User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Shaker Bin Zahed

      13 Jun 2025 09:44 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By BD RAMADAN

      25 Mar 2025 05:30 AM

      Was this review helpful to you?

      or

      Its good.

      By Emran Hossain

      13 Mar 2025 11:54 PM

      Was this review helpful to you?

      or

      “যুক্তিফাঁদে ফড়িং” বইটি যুক্তি ও যুক্তির ভ্রান্তি নিয়ে গল্পের ছলে লেখা অসাধারণ এক বই। কঠিন বিষয়কে মজার উপায়ে শেখানোর দারুণ দৃষ্টান্ত এটি। বইটিতে ২৪টি যুক্তির ভ্রান্তি তুলে ধরা হয়েছে, যেখানে প্রতিটি কনসেপ্ট সহজ ও বিনোদনমূলক উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। মূল চরিত্র হাসিব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক যুক্তিপ্রেমী যুবক, যিনি যুক্তির লড়াইয়ে প্রতিপক্ষকে কুপোকাত করতেই পছন্দ করেন। বিতার্কিক হিসেবে পরিচিত হাসিব শখের বসে গ্রামের স্কুলে শিক্ষকতা শুরু করেন, যেখানে তার যুক্তির দুনিয়ায় যুক্ত হয় কিছু কৌতূহলী শিক্ষার্থী। বিশেষ করে, হাফিজ নামের এক শিক্ষার্থী তার যুক্তিগুলো ছন্দে মজাদারভাবে উপস্থাপন করে, যা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রতিটি অধ্যায়ে গল্প, কমিক, ছন্দ আর উদাহরণের সংমিশ্রণে যুক্তির জগতে ভ্রমণের অনুভূতি পাওয়া যায়। বইটি পড়তে গিয়ে কখনোই একঘেয়ে লাগবে না, বরং বাস্তব জীবনে আমরা কতভাবে যুক্তির ভ্রান্তিতে জড়িয়ে পড়ি, তা স্পষ্ট হয়ে উঠবে। বিজ্ঞাপনে সেলিব্রিটিদের রিকমেন্ডেশন কতোটা নির্ভরযোগ্য, বা আমরা কেন আবেগের বশে যুক্তি না বুঝেই সিদ্ধান্ত নেই—এসব নিয়েও গভীর ভাবনার খোরাক দেবে এই বই। বাংলা ভাষায় যুক্তিবিদ্যা নিয়ে এত সহজ ও উপভোগ্য বই খুব কমই আছে। চমক হাসানের মুন্সিয়ানা এখানেই, তিনি গণিতের মতো যুক্তিবিদ্যাকেও মজাদারভাবে উপস্থাপন করতে সক্ষম। বইটি যে কোনো পাঠকের চিন্তার নতুন দুয়ার খুলে দেবে।

      By Rahin Ibne Harun

      11 Jan 2025 11:35 AM

      Was this review helpful to you?

      or

      The book is excellent and explain daily life example logically!

      By Taposh Kumar

      29 Dec 2024 08:12 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের মান খুব ভালো। যারা যুক্তি নিয়ে পড়তে চাই বা জানতে চাই তাদের প্রথম দিকের একটা ভালো বই।

      By Sanufar Rita

      07 Dec 2024 11:15 PM

      Was this review helpful to you?

      or

      GREAT

      By SABIT

      14 Oct 2024 11:25 PM

      Was this review helpful to you?

      or

      best

      By Mohammad Tanvir

      19 Mar 2025 05:16 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই, অনেক কিছু শিখার আছে এই বই থেকে। নিজের মূল্যবান সময় ব্যায় করে এই বইটা পড়লে খুব বেশি ক্ষতি হবে না । এই বিষয়ে আরো কিছু বই প্রকাশিত হবে, সেই অপেক্ষায় রইলাম।

      By Afifa Sultana

      08 Oct 2024 09:55 AM

      Was this review helpful to you?

      or

      বইটি অন‍্যভাবে ভাবায়।

      By Jannatul Ferdous Turjo

      13 Jul 2024 03:39 PM

      Was this review helpful to you?

      or

      আমি ছোট বেলায় অনেক কথা শুনতাম তবে বেশিরভাগ সময়ই অনেকটা এলোমেলো হয়ে যেতাম মানুষের নানা সময়ে নানা কথা বিবেচনার মাধ্যমে। কেননা তাদের কথায় ছিল নানা অযৌক্তিক উপমা। তবে চমক হাসান ভাইয়ের এই বইটি ধরিয়ে দিলো কিছু নিত্যদিনের ভ্রান্তি। এসব ভ্রান্তি গুলোর মধ্যে সবচেয়ে বেশি বার আমি এড হোমিনেম ও সান্ক কস্ট ফ্যালাসির সম্মুখীন হয়েছি যা এই বই পড়ে সংগায়িত করতে পারছি। আশা করি সকলেরই ভালো লাগবে ব ইটি পড়ে। কেননা এখানে আমাদের প্রতিদিনের কিছু কমন ভ্রান্তি নিয়ে কথা বলা হয়েছে। তার পাশাপাশি হাফিজের (বুনোকবি) চরিত্রটিও সবাইকে আকৃষ্ট করবে।

      By 880****267

      27 Mar 2024 11:54 AM

      Was this review helpful to you?

      or

      ২য় পর্বের অপেক্ষায় রইলাম।

      By Siam Mahmud

      13 Sep 2023 04:29 PM

      Was this review helpful to you?

      or

      One must read book ?

      By Meer Ashraf Hossain

      16 Aug 2023 07:33 PM

      Was this review helpful to you?

      or

      প্রাচীন সভ্যতা থেকে বর্তমান সভ্যতার মূলে রয়েছে দর্শন, বিজ্ঞান ও গণিত। এগুলো প্রতিষ্ঠার পিছনে মূল যে বিষয় তা হলো পর্যবেক্ষণ ও যুক্তি। ভুল যুক্তি বা কুযুক্তিগুলো জ্ঞান-বিজ্ঞান বিস্তারের অন্তরায় হয়ে দাঁড়ায়। ইতিহাসে এমন কিছু লজিক্যাল ফ্যালাসিও রয়েছে, যেগুলো কিছুকালের জন্য থমকে দিয়েছিল সভ্যতার চাকা। তবে 'যুক্তিফাঁদে ফড়িং' বইটি ইতিহাসের বড়ো বড়ো ফ্যালাসি নিয়ে নয় বরং প্রাত্যহিক জীবনে যেসকল ভ্রান্তির মুখোমুখি হই তা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটিতে যেসকল বিষয় ব্যাখ্যা করা হয়েছে তা হলো— যুক্তি ও ভ্রান্তির পার্থক্য, কীভাবে মূল বিষয়কে বাদ দিয়ে ব্যক্তি আক্রমণ করা হয়, বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী কুযুক্তির মাধ্যমে কীভাবে নিজেদের উদ্দেশ্য সফল করে নেয়, হুট করে সিদ্ধান্ত নেওয়া কেন ভুল, যুক্তি দেখিয়ে সাধারণ ঘটনাকে বড়ো করা কিংবা বিপদজনক মনে করা কেন উচিত নয়, সকলে একমত হলেও কেন সেখানে ভুল থাকতে পারে, কেন প্রচলিত নিয়মের বাইরে গিয়েও চিন্তা করতে হবে, কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয়, কেন ফ্যালাসি থাকলেও সবসময় সিদ্ধান্ত ভুল হয় না ইত্যাদি বিষয়ের চমৎকার ও সাবলীল ব্যাখ্যার উপস্থাপন হয়েছে বইটিতে। বইটির মূল চরিত্র হলো হাসিব। যিনি সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়েছে। কিছুদিন মাটির খুব কাছাকাছি থাকার জন্য শখের বসে শিক্ষক হিসেবে গাঁয়ের স্কুলে যোগ দেয় সে। পাঠদানের এক পর্যায়ে দেখলেন সেখানকার ছেলেমেয়েদের ফ্যালাসি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই অথচ গণিতবিজ্ঞান শিখতে হলে যুক্তি ও ভ্রান্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। সেই থেকেই শুরু হয় ফ্যালাসি নিয়ে বিভিন্ন আলোচনা। তাদের ফড়িংয়ের মতো অস্থির মন যেন কুযুক্তির ফাঁদে পড়ে পথ না হারায়, এটাই তাঁর একান্ত প্রয়াস। বইটির যে দিকগুলো আমার ভালো লেগেছে— মজার ছলে শিক্ষাদান ও ছাত্র-শিক্ষকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যার ফলে শিক্ষার্থীদের আরো আগ্রহী হয়ে উঠা। যুক্তি ও ভ্রান্তি সম্পর্কে সঠিক জ্ঞান পৌঁছানোর মাধ্যমে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এছাড়াও বর্ণনা কৌশল এত চমৎকার হয়েছে যে পড়ার সময় এতটুকুও বোরিং লাগেনি। সমালোচনা: যদিও বইটি যুক্তি নিয়ে লেখা কিন্তু যুক্তি কী, কীভাবে যুক্তি এলো এই টপিকগুলোর উপস্থিতি নেই, যার জন্য কিছুটা অতৃপ্তি রয়েই গেল। এবং আরো কিছু ফ্যালাসি নিয়ে আলোচনা করা হলে বেশ ভালো লাগতো, মানে বইটা এত ভালো লেগেছে যে, পড়া শেষে মনে হয়েছে বইটা যেন ছোটো হয়ে গেল। বইটি কাদের জন্য? ছোটো থেকে বড়ো যেকোনো শ্রেণি বা পেশার মানুষ বইটি সানন্দে পাঠ করতে পারবে। বইটি পাঠ করে কোনো পাঠকই আশাহত হবেন না বলে আমার বিশ্বাস। আর একটা কথা, চাইলে আজই আপনার বুকশেলফে বইটি নিয়ে আসতে পারেন। #BOOK_REVIEW ---------------------------------- বই: যুক্তিফাঁদে ফড়িং লেখক: চমক হাসান প্রকাশক: আদর্শ প্রকাশকাল: ২০২১ মুদ্রিত মূল্য: ৳২০০

      By Ibrahim Maruf

      03 Mar 2023 05:40 PM

      Was this review helpful to you?

      or

      বইটি হাতে পেয়ে খুবই ভালো লাগছে,আশা করি পড়েও ভালো লাগবে।

      By Sakibur Rahman

      18 Feb 2023 03:55 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই। বইটি পড়া শুরু করলে কখন যে বুঝা শুরু করবেন আপনি নিজেই অনেক যুক্তির ভ্রান্তির মধ্যে ডুবে আছেন, টের পাবেন না। Recommended book

      By MD. ABU BAKAR CHIDDIK

      10 Feb 2023 12:47 PM

      Was this review helpful to you?

      or

      সব সময়ের মতো চমক ভাই একটি নতুন চমক নিয়ে হাজির হয়েছেন। এই বইয়ের থাকা প্রত্যেকটি যুক্তি আমার খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ আমাদের জীবনের সাধারণ কথাবার্তাগুলোর মধ্যে থাকা যুক্তিগুলো কে সুন্দর ভাবে উপস্থাপন করে একটা বই বানানোর জন্য।

      By Abdullah Maruf

      24 Jan 2023 11:08 PM

      Was this review helpful to you?

      or

      মোটামুটি ভালোই,

      By Munem Shahriar

      02 Jan 2023 11:50 PM

      Was this review helpful to you?

      or

      must read

      By I'm Me

      10 Oct 2022 07:03 PM

      Was this review helpful to you?

      or

      nice book

      By Pratik Mojumder

      11 Sep 2022 05:48 PM

      Was this review helpful to you?

      or

      ভালো

      By Afsana AR.

      03 Sep 2022 12:37 AM

      Was this review helpful to you?

      or

      To understand the meaning of 'LOGICS', this is a great book in Bangla version . In this book writer is trying to show many kinds of logics by short stories and illustrations. My rating 4.5/5

      By S M Mehrabul Islam

      27 Aug 2022 12:15 AM

      Was this review helpful to you?

      or

      Great book with great insights, as always. Chamok Hasan never fails to mesmerize.

      By Zarin Irtiza

      26 Aug 2022 07:52 PM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো একটি বই নতুন কিছু শিখলাম

      By MD. Salim Islam

      21 Aug 2022 07:07 PM

      Was this review helpful to you?

      or

      Best

      By Md Rayhan

      21 Aug 2022 11:22 AM

      Was this review helpful to you?

      or

      Great.

      By Deep Dasgupta

      18 Aug 2022 07:56 PM

      Was this review helpful to you?

      or

      খুব একটা ভালো লাগে নি

      By Mansif bin hasib

      15 Aug 2022 11:18 AM

      Was this review helpful to you?

      or

      Great Book.. It won't disappoint you at all

      By Sheikh Mohammad Sazzad Hossain

      13 Aug 2022 12:47 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By Muktadir Adit

      10 Aug 2022 08:57 AM

      Was this review helpful to you?

      or

      Learned something new.

      By Zahaan Ripa

      07 Aug 2022 08:53 PM

      Was this review helpful to you?

      or

      Econometrics

      By Moshiur Rahman Abraham

      01 Aug 2022 07:52 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Ashiqul Alam Abid

      24 Jul 2022 05:59 PM

      Was this review helpful to you?

      or

      awesome book.

      By Imran Gazi

      17 Jul 2022 08:11 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By MOHAMMAD ATIKUL ISLAM

      17 Jul 2022 05:16 AM

      Was this review helpful to you?

      or

      ভাল

      By PROTTOY

      16 Jul 2022 08:32 AM

      Was this review helpful to you?

      or

      Nice

      By ahnaf akif

      10 Jul 2022 12:33 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই, পড়ে ভাল লেগেছে

      By saief al islam

      02 Jul 2022 06:55 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই। পরিষ্কার যুক্তির ব্যবহার খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে বোঝানো হয়েছে। যেকোনো বিষয় সঠিকভাবে বিশ্লেষণে সাহায্য করবে। লেখকের ভাষার ব্যবহার চমৎকার।

      By ARIFUL ISLAM

      13 Jun 2022 11:50 PM

      Was this review helpful to you?

      or

      ভালো বই

      By Mehedi Hasan

      13 Jun 2022 03:46 PM

      Was this review helpful to you?

      or

      valo akta boi

      By Rabiul Karim

      25 May 2022 03:15 PM

      Was this review helpful to you?

      or

      Right

      By Md. Mukitul Islam Ratul

      15 May 2022 10:24 AM

      Was this review helpful to you?

      or

      nice

      By Munna sakib

      29 Apr 2022 12:01 AM

      Was this review helpful to you?

      or

      বইটি ছোটদের জন্য

      By Md. Ismail Hossain

      10 Apr 2022 01:09 PM

      Was this review helpful to you?

      or

      ভালো একটি বই। যারা পড়তে চান যুক্তি নিয়ে তাদের জন্য অনেক ভালো হবে।

      By Billu Chowdhury

      08 Apr 2022 11:29 AM

      Was this review helpful to you?

      or

      helpful ones

      By Md Imran

      06 Apr 2022 10:40 AM

      Was this review helpful to you?

      or

      good

      By Rezwan Rafi

      31 Mar 2022 11:33 AM

      Was this review helpful to you?

      or

      ভালো বই

      By Md. Sumon Rahman

      25 Mar 2022 07:55 AM

      Was this review helpful to you?

      or

      was great

      By Md Nadim Hassan

      22 Mar 2022 10:36 AM

      Was this review helpful to you?

      or

      চমক ভাই সবসময়ই দারুন। বইয়ের কুযুক্তি গুলো নিয়ে আমিও চিন্তা করতাম কিন্তু নাম জানতাম না। বইটা পড়ে অনেক মজা পেয়েছি। চিন্তার জগৎ বড় হয়েছে। আমি নিজেও কিছু কিছু কুযুক্তি ব্যবহার করতাম সেগুলো থেকে সচেতন হলাম। অনেকটা "Art of Thinking Clearly ' বই এর মতো।

      By Abu Bakar Siddiq Abid

      22 Mar 2022 04:19 AM

      Was this review helpful to you?

      or

      চমক ভাইয়ার বই মানেই চমক। কথায় কথায় ভ্রান্ত যুক্তি ব্যবহার করে নিজেকে প্রচন্ড রকমের যুক্তিবাদী মানুষ মনে করা তথাকথিত বুদ্ধিজীবীদের জন্য এই বইয়ে আছে বিশাল বড় এক চমক। খুব ভালো লাগলো বইটা পড়ে।

      By Ontorikkho Mohajan

      21 Mar 2022 07:30 PM

      Was this review helpful to you?

      or

      This book perfectly knows how to teach logic

      By omar nihal

      20 Mar 2022 09:54 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Abdus Sattar

      17 Mar 2022 01:31 PM

      Was this review helpful to you?

      or

      ভাল লেগেছে তবে একটু জটিল তো তাই টার্মগুলো মনে রাখা কঠিন বটে।

      By Shahidul Islam

      17 Mar 2022 11:08 AM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ কুযুক্তির রকমফের আর কথার মারপ্যাচের উপর একটি সুন্দর বই লেখার জন্য। আমরা হরহামেশাই অনেক রকমের ভ্রান্ত যুক্তি দিয়ে কথা বলে ফেলি, সেগুলো খুব নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে বইটিতে। এই ধরনের বিষয়বস্তু নিয়ে আমি আর অন্য কোন বই পড়িনি, বাংলায় আর আছে কিনা জানা নেই। বইটি শব্দের অলংকার আর নানা বাস্তবিক উদাহরণ দিয়ে সাজানো হয়েছে একটি ঘটনাপ্রবাহের মাধ্যমে। বইটি পড়ে আমি নিজের জীবনের সাথে কিছু বাস্তবসম্মত ঘটনা সম্পর্কিত করতে পেরেছি, যেগুলো আমাকে ভাবাত, চিন্তা করাতো। খুব গুছানো, সহজ সাবলীল ভাষায় আর যুক্তিবিদ্যার বেশ কিছু ইংরেজি term এর সাথে পরিচয় করানোর সাথে সাথে বইটির ঘটনাপ্রবাহ শেষ হয়। Must Read.

