User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘অনুসূর্যকে লেখা রূপকথা’ ছোটগল্পের বই। পড়তে ইচ্ছা হওয়ার কারণ এর নাম। নামের প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। অনুসূর্য অর্থ আমি জানি না কিন্তু শুনতে সুন্দর, বলতেও সুন্দর। যে গল্পটা খুব ভালো লেগেছে তার নাম ‘শঙ্খমালার শেষ লাইন’। আমার বোনের নাম শঙ্খমালা হওয়ায় এই শব্দটাও প্রিয়। গল্পটার দ্বিতীয় প্যারা : “শিরোপার সঙ্গে আমার ঘটনা শুরু হয়েছিলো সামান্য কারণেই, তার শিরোপা নামটা আমার ভালো লেগে গিয়েছিলো। আমার হঠাৎ মনে হলো এমন নাম আমি আর কারো শুনিনি আগে।” কোইনসিডেন্সের চূড়ান্ত! ভায়োলন্স পড়তে আমার ভালো লাগে না। কারোরই লাগে না হয়তো। আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি। বইয়ের প্রথম গল্পটাই খুব ধাক্কা দিয়েছে। এখনও মাথা ঝিম ঝিম করছে ভাবতে। আরো কয়েক জায়গায় আছে এমন, সবটুকুতেই কেমন যেন চোখ ফিরিয়ে নিতে হয়। একবার এই ভায়োলেন্ট কিছু পড়তে/দেখতে অপছন্দ করি বলে একজন আমাকে ‘দুর্বল হৃদয়ের অধিকারী’ লেবেল দিয়েছিলেন। তাই হবে হয়তো। ‘যখন গায়ত্রী ছিলাম’ গল্পটা অদ্ভুত। আমি একটা জায়গায় নিতে পারিনাই (সব গল্পেরই দুয়েকটা লাইন নিতে পারি নাই), সেটা আমার অপারগতা। এরকম অনেস্ট, ছুলে ফেলা টাইপ লেখা ভালো লাগে। শঙ্খমালা গল্পটা মনে রাখতে চাই। নাম নিয়ে ফ্যাসিনেশন দেখতে ভালো লাগে। রিভিউ: শিমিন মুশরাত সংগ্রহ: গুড রিডস
Was this review helpful to you?
or
প্রিয় রকমারি টিম, আমি মুনাম কবির। আমি “অনুসূর্যকে লেখা রূপকথা” বইটির একজন পাঠক এবং রকমারিতে কেবলমাত্র একটি রিভিউ লিখেছি। কিন্তু এখন গুগলে সার্চ দিলে দেখা যাচ্ছে, আমাকে এই বইয়ের লেখক হিসেবে দেখানো হচ্ছে—যেটা সম্পূর্ণ ভুল তথ্য। রিভিউ লেখার কারণে আমার নাম ওই বইয়ের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু আমি কখনোই লেখক হিসেবে দাবী করিনি। এ বিষয়ে অনুরোধ করছি, যেন রকমারিতে আমার রিভিউ-এর নিচে (অথবা প্রোফাইল থেকে) ‘লেখক’ হিসেবে কোনো বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি না হয় এমনভাবে উপস্থাপন করা হয়। অগ্রিম ধন্যবাদ সহ, মুনাম কবির
Was this review helpful to you?
or
১৩টি গল্পের মধ্যে চারটি গল্প খুব ভালো লেগেছে। কিছু গল্পে লেখক খামখেয়ালী করেছে বলে মনে হলো। কিছু গল্পের নির্বাচন যথার্থ হয় নি।