User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
যখন class 7 এ পড়ি বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে পড়েছিলাম। প্রায় 7 বছর পরে রকমারি থেকে কিনে আবার পড়লাম। কিশোর বয়সে মানুষ কিই না করতে চায় ..... দিলুদের gang টাও ঠিক তেমন ই । তারা উদ্ভট সব উদ্যোগ নেয় , হয়তো সফল হয়না । তবুও আবার চেষ্টা করে । বয়স টাই তো ওমন । বইটি পড়লে আপনি আবার class 7 এর বাচ্চা হয়ে যাবেন ( অবশ্যই কল্পনায় ) । তাদের মতো ভাবতে শুরু করবেন নিজেকে । হারিয়ে যাবেন ছেলেবেলায় । হয়তো class 7 এ করা কিছু উদ্ভট কর্মকাণ্ড আপনার মনে পড়বে । ................... অবশ্যই অবশ্যই recommend.
Was this review helpful to you?
or
বেশ মজার গল্পের বই,
Was this review helpful to you?
or
বই: দিলুর গল্প লেখক: রাহাত খান পৃষ্ঠা সংখ্যা: ৭০ অনেকে বলেন, বইয়ের প্রথম অর্ধাঙ্গ সুকুমার রায়ের "পাগলা দাশুর" মতন, শেষেরটুকু নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার মতোন। গল্পে এই প্রভাবটা না থাকলেই অনবদ্য লাগতো। আমি এই নিয়ে কিছু বলছিনা, এখানে কেবল বইটির সাধারণ একজন পাঠক হিসেবে মন্তব্য লিখছি। গল্পের শুরুটা বেশ মজার। দিলু কীভাবে গল্পের প্রধান চরিত্র হয়ে ওঠে তারই কিছু মজার ঘটনা নিয়ে গল্পটি এগিয়েছে। দিলুর কাণ্ডকারখানা বেশ বুদ্ধিদীপ্ত ও মজার লাগছিলো কিন্তু আবার অতো আহামরিও মনে হয় নি। কিন্তু এসব ধারণা বদলে গেল সাজাহান ভাই আসার পর এবং আমার কাছে মনে হয়েছে গল্পের প্রধান আকর্ষণ এক পর্যায়ে দিলু থেকে সাজাহান ভাই এর উপর চলে গেছে। গল্পের মাঝামাঝিতে এসেই এই ভদ্রলোক মজার সব কীর্তিকলাপ আর উদ্ভট সব গালাগালির তুবড়ি ছুটিয়ে সকলের মন জয় করে নিলেন। এই গল্পে "জুয়েল" ও "গজা" চরিত্র দুটি আমার বেশ পছন্দের। গজা চরিত্রটি তো পুরোটা সময়ই তার মজার কীর্তিকলাপ দিয়ে মাতিয়ে রেখেছে তবে জুয়েল চরিত্রটি নিয়ে কিছু কথা বলার আছে। জুয়েল চরিত্রটি এসেছে গল্পের শেষ অংশে। পাড়ার সবচেয়ে খারাপ ছেলেটি হলো জুয়েল। হেন অকর্ম নেই সে করে নি। তার জন্য বেশ কবার অপমানিত হলেও সে কুছ পরোয়া নেহি, আবার ঘুরেফিরে সেই কাজেরই পূনরাবৃত্তি করে। খারাপ ছেলে বলে পাড়ার কেউ পিকনিকে তাকে নেয়নি। দিলুদের সাথে সে প্রায় জোর করেই এসেছে। কিন্তু তার আচরণের কারণে এখানেও কেউই তাকে পাত্তা দিচ্ছিলো না। এরপরের অংশটা আমার ভালো লেগেছে। " সে উঠে দাঁড়ায় হাতল ধরে। আশ্চর্য রকম শান্ত আর সুস্থির তার মুখ। চোখ দুটি পানিতে সজল। ভদ্র গলায় ড্রাইভারকে বলে, 'এই ড্রাইভার সাহেব রাখ আমি নেমে যাই...' ....... জুয়েল নেমে পড়তে যায়। হঠাৎ শাহজাহান ভাই চড়া গলায় বলে, 'এই কোথায় 'গো' করছিস শুনি?' জুয়েল বলে, 'তাহলে কি আমাকে থাকতে বলছ, শাহজাহান ভাই?' জবাবে শাহজাহান ভাই শুধু বলল, 'ইলিম্পু ডিলিম্পু য়েসকট টসকট কোথাকার ' কি বললে?' বললাম, 'তুই একটা সেকেন্ড হ্যান্ড গরুর গাড়ি। একটা পোকা ধরা টক আম। পা পা ঝা কথাকার। উঠে আয় বলছি!' " - এই যে একটা অনুশোচনাবোধ এবং বাকি সকলের তার এই আচরনের প্রতি যে শ্রদ্ধাটা দেখিয়েছে, এই ব্যাপারটাই পুরো গল্পে আমার প্রিয় অংশ।
Was this review helpful to you?
or
বইয়ের নাম: দিলুর গল্প লেখক: রাহাত খান প্রকাশনী: সেবা প্রকাশনী, বৈশাখী প্রকাশন এবং বিজয় প্রকাশ এই ৩ প্রকাশনীতেই বইটি পাওয়া যায়। মুদ্রিত মূল্য: সেবায় 50 টাকা, বৈশাখী প্রকাশন 78 টাকা এবং বিজয় প্রকাশে 90 টাকা। দিলুর গল্প বইটিতে ১০টি দারুণ দারুণ গল্প রয়েছে । জানতে হলে পড়তে হবে বইটি
Was this review helpful to you?
or
সপ্তম শ্রেণিতে পড়ার সময় এই বইটি প্রথম পড়ি।আজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি প্রায় শেষ করে ফেললেও বইটির আকর্ষণ বিন্দুমাত্র কমেনি আমার কাছে। দিলু নামের কিশোর ও তাঁর বন্ধুদের নানা মজার কাহিনী নিয়ে রচিত বইটি।দুঃখজনক হলেও সত্যি বর্তমানে শিশুতোষ অসংখ্য গল্পের বই থাকলেও এ রকম ভালো বই পাওয়া যায় না ।