User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Ri Ya

      18 Mar 2025 10:59 AM

      Was this review helpful to you?

      or

      #বুক_রিভিউ বই : অভ্রান্ত বোধ লেখক : শিরিন শবনম প্রচ্ছদ : সোহেল আশরাফ প্রকাশনী : চলন্তিকা ★পাঠসংক্ষেপ : সিলভিয়া এক আত্মসম্মানবোধ সম্পন্ন দৃঢ়চেতা নারী। কৈশোরে বাবাকে হারালেও জীবনের পথে হার মানেনি। নিজের অস্তিত্বকে খুঁজতে গিয়ে পেয়েছে ভালোবাসার এক অদ্ভুত উপলব্ধি। শিমুল এক ব্যক্তিত্ববান পুরুষ, যার সঙ্গে তার পরিচয় হয়ে ওঠে এক গভীর সংযোগের শুরু। সাহিত্য, অনুভূতি আর অবচেতন জগতের টানাপোড়েনে তারা একে অপরকে আবিষ্কার করতে থাকে। কিন্তু ভালোবাসা সবসময় সহজ পথ বেছে নেয় না। জীবন, আত্মসম্মান, আর ভালোবাসার জটিল সমীকরণের মাঝে কখনো কিছু সম্পর্ক কাছে এসেও দূর হয়ে যায়। সিলভিয়া ও শিমুলের সম্পর্কের বাঁকে যে মনস্তাত্ত্বিক লড়াই তা কেবল তাদের ব্যক্তিগত নয়। এ এক চিরন্তন অনুভবের প্রতিচ্ছবি। কিছু অনুভূতি অন্তরে স্থায়ী হয়ে থাকে। কিছু ভালোবাসা সব পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে উঠে যায়। শিরিন শবনমের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস অভ্রান্ত বোধ প্রেম, অহম, আত্মপরিচয়ের গভীর অনুসন্ধান। এটি শুধু একটি গল্প নয়, বরং হৃদয়ের এক অন্তর্লীন যাত্রা, যেখানে অনুভূতিগুলো প্রশ্ন তোলে, কিন্তু সব প্রশ্নের উত্তর মেলে না। ★পাঠ প্রতিক্রিয়া: শিরিন শবনমের অভ্রান্ত বোধ শুধুমাত্র একটি উপন্যাস নয় বরং অনুভূতির গভীরে প্রবেশের এক নান্দনিক প্রয়াস। সিলভিয়া ও শিমুলের সম্পর্ক এখানে শুধু ভালোবাসার কাহিনি নয় বরং আত্মপরিচয়ের এক জটিল মানসিক সংগ্রাম। পুরো উপন্যাস জুড়ে লেখক ধাপে ধাপে চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন যা পাঠককে ভাবনায় ডুবিয়ে রাখে। উপন্যাসটি ২৩টি অধ্যায়ে বিন্যস্ত। যেখানে প্রতিটি অধ্যায়ের সূচনা হয়েছে কাব্যিক এক শিরোনামে এবং শেষ হয়েছে সংক্ষিপ্ত অথচ গভীর এক কবিতায়। এটি বইটিকে এক অনন্য শৈল্পিক রূপ দিয়েছে। লেখার গাঁথুনি, সংলাপ ও বর্ণনার ধরণ এতটাই প্রাণবন্ত যে পাঠকের মনে হবে যেন তারা চরিত্রগুলোর খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। এই উপন্যাসের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো এর পরিণতি। লেখক শেষ অধ্যায়ে সরাসরি কোনো উপসংহার টানেননি বরং পাঠককে সুযোগ দিয়েছেন নিজস্ব উপলব্ধি দিয়ে কাহিনির পরিণতি নির্ধারণ করার। এ সিদ্ধান্ত উপন্যাসটিকে বাস্তবতার আরও কাছাকাছি নিয়ে এসেছে। কারণ জীবনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। কিছু অনুভূতি কেবল অনির্দেশ্যই থেকে যায়। ★চরিত্র বিশ্লেষণ : ?