User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইয়ের নাম : স্ট্র্যাটেজিক মাইন্ডসেট লেখক : থিবো মেরিস অনুবাদ : জুবায়ের আহমেদ বইয়ের ধরনে : ব্যক্তিগত উন্নয়নমূলক থিবো মেরিস ব্যক্তিগত উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক জীবনযাপন নিয়ে লেখালেখি করেন। তিনি পাঠকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করার জন্য পরিচিত। তার লেখালেখি বাস্তবভিত্তিক এবং সহজবোধ্য। তিনি বিভিন্ন ধরণের ব্যক্তিগত উন্নয়নমূলক বই লিখেছেন, যা বিশ্বজুড়ে অনেক ভাষায় অনূদিত হয়েছে। থিবো মেরিসের বইগুলোতে জীবনের বিভিন্ন দিক যেমন আবেগ, উৎপাদনশীলতা, অনুপ্রেরণা, এবং চিন্তাভাবনার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। থিবো মেরিস ফ্রান্সে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে টোকিও, জাপানে বসবাস করছেন। কয়েকটি বিখ্যাত বই : Master Your Emotions ,Dopamine Detox ,Master Your Focus থিবো মেরিসের "স্ট্র্যাটেজিক মাইন্ডসেট" বইটি একটি মূল্যবান সম্পদ, যা কর্মজীবনে সাফল্য এবং ব্যক্তিগত বিকাশের জন্য একটি কৌশলগত মানসিকতা তৈরিতে পাঠকদের সাহায্য করে। এখানে বইটির বিস্তারিত পর্যালোচনা তুলে ধরা হলো: "স্ট্র্যাটেজিক মাইন্ডসেট" বইটি মূলত একটি বিশেষ চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার উপর জোর দেয়। লেখক দেখিয়েছেন যে কীভাবে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন এবং জটিল সমস্যা সমাধানে একটি কৌশলগত মানসিকতা অপরিহার্য। থিবো মেরিস বিভিন্ন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, কীভাবে সচেতনভাবে চিন্তা করে এবং সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে যে কেউ তার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিষয়বস্তু বইটিতে আলোচিত মূল বিষয়গুলো হলো: কৌশলগত চিন্তার মূলনীতি: লেখক কৌশলগত চিন্তার সংজ্ঞা, গুরুত্ব এবং এর মূলনীতিগুলো ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন কীভাবে তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে মনোযোগ দেওয়া উচিত। মানসিক মডেলের ব্যবহার: বইটি বিভিন্ন কার্যকর মানসিক মডেলের সাথে পরিচয় করিয়ে দেয়, যা জটিল পরিস্থিতি বুঝতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক। ঝুঁকি এবং অনিশ্চয়তা মোকাবিলা: ঝুঁকি মূল্যায়ন এবং অনিশ্চয়তার সাথে মোকাবিলা করার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা: দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ এবং সেগুলো অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়েছে। অভিযোজন এবং শেখা: পরিবর্তনশীল পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার এবং ক্রমাগত শেখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া: কার্যকর সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায় এবং কৌশল আলোচনা করা হয়েছে। কাদের জন্য এই বই "স্ট্র্যাটেজিক মাইন্ডসেট" বইটি তাদের জন্য বিশেষভাবে উপযোগী যারা: যাদের কর্মজীবনে উন্নতি করতে চান। জটিল সমস্যা সমাধানে নিজেদের দক্ষ করে তুলতে চান। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা চান। যাদের চিন্তাভাবনার পদ্ধতি উন্নত করতে আগ্রহী। কার্যকর পরিকল্পনা একটি তালিকা তুলে ধরা হলো ১ম দিন : সারা বছরের জন্য একটি তালিকা তৈরি করা ২য় দিন : আপনার সবচেয়ে প্রভাবশালী পদক্ষেপগুলো বিহিৃত করা ৩য় দিন : পরবতী ৯০ দিনের পরিকল্পনা তৈরি করা। ৪র্থ দিন : প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য শক্তিশালি ৭ টি প্রক্রিয়া শিখবেন ৫ম দিন :কৌশলগত চিন্তার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সামগ্রিক ফলাফল উন্নত করবেন ৬ষ্ঠ দিন :সাধারণ শেখার ভুলগুলো এবং সেগুলো এড়ানোর কৌশল ৭ম দিন : আপনার শারিরিক ও মানষিক শক্তি কাজে লাগিয়ে দিনের সর্বোচ্চ ফল অর্জনের কৌশল । একটি কথা মনে রাখবেন ’বেশির ভাগ মানুষ তাদের জীবনের চেয়ে এক সপ্তাহের ছুটির পরিকল্পনায় বেশি সময় ব্যয় করে । ‘ সংক্ষেপে, "স্ট্র্যাটেজিক মাইন্ডসেট" একটি অত্যন্ত মূল্যবান এবং কার্যকরী বই। থিবো মেরিস জটিল ধারণাগুলোকে সহজ ভাষায় উপস্থাপন করেছেন, যা পাঠকদের জন্য অনুসরণ করা সহজ। বইটি শুধু তাত্ত্বিক জ্ঞানই দেয় না, বরং বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য ব্যবহারিক কৌশলও সরবরাহ করে। উপরের বিষয়গুলো আপনার সাথে মিলে গেলে অবশ্যই বইটি আপনার পড়ে দেখা উচিৎ আমার পারসোনাল রেটিং : ⭐️⭐️⭐️½ (3.5/5)
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
valo
Was this review helpful to you?
