User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'শেফালির ভীষণ জ্বর। তাকে দুইটা টোস্ট বিস্কুট দাও।' সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে শেফালি কোমরে ট্যাটু কইরা আপনারে আবগারি শুল্ক কি জিনিশ তা বুঝায় দিতে পারে, আবার আপনারে জীবনের প্রথম প্রাকৃতিক একুরিয়াম কেমন সেইটা দেখায় দিতে পারে। চাইলে তেহরানে বৃষ্টির সময় সেক্স ক্যান নিষিদ্ধ তা বইলা আপনারে উষ্কায় দিতে পারে, আবার মনে ধরলে তার আব্বা আদরুন রে 'দিল মেরে হে দারদে ডিস্কো' শুনায় কবরে শোয়ায় দিতে পারে। এমনকি বিস্কুট রঙের দুপুরে আপনার মনে আত্মহত্যার মতো সুস্বাদু বিস্কুটের লোভ ঢুকায়ও দিতে পারে। এইরকম এনার্কি সৃষ্টি কইরা ফেলানো শেফালিরে, সে কি জানে প্রশ্ন কইরা দুইটা টোস্ট বিস্কুট দিয়া বসায় রাখেন লেখক। এই রকমের বইয়ের সাথে আগে পরিচয় হয়ে গেসে দেখে জনরা কি এই নিয়া মাথা বেশি খাটাইতে ইচ্ছা করলোনা। কেউ জিগাইলে 'স্যুরিয়েলিস্টিক মেটাফোরিক্যাল ম্যাজিক রিয়েলিজম ঘরাণার বই' বইলা সারপ্রাইজ কইরা দিবো। সে শুইনা ভাববে, আমি আসলে সব বুঝসি। আসলে আমিতো সব বুঝিনাই! শুধু রক্তের রঙেই যে আমাগো সব সমতা, সেইটা কিন্তু না; আমরা আসলে কেউই কিছু বুঝিনা, কাউরে বুঝিনা। ধরি ভাব বুঝি সব। সবার মধ্যে ঘোড়া-গাধার মতো অত পার্থক্য নাই। খচ্চরীয় সমতা আসলে সব খানে বিরাজমান। যাইহোক বইটা আসলে পড়তে হইলে 'ধুউর কি লেখসে' বইলা দাম দিলাম না এই এরোগেন্স দেখাইলেও হবেনা, আবার একই কথা বইলা আপনি আসলে কিছুই বুঝবেননা এইটা ভাবলেও হবেনা। আপনার আসলে সাহস কইরা একবার পইড়া ফেলা লাগবে। পড়ার পরে চিন্তাভাবনা করা লাগবে কেমন কি হইলো ব্যাপারটা। আমার যেমন পড়ার পর সুস্বাদু বিস্কুট খাওয়ার প্রতি মাঝরাতে ইন্টারেস্ট জাগতেসে! আবার আম্মারে জিজ্ঞাস করতে মন চাইতেসে, চরম আপন সন্তানের প্রতি একইসময়ে একইসাথে ভালোবাসা, ঘৃণা, হতাশা ফিল করার ফিলিংসটা কেমন হয় আসলে? এইরকম এবসার্ড?! বইটা নিয়ে আসলে কথা কইতে গেলে সবাই কথাবার্তায় এমনেই বিগড়ায় যাইতেসে দেখলাম। হোক লেখক আর পাঠক। এইটারে প্রভাব বলে! প্রচুর রেফারেন্স, পপ কালচারের ছড়াছড়ি। যত ধরা যাইবে ফল তত সুমিষ্ট হইবে। যাইহোক, বইটারে আমি ব্যক্তিগতভাবে, কোনো নাম না জানা জনরার সর্বোচ্চ রিভিউ: সালমান সাকিব জিসান সংগ্রহ: গুড রিডস
Was this review helpful to you?
or
এ বই লেখকে বাঁচিয়ে রাখবে আজীবন। এমন বই কি তিনি আর লিখতে পারবেন? মনে হয় না।