User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
This is another label barbarous. Like all the murder method is just made my skinn crawl. I feel nausea. If you think you read enough violence then you should read this. Nothing will ever be more cruel than this. Beyong imagination ????
Was this review helpful to you?
or
বেস্ট থ্রিলার ?
Was this review helpful to you?
or
ভালো অনুবাদ ❤️?
Was this review helpful to you?
or
অসাধারণ বই ?
Was this review helpful to you?
or
"আমি জানি কিসে তোমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়!" হাত-পা বাঁধা বা চরম নাজুক অবস্থায়; অবস্থাকারীই যদি কানের কাছে এসে এরকম বুলি ঝাড়ে- তাহলে কার আত্মাটা উড়ে আটলান্টিকে গিয়ে পরবে না? কথা বলছিলাম ক্রিস কার্টারের রবার্ট হান্টার সিরিজের ২য় বই দি এক্সিকিউশনার নিয়ে। প্রথম কিস্তির মতই টানটান উত্তেজনার; পিলে চমকানো; নাভিশ্বাস ওঠানো বর্ননা সমেত কাহিনী নিয়ে আবারও হাজির হয়েছেন ক্রিস কার্টার। দি এক্সিকিউশনার জনরাঃ সাইকোপ্যাথ সিরিয়াল কিলিং, পুলিস প্রোসিডিউরাল থ্রিলার। লেখকঃ ক্রিস কার্টার অনুবাদঃ ডিউক জন প্রচ্ছদঃ রুদ্র কায়সার মুদ্রিত মূল্যঃ ৬৫০৳ ফ্ল্যাপ থেকে- লস এঞ্জেলেসের গির্জায় পাওয়া গেল যাজকের মুন্ডুহীন মৃত দেহ। হাত জোড়া বুকের উপর ভাঁজ করা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কুকুরের কাটা মাথা জুড়ে দেয়া হয়েছে ধড়ের সঙ্গে! হমিসাইড ইনভেস্টিগেটর রবার্ট হান্টারের প্রথমে মনে হয়েছিল, কোনও ধরনের অশুভ পূজার নমুনা এটা। কিন্তু আরও ক’টি বিচিত্র ও নৃশংস হত্যাকান্ড মত পরিবর্তন করতে বাধ্য করল ওকে। ঘুম হারাম হয়ে গেছে হান্টার আর ওর পার্টনার কার্লোস গার্সিয়ার। ওরা কি পারবে মানসিক বিকারগ্রস্ত এই সিরিয়াল কিলারকে পাকড়াও করতে? নাকি রক্তাক্ত বড়দিনই নিয়তি ওদের? ------------------------------------ ক্রুসিফিক্স কিলার পড়ার সময়েই প্রচন্ড আগ্রহী ছিলাম সিরিজটা নিয়ে। লেখকের দুর্দান্ত গল্প বলার গতিটাই বেশি আগ্রহী করে তুলেছিল। একদমই মেদহীন; অযাচিত বর্ননাহীন লেখা। পার্ফেক্ট থ্রিলার বলতে যা ভেবে থাকি সাধারনত। এক্সিকিউশনারেও একইরকম লেখনীই পেয়েছি। ক্রুসিফিক্সের চাইতেও বেশি নৃশংস, রক্তাক্ত হত্যাকাণ্ডের বর্ণনা আছে। কিছুকিছু খুনের অকুস্থলের বর্ণনা পড়তে গিয়ে নিদারুণ শিউরে উঠেছি। এতটাই বিভৎস রকমের ছিল। টার্গেটের মনে যেটা নিয়ে সবচেয়ে বেশি ভয়, ঠিক সেটাকেই টার্গেট করে প্রতিহিংসা চরিতার্থ করা- ভয়াবহই বটে। পড়ার সময় আমি একটা চিন্তাই করছিলাম যেন উচ্চতাকে পুঁজি করে কোনো ভয়াবহ কান্ড না ঘটে, কেননা সেটাই আমার সবচেয়ে বড় ভয়! যাইহোক, বইটা