User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
. ⚫প্রারম্ভিক কথনঃ ‘মৃত্যু' এক অপ্রিয় সত্য। মৃত্যুকে অস্বীকার করে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু মৃত্যুই যে সবকিছুর শেষ নয়! বরং মৃত্যুই পরকালীন অনন্ত জীবনের প্রবেশ দুয়ার, যেখানে প্রবেশ করা সম্ভব তবে বের হওয়া অসম্ভব! প্রত্যেক মৃত ব্যক্তির গন্তব্য হয় জান্নাত আর নয় জাহান্নাম। এটাই অনন্ত জীবনের সত্য। বর্তমান জেনারেশন সেই অনন্ত জীবন সম্পর্কে জ্ঞান রাখে না। তারা ব্যস্ত থাকে দুনিয়াবি জীবনের বিলাসিতা নিয়ে। কিভাবে কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করা যায়, কীভাবে অনেক গাড়ি-বাড়ি করা যায় এসব নিয়েই তাদের যত চিন্তা। অথচ সকলের উচিত অনন্তকালের জন্য যেখানে থাকবে সে জায়গাটা কীভাবে প্রাচুর্যময় করে তোলা যায় তা নিয়ে ভাবা এবং সে অনুযায়ী কাজ করা। এজন্য অবশ্যই প্রথমে পরকালীন জীবন সম্পর্কে জানতে হবে। সময় থাকতে সঠিক কাজগুলো না করলে ওপারে গিয়ে আফসোস করা ছাড়া উপায় থাকবে না। ⚫লেখিকা-পরিচিতিঃ মোরশেদা কাইয়ুমী, এক সময়ের মাসিক আদর্শ নারীর নিয়মিত কবি এবং আমার দেশ পত্রিকার ভিমরুলের নিয়মিত রম্য লেখিকা ছিলেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে লেখালেখি করতেন। ২১ এর বইমেলায় লেখিকার প্রথম একক উপন্যাস “ প্রয়োজনে প্রিয়জন " প্রকাশিত হয়। এছাড়াও তাঁর লেখা শিশুতোষ সীরাহ “ মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ﷺ " পাঠক মহলে প্রচুর সাড়া জাগাতে সক্ষম হয়েছে। তিনি মুসলিম উম্মাহকে সচেতন কতে সাদকায়ে জারিয়ার নিয়তে ঈমান ভঙ্গের কারণ, পরিণতি ও ঈমান নবায়নের উপায় নিয়ে “আপনার ঈমান বাঁচান " শিরোনামে একটি বই লিখেছেন আলহামদুলিল্লাহ। এছাড়াও, মানবজাতির মাঝে ছড়িয়ে পড়া ভয়ানক এক ভাইরাস ‘গীবত' সম্পর্কে উম্মাহকে সচেতন করতে আরেকটি বই লিখেছেন “ আপনার আমল কাকে দিচ্ছেন?" শিরোনামে। পকেট সাইজের দাওয়াহ বই দুটি আপনারাও পড়ার জন্য এবং বিতরণের জন্য সংগ্রহ করতে পারেন চাইলে। “ভাবনায় পরকাল " বইটি লেখিকার চতুর্থ একক বই। এছাড়াও অনেকগুলো যৌথ সংকলনে লেখিকার গল্প আছে, আলহামদুলিল্লাহ। গুণী এ লেখিকা চট্টগ্রাম জেলার সাগর ও পাহাড়ের মিলনস্থল মিরসরাই-এ জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে উনি একজন মাদ্রাসা শিক্ষিকা। স্বপ্ন দেখেন, ঘুমন্ত উম্মাহকে একদিন উনি জাগাবেনই। তাঁর এই স্বপ্ন পূরণের জন্য দাওয়াহমূলক কাজ চালিয়ে যেতে সকলের কাছে দোআ চান তিনি। মহান রব্বুল আলামীন উনার ইলমে ও কলমে বারাকাহ দিন, উনাকে নেক হায়াত দান করুন এবং উম্মাহের স্বার্থে আরও অনেক অনেক লেখার তৌফিক দিন। আমিন। ⚫ফ্ল্যাপঃ যখন একজন মানুষের মনে ঠাঁই হয় স্রেফ দুনিয়াবি জীবনের চিন্তা-ভাবনা, তখন সে খুব সহজেই শয়তানের ফিতনায় পড়ে যায়। এমনকি, কারো