User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। জ্ঞান পিপাসুদের অবশ্যই পড়া উচিৎ। আপনাদের সার্ভিসে সন্তুষ্ট।
Was this review helpful to you?
or
মানুষের সাব-কনশাস মাইন্ড ব্যক্তি জীবনন দারুণ প্রভাব ফেলে। আমরা তাই করি যা আমাদের সাব-কনশাস মাইন্ড বিশ্বাস করে। একসময়ের মুসলিম জাতি যারা পুরো বিশ্বে ইসলামের বিচরণ ঘটিয়ে খিলাফত কায়েম করেছিল, বড় বড় সাম্রাজ্যকে ধ্বসিয়ে দিয়েছিল সেই বীরের জাতি আজ নিস্তেজ। ভাইয়েরা মার খাচ্ছে, আহাজারি করছে কিন্তু সেই আহাজারি কারোর কর্ণগোচর হচ্ছে অথবা ইচ্ছে করেই কেউ কানে তুলছে না। খিলাফতের পতনের পর থেকে পরাজিত মানসিকতা আমাদের পেয়ে বসেছে। স্তিমিত ভাব বিরাজ করছে সবখানে। মরেচে ধরেছে আমাদের মস ও মগজে। কমে গেছে কলমের ধার, ভোঁতা হয়ে গেছে তলোয়ার। মুসলিম যে বিজয়ী জাতি তা আমরা ভুলতে বসেছি আর গুটিকয়েক যারা দ্বীনের জীবন বাজি ধরতে চায় নৈরাশ্যবাদীরা তাদেরকে টেনে ধরছে পেছন থেকে। পশ্চিমাদের গোলামি শিরায়-উপশিরায় রক্তের সাথে মিশে গিয়ে ভাইরাসের মতো সংক্রমণ ছড়াচ্ছে। আর আমাদের মানসিকতাকে দাসত্বের বলয়ে আবদ্ধ করে ফেলেছে। বই সম্পর্কে: মুসলিমদের পরাজিত মানসিকতা বইটি শাইখ ড. আব্দুল্লাহ আল খাতির রাহিমাহুল্লাহ- প্রদত্ত একটি ভাষণ। প্রায় পঞ্চাশ বছর পূর্বে বৃটেনে ভাষণটি দিয়েছিলেন মুসলিম তরুণদের উদ্দেশ্যে। আদর্শ, বিশ্বাস, সমর, শিক্ষা ও সংস্কৃতিসহ ব্যক্তি ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিমদের যে পরিলক্ষিত হচ্ছে তা বহু আগেই সূচিত হয়েছে। সে প্রেক্ষিতেই বিষয়বস্তুর প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারূপ করে ভাষণটি প্রদান করেন। পাঠ প্রতিক্রিয়া: একসময় ছোট কলেবরের বইগুলো পড়তে চাইতাম না কিন্তু এখন এসে এই বইগুলোকে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় মণিমুক্তা দিয়ে পূর্ণ করা হয়েছে প্রতিটা লেখা সময়োপযোগী। বাড়তি কোনো আলাপ না টেনে সরাসরি মুল বিষয়ে ঢুকে যাওয়া। পয়েন্ট টু পয়েন্ট কথা বলে সমস্যাগুলোর সমাধান তুলে ধরা। বর্তমানে মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ হলো পরাজিত মানসিকতা। এক আল্লাহর শ্রেষ্ঠত্বে ভরসা রাখতে না পারা কিংবা বিশ্বাস স্থাপন করতে না পারার অপারগতা। যেখানে ইসলামের শুরুটাই ছিল ঘোর জাহিলিয়াতের অন্ধকার থেকে সেখানে দিনের আলোর মতো সবকিছু আমাদের সামনে ফকফকা হলেও আমার স্রষ্টার দাসত্ব বরণ না করে সৃষ্টির দাসত্ব আর স্বেচ্ছা গোলামী বেছে নিয়েছি। যারা এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর ফয়সালার উপর যারা চোখ বুঝে ভরসা রেখে কাজ করে যায় তারা কখনো ব্যর্থ হয়না। আল্লাহ সবসময়ই তাদেরকে বীরের মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন, সফলতা উচ্চাসনে অধিষ্ঠিত করেছেন। আমাদের সোনালী তিন প্রজন্ম যদি বাদও দেই তবুও আমাদের বীরের সংখ্যাটা