টানটান গতি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে আটকে রেখেছিল, অন্য পাঠককেও যে আটকে রাখবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাপ্তবয়স্ক না হয়ে আর দুর্বল চিত্তের পাঠকের বইটা না পড়াই ভালো হবে, প্রচন্ড রকমের ডিস্টার্বিং বর্ননা রয়েছে। লেখকের চরিত্রায়ন নিয়ে এই বইটায় কিছুটা আক্ষেপ রয়েছে। যেহেতু সিরিজের ২য় বই, তাই মূল চরিত্র বিল্ডাপের কোনো দরকার ছিল না এটায়, সেগুলো আগে থেকেই প্রতিষ্ঠিত, হান্টারের "পাডনাহ" গার্সিয়ার কিছুটা পারিবারিক আর মানসিক অবস্থান দেখানো হয়েছে-যেটা যুক্তিযুক্ত। কিন্তু এ বইতে অনেকটাই মনে হয়েছে লিড ক্যারেক্টার হিসেবে গার্সিয়া হান্টারের শ্যাডোতেই রয়ে গেছে। আর দুটো এন্টাগোনিস্ট থাকলেও ২য় এন্টাগোনিস্টের তেমন একটা ভূমিকা দেখা যায় নি। যদিও ক্লাইম্যাক্সের আগেই আঁচ করে ফেলেছিলাম অর্ধেক ক্লাইম্যাক্স কী হবে। অনুবাদ নিয়ে কোনো কথা হবে না। একদম মাখন অনুবাদ। ক্রুসিফিক্স পড়ার সময় কিছু শব্দ বেখাপ্পা লেগেছিল, এখানে সেগুলোর উপস্থিতি একদমই কম, আর আগে থেকে অনুবাদকের স্টাইলের সাথে পরিচিত থাকায় একদমই বেগ পেতে হয় নি। নয়া উদ্যোগের প্রডাকশন দারুণ। প্রচ্ছদ-বাধাই-ফন্ট সাইজ সবকিছুতেই যত্নের ছাপ স্পষ্ট। আর প্রুফ রিডিংও চমৎকার হয়েছে, বানান ভুল একদমই চোখে পরে নি বললেই চলে। বইটা মারাত্মক পেজ টার্নিং। এতে অনেকগুলো অধ্যায় থাকার কারনে পড়তেও সুবিধা হয়েছে। এমনও খেয়াল করেছি একই কথোপকথনের মধ্যে ৩/৪টা অধ্যায় রয়েছে, যেটা পুরোটা এক অধ্যায়ের মধ্যে থাকলেই হত। তবে ছোট ছোট অধ্যায়ের বইগুলোতে অধ্যায়ের জন্য পাতা স্কিপ দেওয়াটা ব্যক্তিগতভাবে আমার বিশেষ পছন্দের নয়। পাতা স্কিপ না দেওয়া হলে কিছু পাতা বাচানোও যেত, এতে মুদ্রিত মূল্যও কমতো আল্টিমেটলি পাঠকেরই লাভ- বিশেষ করে এই দুর্মূল্যের বাজারে। যাইহোক, সিরিয়াল কিলিং নিয়ে আগ্রহ থাকলে এ সিরিজটা একদমই মিস দেওয়া উচিৎ হবে না। অবসর সময়ের দারুণ সঙ্গী হতে পারে আপনার জন্য এ বইটি। অনুবাদক আর প্রকাশনীর কাছে চাওয়া থাকবে দ্রুত বাকি বইগুলোর গতি করার। সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
রিভিউ ★ কাহিনী সংক্ষেপ ★ লস এঞ্জেলেসের গির্জায় পাওয়া গেল যাজকের মুন্ডুহীন মৃত দেহ। হাত জোড়া বুকের উপর ভাঁজ করা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কুকুরের কাটা মাথা জুড়ে দেয়া হয়েছে ধড়ের সঙ্গে! হমিসাইড ইনভেস্টিগেটর রবার্ট হান্টারের প্রথমে মনে হয়েছিল, কোনও ধরনের অশুভ পূজার নমুনা এটা। কিন্তু আরও ক’টি বিচিত্র ও নৃশংস হত্যাকান্ড মত পরিবর্তন করতে বাধ্য করল ওকে। ঘুম হারাম হয়ে গেছে হান্টার আর ওর পার্টনার কার্লোস গার্সিয়ার। ওরা কি পারবে মানসিক বিকারগ্রস্ত এই সিরিয়াল কিলারকে পাকড়াও করতে? নাকি রক্তাক্ত বড়দিনই নিয়তি ওদের? ( ব্যাক কভার থেকে নেয়া) ★ পাঠ প্রতিক্রিয়া ★ ~~কাহিনী বুনট : বইয়ের প্রথম পৃষ্ঠা থেকেই গল্প এগিয়ে গিয়েছে ট্রিপিক্যাল ক্রিস কার্টার স্টাইলে। প্রতিটি পাতায় টানটান উত্তেজনা, সাসপেন্স এর সাথে। ছোট ছোট বাক্য ও অধ্যায়।