User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বিভিন্ন ক্যাটাগরিতে বই খুঁজতে গিয়ে চোখ আটকে গেলো “করপোরেটনামা” বইটিতে। বইয়ের নাম দেখে ভিতরে গিয়ে কয়েক পৃষ্ঠা পড়লাম। বারবার মনে হচ্ছিলো এই লেখাগুলোই আমি দীর্ঘদিন যাবত লিখতে চাচ্ছিলাম। প্রতিটি লাইন যেন আমার মনে কথাগুলোই ফুটিয়ে তুলেছে। একজন অখ্যাত লেখকের অখ্যাত বই মুহূর্তেই অর্ডার করে দিয়ে অধীর অপেক্ষায় ছিলাম বইটি কখন হাতের নাগালে আসবে। বইটি হাতে পেয়েই পড়তে শুরু করেছি। অর্ধেক পড়া হয়ে গেছে। ছাত্রজীবনে দাওয়াত ও তবলীগের মেহনতের সাথে আল্লাহপাক জুড়িয়ে দিয়েছিলেন। হল লাইফ ছিলো আমার সবচেয়ে সেরা সময়। কিন্তু কর্পোরেট লাইফে এসে জীবনটা এমনভাবে ছুটে চলছে চাইলেও লাগাম টেনে ধরতে পারি না। আশাকরি এই বইটি থেকে উপকৃত হবো ইনশাআল্লাহ। আপনিও যদি একজন কর্পোরেট হয়ে থাকেন অথবা আগামীতে কর্পোরেটে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে বইটি আগেভাগেই পড়ে ফেলুন।
Was this review helpful to you?
or
গল্প পড়তে কে না ভালোবাসে! মানুষের মন খারাপের সঙ্গী গল্প। গল্প মানুষকে কখনো কাঁদায়, কখনো হাসায়। গল্প মানুষকে নিয়ে যায় তার নিজস্ব জগতে। সেই গল্প যদি হয় মানুষকে প্রভুর পথে ফিরেয়ে নেওয়ার, চিরমুক্তির ঠিকানার পথ নির্দেশক, তাহলে তো সোনায় সোহাগা। বিনোদনের সাথে মানুষ সঠিক পথও খোঁজে পেল। এরচে' চমৎকার আর কী হতে পারে! শ্রদ্ধেয় আসিফ রশীদ রচিত 'কর্পোরেটনামা' বইটি এমনই একটি গল্পভান্ডার। এতে দ্বীনের পথে চলতে চাওয়া এক চরিত্রের জীবন বৃত্তান্ত ফুটে উঠেছে। নিবিড়ভাবে ফুটে উঠেছে কর্পোরেট জগতের বাস্তব চিত্র। এ গল্পগুলো মানুষকে সাময়িক বিনোদন দিয়েই ক্ষান্ত থাকে না। ইসলামের পথে চলতে শেখায়। স্রোতের প্রতিকূলে অবস্থানরত 'রাহাতের' ইসলাম আকড়ে ধরে থাকার প্রচেষ্টা আমাদেরকে অনুপ্রাণিত করে ইসলামের উপর অটল থাকতে। সবরকম পরিস্থিতিতে নিজেকে প্রভুর কাছে নত করে দেয়ার শিক্ষা দেয়। গল্পগুলোর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো এগুলো আমাদেরকে শিক্ষা দেয় কর্পোরেট জগত দূর থেকে খুব সুখময় দেখালেও বাস্তবতা উলটো। বরং কর্পোরেট হলো এক মরিচিকার ন্যায়। দূর থেকে ঈর্ষনীয় এ জগতটা ভেতরে অমানিশায় ভরপুর।