User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Sabuj Morol

      16 Aug 2020 11:18 AM

      Was this review helpful to you?

      or

      বইয়ের নামঃ শবনম। লেখকঃ সৈয়দ মজতবা আলী। "আমি তব সাথী হে শেফালী, শরৎ-নিশির স্বপ্ন, শিশির সিঞ্চিত প্রভাতের বিচ্ছেদ বেদনা।" "সৈয়দ মুজতবা আলীর "শবনম"। যারা এই উপন্যাসটি পড়েছেন তারাই দ্বিধার মধ্যে পড়ে জান। এই উপন্যাসটি কবিতার আদলে উপন্যাস, নাকি উপন্যাসের আদলে কবিতা বলবেন। আসলে সৈয়দ মুজতবা আলী শবনম আর মজনুনের প্রেমের কাহিনী বণর্না করেছেন এখানে। শবনম আর মজনুনের প্রেম এতোটায় লেখকের হৃদয় ঘনিষ্ঠ ছিলো-যে এতে কবিতার মাধুর্য পাওয়া যায়। "শবনম-এর অর্থ-শিশির, শিশির পবিত্র হয় ভোরে। তা ঘাসের উপর পড়ে, ঘাসকে সজিব করে তার দুপুরে উড়ে যায়। আফগানিস্থানে এক বিদেশীনির প্রেমে পড়ে বাঙালি মজনুন। শবনম উপন্যাসের নায়িকা শবনম, তার ব্যক্তিত্ব সম্পূর্ণ, বলিষ্ঠ, যেমন কমল, অমনি কঠোর, সে প্রাণ খুলে ভালোবাসতে যানে, ঘটনা চক্র শবনম আর মজনুন বিয়েও হয়। কিন্তু বিয়ের পর থেকে শবনমকে খুঁজে পাওয়া যায়না। মজনুন সব জায়গায় খুঁজে শবনমকে, কিন্তু খুঁজে পাওয়া যায়না। শবনম বলে গিয়েছিল-"আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না। শবনম উপন্যাসটি, একটি প্রেমের উপন্যাস। এখানে মজনুন চরিত্রটি বাঙালি আট-দশটি চরিত্রের মতো সাধারণ। তবে শবনমের প্রেমে সে অনন্য। এখানে শবনমের নারীর বলিষ্ঠতা চোখে পড়ার মতো। তবে এই উপন্যাসে প্রেম ছাড়াও আফগানিস্তানের রাজনৈতিক, ভৌগোলিক, অর্থনৈতিক, খুটিনাটি বিষয় জানা যায়। একজন প্রবাসীর দেশ সম্পর্কে অনুরাগ বিষয়ও স্পষ্ট জানা যায়। শবনম যাওয়ার আগে মজনুনকে লিখে গিয়েছিল বাড়িতে থেকো, আমি ফিরব। তবে কি শবনম ফিরে আসে? নাকি ফিরে না? এটি জানতে হলে পড়তে হবে, শবনম উপন্যাস।

      By SM Sabbir Alam

      02 Jun 2016 08:29 AM

      Was this review helpful to you?

      or

      Excellent.

      By J M SAMIA

      19 Sep 2021 04:22 PM

      Was this review helpful to you?

      or

      বিধবা সাইজের মতো যাদের চেহারা ,? তাদের নাম হয় 'শবনম' কিন্তু তাদের মনটা খুব ফ্রেশ। Love ? you Shabnam আমি 'শবনম' নামে এক মেয়ে দেখলেছি, Student vlo .But Falto hoy .

