User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটা পড়ে জাফর ইকবাল স্যারের ফ্যান হয়ে গেলাম ??
Was this review helpful to you?
or
আমার পড়া জাফর ইকবাল স্যারের সবচেয়ে ভালো ভৌতিক বই।
Was this review helpful to you?
or
ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
চমৎকার লেখনি। প্রতিটা গল্প ই অতিপ্রাকৃত বা ভৌতিক। শৈশবের আবেশ লেগে থাকে পরার পরে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এক অন্যরকম গল্প,,ভৌতিক ভৌতিক একটা ভাব রয়েছে। তবে দিনশেষে অন্যের সমস্যাই বেশি দেখা যায়।
Was this review helpful to you?
or
বিশ্বসাহিত্যে ভূত নিয়ে হাজার হাজার লেখনী রয়েছে তার কিছু প্রভাব বাংলা সাহিত্যেও আছে।তবে বাংলা সাহিত্যে ভূতের সমৃদ্ধ ঐতিহ্য পাঠকের মনে যথেষ্ঠ পরিমান জায়গা করে নিয়েছেন।তারই ধারাবাহিকতায় বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ জাফর ইকবাল ছয়টি শ্বাসরুদ্ধকর কাহিনী নিয়ে রচনা করেন “ছায়ানীল” নামক বইটি।এই বইয়ের গল্পগুলো সেই অর্থে ভূতের গল্পও নয় বরং এগুলোকে অদ্ভুতুড়ে গল্পও বলা যায়।প্রথম গল্প চক্র বেশ শক দিয়েছে। এই আচমকা শকের জন্যই গল্পটা ভালো লেগেছে। দ্বিতীয় গল্প আংটি। পড়া শুরু করার পর থেকেই আগ্রহ ক্রমেই বাড়ছিল। অনেকদিন পর এমন একটা গল্প পড়লাম যে গল্পে অপরাধী ভূতের পাল্লায় পড়ল। ভূতের পাল্লায় পড়ে ভালো মানুষের জীবন দুর্বষহ হয়ে ওঠার কাহিনী তো অনেক পড়া হল। এই অন্যরকম গল্পটা অন্যরকম অনুভূতির জন্ম দেয়। এরপরের গল্প হল মুকিদ আলীর শেষ পর্ব। চোরের কাহিনী। খারাপ বলব না শুধু গল্পকথনের জন্য। এই গল্পে কিছুটা মানবতা বোধ ছাড়া আর খুব বেশি কিছু পাইনি আমি। কিন্তু টেলিভিশন গল্পটা যেন আগের গল্পের কমতিটাকে পুষিয়ে দেয়ার জন্যই। ভালো লেগেছে। সাসপেন্স-এর গন্ধ আছে, কাহিনী অন্যরকম।এক কথায় বলতে গেলে সবগুলো সবগুলো কাহিনী বেশ ভালই লেগেছে পড়তে।সাধারন ভূতের গল্পের সাথে এই গল্পগুলোর একটা মোউলিক পার্থক্য হল এই বইটিতে ভূত বা পেত্নিরা কাহিনীর নায়ক বা নায়িকা নন।ভৌতিক পরিবেশের আলোছায়া পেরিয়ে সবকটি গল্পই শেষবধি মানুষের,আসহায় মানুষের গল্প হয়ে উঠেছে।বইটি কিশোর উপন্যাস হলেও বড়দের কাছেও ভাল লাগার বস্তু হতে পারে।তাই বলব মিস করেবেন না পড়তে আপনাদের ভাল লাগা বাড়িয়ে দিতে পারে বইটি।
Was this review helpful to you?
or
ভূত বলে কি আসলেই কিছু আছে নাকি নেই? ভূত থাকুক আর নাই বা থাকুক ভূতের গল্প শুনেনি ছোটকালে এমন মানুষ কিন্তু নেই। ছোটকালে গল্প শুনতে গিয়ে সবারই মনে হয় ভূত আছে কিন্তু একটু বড় হওয়ার পর মনে হয়, ধুর! ভূত বলে কিচ্ছু নেই! সবই মনের অলীক ধারণা...! সে ভূত থাকুক আর নাই বা থাকুক মাঝেমাঝে কিছু অমিমাংসিত ঘটনা আমাদের সাথে বা চারপাশের মানুষদের সাথে কখনো ঘটে যায়। যার কোন ব্যাখ্যা হয় না বা ব্যাখ্যা খুজেঁ পাওয়া যায় না। ব্যাপারগুলো বেশ ভৌতিক মনে হয়। ঠিক তেমনই কিছু ভৌতিক গল্পের সমন্বয়ে লেখা এই বই। এই বইতে আছে ছোট ছোট ছয়টি গল্প। ♥ চক্র ♥ আংটি ♥ মুকিদ আলীর শেষ পর্ব ♥ টেলিভিশন ♥ ছায়ালীন ♥ দানব এই ছয় গল্প নিয়েই লেখা এই বইটি। চক্র গল্প একদল কিশোরীদের নিয়ে। খুব অদ্ভূত একটা গল্প। আংটি গল্পে দেখা যায় এক চোর ভূতের খপ্পরে। মুকিদ আলী গল্পটা পড়ে বেশ মায়া হয় মুকিদ আলীর উপর। টেলিভিশন এবং ছায়ালীন- এই দুই গল্পের কাহিনী ছিলো সত্যিই অনেক অদ্ভূত। অদ্ভূত এই গল্পগুলো নিয়েই মুহম্মদ জাফর ইকবালের "ছায়ালীন" বইটি।