User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আজকের দিনে অনেকের কোনো সমস্যা দেখা দিলে ধর্মীয় দৃষ্টিকোণভিত্তিক মত নেওয়ার জন্য কোনো আলেমের শরণাপন্ন হই এবং সেই আলেম অতি সহজেই তার সুন্দর ব্যাখ্যা ও নির্দেশ দ্বারা আমাদের উপকৃত করেন। এই যে একজন আলেম বা ধর্মগুরু অতি সহজেই আমাদের সমস্যাগুলোর সমাধান দিচ্ছেন, এর উৎসগুলো কিন্তু একদিনেই তৈরি হয়নি। বরং ধীরে ধীরে অতি সূক্ষ্মতার সাথে কয়েক শতাব্দী যাবত এর ভিত্তিমূল গড়ে উঠেছে। যখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন প্রয়োজনীয় বিষয়াবলি কেউ সংকলন করার প্রয়োজন বোধ করেনি৷ কারণ তখন যেকোনো সমস্যা হলে রাসূল ছিলেন। তাঁর শরণাপন্ন হলেই যেকোনো সমস্যার সর্বোত্তম সমাধান পাওয়া যেত। রাসূল (সা.) ইহলোক ত্যাগ করলেও তখন বেঁচে ছিলেন উম্মতের শ্রেষ্ঠ প্রজন্মের সাহাবীগণ। যাদেরকে আল্লাহ নিজ ইচ্ছায় রাসূলের সাথী বানিয়েছেন। তখন পর্যন্তও কোনো সমস্যা ছিল না। মানুষজন যেকোনো সমস্যার সমাধানের জন্য তাঁদের শরণাপন্ন হতেন। কিন্তু এভাবে আর কতদিন? তাঁদেরও তো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এভাবে একের পর এক প্রজন্ম বিদায় হতে থাকে। স্বাভাবিকভাবেই একসময় রাসূল (সা.) এর বিভিন্ন হাদীস ও ফিকহ সংকলনের প্রয়োজন পড়ে। তখন এই কাজের দায়িত্ব নিতে শুরু করেন তাবিয়ী, তাবে তাবিয়ীরা। তাঁরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সফর করে রাসূল সা. এর হাদীস সংগ্রহ করতে থাকেন। ফিকহ বুঝতে আর টুকতে শুরু করেন। ইলম অর্জনের জন্য যাদের জীবন ছিল উৎসর্গিত। কখনো গৃহবন্দী, কখনো নির্যাতন, কখনো মাতৃভূমি ত্যাগ, কখনো ইনসাফ প্রতিষ্ঠার জন্য জিহাদ পর্যন্ত করতে তাঁরা পিছপা হতেন না। তাঁদের জীবন ছিল এক এবং একমাত্র ইলম অর্জনের জন্য। আগামী প্রজন্মে ইসলামের ভিত শক্ত রাখার জন্য। যাঁদের জীবনী পড়লে শরীরে কাঁটা দিয়ে ওঠে, আফসোস হয়। আহ্! যদি সাহাবী, তাবিয়ী, তাবে তাবিয়ীদের ধুলো পেতাম! এমন তাবিয়ী, তাবে তাবিয়ী অর্থাৎ সালাফদের জীবন নিয়েই রচিত ইমরান রাইহানের “সালাফের জীবন থেকে”। অতি সংক্ষিপ্ত ও প্রাঞ্জল ভাষায় এই বইয়ে মোট বিশজন সালাফের সংক্ষিপ্ত জীবন বর্ণিত হয়েছে। এই বইটি সালাফের জীবন সম্পর্কে আগ্রহী হতে পাঠকদের উদ্বুদ্ধ করার একটি সামান্য প্রয়াস মাত্র, যা লেখক শুরুতেই বলেছেন। গল্পের ঢঙে বলা এসকল জীবনী পড়ার সময় খুব একটা বিরক্তি আসার কথা নয়। তবুও অনেকদিন পর এমন বই হাতে নেওয়ার কারণে নেহাৎ একটু একটু করে পড়তে হচ্ছিল। সালাফদের জীবনে ঘটা