User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Mehedi Hasan

      28 Aug 2024 09:48 PM

      Was this review helpful to you?

      or

      নিশ্চয়ই পড়ার মতো একটি বই যদিও কিছু গলদ আছে।

      By MD. Shahriar Hasan Badhon

      18 Aug 2022 01:55 AM

      Was this review helpful to you?

      or

      The book was good.

    • Was this review helpful to you?

      or

      sundor boi

      By sayeda nazma

      26 Aug 2021 11:52 PM

      Was this review helpful to you?

      or

      সংসারের বাইরে যারা দেশ নিয়ে ভাবে তাদের জন্য এই বই।

      By শৌণক

      15 Nov 2020 11:58 PM

      Was this review helpful to you?

      or

      বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের এক অদ্ভুত চলচ্চিত্র। পছন্দ হওয়ার মত

      By FAYSAL

      10 Feb 2021 03:22 PM

      Was this review helpful to you?

      or

      Very strong bengali writing by a True intellectuals

      By md.ali lingkon

      28 Sep 2019 07:41 PM

      Was this review helpful to you?

      or

      ১৯৭১ ছিলো ১৯৪৭-এর সংশোধন; আমরা ওই বছর মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত করেছিলাম। আমাদের অজস্র স্বপ্ন ছিলো—গণতন্ত্রের, সমাজতন্ত্রের, ধর্মনিরপেক্ষতার, বাঙালিত্বের, এবং সাধারণ মানুষের আর্থিক স্বচ্ছলতার। আমরা কোনো স্বপ্নকেই সফল করতে পারি নি। হত্যা করা হয়েছে বাঙলাদেশের স্থপতিকে, রক্তের বন্যা বয়ে গেছে; সামরিক স্বৈরাচারীরা এসে দেশকে পর্যুদস্ত করেছে। বর্তমানে বাঙলাদেশ বাস করছে ভয়াবহ মেঘমালার নিচে। হুমায়ুন আজাদ একান্ত ব্যক্তিগত ভঙ্গি ও ভাষায় বর্ণনা করেছেন বাঙলাদেশের বিপর্যয়ের ইতিবৃত্ত, লিখেছেন একটি বেতনাহত বই। এ-বই বাঙলাদেশের দেহ ও হৃদয়ের অপার বেদনার প্রকাশ;—হাহাকার নয় নিঃশব্দ রোদন।

      By nayem

      17 Nov 2019 07:42 PM

      Was this review helpful to you?

      or

      হুমায়ুন আজাদের এই বইটা পিডিএফে পড়েছিলাম আগেই। পড়ার সময়েই মনে হয়েছে এটা শুধু পড়ার জন্যই নয় অবশ্যই সংগ্রহে রাখার মতো একটা বই। মুক্তিযুদ্ধের কিছু পূর্ব থেকে বাংলাদেশের ইতিহাস আর রাজনীতি সমালোচনা সহকারে আলোচনা করা হয়েছে। আর বইটাতে হুমায়ুন আজাদের শব্দ চয়ন, বাক্য অলংকরণ অবশ্যই প্রশংসার দাবী রাখে৷

      By Shanto

      21 Jan 2020 11:51 AM

      Was this review helpful to you?

      or

      this book is really nice. i bought this book 15 days ago. i liked this book after reading...you should buy and read this book to know more about Bangladesh.

      By S.M.M. Rasel Hasan

      17 Sep 2019 12:46 AM

      Was this review helpful to you?

      or

      The book is very nice. Total political problem see in this book at 2005 to 2008. You should read the book. You Can also order the book at rokomari.com form online. The delivery and payment system is very fast and easy.

