User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক বসাতেই শেষ করেছি পুরোটা। আমি এখনও সেই ট্রমা থেকে উঠতে পারিনি। একটা আনলাকি মেয়ে কিভাবে যে শেষ পর্যন্ত লাকি হয়ে উঠল... ?
Was this review helpful to you?
or
fine
Was this review helpful to you?
or
সঙ্গিনী একটি গল্প নয়, যেন হৃদয়ের অনুরণন। প্রেম, বেদনা আর জীবনের জটিলতায় মোড়ানো প্রতিটি পৃষ্ঠা পাঠকের অনুভূতিতে গভীর দোলা দেয়। সঙ্গিনী—যেখানে গল্প নয়, জীবনের ছোঁয়া।
Was this review helpful to you?
or
জুনাইদ আবিরের লেখা তৃতীয় উপন্যাস "সঙ্গিনী" একটি অনন্য এবং হৃদয়স্পর্শী সামাজিক উপন্যাস। বইটি একাধারে ট্র্যাজেডি, প্রেম, মনস্তত্ত্ব, এবং সামাজিক সমস্যাগুলোর মেলবন্ধন। উপন্যাসটির গল্প আবর্তিত হয়েছে একটি সাধারণ মেয়ের জীবনের চড়াই-উতরাই, তার সংগ্রাম এবং মানুষের প্রতি তার ভালোবাসা ঘিরে। লেখক অত্যন্ত সূক্ষ্মভাবে চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দিকগুলো ফুটিয়ে তুলেছেন। প্রেমের রোমাঞ্চকর অনুভূতি এবং জীবনের কঠিন বাস্তবতার মধ্যে লেখকের দক্ষ লেখনী পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে। বইটির ভাষা সাবলীল এবং সরল, যা পাঠকদের সহজেই আকৃষ্ট করে। গল্পের প্রতিটি অধ্যায় পাঠকদের ভিন্ন ভিন্ন অনুভূতির মুখোমুখি দাঁড় করায়। কখনো এটি হৃদয়কে ভারাক্রান্ত করে, আবার কখনো আশার আলো দেখায়। কভার ডিজাইন: সজীব খানের ডিজাইন করা কভারটি বইটির আবেগ এবং থিমের সঙ্গে চমৎকারভাবে মানানসই। এটি বইটিকে পাঠকদের মাঝে আরও আকর্ষণীয় করে তুলেছে। উপসংহার: "সঙ্গিনী" শুধু একটি উপন্যাস নয়; এটি জীবনের প্রতিচ্ছবি। এটি পাঠকদের জীবনের গভীর অর্থ খুঁজতে অনুপ্রাণিত করবে। যারা সামাজিক এবং মনস্তাত্ত্বিক গল্প ভালোবাসেন, তাদের জন্য এই বইটি অবশ্যপাঠ্য। রেটিং: ৪.৫/৫ কেন পড়বেন: আবেগ এবং বাস্তবতার মেলবন্ধন। সমাজের গভীরতর দিক নিয়ে ভাবার সুযোগ। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা।
Was this review helpful to you?
or
Mashallah
Was this review helpful to you?
or
আমার কাছে এ উপন্যাসটি ইসলামিক রোমান্টিক উপন্যাস মনে হয়েছে। আপনার দুঃখিনী বইটিও ভিন্নরকম। এ বইটিও ভিন্নরকম ভালো লাগলো লেখক শুভকামনা। প্রিয়তমা কবে আসবে পরবর্তী মুদ্রণ?
Was this review helpful to you?
or
সঙ্গিনী বইয়ের রিভিউ সমুহ পড়েই বইটি পড়তে মন আকুপাকু করছে। আমি দেশের বাইরে থাকায় বইটি সংগ্রহ করতে পারছি না। খুব শিগ্রী আমার হাতে আসবে বইটি????
Was this review helpful to you?
or
নতুন বইয়ের জন্য অনেক শুভ কামনা???? বইটির জন্য অধির আগ্রহে বসে আছি ভাল বরাবরের ন্যায় ভাল কিছু হবে এই কামনা
Was this review helpful to you?
or
দারুণ একটি উপন্যাস। হাসি কান্না, শিক্ষণীয় উদাহরণ সহ সবমিলিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তোলতে পেরেছেন। থ্যাংকিউ সো ম্যাচ। অপেক্ষায় থাকলাম পরবর্তী বইয়ের।
Was this review helpful to you?
or
আমার পড়া চমৎকার একটা উপন্যাস হলো 'সঙ্গিনী' খুব ইচ্ছে হয় আমার লাইফেও একটা রাফিন আসুক। যে আমাকে শুভ্রার মতো কেয়ার করবে। এই উপন্যাসটা টানা তিনবার পড়েছি। লেখকের জন্য অনেক শুভ কামনা শুভেচ্ছা ??
Was this review helpful to you?
or
কৃতজ্ঞতা রকমারি পরিবারের প্রতি। অনেক দোয়া, ভালোবাসা রইলো। শুকরিয়া। ____ বইটি পড়তে বসে আপনি আতঙ্কে পড়তে পারেন। কোন আতঙ্ক জানেন? আপনি মনে মনে বলতে পারেন ‘ধুর ছাই! বই কেনাটা বৃথা’ কেন বলবেন জানেন? শুধু প্রথম পর্বের জন্য। প্রিয় পাঠক, প্রথম পর্বটা তাৎপর্য সহকারে পড়ার জন্য অনুরোধ। এটা বলার কারণ হলো, প্রথম পর্ব পড়তে যেয়ে কেমন যেন বেখাপ্পা লাগতে পারে। এমনিতেই নিজের মনে মনে সুর আসতে পারে—‘বেমানান’ আপনি যদি প্রথম পর্বটা ধৈর্য সহকারে বোঝে–সুযে পড়ে উঠতে পারেন, তাহলে আমার আশ্বাস; সময়ে সময়ে আপনি গল্পের গভীরে যেতে পারবেন। একটা সময় দেখা যাবে আপনি লেখার মধ্যে হারিয়েই গিয়েছেন। এইটা আমার দৃঢ় বিশ্বাস। বাকিটা আপনাদের হাতেই তুলে দিলাম। ভালো–মন্দ জানার অধির আগ্রহ নিয়ে বসে আছি। ভুল মানুষ থেকেই হয়, আমি মানুষ। আমার ভুল হবেই। মমতাপূর্ণ দৃষ্টিতে দেখে ক্ষমা করে ভুলগুলো ধরিয়ে দেবেন বলে আশা করছি। জাযাকুমুল্লাহ্। [email protected]