এবং স্বাভাবিকভাবেই, প্রতিটি অধ্যায় শেষ হয় কোন মারাত্মক লেভেলের কথোপকথন, তদন্ত কিংবা ঠিক চিন্তার মধ্যখানে। যেটা পাঠককে পরবর্তী অধ্যায় পড়ার জন্য জোরদার তাগিদ দেয়। বলা যায় পাঠককে পড়ার জন্য বাধ্য করে ফেলে। এরকম ডার্ক সিরিয়াল কিলিং মিস্ট্রি সর্বশেষ পড়েছি দ্য ক্রুসিফিক্স কিলারে ,ক্রিস কার্টারের প্রথম চমকে। হ্যাটস অফ হিম। ~~টার্ন এন্ড টুইস্ট : রবারি-হোমিসাইডের ডিটেকটিভরা তো একেকজন টুইস্টের খনি। কি তদন্ত, আর কি ব্যক্তিগত জীবনে। কার্লোস গার্সিয়া, রবার্ট হান্টার, ক্যাপ্টেন বোল্টার ওরফে কিং, মেডিকেল এগজামিনার ড.উইনস্টন। যেখানে সর্বশেষ সংযোজন ক্যাপ্টেন বারবারা ব্লেক ওরফে ক্যাপ্টেন বারবি। অধিকাংশ তদন্ত কার্যক্রম কিংবা ফোনালাপের মাঝে তারা হঠাৎই কোন সূত্র পেয়ে এমন উত্তেজনা সৃষ্টি করেন, তাতে পাঠকের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়। আর দ্য "ক্রিস কার্টার" ঠিক তখনই অধ্যায়টা শেষ করে আত্মারাম কে খাঁচাছাড়াই করে দেন। পাঠকের বাঁচার কোন চান্স ই নেই৷ আর বেঁচে গেলেও, ক্রিস কার্টারের অভিনব পদ্ধতির কষ্টদায়ক, নৃশংস মার্ডার এবং ডার্কেস্ট ক্রাইমসিন তো আছেই, পাঠকের অপেক্ষায়। ????? যেটা দেখে প্রতিবারই বেশ কয়েকজন অফিসার বমিই করে ফেলে। এমনভাবে মার্ডার সিনের দৃশ্যগুলো উপস্থাপন করা হয়েছে, পাঠক সবগুলো কল্পনার আল্পনায় দেখতে পাবেন। অভিজ্ঞতা থেকে বলছি। ~~মোটিভ : ক্রিস কার্টারের দুটো বইয়েই মোটিভ নিয়ে আসা হয়েছে গল্পের একেবারে শেষে, ভিন্ন থেকে ভিন্নতর ঢঙে। এবং পুরো বইয়ের গল্প ও তদন্ত প্রক্রিয়া আবর্তিত হয় মোটিভ কে খুজে বের করারই উপর। আসলে, "দ্য ক্রুসিফিক্স কিলার" পরবর্তীতে "দি এক্সিকিউশনার" দুটোই এক প্রতিশোধ ও প্রতিহিংসার প্রবল অগ্নুৎপাত। [⚠️⚠️ স্পয়লার এলার্ট⚠️⚠️] প্রতিশোধের অনল কিভাবে হাজার বছর জিইয়ে থাকে, অতঃপর মাত্র ছোট্ট একটি স্ফুলিঙ্গেই সেটা ভয়ংকর দাবানলে পরিণত হয়, এই বইটি তার প্রকৃষ্ট উপমা। বাস্তব জীবনে আমরা বিভিন্নভাবে অনেককে কষ্ট দেই, এই ভেবে যে দুষ্টামিই তো করছি। কিন্তু এটাও যে অপর ব্যাক্তির জন্য মারাত্মক কোন কষ্ট-বেদনার কারণ হতে পারে, যেটা তাকে ঠেলে দিবে কোন ভয়ংকর খেলার দিকে , কারো জীবন নিয়ে খেলা। হয়তো কাউকে দুষ্টামিচ্ছলে বলা কেন কথাই তার জন্য সারাজীবনের তরে এক অভিশাপ হয়ে থাকবে। স্পয়লার হয়ে যাবে, তাই বিস্তারিত