      By আরাফ যায়াদ

      03 Dec 2017 12:16 PM

      Was this review helpful to you?

      or

      #রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #লিখেছেন:আরাফ যায়াদ #বই: আমরা কি এই বাঙলাদেশ চেয়েছিলাম? #লেখক:হুমায়ুন আজাদ #মূল্য:১৫৪৳ #প্রকাশনী:আগামী প্রকাশনী #ধরণ:ইতিহাস ও ঐতিহ্য: গবেষণা ও প্রবন্ধ . #কাহিনীসংক্ষেপন:- তিন_দশকের_রাজনীতির_ "ময়না_তদন্ত". এই বইটি। ১৯৭১-২০০২ পর্যন্ত বাংলাদেশের কদর্য রাজনীতির বিভৎস চিত্র তুলে ধরা হয়েছে এই বইটিতে। বঙ্গবন্ধুর ক্ষমতা গ্রহণ,সামরিক অভ্যুত্থান,মোস্তাককে ঝেঁটিয়ে জিয়ার নাটকীয়ভাবে ক্ষমতা গ্রহণ,দৃশ্যপটে নপুংসক এরশাদের কাকতলীয় আগমন,খালেদা(+জা মায়াত)-হাসিনা সরকারের রদবদল,বিচারপতিদের নিস্ক্রিয়তা,দৃশ্যপটে আবার বিএনপির আগমন,অপারেশন ক্লিনহার্ট অর্থাৎ" হৃদয় শুদ্ধীকরণ অভিযানে"র নামে ভন্ডামীর অত্যন্ত তুচ্ছ,অথচ প্রহসন মুলক বর্ণনা তুলে ধরা হয়েছে। . বঙ্গবন্ধুকে লেখক মহানায়ক হিসেবে আখ্যায়িত করেছেন।যিনি-খুড়কুটোকে দাবানলে,নিস্তরঙ্গ জলরাশিকে মহাপ্লাবিত এবং ঘুমন্ত আগ্নেয়গিরিকে লেলিহান শিখায় পরিণত করার ক্ষমতা রাখতেন। ১৯৬৮-৭২ এর মুজিবের কাছে সোহরঅর্দি,ফজলুল হক,ভাসানীর মত অগ্রজরা -মাঝারি,আর অনুজরা তুচ্ছ আর হাস্যকর। মুজিবের মত "রাজনীতির বটবৃক্ষে"র উৎপাটন ঘটেছে শুধুমাত্র কিছু কুচক্রী,আর চাটুকার দ্বারা পরিবৃত থাকার কারণে।লেখক পতনের অনেকগুলা কারণ থেকে মোটা দাগে উল্লেখ করে গেছেন মূলত দুটি বিষয়কে-- ১)ফজলুল হক মণিসহ অন্যান্য আত্মীয়দের অবিরত দু্র্বৃত্ততা।মণি কর্তৃক প্ররোচিত হয়ে তাজউদ্দিনকে সংসদ থেকে বহিষ্কার,মণি ও মার্কসবাদীয় নেতা সিরাজুল ইসলামের অন্তর্কোন্দলের দরুন ছাত্রলীগের দ্বিখন্ডিতা। ২) চতুর্থ সংশোধনীর মাধ্যমে "" সংসদীয় সরকার ব্যবস্থা"কে " রাষ্ট্রপতি শাসিত সরকারে" রূপান্তর। তাছাড়া জরুরি অবস্থা জারি,বাকশাল প্রতিষ্ঠা,লালবা হিনী ও রক্ষীবাহিনীর ভূমিকার কথাও লঘু দাগে বলেছেন। মাত্র ৭ জন কর্ণেল-মেজরের বিদ্রোহে জাতি তার কাঙ্ক্ষিত মহানায়ককে হারিয়েছে আর বাঙলাদেশকে সবচাইতে বড়-ভারী লাশটিকে ধারণ করতে হয়েছে। . তারপরে দৃশ্যপটে আসে বেহায়া-বেঈমান মোস্তাক।৮২ দিন মসনদে থাকার পর খালেদ- হুদা-হায়দারের কাছে গদি হারান। আর তার ৪ দিন পর বিভ্রান্ত-বিপ্লবী তাহেরের "সিপাহী" বিদ্রোহে নিহত হন তারা; রুশ-ভারতপন্থী সন্দেহে। . ক্ষমতায় আসেন এবার ঐতিহাসিক আকস্মিকতা ও পরিস্থির ভাগ্যপুত্র জিয়াউর রহমান।এসেই হাস্যকর মার্শাল ল' করে কর্ণেল তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয় ;৭ নভেম্বরের অভ্যুত্থানে তাকে মুক্ত করার জন্য।