সিলভিয়া : এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সিলভিয়া এক অনন্য ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আত্মসম্মানবোধ, বাস্তববোধ ও মানসিক দৃঢ়তার এক চমৎকার সমন্বয় তার চরিত্রে দেখা যায়। জীবনের নানা ধাক্কা সত্ত্বেও সে নিজের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকেছে। কখনও আবেগের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেনি। তার ভেতরকার টানাপোড়েন, আত্মপ্রতিষ্ঠার লড়াই এবং ভালোবাসার গভীর উপলব্ধি উপন্যাসটিকে এক অনন্য মাত্রা দিয়েছে। ?শিমুল : শিমুলের চরিত্রটি খানিকটা রহস্যময়। একজন বুদ্ধিদীপ্ত ও অনুভূতিপ্রবণ পুরুষ হয়েও সে যেন নিজের অনুভূতি বোঝাতে দ্বিধাগ্রস্ত। ভালোবাসা কখনো শুধু উপলব্ধির বিষয় নয়। তার প্রকাশও প্রয়োজন এ সত্য সে হয়তো বুঝেছিল কিন্তু খুব দেরিতে। তার দ্বিধাগ্রস্ত মনোভাব কেবল সিলভিয়ার জীবনকেই নয় বরং পাঠকের মনেও প্রশ্নের জন্ম দেয়। ভালোবাসার প্রকাশের অভাব কি কখনো ভালোবাসার অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে? ?অন্যান্য চরিত্র : গল্পে নয়ন, প্রীতম, রাইয়্যাহ, হিয়া, লাবণী এদের প্রত্যেকেই গল্পের গতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিটি চরিত্র আলাদা বৈশিষ্ট্য বহন করলেও তারা একসঙ্গে মিলে গল্পের আবহ তৈরিতে সহায়ক হয়েছে। ★পছন্দের কিছু লাইন : ?সেনসিটিভিটির সাথে পুরুষ চরিত্র তেমন মানায় না, এটা কেবল বোধহয় নারীদের জন্য স্পেশাল একটি শব্দ। ?মেধাহীন বা আবেগী মেয়েরা সাধারণত বোকা হয়। আর বোকা হয় বিশেষ কোনো স্পর্শকাতর' বিষয়ে প্রেমে- প্রাণে- গানে বাঁচতে চাওয়া মেয়েরা। ?"কারো জন্য জগতে কারো কিছু আসে যায় না। প্রতিটি মানুষ তার নিজের মনে, নিজের প্রয়োজনে একা। এই একাকিত্বের ভাগ কাউকে দেয়া যায় না। এ কেবল একলা মনে বহন করার ভার।" ?ভালোবাসার মৃত্যু ঘটে ভালোবাসার কারণে। ?কেউ জানে না এক লহমায় হৃদয়ের একূল ওকূল কতটা ভেসে যেতে পারে। একটু নির্ভরতার আশ্রয় কোন কোন বিপন্ন মুহূর্তে মনকে কতখানি অসাড় করে দেয়! কিছুর অভাব না থাকা সত্বেও কিছু কিছু হঠাৎ বোধের তড়িতাঘাত জীবন জগতের সব প্রয়োজন পিছে ফেলে মনকে তুলে নেয় ঊর্ধ্বাকাশে প্রবল বেগে । ★শেষ কথা : অভ্রান্ত বোধ শুধু প্রেম বা বিচ্ছেদের গল্প নয়, বরং এক গভীর মানসিক অনুসন্ধানের যাত্রা। এটি একদিকে হৃদয়ের গল্প, অন্যদিকে বাস্তবতার নির্মম উপলব্ধি। যেকোনো পাঠক এই বইয়ের চরিত্রগুলোর মধ্যে নিজের কিছুটা হলেও খুঁজে পাবেন, আর সেটাই এই উপন্যাসের সবচেয়ে বড় সাফল্য। রিভিউতে : শাহানাজ রিয়া ( ভুলত্রুটি মার্জনীয়)