      By Shawon Ahmed

      17 Mar 2022 01:38 AM

      Was this review helpful to you?

      or

      বইটা ছোটদের জন্য। ৯ম ১০ম এর বাচ্চাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি পরে মোটেও মজা পায়নি। উলটো বিরক্তিকর লাগছে। লেখকের উচিত ছিল বয়স সীমা উল্লেখ করে দেয়া।

      By Muhibur Rahman Marzan

      15 Mar 2022 09:52 PM

      Was this review helpful to you?

      or

      এত ভালো লাগে নি।

      By Sadman Alam Khan

      19 Jun 2022 02:43 PM

      Was this review helpful to you?

      or

      ভালো।

      By Md. Jubaer Rahman

      08 Mar 2022 08:36 PM

      Was this review helpful to you?

      or

      স্কুলপড়ুয়াদের আরো চিন্তা করে, বুঝে কথা বলায় ও ধরায় ? উদ্বুদ্ধ করবে নিশ্চিত

    • Was this review helpful to you?

      or

      ভালো বই

      By Md Nayeem Islam Nishat

      06 Mar 2022 03:16 PM

      Was this review helpful to you?

      or

      বইটি আমি সম্পুর্ন পড়েছি। খুব বেশি ভালো লাগেনি। মোটামুটি লেগেছে। যুক্তিগুলো ও যুক্তির ভ্রান্তি গুলো অসাধারণ ছিল। বইটি আমার নিজের উপর তেমন কোন প্রভাব ফেলতে পারেনি। তাছাড়া তুলনামূলকভাবে বইটির দাম একটু বেশি(Reviewed wisely) My personal Rating:3.5/5♥️

      By Mohammad Musa

      05 Mar 2022 01:54 PM

      Was this review helpful to you?

      or

      একদম প্রাক লেবেলে যুক্তি বিদ্যার প্রাথমিক ধারনা পাওয়া যাবে। মোটামুটি ভালো।

      By Fahad Hasan

      02 Mar 2022 07:07 PM

      Was this review helpful to you?

      or

      osthir

      By Swadesh Chisim

      01 Mar 2022 09:44 PM

      Was this review helpful to you?

      or

      এই বইটা পড়ার মাধ্যমে যুক্তির যে ভ্রান্তি হয় সেটা বুঝতে পেরেছি। আগে এই বিষয় গুলো নিয়ে দ্বিধায় থাকতাম। খুজতাম কোথাও এই সমস্যার গুলোর সমাধান আছে কিনা। শেষ চমক হাসান ভাইয়ার এই বইটি চোখে পড়েছি। পড়তে সময় লেগেছে কিন্তু শেষ করেছি। চেষ্টা থাকবে যাতে যুক্তির ভ্রান্তি না করি।

      By Najmus Sakib

      01 Mar 2022 01:34 AM

      Was this review helpful to you?

      or

      আমার কাছে বইটি অনেক শিক্ষনীয় এবং মজার। সামনে পেলেই একবার হলেও কোন না কোন পৃষ্ঠা পড়ি।

      By Md Abdullah-Al Mamun

      27 Feb 2022 06:30 PM

      Was this review helpful to you?

      or

      Good One.

      By Mohammad Toufik

      25 Feb 2022 07:39 PM

      Was this review helpful to you?

      or

      Nice all

      By Tarif Mehmud Chowdhury

      25 Feb 2022 11:34 AM

      Was this review helpful to you?

      or

      good

      By Ahadul Hasan

      24 Feb 2022 05:07 PM

      Was this review helpful to you?

      or

      cool

      By MD. Sohag Rana

      24 Feb 2022 10:57 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই যাতে যুক্তির ভ্রান্তি নিয়ে আলোচনা করা হয়েছে অসাধারনভাবে।

      By Imzamam Haque

      24 Feb 2022 07:00 AM

      Was this review helpful to you?

      or

      খুবি সহজ ভাষায় বইটিতে বোঝানো হয়েছে।

      By Shafayat Hossain

      23 Feb 2022 12:30 PM

      Was this review helpful to you?

      or

      Nice book to read.

      By Mahmud Hasan

      20 Feb 2022 12:00 AM

      Was this review helpful to you?

      or

      GOOD

      By Md Tazri

      19 Feb 2022 11:02 PM

      Was this review helpful to you?

      or

      বই টা পড়ে যা বুঝেছি বইটা ভালো কারন বইটা পড়তে ভালো লেগেছে। wait!!! এই বাক্যতেই একটা যুক্তির ভুল আছে। বাক্যের আশ্রয় বাক্য আর সিদান্ত একই। আর একে বলে Curricular Reasoning. যুক্তি দিতে এই রকম হাজারো ভুল ভ্রান্তি করে থাকি প্রায় সবাই দিনে রাতে। কেউ তো ব্যাক্তি আক্রমন করে কাউকে কথা বলতে চুপ করিয়ে দেয়। আর কেউ তো তর্ক থেকে বাচার জন্য ত্যানা পেচায়। আবার কেউ আরেক জনের Hippocrisy কে কাজে লাগিয়ে যুক্তি দে। যাকে যুক্তি বিদ্যা বলে Appeal to Hippocrisy. এই রকম ২৪ টার মত ফ্যালাসি নিয়ে সন্দুর করে লেখক গল্প আকারে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সামনে। বই টা পড়ার সময় আমার জীবনে শুনা যত আলতু পালতু যুক্তি ছিল সব আমার মনের মাঝে ভাসছিল। এক কথায় ধারুন বইটা। লেখক চাইলে আরো ফ্যালাসি দিতে পারতু। সেটা না করার জন্য ১ স্টার কম।

      By S M Noiem Uddin

      19 Feb 2022 04:02 PM

      Was this review helpful to you?

      or

      Many logical fallacies are explained in a very simple and graspable way. Recommended for readers from any background and age.

      By Arman Hossain

      19 Feb 2022 11:35 AM

      Was this review helpful to you?

      or

      nice book

      By Bijoy Pal Ovi

      19 Feb 2022 12:58 AM

      Was this review helpful to you?

      or

      Very amazing book...

      By Mirza Sadman

      18 Feb 2022 10:51 PM

      Was this review helpful to you?

      or

      very good book?

      By sadman sabab

      16 Feb 2022 11:38 PM

      Was this review helpful to you?

      or

      khub bhalo chilo 5 star

      By Jubayer Siam BU

      13 Feb 2022 10:01 AM

      Was this review helpful to you?

      or

      ভালো বই

      By Piash Pal

      10 Feb 2022 01:19 PM

      Was this review helpful to you?

      or

      Very informative

      By Ashik al hashan

      09 Feb 2022 09:32 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Hasib Ullah Niloy

      09 Feb 2022 06:43 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান ভাইয়ের প্রতি শুভেচ্ছা থাকলো ।

      By Safayet Milkan

      04 Feb 2022 09:43 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তি বিষয়ে অসাধারণ একটা বই।

      By Md. Walidur Rahman

      29 Jan 2022 05:51 PM

      Was this review helpful to you?

      or

      For those who love logic

      By TMBM Nadim

      28 Jan 2022 08:39 PM

      Was this review helpful to you?

      or

      চমক দেয়া বই ?

      By MD Nahid Hasan

      23 Jan 2022 05:27 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। পড়ার পর নিজের ভেতর যে লজিকাল ফ্যালাসিগুলো ছিলো তা জানতে পেরেছি। পারতপক্ষে কথা বলার সময় এ ভুলগুলো আর করিনা।

      By Habibor Rahaman

      22 Jan 2022 07:55 PM

      Was this review helpful to you?

      or

      Awesome

      By Abu Sazid chowdhury

      19 Jan 2022 08:11 PM

      Was this review helpful to you?

      or

      এই বেশি বোঝা মানুষগুলোর অবশ্যই পড়া দরকার।

      By Shawon Gazi

      17 Jan 2022 09:39 AM

      Was this review helpful to you?

      or

      Nice books!

      By Gourav Saha

      11 Jan 2022 02:48 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই। চমক হাসান ভাই এর বই টি আসলেই আমাদের জীবনের অনেক চেনা পরিচিত ঘটনা কে সহজে ব্যাক্ষা করতে শেখাই।

      By Rabiul Hasan Emon

      24 Jan 2022 02:47 PM

      Was this review helpful to you?

      or

      উদাহরণ গুলো দারুন ছিল ☺️☺️

      By Md. Rishad Abdullah

      01 Jan 2022 08:52 PM

      Was this review helpful to you?

      or

      great

      By Anik Sheikh

      30 Dec 2021 11:18 PM

      Was this review helpful to you?

      or

      Chamok bhaiya, you are amazing as usual!

      By Mukhlesur Rahman Siam

      26 Dec 2021 01:49 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Shofiul Alam Bin Solaiman

      23 Dec 2021 08:00 AM

      Was this review helpful to you?

      or

      ভালো একটা বই

      By Mhamudul Hasan

      20 Aug 2022 05:12 PM

      Was this review helpful to you?

      or

      paper quality is good

      By shahriya islam

      09 Dec 2021 09:19 PM

      Was this review helpful to you?

      or

      Another stunning beast from the legend...❤️

      By Shantonu Mondal

      06 Dec 2021 11:27 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন একটি বই

      By Md.Jahidul Islam

      06 Dec 2021 08:02 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটা বই

      By Naimul Arefin

      06 Dec 2021 12:18 PM

      Was this review helpful to you?

      or

      nice book...❤️❤️

      By Taharim Hasan Tanim

      30 Nov 2021 07:31 AM

      Was this review helpful to you?

      or

      যুক্তিবিদ্যার অনেক ভ্রান্তি শিখেছি।

      By Amanat Ullah Sohan

      28 Nov 2021 05:17 PM

      Was this review helpful to you?

      or

      GOOD

      By Milon Chandra Sarker

      22 Nov 2021 07:04 PM

      Was this review helpful to you?

      or

      nice one

      By Nahid

      20 Nov 2021 10:53 AM

      Was this review helpful to you?

      or

      এই বই বাংলাদেশের সবাই পড়া উচিৎ।

      By john taposh gilbert rozario

      14 Nov 2021 11:43 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। যে কোন মানুষের মস্তিষ্কের যুক্তি বোধ শানিত করার জন্য এই বইটি খুবই উপযোগী। যারা যুক্তিবাদী মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে চান তারা এই বইটি কিনে পড়তে পারেন।

      By md.waliuzzaman

      13 Nov 2021 08:08 PM

      Was this review helpful to you?

      or

      nice book

      By Md. Ariful Islam

      10 Nov 2021 04:56 PM

      Was this review helpful to you?

      or

      ভালোই।

      By Md Samsur Rahman Nayem

      08 Nov 2021 09:29 AM

      Was this review helpful to you?

      or

      আবার সব লেখকের বই পড়তে আমার ভালো লাগে না। আমি বই নির্বাচন করি লেখকের এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং লেখকের পূর্ববর্তী বইয়ের রিভিউ দেখে। চমক হাসানের অনেক ভিডিও ফেসবুকে দেখেছি , তাঁকে আমার কাছে খুব চমৎকার লেগেছে। এমনকি তাঁর কিছু ভিডিও দেখে তাকে আমার কাছে গড গিফটেড মনে হয়েছে। তারই ধারাবাহিকতায় চমক হাসানের এই বইটি “যুক্তিফাঁদে ফড়িং” কেনা। প্রথমে ভাবেছিলাম হয়তো বইটি গণিত রিলেটেড হতে পারে। কিন্তু যখন বইটি পড়তে শুরু করলাম তখন আমার ধারণাই বদলে গেল। বাংলা ভাষায় এই ধরণের বই আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই। বইটি খুব সহজ করে, বিভিন্ন মজাদার উপমা দিয়ে লিখেছেন। তাই পাঠক খুব সহজেই বুঝতে পারবে এবং যুক্তি নির্ভর বইটি পড়তে গিয়ে বিরক্ত ফিল করবে না। এবং অতি সহজেই যুক্তির ফ্যালাসিগুলো জেনে নিতে সক্ষম হবে। বইটি আমার কাছে এতটাই ভালো লেগেছে যে, ইতিমধ্যেই বইটি দুই বার পড়ে ফেলেছি। এবং এটি সবসময় পড়ার টেবিলে রাখি ও প্রতিদিন একবার ফ্যালাসিগুলো দেখে নেই। তাঁর এই বইটিতে তিনি প্রায় ২৪ টি ফ্যালাসি নিয়ে আলোচনা করেছেন। আমার কাছে মনে হয়, একজন শিক্ষিত মানুষের যুক্তি বিদ্যা সম্পর্কে ব্যাসিক জ্ঞান থাকা আবশ্যক। যুক্তি বিষয়টা বিজ্ঞানেরই একটি শাখা, এই বিষয়টাই আমাদের সমাজের গতানুগতিক কিছু শিক্ষিতরা জানেন না। তাদের সাথে কথা বলেতে গিয়ে যখন যুক্তি উপস্থাপন করা হয়, তখন তাদের অনেকেই যুক্তিকে শয়তানের হাতিয়ার বলে আখ্যায়িত করেন। তাদের ভাষায় “যুক্তি দেয় শয়তানে” এমন কথাও বলতে দেখা যায়। কিন্তু তারা নিজেরাই আবার কুযুক্তি প্রদান করতে খুবই পরদর্শী। চমক হাসান তার এই বইটিতে অতি সুসংগতভাবে সহজ ভাষায় যুক্তির পরিচয় প্রদানপূর্বক যুক্তির ফ্যালাসিগুলো নিয়ে আলোচনা করেছেন। লেখককে তাঁর এই মহৎ কাজের জন্য মোবারকবাদ ও মহান প্রতিপালকের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।

      By Md.Mizanur Rahman

      31 Oct 2021 04:07 PM

      Was this review helpful to you?

      or

      ভালো বই

      By S. M. Asheque Yamin

      26 Oct 2021 11:26 AM

      Was this review helpful to you?

      or

      অপযুক্তি আর যুক্তির মত চেহারার ফ্যালাসিগুলো সহজভাবে বুঝতে হলে এই বইটি নিঃসন্দেহে উপকারি।

      By Sanzida Muna

      26 Oct 2021 06:41 AM

      Was this review helpful to you?

      or

      best books ever..