      By Sultan

      17 Oct 2019 10:11 PM

      Was this review helpful to you?

      or

      'শবনম’ শুধু এক প্রেমের উপন্যাস নয়, 'শবনম' সৈয়দ মুজতবা আলীর অননুকরনীয় গদ্যে কবিতার রসে জারিত অমর এক কাব্যগাঁথা। মূল চরিত্রে দুজন - মজনুন ও শবনম। মজনুন এসেছেন সুদূর বাংলাদেশের সিলেট থেকে আফগানিস্তানের কাবুল শহরে কলেজের শিক্ষক হয়ে। আফগানিস্তানের পাগমান শহরে অবসর কাটাতে এসে বাঙালি মুল্লুকের মজনুনের সাথে দেখা হয় ধনী পিতার অনিন্দ্য সুন্দরী একমাত্র কন্যা শবনম বানুর। এরপর প্রেমের বন্ধনে আবদ্ধ হয় তারা দু'জন। ভালবাসার সমানুপাতে একে-অপরকে দেখার জন্য প্রতীক্ষা বাড়তে থাকে। আফগানিস্তানের রাজনৈতিক অবস্থা উত্তাল তখন। শবনম বাংলা জানে না। মজনুন জানে না সঠিক ফার্সি। অথচ ভালবাসলে সব অসম্ভবকে সম্ভব করে মজনুন শেখে ফার্সি, শবনম শেখ বাংলা। প্রেমের একপর্যায়ে শবনম, মজনুনের সাথে বাংলাদেশে সংসার করার স্বপ্নও দেখে। কিন্তু আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার কারণে তাদের বিচ্ছেদ হয়। হারিয়ে যায় শবনম বানু প্রেমিক মজনুনের জীবন থেকে। উপন্যাসটি শেষ হয় আর একটি প্রেমের গল্প দিয়ে। বেদুইন সর্দার বন্দি করেছেন এক ইংরেজ যুবককে। ইংরেজ যুবকটিকে খাবার সরবরাহের দ্বায়িত্ব সর্দারের মেয়ের উপর। ইংরেজ যুবক জানে না আরবি, বেদুইন কন্যা জানে না ইংরেজি। কিন্তু প্রথম দর্শনেই প্রেমে পরে যায় তারা দু' জন দু' জনের। বেদুইন কন্যা নিজের জীবন বিপন্ন করে মুক্ত করে দেয় সেই ইংরেজ যুবক কে। ইংরেজ যুবক পালিয়ে পাওয়ার আগে মেয়েটিকে শুধু বলে যায় "টম, লন্ডন"। অর্থাৎ তার নাম টম, বাড়ি লন্ডন শহরে। এরপর বেদুইন কন্যা আরব থেকে জাহাজে করে চলে যায় লন্ডনে তার প্রেমিক টমকে খুঁজে বের করতে। লন্ডন শহরের হাজার হাজার টম নামের যুবকের মধ্যে সে কি খুঁজে পাবে তার প্রেমিক টমকে। গল্পটি শেষ হয় এখানেই। শবনম, যার অর্থ - শারদ প্রাতে গন্ধবিধুর মাঠের শেফালি-বিছানো গালিচায় বিরহিণী নিশীথিনীর অশ্রুশিশির। শবনম শিখিয়েছে, "পরমেশ্বর এ সংসারে