User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"অপ্রোটেক্টেড বাই এম.ডি." – একজন ডাক্তারের অকপট স্বীকারোক্তি গভীর আলোচনা: এই বইটি শুধু মেডিকেল প্র্যাকটিসের গল্প নয়, বরং একজন ডাক্তারের মানসিক যাত্রার দিনলিপি। লেখক তার ক্লিনিক্যাল অভিজ্ঞতাকে এমনভাবে বর্ণনা করেছেন যা পাঠককে একদিকে যেমন হাসাবে, অন্যদিকে গভীর চিন্তায় ফেলে দেবে। বইয়ের প্রতিটি পাতায় লুকিয়ে আছে: হাসপাতালের অদেখা দৃশ্য: ওটি থেকে ইমার্জেন্সি, করিডরের বেঞ্চ থেকে ডাক্তারদের রেস্ট রুম – এমন সব জায়গার গল্প যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকে মানুষের দ্বন্দ্ব: একজন ডাক্তার কীভাবে তার পেশাদারিত্ব আর মানবিকতার মধ্যে ভারসাম্য রাখেন সিস্টেমের সঙ্গে লড়াই: সীমিত রিসোর্স, রাজনীতি আর আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে কিভাবে চিকিৎসা দেওয়া হয় বইয়ের অনন্য দিক: কেস স্টাডির আঙ্গিকে গল্প বলা: প্রতিটি অধ্যায় একটি স্বতন্ত্র মেডিকেল কেসের মাধ্যমে শুরু হলেও তা শেষ হয় গভীর সামাজিক বার্তা দিয়ে ডাক্তারদের মানবিক রূপ: ডাক্তারদেরকে ভগবানের আসনে বসানো সমাজে, এই বই তাদের ভুল, দ্বিধা, ভয় এবং ক্লান্তিকে অত্যন্ত মানবিকভাবে উপস্থাপন করেছে নৈতিক দ্বন্দ্বের চিত্রণ: লাইফ সাপোর্ট বন্ধ করা থেকে শুরু করে সীমিত রিসোর্স বণ্টন – এমন স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে লেখকের নিজস্ব ভাবনা সমালোচনা: কিছু ক্ষেত্রে ব্যক্তিগত মতামত খুব বেশি প্রাধান্য পেয়েছে মাঝে মাঝে ঘটনাগুলো এতটাই রিয়েলিস্টিক যে সংবেদনশীল পাঠকদের জন্য অস্বস্তিকর হতে পারে আরও কিছু মেডিকেল কেস স্টাডি থাকলে বইটি আরও সমৃদ্ধ হত পাঠক প্রতিক্রিয়া: বইটি পড়ে অনেক মেডিকেল স্টুডেন্ট তাদের রিভিউতে উল্লেখ করেছেন – "এটি আমাদের টেক্সট বুকের চেয়ে বেশি প্র্যাকটিক্যাল জ্ঞান দিয়েছে"। সাধারণ পাঠকরা বলেছেন, "জীবনে প্রথমবার ডাক্তারদের পেশাকে এত কাছ থেকে বুঝলাম"। সামাজিক প্রাসঙ্গিকতা: বর্তমান সময়ে যখন ডাক্তার-রোগী সম্পর্কে নানা টানাপোড়েন তৈরি হচ্ছে, এই বইটি উভয় পক্ষের জন্য এক ধরনের ব্রিজ তৈরি করতে পারে। এটি ডাক্তারদের মানবিক দিকটা দেখানোর পাশাপাশি সাধারণ মানুষকে বোঝায় যে চিকিৎসকরাও মানুষ, তারা ভুল করতে পারেন, ক্লান্ত হতে পারেন। শেষ কথা: 'অপ্রোটেক্টেড বাই এম.ডি.' শুধু একটি বই নয় – এটি একটি আন্দোলন। যে আন্দোলন চিকিৎসা পেশার পর্দার আড়ালের সত্যি কথা বলার সাহস দেখায়। যারা চিকিৎসা পেশায় আছেন বা আসতে চান তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। সাধারণ পাঠকের জন্যও এটি এক অসাধারণ পড়া যে তাদের চিকিৎসা ব্যবস্থাকে নতুন দৃষ্টিতে দেখতে শেখাবে। রেটিং: ৪.৭/৫ পাঠ্য সময়: ৬-৮ ঘন্টা (কিন্তু গল্পগুলো মনে থাকবে অনেক দিন)
Was this review helpful to you?
or
lesson for our sisters
Was this review helpful to you?
or
মেয়েরা যখন কারও সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে,তখন স্বাভাবিক কারণেই তাদের শরীরেও অক্সিটোসিন রিলিজ হতে থাকে;অথচ এই হরমোনের প্রভাবে তাদের মধ্যে যে মনোদৈহিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়,তা বাস্তবায়নের কোনো নিশ্চয়তাই এই সম্পর্কের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় না।এই হরমোনের মাধ্যমে একটা মেয়ের মধ্যে মাতৃত্ব জেগে ওঠে, স্বার্থহীন ত্যাগের মানসিকতা জেগে ওঠে।স্থায়ী সম্পর্ক করতে একেবারেই অনিচ্ছুক কলেজ বন্ধুটির সঙ্গে হুকআপ করার সময়ও মেয়েটির শরীরে সেই একই হরমোন নি:সরিত হয়?ফিজিওসাইকোলজিক্যাল কারণেই এরা তখন নিজেদের একাবারে বিলীন করে দিয়ে এই বাঁধনে জড়াতে চায়;কিন্তু বাস্তবতা হলো তার ছেলে বন্ধুটি তখন কেবলই সাময়িক জৈবিক কামনা পূরণে ব্যস্ত,তার মধ্যে এমন স্থায়ী সম্পর্ক গড়ার কোনো অনুভূতিই তেমন কাজ করে না।কে জানে, হয়তো একই সঙ্গে সে এমন একাধিক সম্পর্ক রক্ষা করে চলছে!আজ একজন তো কাল আরেকজনের সঙ্গে সে এমন ফূর্তি করে যাচ্ছে!পৃ:৩৭