মনে মৃত্যভয় কাজ না করলে সে আখিরাত নিয়েও থাকি পুরোপুরি উদাসীন। শয়তান তখন মোক্ষম একটা সুযোগ পেয়ে বসে। মানুষটাকে নানাবিধ পাপ কাজে মাতিয়ে রাখে সারাদিন। অথচ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। সে এটাই চায়—মানুষ তাকে অনুসরণ করে জাহান্নামের বাসিন্দা হোক। এজন্য, সে আমাদের সামনে-পেছনে, ডান-বাম দিক থেকে লাগাতার কানপড়া দিতে থাকে। যার ফলে আমরা প্রতি পদে পদে তার ধোঁকায় পড়ি। শয়তান সবাইকে একই তরিকায় ধোঁকায় ফেলে, তা কিন্তু নয়। প্রতিটা মানুষের জন্য থাকে ভিন্ন ভিন্ন চাল। বহু বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে, আমাকে তার দলে টেনে, দল ভারী করতে ব্যস্ত সে। কাজেই, শয়তানের ফিতনায় পড়ে নিজেকে নিঃশেষ করার আগেই আমাদের বিশদভাবে জানতে হবে — নিশ্চিত ভবিষ্যৎ তথা মৃত্যু সম্পর্কে। ⚫পাঠসজ্জাঃ ভাবনায় পরকাল বইটিতে লেখিকা মোরশেদা কাইয়ুমী চমৎকার সব শিরোনামে পরকালীন জীবনের প্রত্যেকটি পর্যায় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আকর্ষণীয় সেই শিরোনামগুলো হলোঃ- ১. মৃত্যু; জীবনতরীর নোঙর। ২. ঈমানি মৃত্যু নতুবা ৩. অনন্তের পথে রূহের যাত্রা ৪.কবর; এক নতুন আবাস্থল ৫.কিয়ামত: এক ভয়ঙ্কর সত্য ৬.হাশরের ধূ ধূ প্রান্তর ৭.আরশের শীতল ছায়া ৮.হিসাব-নিকাশের আয়োজন ৯.জবাবদিহিতার মুখে ১০.আমলনামা হস্তান্তর ১১.পুলসিরাতের আদ্যোপান্ত ১২.কানতারা সেতু ও বান্দার হক ১৩.চুড়ান্ত ফয়সালার আগে ১৪. জাহান্নামের হালহকিকত ১৫.অনন্ত সুখের বাগিচা ⚫ পাঠ্যানুভূতিঃ আলহামদুলিল্লাহ! চমৎকার এ বইটি খুব দ্রুত পড়ে শেষ করেছি। বইটি পড়তে শুরু করে আর হাত থেকে রাখতেই ইচ্ছে হচ্ছিল না। লেখিকা সহজ-সরল প্রাঞ্জল ভাষায় সবকিছু আলোচনা করেছেন। প্রতিটি পর্যায়ের বর্ণনা এত চমৎকারভাবে দিয়েছেন যে পড়ার সময় মনে হচ্ছিল সবকিছু নিজের চোখে দেখতে পাচ্ছি। কানতারা সেতুর বর্ণনাটুকু পড়ার সময় নিজেকে কল্পনা করছিলাম। প্রতিটা জায়গায় কল্পনা করছিলাম নিজেকে। কল্পনা করেই শরীরের কাঁটা দিয়ে উঠছিলো, জানি না বাস্তবে যখন সেসব জায়গায় থাকবো তখন নিজের অবস্থা ঠিক কী হবে। পরকাল সম্পর্কে বেশিরভাগ তথ্যই অজানা ছিলো, বইটি পড়ে অনেক অজানা তথ্য জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। হাদিস ও কুরআনের রেফারেন্সসহ সবকিছু আলোচনা করা হয়েছে বইটিতে। অন্তর ও চক্ষুশীতল করা প্রচ্ছদ! সম্পূর্ণ বইটিতে হাতে গোনা কয়েকটি বানান ভুল এবং দু-একটি শব্দ বাদ গেছে বলে মনে হলো। তবে লেখা,প্রচ্ছদ কোয়ালিটি এসবকিছু মিলিয়ে বইটি চমৎকার হয়েছে। ⚫কেন পড়বেন বইটি? আমি মনে করি এ বইটি সকলের পড়া উচিত। মৃত্যুর কোন নির্দিষ্ট সময় নেই। এখন বেঁচে আছেন, একটু পরেই মারা যেতে পারেন। বুড়ো হয়েই যে মারা যাবেন এ কথার গ্যারান্টি নেই। আর মৃত্যুর পরবর্তী জীবনে গিয়ে কী কী ঘটবে সে সম্পর্কে