User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই: অদ্ভুতুড়ে বইঘর লেখক: শরীফুল হাসান পৃষ্ঠা: ১৪৪ ধরন : রহস্য, কিশোর উপন্যাস মলাট মূল্য: ৩০০ সীমান্তের শান্ত নিরিবিলি এক শহর নিশ্চিন্তপুর। নামটাকে সার্থক করে এত দিন সেখানে নিশ্চিন্তেই ছিল লোকজন। হঠাৎ করে কোথা থেকে সেখানে এসে হাজির হলো এক থুত্থুরে বুড়ো মানুষ। বয়সের তার কোনো ঠিক নেই। হাতে লাঠি দিয়ে ঠুকঠুক করে হাঁটে। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসল সেই বুড়ো। তারপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকল শহরের লোকজন। রহস্য সমাধানে নামল মামা-ভাগ্নের গোয়েন্দাদল। ১০/১১ থেকে যেকোনো বয়সীদের পড়ার উপযোগী বই। কিশোর উপন্যাস হলেও বড়দের কাছেও ভালো লাগবে আশা করি। ভাগ্নীর জন্য মেইনলি বইটা কেনা। আমি সবসময় বাচ্চাদের জন্য বই কিনে নিজে পড়ে দেখি আদৌ বইটা ভালো হবে কিনা। পড়ে দেখলাম, বইটা কেনা সার্থক।
Was this review helpful to you?
or
কাহিনী সংক্ষেপঃ নিশ্চিন্তপুর শহরের লোকেরা নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল। তাদের শহরে কোনো ঝামেলা হয়না, বড় কোনো অপরাধ সংঘটিত হয়না। অপরাধ বলতে মাঝেমধ্যে দুএকটা ছিঁচকে চোরের দেখা পাওয়া পর্যন্তই সীমিত থাকে। আর তাই থানার ওসি আজমত সাহেবেরও বসে বসে আরামে দিন কাটছে আর ভুড়িটা বেড়ে চলছে! হঠাৎ করে এখানে এসে আস্তানা গড়লো বয়স ১০০ পেড়িয়ে যাওয়া রহস্যময় এক বুড়ো। বইয়ের একটা দোকান দেয় সে সেখানে। তার দোকানে নানা রকমের বইয়ে ঠাসা। হেন বই নেই যেটা তার দোকানে নেই। আবার কোনো বই না থাকলেও সমস্যা নেই, কোথা থেকে যেন সে ঠিকই বইটা জোগাড় করে নিয়ে আসে। বুড়ো আর দোকানের সবকিছুই রহস্যময়। শান্তিপূর্ণ এই শহরে হঠাৎ করেই রহস্যের সূচনা ঘটে! শহরের মানুষজন গায়েব হয়ে যেতে থাকে, তাদের কোনভাবেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রহস্যের সমাধানে নেমে পড়ে মশা ওরফে মুশফিক-উজ-জামান-চৌধুরী, ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছেলে এবং তার রঞ্জু মামা। কয়েকদিন পর আবার খিজির আলী নামে আরেক রহস্যময় চরিত্রেরও আগমন ঘটে শহরে। কিন্তু এই লোকটাই বা কে? তার সাথে বুড়োরই বা কি সম্পর্ক? পাঠ প্রতিক্রিয়াঃ দারুণ লেগেছে! যত বড়ই হইনা কেন, কিশোর উপন্যাস পড়তে ভালই লাগে। কিশোর পাঠ্য হিসেবে বইটা দুর্দান্ত হয়েছে এটা না বললেই নয়। একদম প্রথম অধ্যায় থেকেই রহস্যের জাল ছড়িয়েছেন লেখক, সেজন্য একটানে পড়ে ফেলা যায় বইটি।
Was this review helpful to you?
or
খুব ভালো।
Was this review helpful to you?
or
বইটি খুবই রোমাঞ্চকর এক বিষয় নিয়ে লেখা এবং এখানে রোমাঞ্চকর অনেক বিষয় আছে যা আপনাকে সত্যিই আনন্দ দেবে।
Was this review helpful to you?
or
onek valo boi porte paren
Was this review helpful to you?
or
It is very good book
Was this review helpful to you?
or
শিশু-কিশোরদের জন্য চমৎকার একটি উপহার।
Was this review helpful to you?
or
বইটি খুবই ভালো। মামা ভাগ্নের গোয়েন্দাগিরিতে রহস্যের জট খুলে যায়। বইটি পড়ে আসলেই খুব মজা পাওয়া গেল। সর্বত্র ছড়িয়ে পড়ুক এই বইটি।
Was this review helpful to you?
or
Beutiful book, I advice to your read the book
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ,, বইটি মাত্রই হাতে পেয়েছি।। গতকালই অর্ডার করেছিলাম,,আর আজই পেয়ে গেছি। তারজন্য ধন্যবাদ। প্রোডাক্ট ঠিকঠাক ছিল, আমার ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম,,বই পেয়ে সেও বেশ খুশি।
Was this review helpful to you?
or
সুন্দর
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
very nice book ????