তারপর ক্রমান্বয়ে চলে ক্ষমতা পোক্ত করার পায়তারা। ১৯৭৭ এ রাষ্ট্রপতি,৭৮ এ জাগদল গঠন।এই সময়টাতে তিনি কমপক্ষে ২১ টি মতান্তরে ২৬ টি অভ্যুত্থান ঠেকিয়েছেন।তার খুবই দুটি প্রিয় উক্তি ছিল- "I shall make politics difficult". "" money is no problem"" ১৯৭৫ - ১৯৮১ এই পাঁচ বছর তিনি আমলাদের কামলা বানিয়েছেন "কোদাল চর্চার" মাধ্যমে। সকল নাটকীয়তা শেষে তার জীবনলীলা সাঙ্গ হয় তার পদস্থ অফিসার মন্জুরের হাতে। . রাজাহীন অরণ্যের চতুর শিয়ালের মতই এবার মসনদে গদানসীন হন জেনারেল এরশাদ।তার শাসনকাল ১৯৮২-৯০। কিছুদিন জেনারেলে থেকে তিনিও গদি পোক্তের প্রতিযোগিতায় নামেন।নামকাওয়াস্তে নির্বাচনের আয়োজন করেন।আলাদাভাবে সরকার গঠন করেন।নারী কেলেঙ্কারিতে গড়াগড়ি দেন। তাঁর এক উপপত্নীর মতে --এরশাদের যদি পুংসকতা থাকত, তাহলে এদেশ ""কচিকাঁচার"" মেলায় ভরে যেত।। তার সময়কালের উল্লখযোগ্য বলতে-এরশাদ ৮ম সংশোধনীর মাধ্যমে ১৯৮৮ সালের ৭ ই জুন-- রাষ্ট্রধর্ম ইসলাম করেন। লেখক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে,আমারা রাষ্ট্রধর্ম প্রতিষ্ঠা করেছি,আর নিরন্তর ঘুষ খাওয়াকে জাতীয় ধর্মে পরিণত করেছি। . ১৯৯০ সালের ৬ ই ডিসেম্বর গণআন্দোলনের মুখে তাকে ক্ষমতা ছাড়তে হয়।। . শুরু হয় গনতন্ত্রের জোয়ার। যার ভেলায় ভেসে গদানসীন হন বিএনপি।শুরু হয় সন্ত্রাসপোষা,আর লুটতরাজের অভয়ারণ্য।তিনিও ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য" কেয়ারটেক গভার্মেন্ট" বাতিল করেন।তাঁর অধীনে নির্বাচনের আয়োজন করেন।বিএনপি অত্যন্ত হাস্যকরভাবে ৩০০ টির মধ্যে ২৮৯ টি আসন পেয়ে যায়। তারপর আবার আন্দোলন।ক্ষমতায় আসে দীর্ঘদিন পর আওয়ামী লীগ।তারাও সেই আগের মতন। জয়নাল হাজারী আর হাসনাত আবদুল্লাহর পুত্রের মত ত্রাসদের পুুষতে থাকে। "গণতন্ত্র "---আর আলোর মুখ দেখে নি।হাঁতড়ে হাঁতড়ে তিন দশক পার করে দিয়েছে কখনও বা বাকশাল,কখনও বা সামরিক শাসন, আবার কখনও বা পরিবারতন্ত্রের গ্যাড়াকলে পড়ে গিট্টু পাকিয়ে। . ২০০১.দৃশ্যপটে আবার আসে বিএনপি। বুঝা গেছে জনগন, দুষ্ট থেকে দুষ্টতর বেশি ভালবাসে। জাতি দেখেছে,কিভাবে"" অপারেশন ক্লিন হার্ট" এর নামে বিরোধী দল নিধন হয়েছে।তাদেরও কিছু কিছু গৃহপালিত সন্ত্রাস আটকা পড়েছে এই জালে। অপারেশনের নামে জাতি দেখেছে-লেখক ও সাংবাদিক-- শাহরিয়ার কবির,মুনতাসীর মামুন,সালিদ সামাদ,এনামুল হক চৌধুরীদের উপর নির্মম-নিষ্ঠুর-হিংস্র- নির্যাতন-নিপীড়ন-উৎপীড়ন-নিষ্পেসনের সেই বিভৎস চিত্র। . জাতির বিবেকেরা যে কি পরিমাণ চাটুকার-ভাঁড়-হীন- বেমানবিক হতে পারে তার প্রতিমূর্তি হচ্ছে---- বিচারপতি সায়েম,সাত্তার,আহসান উদ্দিন চোধুরী- শাহাবুদ্দিন আহমেদ,হাবিবুর রহমান,বিচারপতি লতিফুর রহমান রা।