অবশ্যই আপনার জানা উচিত। অচেনা-অজানা কোথাও যাওয়ার আগে অবশ্যই সে জায়গা সম্পর্কে খোঁজ খবর নিয়েই বের হন? কারণ খোঁজ খবর না নিয়ে বের হওয়াটা বোকামি ছাড়া আর কিছু নয়। যেহেতু আপনাকে মরতেই হবে, আর অনন্তকাল সেখানে থাকতে হবে সেহেতু সে স্থান ও তার সুবিধা লাভের উপায় আপনার জানা উচিত। ইদানীং ডিপ্রেসশনে ভোগা মানুষের সংখ্যা বেড়েই চলেছে। কেউবা এর চরম পর্যায়ে পৌঁছে নিজেকে শেষ করতে উদ্যোত হচ্ছে। কিছু মানুষ আবার নিজেকে জীবন্ত লা_শ বলে দাবী করেন। তাদেরকে অনুরোধ করবো বইটি একবার পড়বেন। বিশেষ করে জাহান্নাম ও এর অধিবাসীদের বর্ণনা পড়বেন। এরপর বুঝতে পারবেন জীবন্ত লা_শ কাকে বলে। সবশেষে এটাই বলবো, আত্মশুদ্ধিমূলক এ বইটি পড়লে অবশ্যই, অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এত গুরুত্বপূর্ণ বইটির রিভিউ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবুও নিজের মতো করে চেষ্টা করেছি, আশা করি লেখিকা এবং পাঠকবৃন্দ সকলেই আমার ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ⚫এক নজরে বইটিঃ বইঃ ভাবনায় পরকাল লেখিকাঃ মোরশেদা কাইয়ুমী পৃষ্ঠাসংখ্যাঃ১২৮ প্রকাশনীঃ রাইয়ান প্রথম প্রকাশঃ ২০২২ Review By Fahmida Afrin
Was this review helpful to you?
or
অসাধারণ বই। পরকাল নিয়ে এমন গুছানো বই রেফারেন্সসহ কমই পড়েছি। মাঝেমধ্যে নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্য এমন একটা বই হাতের কাছে থাকা উচিত।
Was this review helpful to you?
or
বইটি একজন কে উপহার দিয়েছি উনি পড়ে বলেছেন অনেক ভাল বইটি। বইটি পড়ে তার পরকাল নিয়ে চিন্তা বেরে গেছে এবং পাপ থেকে বেঁচে থাকতে চেষ্টা করছেন তিনি।
Was this review helpful to you?
or
❀ রিভিউ ❀ আজ আমি গতানুগতিক কোনো রিভিউ নয়, শুধুমাত্র একটি বই সম্পর্কে সামান্য ধারনা দিতে এসেছি। আসলে বইটি সম্পর্কে কিছুই বলার প্রয়োজন নেই, নির্দ্বিধায় পাঠযোগ্য অসাধারণ একটি বই এটি। তারপরও বই সম্পর্কে দুটো কথা না বলে তৃপ্ত হতে পারছি না। ▪প্রথমত, বইটির নাম দেখেই ভীষণ আগ্রহী হয়ে উঠেছিলাম পড়ার জন্য। কারণ , বইয়ের আলোচ্য বিষয়টাই এমন। পরকাল বিষয় নিয়ে এতো চমৎকার আর নান্দনিকভাবে লেখা যায় এই বইটি না পড়লে বুঝতাম না। বইটি যে কি পরিমাণ মুগ্ধকর তা প্রকাশের জন্য পর্যাপ্ত শব্দসম্ভার আমার কাছে নেই। ▪এখন আসি বই আলোচনায়, বইটিতে রয়েছে মোট ১৫ টি অধ্যায়। প্রথম অধ্যায় 'মৃত্যু জীবনতরির নোঙ্গর'। যেখানে আলোচনা করা হয়েছে মৃত্যু, মৃত্যু ভাবনা, মৃত্যুযন্ত্রণা। দ্বিতীয় অধ্যায় 'ঈমানি মৃত্যু নতুবা....' যেখানে আলোচনা কো হয়েছে গোপন পাপের ভয়ংকর পরিণতি
Was this review helpful to you?
or
ভাবনায় পরকাল বইটা সত্যি অসাধারণ, বইটা আমার মন ছুঁয়ে গেছে। আমি মনে করি প্রতিটা মুসলিম মানব বিশেষ করে যুবক যুবতী রা এই বই টা পড়লে নিরাশ হবে না।