কিছু বললাম না। ~~বৈশিষ্ট : এই বইকে অন্যগুলো থেকে যে বিষয়টা আলাদা করেছে তা হলো, ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে চলা একইসাথে দুটো সিরিয়াল কিলিং। দুজন সিরিয়াল কিলার, জল্লাদ ও কল্লা কাটা। নিজস্ব কোন উদ্দেশ্য পূরণ করতে তারা বড়দিনের আগমুহূর্তে ত্রাস ছড়িয়ে লস এঞ্জেলসে। আর তদন্তে জড়িত অফিসারদের উপহার দেয় এক ভয়ানক দুঃস্বপ্ন। সেইসাথে সাইকিক পাওয়ার, কোন কাজ না করেই প্রতিমুহূর্তে সেটার যন্ত্রণা ভোগ করা। এবং ভদ্রলোকের ভেক ধরে থাকা এক শয়তান, সবকিছুই আলাদা মাত্রা দিয়েছে বইটিকে। ★ অনুবাদ-প্রকাশনা ★ ~~অনুবাদ : ডিউক জন ভাইয়ের আমার পড়া প্রথম বই হলো "দ্য ক্রুসিফিক্স কিলার"। আর এটি দ্বিতীয়। তিনি যে একজন জাত লেখক ও অনুবাদক, সেটা তিনি তার লেখনীর মাধ্যমেই প্রমাণ করেছেন। কঠিন কঠিন পরিভাষা , কিংবা গল্পের প্রয়োজনে কিছুক্ষেত্রে মূল ইংরেজিকে অনুবাদ না করা, সেইসাথে অনুবাদকে কোন মৌলিক বইয়ের মতো মনে করানো , এসবই তার ভাষার উপর দক্ষতা ও তার দূরদর্শিতার পরিচায়ক। তাকে ধন্যবাদ, ক্রিস কার্টার ও রবার্ট হান্টার কে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য। ~~প্রকাশনা : নয়াউদ্যোগ কে ধন্যবাদ জানাই বাংলা ভাষাভাষীদের সামনে এরকম বেশকিছু মাস্টারপিসকে উপস্থিত করার জন্য। ধন্যবাদ সাফায়েত জায়ান ভাইকেও, প্রতিকূলতার মাঝেও এত সুন্দর বইগুলো উপহার দেয়ায়। " দ্য ক্রুসিফিক্স কিলার" এ কিছু পাতা খুলে আসলেও এটায় কোনো সমস্যা হয় নি, অলরেডি বেশ কয়েকবার পড়া হয়েছে কয়েকজনের হাতে। সর্বশেষ এই বইটির সাথে জড়িত সবাইকে অন্তর থেকে এক সাগর ধন্যবাদ। আর পাঠক, আপনার জন্য অপেক্ষা করছে একটি রোলার কোস্টার রাইড। রেডি তো ??? নাম : দি এক্সিকিউশনার লেখক : ক্রিস কার্টার অনুবাদ : ডিউক জন প্রকাশনী : নয়াউদ্যোগ জনরা : পুলিশ প্রসিডিয়াল/ সিরিয়াল কিলিং মিস্ট্রি পৃষ্ঠা সংখ্যা : ৪৪৮ মুদ্রিত মূল্য : ৬৫০ রেটিং : ৫(.৫)/৫ {]ব্যক্তিগত{] হ্যাপী রিডিং ????
Was this review helpful to you?
or
এক বাক্যে বলতে গেলে শ্বাসরুদ্ধকর এবং অতুলনীয় একটা থ্রিলার এটি। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো। গল্প টুইস্ট, নিত্য নতুন সাসপেন্স এ ভরপুর। গল্পের রাইটার Chris Carter আলাদা প্রশংসা পাওয়ার দাবিদার। একদম শেষ পর্যন্ত সাসপেন্স আর রহস্য দারুন ভাবে বজায় রেখেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো যে, গল্পের প্রতিটি অধ্যায় কোন না কোন নতুন টুইস্ট নিয়ে শেষ হয়। যার ফলে পল্পের পরবর্তী অধ্যায় পড়ার আগ্রহ আরো বেড়ে যায়। এক কথায় অসাধারণ একটি স্টোরি। অনুবাদ অত্যন্ত সাবলীল ছিল। থ্রিলার লাভার দের জন্য মাস্ট রেকমেন্ডেড। Personal Rating : 10/10