      By Mitul Mahmud

      17 Oct 2021 08:46 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার

      By Md Sayed

      16 Oct 2021 10:26 PM

      Was this review helpful to you?

      or

      nice book

      By aktar

      10 Oct 2021 10:41 PM

      Was this review helpful to you?

      or

      ভালো লেগেছে।

      By Sharmin Natasha

      08 Oct 2021 07:48 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার লেগেছে, সাবলিল ভাষায় গুছিয়ে যুক্তির ভ্রান্তিগুলোর বিবরণ আছে৷

      By MD ARIFUL

      08 Oct 2021 11:02 AM

      Was this review helpful to you?

      or

      Nice book

      By Mahabub

      06 Oct 2021 02:43 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই।

      By Md. Abdullah

      05 Oct 2021 08:54 AM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর একটি বই

      By Rajesh Sharma Arghya

      24 Sep 2021 02:37 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার একটি বই। লেখক যেভাবে গল্পচ্ছলে যুক্তির ভ্রান্তি গুলো তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। বইটির ছাপার মান বেশ ভালো। যারা বিতার্কিক হতে চায় তাদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।

      By Sệťú

      23 Sep 2021 10:11 PM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো বই

      By Abrar Priyo

      21 Sep 2021 08:35 PM

      Was this review helpful to you?

      or

      অনেক সুন্দর একটা বই।

      By Bikash kumar

      20 Sep 2021 11:04 PM

      Was this review helpful to you?

      or

      BEST

      By Mridul

      19 Sep 2021 02:57 AM

      Was this review helpful to you?

      or

      nice

      By Ezazulislam

      17 Sep 2021 07:21 PM

      Was this review helpful to you?

      or

      মানুষের ভাবার শক্তি কে বৃদ্ধি করে, এমন বই পড়া উচিত

      By Abir Hossain

      17 Sep 2021 02:26 PM

      Was this review helpful to you?

      or

      ভালো?

      By The Killer Fish

      17 Sep 2021 02:24 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ

      By Motasim Billah Sadi

      15 Sep 2021 07:57 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Atik Foysal

      12 Sep 2021 02:43 PM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর লেখা, কিভাবে চিন্তা করতে হয় সেটা শিখতে পারছি।

      By Z.M Zubair Sourov

      11 Sep 2021 02:02 PM

      Was this review helpful to you?

      or

      ভিন্ন কনসেপ্টে অসাধারণ একটি বই ।

      By Mustakim Ahmed

      04 Sep 2021 08:55 PM

      Was this review helpful to you?

      or

      ss

      By Tahmid Ahmed

      04 Sep 2021 03:52 PM

      Was this review helpful to you?

      or

      বইটা সবার একবার পড়া উচিৎ। প্রতিদিন আমরা কতো ভুল কথাবার্তা বলি এবং শুনি তার একটা ধারণা পাওয়া যাবে এবং ভিন্নভাবে চিন্তা করতে শেখাবে।

      By Sabbir Ahamed

      03 Sep 2021 07:28 AM

      Was this review helpful to you?

      or

      অনেক ধন্যবাদ রকমারি কে। যদিও কুরিয়ার এ আসতে কিছুদিন দেরি হয়ছিল, বই এর গুনগত মান অনেক ভাল ছিল।

      By Abu Safwan Md Farhan

      01 Sep 2021 10:32 AM

      Was this review helpful to you?

      or

      Not bad

      By Nafis Zawed

      30 Aug 2021 08:31 PM

      Was this review helpful to you?

      or

      this was aswome ❣️

      By MAHI ADNAN MIM

      29 Aug 2021 07:06 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই

      By SAIMON ISLAM

      27 Aug 2021 07:59 PM

      Was this review helpful to you?

      or

      চিমক হাসানের প্রতিট বই অসাধারণ। লেখকের বেশির ভাগ বই-ই গনিতের বই। কিন্তু এইভাবের টা ভিন্ন। আমরা প্রতিদিন আমাদের কথায় আমরা নানান যুক্তির আশশ্রয় নেই। যুক্তির আশ্রয় নিতে গিয়ে অনেকেই কথায় কথায় কুযুক্তি র ব্যবহার করে থাকি। সেগুলো বেশির ভাগই না বুঝে। এই বইটি পড়লে আমরা আমাদের কুযুক্তি গুলো খুব সহজে বুঝতে পারবো। HIGHLY RECOMMENDED FOR EVERY ONE

      By Taznin Farhana Labiba

      26 Aug 2021 01:03 PM

      Was this review helpful to you?

      or

      nice book.. everyone can buy this book..

      By Athay Sarkar

      21 Aug 2021 08:41 PM

      Was this review helpful to you?

      or

      Amazing

      By Sabbir Mia

      20 Aug 2021 11:35 PM

      Was this review helpful to you?

      or

      Best one book

      By Md. Tanvir Ahmed

      20 Aug 2021 05:53 PM

      Was this review helpful to you?

      or

      Good

      By MD Parvez

      18 Aug 2021 09:55 PM

      Was this review helpful to you?

      or

      awesome

      By Hasibul Saky

      18 Aug 2021 08:08 PM

      Was this review helpful to you?

      or

      Awsome

      By Manjur Alam

      17 Aug 2021 12:55 PM

      Was this review helpful to you?

      or

      good book!

      By ENAN HASAN KHAN

      14 Aug 2021 03:13 PM

      Was this review helpful to you?

      or

      ei boita amr besh valo legeche. in fact chomok vaia fallacy gulake jevave bakkha kore chen with so many examples which i liked a lot. ekta anurodh thakbe je vaia jeno erokom aro boi jeno likhen

      By Abir Rahman

      10 Aug 2021 11:11 PM

      Was this review helpful to you?

      or

      Chamok Hasan is a pure genius. This book is really awesome!

      By Fuyad bin hafiz

      06 Aug 2021 05:34 PM

      Was this review helpful to you?

      or

      Outstanding

      By Tofsir Khan

      03 Aug 2021 01:51 PM

      Was this review helpful to you?

      or

      মনে দাগ কেটে দেয়া একটি বই। এই বইটি পড়ার পরে মনে হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করে আবার গ্রামের হাইস্কুলে শিক্ষকতা শুরু করে দিই। এরকম বই আমার শৈশব কৈশোরকৈ বারবার জাগিয়ে তোলে। আবার মনে শিহরণ জাগায়। চমক হাসান ভাইয়া অংক ভাইয়া হিসেবেই পরিচিত। গণিতের একটি শাখাই হচ্ছে যুক্তি। যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে কীভাবে যুক্তিকে প্রতিষ্ঠিত করা যায় তাই তুলে ধরা হয়েছে এই বই এ। সহজ ও সাবলীল ভাষাশৈলী গল্পটিকে করে তুলতে সুখপাঠ্য। অংকই শিখি আর যুক্তিবিদ্যাই শিখি, সঠিক যুক্তিতেই মুক্তি। আমাদের দৈনন্দিন জীবন হয়ে উঠুক আরো অনেক যৌক্তিক।

      By Nabil khan

      02 Aug 2021 10:56 PM

      Was this review helpful to you?

      or

      interesting !

      By md tanvir

      02 Aug 2021 01:01 PM

      Was this review helpful to you?

      or

      amar temon balo lage nai.ata mone hoy chotoder jonno

      By Md. Zim Hasan

      01 Aug 2021 10:47 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো মানের একটি বই বলতেই হয় কারণ বইটিতে ফ্যালাসি বা যুক্তি ভ্রান্তি নিয়ে চমৎকার ২৪টি ফ্যালাসি আলোচনা করা হয়েছে।আসলে আমরা যখন কথা বলি তখন অনেক সময় না ভেবেই অনেক কথা বলে ফেলি,আবার অনেক সময় একটি বিষয় নিয়ে কথা শুরু করলেও দেখা যায় একটি সময়ে আমরা ওই মূল বিষয় থেকে সরে গিয়ে অন্য একটি বিষয় টেনে এনেছি।এটাই যুক্তি ভ্রান্তি।এরকম ২৪টি ফ্যালাসির কথা বলা হয়েছে বইটিতে। ধন্যবাদ "চমক হাসান" ভাইয়াকে এইরকম একটি বই আমাদের মাঝে তুলে ধরার জন্য।?

      By Nafis Faisal

      31 Jul 2021 07:08 PM

      Was this review helpful to you?

      or

      Very nice book. To be honest, I did not particularly like the story that was told alongside the fallacies but the fallacies themselves were very nicely written with examples that provided much clarity.

      By Sumaiya Islam

      17 Nov 2021 07:42 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই। বর্তমান সময়ে সকলের এরকম বই পড়ে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি।চারিদিক এখন নানান বিভ্রান্তিতে ভরপুর। আমরা যেন সেই ভ্রান্তিগুলোর কারণ হয়ে না দাঁড়াই, তাই এই বইটি সকলের জন্য অত্যন্ত জরুরি। ধন্যবাদ চমক হাসান ভাইয়াকে এমন অসাধারণ বইটি রচনা করার জন্য?

      By Zubayer Alam

      21 Jul 2021 11:11 PM

      Was this review helpful to you?

      or

      boita pore Khubi valo lagche

      By Toye Gru

      21 Jul 2021 08:29 PM

      Was this review helpful to you?

      or

      সবার পড়া উচিত।

      By Md Asib gazi

      21 Jul 2021 12:58 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তিবিদ্যার আদর্শ একটি বই?

      By khandoker fayzul hoque Rifat

      19 Jul 2021 08:51 PM

      Was this review helpful to you?

      or

      বইটা পড়ে ভলো লাগলো।

      By MD Abdul Basit

      16 Jul 2021 06:39 PM

      Was this review helpful to you?

      or

      Very good

      By Tofa Monira

      16 Jul 2021 12:28 PM

      Was this review helpful to you?

      or

      love it but the story was booring

      By Jonardon kumer roy

      15 Jul 2021 07:32 PM

      Was this review helpful to you?

      or

      Motamuti

      By Mohammad Sanaullah

      15 Jul 2021 12:15 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসানের বই মানেই নতুন চমক, বইটা না পড়লে জান্তেই পারতাম নাহ কথায় এতো ভুল থাকতে পারে। ধন্যবাদ চমক হাসান ভাইয়া!?

      By Win Life-Gias Mahamud

      10 Jul 2021 01:20 AM

      Was this review helpful to you?

      or

      Good book

      By MD. Golam Rabby Nayan

      07 Jul 2021 08:25 PM

      Was this review helpful to you?

      or

      best

      By MD AKHTARUL HOQUE

      06 Jul 2021 09:34 PM

      Was this review helpful to you?

      or

      চমতকার লেখা

      By S Ashikur Rahman Akash

      04 Jul 2021 12:42 AM

      Was this review helpful to you?

      or

      যারা কথা বলতে চান বিশেষ করে যুক্তিযুক্ত কথা আর কোনটা অযৌক্তিক কথা এই বিষয়গুলো এখানে খুব ভালো করে তুলে ধরা হয়েছে।

      By ইMoন

      03 Jul 2021 09:51 PM

      Was this review helpful to you?

      or

      বইয়ের নামঃ যুক্তিফাঁদে ফড়িং লেখকঃ চমক হাসান প্রকাশনীঃ আদর্শ মূল্যঃ ২০০ বইয়ের মূল চরিত্র হাসিব, বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই শখের বশে যোগ দেয় গ্রামের স্কুলে, শিক্ষক হিসেবে। গণিত বিজ্ঞানের শিক্ষক হলেও সে দ্রুতই বুঝতে পারে ছাত্রছাত্রীদের যুক্তিবোধ শাণিত করাটাই আগে জরুরি। তাদের ফড়িংয়ের মতো অস্থির মন যেন কুযুক্তির ফাঁদে পড়ে পথ না হারায়, এজন্য তাদেরকে সে শোনায় যুক্তির নানা ভ্রান্তির গল্প। তোহ এই বইটা পড়লে কি আপনি আপনার মায়ের সেরা মারণাস্ত্র ," আমি তোর পেটে হইছি নাহ তুই আমার পেটে হইছোস "এই কথার কাউন্টার দিতে পারবেন? নাহ সব কথার কাউন্টার দেওয়ার দরকার নাই। মাঝে মাঝে পরাজিত হওয়াটা পরম সৌভাগ্যের যেটা জীবনে কিছু অসাধারণ মুহুর্ত সৃষ্টি করে। তবে আপনার যেসব বন্ধুরা আপনাকে ট্রিট দেয়না তাদের দুটো কথা শুনিয়ে দিতে পারবেন। এই বইটা পড়ে আমি যে যুক্তি আমার মাথায় আসলো তা হলো, আমি আমার বন্ধু আতিককে বলছিলাম ট্রিট কবে দিবি? প্রতিত্তোরে সে বলল ইনকাম করি তারপর। এইযে প্রসঙ্গ ঘুরিয়ে ফেলা এটাকে Red Herring logical fallacy বলে, কারণ ট্রিট দিতে হইলে ইনকাম করতে হয় নাহ। টাকা পয়সা হাওলাত করেও দেয়া যায়।এই বই পড়লে আপনি দেখবেন বাংলাদেশের এক রাজনৈতিক দল যখন বলে, " তারা দূর্নীতিতে চ্যাম্পিয়ন হইছে, তোহ আমার সময় একটু দূর্নীতি হইলেই দোষ"- এই জিনিসটাও একটা লজিকাল ফেলাসির আওতায় ফেলা যায় তাহলো Tu Quoque যার অর্থ তুমিও তো। অন্যর দোষ দেখিয়ে নিজেরটা ডিফেন্ড করার চেষ্টা করা। মাঝে মাঝে আমরা যখন দেশের স্বার্থে প্রতিবেশী রাষ্ট্রের বিরোধিতা করি তখন আমাদের গায়ে আরেক রাষ্ট্রের দোসর এই ট্যাগ লাগিয়ে দেয়াও যে এক প্রকার ফেলাসির(False Dichotomy Fallacy) আওতায় পড়ে তা বুঝতে পারবেন এই বই পড়লে। যাই হোক হ্যাপি রিডিং। রেটিং ৪.৫/৫

      By Md Sayem Sikder

      03 Jul 2021 10:35 AM

      Was this review helpful to you?

      or

      Good but should be better

      By Md.Mamun Al Hasan

      01 Jul 2021 10:22 PM

      Was this review helpful to you?

      or

      ভাল কিন্তুু সঠিক জায়গায় ডেলিভারিত দেয়নি

      By MD NAZMUL HUSSAIN

      30 Jun 2021 12:54 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ

      By Himadri Sharma

      30 Jun 2021 10:49 AM

      Was this review helpful to you?

