User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
শেক্সপিয়ারের নাটক "As You Like It"-এ একটি বিখ্যাত সংলাপ আছে: “All the world's a stage, And all the men and women merely players…” এর বাংলা ভাবার্থ দাঁড়ায়— “এই দুনিয়া এক রঙ্গমঞ্চ, আর আমরা সবাই সেখানে অভিনেতা মাত্র।” এইযে দুনিয়াতে এতো মানুষ, এতো পরিবার সবার জীবনের গল্পেই অনেক ভিন্নতা আছে। দূরে থেকে বা কাছে থেকেও সহজে বোঝার উপায় নেই কার ভেতরে কি চলছে। সব মানুষই অভিনয় করায় ব্যস্ত। খারাপ থাকাটাকে ভেতরে লুকিয়ে বাহিরে ভালো থাকার নিজেকে সহ নিজের সম্পৃক্ত সবাইকে ভালো রাখার এক অক্লান্ত চেষ্টায় সবাই ব্যস্ত। একটা সময় আমি ভাবতাম মানুষগুলো বাহ্যিকভাবে এত সুখী কেন? সবাই কি সত্যিই এত আনন্দে আছে? কিন্তু একটু একটু করে বড় হতে হতে, জীবনের অভিজ্ঞতা বাড়তে থাকল। তখনই বুঝতে শিখলাম বাহ্যিক চেহারার পেছনে লুকিয়ে আছে অনেক না-বলা গল্প, অনেক না-দেখা কষ্ট। লেখক সাব্বির জাদিদ ভাই তার বই ‘বাংলাদেশ এন্টারপ্রাইজ’-এ ঠিক সেই না-বলা গল্পগুলোকেই যেন তুলে এনেছেন। "বাংলাদেশ এন্টারপ্রাইজ" নামের এক কাল্পনিক গাড়িতে চড়ে পাঠক ভ্রমণ করবেন গল্পে গল্পে—কখনো দেখতে পাবেন জঙ্গি নাটকের ভিক্টিম আর ভিলেনদের। এখানে খলনায়ক আছে, কিন্তু নেই কোনো সত্যিকারের নায়ক। যা আছে, তা হলো কেবল ভিক্টিম ভিকটিমের কণ্ঠস্বর। আবার কোনো গল্পে আপনি পৌঁছে যাবেন এমন এক গরিব পরিবারের জীবনে, যেখানে একটি গরু হয়ে উঠেছে পরিবারের একমাত্র সম্পদ, আর সেই গরুকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করছে সেই পরিবারেরই একমাত্র ছেলে। লেখক আপনাকে এই “বাংলাদেশ এন্টারপ্রাইজ” এ তুলে একটি যাত্রা শুরু করিয়ে দেবেন ঠিকই, কিন্তু এ যাত্রার কোনো Happy Ending নেই। বরং বই শেষ হওয়ার পর, চারপাশের অসংখ্য অপ্রকাশিত গল্প ও সেসবের করুণ পরিণতি নিয়ে আপনি নিজেই ভাবনায় ডুবে যাবেন। বই: বাংলাদেশ এন্টারপ্রাইজ লেখক: সাব্বির জাদিদ ধরন: সমকালীন গল্পগুচ্ছ প্রকাশনী: ঐতিহ্য পৃষ্ঠা সংখ্যা: ১১০
Was this review helpful to you?