      By Shakhawat Hossan siam

      26 Feb 2025 05:44 PM

      Was this review helpful to you?

      or

      পড়ার মতো বই ?

      By Rafa

      08 Apr 2023 10:36 PM

      Was this review helpful to you?

      or

      #অভ্রান্ত_বোধ ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান আমি তাই দিতে এসেছি শ্রাবণের গান। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতির স্রোতের প্লাবনে ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বহি তব সম্মান।’ মানুষের মন বরাবরই রহস্যময়। মানবমনের মতো জটিল খুব কম বস্তুই রয়েছে। ‘অভ্রান্ত বোধ’ উপন্যাসটিও শিমুল-সিলভিয়ার মনের বোঝাপড়ার গল্প। তাদের অনুভূতির মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্প। লেখক শিরিন শবনমের প্রকাশিত প্রথম উপন্যাস ‘অভ্রান্ত বোধ’। ◻️কাহিনী সংক্ষেপ: একদিন বায়িং হাউজে কাজের সুত্রে হঠাৎ করেই পরিচয় হয় সিলভিয়া ও শিমুলের। সিলভিয়াকে এক পলক দেখার পরেই শিমুলের মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। এরপর থেকেই তাদের মধ্যে যোগাযোগটা ধীরে ধীরে বাড়তে থাকে। ফোনালাপের মাধ্যমে তাদের সম্পর্কটা অন্যরূপ নিতে বেশি সময় নেয় না। কিন্তু, একদিন হঠাৎ করেই সিলভিয়া উধাও হয়ে যায়। সিলভিয়ার এই নীরব প্রস্থানের কারণটা কী? শিমুল কী সিলভিয়াকে খুঁজে পেয়েছিলে? তাদের দুজনের কী আর দেখা হবে না? এইসবগুলো প্রশ্নের উত্তর পেতে হলে ‘অভ্রান্ত বোধ’ উপন্যাসটি পড়তে হবে। ◻️ পাঠ প্রতিক্রিয়া: ‘অভ্রান্ত বোধ’ উপন্যাসটি মূলত সিলভিয়া ও শিমুলের ভালোবাসার বোধের গল্প। উপন্যাসটি রোমান্টিক মনস্তাত্ত্বিক ঘরনার। মোট ২৩ টি পর্বে বিভক্ত এই উপন্যাসটিতে চরিত্রগুলোর জীবনের নানা চড়াই উৎরাই লক্ষ্য করা যায়। পর্বগুলোর ভিন্ন ভিন্ন নামকরণ ও প্রতি পর্বের শেষে কয়েকটি চমৎকার লাইন উপন্যাসের সৌন্দর্য বৃদ্ধি করেছে। সিলভিয়া ও শিমুলের জীবনের নানা টানাপোড়েন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব- লেখিকা বইয়ে তুলে ধরেছেন। পছন্দের মানুষের একটুখানি সান্নিধ্যে জীবন যে মোহনীয় হয়ে উঠে, তা উপন্যাসটির মধ্যে দেখা যায়। সিলভিয়ার আচমকা প্রস্থান, শিমুল ও সিলভিয়ার জীবনের পরিবর্তনের ধাপগুলো দারুণভাবে বর্ণনা করা হয়েছে। উপন্যাসের সমাপ্তিটাও বেশ সুন্দর ছিল। লেখকের প্রথম বই হিসেবে ‘অভ্রান্ত বোধ’ উপন্যাসটি বেশ ভালো লেগেছে। ◻️প্রিয় লাইন: •জীবন আসলেই বৈচিত্র্যময়। তার চেয়ে বেশি বৈচিত্র্যময় মানুষের মন। এক একেকজন মানুষের মন যেন গোটা এক ইউনিভার্স। তল নেই, কিনার নেই, উধঃ-আধঃ কিছু নেই। আছে এক অতল মহাশূন্য। অ্যা বিগ ‘জিরো’। •জীবন সরলরেখায় চলে না। মধুর বসন্তের পর আসে গ্রীষ্মের দাবদাহ। একপর্যায়ে শুরু হয় শ্রাবণ, জীবনে আসে প্লাবন। •কারো জন্য জগতে কারো কিছু আসে যায় না। প্রতিটি মানুষ তার নিজের মনে, নিজের প্রয়োজনে একা। এই একাকিত্বের ভাগ কাউকে দেয়া যায় না। এ কেবল একলা মনে বহন করার ভার। ◻️বই পরিচিতি: ◽বই: অভ্রান্ত বোধ ◽লেখক: শিরিন শবনম ◽প্রকাশনী: চলন্তিকা ◽প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৩ ◽প্রচ্ছদ: সোহেল আশরাফ ◽মুদ্রিত মূল্য: ৩০০ টাকা ◽পৃষ্ঠা সংখ্যা: ১১২ ◻️ রিভিউটি শেষ করছি উপন্যাস থেকে নেয়া কয়েকটি লাইন দিয়ে: ‘অভ্রান্ত বোধ হয়ে জ্বলো! জ্বলো! জ্বলো! অথবা অহনাপ্রাতে আলো হয়ে জাগো! জাগো! জাগো! মাঝামাঝি কোন পথ জানা নেই।’