      or

      ?বই প্রতিক্রিয়া (৬৮তম) ?বই:- যুক্তিফাঁদে ফড়িং ✒️লেখক:- চমক হাসান (Chamok Hasan) ?জনরা:- যোগাযোগ ?প্রকাশনা:- Adarsha ?ব্যক্তিগত রেটিং:-[৭.৫/১০]? প্রাত্যহিক জীবনে আমরা অহরহই নানান ইস্যুতে হরেক রকমের যুক্তির ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট ঐ বিষয়ে নিজেদের অবস্থান শক্ত-পাকাপোক্ত করার চেষ্টায় ব্যস্ত রাখি নিজেদেরকে। কখনো যুক্তিতে নিজেদের জয় হয়, কখনো আবার প্রতিপক্ষের যুক্তিতে ঘায়েল হতে হয় নিজেদের। এই যুক্তিরও যে কত রকমের ভ্রান্তি বিদ্যমান, সেটা আমাদের অধিকাংশেরই অজানা। যুক্তির এই যে ভ্রান্তি ইংরেজিতে সেটাকে বলা হয় Logical Fallacy. সেই রকম ২৪টি ফ্যালাসি দিয়ে সাজানো হয়েছে “যুক্তিফাঁদে ফড়িং”। বিভিন্ন যুক্তির ভ্রান্তিগুলো সহজ ভাষায় গল্পের আকারে উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। শুরুতেই হাসিব নামের এক তরুণকে দেখানো হয়েছে, যে কিনা উচ্চশিক্ষা লাভ করে গোটা ১ বছরের জন্য শহর ছেড়ে দূরের একটি গ্রামে পাড়ি জমায় শিক্ষকতার জন্য। সেখানকার একটি স্কুলে সে পড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই স্কুলের শিক্ষার্থীদের সে বিজ্ঞান ও গণিত পড়ানোর মাঝে গল্পের ছলে পরিচয় করিয়ে দেয় যুক্তি আর যুক্তির ভ্রান্তির সাথে। সেই ভ্রান্তিগুলোকে গল্পের মাধ্যমে বিভিন্ন প্লটে সাজিয়ে লেখক উপস্থাপনের চেষ্টা করেছেন বইটিতে। মুমু:-“দোস্ত দেখছিস, মেসি কী গোলটাই না দিল! আসলে মেসির মতো খেলোয়াড় পৃথিবীতে হাতেগোনা পিচই জন্ম নেয়। জাদুকরী একজন ফুটবলার। হরহামেশাই গোল করে অবাক করাই তাঁর নেশা।” জগলু:-“এই পাইছিস তরা এক আর্জেন্টিনা। পুরাই ধরা খাওয়া একটা দল। কবে না কবে একবার বিশ্বকাপ জিতছিলো। আর জীবনেও ট্রফি নিতে পারবি না তরা। মান-সম্মান নিয়ে বাঁচতে হলে সময় থাকতে ব্রাজিল সার্পোট কর। পাঁচ-পাঁচ বারের চ্যাম্পিয়ন আমরা। বুঝেশুনে কথা বলবা বন্ধু। ” এটা হচ্ছে এক ধরনের যুক্তির ভ্রান্তি, যার নাম ডাইকোটমি ফ্যালাসি বা ভ্রান্ত দ্বি-বিভাজন। আচ্ছা মুমু তো মেসির গুণগান করেছে, তবে জগলু কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিল যে মুমু আর্জেন্টিনার সার্পোটার? সে তো জার্মানিকেও সার্পোট করতে পারে, ইংল্যান্ড এরও সার্পোটার হতে পারে সে। কিন্তু জগলু ধরেই নিয়েছে ফুটবল বলতে দুটো দেশকেই বুঝায়। হয় আর্জেন্টিনা, নয়তো ব্রাজিল। আবার ধরেন, জনৈক ভদ্রলোক ফেসবুকে স্ট্যাস্টাস দিলেন যে, ওমুক প্রডাক্ট বাজারের সেরা, ব্যবহার করলে এটাই করবেন নয়তো অন্যকিছু ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখবেন। আপনিও সেটাই বিশ্বাস করে নিলেন। কারণ এই ভদ্রলোককে ফেসবুকে প্রায় ১০ লক্ষ মানুষ ফলো করে। তারমানে এর কথাই যথার্থ হবে। খামোকা তো আর এত মানুষ তাকে ফলো করে না। এটাও একধরনের ভ্রান্তি। যার নাম Appeal To Questionable Authority. খেয়াল করে দেখুন যে ভদ্রলোকের ১০ লক্ষ ফলোয়ার সে হয়তো একজন লেখক। সোশ্যাল মিডিয়ায় সুন্দর-সুন্দর লেখা পোস্ট করেন বলেই এত মানুষ তাকে ফলো করেন। সে ব্যক্তি কিভাবে সিওর হয়ে বলতে পারেন, ওমুক প্রডাক্টই সেরা। তবে আপনিই কেন বা ঐ ভদ্রলোকের স্ট্যাস্টাসের উপর ভিত্তি করে একটি বিষয়ের উপর সিদ্ধান্ত নিয়ে ফেললেন? কারণ একটাই, ভ্রান্তির জগতের বাসিন্দা আপনি! এই রকম আরো অনেক ফ্যালাসি যেমন:- Post Hoc Ergo Propter Hoc ( পরে করেছে মানেই আগেরটার কারণে ঘটেছে), No True Scotmans (প্রকৃত বাঙালি ভ্রান্তি), Correlation is Causation (মিল আছে মানেই একটার কারণে আরেকটা ঘটেছে), Ad Hominem (অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ), Red Herring (প্রসঙ্গ ঘোরানো), Bandwagon Fallacy (গড্ডলিকা প্রবাহ ভ্রান্তি) সহ আর অনেক ফ্যালাসি সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন লেখক চমক হাসান। সবগুলো ভ্রান্তি নিয়ে আলোচনা করার সময় লেখক বেশ কয়েকটি উদাহরণ টেনে বুঝিয়েছেন। পাশাপাশি কার্টুনের মাধ্যমেও ভ্রান্তিগুলো ব্যাখ্যা করার চেষ্টা করেছেন লেখক। যা পাঠককে সহজেই রিলেট করতে সাহায্য করবে। আমরা প্রতিনিয়ত প্রতিটি কথোপকথনে যুক্তির ভ্রান্তির মধ্যে নিজেকে গুলিয়ে ফেলছি। অধিকাংশ ক্ষেত্রেই যা আমাদের মূল প্রসঙ্গ থেকে দূরে সরিয়ে দেয়। দেখা যায়, মূল বিষয় থেকে সরে এসে অন্য একটা অপ্রাসঙ্গিক বিষয়ে তর্কে লিপ্ত হয়ে শুধু সময়ের অপচয়ই করছি সবাই মিলে। বিতর্কের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। তবে আমরা যাতে যুক্তির ভ্রান্তিতে না পরে যাই, সেজন্য নিজেদেরকে এসব ভ্রান্তি সম্পর্কে জানান দেওয়া চাই। সেই জ্ঞানটা আমরা পেতে পারি এই বইটির বদৌলতে। লজিক্যাল থিংকিং এর জন্য দারুণ একটি বই হবে এটি। লজিক্যাল ফ্যালাসি নিয়ে বিদেশি রাইটাররা লিখে থাকলেও সম্ভবত এই প্রথম কোনো বাংলাদেশি লেখক এটা নিয়ে বই লিখলেন। তবে বইয়ের উদাহরণ প্রয়োগের বেলায় একই টাইপের উদাহরণের ব্যবহার হয়তো কিছু পাঠকের বিরক্তির কারণ হিসেবে দাঁড়াতে পারে। এই জায়গায় চমক হাসান ভাই আর ভিন্ন কিছু দিয়ে চমক দেখাতে পারতেন। এছাড়া বাদবাকি সবকিছু মিলিয়ে আমার জন্য দারুণ এক ইনফরমেটিভ বই ছিল এই “যুক্তিফাঁদে ফড়িং”। বইয়ের শেষ পৃষ্ঠার লাইন দিয়ে এই রিভিউটি শেষ করছি। লেখক চমক হাসান লিখেছেন— “যদি পৃথিবীর সবাই হুটহাট করে কথা না বলে ফেলে, বলার সময় একটু ভাবত! যদি সেগুলোকে যুক্তি দিয়ে বিচার করে ফেলত, পৃথিবীটা হয়তো আরেকটু সুন্দর হতো।” পড়তে আপনাকে হবেই,হয় বই নয়তো পিছিয়ে! #happyreading ❣️

      By Gazi Hadiuzzaman

      30 Jun 2021 01:24 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই

      By Faiyaz Bin Zaman

      27 Jun 2021 09:52 AM

      Was this review helpful to you?

      or

      the concept and book editing was nice, but the book was unnecessarily pricey with extra pages which wasnt needed...

      By Palash Sarker

      26 Jun 2021 10:08 PM

      Was this review helpful to you?

      or

      আসলে বইটি কিনে আমার কোন রকম লস হয়নি । বরং আমার কাছে বইটির গুনগত মান দামের তুলনায় অনেক বেশি । বইটি পড়ে বাস্তব জীবনের সমস্যা ও কথার সাথে একেবারেই মিলে যায় । তাইতো বইটি পড়ে আমি অনেক উপকৃত হয়েছি । এখন আমার সামনে যে কেহ কোন কথা বললে এবং কোন প্রকার কথা গুরানো চেষ্ঠা করলে , নানা ধরণের যুক্তি দেখালে আমার তখনি এই বইয়ের বিভিন্ন প্রকার কৌশলের কথা মনে পড়ে যায় আর এজন্য তাদের ভুল ব্যাখা ও ক্ষুরাযুক্তি গুলি আমি খুব সহজেই বুঝতে পারি । বইটি পড়ে আমার ভিষন ভালো লেগেছে । ধন্যবাদ ও শুভকামনা রইল লেখকের প্রতি ।

      By Mohammad Abdul Mohaimin

      25 Jun 2021 11:09 PM

      Was this review helpful to you?

      or

      To change your thinking process...

      By Akib

      25 Jun 2021 08:30 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

      By fardus kaushik

      25 Jun 2021 08:06 AM

      Was this review helpful to you?

      or

      মাশাআল্লাহ বই গুলো বেশ সুন্দর ছিল । পড়ে অনেক মজা পেয়েছি

      By Shahadad Shohag

      25 Jun 2021 02:33 AM

      Was this review helpful to you?

      or

      #Rokomari_Book_Club_Review_Competition নাম: মোঃ শাহাদাত হোসেন (সোহাগ) বই: "যুক্তিফাঁদে ফড়িং"। লেখক: চমক হাসন। ক্যাটাগরি: নন ফিকশন। পল্টুঃ লোকটার গানের গলা খুব সুন্দর, না? ভুল্টুঃ আ্যঁ,যে না চেহারা,তার আবার গানের গলা। উদাহরণটি কি খুব পরিচিত মনে হচ্ছে?  হ্যাঁ হবারই কথা কারণ এমনই সব হাজারো যুক্তি প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে শুনতে পাই। কিন্তু এখন প্রশ্ন হল এটি কি আদৌও কোন যুক্তি? উত্তরে বলব "না"। এটিই মূলত Logical Fallacy বা যুক্তির ভ্রান্তি। অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে তর্কে কিংবা অন্যান্য ক্ষেত্রে যুক্তি দিতে গিয়ে যে উদ্ভট অথবা অপ্রাসঙ্গিক উপমার ব্যবহার করে থাকি তাই মূলত Logical Fallacy বা যুক্তির ভ্রান্তি। দৈনন্দিন জীবনের এমনি ২৪ টি ভ্রান্তি নিয়েই আমাদের অঙ্ক ভাইয়া চমক হাসান প্রকাশ করেছেন অসাধারণ একটি বই। নাম দিয়েছেন "যুক্তিফাঁদে ফড়িং"। বইটির গল্প মূলত এগিয়েছে হাসিব নামের সদ্য গ্রাজুয়েট শেষ করা এক যুবকের হেয়ালিপনার মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে শখের বশে যোগ দেন গ্রামের একটি স্কুলের গণিত শিক্ষক হিসেবে। সেখানেই তিনি ছাত্র-ছাত্রীদের মধ্যে যুক্তির বিভিন্ন ভ্রান্তি লক্ষ্য করে বুঝতে পারেন ছাত্র-ছাত্রীদের যুক্তিবোধ শানিত করাটাই আগে জরুরি। এভাবেই বইটির লেখক খবু সূক্ষ্মভাবে মূলত আমাদের দিকেই ইঙ্গিত করে শিখিয়ে দিয়েছেন যুক্তিবিদ্যার প্রাথমিক ধারনা,যা আমাদেরকে তর্কের মন্ঞ্চে আত্মসম্মানবোধ টিকে রাখতে অনেকটাই সহায়তা করবে। কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিস্কার করা যাক– পল্টুঃ তুই যে বয়স্ক লোকটার সাথে খারাপ ব্যবহার করলি, কাজটা কি ঠিক হল? ভুল্টুঃ তুইও তো পরশুদিন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করলি, সেটা খুব ঠিক ছিল? উদাহরণটি বর্তমান সময়ের সাপেক্ষে খুব বেশি প্রাসঙ্গিক লেগেছে। বিশেষ করে সোসাল মিডিয়াগুলোতে প্রতিনিয়তই আমরা এ বিষয়টি পরিলক্ষিত করি। আমরা প্রায় সব ক্ষেত্রেই নিজেদের দোষগুলি ঢাকতে গিয়ে অন্যের দোষ খোজা শুরু করি। কিন্তু প্রশ্ন হল এতে কি আদৌও নিজের দোষটি মাফ হয়ে যাবে? মোটেও না। আবার ধরুন, পল্টুঃ দোস্ত,অঙ্ক পারিনি বলে স্যার বকা দিল, মনটা খুব খারাপ। ভুল্টুঃ এটা কোন মন খারাপের বিষয় হল? পৃথিবীতে কত লোকে না খেয়ে আছে... উদাহরণটি লক্ষ্য করেছেন - কেউ আপনাকে তার সমস্যার কথা বলতে আসলে আপনি অন্য হাজারটা সমস্যার কথা তাকে বলে দেন। কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে, সেই হাজার টা সমস্যার কথা শুনে তার সমস্যার সমাধান হবেনা। কিছু করতে না পারেন মেনটালি সাপোর্ট দেন কিন্তু না সেখানেও আমরা একটি যুক্তির ভ্রন্তিতে আটকা পরে গেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়: নেতাঃ আমাদের দলের কোনো কর্মী  কখনও কোনো দুর্নীতি করেনা। সাংবাদিকঃ কেন আপনার দলের বল্টু যে দুর্নীতির দায়ে জেল খাটলো। নেতাঃ বল্টু আমাদের দলের প্রকৃত কর্মী না। এই উদাহরণ টি আমাকে খুব বেশি আনন্দ দিয়েছে। পড়ে মনে হয়েছে, আরে! এমনি সব যুক্তি তো আমরা প্রতিনিয়ত অনেক নেতাদের মুখে শুনি।  কিন্তু এটিও যে একপ্রকার Logical Fallacy জানা ছিলনা। বইটি পড়ে আপনিও এসব ভ্রান্ত যুক্তিগুলোর সাথে খুব সহজেই নিজের অভিজ্ঞতার সংযোগ ঘটাতে পারবেন যা আপনাকে বইটি পড়তে আলাদা ভাবে অনুপ্রেরণা যোগাবে। আর হয়তো মনে মনে ভাববেন আসলেই তো আমরা একটি বিশাল যুক্তির ফাঁদে আটকা পড়ে আছি। বইটি তে উপস্থাপন করা কয়েকটি Logical Fallacy বা যুক্তির ভ্রান্তি সংক্ষেপে তুলে ধরা হল: ✒Ad Hominem বা অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ। ✒Tuo Quoque বা তুমিও তো। ✒Red Herring বা প্রসঙ্গ ঘুরানো। ✒False Dichotomy বা ভ্রান্ত দ্বি-বিভাজন। ✒Post Hoc Ergo Propter Hoc বা পরে ঘটেছে মানেই করণেই ঘটেছে। ✒Appeal to Questionable Authority বা এমন কারও দোহাই দেওয়া যার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। ✒Is Ought বা হয়ে আসছে হওয়া উচিত। ✒Bad Reasons Fallacy বা দুর্বল যুক্তি ভ্রান্তি। ✒Bandwagon Fallacy বা সবাই তো করে এই দোহাই। ✒No True Scotsman বা প্রকৃত বাঙালি ভ্রান্তি বাকি গুলো না হয় বই থেকেই জেনে নিবেন...... বিষয়গুলো পড়ে অনেকে ভাবতে পারেন এ আর কি এমন বিষয় সবই তো Common Sense. আপনাকে বলব একদম ঠিক ধরেছেন। কিন্তু আপনার সেই Common Sense এর গভীরতা কতটুকু সেটি কিন্তু বইটির লেখক খুব পরিস্কার ভাবে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আসলে Common Sense তো যুক্তিরই সমানুপাতিক।  তাহলে কেন আমরা Common Sense বিষয়টাকে অবজ্ঞা করে এমন যুক্তিফাঁদে আটকা পড়ে থাকবো? হয়তো লেখকের উদ্দেশ্যই ছিল আমাদেরকে এই ফাঁদ থেকে মুক্ত করা। এজন্য পাঠকদের উদ্দেশ্যে বলব, নিজেদের যুক্তিবোধকে আরও তীক্ষ্ণ করতে কিংবা যুক্তির মন্ঞ্চে নিজেকে একটু আলাদা অবস্থানে রাখতে বইটি আপনার জন্য হতে পারে সর্বোত্তম নির্বচন। পরিশেষে বইটির লেখক চমক হাসানকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমরা সকলে যেখানে এমন যুক্তি ভ্রান্তিতে প্রতিনিয়ত চলতে চলতে নিজেদের মানিয়ে নিয়েছে সেখানে তিনি এমন সূক্ষ্ম বিষয় লক্ষ্য করে এমন একটি বই প্রকাশ করেছেন, যা প্রকৃতপক্ষেই প্রসংসার দাবিদার। আর সত্যি কথা বলতে আমাদের জন্য বইটি খুব বেশি দরকার ছিল। বিশেষ করে আমরা যারা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে উদ্ভট তর্কে মত্ত থাকি তাদের জন্য একটি অসাধারণ শিক্ষা হতে পারে এই বইটি। এজন্য সবাইকে বইটি পড়ার অনুরোধ করব, হয়ত বইটি পড়ে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো শোধরাতে পারব। ধন্যবাদ।❤

      By Joy Halder

      23 Jun 2021 07:02 PM

      Was this review helpful to you?

      or

      an well written book

      By Tanmoy Kumar Ghosh

      23 Jun 2021 04:46 PM

      Was this review helpful to you?

      or

      সকলে একবার হলেও পড়া উচিত। আমরা নিয়মিত যেসব যুক্তিগুলো দিয়ে থাকি সেগুলোর ভ্রান্তি গুলো কোথায় সেটা বুঝতে পারবে এই বইটি থেকে।

      By Mr. Al Mohammed Shakib Ayesma

      22 Jun 2021 11:47 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই যাতে যুক্তির ভ্রান্তি বা Logical Fallacy নিয়ে আলোচনা করা হয়েছে অসাধারনভাবে। চমক হাসান ভাইয়ার বইমেলা ২০২১ এর উপহার এটা আমাদের কাছে

      By Maudud Ahmmad

      20 Jun 2021 09:51 AM

      Was this review helpful to you?

      or

      এই বই পড়ার আগে জানতাম না যুক্তির এতো সুন্দর আর অদ্ভুত নাম থাকতে পারে?

