User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
The delivery was on time
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #আগস্ট_রিভিউ ৪ বইঃ সুলতানার স্বপ্ন লেখকঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন মুল্যঃ ৯০৳ প্রকাশকালঃ১৯০৫ ধরনঃ সায়েন্স ফিকশন/ চিরায়িত গল্প কাহিনীঃ একদা শয়নকক্ষে বসিয়া সুলতানা আরামকেদারায় বসিয়া ভারত-ললনা জীবন সম্পর্কে ভাবিতেছিলেন, এমন সময় তাহার কাছে ভগিনী সারা আসিয়া তাহাকে বাহিরে লইয়া যাইতে চাহিল। সারা একজন ইউরোপীয় রমনী তাহাকে সুপ্রভাত বলিয়া অভিবাদন জানাইল। কিন্তু জোছনাপ্লাবিত রজনীতে এই অভিবাদন সুলতানার বোধগম্য হয়নায়। ইহার পরে তাহাকে বাগানে বেড়াইতে নিয়ে গেলেন। বাগানে আসিয়া বুঝিতে পারিলেন ইহা ভগিনী সারা নহে, অন্য কোন রমণী। তবু তাহাকে সারা বলিয়া সম্বোধন করিয়াছিলেন । ভ্রমণকালে দেখিলেন বাহিরে আলোকোজ্জ্বল দিন । নগরের লোকেরা জাগিয়া উঠিয়াছে, রাজপথে লোকে লোকারণ্য! লেখিকা দিনের বেলায় এভাবে পথে বেড়াইতেছে উহা ভাবিয়া লজ্জায় জড়সড় হইলেন কিন্তু কোন পুরুষ দেখিতে পান নাই পথে। কেবল স্ত্রীলোকেরা রহিয়াছে যাহারা তাহার দিকে চাহিয়া হাস্য পরিহাস করিতেছিলেন। যদিও তিনি তাহাদের ভাষা না বুঝিলেও পরে ইহা স্পষ্ট বুঝিয়াছিলেন যে, তাহাদের উপহাসের লক্ষ কেবল তিনি। সঙ্গিনীকে জিজ্ঞাসা করিয়া জানিলেন তিনি অনেকটা পুরুষ ভাবাপন্ন৷ ‘পুরুষভাবাপন্ন৷ ‘ইহার অর্থ এই যে, আপনাকে পুরুষের মত ভীরু ও লজ্জানম্র দেখায়৷’ ‘পুরুষের মত লজ্জানম্র!’ ইহা কি পরিহাস? ইহা কি এমন ঠাট্টা! এরূপ উপহাস ত কখন শুনি নাই না লেখিকা, না আমি নিজে লজ্জিত হইলাম৷ পর্দানশীন স্ত্রীলোক লেখিকা , বিনা অবগুন্ঠনে বাহির হইবার অভ্যাস নাই । ক্রমে জানিলেন সে দেশের নাম ‘নারীস্থান’। সে দেশে পুরুষ অবরোধবাসী হইয়া বাস করে। সুলতানা কোন উপায়ে সে দেশে পৌঁছুলেন ?? আর তিনি সেই দেশেয় রহিয়াছেন? পাঠ_প্রতিক্রিয়াঃ ইহা নাটক হিসেবে বহু আগে দর্শন করিয়াছিলাম, কিছুকাল আগে বইমেলা থেকে আম্মু রোকেয়া সমগ্র ক্রয় করিবার পরে বইখানা পড়িতে চাহিয়াছিলাম, দু লাইন পড়িয়া বইখানা বন্ধ করিয়া দিয়াছিলাম এবং কিছুকাল আগে কেবল্মাত্র সুলতানার স্বপ্ন গল্পখানা পড়িয়াছি। আজ হতে এত বছর আগে এক নারী কিনবা অবরোধবাসিনী এত সুন্দর কাল্পনিক গল্প লিখিয়াছিলেন এবং যাহা কে সায়েন্স ফিকশন হিসেবে চালিয়া দেয়া যায়, তাহাকে রেটিং এ ফেলিব না। আশা করিতেছি গল্পখানা সবার ভালো লাগিবে তবে ইহা পড়িয়া আমার ভাষা সেই ১০০ বছর আগের দিনে ফিরিয়া গিয়াছে বলে বোধ হইতেছে। তবে বেগম রোকেয়া ভগিনী কে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি, উনি লিখিয়াছিলেন, সাহস করিয়াছিলেন বলিয়াই আজ আমি লিখিতেছি, পড়িতেছি। মজার কথা হইতেছে এই গল্প প্রথমে ইংরাজি ভাষায় লেখা হইয়াছিল এবং পরে অনূদিত হইয়া মতিচূর গ্রন্থে শৃঙ্খলাবদ্ধ করা হয়। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
দারুণ
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