      By Priya Rahman

      06 Apr 2023 07:16 PM

      Was this review helpful to you?

      or

      #অভ্রান্ত_বোধ "মানুষের মন বোঝা খুবই দুরূহ! মানুষ নিজেও তা বোঝে না। মনের সেনসিটিভিটির জায়গাটি এত নরম, এত কোমল, এত পেলব যে মানুষ বুঝে শুনে মস্তিষ্কের নির্দেশ মেনে সব সনয়সব কথা বলতে পারে না বা সব পদক্ষেপ নিতে পারেনা। মানব অস্তিত্বের কোন স্পার্ক এতে ক্রিয়াশীল তা আবিষ্কারে বিজ্ঞান এখনো হাতে মরছে। তাই বলে প্রেমে পড়া মানুষগুলোর হৃদয়ের গান সংগীত হয়ে যাওয়া থেমে নেই। " ★লেখক শিরিন শবনমের প্রথম মনস্তাত্ত্বিক ধাঁচের একক উপন্যাস "অভ্রান্ত বোধ "। লেখক এই উপন্যাসে ভালোবাসা,আত্নসন্মান, ও অহমের দারুন কিছু দিক তুলে ধরেছেন। কিছু মানুষকে পার্থিব বিষয়গুলো ঠিক টানে না। তারা নিজের মনের অলিগলির খোঁজ নিতেই ব্যস্ত থাকে সদা। এই বইটিতেও লেখক তেমনই এক নারী চরিত্র তুলে ধরেছেন, যার মনস্তাত্ত্বিক লড়াইয়ের গল্পই অভ্রান্ত বোধ। ★কাহিনি সংক্ষেপে : গল্পের শুরু সুন্দর, সুশ্রী,আত্নসন্মানবোধ সম্পূর্ণ এক নারী সিলভিয়া এবং, ব্যক্তিত্ববান প্রমিক পুরুষ শিমুলকে দিয়ে। শিমুল আর সিলভিয়ার পরিচয় হঠাৎ করেই। তারপর ফোনালাপ, সাহিত্য নিয়ে গভীর আলোচনা, একে অপরের মাঝে ডুবে যাওয়া,ভালোলাগা। কিন্তু ভালোবাসার সুতোটা তখনও দুজনেরই নাগালের বাইরে হয়ত শিমুল শক্ত হাতে ধরতে চায়নি অথবা সিলভিয়া তার মনের নাগাল পায়নি। এভাবে বেশকিছু দিন চলার পর হঠাৎ ই সিলভিয়া শিমুলের ধরা ছোয়ার বাইরে চলে যায়। শত খুঁজেও শিমুল সিলভিয়ার সন্ধান পায় না। সিলভিয়া একদিন বলেছিলো, অহমে আঘাত লাগলে আমাকে আর পাবে না শিমুল। তারপর? তারপর কি হয়? শিমুল আর সিলভিয়ার কি কোনদিন আবার দেখা হয়েছিলো? কি এমন ঘটেছিলো তাদের মাঝে যা,সিলভিয়ার হৃদয় মেনে নিতে পারে নি? ★পাঠ প্রতিক্রিয়া : বইটির প্রতিটি ঘটনা লেখক একে একে অধ্যায় আকারে রচনা করেছেন। মোট ২৩ টি অধ্যায়ে সিলভিয়া আর শিমুলের পরিচায়,ভালোলাগা, ভালোবাসা,বিচ্ছেদ, তাদের পরবর্তী জীবন তুলে ধরেছেন। আর সবচেয়ে চমৎকার যে দিকটি হচ্ছে প্রতিটি অধ্যায়ে শুরু হয়েছে বিশেষ কাব্যিক কিছু নাম দিয়ে এবং প্রতিটি অধ্যায়ের শেষে অধ্যায়ের মূল বক্তব্য কবিতা আকারে শেষ করা হয়েছে। লেখক সিলভিয়ার মনস্তাত্ত্বিক দিকগুলো এত চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন যে, যেকোন পাঠক তারসাথে একাত্ম প্রকাশ করবে। শেষটাও এত সুন্দর বিশ্লেষণ করেছেন যা পাঠকের আবেগের অনুভূতিকে নাড়া দিবে। আর শেষ পাতাটা পাঠকের জন্যই লেখক উন্মুক্ত রেখে দিয়েছেন। বাকিটা না হয় পাঠকই নির্ধারণ করুক নিজের মতো করে। ★সিলভিয়া : উপন্যাসের প্রধান চরিত্র সিলভিয়া। মা বাবার একমাত্র মেয়ে। নিজের স্বপ্ন পূরণে যে বদ্ধপরিকর। সময়ের সাথে এগিয়ে যেতে যে বিশ্বাসী। নিজের মনের সাথেই যে লড়াই করে