User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"পথহারা পথিককে পথ দেখিয়েই যুগে যুগে সর্বনাশ হয়েছে। কেউ পথ না দেখালে সে নিজেই নতুন পথ আবিস্কার করতো। পথিককে যত পারা যায় বিভ্রান্ত করা উচিত। সে মাথা খাটিয়ে নিজের পথ নিজেই বানিয়ে নেবে। ফলে নতুন একটি পথ তৈরি হবে।" -পৃষ্ঠা ৭ নির্ঝর নৈঃশব্দ্য। লেখক, কবি, আর্টিস্ট, প্রচ্ছদকার এরকম বিভিন্ন পরিচয়ধারী একজন। তবে এ সকল পরিচয়ের মাঝে নির্ঝরের একটি আইডেন্টিটি মনে হয় তুলনামূলকভাবে কম উন্মোচিত হয়। একজন চিন্তকের পরিচিতি। 'ছিন্নপাতার ছাপ' বইটি মূলতঃ এই চিন্তকের বিভিন্ন উক্তি সমৃদ্ধ। অনেকে এটিকে প্রবচন গ্রন্থও বলতে পারেন। ভিন্ন ভিন্ন মাত্রায় প্রতিভার ছাপ রাখার কারণে লেখকের কাছ থেকে উক্ত বইয়ে ডাইভার্সিফায়েড চিন্তার দেখা পাওয়া যায়। "যারা নিজের রূপে মুগ্ধ তারা কখনোই জানতে পারে না যে আয়না তাদের সাথে প্রতিনিয়ত প্রতারণা করছে।" -পৃষ্ঠা ৮ নির্ঝরের আছে শিল্পীর দৃষ্টি, লেখকের পর্যবেক্ষণ ক্ষমতা, কবির ব্রিলিয়ান্স। এসবের মিথষ্ক্রিয়ায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সারকথা আছে 'ছিন্নকথার ছাপ' এ। "ছবি কখনো সত্য কথা বলে না। ছবি মানেই একটি খন্ডিত ফ্রেম, অনেকটা অন্ধের হাতি দর্শনের মতো ব্যাপার।" - পৃষ্ঠা ৯ নির্ঝর কথা বলেছেন সমসাময়িক আর্ট-কালচার-লিটারেচার, বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট, মানব মনস্তত্ত্ব, সম্পর্কের রাজনীতি, বিশ্বাস-অবিশ্বাস-নির্বাণ, নারী-পুরুষের প্রেম-ভালোবাসার বৈচিত্রময় মাত্রাসমূহ নিয়ে। সব প্রবচনের সাথে আমি একমত তা বলতে পারি না এবং বিনা প্রশ্নে মেনে নেয়াটা লেখক স্বয়ং সাপোর্ট করেন না। তবে অল্প কথায় বিভিন্ন বিষয়ের উপর দরকারী ইনসাইট 'ছিন্নপাতার ছাপ' এ পাওয়া যায়। নির্ঝর নৈঃশব্দ্যের তীক্ষ্ম অবজার্ভেশন পাওয়ার এবং অভিজ্ঞতালব্ধ জীবনবোধ তাকে একজন গুরুত্বপূর্ণ চিন্তক বানিয়েছে বলে আমার মনে হয়। বইটিতে দুই-তিনটি উক্তির পুনরাবৃত্তি হয়েছে। সবচেয়ে দারুন কথাগুলো রিভিউতে দিলাম না, এত স্পয়লার দেয়াটা ঠিক হচ্ছে না। আশা করছি পরবর্তি মূদ্রণে সেটি ঠিকঠাক করে নেয়া হবে। শেষ করছি নির্ঝরের শেষ কথা দিয়েই। "সকল কথার শেষ কথা এই যে, আমরা নতুন কিছু চিন্তা করি না, করা যায় বলেই করি না। একই চিন্তাই আমরা মূলত নিজের অভিজ্ঞতা দিয়ে ভেঙে প্রকট করি। এই বইয়ে আমার কথারা যেমন।" রিভিউ: ওয়াসিম হাসান মাহমুদ সংগ্রহ: গুড রিডস