Was this review helpful to you?
or
বইয়ের নাম : অদ্ভুতুড়ে বইঘর লেখক : শরীফুল হাসান জনরা : শিশু-কিশোর: রহস্য, গোয়েন্দা, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার প্রকাশনী : অন্যধারা ধরন : হার্ডকভার মুদ্রিত মূল্য : ৩০০ টাকা ফ্ল্যাপ থেকে :- সীমান্তের শান্ত নিরিবিলি এক শহর নিশ্চিন্তপুর। নামটাকে সার্থক করে এতদিন সেখানে নিশ্চিন্তেই ছিল লোকজন। হঠাৎ করে কোথা থেকে সেখানে এসে হাজির হলো এক বুড়ো, বয়সের তার কোন গাছপাথর নেই। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসল সেই বুড়ো। তারপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকল শহরের লোকজন। রহস্য সমাধানে নামল মামা-ভাগ্নের গোয়েন্দা দল। অনুভূতিকথন :- "অদ্ভুতুড়ে বইঘর" বইটি 'কালি ও কলম পুরষ্কার ২০১৬' অর্জন করে, 'শিশু-কিশোর সাহিত্য' ক্যাটাগরিতে! বইটি অনেকদিন থেকে পড়ার ইচ্ছা ছিলো। অন্যধারা প্রকাশনীর মাধ্যমে নতুন সংস্করণ টি সংগ্রহ করে ফেলি এবং বইটা পড়া শেষ করি। চমৎকার বইটা কোন কারণ ছাড়াই পড়ে ফেলা যায়। বইটা পড়তে কোন বিরক্তিকর অবস্থায় পড়তে হবে না। বইটায় কিছুটা হলেও হাস্য রস লুকিয়ে আছে। ছেলেবেলায় কাটানো স্কুল লাইফ মনে পড়ে যাচ্ছি। মামা ভাগ্নের আনাড়ি গোয়ান্দাগিরি বেশ উপভোগ করেছি। বইটি শিশু কিশোরদের পড়া উচিত। তাই আমি ব্যক্তিগত ভাবে সাজেস্ট করবো যারা ছোটবেলায় হারিয়ে যেতে চান বা আপনার আশেপাশের শিশুকিশোরদের বইটি পড়াতে চান তাদের জন্য অবশ্যই পাঠ্য বইটি। চরিত্রকথন :- বইয়ের প্রত্যেকটা চরিত্র বেশ উপভোগ্য। মুশফিক,সুজন,অনিক, হারান স্যার, বাশার স্যার, আকাশ স্যার, আলাউদ্দিন চৌধুরী, ওসি আজমত, আশফাক, খিজির আলী ও এক অদ্ভুত বুড়ো সহ অনেক চরিত্র। ১৪৪ পৃষ্ঠার বই হিসেবে প্রত্যেকটা চরিত্রের ই বর্নণা একদম নিখুঁত। প্রচ্ছদ, প্রোডাকশন, বানান ও সম্পাদনা :- প্রচ্ছদটা এককথায় অমায়িক। অন্যধারার প্রডোকশন বেশ সুন্দর হয় আগে জানা ছিল, এবার তা হাতেনাতে প্রমাণ পেলাম। বইটি অন্যধারা প্রকাশনীতে নতুন করে প্রকাশ পেয়েছে। বইটির প্রোডাকশন কোয়ালিটি দারুণ। বানান অনেক নিখুঁত। যা বেশ শান্তি দিয়েছে মনে। লেখক নিয়ে কিছু কথা :- সাম্ভালা সিরিজ খ্যাত শরীফুল ভাই বেশ পরিচিত নাম। সে মোটামুটি সব জনরাতেই পারদর্শী। সবার জন্যই তিনি লেখেন তা আমার অবশ্যই ভালো লাগে। ছোটবড় নির্বিশেষে সবার জন্য লেখে যান উনি এই কামনা করি রেটিং :- ১০/১০ আরিদী হাসান সাকিব
Was this review helpful to you?
or
ভালো বই। যদিও ছোটদের জন্য, তবে পড়ার সময় নিজেকে যদি সেই বয়সে চিন্তা করে পড়তে পারেন তাহলে মজাটা পাবেন।
Was this review helpful to you?
or
Seems Good
Was this review helpful to you?
or
আপনার বইটি সর্বত্র ছড়িয়ে পড়ুক, বইটি পাঠকপ্রিয় হোক এটি ই চাওয়া। এ পৃথিবী বইয়ের হোক,বইয়ের ভাষায় প্রকাশিত হোক সুখ এবং শোক!❤️