গিয়েছে গোটা উপন্যাস জুড়ে। কিন্তু সিলভিয়া চরিত্রের সবচেয়ে আর্কষণীয় দিক হচ্ছে সে মনের চেয়ে বিবেককে প্রাধান্য দিয়ে চলা,বাস্তবমূখী এক নারী। ★শিমুল : সিলভিয়ার মনের মানুষ শিমুল কিন্তু এই চরিত্রটি একটু কনফিউজিং মনে হয়েছে আমার কাছে। নিজের মনের হদিস হয়ত নিজেই জানে না এমন। ভালোবাসলে কখনও কখনও ভালোবাসা প্রকাশও করতে হয়। না হলে ভালোবাসার মানুষ হারিয়েও যেতে পারে। শিমুলও এমনই একটি চরিত্র। ★এছাড়াও নয়ন,প্রিতম,রাইয়্যাহ,হিয়া,লাবণী সকলেই তাদের চরিত্রে ছিলো দারুণ। ★ প্রিয় উক্তি : উপন্যাসটিতে লেখক কাব্যিক ছন্দে চমৎকার বিশ্লেষণ করার পুরো উপন্যাসটিই আমার কাছে মোহময়ী মনে হয়েছে। প্রতিটা বাক্যই চমৎকার এবং নান্দনিক। কিছু প্রিয় উক্তি না লিখলেই নয়... ১. এই যে তোমার উচ্চারণে আমার নামটা এত মধুর আওয়াজ তোলে তা আমি কেমন করে শুনতাম। আমার নামটা যে এতো সুন্দর তোমার কন্ঠে না শুনলে আমার জানাই হতো না। ২. সিলভিয়া হয়েছে বাবা-মায়ের মিশেল নিয়ে আলাদা এক সপ্তা।মন যার চলে ভাবের ঘরে ভবঘুরে হয়ে অথবা রঙহীন সময়কে হাতের কাছেই থাকা কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে। ৩.সেনসিটিভিটির সাথে পুরুষ চরিত্র তেমন মানায় না, এটা কেবল বোধহয় নারীদের জন্য স্পেশাল একটি শব্দ। ৪. কেউ যখন বাইরের মনে 'জানা নেই' বলে ভাবের ঘোরে তা দিয়ে তার মনের অস্থির চিন্তাটি প্রকাশ পায়। ভেতরের মনটি তাতে দমে না। ৫. কেউ জানে না এক লহমায় হৃদয়ের একূল ওকূল কতটা ভেসে যেতে পারে। একটু নির্ভরতার আশ্রয় কোন কোন বিপন্ন মুহূর্তে মনকে কতখানি অসাড় করে দেয়! কিছুর অভাব না থাকা সত্বেও কিছু কিছু হঠাৎ বোধের তড়িতাঘাত জীবন জগতের সব প্রয়োজন পিছে ফেলে মনকে তুলে নেয় ঊর্ধ্বাকাশে প্রবল বেগে । ৬. সিলভিয়া শিমুলের মনের প্রকাশে পেয়েছে সূক্ষ্ম এক সাবধানী ফাটল। ওর ভেতরের কণ্ঠস্বরের আওয়াজ বলছে, আবেগে শুধু সঙ্গপ্রিয়তা চলে। জীবনের দাবি ভিন্ন কিছু চায়। প্রতিশ্রুতির আশ্বাস চায়। ৭. মেধাহীন বা আবেগী মেয়েরা সাধারণত বোকা হয়। আর বোকা হয় বিশেষ কোনো স্পর্শকাতর' বিষয়ে প্রেমে- প্রাণে- গানে বাঁচতে চাওয়া মেয়েরা। ★সবশেষে বলব, শিমুল ও সিলভিয়ার মনের চড়াই, উৎরাই, আবেগ ও অনুভূতির বোধের গল্প অভ্রান্ত বোধ। মস্তিষ্ক ও হৃদায়কে আলাদা রাখতে পারা এক নারীর পথ চলার গল্প। লেখকের ভাষায়... "অভ্রান্ত বোধহয় জ্বলো! জ্বলো! জ্বলো! অথবা অহনাপ্রাতে আলো হয়ে জাগো! জাগো! জাগো! মাঝামাঝিকোন পথ জানা নেই। " "যেদিন তোমার জগত নিরখি হরষে পরান উঠেছে পুলকি সেদিন আমার নয়নে হয়েছে তোমার নয়নপাত বারেবারে তুমি আপনার হাতে স্বাদে সৌরভে গানে বাহির হইতে পরশ করেছ অন্তর মাঝখানে। " "আমার যাবার বেলায় পিছু ডাকে ভোরের আলো মেঘের ফাঁকে ফাঁকে... আমার প্রাণের ভিতর সে কে থেকে থেকে বিদায়প্রাতের উতলাকে পিছু ডাকে। "