যাদের মুখোশ নগ্ন ও খুল্লামখোলাভাবে মোচন করা হয়েছে এই বইয়ে। . বুদ্ধিজীবি আবুল ফজল ও সৈয়দ আলী আহসান রাও বাদ যাইনি তার কোপদৃষ্টি থেকে। . চীন পন্থী আর মস্কোপন্থীদের ঢালাও সমালোচনা করে একেবারে শুঁইয়ে দিয়েছেন। . তিনি অর্থনীতির ক্ষেত্রে সমাজতন্ত্রকে আর সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাধান্য দেওয়ার কথা আকন্ঠভরে গেঁয়ে গেছেন গনতন্ত্রের "কোকিলকন্ঠী "পাখি হয়ে। . লেখক চেয়েছিলেন স্বাধীনতা পরবর্তী বাঙলাদেশ হবে জ্ঞানে-প্রজ্ঞায়-সচ্ছল-উজ্জ্বল-সৎ- ভবিষ্যৎমুখি-মুক্তচিন্তা-যুক্তিশীলতা-প্রগতিশীলতা-সৃজনশীলতার জাজ্জ্বল্যমান আদর্শ। .. বানানের নতুন ধরণ::হিশেব,সোহরাঅর্দি,শাদা,ছাত্রলিগ,কাবুলিঅলা . সীমাবদ্ধতা:- ১)বাঙালি মুসলমানের কৃ্ষ্টি-সংস্কৃতি-আচার-আচরণকে মানদণ্ড ধরে তিনি বৈশ্বিক মুসলমানদের বিচার করছেন। সুকৌশলে ইসলামের নৈতিক দিকগুলাকে তিনি কটাক্ষ করছেন।যা ছাপা অযোগ্য। ২)তিনি বাঙালি মুসলমানদের পরীক্ষার দিন "আন্ডা" না খাওয়ার কুসংস্কৃতিকে অত্যন্ত সুনিপুণভাবে ধর্মকে দায়ী করেছেন।অথচ যার অস্তিত্ব কোন গ্রন্থে উল্লেখ নেই। ৩)৭২ এর দূর্ভিক্ষ আর ঐ সময়কার "" বিখ্যাত কম্বল" ঘটনা চেপে গেছেন। ৪)তিনি জিয়া আদৌ যুদ্ধ করেছেন কিনা? তা নিয়ে দ্বিধান্বিত?? অথচ ইতিতাস স্বাক্ষ্য দেয় যে,জিয়া Z ফোর্সের নেতৃত্ব দিয়েছেন।বীরউত্তমে ভূষিত। এইখানটাতে পক্ষপাত দুষ্টতা দেখা যায়।। ৪)এরশাদের নপুংসকতা নিয়ে অযথা টানা-হেঁচড়া করেছেন যার কোন ঐতিহাসিক গুরুত্বপূর্ণতা নেই। ৫) জিয়া এবং এরশাদের সামরিক সরকার ছাড়া আর কোন প্রকার দুনীর্তি- লুঠতরাজ-নিপীড়নের কোন সুস্পষ্ট প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন। ৬)তিনি তার বইয়ে শুধু নাস্তিকতার ছাপ রাখেন নি,তিনি যে কট্টরপন্থী ইসলাম-বিদ্বেষী; মোটা দাগে তার ছাপও পাওয়া যায়। https://www.rokomari.com/book/2211/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae?ref=srac_p0

      By ショ ーロン

      27 May 2021 12:48 AM

      Was this review helpful to you?

      or

      জী একদম বাংলাদেশই আমরা চেয়েছিলাম! এরকমই হচ্ছে আলহামদুলিল্লাহ্‌! সামনে আরো হবে ইনশাআল্লাহ! তরুণ প্রজন্মের মাঝে ইসলাম নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যায় আলহামদুলিল্লাহ্‌

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!