User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
গ্রীক দার্শনিক এরিষ্টোটলের সময়ে লেখা বই। এই বইয়ের বিষয়বস্তু হোল-রাজ্যরক্ষা ও রাজার করণীয় পালনীয় বিষয়াদীও নীতিমালা। বইটিতে দেবতা ভগবান ঐশরিকতার ছিঁটেফোটাও নেই । বাহুল্য বর্জিত চাঁছাছোলা একটি বই। রাজ্যরক্ষায় ও রাজ্য বর্দ্ধনে রাজাকে কত কূটকৌশল অবলম্বনে কত কূটকর্ম করতে হবে তারই বিস্তারিত বিবরণ আছে বইটিতে। রাজা প্রয়োজনে ও তার বিরুদ্ধচারণকারীদের কোন কৌশলে ও কি প্রক্রিয়ায় বধ করবেন এবং কিভাবে তা ধামাচাপা দিবেন, কিভাবে গুজব রটাবেন, নগর জনপদ পত্তন করবেন কিভাবে, রাজ আমাত্য, কর্মচারী, সেনাপতি সৈনিকদের বেতন কত হবে, সৈনবাহিনী কিভাবে গঠন হবে, যুদ্ধকৌশল কি হবে প্রভৃতি বিষয়ের চমকপ্রদ আলোচনা হল প্রায় ছ'শ পৃষ্ঠার এই বই।যা সংস্কৃত প্রধান বাংলাভাষায় লেখা। প্রাচীন ভারতবর্ষের যে পরিপক্ক একটি রাষ্ট্রব্যবস্হা ও শাসনকাঠামো ছিল তার সাথে পরিচিত হওয়া যাবে এই বইটি পড়লে।