স্বপ্রকাশ হয়েছেন একটিমাত্র রূপে - সে প্রেমরূপ।" আমার কাছে বইয়ের সবথেকে পছন্দের উক্তিটা - "আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না, এটুকুতেই চলবে আমার"। কী দারুণ কথাটা। আরও কিছু প্রিয় উক্তি আছে - "ধারের বইয়ে নাকি বিদ্যার্জন হয় না।" "বিশেষ করে প্রেমের সঙ্গে সূর্যেরই শুধু তুলনা হয়। আকাশ আর মুখ এক। ঘড়ি ঘড়ি রঙ বদলায়। সূর্য চিরন্তন। প্রেম-সূর্য একবার দেখা দিলে আর কোনো ভাবনা নেই।" " যে বিধাতা প্রতিটি ক্ষুদ্র কীটেরও আহার জুগিয়ে দেন, তিনিই তো তৃষিত হিয়ার অপ্রত্যাশিত মরুদ্যান রচে দেন।......... কুবেরের লক্ষ মুদ্রা লাভ অলৌকিক নয়, কিন্তু নিরন্নের মুষ্ঠিভিক্ষা অলৌকিক।" "আনন্দের সময় মানুষ দুঃখের দিনের সম্বল সঞ্চয় করতে ভুলে যায়। আসলে তা নয়। পরিপূর্ণতা যদি ভবিষ্যৎ দৈন্যের কথা স্মরণ করতে পারে, তবে সে পরিপূর্ণ হল কই? *কিন্তু সমাজ কি শের না বাবুর, বাঘ না সিংহ, যে তাকে হামেশা পিস্তল দেখাতে হবে? সমাজ তেজী ঘোড়া। দানাপিনা দেবে,তার পিঠে চড়বে। বেয়াড়ামি করলে পায়ের কাঁটা দিয়ে অল্প গুঁতো দেবে, আরও বেশি হলে চাবুক, আর একদম বিগড়ে গেলে পিস্তল। তারপর নতুন ঘোড়া কিনবে - নতুন সমাজ গড়বে।" "বিরহ-ব্যথায় যে আঁখিবারি ঝরে সেটা শুকিয়ে যায়-প্রিয় -মিলনের সময় সেটা দেখানো যায় না। দেখাতে হলে সেটা বুকে করে বইতে হয়।" "সাধনা না করে কোনোকিছু হয় না। পালোয়ানের উপদেশ পড়ে মাংসপেশি সবল হয় না, হেকিমির কেতাব পড়ে পেটের অসুখ সাড়ে না। মনকে শান্ত করতে হয় মনের ব্যায়াম করে।" "জীবনই অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাই জীবন। অভিজ্ঞতাসমষ্টির নাম জীবন আর জীবনকে খন্ড খন্ড করে দেখলে এক-একটি অভিজ্ঞতা। এক-একটি অভিজ্ঞতা যেন এক ফোঁটা চোখের জলের রুদ্রাক্ষ। সব-কটা গাঁথা হয়ে সে তসবি-মালা হয় তারই নাম জীবন।" 'শবনম' এর মতো শিক্ষনীয় প্রেমের উপন্যাস আসলেই বিরল আমাদের এই বিশ্বসাহিত্যে। "গোড়া আর শেষ, এই সৃষ্টির জানা আছে বল কার? প্রাচীন এ পুঁথি গোড়া আর শেষ।" পাতা কটি ঝরা তার?"

