User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
. ◾ফ্ল্যাপ থেকেঃ মানুষ কোনোকিছু হারিয়ে সেটার মূল্য বোঝে। সোনালি অতীতের আনন্দঘন স্মৃতি রোমন্থন করতে করতে দিন কাটায়, আফসোস করে। আহা! কী হারিয়ে ফেললাম। আন্দালুস! আমাদের আন্দালুস তেমনই হারানো ঐতিহ্য আমাদের। । মুসলিম আন্দালুসের পরতে পরতে আমাদের স্মৃতি জড়িয়ে। কিন্তু আন্দালুসের হারানো গল্প দিয়েই আমাদের আন্দালুস পরিচিতি। সুখময় স্মৃতির কথা জানিনে। টলেডোর তুষারশুভ্র বাড়ির হাদিসের গুঞ্জরন, কর্ডোবার বইমেলা কিংবা জারাগোজার শাদাবাড়ির কোলাহলময় গল্পগুলো শুনতে ইচ্ছে হয় না? হয় তো? চলুন গল্প শুনি তবে… ◼️লেখক পরিচিতিঃ আম্মারুল হক। জন্মগ্রহণ করেছেন ১৯৯৯ সালের ৫মে চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী থানায়। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে সম্পন্ন করেছেন কুরআনুল কারীমের হিফজ। এরপর কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রী তাকমিল সম্পন্ন করেছেন চট্টগ্রামের বিখ্যাত প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম, হাটাহাজারী মাদ্রাসায়। মাদরাসায় পড়াশোনার পাশাপাশি পড়েছেন জেনারেল ধারায়ও। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে বর্তমানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত আছেন। তরুণ উদীয়মান এই লেখক ও চিন্তক ইতিমধ্যেই সাড়া ফেলেছেন বইজগতে। তার রচিত, অনুদিত ও সম্পাদিত বই দশের ঘর ছাড়িয়েছে। একাধিক বিষয়ে কাজ করলেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন গবেষণাধর্মী লেখায়। ◾পাঠসজ্জাঃ লেখক আম্মারুল হকের প্রথম মৌলিক বই “ আন্দালুসের গল্প -১"। বইটিতে মোট ছাব্বিশটি গল্প রয়েছে। প্রত্যেকটি গল্পেরই রয়েছে চিত্তাকর্ষক শিরোনাম। নিম্নে কয়েকটি উল্লেখ করা হলো- ▪️বরকতময় উপদেশ -১ ▪️বরকতময় উপদেশ -২ ▪️ক্ষুদে অশ্বারোহী ▪️আন্দালুসিয়া থেকে মক্কা মুকাররামাহ ▪️কর্ডোবায় একরাত্রি ▪️সর্বোত্তম স্বাদ ▪️প্রেমিকের মোহভঙ্গ ▪️ছলনাময়ী ▪️ফিরে পাওয়া জীবন ▪️একটি শব্দে মন্দ বিলাপ ▪️বিদাআতের সাজা ▪️নিষিদ্ধ প্রেমেরে করুণ সমাপ্তি ▪️ইচ্ছেপূরণ ◾পাঠ্যানুভূতি: ইতিহাসের ছায়া অবলম্বনে লেখক আম্মারুল হক রচিত -আন্দালুসের গল্প-১ বইটি। ইতিহাসের ছায়া অবলম্বনে লেখক মোট ছাব্বিশটি গল্প রচনা করেছেন। যেহেতু গল্প-উপন্যাসের বই পড়তে পছন্দ করি তাই খুব আগ্রহ নিয়ে পড়তে শুরু করি বইটি। বাক্যবুননের মাধুর্যতা ও মসৃণ ঘটনাপ্রবাহের কারণে পড়াও ভালোই এগোচ্ছিল। গল্পচ্ছলে ইতিহাস-ঐতিহ্যের তথ্য সমূহ তুলে ধরেছেন লেখক। গল্পের মাঝে ইতিহাস ও তৎকালীন শিল্প-সংস্কৃতির কিছু অংশ উঠে এসেছে। কোন কোন গল্পে উঠে এসেছে তখনকার স্থাপত্যশিল্পের নকশা। লেখকের কল্পনাশক্তির তারিফ না করে পারলাম না। তবে কিছু কিছু গল্পে লাস্যময়ী নারীর আদ্যোপান্ত বর্ণনা ও হারাম অনুভূতির প্রশ্রয়ের দেখা মিলেছে যা আমার কাছে একদমই ভালো লাগেনি। “আলিমের প্রতি আসমানী উপদেশ"- শিরোনামে যে গল্পটি রয়েছে সেটা ভালো লেগেছে, শিক্ষনীয় একটি গল্প। গল্পটির চরিত্রের সাথে বর্তমানে কমবেশি সকলেরই মিল রয়েছে। যেহেতু ইতিহাসের ছায়া অবলম্বনে রচিত সব গল্প রয়েছে এখানে তাই অন্যকিছু আর বলছি না। তবে এটা আমার একান্ত মতামত। পাঠক হিসেবে স্বতন্ত্র মতামত দেওয়ার অধিকার যেহেতু আমার রয়েছে। পরিশেষে বলতে চাই, সবটা মিলিয়ে মিশ্র অনুভূতির উদ্রেক হয়েছে মনে। ◾পছন্দের কিছু অংশঃ “ হে গাফিল! তোমার জন্য আছে সময়ের উপদেশ, তন্দ্রাচ্ছন্ন হয়ো না। সময় তোমায় জাগিয়ে তুলবে।" ◾এক নজরে বইটিঃ বইঃ আন্দালুসের গল্প -১ লেখকঃ আম্মারুল হক পৃষ্ঠাসংখ্যাঃ ১৯২ প্রকাশনায়ঃ সঞ্চালন প্রকাশনী প্রথম প্রকাশ ২০২২ ©️Review By Fahmida Afrin
Was this review helpful to you?
or
বইয়ের নাম হওয়া উচিত ছিল আন্দালুসের প্রেমের গল্প। লেখক বাছাই করা সেরা শব্দগুলো ব্যবহার করতে চেয়েছেন লেখার মান বাড়াতে। হয়েছে উল্টো, এই জনরার বই তরতর করে পড়ে ফেলার কথা অথচ পড়ে গল্পের ফিল পাওয়া যায়নি। মূলত শব্দের গাঁথুনি নিখুত হয়নি। আমার বিশ্বাস পরবর্তি বইগুলোতে সীমাবদ্ধতাগুলো উতরে যেতে পারলে ভালো কিছু একটা হবে।