User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: অপ্রকৃতস্থ লেখক: রাফাত শামস- Rafat Shams জনরা : টেকনো থ্রিলার, প্রকাশনী: নয়া উদ্যোগ রেটিং : ৭.৫/১০ সিরিজটি অসম্পূর্ণ। তাই গল্পের মাঝখানে এসে এমনভাবে শেষ হওয়াটা হজম করতে বেশ সময় লেগেছে। বারবার মনে হচ্ছিল, এটা কী হলো! গল্প যেহেতু এখনো অসম্পূর্ণ, তাই আমি এটিকে পূর্ণাঙ্গ রিভিউ দিতে পারছি না। তবে একটা দিক বেশ খারাপ লেগেছে বইয়ে বানান ও ভাষাগত ত্রুটি। অনেক লাইনে শব্দের ব্যবহার যথাযথ মনে হয়নি। বিষয়টি পাঠের আনন্দে বাধা সৃষ্টি করেছে। তবুও, গল্পের কনসেপ্ট ও টান টান উত্তেজনা ধরে রাখা হয়েছে। এখন শুধু অপেক্ষা বাকি দুই খণ্ডের জন্য। বইয়ের ফ্ল্যাপে লেখা ছিলো: একটি ফ্রিজিং ভ্যান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় মহাসড়কে। ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলেই নিহত। ভ্যানের পেছনে থাকা ফ্রিজিং ইউনিট থেকে উদ্ধার হয় তিনটি বডিব্যাগ। আরও চাঞ্চল্যকর বিষয় হলো একটি বডিব্যাগ ছেঁড়া, যার ভেতরে থাকা কেউ একজন পালিয়ে গেছে। ঘটনাটি আড়াল করতে মরিয়া হয়ে ওঠে প্রভাবশালী মহল। এমনকি স্থানীয় পুলিশকেও রাখা হয় অন্ধকারে। প্রশ্ন হলো: কে ছিল সেই বডিব্যাগে? সে কি মানুষ? তাকে আটকাতে এতসব আয়োজন কেন? - Free Review - Muhammad Abir Hossain - Finished reading on (04-06-2025) #অপ্রকৃতস্থ #রাফাতশামস #বাংলা_উপন্যাস #টেকনোথ্রিলার #বাংলা_বই #পাঠকজীবন #বইপোকা #নয়া_উদ্যোগ #বই_রিভিউ #আধুনিকবাংলাসাহিত্য
Was this review helpful to you?
or
অসাধারণ ??
Was this review helpful to you?
or
? বইঃ অপ্রকৃতস্থ (ইলাস্ট্রেটেড ভার্সন) ? লেখকঃ রাফাত শামস ? প্রচ্ছদঃ জাওয়াদ উল আলম ? ইলাস্ট্রেশনঃ সাগর খান এবং রাফাত শামস ? জনরাঃ টেকনো থ্রিলার ? প্রকাশনায়ঃ নয়া উদ্যোগ ? পৃষ্ঠা সংখ্যাঃ ১১২ ? মুদ্রিত মূল্যঃ ২৫০/- ? কাহিনি সংক্ষেপঃ গভীর রাতে হাইওয়ের ধারে খাঁদে পড়ে গেল এক কাভার্ড ভ্যান। ড্রাইভার মৃত, ফ্রিজিং ইউনিটে মিলল কয়েকটা বডিব্যাগবন্দী লাশ। একটা বডিব্যাগ ছেঁড়া, তার ভেতরের 'লাশ'-টা নেই। প্রবল আক্রোশে কে যেন আঘাত করে তুবড়ে দিয়েছে ভেতরের দেয়াল, এমনকি ভারী দরজাও ভেঙে ফেলেছে। পুরো ব্যাপারটা গোপনীয় রাখতে চাচ্ছে অতি ক্ষমতাধর একটা কী ছিল সেই বডিব্যাগে? ? পাঠ-প্রতিক্রিয়াঃ 'অপ্রকৃতস্থ' বইটি মূলত লেখকের টেকনো থ্রিলার এবং 'সুপারহিউম্যান' সিরিজের প্রথম বই। মার্টিন এফ টুপার বলেছিলেন, 'একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।' বন্ধুহীন ঘরকুনো মানুষগুলো এই কথার মূল্য সবচেয়ে ভালো জানেন। বই মানেই অনাবিল আনন্দ আর ভরপেট আড্ডা। তবে এটাও ঠিক, সবসময় যে বই শিক্ষনীয় বিষয়ে হবে তা উচিত নয়। আনন্দের জন্যেও বই পড়া উচিত। এই ব্যাপারে হুমায়ুন আহমেদের কথাখানা বেশ লাগে, 'শিক্ষামূলকই যদি লিখতে হতো তাহলে তো পাঠ্যবইই লিখতাম।' বই পড়েই কখনও সব জানা যায় না। বাস্তবতার উপলব্ধি করতে