      By Maruf Rosul

      28 Aug 2012 03:21 PM

      Was this review helpful to you?

      or

      ভালোবাসার বৃষ্টি নাকি ভেজায়। মানে ভিজতে হয়। চেতনার রঙে সবুজ পান্নার শরীরে জমে ভালোবাসার শিশির; হৃদয়জ এবঙ তার চেয়েও বেশি কিছু, কিন্তু মোহনীয় নয়- মোহ নেই সে-ই ভালোবাসার প্রবাদ শরীরে। এমন ভালোবাসার নির্যাস পেতে হলে হৃদয়কে ‘হৃদয়’ করে গড়ে তুলতে হয়। কেবল হৃদয় হলেই হয় না, তাকে দার্শনিক করে গড়ে তুলতে হয়, কখনো ছাঁচে ফেলে, কখনো আকাশে উড়িয়ে। মতিষ্কের সাথে হৃদয়ের মিলন হয় প্রাণময় ঐশ্বর্যের মতোই। তবেই চোখের আরশিতে ঝড়ে শব্নম্- ভালোবাসার সর্বরঙা সর্বজয়ী শবনম্। সৈয়দ মুজতবা আলী (১৯০৫-১৯৭৪) এমন এক মহিমান্বিত-প্রলয়ঙ্করী-গিরিপ্রস্তরস্পর্শা-হৃদয় ভাসানো-সীমানা পেরোনো ‘শবনম্’ উপহার দিয়েছেন ১৯৬০ সালে। এটি লেখকের দ্বিতীয় উপন্যাস। এ কথা বলাই বাহুল্য যে- মুজতবা আলীর ব্যক্তিত্ব তৈরি হয়েছে বিচিত্র ও মিশ্র উপাদানে। জন্মেছেন সাবেক বঙ্গ প্রদেশের বাইরে। অগ্রজ দুই ভাই-ই সাহিত্যচর্চা করেছেন। পড়াশুনা করেছেন রবীন্দ্রনাথের জীবদ্দশায়- শান্তিনিকেতনে, কিছুদিন কায়রোতে, এক পর্যায়ে জার্মানির বন্ বিশ্ববিদ্যালয়ে। চাকুরি সুবাদে লাভ করেছেন কাবুল ও বরোদায় বাসের অভিজ্ঞতা। ব্যাপক সফর ও বিদেশ বাসের, অধ্যয়ন ও অধ্যাপনার যোগফল প্রাচ্য-প্রতীচ্যের অনেকগুলো ভাষায় বুৎপত্তি লাভ। অন্যদিকে এই মানুষটাকেই আমরা পাই সুরসিক, আড্ডাবাজ, সর্বা চলিষ্ণু, ঠিকানা-পরিবর্তন-প্রবণ ও সাঙবাদিকসুলভ সজাগচক্ষু- অতএব, তিনি শিল্পী, যাঁর বিম্বিত প্রতিফলনে মূর্ত হয় চিন্তার সুরসুতার সাথে রসবোধের মণিকাঞ্চন। ‘শবনম্’ গ্রন্থাকারে প্রকাশের পূর্বে ৩ শে বৈশাখ ১৩৬৭ থেকে ১১ই ভাদ্র ১৩৬৭ পর্যন্ত ‘দেশ’ পত্রিকায় ধারাবাহিক প্রকাশিত হয়। এ উপন্যাসের পটভূমি কাবুল, আফগানিস্তান- যেখানে লেখককে প্রথম জীবনে কর্মসূত্রে বেশ কিছুকাল থাকতে হয়েছিলো। সময়কালটা ছিলো বাচ্চা-ই-সাকার [১] অভ্যুত্থান। লেখকের অসামান্য লেখনীর গুণে সে সময়কার কাবুলের এক অন্তরঙ্গ পরিচয় পাওয়া যায় এই উপন্যাসে। উপন্যাসের নায়িকা শবনম্ কাবুলেরই মেয়ে। ‘শবনম্’ প্রথম গ্রন্থাকারে বের হয় অধুনালুপ্ত ত্রিবেণী প্রকাশন কোলকাতা থেকে, ১৯৬০ সালে। প্রথম সঙস্করণের পৃষ্ঠা সঙখ্যা ২১৯, দাম ছিলো পাঁচ টাকা। আগেই উল্লেখ করা হয়েছে ‘শবনম্’ সৈয়দ মুজতবা আলীর একটি অসামান্য সৃষ্টি। এই উপন্যাসটি পাঠান্তে প্রথমেই আমার মনে হয়েছিলো- ‘শবনম্’ কী? প্রথম দৃষ্টিতে ‘শবনম্’ আমাকে সম্মোহিতো করেছিলো, যখন দ্বিতীয়বার চাইলাম- তখন আমি ‘শবনম্’-এ আত্মস্থ; আর একেবারে শেষবার, ওই শেষ লাইনটি যখন পাঠ করি- “সে কি আমাকে বলে যায় নি, ‘বাড়ি থেকো। আমি ফিরব’।”