User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
দানব কথন — রায়হান মাসুদের লেখা এই বই পাঠের অভিজ্ঞতা যেন অন্তর্গত অন্ধকারে একটি প্রদীপ জ্বালানো। এই বইটিকে কেবল গল্প বলার এক মাধ্যম হিসেবে দেখলে ভুল হবে; বরং এটি একধরনের মানসিক ভূগোল — যেখানে পাঠককে নিয়ে যাওয়া হয় সভ্যতার মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মুখগুলোর সামনে। আমার পাঠ-অনুভূতি এই বই নিয়ে একান্তই ব্যক্তিগত। ‘দানব’ শব্দটা এখানে শুধুই বাইরের ভয়ঙ্কর চেহারার প্রতিচ্ছবি নয়, বরং মানুষের অন্তর্নিহিত পশুত্বের রূপক। লেখকের ভাষা তীক্ষ্ণ, কখনো আগুনের মতো জ্বলে, আবার কখনো বরফের মতো নির্লিপ্ত। পড়তে পড়তে মনে হয়, লেখক যেন আমাদের আত্মার ভেতরে ঢুকে আমাদের অপ্রকাশিত দানবের মুখোমুখি দাঁড় করিয়ে দেন। সবচেয়ে অনন্য যে অনুভবটা আমাকে ছুঁয়ে গেছে তা হলো— বইটির প্রতিটি চরিত্র যেন জীবন্ত ক্ষত। তারা কাঁদে না, তারা আর্তনাদ করে না, কিন্তু তাদের নিঃশব্দ উপস্থিতি আপন অন্তঃকরণে গুঞ্জন তোলে। একটা জায়গায় মনে হয়েছিল, আমি যেন আর বই পড়ছি না, আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে আছি— আর তাতে আমার নিজের দানব-মুখ ভেসে উঠছে। রায়হান মাসুদের ‘দানব কথন’ আমার কাছে একরকম সাহসিকতার দলিল— যেটা না চিৎকার করে, না কান্নায় ভাসিয়ে দেয়, বরং নীরবভাবে, ধারালো ছুরির মতো মনে ছাপ রেখে যায়। এই অনুভূতির কোনো নাম নেই— কেবল অনুভব আছে। আর সেটাই বইয়ের শ্রেষ্ঠ শক্তি।
Was this review helpful to you?
or
আপনি যখন বইটি পড়া শুরু করবেন, ঠিক শেষ মূহুর্ত থেকে গল্পের দানবকে আপনি বাস্তবে এই সময়ে চাইতে শুরু করবেন। কারণ মানুষ যা করছে, তা এতোই ভয়ানক যে দানবের উপস্থিতিটা দরকার। থ্রিলার এক টান টান রোমহর্ষক উত্তেজনা সমৃদ্ধ বই। শেষে দানব কে আর হিরো কে তা জানতে শেষ পর্যন্ত দম আটকে পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
অনেকদিন তেমন একটা থ্রিলার পড়া হয় না। হাতে এসেছিল চলন্তিকা পাণ্ডুলিপি বিজয়ী থ্রিলার উপন্যাস 'দানব কথন।' তাই একটু অবসর পেয়ে আর দেরি করলাম না। পড়ে ফেললাম লেখক রায়হান মাসুদের চতুর্থ থ্রিলার উপন্যাস 'দানব কথন।' জনপ্রিয় প্রাইভেট ডিটেকটিভ সাহিল করিম, যাকে কিনা পুলিশ খুঁজছে নিজের স্ত্রী কে নৃশংসভাবে খু*ন করার জন্য। এদিকে পুলিশের হাত থেকে পালিয়ে বেড়ানো সাহিল কিছুতেই মনে করতে পারছে না বিগত ১০ বছরের স্মৃতি। টিভিতে দেখাচ্ছে সাহিলের স্বীকারোক্তি, কিন্তু সাহিলের মনে পড়ছে না তার বিয়ে হয়েছিল কিনা! অদ্ভুত এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সাহিল। একই সময়ে ঢাকা শহরে পরপর চারটা জায়গায় চারটা হামলা। সবই কি পরিকল্পিত? কিন্তু কারা করছে এসব? এদিকে সাহিল খুঁজে বেড়াচ্ছে 'দানব' নামের এক কথিত চরিত্রকে; যে বাস্তবে আছে কিনা তা কেউ জানে না! তবে কি সাহিলের স্মৃতি হারানোর পিছনে দানবের হাত আছে? আর এই দানবই বা কে! লেখকের এটি চতুর্থ বই। আগের তিনটি বই পড়ার সুবাদে লেখকের লেখার ধাঁচ সম্পর্কে একটা ধারণা ছিল। এ বইটিতেও আমি হতাশ হইনি। বরাবরের মতো লেখনশৈলী, বর্ণনা সব ছিল মুগ্ধ হওয়ার মতো। তবে বইয়ের শুরুটা যেমন আকর্ষণীয় ছিল, মাঝামাঝি তেমন ছিল না। সত্যি বলতে এক বসায় পড়তেও পারিনি। কিন্তু ৮০ পৃষ্ঠার পর বইটা আর একবারও রাখতে পারছিলাম না। চুম্বকের মতো টেনে রাখছিল আমাকে। আর শেষে যেই টুইস্টটা ছিল, বৈদ্যুতিক শক খেলেও হয়ত এতটা অবাক হতাম না! তবে সমীর শেখের বাড়িতে গিয়ে ডায়েরির বর্ণনা পড়াটা আমার কাছে একটু বেশিই কাকতালীয় মনে হয়েছে! থ্রিলারের পাশাপাশি উপন্যাসটিতে উঠে এসেছে মানবিক বিভিন্ন বিষয়, রাজনৈতিক অনেক প্রেক্ষাপট। আন্তর্জাতিক চক্রের সাথে দেশের ঘটনা- সেই সাথে এরমধ্যে 'দানব' কীভাবে জড়িয়ে আছে সবটা সাজানো লেখকের দক্ষতাকেই প্রকাশ করে। মুগ্ধ হয়েছি উপন্যাসের বিষয়বস্তু আর প্লটে। টুকুনের বর্ণনায় কখন চোখটা ভিজে উঠেছে বুঝতে পারিনি। এই উপন্যাসের মধ্য দিয়ে লেখক রায়হান মাসুদ তুলে এনেছেন এক সুপারহিরো চরিত্র 'দানব'কে। পড়তে পড়তে মনে হচ্ছিল সুপারম্যান, ব্যাটম্যানের মতো আমাদেরও যদি একজন 'দানব' থাকত! কিংবা হয়ত আছে, কে জানে! চলন্তিকা প্রকাশনীর বইয়ের প্রোডাকশন সবসময়ই ভালো হয়, এটিও তার ব্যতিক্রম ছিল না। থ্রিলারপ্রেমীরা ভিন্ন কিছুর স্বাদ পেতে পড়তে পারেন 'দানব কথন।' সংক্ষেপে: বইয়ের নাম: দানব কথন জনরা: থ্রিলার উপন্যাস লেখক: রায়হান মাসুদ প্রচ্ছদ: সোহেল আশরাফ প্রকাশনী: চলন্তিকা মুদ্রিত মূল্য: ৪০০ টাকা।