হয় কিছুটা দেখেশুনে আর কিছুটা কল্পনায়। গল্পের বই সেই কল্পনার জগতকে প্রসারিত করে। ঠিক তেমনই একটা বই 'অপ্রকৃতস্থ' সত্যি বলতে, বইটা আসলেই অনবদ্য এবং অদ্ভুত। অদ্ভুত লাগার কারণও আছে। আমি টেকনো থ্রিলার এর সাথে পরিচিত নই এবং এই বিষয়টা আমার জন্য নতুন কিছুর মতো। এই প্রথম কোন টেকনো থ্রিলার বই পড়লাম। বইয়ের গল্পটা কিন্ত খুবি আকর্ষণীয় ও বিস্তৃত। বইটিতে দারুণ একটা টেকনোলজি ও সাই-ফাই এর কম্বিনেশন রয়েছে। বইয়ের শেষ দৃশ্য বলে দেয় যে কাহিনি সবে মাত্র শুরু। বইটার সিক্যুয়েল আসবে তাই লেখক বইটিতে গল্পের একটি লে আউট দাঁড় করিয়েছেন মাত্র। বইটিতে লেখক তার গল্পের সংলাপ ও চরিত্রগুলোকে বেশ দুর্দান্ত ভাবেই ফুটিয়ে তুলেছেন। ছোট সাইজের এই বইটি কিন্ত বেশ দ্রুত গতিতেই এগিয়েছে। গল্পতে ঢুকে পড়বেন তো দ্রুত পৃষ্ঠা উল্টাবেন। সুন্দর এবং গোছানো ছিল। গল্পের প্লট, কাহিনির বুনন বেশ পরিপক্ব লেগেছে। ? স্টোরি টেলিংঃ বইয়ের গল্পের স্টোরি টেলিং হয়েছে যথাযথ ভাবেই। বেশ দাপুটে প্লট ছিলো বইটার। কিছুকিছু জায়গায় একটু সাধামাটা লাগলেও লেখক তা পরবর্তী পৃষ্টাতেই পুষিয়ে দিয়ে দারুণভাবে বইটাকে এগিয়ে নিয়েছেন লেখক। প্লট মেকিং ও স্টোরি বিল্ডাপ করা হয়েছে সুন্দরভাবে, এছাড়াও বইয়ের সেটিং ও থিম এনালাইসিস ছিলো দারুণ। সাধরণত লেখক এসবের সমন্বয়ে একটি বই রচনা করে পাঠকদের সামনে তুলে ধরেন। আর লেখক সেখানেই নিজের বুদ্ধিমত্তা ও অসাধারণত্ব দেখিয়েছেন। ? লিখনশৈলীঃ লেখক রাফাত শামস ভাইয়ের লিখনশৈলী অসাধারণ ছিলো। গল্পগুলোতে লেখক দারুণ ডিটেলিং করেছেন।লেখকের প্রকাশভঙ্গী, লিখনশৈলী ও সংলাপ বরাবরই অসাধারণ হয়েছে। খুব সুন্দর এবং সাবলীল ভাষায় তিনি বইটা সাজিয়েছেন। ? নেগেটিভ দিকঃ বইটি একবসায় শেষ করে ফেলার মতো হলেও সম্পাদনার খানিকটা ঘাটতি আছে কিছু জায়গায়। এছাড়া বইয়ের পেইজ কাটিং এ আরো সতর্ক হওয়া দরকার ছিল, প্রায় মার্জিন এ চলে গেছে। শেষ প্রান্ত আরো মসৃণ হতে পারত। দু একটা বানান ভুল চোখে পড়েছে। এ ছাড়া পেইজ কোয়ালিটি, কভার, বাধাই একদম টপ নচ। আশা করি যে জায়গাগুলোতে সম্পাদনার ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে নেয়া হবে পরবর্তী সংস্করণে এবং পেইজ কাটিং এর দিকে যত্নবান হবে। ?ব্যাক্তিগত মতামতঃ লেখক সর্বসাকুল্যে চেষ্টা করেছেন বইটিতে নতুনত্ব দেওয়ার এবং বলতে হয় অনেকখানি সফলও হয়েছেন৷ লেখকের এ ধরণের নতুনত্ব নিয়ে আসা আমার মনে হয় পাঠককে বইয়ের জগতে একটি নতুন ধারণার সাথে পরিচয় করে দিবে। সর্বশেষ বলতে চাই বইটা বেশ ভালো ছিলো। আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার আগ্রহ নিয়ে পড়েছি। এক বসায় পড়ে ফেলার মতো একটি বই। বইটাতে পাঠকদের ধরে রাখার একটা টান আছে। পাঠক বইটি পড়ে বেশ রোমাঞ্চিত ও উপভোগ্য করবে বলে আমি মনে করি। লেখকের জন্য অসংখ্য ভালোবাসা ও শুভকামনা রইলো। 'সুপারহিউম্যান' সিরিজের দ্বিতীয় বইয়ের জন্য তীব্র অপেক্ষায় রইলাম।
Was this review helpful to you?