- তখন আমি পুনরায় ফিরে চাই ‘শবনম্’-এর দিকে মুগ্ধ নয়নে, তাঁর অশ্রুগলিত কবিতা শুনবো বলে। ‘শবনম্’ এক অনবদ্য সুকুমার সাহিত্য, ইঙরেজীতে যাকে বলে বেলে-লেটার। তবে এটি উপন্যাস কি না সে বিষয়ে সঙশয় প্রকাশ করেছিলেন মুহম্মদ এনামুল হক [২]। তিনি বলেছিলেন- ইহা কি উপন্যাস? হঠাৎ এই প্রশ্নটি মনে উদয় হইল কেন? দেখিতেছি, ইহাতে ‘নায়ক’ (মজনূঁন), ‘নায়িকা’ (শবনম্) অদৃশ্যপ্রায় ক্ষীণ-সূত্র নির্ভর একটি ঘটনা (কাবুলে বাচ্চা-ই-সাকার উত্থান-পতন) এমনকি সংলাপ (আসলে ‘প্রলাপ’) ও ট্র্যাজেডি বা বিষাদান্ত্য পরিণতি (প্রকৃতপক্ষে ‘বিরহ’) প্রভৃতি উপন্যাসসুলভ যাবতীয় বস্তু বর্তমান। তথাপি এই জাতীয় একটা অদ্ভুত প্রশ্ন মনে জাগিয়া উঠিল কেন? কারণ ঘটনাপ্রবাহসঞ্জাত চরিত্র সৃষ্টিই উপন্যাসের মূল উপাদান এবং ইহাই ইহাতে অনুপস্থিত। তবে, ইহা কি একখানি নাটক? না, তা কিছুতেই নহে। কারণ নাটকের কোন লক্ষণই ইহাতে বর্তমান নাই। তবে ‘শবনম্’ কি সাহিত্যের চির অভিজাত শাখা- কাব্য? কিন্তু, ছন্দোবদ্ধ কাব্য তো ইহাতে দেখিতেছি না। কি করিয়া ইহাকে কাব্য বলিব? তথাপি মন সোল্লাসে বলিয়া উঠে, ভাবমধুর ও রসঘন বাক্যের সমাহার যদি ‘কাব্য’ নামে অভিহিত হয়- তাহা পদ্যে রচিত হউক বা গদ্যে লিখিত হউক- ‘শবনম্’ নিশ্চয়ই একখানা ‘কাব্য’- না, একখানা সৃষ্টিমুখর প্রেমকাব্য। [৩] কিন্তু এ লেখায় ‘শবনম্’ উপন্যাসের কাব্য বৈশিষ্ট্য প্রকাশ সম্ভবপর নয়, বোধ করি মুহম্মদ এনামুল হকও পারতেন না, এমনকি স্বয়ঙ লেখকও নন। কারণ- কাব্যের রস সৃজনে মাতাল, বহিলে ভানুমতী। তবে ছান্দসিক ভাষার জোয়ার না থাকলেও আলো-আঁধারের খেলা ‘শবনম্’-এ জমে উঠেছে, পুরোদমে। ইরানী কবির এক শ্লোক উদ্বৃত করে নায়ক যখন প্রেম নিবেদন করে, তখনই কাব্যে-সৃষ্টে প্রেমের আকাশ জুড়ে ডানা মেলে কবিতা নাম্নী পাখি। “মা আজ্ আঘাজ্ ব আন্জামি জহনাবি- খবরীম, ঔব্বল্ ব আখিরি ই-কুহনি কিতাব উফ্ তাদহ্ অসৎ” (অনুবাদ) ‘গোড়া আর শেষ এই সৃষ্টির জানা আছে, বলো, কার? প্রাচীন এ-পুঁথি গোড়া আর শেষে পাতা ক-টি ঝরা তার।’ কোনো এক আদ্যন্ত-খণ্ডিত পুঁথির পাণ্ডুলিপির সুদক্ষ গবেষকের পক্ষেও এর পূর্ণ পাঠোদ্ধার যেমন অসম্ভব, আদিও নাই, অন্তও নাই এমন প্রেমের যে গ্রন্থ ‘শবনম্’ তার পূর্ণ পাঠোদ্ধারও বোধ করি সম্ভব নয়। তবে যে প্রেমের মাহাত্ম্য বর্ণনায় এই অনিন্দ্যসুন্দর কাব্যটি ব্যবহৃত হয়েছে, তা যে শুধু অনন্ত- এমন নয়, এ প্রেম অনাদিও বটে। এ যেনো পঙ্কজপদ্ম স্বরূপ,- যে প্রেম পঙ্কে, তথা কামে, জন্ম