User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Very good collection of science fiction short stories!!!
Was this review helpful to you?
or
বই: অরিয়ন জনরা: সায়েন্সফিকশন সংকলন সম্পাদনা: হাসান খুরশিদ রুমি, অনিরুদ্ধ অালম প্রকাশনী: জাগৃতি প্রকাশনী প্রকাশ কাল: ফেব্রুয়ারি ১৯৯৭ পৃষ্ঠা: ১১২ প্রচ্ছদ: রাশেদ ইকবাল মুদ্রিত মূল্য: ৮০৳ কাহিনী সংক্ষেপ: বিজ্ঞান নিয়ে জল্পনা কল্পনার শুরু সেই অনেক কাল অাগ থেকেই। মহাবিশ্বের বিস্ময়কর সব গ্রহ উপগ্রহ, জন্ম, বিস্তার অার মানব সৃষ্ট সব যন্ত্র নিয়ে গবেষণা চলছেই। তেমনি কল্পনা প্রসূত গল্প নিয়ে 'অরিয়ন' নামক বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথচলা। ছোট অাকারের এসব গল্পে অাছে প্যারালাল জগৎ, কিংবা রোবটের হাতে বিশ্ব পরিচালনার ভয়াবহতার গল্প, পৃথিবীর বাইরে অন্যকোথাও বুদ্ধিমান প্রাণির প্রানের সন্ধান বা নতুন কোন স্বপ্নের ভুবনের গল্প। প্রসিদ্ধ সব লেখকের কল্পনার জগতে সৃষ্টি হওয়া ছোট ছোট ১৫ টি গল্প নিয়ে সাজানো হয়েছে বইটা। গল্প অার লেখক সূচি.... অন্যজগত- মুহম্মদ জাফর ইকবাল নিমধ্যমা- হুমায়ূন অাহমেদ প্রত্যাশা - ডা. অাহমেদ মুজিবুর রহমান একদিন এক রোবট কারখানায়- মঈনুল অাহসান সাবের ফেরোরাকোসের জন্ম ও মৃত্যু রহস্য- বিপ্রদাশ বড়ুয়া নিষিদ্ধ সীমানা- মোস্তফা তানিম ছায়া- নাসরিন মুস্তাফা অনুপ্রবেশ - মোঃ তানভীর ইবনে কামাল পৃজুপিটার- সাইফুল অাজিজ নতুন অাবাসের সন্ধানে- নিপুন অালম টাইম গেট- অাসজাদুল কিবরিয়া স্বপ্নের ভুবন- শরিফুল ইসলাম ভূঁইয়া ক্ষমতা- সুজন হায়দার পৃথিবী অামার ভালোবাসা- অনিরুদ্ধ অালম পুরুষ- হাসান খুরশীদ রুমী নিজস্ব মতামত: ১৯৯৭ সালের দিকে বিজ্ঞান নিয়ে কল্পনার জগৎ অামার ছিল না কেবল হাটিহাটি পা পা অবস্থা। কিন্তু সে সময়ের এ বই হাতে পেয়ে মনে হচ্ছে তখনকার সে কল্পনা বর্তমানের নিছকই ছেলেখেলার গল্পের মতো। এখন না চাইতেই হাতের কাছে প্রযুক্তির ছোঁয়া, নিজের বয়সের সমান সময়কালের এ বইটা তাই অনেকটা ভাবায়। তখনকার সেসব কল্পনার হয়তো অনেক কিছুই এখন অামাদের বাস্তবতা। কিন্তু সেই দুই দশক অাগের কল্পনার জগৎ কতটা উন্নত ছিল সেসব সত্যিই অভাবনীয়। বিজ্ঞান অার বৈজ্ঞানিক কল্প কাহিনী নির্ভর গল্পগুলো তাই বেশ সুখপাঠ্য অামার কাছে। নিত্যদিন বিজ্ঞান পৌঁছে যাচ্ছে নতুন নতুন দূরত্বের মাইল ফলকে, সেদিন বুঝি অার বেশি দূরে নয়, যখন মানুষ হবে যন্ত্রের দাস অার যন্ত্র রাজত্ব করবে এ বিশাল পৃথিবীর সম্রাজ্য। একটু সস্তির জন্য হয়তো নতুন কোন গ্রহের সন্ধানে দিক থেকে দিকে ছুটে যাবে মানুষ স্বপ্নের ভুবন সাজাতে।