? ai calculator te ta?
Was this review helpful to you?
or
Worst Experience. Don't Buy.
Was this review helpful to you?
or
প্রোডাক্টটি এভারেজ মানের। এখানে অনেক ইম্প্রুভ এর জায়গা আছে
Was this review helpful to you?
or
এটা মোটামুটি। ইঞ্জিনিয়ারিং purpose এ use না করাই ভালো । এর অনেক সমস্যা আছে যেমন :-১. সোলার কাজ করে না, ২.casio এর সব function এতে নেই, ৩. battery অনেক তারাতাড়ি শেষ হয়ে যায়, ৪. ইঞ্জিনিয়ারিং exam এর performance ভালো না, ৫. মাঝে মাঝে হঠাৎ off হয়ে যায়, ৬. এতে solve function এ problem আছে ইত্যাদি।
Was this review helpful to you?
or
ami kinchilm eta, ekhono kono prblm hoi ni
Was this review helpful to you?
or
১০ মাসের উপর ব্যবহার করছি। এই দামে কোয়ালিটি অনেক ভালো। কেসিও এর টা এর না থাকায় এর বদলে এটা অনেক ভালো সার্ভিস দিয়েছে। দামও অনেক কম। সাথে ওয়ারেন্টি থাকায় সমস্যা হলেও রকমারির সাথে যোগাযোগ করে ওয়ারেন্টি ক্লেইম করা যায়।
Was this review helpful to you?
or
Good ?
Was this review helpful to you?
or
Best in business.
Was this review helpful to you?
or
অনেকে অনেক কথাই বলতেছে বাট সত্যি বলতে ক্যালকুলেটরটি খুবই ভালো।ইকুয়েশন সলভিং এ ক্যাসিওর চেয়ে একটু বেশি সময় নেই এই আরকি।মানে ওভারঅল প্রসেসিং স্পিড একটু কম।স্পিডে ক্যাসিওকে ১০ এ ১০ দিলে স্যামসকে ৭/৮ দেওয়ার যায়।আমি ৪ বছর যাবত ইউজ করছি স্টিল ভালো সার্ভিস দিচ্ছে। ১১-১২শ টাকার মধ্যে এটা ভ্যালু ফর মানি ।নো ডাউট।
Was this review helpful to you?
or
ভালো তবে sin 60 , কিংবা অন্যান্য মান গুলো বের করা যায় না,HSC level এর কমপ্লেক্স ম্যাথ গুলো কখনো কখনও ভুল দেখাতে পারে, কিন্তু এসএসসি লেভেলের কথা চিন্তা করলে এটি একটি বেস্ট ক্যালকুলেটর।
Was this review helpful to you?
or
ঐ দামের মধ্যেই ভালো service দিচ্ছে
Was this review helpful to you?
or
Genuine product. Service is like as casio original fx-991ex. ???
Was this review helpful to you?
or
August er 26 tarikh niyechilam. 1 diner modhhe without any use ekdom off hoye jaay. Return kori and almost after 15 days haat a pai. 1 month use korlam erpor. Ajke abar off hoye jay. Was a total fool to believe it would last a year. Don't waste your money.
Was this review helpful to you?
or
ভাইরে ভাই,কান ধরছি মাফ চাই।এইটা কেউ নিয়েন নাহ। নিছি কিছু দিন ব্যবহার করছি এখন কোন ফাংশন কাজ করে নাহ।সস্তার তিন অবস্থা। পারলে অরিজিনাল কেসিও কিনুন নতুবা ধার করে চালান,তাও এর টাকা দিয়ে নিম্নমানের জিনিস কিনেন নাহ
Was this review helpful to you?
or
Working fine till now. casio ta na pele nite paren tobe long equation korar jonno aita suggest korbo na. Sin/Cos ar man gulo fraction paben na. aita akta drawback.Solar kaaj kore kina jana nai because indicator light jole na..
