User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ফারহানা আনন্দময়ীর 'কবিতাস্নানে যাই' পড়া শেষ হলো। ছোট্ট এ কবিতাবইয়ে ৩৯ টি কবিতা আছে। আমার সবচেয়ে ভালো লেগেছে 'কর্মখালি বিজ্ঞপ্তি' কবিতাটি। এরপর খুব সম্ভবত 'দায়মুক্তি'। কবিতায় প্রায় সবসময় কবির অন্তর্গত প্রচন্ড স্ট্রাগল চলে আসে। ঠিক এ কারণেই পোয়েম / পোয়েট্রি বিষয়টা ব্রড সেন্সে মন্ময়। ফারহানার ক্ষেত্রেও কবিতায় তা ফুটে উঠার চেষ্টা করেছে। কিন্তু দায়মুক্তির শেষ লাইনে তিনি যেমন লিখেছেন, "কবিতার দায় নেই কবি হওয়ার।" এই ধরণের দায়মুক্তির সাথে আমি একমত। ফারহানা আনন্দময়ীর কবিতার ভাষা সুন্দর, কবিতা বিষয়ে সম্ভবত তিনি অতি বিশুদ্ধতাবাদে ভুগেন না যা তাঁর আরেকটি অ্যাডভান্টেজ এবং তাঁর কবিতায় তাকে পাওয়া যায়। তবে বেশিরভাগ কবিতায় ভাষার প্রতি মনে হয় তাঁর মনোযোগটা একটু বেশি-ই ছিলো। শুধুমাত্র চমকপ্রদ ভাষা বা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজই কবিতার এক্সেলেন্ট হয়ে ওঠার মূল অনুসঙ্গ নয়। ভাষায় প্রতি এরকম বেশি মনোযোগ দেয়ায় ফারহানা আনন্দময়ী যতটা তাঁর নিজস্ব কবিতার জগত এনে দেয়ার কথা ছিল, যে জগতে ঢুকে হারিয়ে যাবে পাঠক, সেই জগত নির্মাণে একটু পিছিয়ে থাকা হয়ে গেছে মনে হয়। কবিতা বিষয়ে কবিতালেখকের ভাষ্যই চুড়ান্ত। এক একটি কবিতা অনেকরকম ভাবে দেখা যায়। কিন্তু আনন্দময়ীর বেশিরভাগ কবিতার বিষয়বস্তুতে 'আমি' 'আমি' 'তুমি' তুমি' বা 'আমি-তুমির' আধিক্য। এই আধিক্যের সমালোচনা করতাম না যদি সেসব কবির আত্মরতিতে পরিণত না হতো। এই যে ফ্ল্যাপের কথায় তিনি চমৎকার করে লিখলেন, "আমি শুধু ভাবি এত শক্ত আমি কবে থেকে হয়ে উঠলাম ভেতরে ভেতরে এই শক্তি কই পেলাম।" কোন সন্দেহ ছাড়া মাত্র কয়েকটা কবিতায় সেই শক্তির দেখা পেয়েছি তবে বেশিরভাগ কবিতা এত সুন্দর স্ট্রাকচারের হওয়ার পরও সেই শক্তিমত্তার হয়ে উঠতে পারে নি। অবশ্য কবিতাকে তিনি দায়মুক্তি দিয়েছেন প্রথমেই। আমি আমার দিক থেকে ক্রিটিক করেছি। কবি ফারহানা আনন্দময়ী যদি কখনো এই রিভিউ পাঠ করেন তাহলে আশা করছি স্পোর্টিংলি নিবেন। কবির প্রতি অনেক শুভেচ্ছা। শেষ করছি 'কবিতাস্নানে যাই' কবিতার দ্বিতীয় অংশ দিয়ে, "শহরের কোনো কোনো মেঘ আজ মৌন নয় ভোরমেঘ ঝুঁকে পড়ে সমুদ্রসংলাপে ভিজে যাই কাঙালপনার গোপনপ্রপাতে আগুন মাখি গায়ে। কবিতাস্নানে যাই।" রিভিউ: ওয়াসিম মাহমুদ সংগ্রহ: গুড রিডস