      By K M Tawhid Hasan

      19 Jun 2021 03:11 PM

      Was this review helpful to you?

      or

      faltu

      By Shoaib Mahmud

      18 Jun 2021 10:26 AM

      Was this review helpful to you?

      or

      Motamuti

      By Saifun

      18 Jun 2021 05:29 AM

      Was this review helpful to you?

      or

      ji

      By Zahedul Hoque

      17 Jun 2021 02:55 AM

      Was this review helpful to you?

      or

      Great book

      By Rofiq

      16 Jun 2021 09:56 PM

      Was this review helpful to you?

      or

      Excellent

      By Koushik Ahmmed

      16 Jun 2021 03:52 PM

      Was this review helpful to you?

      or

      Vlo lagchay

      By MIRZA MAHIR FAIAZ

      16 Jun 2021 12:11 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসেবে ক্রিটিকাল থিঙ্কিং কোর্স করেছি। সেখানে লজিকাল থিঙ্কিং সম্পর্কে জেনেছি। কিন্তু তখন ভাবতাম এই বিষয়গুলো সাধারন মানুষের জানা দরকার। এ বইটা সেটাই করবে বলে মনে করছি।

      By Shuvo Ahammed

      15 Jun 2021 10:58 PM

      Was this review helpful to you?

      or

      #Rokomari_Book_Club_Review_Competition "রকমারি বুক রিভিউ প্রতিযোগিতা –২০২১" প্রতিযোগীঃ মোঃ শুভ আহম্মেদ বইঃ যুক্তিফাঁদে ফড়িং লেখকঃ চমক হাসান প্রকাশকঃ আদর্শ প্রকাশনী আসসালামু আলাইকুম! আমরা সবাই কমবেশি সবাই যুক্তি প্রয়োগ করি।ভুল হোক শুদ্ধ হোক তাতে কিছু যায় আসে না যুক্তি একটা দিতে পারলেই হলো।কিন্তু সময় এখন পাল্টে গেছে।এখন সচেতন হওয়ার সময়।মুখ দিয়ে আসলেই সেটা বলে দেওয়া যাবে না।যাচাই-বাচাই করে যুক্তি প্রয়োগ করতে হবে।খোঁড়া যুক্তির আশ্রয় নেওয়া যাবে না। ভ্রান্তি মুক্ত যুক্তি প্রয়োগ করেতে হবে।যুক্তির ভ্রান্তি দূর করতে এবারের ২০২১ সালের বইমেলায় চমক হাসান ভাই আমাদের জন্য একটা বই লিখেছেন যেটার নাম হলো যুক্তিফাঁদে ফড়িং।এই বইয়ে তিনি ২৪টি লজিক্যাল ফ্যালাসি নিয়ে কথা বলেছেন। কয়েকটা উদাহরনের মাধ্যমে আমাদের যুক্তির ভ্রান্তিগুলো জেনে নেওয়া যাক।যেমন- ★ কিছুদিন আগে আমরা কয়েকজন বন্ধ-বান্ধব মিলে আড্ডা দিচ্ছিলাম।জাকির বললো জানিস দোস্ত প্রচলিত মিলাদ-ক্বিয়াম ইসলামে নেই। এগুলো বিদায়াত। জাকিরের কথার জবাবে অন্য একজন বললো, মিলাদ ক্বিয়াম যে ইসলামে নেই তা তুই প্রমান করতে পারবি? এখানে যুক্তির ভ্রান্তি ঘটেছে।আসলে যে জিনিস নেই তার কোনো প্রমানও নেই। এইধরনের ফ্যালাসিকে বলা হয় Argument from ignorance বা প্রমাণ না থাকার দোহাই। ★ধরুন হৃদয়ের বউকে নিয়ে মেহেদী পালিয়ে গেছে অন্যগ্রাম থেকে একটা লোক এসে হৃদয়কে জিজ্ঞেস করলো যে ভাই মেহেদীকে কোথায় পাবো? হৃদয় ঐ ভদ্রলোককে ঝাড়ি মেরে বললো কেন মেহেদীর ব্যপারে জিজ্ঞেস করতে আপনি কি আর কাউকে খুঁজে পেলেন না? হৃদয়ের কথায় লোকটি কষ্ট পেয়ে নিজ এলাকায় ফিরে গিয়ে বলতে লাগলো যে বদরপুরের মানুষ খুবই খারাপ। এখানে লজিক্যাল ফ্যালাসি ঘটেছে সে শুধু হৃদয়ের কথায় কষ্ট পেয়ে পুরো গ্রামের মানুষকে খারাপ বানিয়ে দিলো। এইধরনের ফ্যালাসিকে বলা হয় Hasty Generalization বা তাড়াহুড়ো করে ঢালাও সিদ্ধান্তে আসা। ★ঐদিন আমি লঞ্চে করে বাড়ি ফিরছিলাম আমার পাশে এক ভদ্রলোক ভিডিও কলে কথা বলতেছেন অপর পাশ থেকে ওনাকে বলতেছে আপনার মাস্ক কোথায়? ভদ্রলোক বললো আরে কিসের মাস্ক, কেউই তো মাস্ক ব্যবহার করে না আমি কেন করবো? এখানেও লজিক্যাল ফ্যালাসি ঘটেছে। সবাই যেটা করবে সেটাই করতে হবে এইধরনের ফ্যালাসিকে বলা হয় Bandwagon fallacy বা সবাই তো করে এই দোহাই। ★জাকির সাকিবকে বললো কিরে তুই সারদিন মেয়েদের পিছনেই পড়ে থাকিস।বহুত তো করলি এবার এগুলো বাদ দে।জাকিরের কথার জবাবে সাকিব বললো একটা সময় তুমিও কম করো নাই।এখানেও লজিক্যাল ফ্যালাসি ঘটেছে। সাকিব অপরের দোষ দ্বারা নিজের দোষটা ঢাকার চেষ্টা করেছে এইধরনের ফ্যালাসিকে বলা হয় Tuo Quoque বা তুমিও তো। আমাদের এই লজিক্যাল ফ্যালাসিগুলো নিরসনে সহায়ক ভুমিকা পালন করবে চমক হাসান ভাইয়ের যুক্তিফাঁদে ফড়িং বইটি।অত্যন্ত সাবলীল ভাষায় বইটি লিখেছেন। মজার সব উদাহরণ দিয়ে বইটি ফুটিয়ে তুলেছেন। বইটি পাঠ করলে দেখবেন আপনি আজ পর্যন্ত যতগুলো যুক্তি প্রয়োগ করেছেন তার ৬০-৭০শতাংশ ই ভুল।আপনার লজিক্যাল ফ্যালাসি দূর করতে বইটি অর্ডার করে নিন।বইয়ের পৃষ্ঠাগুলো খুবই ভালো মানের। সকলকে বইটি পড়ার জন্য অনুরোধ রইলো। বিঃদ্রঃ বইয়ের অনলাইন যত প্ল্যাটফর্ম আছে তাদের মধ্যে আমার চোখে সেরা হলো হলো রকমারি ডট কম।বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বই অর্ডার করে ক্যাশ অন ডেলিভারিতে খুব সহজেই বই যাবেন।ধন্যবাদ রকমারির সাথে জড়িত সকলকে এবং চমক হাসান ভাই কে আমাদের এমন একটি বই উপহার দেওয়ার জন্য।

      By nafisa shahjahan

      15 Jun 2021 08:22 PM

      Was this review helpful to you?

      or

      #Rokomari_Book_Club_Review_competition নাম:নাফিসা শাহজাহান অদিতি বই:যুক্তিফাঁদে ফড়িং একটা প্রচলিত উক্তি আছে শত্রুর শত্রু বন্ধু কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে যুক্তির বিবেচনায় এটি ভুল। শত্রুর শত্রুকে যে বন্ধু হবে এমন তো কোন কথা নেই। এমনও তো হতে পারে যে ,শত্রুর যে শত্রু সে অন্যদুজনকেই ঘৃণা করে। এটা এক ধরনের ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি যার গালভরা নাম ভ্রান্ত দ্বিবিভাজন বা False Dichotomy fallacy. এমন একটা প্রবাদ ভুল শুনে অবাক লাগছে না?কিন্তু এত কাল তো এইটাই ঠিক শুনে এসেছি। এতকাল এটা ঠিক শুনে এসেছি বলে এটাই যে ঠিক হয়ে যাবে এমন ভাবাটাও একধরনের ভ্রান্তি। যার গালভরা নাম Is ought. এমন বহু যুক্তির ভ্রান্তি বা লজিক্যাল ফ্যালাসি আমরা আমাদের চারপাশে হরহামেশাই দেখে থাকি। যেমন: অনেক সময় বাস বা ট্রেনে আমরা দেখতে পাই অনেকে চলাচলের রাস্তায় ব্যাগ রেখে দিয়েছে যা লোকজনের চলাচলে সমস্যা সৃষ্টি করছে। এবার সাধারন কোন মানুষ যদি ব্যাগটা চলাচলের রাস্তা থেকে সরিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে বলে তখন অনেক সময়ই তাদেরকে পাল্টা আক্রমণের শিকার হতে হয়। ঝাড়ি খেতে হয় এই শুনে যে 'আমি আমার ব্যাগ কোথায় রাখবো সেটা তুই বলার কে? যতসব চাষাভূষা মূর্খ লোকজন আমাকে ঠিক বেঠিক শেখাতে এসেছে'। এখানেও কিন্তু রয়েছে যুক্তির ভ্রান্তি ।ব্যাগ যে রাস্তার মাঝখানে রাখা যাবে না এই কমনসেন্স এর সাথে মূর্খ কিংবা চাষাভূষা হওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু কেবল নিজের দোষটাকে ঢাকতেই এই পাল্টা আক্রমণ ।এই ধরনের ভ্রান্তিকে বলা হয় 'অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ ' বা 'Ad Hominem'। একটু চোখকান খোলা রাখলে এরকম বহু উদাহরণ আমরা আমাদের চারপাশেই খুঁজে পাব। । এসব যুক্তির ভ্রান্তিই ,কুযুক্তি এবং যুক্তির ফাঁক চমৎকার ভাবে উপস্থাপিত হয়েছে 'যুক্তিফাদে ফড়িং' বইটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া হাসিব কিছুদিনের জন্য শিক্ষক হয়ে যায় শোমসপুর হাই স্কুলে যেখানে তার দায়িত্ব পড়ে গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নের ক্লাস নেয়ার ।গণিত ক্লাসে একজনের খাতা দেখতে গিয়ে হাসিব দেখে যে, ছাত্রটি গোজামিল দিয়ে অংকটা করে উত্তর মিলিয়েছে। অর্থাৎ পেছনের যুক্তি না হলেও উত্তরটা ঠিকই হয়েছে। এখান থেকেই হাসিব ঠিক করে যে ওদেরকে একটু যুক্তিবিদ্যা এবং যুক্তির ভ্রান্তি গুলো সম্পর্কে শেখাবে। বইটিতে বাস্তব জীবনে আমরা যেসব কুযুক্তি ব্যবহার করি কিংবা যুক্তির ভ্রান্তিতে পড়ি সেসব বিষয় উদাহরণ দিয়ে সাবলীল ভাবে বোঝানো হয়েছে । চমক হাসানের লেখনি কুশলতা বইটিকে এক অনবদ্য রূপ দিয়েছে । যুক্তির ভ্রান্তি গুলোর ব্যাপারে সচেতন হতে এবং নিজের যুক্তিবোধ কে শাণিত করতে তাই পড়ে ফেলো চমক হাসানের 'যুক্তিফাঁদে ফড়িং' বইটি যার চুম্বক আকর্ষণ তোমাকে ধরে রাখবে বইটির শেষ পর্যন্ত।

      By Minhaz Efat

      15 Jun 2021 07:51 PM

      Was this review helpful to you?