নিয়েও অভিব্যক্তিকে পঙ্ক হতে দূরে রেখে একটি স্বতন্ত্র সত্তা- প্রেমে রূপ দিতে পারে, সে-ই প্রেমের প্রমূর্ত রূপ খুঁজে পাই এই ‘শবনম্’ উপন্যাসটিতে। ‘শবনম্’ তিন খণ্ডে সমাপ্ত- তবে এর কোনো খণ্ডেরই কোনো নাম নাই। তাই এর অন্তর্নিহিত তত্ত্ব সম্বন্ধে কাঁচা পাঠকের ধারণা সুস্পষ্ট হওয়া কঠিন। সম্ভবত এ কারণেই- মুহম্মদ এনামুল হক আমাদের মতো কাঁচা পাঠকদের জন্যে বলেছিলেন- ‘উপন্যাসখানা নয় বার পঠন বাঞ্ছনীয়’। উপন্যাস পাঠে দেখা যায়- এর আরম্ভ একটি নাটকীয়তার মধ্য দিয়ে- ‘বাদশা আমানুল্লার নিশ্চয় মাথা খারাপ”। এর মধ্য দিয়েই সামগ্রিক উপন্যাসের একটা ক্ষীণ রেখাচিত্র দেখতে পাওয়া যায়। পাতার পর পাতা পড়ে যেতে থাকলে ধীরে ধীরে আমরা দেখতে পাই- নায়কের প্রবল থেকে প্রবলতর হয়ে ওঠা। প্রেমিক শব্দটির সাথে হয়তো প্রবল শব্দটি মানানসই নয়, তারপরও এ উপন্যাসের নায়কের ভেতরে একটা আভ্যন্তরীণ প্রবলতা দেখতে পাই, এবঙ তার কারণও খুঁজে পাই উপন্যাসের শেষ খণ্ডের সমাপ্তিপূর্ব অনুচ্ছেদের (সপ্তম) শেষে- “কোন ইন্দ্রিয়গ্রাহ্য সত্তা সে নয়- অথচ ইন্দ্রিয়ই সেখানে তন্মাত্র হয়ে আছে”। অর্থাৎ লেখকের বর্ণিত প্রেম সাধারণ প্রেম নয়- হয়ও নি। কামের চশমা পড়ে ‘মোহকে’ যারা ‘প্রেম’ বলেন, এ প্রেম সেই প্রেম নয়। ‘শবনম্’ এর প্রথম খণ্ডে এমনই এক প্রেম ধীরে ধীরে জন্মলাভ করে থাকে। উপন্যাসের দ্বিতীয় খণ্ডই অনেক বড়ো, এখানে প্রেমের তীব্রতাও প্রখরতম। এখানে এসেই কালিদাসের সেই অমর উক্তির তাৎপর্য হৃদয়ঙ্গম হয়- “হে সৌভাগ্যবান মুক্তা, তুমি একবার মাত্র লৌহশলাকায় বিদ্ধ হইয়া প্রিয়ার বক্ষঃস্থলে বিরাজ করিতেছ; আর হতভাগ্য আমি বিরহ-শলাকায় শতবার ছিদ্রিত হইয়াও সেই স্থলে স্থান করিয়া লইতে পারি না”। এ খণ্ডে অগ্নি আছে, দহন আছে, জ্বালা আছে, আত্মাভিমান আছে, আত্মসঙবরণও আছে এবঙ শেষ পর্যন্ত প্রেমের একটা দুর্দমনীয় প্রকাশও আছে। প্রেমের আকৃতিতে এই খণ্ডের আরম্ভ এবঙ মিলনেই, আরও স্পষ্ট করে, ভাব-সম্মিলনেই এর শেষ। প্রেমের পরিণতিবহ ইঙ্গিত লইয়াই ‘শবনম্’ এর দ্বিতীয় খণ্ডের আরম্ভ আর তা ‘শবনম্’ এর জবানিতে প্রকাশ পায়- ‘আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না”। এই ক্রমবর্ধিষ্ণু প্রেম পরিণতি লাভ করে ‘শবনম্’ এর তৃতীয় খণ্ডে। তাও ‘শবনম্’ এর মুখেই অপ্রত্যাশিতভাবে শোনা গেলো- ‘তুমি আমার মিলনে অভ্যস্ত হয়ে যেয়ো না”। এরই দৃশ্যকাব্য বহিঃপ্রকাশ উপন্যাসে ঘটেছে। বিরহের পর ‘মিলন’ সকাম, মিলনের পর ‘বিরহ’ নিষ্কাম। বোধ করি এ কারণেই বাঙলার বৈষ্ণবেরা এর নাম দিয়েছিলেন- ‘ভাব-সম্মিলন’। ‘শবনম্’- এর তৃতীয় খণ্ডে প্রেমের নিষ্কাম-ভাবমূর্তিটিই অঙ্কিত হয়েছে, চির-বিরহের একটি ছোট্ট ইঙ্গিতের সাহায্যে- “.. ..