      By Ekramul Hossain Akash

      26 Feb 2023 01:31 AM

      Was this review helpful to you?

      or

      সময়ের কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক শিরিন শবনম এর অভ্রান্ত বোধ এক মনস্তত্ত্বাত্বিক ভ্রমণের গল্প। মস্তিষ্ক আর হৃদয়কে আলাদা রাখতে পারা মানুষের গল্প। একই সাথে পাওয়া না পাওয়া নিয়ে মানুষের মনে জমে থাকা নিঃশব্দ-নিঃসঙ্গ, প্রাপ্তি-অপ্রাপ্তি, শূন্যতা-পূর্ণতার গল্প। নিজের আয়নায় নিজেকে দেখাই এই গল্পের প্রধান উপজীব্য। গল্পের প্রধান চরিত্র সিলভিয়া। সিলভিয়ার সৌন্দর্য সকাল বেলার মত তাতে কোন অস্পষ্টতার মোহ নেই, সমস্তটাই বুদ্ধিতে পরিব্যপ্ত। তার মধ্যে কেবল বেদনা বইবার শক্তিই নয়, একি সাথে আছে মনের শক্তি। প্রথম পৃষ্ঠা পড়লেই শেষ পৃষ্ঠা না পড়া ছাড়া বইটি রাখতে ইচ্ছে করবে না। গল্পের নায়ক শিমুল এক অভিজাত পরিবারের মার্জিত সাহিত্য মনা এক ব্যক্তিত্ব। কাকতালীয়ভাবে সিলভিয়া এবং শিমুলের পথ একসময় একপথে মিশে যায়। অল্পদিনের জন্যই কিন্তু তার পরিব্যপ্তি সারা জীবন বয়ে চলে। একসাথে পথ চলা, প্রকৃতি দেখা, মনের চিন্তা চেতনার সমতা এইসবই সম্পর্ককে বাঁধে এক কঠিন বাঁধনে যা ছেড়ে গেলেও রয়ে যায়। সুন্দর একটি প্রেমের গল্প হিসেবে এই গল্পটি শেষ হতে পারত কিন্তু পাঠকের সেই প্রত্যাশা মাটিচাপা দিয়ে গল্প মোড় নেয় ভিন্ন গতিতে। ভালোবাসা এক উপলব্ধির নাম, এক বোধের নাম। যা বেঁচে রয় নিজের মনে জীবনের পথে পথে থাকে নানা প্রাপ্তি-অপ্রাপ্তি। কী সেই রহস্যময় ঘটনা? যা পাঠককে চুম্বকের মতো টেনে শেষ পৃষ্ঠা পর্যন্ত নিয়ে যাবে। এই গল্প মনস্তত্ত্বাত্বিক লড়াইয়ের। এই গল্প নিজের সাথে বোঝাপড়ার। এই গল্প ভালোবাসা বোধের, নিজেকে খোঁজার গল্প। শিমুল ও সিলভিয়ার হৃদয়ের তেমনি এক উজান গঙ্গা অভ্রান্ত বোধ এর প্রেক্ষাপট। অসাধারণ মৌলিক এক গল্প অভ্রান্ত বোধ উপন্যাস। এই উপন্যাসে অসাধারণ কাব্য আছে, আছে চিন্তা প্রবাহ আর সাবলীল বর্ণনা এবং গল্প। এক কথায় অসাধারণ এক গল্প "অভ্রান্ত বোধ"। আমার একটা অভ্যাস হচ্ছে আমি নতুন পুরাতন সব জনপ্রিয় লেখকদের একটা বই প্রথমে পড়ে দেখি, পরে ভালো লাগলে বেছে বেছে লেখকের অন্য বইগুলোও সংগ্রহ করি। সেই সূত্রে "অভ্রান্ত বোধ" আমার পড়া ও শিরিন শবনম এর লেখা প্রথম বই। খুব ভালো একটা গল্প, লেখাটাও অসাধারণ। প্রথম লেখা হিসেবে ভালোই লিখেছেন। তবে কিছু কিছু যায়গা পড়লে মনে হয় এটা লেখকের প্রথম বই না বা এই লেখক শুধুমাত্র একটি বই-ই লেখেননি। মনে হয় এটা অনেক অভিজ্ঞ কোনো লেখকের লেখা পড়ছি। লেখার হাত ভালো তবে গল্পটা আরও ভালো হতে পারত। গল্পের কয়েকটি চরিত্রকে পৃথক সত্তাই ফুটিয়ে তোলার জন্য শিরিন শবনম আপুকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় লেখিকা শিরিন শবনম আপু আপনার জন্য রইলো অ-কৃত্রিম ভালবাসা ও শুভ কামনা।