      or

      #Rokomari_Book_Club_Review_Competition নামঃ মিনহাজ ইফাত বইঃ যুক্তিফাঁদে ফড়িং লেখকঃ চমক হাসান প্রচ্ছদঃ নিশাত বিনতে মনসুর প্রকাশনাঃ আদর্শ প্রকাশকালঃ ২০২১ মুদ্রিত মূল্যঃ ২০০ এই বইয়ে ২৪টি logical fallacy বা যুক্তির ভ্রান্তি নিয়ে গল্প করা হয়েছে, মজার সব উদাহরণ দিয়ে। বইয়ের মূল চরিত্র হাসিব, যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করেই শখের বশে যোগ দেয় গ্রামের স্কুলে, শিক্ষক হিসেবে। গণিত-বিজ্ঞানের শিক্ষক হলেও সে দ্রুতই বুঝতে পারে- ছাত্রছাত্রীদের যুক্তিবোধ শাণিত করাটাই আগে জরুরি। তাদের ফড়িংয়ের মতো অস্থির মন যেন কুযুক্তির ফাঁদে পড়ে পথ না হারায়, এজন্য তাদেরকে সে শোনায় যুক্তির নানা ভ্রান্তির গল্প। গল্প শোনাতে শোনাতে সেও কি একটু একটু করে নিজেকে আবিষ্কার করে? পাঠ প্রতিক্রিয়াঃ Logical Fallacy বা যুক্তির ভ্রান্তি, আরেকটি বাংলা নাম আছে 'হেত্বাভাস'। আমরা সচরাচর আমাদের কথাবার্তায় কমবেশী যুক্তি উপস্থাপন করতে পছন্দ করি, সেই যুক্তিগুলোর যে সকল ভ্রান্তি, আমাদের অজান্তেই হয়ত অজানা থেকে যাচ্ছে। আমরা ভাবছি না যে কিরকম ভ্রান্তি থাকতে পারে আমাদের যুক্তিতে। এমন মোটামুটি বেশী ব্যাবহৃত ২৪টি লজিক্যাল ফ্যালাসি নিয়ে চমক হাসান এর বই "যুক্তিফাঁদে ফড়িং"। বেশ সুন্দরভাবে গল্প বলে, মজার মজার উদাহরণ দিয়ে, আমাদের যুক্তির ভ্রান্তি গুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করেছেন৷ বইটির ভূমিকায় সুন্দর কিছু কথা লেখক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সৃষ্টিশীল কাজ যেমন আছে প্রদীপের তলার অন্ধকারের মত খারাপ দিক ও আছে। যা আমরা সামনাসামনি বলতে পারিনা তেমন কুরুচিপূর্ণ পোস্ট কিংবা কমেন্টে উল্টাপাল্টা যুক্তি দেখিয়ে বলে দেই৷ একটা টিভিসি দেখেছিলাম এমন, আমরা যেসব কমেন্ট অনলাইন এ করি তা অফলাইন এ বলতে গেলে কেমন অকওয়ার্ড শোনায়৷ লজিক্যাল ফ্যালাসি এর উদাহরণ চলতে ফিরতে চোখে পড়বেই৷ সাম্প্রতিক ঘটনা গুলোর পোস্ট, কমেন্ট এর দিকে তাকালেই অহরহ চোখে পড়বে যুক্তির ভ্রান্তি। এখন সবচেয়ে বেশী যে লজিক্যাল ফ্যালাসি টা হচ্ছে Ad Hominem বা অপ্রাসঙ্গিক ব্যাক্তি আক্রমণ এবং Red Herring বা প্রসঙ্গ ঘুরিয়ে দেয়া। সবগুলো ভ্রান্তির ই গঠনমূলক উদাহরণ দিয়েছেন গল্প বলার ছলে। লেখকের গল্প বলার ধরণ আপনাকে বই এর শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখবে। False Dichotomy Fallacy বা ভ্রান্ত দ্বি ভিভাজন। বইটা পড়লে এটা আরো ভালোভাবে রিলেট করতে পারবেন যে এই ভ্রান্তি টা উঠতে বসতে ই আশেপাশে হচ্ছে। যুক্তিবিদ্যার এসব বেসিক গুলোকে একদম সহজ ভাবে ব্যাখ্যা করেছেন লেখক, পড়ে মনে হবেনা যে জ্ঞ্যানগর্ভ কিছু পড়ছেন। পাঠ্যবই এর মত যাতে না হয় তাই বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন পুরোটা সময়৷ এসব যুক্তির ভ্রান্তি গুলোর খুব সুন্দর উদাহরণ কমিক্স আকারেও বইয়ের কিছু কিছু জায়গায় তুলে ধরেছেন৷ এই বইটির মধ্যে এক প্রকার চুম্বকীয় আকর্ষণ ফিল করেছি৷ কোনো রকম বিরক্তি ছাড়া এক বসায় শেষ করে ফেলার মত একটা বই৷ সবাইকে রেকমেন্ড করার মত, প্রত্যেকের এই বইটি পড়া উচিত। মজার বিষয় হচ্ছে যে চরিত্র গুলোকে বা যে ছাত্রগুলোকে যুক্তির ভ্রান্তি শিখিয়েছেন সেই শিক্ষকের ফেয়ারওয়েল এ বক্তৃতা দিতে গিয়ে ভ্রান্তির ভ্রান্তিতে পড়ে যাচ্ছিলো, এটাও একটা যুক্তির ভ্রান্তি যাকে "Fallacy Fallacy" বলে। বইটি যখন শেষ করি তখন লাঞ্চের সময়, লাঞ্চ করতে গিয়ে দাদুর সাথে কথা হচ্ছিলো, আমার বাবা একটা ট্রেনিং এ আছেন, তো সেখানে তাকে বেশ ভালো ভালো আপ্যায়ন, ভালো রুম প্রোভাইড করেছে শুনে দাদু মতামত দিলেন। "এত আপ্পায়ন এত খরচ করতেছে কারণ ট্রেনিং শেষে টাকা কম দিবে।" আমি মনে মনে বললাম এই মাত্র দাদু একটা লজিক্যাল ফ্যালাসির জালে আটকা পড়লো। বইটির প্রচ্ছদ একদম সিম্পল কিন্ত অনেক সুন্দর,কালার কম্বিনেশন বেশ ভালো লেগেছে৷ প্রোডাকশন ও অনেক ভালো, শক্তপোক্ত বাইন্ডিং, পেজগুলো ও যথেষ্ট প্রিমিয়াম। বইটিতে বেশ কিছু লাইন মনে ধরেছে তার মধ্যে প্রিয় কয়েকটি লাইন এমন- ★ প্রমাণ না থাকাকে, না থাকার প্রমাণ কখনো বলা যায় না। ★ অন্যে কী দোষ করল সেই দোষ ধরিয়ে দিলে তার নিজের দোষ কিন্তু মাফ হয়ে যায় না। উদাহরণ দিতে গিয়ে খুব সুন্দর কবিতার মতোও বলেছেন কিছু কিছু জায়গায়। ★ কিসের সঙ্গে মেলাচ্ছ কী, মেলাও ধৈর্য ধরে ভুল উপমায় অনেক কিছুই ঠিক লাগে ভুল করে ★ এইটা না হলে ঐটাই হবে এমন বলার আগে আর কী জিনিস হওয়া সম্ভব সেইটাও ভাবা লাগে ★ তাই বলে তুমি এমন করো তর্কে জেতার জন্য এমন করেই বদলাও কথা মানে হয়ে যায় অন্য ★ কী বললাম আমি, আর সে গেল কোনখানে! বুঝদার লোক ঠিকই বোঝে কথা ঘোরানোর মানে ★ ‘তুইও এমন’– এইটা কইলে বুইঝ্যে শুইন্যে কোস অন্যের দোষ ধরলে পরেই– কাটে না নিজের দোষ ★ বললে কথা লোকে, সেই কথায় নজর দাও! কথা রেখে কেন শুধুই লোকটারে খোঁচাও?

      By Shihab

      15 Jun 2021 02:27 AM

      Was this review helpful to you?

      or

      good

      By Shobuj

      13 Jun 2021 01:09 AM

      Was this review helpful to you?

      or

      not up to the mark

      By Shariful Hasan

      12 Jun 2021 08:41 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই?

      By Jony Majumder

      11 Jun 2021 03:55 PM

      Was this review helpful to you?

      or

      Very Good

      By Arif Rabbani

      10 Jun 2021 02:12 AM

      Was this review helpful to you?

      or

      best book

      By Ehteshamul Sayem

      10 Jun 2021 12:23 AM

      Was this review helpful to you?

      or

      ছোটদের যুক্তিতর্কে হাতেখড়ির আদর্শ বই।

      By Zahidul islam

      07 Jun 2021 02:02 PM

      Was this review helpful to you?

      or

      এমনিতেই চমক ভাইয়ের লেখা সাবলীল।আরো উদাহরণ যোগ করলে ভালো হত।

      By Kamrul Islam Shanto

      05 Jun 2021 11:10 PM

      Was this review helpful to you?

      or

      Valo

      By farhana jui

      02 Jun 2021 12:05 AM

      Was this review helpful to you?

      or

      best

      By Syed mohidul islam Rahat

      01 Jun 2021 01:18 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই

      By Mohammad Belal

      30 May 2021 07:26 PM

      Was this review helpful to you?

      or

      best of luck next time

      By britto khan

      28 May 2021 10:13 PM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর ভাষা। সহজবোধ্য

      By Md Shafin Ahmed

      26 May 2021 06:35 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তিফাঁদে ফড়িং - বইটির লেখক হলেন চমক হাসান। সাধারণত চমক হাসান গণিত নিয়েই বেশি বই লিখেছেন। তবে গণিত বাদেও বিজ্ঞানের আরো কিছু মজার বিষয় নিয়েও বই লিখেন,ঠিক তারই ধারাবাহিকতায় এবার আরো একটি নতুন বই লিখেছেন উনি। এই বইটির মাঝে লেখক দেখাতে চেয়েছেন আমরা আসলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরণের যুক্তির মাধ্যমে বিভিন্ন ধরণের কাজ করে থাকি, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ যুক্তির আসলে নেই কোনো ভিত্তি, পুরোটাই আসলে ভুলে ভরা। একটা উদাহরণ দিয়েই বুঝাই বিষয়টা। ধরেন যে কোভিড-১৯ এ একজন ব্যক্তি আক্রান্ত হবার পর নিয়মতি উনি ঘাস খেতেন, এবং এভাবে নিয়মিত ঘাস খাওয়ার পর উনি কোভিড-১৯ থেকে মুক্তি পান।এখন আপনি যদি এখান থেকে এই যুক্তি দেন যে, কোভিড-১৯ এর ঔষধ হচ্ছে ঐ ঘাস তাহলে কি আসলেই যুক্তিটা সঠিক ছিল???? লেখক এরকম অনেকগুলি যুক্তির ভুল আমাদের দেখিয়েছেন এই বইয়ের মাঝে। তাই যারা যারা বইটি পড়তে আগ্রহী তারা আজই বইটি সংগ্রহ করে ফেলেন। আশা রাখছি বইটি সবার ভালো লাগবে। বইটির প্রকাশনী হলঃ আদর্শ বইটির পৃষ্ঠা সংখ্যা হলঃ ১০২ বইটির দামঃ ২০০ টাকা বইটি যেকোনো ধরণের লাইব্রেরিতে পেয়ে যাওয়ার কথা। আর যদি না পান তাহলে অনলাইন থেকে অর্ডার করে কিনে ফেলতে পারেন নিচের ঠিকানায় গিয়ে⤵️ https://www.rokomari.com/book/211767

    • Was this review helpful to you?

      or

      Overall good

      By Swarnasree

      24 May 2021 01:13 PM

      Was this review helpful to you?

      or

      আমরা প্রত্যেকেই "যুক্তি" শব্দটির সাথে পরিচিত। কোনো বিষয়ে নিজেদের মতামতকে প্রাধন্য দিয়ে সেটিকে যুক্তিসংগত প্রমাণ করতেই আমরা বেশি স্বাচ্ছন্দ বোধ করি। কিন্তু ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি বলেও যে একটি বিষয় আছে তা আমাদের অনেকেরই অজানা৷ যেসমস্ত বিষয় আমরা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে চাই তা প্রকৃতপক্ষে সঠিক যুক্তি নির্ভর নাকি ফ্যালাসি তা আমারা অনেকেই জানি না। ▪️ এখন প্রশ্ন হলো "যুক্তির ভ্রান্তি" বিষয়টি কি? মূলত যুক্তি দেবার সময় আমরা যে ভুলগুলো করে থাকি বা আরো সহজ ভাষায় বলতে গেলে উল্টো পাল্টা যুক্তিকেই বলে যুক্তির ভ্রান্তি বা ফ্যালাসি। ? সাধারণত আমরা যখন কারো সাথে কোনো বিষয় নিয়ে যুক্তিতর্কে মশগুল হই তখন নিজের বক্তব্যের ঠিক ভুল বিচার করিনা, যে কথা বলছি তা কতটুকু যুক্তিসম্মত তাও আমরা ভাবিনা। তর্কের খাতিরে একে অন্যের ভুল ধরতে থা কি। ফলস্বরূপ কোনো সঠিক, যুক্তিযুক্ত সমাধানে পৌঁছাতে তো পারিই না বরং এই ভুল-ভ্রান্তির চক্রপ্রবাহ আরো প্রসারিত হতে থাকে। তখন সেটিকে তর্ক বলা গেলেও যুক্তিতর্ক বলা যায় না। ? যেমন আমরা বেশিরভাগ সময়ই অধিকাংশ মানুষ যেটিকে সমর্থন করে সেটিকেই সঠিক বলে মনে করি। বর্তমান পরিস্থিতির কথাই যদি ধরা যাক। এই ভয়াবহ করোনা মহামারীকালে প্রত্যেককে ঘরের ভেতর অবস্থান করতে বলা হচ্ছে, সামাজিক দূরত্ববজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন সময় যদি আমার বন্ধু এসে আমায় বলে, "দোস্ত, সবাই তো ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। তাহলে চল্ আমরাও বন্ধুরা মিলে কোথাও ঘুরে আসি। অন্যদের যখন কিছু হয় নি তখন আমাদেরও কিছু হবে না। " শুনতে স্বাভাবিক লাগলেও এখানে আমার বন্ধুর যুক্তিটি যুক্তি ভ্রান্তির মধ্যে পড়ে। অন্য কারো কিছু হয়নি বলে আমারো যে কিছু হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আবার অন্যরা অসতর্ক হলেই যে আমাকেও অসতর্ক হতে হবে এ বিষয়টিও যুক্তিসম্মত নয়। এ ধরনের যুক্তি ভ্রান্তিকে ইংরেজিতে বলে Bandwagon fallacy. লেখক "যুক্তিফাঁদে ফড়িং" বইটিতে অসংখ্য উদাহরণের মাধ্যমে এরকম ২৪ টি যুক্তির ভ্রান্তিকে অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। ▪️ অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মউন্নয়ন মূলক বইগুলো পড়ার সময় আমাদের মাথায় জট পাকিয়ে যায়। আবার কখনো কখনো পড়তে গিয়ে মজা খুঁজে পাই না বলে এধরনের আত্মউন্নয়ন মূলক বইগুলো আমরা পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করি না৷ কিন্তু এই বইটির ক্ষেত্রে তা ব্যতিক্রম। ? এই বইটির সবথেকে মজার ব্যাপার হচ্ছে বইয়ের মূল বিষয়বস্তুটি পাঠকদের কাছে আরও সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন করার জন্য বইটিকে গল্পাকারে সাজানো হয়েছে। গল্পটা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থী হাসিবকে নিয়ে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সে শোমসপুর নামক এক প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতে যায়। সেখানে গিয়ে সে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অঙ্ক ক্লাস নেবার দায়িত্ব পান। গণিত এবং বিজ্ঞান এই দুইটি বিষয়ই যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত। তাই প্রসঙ্গক্রমে তিনি ছাত্রছাত্রীদের যুক্তি এবং যুক্তি ভ্রান্তি সম্পর্কে ধারণা দিতে শুরু করেন। এভাবেই বইটিতে হাসিব এবং তার ছাত্র-ছাত্রীদের মধ্যকার কথপোকথনের মাধ্যমে গল্পাকারে সম্পূর্ণ বিষয়টি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বইটির শেষে আমাদের জীবনে আবেগ এবং যুক্তির প্রভাব এবং জীবনে কখন কোন বিষয়টি প্রয়োগ করতে হয় তা স্বচ্ছ কাঁচের মত পরিষ্কার করে দেখানো হয়েছে। ?বইটি পড়লে আমরা সারাদিন যেসব আকাশকুসুম চিন্তাভাবনা করে বেড়াই সেগুলো কতটা যুক্তিসম্মত এবং কিভাবে আমরা প্রতিনিয়ত কিছু যুক্তি ভ্রান্তির জালে জড়িয়ে যাচ্ছি তা বুঝতে পারব এবং পাশাপাশি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারব। সকল বয়সী পাঠকই বইটি পড়তে পারে এবং আশা রাখছি আমার মত আপনারাও বইটি পড়ে বিশেষভাবে বইটি পড়ে বিশেষ ভাবে উপকৃত হবেন। বিশেষত যাদের বিতর্কের প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য বইটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। তাই প্রত্যেকের কাছেই অনুরোধ রইল অন্তত একবার হলেও বইটি পড়ে দেখার জন্য।

      By Moni Kanto Barmon

      22 May 2021 09:58 AM

      Was this review helpful to you?

      or

      Book er condition kharap cilo.. overall good..

      By Md. Ratul Islam

      21 May 2021 11:47 AM

      Was this review helpful to you?

      or

      It’s good

      By Mizanur Rahman

      20 May 2021 03:46 PM

      Was this review helpful to you?

      or

      So nicr.❣️❣️

      By Afnan khan utsho

      20 May 2021 01:10 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তিবিভ্রাট নিয়ে দারুন সব উদাহরণের মাধ্যমে বুঝানো হয়েছে।

      By Rebeka Sultana

      19 May 2021 10:13 AM

      Was this review helpful to you?

      or

      Nice book.

      By Fahim Shahriar

      18 May 2021 10:16 AM

      Was this review helpful to you?

      or

      Well

      By Meheruzzaman Sami

      15 May 2021 05:43 PM

      Was this review helpful to you?

      or

      বইটা সবার পড়া উচিত। আপনারা চাইলে বিনা দ্বিধায় নিতে পারেন।

      By Md Wakilur Rahman

      13 May 2021 01:27 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান ভাইকে এতদিন গণিতের মজার শিক্ষক বলে জানতাম কিন্তু যুক্তি ফাঁদে ফড়িং বইটি পড়ে আমার ধারণা একদম বদলে গেল। বিতর্ক সম্পর্কে এত সুন্দর ধারণা তা আগে জানতাম না। বিতার্কিকদের জন্য এই বইটি অসাধারণ কিছু। যারা নতুন ভাবে বিতর্ক শুরু করতে চাই তাদের জন্য এই বইটি ভালো কিছু হতে চলেছে। চমক হাসান ভাই যে সৃজনশীল মানুষ তা-ই বইটির মাধ্যমে আরেকবার প্রকাশ করলেনএই বইটির মাধ্যমে। বিতার্কিক তোর জন্য অনেক ভালো একটা চয়েজ।এই বইটির মধ্যে অনেক ভুল যুক্তির সঠিক ব্যাখ্যা দেওয়া আছে। চমক হাসান ভাইকে ধন্যবাদ এমন একটি লেখা আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য।

      By Md Saidur Rahman Sayeed

      12 May 2021 10:47 PM

      Was this review helpful to you?

      or

      গল্পে গলএ চমঠকার ভাবে যুক্তির সাথে যুক্তিভ্রম বুঝানো হয়েছে।বিতর্ক্কারীদের জন্য একটি অতি মূল্যবান বই হিসেবে মনে করি।

      By Rid Ridwan Jihad

      11 May 2021 04:59 AM

      Was this review helpful to you?

      or

      যক্তি নিয়ে বই টি অসাধারণ। নতুন কিছু শিখতে পারলাম। ধণ্যবাদ চমক ভাইয়া ।

      By Md. Kamrul Islam

      10 May 2021 12:15 PM

      Was this review helpful to you?

      or

      Similar of 'The art of thinking clearly'. I love it.