Was this review helpful to you?
or
কেনার ১১ মাসের মাথায় নষ্ট হলে রিটার্ন নিয়ে নতুন ক্যালকুলেটর দেওয়ায় ধন্যবাদ রকমারিকে।
Was this review helpful to you?
or
এইটা কেউ কিনবেন না!!!!! এখানে অনেক মান গুলো রূট আকারে আশে না,,যেমন Sin(75) এর মান রুটে আশে অন্ন calculator এ কিন্তু,এই টায় আসে না,, এছাড়া আরো অনেক মান আছে যেগুলো ত্রিকোণমিতিতে রুট আকারে আসা খুবই গুরুত্বপূর্ণ,।কিন্তু এই ক্যালকুলেটরে সেগুলো সম্ভব হয়না
Was this review helpful to you?
or
nice wonderful
Was this review helpful to you?
or
সোলার কাজ করে কিনা বুঝার কোন উপায় নেই, যেমনটা casio classwiz তে থাকে। key গুলো Casio Classwiz এর মতো soft না। তাছাড়া বাকি সবকিছু ঠিক আছে। আপাততঃ এতটুকু বুঝলাম,বাকিটা পরে দেখা যাবে। আর আমি কিনেছি দুইদিন আগে ১১৯০/- এখন দাম বাড়িয়ে ১২৫০/- করা হয়েছে দেখলাম। কম দামের মধ্যে ভালোই বলা যায়।
Was this review helpful to you?
or
vitore deklam solar connection nai.mane solar na eta direct battery diye cole..ar battery ta circuit board er majkhane tai keow oi battery option ta khuila voy paiyen na..sob function thik thak kaj kore just cost cutting hisabe eigula paben na..kaj calaiya jowyar nite paren!
Was this review helpful to you?
or
Genuine Product.. ❤❤ I use it... Service is like as Casio original.
Was this review helpful to you?
or
Casio এর মতই বলা যায়। কাজেও মোটামুটি ফাস্ট । সোলার কাজ করে নাকি বুঝা যাচ্ছে না কারণ ওই সূর্য টা জ্বলে উঠে নাই। আর বোতাম গুলোর লিখা উঠে যেতে পারে।অর্ধেক দামে ভালোই কতদিন চলে দেখি?
Was this review helpful to you?
or
সোলার প্যানেল আর কিউ আর কোড বাদে বাকি সব ফাংশন ই ক্যাসিও এর মতো। অতো বেশি স্পীডের পার্থক্যও নাই ( ক্যাসিও আর এইটা একসাথে টেস্ট করে দেখেছি)। HSC লেভেলের প্রায় সব চ্যাপ্টার এর ম্যাথ টেস্ট করেছি। ভালোই চলছে , এই দামে খারাপ হয় নাই। কেনার আগে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তাই রিভিউ দিচ্ছি। কিনতে পারেন সবাই। ১২৫০ টাকায় ভ্যালু ফর মানি।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ। ক্যালকুলেটরটা হাতে পেলাম। ডেলিভারী বেশ দ্রুতই দিয়েছে। ক্যালকুলেটরটার পারফরমেন্স এ সন্তুষ্ট। চিন্তা করেছিলাম, চাইনিজ ব্র্যান্ড, ভালো হবে কি না!! ক্যালকুলেশন খুব যথেষ্ঠ ফাস্ট ছিলো। জটিল জটিল ক্যালকুলেশন, যেমন, ৪ চলক বিশিষ্ঠ সমীকরণ, 4x4 ম্যাট্রিক্স এর ইনভার্স বের করা, ১ চলক বিশিষ্ঠ ৪ ঘাতি সমীকরণ, এমনকি জেনারেল সলভ ফানকশন টা ঠিকঠাক, এবং ফাস্ট ছিলো। জটিল সংখ্যার হিসেবগুলোও ঠিকঠাক করেছে। জাস্ট কস্ট কাটিং এর জন্যে সোলার চার্জিং টা হয়তো দেয়নি। আবার দিয়েও থাকতে পারে, কারণ কেসিও ৯৯১ex এর মতন লাইট এ রেসপন্স করে না। বিল্ড কোয়ালিটি, মোটামুটি, আমার ভালো লেগেছে। ভ্যালু ফর মানি বলা যায়! এই দামে বেশ ভালো। বি. দ্র:- আমি ব্র্যান্ডিং করছি না। ডিভাইসটা ক্রয় করার আগে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কারণ করো কাছ থেকে ডিটেইলস রিভিউ পাইনি। তাই একটা রিভিউ দেয়ার চেস্টা করলাম!
Was this review helpful to you?
or
onek slow don't buy this shit casio er dharer kaseo nai eta.. 2nd hand casio 991 ex kinar try koren eta aviod koren.. boro boro one unknow equation casio er jodi solve korte 10 seconds lagle ei baaldar somoy lage 2 minutes.. pura waste of money then sin45, cos45 egular man vognangshe ashe na point e ashe