গল্পগুলোর ফাঁকে ফাঁকেই কৌশলে লেখক তাদের ব্যক্তিত্ব, চরিত্র ও প্রয়োজনীয় বিষয়াবলি তুলে ধরেছেন। তাই পড়তে ভালোই লেগেছে। এখানে তবুও অনেকের মনে প্রশ্ন থেকেই যায় “সালাফ” কারা? বা সালাফের পরিভাষা কী? এসকল উত্তর বইয়ের শেষে “পরিশিষ্ট”-তে বর্ণিত হয়েছে। বিভিন্ন মত পার্থক্যের ভেতর দিয়ে উপরোক্ত প্রশ্নের সঠিক উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। এখানে আমার মত হলো এই পরিশিষ্টটা বইয়ের শুরুতে রাখলেই সবচেয়ে ভালো হত। এতে পাঠকরা সালাফদের জীবনী জানার প্রয়োজনীয়তা সম্পর্কে জানত, আর অবশ্যই অবশ্যই পরবর্তী পৃষ্ঠাগুলোতে সালাফের জীবন পড়ার জন্য আগ্রহী হত। তাই শুরুতে আনাই সবচেয়ে ভালো বলে মনে করি। তবে শেষে দেওয়ারও কিছু উপকারিতা আছে বৈকি। সেটা পড়লেই বুঝতে পারবেন। কিন্তু আমার মতে শুরুতে রাখাই সবচেয়ে বেটার। ইতিহাসপ্রেমী ইমরান রাইহান ইতোমধ্যেই বেশ কিছু ইতিহাস বিষয়ক বই রচনা করেছেন। আমারও ইচ্ছা ছিল তার সব বইগুলো পড়ার। সেই ইচ্ছা থেকেই তার প্রথম বই পড়া। এরপর “ইতিহাস পাঠ : প্রসঙ্গ কথা” বইটি পড়ার ইচ্ছে আছে। যাইহোক, এই বই লেখার পেছনে লেখকের যে উদ্দেশ্য ছিল তার নব্বই ভাগই সফল হয়েছে বলা যায়। কেননা এই বই পড়ার পর আমি নিজেই অনেক প্রভাবিত হয়েছি এবং অবশ্যই সালাফদের জীবনীর প্রতি আগ্রহ বোধ করেছি। বাকি দশভাগের কথা বললে বলব যে ব্যক্তিগত সন্তুষ্টিতে একটু কমতি রয়ে গেছে। কেন? তা বলা একটু কঠিন হয়ত। তাই ওদিকে আর যাচ্ছি না। একটা কথা না বললেই নয়। পৃষ্ঠাগুলো আরেকটু ভালো করতে হত প্রকাশনীর। অপর পৃষ্ঠার লেখার হালকা ছাপ পড়ে গিয়েছে পৃষ্ঠাগুলোতে। আমি খানিক আলো আঁধারিতে পড়ার সময় বেশ ডিস্টার্ব ফিল করেছি। তাছাড়া পৃষ্ঠাসজ্জা আর প্রোডাকশন যথেষ্ট ভালো। দুয়েক জায়গায় ওয়ার্ড মিসিং চোখে পড়িছিল। পরিশেষে, একজন মুসলিম হিসেবে সালাফদের সম্পর্কে ধারণা রাখা জরুরি। এঁরাই আমাদের জন্য ভিত তৈরি করে রেখে গিয়েছেন। এখন উনাদের সম্পর্কে নূন্যতম ধারণা না রাখলে তাদের প্রতি অন্যায় করা হয়। স্বল্প পরিসরে প্রাঞ্জল ভাষায় সালাফদের সম্পর্কে ধারণা নেওয়ার জন্য চমৎকার একটি বই এটি। তাই একবার পড়াই যায়! ? ব্যক্তিগত রেটিং : ৪.৫/৫ বই : সালাফের জীবন থেকে - ১ লেখক : ইমরান রাইহান প্রকাশনী : উমেদ প্রকাশ পৃষ্ঠা সংখ্যা : ১৯২
Was this review helpful to you?
or
দারুণ একটি বই। আমাদের সালাফদের জীবনী জানার জন্য এটি সংগ্রহ করা আবশ্যক মনে করি। আর লেখকের লেখা অত্যান্ত প্রশংসনীয়। তাঁর গদ্যের ধারায় যে-কেউ মুগ্ধ হতে বাধ্য।