      By Engr Mamun

      06 May 2021 11:18 PM

      Was this review helpful to you?

      or

      ফালতু একটা বই

      By Nasima Yousuf

      06 May 2021 04:37 PM

      Was this review helpful to you?

      or

      boi gula sotti onek valo

      By md j alam

      05 May 2021 11:19 PM

      Was this review helpful to you?

      or

      Cool

      By Ektider Sporsho

      03 May 2021 10:40 PM

      Was this review helpful to you?

      or

      অসম্ভব ভালো একটি বই। বাংলা ভাষায় এমন বই এই প্রথম চোখে পড়ল। খুব সুন্দর করে সহজ ভাষায় গল্পের আকারে ২৪ টি যুক্তির ভ্রান্তি নিয়ে আলোচনা করা হয়েছে এই বই এ।

      By Tanim Ahmed

      03 May 2021 07:39 PM

      Was this review helpful to you?

      or

      লেখক অসাধারণভাবে কুযুক্তিগুলো তুলে ধরেছেন এই বইটিতে!

      By Shahadat Hussain

      01 May 2021 07:18 PM

      Was this review helpful to you?

      or

      ভাল লেগেছে

      By Jannatul Nayeem Shoron

      27 Apr 2021 10:53 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসানের বইগুলো বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার জের ধরে এই বইটাও জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু বইটা পড়তে গিয়ে কিছুটা আশাহত হয়েছি। পড়তে গিয়ে মনে হয়েছে লেখক একাডেমিক পাঠ্যবই থেকে বেরোতে পারলেন কই? বেরোবার চেষ্টা নিশ্চয় করেছেন , তবে ততটা সফল হন নি। আরেকটা বিষয়, বইটা পড়া শেষ করে মনে হলো যত্নের অভাব আছে, বইয়ে যত্নের অভাব আছে। হয়তো লেখক খুব একটা সময় পান নি আর নয়তো এই অতিমারী লেখককে অস্থির করে তুলেছিল যার জন্য তার মন হয়ে উঠেছিল বিক্ষিপ্ত। এমনটাও হতে পারে তিনি রাইটার্স ব্লক জাতীয় রোগে কিছুটা হলেও ভুগছিলেন। তবে, সব যুক্তি-তর্ক ছাপিয়ে, যুক্তিবিদ্যার একজন পাঠককে বইটা অবশ্যই তৃপ্ত করবে, এতে কোন সন্দেহ নেই। HAPPY READING

      By Rajib Roy

      27 Apr 2021 04:37 PM

      Was this review helpful to you?

      or

      Satisfied with your service.

      By sherif al shayar

      27 Apr 2021 10:34 AM

      Was this review helpful to you?

      or

      যুক্তির ভুল ভ্রান্তি নিয়ে এমন বই বাংলাদেশে নাই বললেই চলে, সেখানে এই বইটি খুবই চমৎকার কিছু ভুল-ভ্রান্তি উপহার দিয়েছে আমাদেরকে

      By Zobair Abedin

      25 Apr 2021 10:55 AM

      Was this review helpful to you?

      or

      চমৎকার এবং শিক্ষনীয়

      By Faisal Hossain

      24 Apr 2021 04:39 PM

      Was this review helpful to you?

      or

      বাংলা ভাষায় যে এমন সুন্দরভাবে লজিক্যাল ফ্যালাসি লেখা সম্ভব, তা এটা না পড়লে জানতে পারতাম না।

      By ripon kumar

      24 Apr 2021 02:41 PM

      Was this review helpful to you?

      or

      Chamok vai je ekjon juktibadi manush ta ami agew jantam boiti pore aro valo vabe jante parlam

      By Tohidur Rahman

      24 Apr 2021 01:22 AM

      Was this review helpful to you?

      or

      Nice book

      By Pabitra Chakma

      23 Apr 2021 12:24 PM

      Was this review helpful to you?

      or

      excellent

      By Swag Sadia

      21 Apr 2021 12:52 PM

      Was this review helpful to you?

      or

      বইটিতে উদাহরণ দেয়া হয়েছে! বলা হয়েছে যে ভুল যুক্তি কিন্তু সঠিক যুক্তি কোনটি/কোনগুলো সেটা কেনো বুঝানো হলো না? ??

      By আরিয়ান শুভ

      20 Apr 2021 04:17 PM

      Was this review helpful to you?

      or

      একশোতম রেটিং আমি দিচ্ছি! "পল্টু দশ টাকা দিয়ে দুইটা সিঙাড়া কিনেছিল। খেতে ভুলে যাওয়ায় সিঙাড়াগুলো টেবিলেই রয়ে যায় । পরদিন সকালে সে দেখলো সিঙাড়া থেকে কিছুটা গন্ধ বেরোচ্ছে। নির্ঘাত নষ্ট হয়ে  গিয়েছে। সে ভাবছে - হোক নষ্ট, খেয়েই ফেলা যাক। নয়তো পুরো দশ টাকা গচ্চা যাবে।" এখানেই রয়েছে কুযুক্তি। কেননা নষ্ট সিঙাড়া খেলে তার পেট খারাপ হবে। ফলে দশ টাকা তো বাঁচবে না ই ; উল্টো আরো বেশি টাকা ঔষধ কেনতে খরচ হতে পরে। যুক্তিবিদ্যায় এটাকে বলা হয় Sunk Cost Fallacy ; অর্থাৎ আমরা যখন এভাবে ভাবি যে, 'এতদূর যখন ব্যয় করলাম ই, আরেকটু করে দেখি।' ■ চমক হাসান স্যার তার নতুন বই 'যুক্তিফাঁদে ফড়িং' এ এরকম অসংখ্য কুযুক্তি বা Logical Fallacy যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি - তা তুলে গল্প আকারে ধরেছেন। বইয়ের মূল চরিত্র হাসিব লেখাপড়া শেষ করে গ্রামের একটা স্কুলে যায় কিশোর-কিশোরীদের যথার্থ শিক্ষাদানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে ছাত্র ছাত্রীদের সে প্রসঙ্গক্রমে যুক্তির নানা ভ্রান্ত দিক শেখাতে আরম্ভ করে। এবং আগ্রহী শিক্ষার্থীথা ধীরে ধীরে জানতে পারে অসংখ্য Logical Fallacy. লেখক খুব চমৎকার ভাবে যুক্তিবিদ্যার বেশ কিছু লজিক/এন্টি লজিক উপস্থাপন করেছেন এই বইটিতে । লেখকের উপস্থাপন কৌশল আমার বেশ ভালো লেগেছে। পাশাপাশি গল্প আকারে ফ্যালাসিগুলো তুলে ধরাতে সেগুলো বুঝতে কোনো সমস্যা ই হয়নি। পাশাপাশি তিনি প্রতিটা ফ্যালাসির জন্য বাস্তব জীবনে ব্যবহৃত এরকম ঘটনা থেকে আলাদা আলাদা উদাহরণ যোগ করেছেন যার জন্য বইটা আরো বেশি উপভোগ্য হয়েছে। পাশাপাশি চিত্রের মাধ্যমে ফ্যালাসিগুলো তুলে ধরায় এটা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। সব মিলিয়ে বেশ উপভোগ করেছি বইটা। মন্দ দিকের কথা বলতে হলে বলব, কিছু কিছু জায়গায় মনে হল অহেতুক উদাহরণের সংখ্যা বাড়ানো হয়েছে। লেখকের বোঝানোর দক্ষতা এতটাই ভালো যে একের বেশি উদাহরণের দরকার ই পড়ে না। আর এত অল্পেই বইটা শেষ না করে আরো বেশি ফ্যালাসি নিয়ে আলোচনা করলে আরো বেশি উপভোগ্য হত বইটা। বইটা এসেছে আদর্শ প্রকাশনীর ব্যানারে। বইতে বানানজনিত ভুল তেমন নেই বললেই চলে। প্রোডাকশন কোয়ালিটি বেশ ভালো। প্রচ্ছদটাও চমৎকার । সব মিলিয়ে আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকবে। এক নজরে, বই : যুক্তিফাঁদে ফড়িং লেখক : চমক হাসান প্রকাশনী : আদর্শ মুদ্রিত মূল্য : ২০০ টাকা পৃষ্ঠা : ১০০ ব্যক্তিগত রেটিং : ৪/৫

      By Nahid Chowdhury

      20 Apr 2021 04:04 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তির ভুল-ভ্রান্তি নিয়ে বেশ সহজ ভাষায় লিখিত বইটি। চমক ভাই বরাবরই আমার খুব প্রিয় আর তার লেখাগুলোও আমার বেশ ভালো লাগে। আপনারও পড়ে দেখতে পারেন।

      By Sagor

      17 Apr 2021 03:02 PM

      Was this review helpful to you?

      or

      khub ee unique ekta concept. shobar pora uchit

      By ahsan jamil

      17 Apr 2021 12:25 AM

      Was this review helpful to you?

      or

      Masterpiece. Today I got it. Read half of it.

      By Mahmudul Moon

      16 Apr 2021 10:45 PM

      Was this review helpful to you?

      or

      Onek mojar akta boi

      By Imam Ahasan

      16 Apr 2021 08:22 PM

      Was this review helpful to you?

      or

      good

      By Kamrun Nahar

      16 Apr 2021 02:46 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বইয়ের জন্য অপেক্ষায় আছি।

      By Galib Al Hady

      15 Apr 2021 11:00 PM

      Was this review helpful to you?

      or

      পাঠক উক্ত বিষয়বস্তু সম্পর্কিত আলোচনায় নতুন হলে নিঃসন্দেহে ৫তারকা দেওয়া যায়।

      By Junayed Hassan

      14 Apr 2021 10:25 PM

      Was this review helpful to you?

      or

      খুবই চমৎকার ও ভিন্ন টপিকের বই। যুক্তির যে কত ধরণ থাকে তা হয়তো জানা হতো না যদি এটি পড়ার সুযোগ না পেতাম। ............... বইটি পড়ার পর........... হয়ত আমিই এখন এই বইয়ের ফড়িং হয়ে গিয়েছি। ?

      By Asaduzzaman Saimon

      12 Apr 2021 04:25 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান মানেই চমক ?। অপেক্ষায় আছি

      By Sodiol Foyez

      12 Apr 2021 04:09 PM

      Was this review helpful to you?

      or

      নতুন কিছু পেলাম, গণিত আর বিজ্ঞানের বাইরে। ধন্যবাদ চমক হাসান।

      By Robiul Hasan

      11 Apr 2021 11:53 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ হাতে পেলাম?

      By Md nahid

      11 Apr 2021 08:44 PM

      Was this review helpful to you?

      or

      good service overall

      By Md Rajib

      11 Apr 2021 05:10 PM

      Was this review helpful to you?

      or

      Hate pelam book ta. asha kori bhalo kicho ache. Chomok bhai mane Chomok kichu

      By Farid Uddin

      11 Apr 2021 02:18 AM

      Was this review helpful to you?

      or

      চমক ভাইয়ের যুক্তির চমক

      By Zihad Chowdhury

      10 Apr 2021 03:36 PM

      Was this review helpful to you?

      or

      কিছু মানুষ আছে যারা মানুষের সাথে যুক্তিতে পেরে উঠে না। মাঝে মাঝে তারা বুঝতেই পারে না যে তারা কিছু বিভ্রান্তিকর যুক্তির ফাঁদে পড়েছে। তাদের জন্য এই বই যারা সঠিক ও বিভ্রান্তিকর যুক্তির ফারাকটা বুঝতে চায়?

      By Rayad Ahmed

      20 Apr 2021 08:26 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই।

      By Samudra Jit Saha

      08 Apr 2021 10:01 PM

      Was this review helpful to you?

      or

      প্রত্যেকের এই বইটা পড়া উচিৎ

      By shyamal

      08 Apr 2021 05:27 PM

      Was this review helpful to you?

      or

      নতুন চমকের অপেক্ষায় ?

      By Jobayer

      07 Apr 2021 06:19 PM

      Was this review helpful to you?

      or

      সেরা বই।

      By Zaheda khatun

      07 Apr 2021 10:27 AM

      Was this review helpful to you?

      or

      বইটা পড়ার আগ্রহে রইলাম

      By Md Noman Adbil

      07 Apr 2021 02:07 AM

      Was this review helpful to you?

      or

      just wow

      By Dots

      06 Apr 2021 01:45 PM

      Was this review helpful to you?

      or

      hi

      By Siam Hassan Mahin

      04 Apr 2021 11:21 PM

      Was this review helpful to you?

      or

      ব‌ইটি অসাধারণ ?

      By সিহাব উদ্দীন

      02 Apr 2021 11:08 PM

      Was this review helpful to you?

      or

      ভালো মানের বই

      By saiful islam

      02 Apr 2021 04:32 AM

      Was this review helpful to you?

      or

      Nice book. I really Satisfied to read this book.

      By Towfiqul Hossain

      31 Mar 2021 04:05 AM

      Was this review helpful to you?

      or

      Only suitable for schoolgoing immature youngsters or less educated matures who often make or fall for lame logics.

      By গান ওয়ালা

      31 Mar 2021 01:36 AM

      Was this review helpful to you?

      or

      আজকেই হাতে পেলাম বইটি, প্রতি পাতায় পাতায় চমক আছে। ধন্যবাদ চমক হাসান ভাইয়াকে, আমাদের এমন তথ্যবহুল এবং যৌক্তিক একটি বই উপহার দেয়ার জন্য। ❤❤

      By Muhammad Hadi

      20 Mar 2021 08:23 PM

      Was this review helpful to you?

      or

      ভালই হবে আশা করি।

    • Was this review helpful to you?

      or

      চমক ভাইয়ের বইতে চমক তো থাকবেই,, আশা করি খুব তাড়াতাড়ি হাতে পাবো

      By M Rahman Masud

      08 Feb 2025 09:46 PM

      Was this review helpful to you?

      or

      চমক ভাইয়ার বই মানেই অসাধারণ চমক‌। নতুন কিছু অসাধারণ যুক্তির অপেক্ষায়..........................

      By Abu Zafor Khairuzzaman

      21 Feb 2023 12:11 PM

      Was this review helpful to you?

      or

      বইটিতে সর্বমোট ২৩ টি ভ্রান্তি বা ফ্যালাসি নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে আলোচনা গুলো সংজ্ঞা নির্ভর, সহজ করার জন্য বাস্তব উদাহরণের সাহায্য নিয়া হয়েছে। বইটাকে একটা চলমান ট্রেনের সাথে তুলনা করা যেতে পারে যেটা চলার পথে প্রতিটা স্টেশনে অল্প কিছু সময়ের জন্য থামছে তারপর আবার চলা শুরু করছে। অর্থাৎ বিষয়ের গভীরে যাওয়ার মতো অবকাশ পাঠক হিসেবে আমি পাইনি, যেটা এই ছোট একটা বই থেকে সম্ভবও না। ভালো হতো যদি এই ২৩ টি থেকে ৫/৬ টি ফ্যালাসি নিয়ে একটা পূর্ণাঙ্গ ছোট গল্প লেখা যেত। তাহলে সেটা পাঠকের মনের গভীরে ঢুকে যেত। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার পরে প্রথমে আমি কি পড়েছিলাম সে টা ভুলে গেছি। আশা করি লেখক মহোদয় ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত বই লিখবেন।

      By Md. Mojnu Miah

      20 Jul 2022 04:19 PM

      Was this review helpful to you?

      or

      আমরা অনেক সময় ভুল যুক্তি দিয়ে কথা বলি। জীবন চালাই। বইটি পড়লে, পাঠক বুঝতে পারবে কোনটা ভুল যুক্তি আর কোনটা সঠিক।

      By Khalid Ahammed

      11 Mar 2022 07:58 AM

      Was this review helpful to you?

      or

      Not fully satisfied but It's a really well organized book.

      By Alif Mahmood Likhon

      28 Aug 2021 12:00 PM

      Was this review helpful to you?

      or

      আপনি যদি বিতার্কিক হন/শুধু জীবন চলার পথে তর্কে জড়াতে পছন্দ করেন তাহলে যুক্তি আপনার হাতিয়ার৷ আর সেই যুক্তিকে কিভাবে ব্যবহার করবেন কোনটা যুক্তির আসল প্রয়োগ আর কোনটা যুক্তির ভ্রান্তি সেটা আপনি চমক ভাই এর এই বইটা পড়লেই জানতে পারবেন৷ বইটা চাইলে একবারে বসে শেষ করা যাবে আবার বসে বসে সময় নিয়ে বুঝে বুঝে শেষ করা যাবে৷ বিষয়টা আপনার উপর ছেড়ে দেয়া যায়৷ আপনি কি চান! এটা পাঠ্য বই ভাববেন না৷ অনেক গুছেই চমক ভাই লিখেছেন৷ হ্যা কিছু ল্যাকিংস আছে৷ মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো আরেকটু হলে ভালো হতো৷ লেখক ভাই যত্ন নিয়েই লিখেছেন তবে আমার এক্সপেকটেশন আরো একটু বেশিই ছিলো! এজন্য ৪* আমার পক্ষ থেকে!

