User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Very well written from Rifat Hasan! The story didn’t lose its grip till the last page.
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
গল্পটা শুরু করা যায় সুরুজ মিয়ার চায়ের দোকান থেকে। একটা গল্পই তিনি বার বার বলতে ভালোবাসেন। নুহাশ আর সাবিত নামের দুইজন বুয়েটের ছাত্রও গল্পটা শুনেছিল। সেই গল্পের সত্যতা প্রমাণ করতে নিছক শখের বশে গোয়েন্দা সেজে বসে নুহাশ। জানতে পারে গোপনীয় কিছু তথ্য। ওদিকে আবার আছে তিথি নামের মেয়েটা। ক্যাম্পাস পলিটিক্স এর বিরুদ্ধে জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে ক্ষমতাবান ছাত্রনেতার নজরে পড়ে যায় সে। বর্তমান থেকে সরে আসা যাক অতীতের ষাটের দশকে। সুইডেনের ব্যাংকে একের পর এক ডাকাতি করা দলকে শেষমেশ পুলিশ ধরতে পারলেও জেল ভেঙে পালিয়ে যায় তারা। অথবা চলে যাওয়া যাক ১৯৭১ সালে। যখন বাংলাদেশের গঙ্গাসাগর গ্রামে রচিত হচ্ছিল এক বীরগাঁথা। মুক্তিবাহিনীর কমান্ডার মামুন যেদিন মুখোমুখি হয়েছিল মিলিটারি ক্যাপ্টেন আনসারীর। পাঠকরা বুঝতেই পারছেন উপন্যাসটিতে বিভিন্ন টাইমলাইন নিয়ে প্রচুর কাহিনী এবং প্রচুর চরিত্র। তবে সেটা যে গল্পের প্রয়োজনেই লেখা উপন্যাসটি পড়লেই বুঝতে পারবেন। এই বইটি পড়ার আগ্রহ হবার কারণ তিনটি। এক, বইয়ের নাম খুবই ভালো লেগেছে আমার। দুই, গল্পটি থ্রিলারের গতানুগতিক স্ট্রাকচার মেনে হয়নি। তিন, আমি চাচ্ছিলাম তরুণ লেখকদের মৌলিক বই ট্রাই করার। বইয়ের লেখা খুবই সাবলীল। একটানা পড়তে একটুও বিরক্তিবোধ লাগেনি। প্রথম দিকে অবাক হয়েছিলাম। লেখক প্রতিটি অধ্যায় শেষে একটা করে রহস্য রেখে দিয়েছেন। কিন্তু পরের অধ্যায় একদম ভিন্ন একটা দৃশ্যপট নিয়ে লেখা। পরে বুঝতে পারলাম লেখক ছোট ছোট ঘটনা আলাদা আলাদা করে বলার পর একসাথে কানেক্ট করে দিবেন ঠিক সময়ে এসে। তাই ধৈর্য্য ধরে পড়তে থাকলাম। আমি সাধারণত কোনো বই পড়তে গেলে এক অধ্যায় পড়ে পড়ে একটু বিরতি নিই। কিন্তু এই বইয়ে লেখক প্রতিটা অধ্যায়ের শেষে এমন আকর্ষণীয় রহস্য দিয়ে শেষ করে দেন যে এরপর কী হবে জানার জন্য অপেক্ষা করতে পারিনি আর। এই বিষয়টি আমার বেশ ভালো লেগেছে। কারণ আমি নিজেও চাই আমাকে কোনো বই ঠিক এইভাবে আকৃষ্ট করে রাখুক। শেষের দিকে কাহিনী বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল। যার কারণে ঘুম বাদ দিয়ে একটানা পড়ে শেষ করতে হয়েছে আমাকে বইটা। অনেকগুলো সম্পর্কহীন প্রেক্ষাপট শেষে এক বিন্দুতে মিলিয়ে সকল রহস্য উন্মোচন করেছেন লেখক। এর আগে পর্যন্ত কোনোভাবেই আন্দাজ করতে পারিনি যে কাহিনী কোনদিকে আগাচ্ছে এবং সামনে কী থাকতে পারে। সব মিলিয়ে ভালো সময় কেটেছে বইটার সঙ্গে।