or
বই: অপ্রকৃতস্থ জনরা: টেকনো থ্রিলার লেখক: রাফাত শামস প্রচ্ছদ: জাওয়াদ উল আলম প্রকাশনী: নয়া উদ্যোগ প্রকাশনী কাহিনী সংক্ষেপ: মধ্যরাতে সড়ক দুর্ঘটনার শিকার হয় একটি কাভার্ড ভ্যান। ঘটনাস্থলেই নিহত হয় চালক এবং তার সহযোগী। ভ্যানের ভেতর থেকে উদ্ধার করা করা হয় তিনটি বডিব্যাগ, প্রতিটি ব্যাগের ভেতরেই একটি করে মৃতদেহ। আরো উদ্ধার করা হয়..... একটি ছেড়া বডিব্যাগ, যেটি খালি। কী ছিল সেই বডিব্যাগে? আরো একটি মৃতদেহ?? কোথায় গেল সেই মৃতদেহ??? এই সবকিছু বাদ দিয়ে ইনস্পেক্টর প্রদীপকে দশ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী শিশুকে খুঁজে বের করার দায়িত্ব দেন স্বয়ং "উপরমহল"। শিশুটিকে খুঁজতে গিয়ে দেখা যায়, আরো একাধিক পক্ষ হন্যে হয়ে খুঁজছে তাকে! কিন্তু কেন?? পাঠ প্রতিক্রিয়া: এক কথায় অসাধারণ! যেমন অসাধারণ কাহিনী, তেমনই অসাধারণ লেখনশৈলী। আর চরিত্রায়নও লাজওয়াব! কাহিনী শুরু হয়েছে যেই টানটান উত্তেজনা নিয়ে, কাহিনী যতই সামনে এগিয়েছে সেই উত্তেজনা ক্রমশ বেড়েছে। বইটি পড়তে গিয়ে এক মুহুর্তের জন্যেও বিরক্ত লাগার উপায় নেই। মোটকথা, এক বসায় পড়ে ফেলার মত দ্রুতগতিসম্পন্ন একটি বই এই "অপ্রকৃতস্থ"। এই বইটির প্রতিটি চরিত্রই চমৎকার লেগেছে। তবে সবচাইতে বেশি ভালো লেগেছে "উপরমহল" আর "রাত্রি" চরিত্রটা। আর মজার ব্যাপার হচ্ছে, এখানকার কোনো চরিত্রকেই পুরোপুরি ভালো কিংবা পুরোপুরি খারাপ বলার উপায় নেই। অ্যাকশান দৃশ্যগুলোও দুর্দান্ত ছিল। পড়তে গিয়ে বারবারই মনে হচ্ছিল দৃশ্যগুলো যেন চোখের সামনে দেখছি। হ্যাঁ, এতটাই জীবন্ত ছিল দৃশ্যগুলো! আর শেষ দৃশ্যটা বলে দেয় যে কাহিনী তো এই বইয়ে শেষ না-ই, বরং এই বইয়ের শেষ থেকেই কাহিনীর শুরু... দেখা যাক, এই কাহিনী কোথা থেকে কোথায় গড়ায়! বইটিতে সম্পাদনার সামান্য ঘাটতি আছে বেশ কিছু জায়গায়। তবুও এক বসায় পড়ে শেষ করেছি বইটি। আশা করি যে জায়গাগুলোতে সম্পাদনার ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাগুলো ঠিকঠাক করে নেয়া হবে পরবর্তী সংস্করণে... যাই হোক, প্রিয় লেখক রাফাত শামসকে অসংখ্য ধন্যবাদ এমন অসাধারণ একটি টেকনো থ্রিলার আমাদেরকে উপহার দেয়ার জন্য। ভবিষ্যতে লেখকের কাছ থেকে এই জনরায় আরো দুর্দান্ত সব কাজ চাই... আর হ্যাঁ, অপেক্ষায় রইলাম "অপ্রকৃতস্থ"-এর পরবর্তী পর্বের জন্য... ???