or
পৃষ্ঠার তুলনায় বই এর দাম কিছুটা বেশি।
Was this review helpful to you?
or
I like thisvook very much.It helps me in many way.
Was this review helpful to you?
or
অনুবাদ কেনা ভুল হয়েছে। মনে হয়েছে গুগুল ট্রান্সলেটর ইউজ করেছে। বইটির পড়ার আনন্দ নষ্ট করে দিয়েছে। অনুবাদ না কিনে মূল ভাষায় বইটি কেনার পরামর্শ থাকবে।
Was this review helpful to you?
or
অনেক অনেক ভালো পড়তে পারেন।অনেক কিছু জানতে পারবেন।
Was this review helpful to you?
or
Good writing
Was this review helpful to you?
or
বইটি আমাকে সিদ্ধান্ত গ্রহণ, কাজের অনুপ্রেরণা, কাজ করার ধাপসমুহ এতো সুন্দর ভাবে আলোচনা করেছে যা আমার খুবি উপকারে এসেছে। ভাই আপ্নারা যারা জীবনে কি করনেন সিদ্ধান্ত নিতে পারছেন না তারা অবশ্যই বইটা পড়ুন
Was this review helpful to you?
or
বইটি অনেক উপকারি বই। আমার জীবনের অনেক ক্ষেত্রে কাজে এসেছে। আমি মাস্টার ইয়োর ইমোশন ও এই বইটি কিনেছিলাম। ভালো লেগেছে আমার কাছে। অনুবাদ ভালো হয়েছে।
Was this review helpful to you?
or
অনুবাদ তেমন ভাল না
Was this review helpful to you?
or
Please rewrite the translator name to Google translator, I insist.
Was this review helpful to you?
or
বাচ্চা ছেলেদের দিয়ে অনুবাদ করা হয়েছে! গুগল ট্রান্সলেটর এর ব্যবহার ছাড়া কিছুই নয়। এই বইটি আর মাস্টার ইউর ইমোশনস দুটি বই কিনে সময় ও টাকা উভয় নষ্ট হয়েছে!
Was this review helpful to you?
or
একটা ভাল বই এর _ মারার নমুনা হয়ে থাকবে এই অনুবাদ । গুগল ট্রান্সলেটরে লাইন বাই লাইন দিয়ে এ বই এর অনুবাদ করা হইছে ।
Was this review helpful to you?
or
বইটির টপিক অনেক ভালো অনেক কিছু শেখার আছে। কিন্তু অরিজিনাল যে বই থেকে এটির অনুবাদ করা হয়েছে এখানে অনুবাদ অত্যন্ত বাজে রকমের খারাপ। গোলমেলে পাকিয়ে কোন রকমের অনুবাদ করে ছাপিয়ে দিয়েছে। অনুবাদকৃত এই বইটি পড়ার পর খুবই হতাশ হয়েছি। আশা করবো অনুবাদক বইটি নিয়ে আবার চিন্তা করবেন এবং বইয়ের ভিতরে যে অসংগতি ও ভুলগুলো রয়েছে সেগুলো শুধরে নতুন সংস্কার বের করবেন।