কম হবে না। নুরুদ্দিন জিংকি, সালাহউদ্দিন আয়ুবী, আল্প আরসলান, মেলিক শাহ প্রত্যেকেই ছিলেন কালিমার পতাকা বাহক। যারা জালিমদের রক্তচক্ষুর বিপরীতে বুক চিতিয়ে লড়াই করে গেছেন আর আল্লাহও তাদেরকে পুরুষ্কৃত করেছেন। সালাহউদ্দিন আয়ুবীর হাত দিয়ে জেরুজালেমে মুসলমানদের মুক্ত করিয়েছেন, মঙ্গল বাহিনী যখন মুসলমানদের উপর লুটতরাজ আর বর্বরতা চালাচ্ছিল তখন আরতুরুল গাজী প্রতিরোধ গড়ে তুলেন আর মহান উসমানীয় সালতানাতের ভিত্তি স্থাপন করেন। ইনারা ছিলেন ইসলামের বীর সন্তান যারা অন্যায়ের বিরুদ্ধে মাথানত করতে জানতেন না, বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে পারতেন না। অথচ আজকের দিনে মুসলমানরা মার খাচ্ছে, অবর্ণণীয় নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু কেউ প্রতিরোধ গড়ে তুলছে না আর যারা তুলতে চাইছে তাদেরকে অন্য মুসলিম রাষ্ট্রগুলো সাহায্য তো দূর বরং প্রতিপক্ষকে সমীহ করে পথ আগলে দাঁড়াচ্ছে। এই হলো বর্তমান মুসলমানদের পরাজিত মানসিকতার ফলাফল। লেখক এই ছোট্ট গ্রন্থে মানসিক বিপর্যয়, বিপর্যয়ের কারণগুলো বলেই শেষ করে দেননি। এই ভয়াবহ বিপর্যয়ের বাস্তবিক ও পরীক্ষিত প্রতিকারও আলোচনা করেছেন যা আমাদের মরচে ধরা, ঘুমন্ত বিবেককে জাগ্রত করবে। যে মানসিক বিপর্যয়গুলোর কথা লেখক বলে গিয়েছেন গত শতাব্দীতে সেগুলো আজও আমাদের মাঝে দৃশ্যমান বরং পূর্বের চেয়ে প্রকট আকারেই। তবে আশার বাণী হলো মুক্তি কিংবা সফলতার জন্য আল্লাহর সাহায্যের বিকল্প নেই, আর সেই সাহায্য খুবই নিকটে হবে যখন কেউ দৃঢ়চিত্তে কেবল এক আল্লাহর উপরই ভরসা রেখে সকল জাহিলিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পাঠ পর্যালোচনা: বক্ষ্যমান গ্রন্থটিতে মোটাদাগে তিনটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় সমূহ- ১. মানসিক বিপর্যয়ের লক্ষণ ২. বিপর্যয়ের কারণসমূহ ৩. প্রতিকার মানসিক বিপর্যয়ের অন্যতম ১০ টি লক্ষণ ও তার ব্যাখ্যা শেষে বিপর্যয়ের কারণগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন। মোট ১২ টি কারণ বর্ণণা করেছেন। ★ অভ্যন্তরীণ কারণসমূহ ★ বহিরাগত কারণসমূহ সর্বশেষ প্রতিকারে ৬টি উপায় বাতলে দিয়েছেন। যেখানে মানসিক বিপর্যয়গুলোকে মূল থেকে ব্যাখ্যা করে সেগুলো থেকে মুক্তির পরামর্শ দিয়েছেন। প্রতিটি আলোচনায় লম্বা বিবৃতি না টেনে কুরআন সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে দলিল ভিত্তিক আলোচনা রেখেছেন যা পড়ার সময় সুখপাঠ্য ছিল। বই পরিচিতি: বই: মুসলিমদের পরাজিত মানসিকতা লেখক: ড. আব্দুল্লাহ আল খাতির অনুবাদ: মুহাম্মদ সাইফুল্লাহ প্রকাশনায়: সন্দীপন প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ৪০
Was this review helpful to you?
or
- প্রত্যেকট মুসলমানের একবার হলেও বইটি পড়া উচিত । তেমন বড় নয় বইটি তবে এই বইয়ের তথ্য গুলো অনেক প্রয়োজন জানা প্রত্যেকটা মুসলমানের ।