#রবিজ_রকমারি_বুক_রিভিউ_কন্টেস্ট . নাম: সুলতানার স্বপ্ন লেখক: বেগম রোকেয়া বিভাগ: সায়েন্স ফিকশন প্রথম প্রকাশ: ১৯০৫ ( ইংরেজীতে ) পৃষ্ঠা সংখ্যা: ১২ ( মূল বইয়ে ৬৮ ) রেটিং: ৫/৫ . সায়েন্স ফিকশন ? জগদীশ চন্দ্রের লিখা পলাতক তুফান‘কে বাংলা ভাষার প্রথম সায়েন্স ফিকশন বলা হয় । ওটা প্রকাশিত হয়েছিলো ১৯২১ সালে । এদিকে Sultana’s Dream প্রথম প্রকাশিত হয় ১৯০৫ সালে ।বাংলাভাষায় অনুদিত হয় ১৯৯৫ সালে । বাংলাতেই যদি গল্পটা লেখা হতো , এটা নির্ঘাৎ প্রথম সায়েন্স ফিকশন হিসেবে পরিচিতি পাইতো । কিন্তু, সায়েন্স ফিকশন হিসেবে পরিচিতি না পেয়ে বইটা নারীবাদী বই হিসেবে পরিচিতি পাইলো । কেন পরিচিতি পাইলো ? কারন , বইতে পুরুষ’রা ঘরের কাজে করে, আর নারীরা বাইরের কাজ ; এরকম একটা সমাজের কথা বলা আছে । (যদিও এতে কিছু সুবিধা আছে । কি রকম সুবিধা ? ...জানতে হলে বইটা পড়ে দেখতে হবে । ) পুরুষরা কী এমনে এমনেই ঘরে এসে পড়লো, আর নারীরা ফুরুৎ করে বাইরে চলে গেলো ? চলুন গল্পে ফিরে যাই….. রাতের বেলা চেয়ারে বসে ঝিমুচ্ছিলেন সুলতানা । হঠাৎ সিস্টার সারা’র “গুড মর্নিং” ডাক শুনে ঝিমুনি ভাব কেটে যায় ।রাতের বেলা গুড মর্নিং !! মনে মনে অবাক হলেও প্রকাশ করলেন না । বাইরে অন্ধকার …..পুরুষরা ঘুমুচ্ছে ; তাই কোনো দ্বিধা না করেই সিস্টার সারার সাথে ঘুরতে বেরিয়ে যান বেগম রোকেয়া ….ওখানেই অপেক্ষা করছিলো রাজ্যের সব বিস্ময় ! তিনি দেখেন যে তিনি আর কলকাতায় নাই ! চলে এসেছেন নতুন এক দেশে যেখানে নারীরা শিক্ষায় দীক্ষায় এগিয়ে , গড়ে তুলেছে ধুলো-কাদাবিহীন সবুজ সমারোহ ভরপুর ‘লেডিল্যান্ড ‘ , বিজ্ঞান’কে কাজে লাগিয়ে। কাদাবিহীন কিভাবে ? কারন মেয়েরা আবিষ্কার করেছে এমন যন্ত্র, যা মেঘের পানিকে শোষন করে নিতে পারে ! আছে সূর্যের তাপকে বাক্সবন্দি করার কাহিনী ! এটার মাধ্যমেইতো শত্রুদেরকে হারিয়ে দিলো লেডীল্যান্ডের মেয়েরা , যখন কিনা পুরুষরা ঢাল তলোয়ার দিয়ে শত্রুদেরকে আটকাতেই পারছিলোনা । লেডিল্যান্ডে আছে অদ্ভুত গাড়ি , যা কিনা রাস্তা ছাড়াই চলতে পারে ! তাই তাদের দেশে কোনো এক্সিডেন্ট-ই হয় না । আর কী কী আছে লেডিল্যান্ডে ? জানতে হলে পড়তে হবে …….. আশা করি উপভোগ করবেন ১২ পৃষ্ঠার ছোট্ট এ বইটি । by AR Galib
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
অতি মাত্রায় নারীবাদী
Was this review helpful to you?
or
জগদীশ চন্দ্র বসুকে বাংলায় প্রথম সায়েন্স ফিকশন রচিয়তার সম্মান দেওয়া হয়৷ কিন্তু তারও বহু আগে বেগম রোকেয়া লিখেছিলেন এক অদ্ভুত কাহিনি। তার নাম 'Sultana's Dream' পরে তা সুলতানার স্বপ্ন নামে বের হয়৷ বাংলায় বেগম রোকেয়ার চেয়ে বড় নারীবাদী কখনো জন্মাবে বলে মনে হয় না। এই সুলতানার স্বপ্নের কথাই ধরুন৷ বেগম রোকেয়া এখানে অন্য এক পৃথিবীর কথা লিখেছেন। সেই দুনিয়াতে নারীদের শাসন চলে। পুরুষ জাতি সেখানে গৃহবন্দী। নির্যাতিত এবং নারীদের দাস। এমনই এক কিম্ভুত ঘটনা নিয়ে বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন৷ নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী প্লট।