কোন ইন্দ্রিয়গ্রাহ্য সত্তা সে নয়- অথচ ইন্দ্রিয়ই সেখানে তন্মাত্র হয়ে আছে”। প্রশ্ন জাগে- এখানেই কী ‘শবনম্’ শেষ হলো? পাঠক হয়তো খুশি না হয়েই প্রশ্ন করবেন- ‘একদিন আসবে না শবনম্?’ ‘শবনম্’ আসবে, নিশ্চয়ই আসবে- হৃদয়ের অমরাবতীতে, চৈতন্যের পরপারে। ‘শবনম্’ এর ফিরে আসার সেই খণ্ডটি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী লিখে যাননি, তুলে রেখেছেন পাঠকের জন্যে। সে-ই থেকে পাঠক আজও লিখে চলছে ‘শব্নম্’ এর ফিরে আসার খণ্ডটি- কখনো চোখের জলে, কখনো বৃথা আষ্ফালনে আবার সব ফুরিয়ে গেলে কেবল এইটুকু আশা নিয়ে- ‘একদিন আসবে না শবনম্’। তথ্যসূত্র: [১] মূল নাম হাবিবুল্লাহ কালাকানি (১৮৯০- ০৩ নভেম্বর, ১৯২৯)। ১৯২৯ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আফগানিস্তানের শাসক ছিলেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি হাবিবুল্লাহ খাদেম-ই-দ্বীনী-রাসুলুল্লাহ নাম ধারণ করেন। কাবুলের দক্ষিণপ্রান্তের এক প্রত্যন্ত গ্রাম কালাকানে তাঁর জন্ম। তার পিতার পেশা ছিলো পানি বহন করা। তাই তার নাম হয় বাচ্চা-ই-সাকার (পানি বহনকারীর সন্তান)। তিনি বাদশাহ আমানুল্লাহ খানকে উৎখাত করে ক্ষমতায় আসেন। [২] ভাষাতাত্ত্বিক ড. মুহম্মদ এনামুল হক একাধারে ভাষাতাত্ত্বিক, গবেষক, সুফিতত্ত্বের ইতিহাসের শেকড়সন্ধানী, বাঙলা সাহিত্যের বহুভাষী জ্ঞানতাপস। জন্ম ১৯০২ সালের ২ সেপ্টেম্বর, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত ইছাপুর পরগণার বখতপুর গ্রামে। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৯ সালে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। এরপর প্রাজ্ঞ গবেষক আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে ১৯৩৪ সালে ডক্টর অব ফিলসফি ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে আবাহন (কবিতা), ঝর্ণাধারা (কবিতা), চাটগামী বাঙ্গালা ভাষার রহস্যভেদ (১৯৩৫), আরাকান রাজসভায় বাংলা সাহিত্য (১৯৩৫), বঙ্গে সুফি প্রভাব (১৯৩৫), বাংলা ভাষার সংস্কার (১৯৪৪), ব্যাকরণ মঞ্জুরী (১৯৫২), মুসলিম বাংলা সাহিত্য (১৯৫৭), মনীষা মঞ্জুষা (১৯৭৫/৭৬), বুলগেরিয়া ভ্রমণ (১৯৭৮) অন্যতম। এছাড়াও তিনি সম্পাদনা করেন আবদুল করিম সাহিত্য বিশারদ স্মারকগ্রন্থ। ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে। [৩] ১৯৭৫ সালের ৩০ জুন প্রকাশিত ‘শব্নম্’ উপন্যাসের তৃতীয় সঙস্করণের ভূমিকা থেকে উদ্বৃত।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!