      By Salim

      28 Jan 2023 02:25 PM

      Was this review helpful to you?

      or

      অভ্রান্ত বোধ পড়া শেষ করলাম। এ এক অনুভূতির গল্প। চরিত্র চিত্রনে লেখক বেশ সফল। চরিত্রদের অন্তরের অভ্যন্তরে প্রবেশ করে লেখক যেন তাদের চিন্তাধারার চিত্র ফুটিয়ে তুলেছেন। লিখনীর গুনে স্থান কাল পাত্র যেন শব্দের মেল বন্ধনে মূর্ত হয়ে উঠেছে।

      By Nabony

      28 Jan 2023 02:06 PM

      Was this review helpful to you?

      or

      First book I read from this year's boimela books cos the cover is really pretty ? Rokomari should really have a list of all new boimela books, not lists segregated based on genres/types. Anyway, I follow the author on social media and her short stories are unique, so I was curious to see how she handled an extended setting. Considering the fact that this is her debut novel, I'd say she did a good job of storytelling. The characters' emotions were well portrayed and I personally liked how the main character prioritized her mental peace and self-respect over anything else. The first thing readers should remember when reading this book is that the genre is equivalent to josei/seinen of manga world. That would help them view the story for what it is and enjoy the reading experience.

      By Mousumi Das

      25 Jan 2023 05:00 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বোধের মনস্তত্ত্বাত্বিক এক গল্প "অভ্রান্ত বোধ"। শিমুল সিলভিয়া প্রধান চরিত্র। পারস্পরিক মেধার সৌন্দর্য যাদের আকৃষ্ট করেছে। লেখকের লিখনগুনে পাঠককে ধরে রেখেছে শেষ পর্যন্ত। জীবনের বাঁকে বাঁকে প্রাপ্তি অপ্রাপ্তি জড়িয়ে, ছাড়িয়ে গল্পের চরিত্ররা এগিয়ে গিয়েছে সমুখপানে। জাগতিক জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেও হৃদয়ে থেকে যায় অভ্রান্ত এক মায়া। যা অভ্রান্ত বোধ হয়ে আবিষ্ট করে পাঠকের হৃদয়। এক জটিল মনস্তত্ত্বাত্বিক গল্প অভ্রান্ত বোধ। গতানুগতিক ধারার বাইরে এ এক ভিন্ন গল্প। সম্মানবোধের গল্প। আমার ভালোলেগেছে। আশা করি সাহিত্য প্রিয় ভালোলাগবে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!