or
সাহিত্য সমাজের দর্পণ স্বরূপ। এই কথাটি বর্তমান সাহিত্যে আমি খুব কমই পেয়েছি। তবে গত কয়েকদিনে ডুবে ছিলাম "বাংলাদেশ এন্টারপ্রাইজ" বইটিতে। বইটির উপজীব্য হলো আমাদের এই বাংলাদেশ আর সমাজের বেশ কিছু অস্বস্তিকর ও অপ্রিয় সত্য ঘটনার নিপুণ সাহিত্যরসের সাবলীল বর্ণণা। ★ বলা নেই, কওয়া নেই। হঠাৎ-ই একদিন রাতে আপনার দরজায় কড়া নাড়ে আইনের লোক। তারপর আপনি কোথায় উধাও হয়ে গেলেন, না আপনি জানেন, আর না আপনার পরিবার জানে। ★ কারখানায় অগ্নিকাণ্ডে মারা গেলো আপনার সন্তান। ঘটনার সময় তার সাথেই ফোনে কথা বলছিলেন অথচ খবরে এলো আপনার সন্তানের লাশ তো দূর মৃত্যুর বিষয়টিও কেউ নিশ্চিত করতে পারছে না। ★ আপনি একজন রক্ষণশীল পিতা, আপনার একটি মেয়ে আছে যার উঠতি বয়স। চারদিকের বিভৎস সকল ঘটনায় আপনি বিচলিত ও বিভ্রান্ত। আপনাজনের দ্বারাই বেশি ক্ষতির সম্ভাবনা এটা উপলব্ধি করার পর আপনি নিজেই মেয়ের সাথে মিশতে ভয় পান। এমন সময় আপনার শালিকার ছেলে আসলো আপনাদের বাড়িতে। আর মেয়ের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে তাকে চোখ থেকে এক পলকের জন্যও আড়াল হতে দিচ্ছেন না। ★ আপনি হিন্দু ধর্মের একজন লোক। যাবতীয় সব কাজই সকল ধর্মের সাথে আপনি করতে পারেন কিন্তু বিয়েটা আপনার নিজের ধর্মেই করতে হবে। অথচ দেশটাকে আপনি আরও অন্য দশজনের মতোই ভালোবাসেন। ★ চারদিকের নানান জটিলতা আর অনিরাপত্তায় আপনি বিষিয়ে উঠেছেন, এই পৃথিবীতে নিজের আগমনটাকেও অহেতুক মনে করেছেন। সেখানে আপনার সন্তানকে এই ভোগ, লালসার দুনিয়ায় কীসের আসায় নিয়ে আসবেন? ★ আপনি মানুষ হয়ে জন্মেছেন ঠিকই কিন্তু অন্যের কলকাঠিতেই আপনার জীবন চলছে আর তাকে খুশি করতেই আপনার জীবন বাজি রেখে তার আজ্ঞাবহ হয়ে কাজ করে যাচ্ছেন। ঠিক এরকমই একটা চরিত্রের শেষটার সাথে যদি আপনার দেখা হয় তখন কি তার শেষ পরিণতি জানতে চাইবেন? ★ আপনার বাবা অন্তর্বাসের ব্যবসা করে, কিন্তু বিষয়টা আপনি ভালো চোখে দেখেন না, বাবার পরিচয় দিতে অস্বস্তি বোধ করেন। কেননা অন্যরা এটা নিয়ে হাসি ঠাট্টা করে। তাহলে এখন আপনার করণীয় কি আর আপনার বাবার কি উচিৎ ব্যবসাটা ছেড়ে দেয়া? ★ আপনি খুবই হতদরিদ্র অথচ আপনার প্রতিবেশীর বিশাল নাম খ্যাতি। তার জীবনের সাথে আপনার পুরো জীবনটাই বিপরীত। তাই সবসময়ই তার অমঙ্গল চেয়ে আসছেন, আর মৃত্যু কামনা করেছেন। ভেবেছেন মৃত্যুর পর হয়তে দুজনেই সমান হবেন কিন্তু না মৃত্যুর পরই একই পরিণতির শিকার হলেন। ★ আপনি পরিবারের একমাত্র সন্তান। অভাবের সংসার, দুবেলা খাবার জুটাতেই শরীর শেষ হয়ে যায়। তাই বাবা-মার প্রতি আপনার অভিযোগ অনেক। গোয়াল ঘরের গরুটাও আপনার চেয়ে বেশি যত্ন পায় কারণ তার থেকে আর্থিক লাভ আসে বছরে বছরে। আর এদিকে আপনি পরিবারে শুধু অর্থ খুইয়ে চলেছেন। ★ আপনি একজন নামকরা লেখক। লেখার ঝুড়িতে জমা আছে অসংখ্য বই আর খ্যাতি। আপনি পাঠকের পালস বুঝে লিখতে জানেন আর খুবই বাস্তবিক ভঙ্গিতে লিখতে জানেন।তা একদিন আপনারই তৈরি করা চরিত্র খিদে মেটাতে চলে আসলো আপনার কাছে অথচ সেই চরিত্রে ক্ষুধা নিয়ে আপনি কিছুই লিখেননি। ★ আপনি একজন ডাক্তার। মানবতার সেবাই যখন আপনার ধর্ম তখন আপনি সাহিত্যে মন দিতে বসেছেন। হম্বিতম্বি করে অনেক বই পড়াও শুরু করলেন অথচ লেখা বেরুলো না এক কলমও। আর চারপাশ থেকে অনেক অনেক বাঁধা পেতে থাকলেন। ★ আপনি রাস্তা দিয়ে রোজ কলেজে যান, পরিবারে মা নিয়ে তাই বাবার খেয়ালটাও আপনিই রাখেন। এমন দায়িত্বশীল একজন মানুষ আপনি অথচ নিজের দায়িত্বটা নিতে জানেন না। রাস্তা-ঘাটের বিশ্রী,বিভৎস ঘঠনা গুলো আপনার বমির কারণ হয়। আর রোজ একই বিষয়ের সাক্ষী হতে থাকেন। ★ একটি লোকাল বাসে চড়ে বসেছেন। আপনার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাবেন, কেউ আবার পরীক্ষা দিতে যাবে, কেউ যাবে মায়ের জন্য ভাত-তরকারি নিয়ে, মা হাসপাতালে ভর্তি। আবার কেউ যাবে দীর্ঘদিনের প্রিয় মানুষটাকে প্রথমবারের জন্য দেখতে। কিন্তু বাসের অবস্থাটা এতটাই সূচনীয় যে বারবার ড্রাইভার পরিবর্তন করেও কোনো ফল পাচ্ছেন না, শেষে কিনা নিজেরই কপাল চাপাচ্ছেন যে কেন এই বাসে উঠলাম। ★ এইতো কিছুদিন আগে বন্যা গেলো। আমরা সবাই-ই প্রাণপনে চেষ্টা করেছি যথাসম্ভব সাহায্য করার কিন্তু তা যথেষ্ট ছিল না। এখন আপনি নিজেকে বন্যা কবলিত এলাকায় বিবেচনা করুন, আর কেউ বড় বড় নৌকা নিয়ে আপনার এলাকায় যাচ্ছে, ত্রাণ দিচ্ছে, ছবি নিচ্ছে। শেষ, দায়িত্ব পালন করে আবার ফিরে যাচ্ছে কিন্তু আপনি শ্রোতে ভেসে যাচ্ছেন ওনারা তা ভিডিও করে আপনাকে রেখে ফেসবুকে, ইন্টারনেটে ভিডিও ছড়াচ্ছে। আহা এলাকাটা জলে ভেসে গেলো, পানি আর পানি কিন্তু আপনাকে নিয়ে কেউ ভাবছে না। "বাংলাদেশ এন্টারপ্রাইজ" একটি গল্প গ্রন্থ। যেখানে বিগত সময়ের ফ্যাসিস্ট সরকারের অপারগতা, দায়িত্বহীনতা, খেয়ালি পনা আর স্বৈরাচারিতাকে ভিত্তি করে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার উপর গল্পগুলো রচিত হয়েছে। সরাসরি কিছু না বলেও এই বইয়ের শুরুর মুদ্রণ বাজারে ঢুকার সাথে সাথেই বাজেয়াপ্ত করে পুড়িয়ে দেয়া হয়েছিল। কারণটা আপনি বই পড়লেই উপলব্ধি করতে পারবেন। লেখকের উপস্থাপনা ও শব্দচয়ন আমাকে এতটাই আকৃষ্ট করেছিল যে বইটা শুরু করার পর শেষ না করে শান্তি পাচ্ছিলাম। যেহেতু বইটার বিষয়বস্তু আমাদের জীবনকে উপজীব্য করেই লেখা তাই ১৪ টি গল্প থাকলেও একটার অন্যটার কোনো মিল নেই। প্রতিটি গল্পের বিষয়বস্তু আলাদা ও উপস্থাপনা ভঙ্গিও নান্দনিক এবং উপভোগ্য। যদি কখনোও রিডার্স ব্লকে ভুগেন কিংবা মন খারাপ করতে ইচ্ছে করে বইটা পড়ে দেখবেন। দেখবেন আল্লাহ আপনাকে কতটা নেয়ামত দিয়ে রেখেছে। বই পরিচিতি: বই: বাংলাদেশ এন্টারপ্রাইজ লেখক: সাব্বির জাদিস প্রকাশনায়: ঐতিহ্য পৃষ্ঠা সংখ্যা: ১১০
Was this review helpful to you?
or
কিছু গল্প মান সম্মত মনে হয়নি।