      By HOQUE MIXURETUBE71

      22 Feb 2023 12:25 PM

      Was this review helpful to you?

      or

      বই: যুক্তিফাঁদে ফড়িং লেখক: (প্রিয়) চমক হাসান এই বইয়ে আমি যা পেয়েছি: * কথা বলার একটি মান থাকা দরকার *কথা বললেই সেটি কথা হয়নি, তার যুক্তি আর যৌক্তিকতা থাকা লাগে। *জীবনের অনেক ঘটনাই কারো স্পর্শ ছাড়াই, কারো দোষ ছাড়াই ঘটে থাকে।যা অনেকের উপর অন্যায় আর অন্ধের মতো চাপিয়ে দেওয়া হয়। ভালো লেখা উপহার দেওয়ার জন্য প্রিয় লেখক কে ধন্যবাদ।

      By Kazi Nishat Aunjum

      25 Jun 2021 05:43 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তি ফাঁদে ফড়িং লেখক- চমক হাসান বইটার উপস্থাপন খুবই সুন্দর সহজ ও সাবলীল। বর্তমান সময়ের জন্য অনেক প্রয়োজনীয় একটা বই। বইটা লজিক্যাল ফ্যালাসি নিয়ে। যুক্তির ভুল! অবাক করা বিষয় যুক্তি আবার ভুল হয়? হ্যা হয়। আর সেটা এত পরিষ্কার ও সহজ করে তুলে ধরেছে ভাইয়া কল্পনাও করা যায় না। ক্লাস ৬-৭ থেকে তরুণ যেকোনো বয়সের পাঠককে আকর্ষণ করবে। গল্পটা বিশ্ববিদ্যাল সদ্য পাশ তরুণ হাসিবের হাত ধরে আগায়, যে গ্রামের এক স্কুলে মাস্টারি করতে শখের বসে ছুটে গিয়েছে, এই শহুরে জীবনকে খানিকটা ছুটি দিয়ে গ্রামের মাটির কাছাকাছি কিছুটা সময় কাটাতে। ঠিক এই যাত্রা পথের শুরু থেকে মানুষের কথা ও আচরণের এই ফ্যালাসির গুলো ঘুরপাক খায় হাসিবের মাথায়। বিতর্ক করার সুবাদে আগে থেকেই এই যুক্তির ভ্রান্তিগুলো তাকে মাথায় রাখতে হতো। গ্রামে স্কুলে গিয়ে এক ছাত্রের অঙ্ক মেলানোর কৌশল তাকে ক্লাসে অঙ্ক থেকে যুক্তির আলাপের দিকে অগ্রসর করে। ধীরে ধীরে ছাত্ররাও খুব উৎসুক হয়ে ওঠে এই যুক্তির ফাঁদ গুলো বুঝতে। পরবর্তীতে ৩ জন শিক্ষার্থী বিতর্কে আগ্রহ থেকে ক্লাসরুমের বাইরেও এই যুক্তিগুলোর চক্রধাঁধা শিখতে শুরু করে। এইভাবে অগ্রসর হওয়া প্লটে মোট ২৪ টি ফ্যালাসি নিয়ে কথা বলেছে হাসিব। খুব হালকা মেজাজের বই মনে হলেও বইটা ভীষণ সময় উপযোগী। আমাদের এই সময়টায় আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি যেই জিনিসটার জন্য সেটা হলো আমাদের কথা ও চিন্তা। মূলত চিন্তারর প্রকাশ তো কথাতেই করি। এখন গ্লোবাল ভিলেজে যেমন জীবন সহজ হয়ে গিয়েছে তেমন কথা একে অপররের কাছে খুব সহজেই পৌঁছাতে পারার ফল মাঝেমাঝে বিপদ ও ডেকে আনে। কথার প্রভাব নিয়েতে নতুন করে কিছু বলার নেই কিন্তু এই কথা বলতে গিয়ে সচেতন বা অসেচতন ভাবে অযৌক্তিক কথাকেও আমরা গ্রহণযোগ্যতার খাতায় তুলে নিই। এর ফলে নানা প্যাঁচ যেমঅন সৃষ্টি হয় তেমন যুক্তিগুলো হারিয়ে যায়। আবার সিদ্ধান্ত গ্রহণেও পরে এর বড় প্রভাব। তাই সচেতন হওয়াটা খুব জরুরি। কীভাবে অযৌক্তিক ব্যক্তি আক্রমণ, আবার কথার ফাঁক ফোকর করে বড় অপরাধ থেকে পালানো, আবার কথার প্রয়োগের রূপ সব আলোচিত হয়েছে বইটিতে। যুক্তির গুরুত্ব, শিক্ষার্থীদের কুযুক্তির ফাঁদ থেকে বাঁচিয়ে যোগ্য করে তুলতে সঠিকভাবে কথা ও যুক্তির যে প্রয়োগ প্রয়োজন পুরো বইটিতে চমৎকার ভাবে তা উঠে এসেছে। স্বপ্নবাজ তরুণ হাসিব এক বছরে স্কুলের শিক্ষার্থীদের বেশ পরিবর্তন এনে নিজের উচ্চ শিক্ষার জন্য দূর দেশে পাড়ি জমানোর উদ্দ্যেশ্য নিয়ে গ্রাম ছেড়ে আবার ঢাকা আসে। বইটার ২৪ টা ফ্যালাসির নাম মনে রাখা জরুরি না, জরুরি চিন্তা ও কথার ধারা শানিত রাখা। কোনো বিষয় নিয়ে মন্তব্যের আগে বিষয়টা বিভিন্ন দিক চিন্তা করে। ভুলে কোনো ফাঁদে না আটকিয়ে সঠিক ভাবে সিদ্ধান্ত নেওয়া। বইটা পড়তে গিয়ে মজার ব্যাপারটা হচ্ছে শুরু থেকে যখন কুষ্টিয়ার পরিবেশের ছোঁয়া পায়। চমক ভাইয়ার স্কুল, কলেজ বেড়ে ওঠা কুষ্টিয়ায়। পরিবেশের কারণে আরো যেন আপন আপন লাগে। একদম উৎসর্গ পত্র থেকে।

      By Hasan Jamil

      12 Jun 2021 07:37 PM

      Was this review helpful to you?

      or

      #rokomari_book_club_review_competition রিভিউ লেখকঃ হাসান জামিল বইয়ের নামঃ যুক্তিফাঁদে ফড়িং লেখকঃ চমক হাসান প্রকাশনীঃ আদর্শ ক্যাটাগরিঃযোগাযোগ মুদ্রিত মূল্যঃ ২০০৳ যুক্তবাদী হতে কে না চায়।আমরা অনেক সময় যুক্তি দিতে গিয়ে কুযুক্তির ফাঁদে পড়ে যাই। বইটিতে লেখক এই রকম বিভিন্ন logical fallacy বা যুক্তির ভ্রান্তি তুলে ধরেছেন। বইয়ের মুল চরিএ হাসিব, সে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শখের বসে যোগ দেয় গ্রামের স্কুলে শিক্ষক হিসাবে। সে তার ছাএদের বিভিন্ন যুক্তির ভ্রান্তি গল্প আকারে তাদের সামনে তুলে ধরেছেন। যেমনঃ একটা ভ্রান্তি হচ্ছে False Dichotomy Fallacy -ভ্রান্ত দ্বি-বিভাজন। Dichotomy মানে দুই ভাগে বিভক্ত । আর False Dichotomy মানে হলো আসলে দুই ভাগে বিভক্ত না ,আরও অবশন আছে, কিন্ত মানুষ অনুমান করে নিচ্ছে যে দুই ভাগে বিভক্ত। তারপর সেটা ভেবে নিয়ে আক্রমণ করে। মনে করো, কেউ একজন বলল ভারতের খেলা সেদিন আমার বেশি ভাল লাগে নাই, এতে করে তার পাশের জন বলে উঠল তুই নিশ্চয়ই পাকিস্তানের সাপোর্টার। কিন্ত সে ভারতকে সমর্থন না করলেই যে সে পাকিস্তানের সমর্থক হবে এমন কোন নিশ্চয়তা নেই ।সে বাংলাদেশেরও সাপোর্টার হতে পারে । এই ধরনের ক্ষেত্রে যেটা হয় তা হলো, মানুষ সব রকমের অবশন বিবেচনা করে না।একটা না হলে আরেকটা হবে এমন কিছু একটা ধরে যুক্তি দেয়। এই রকম আরেকটা ভ্রান্তি হচ্ছে SUNK COST FALLACY যেখানে কোন ভুল হলে আমরা সেই ভুলটাকে আশ্রয় করেই আমরা আরও ভুল করতে থাকি। যেমন- কেউ একজন ১০ টাকা দিয়ে দুইটা শিঙাড়া কিনেছে। খেতে সে ভুলে গেল । পরেরদিন সকালে সে দেখল এটা নষ্ট হয়ে গেছে। সে বলল হোক সেটা নষ্ট, খেয়েই ফেলি, না খেলে তো পুরো দশ টাকা নষ্ট। কিন্তু এটা একটা ভুল যুক্তি। সে যদি খায় ওই দশ টাকা ক্ষতি থেকে বেঁচে যাবে না। বরং পচা শিঙাড়া খেয়ে তার পেট খারাপ হওয়ার সম্ভবনা অনেক। এই রকম ২৪ টি Logical Fallacy বা যুক্তির ভ্রান্তি তুলে ধরা হয়েছে বইটিতে । বইটির ভাল লাগার অন্যতম একটি দিক হচ্ছে প্রতিটি Logical Fallacy এর কয়েকটা করে খুব মজার এবং সুন্দর উদাহরণ দিয়ে তুলে ধরেছেন। আর প্রতিটি Logical Fallacy এর সাথে একটা করে কার্টুন ব্যবহার করায় পড়ার সময় একটু বেশিই ইন্টারেস্টিং লাগছে। যারা বইটি পড়তে পারেন- বইটিতে যে ২৪ টা যুক্তির ভ্রান্তি দেখানো হয়েছে সেগুলো আমরা প্রায় সবসময় নিজেরা বা অন্যদের থেকে শুনি, তাই নিজেরা সচেতন এবং অন্যের নানা রকম যুক্তির ভ্রান্তি এড়াতে বইটি পড়তে পারেন। যারা আরোও এই রকম Fallacy নিয়ে আগ্রহ আছে তারা উইকিপিডিয়াতে “List of fallacies” নামেরে নিবন্ধটি পড়তে পারেন।

      By Jannatul Ferdousi Mim

      02 Jun 2021 04:35 PM

      Was this review helpful to you?

      or

      আমাদের সবার স্কুলেই কম বেশি বিতর্কের আয়োজন করা হয়।বিতর্কে দুইটি দল থাকে।পক্ষ দল বিপক্ষ দল।বিতর্কে দুই পক্ষেরই একটাই উদ্দেশ্য। আর তা হলো প্রতিপক্ষকে যুক্তি দিয়ে নাস্তানাবুদ করা।বিতর্ক করতে বেশ মজাই লাগে।যুক্তির পর যুক্তি আর প্রশ্ন করে মঞ্চ জমজমাট করা আর রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করতে প্রতিটি দলই থাকে তৎপর। কিন্তু আমরা কখনো কখনো এমন কিছু যুক্তি উপস্থাপন করি যা ভুল। এমনই কিছু ভ্রান্তির যুক্তি নিয়ে চমক হাসান লিখেছেন "যুক্তিফাঁদে ফড়িং" বইটি। ✒আমরা কিন্তু অনেক সময়ই দেখি অনেকে একটা জিনিসকে সঠিক বললে আমরা সেটাকে সঠিক বলে ধরে নিই কিন্তু সেই তথ্য ভুলও হতে পারে। "যুক্তিফাঁদে ফড়িং " বইয়ে উল্লেখিত কিছু মজার মজার ফ্যালাসি হলো---- ✒️Fallacy:Post Hoc Ergo Propter Hoc ভ্রান্তিঃ পরে ঘটেছে মানেই কারণেই ঘটেছে। পল্টু বলল, সকালে স্কুলে গিয়েছিলাম।বিকাল থেকে জ্বর। ভুল্টু বলল,নিশ্চয়ই স্কুল থেকেই তোর ভাইরাস ধরেছে। সকালে স্কুলে গেলাম আর বিকালে জ্বর তার মানে এই নয় যে স্কুল থেকেই ভাইরাস ধরেছে।মূলত কোন জায়গা থেকে ভাইরাস ধরেছে আমরা জানি না কিন্তু উল্টো পাল্টা যুক্তি দেখিয়ে ঘটনা বলি।স্কুল থেকে ভাইরাস ধরতে পারে সেটা ঠিক কিন্তু আমরা তা নিশ্চিত নই। ✒️Fallacy:Appeal to Questionable Authority ভ্রান্তিঃ এমন কারও দোহাই দেওয়া যার নির্ভরযোগ্যতা কম নিয়ে প্রশ্ন আছে। পল্টু বলল,জানিস,টিভির বিজ্ঞাপনে দেখলাম বিখ্যাত অভিনেত্রী পিংপিং বলেছেন, ক্রংক্রং চিপস শরীরের জন্য খুব উপকারী। ভুল্টু বলল,তাই। উনি তো খুব বিখ্যাত! উনি যখন বলেছেন তাহলে নিশ্চয়ই এটা শরীরের জন্য উপকারী। এখানে কিন্তু বিশাল একটা ভ্রান্তি রয়েছে। কারণ কোনো বিখ্যাত ব্যক্তি বললেই যে তা ভালো এমনটা কিন্তু ঠিক নয়।অথচ বাংলার বেশিরভাগ মানুষই এমন। কোনো বিখ্যাত মানুষ বললেই আমরা ভ্রান্তিতে পড়ি এবং আমাদের এই ভ্রান্তির সুযোগ নিয়েই কোম্পানির মালিকরা লাখ লাখ টাকা আয় করে নেয়। চমক হাসানের লেখা এই বইটিতে ২৪ ধরনের ভ্রান্তির কথা বলা হয়েছে। এই বইয়ে প্রত্যেকটা ভ্রান্তি খুব সুন্দর করে উদাহরণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ভ্রান্তিগুলো চমক ভাইয়া হাসিব চরিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। মূলত হাসিব কেন্দ্রীয় চরিত্র,উদ্দেশ্য তার গ্রামের স্টুডেন্টদের যুক্তিবোধ শাণিত করা। এই বইটি আমাদের ব্যবহারিক জীবনে যেমন অনেক কাজে লাগবে তেমনি আমরা আমাদের কথা কে আরও সুন্দর করে যুক্তিসম্মতভাবে বলতে পারবো। ???থামেন!থামেন!!! আরেকটা সিক্রেট তো বলাই হলো না। আপনি যদি বিতর্ক ভালোবাসেন এবং বিভিন্ন জায়গায় বিতর্ক করে বেড়ান তবে এই বইটি একবার পড়বেন। কারণ বিতর্ক মূলত যুক্তি নির্ভর। আর আপনি যদি সেই যুক্তি যথাযথভাবে দেন এবং যুক্তির ভ্রান্তিতে না পড়েন তবে আপনার বক্তব্য অসাধারণ হবে।বিচারকরা কিন্তু ঠিকই জানে ভ্রান্তিগুলো কোথায় কোথায় হয়।আর আপনি যেহেতু ভ্রান্তি সম্পর্কে আগেই জেনে ফেললেন তাই আপনি আর ভ্রান্তিতে পড়বেন না।ইনশাআল্লাহ আপনার বক্তব্যই দিনশেষে সেরা বলে বিবেচিত হবে। তাহলে এবার চমক ভাইয়ের " যুক্তিফাঁদে ফড়িং " - এর সাথে কথা চলুক যুক্তির সাথে।

      By Noshin Tahsin

      31 May 2021 07:53 PM

      Was this review helpful to you?

      or

      আপনি 'ক' রাজনৈতিক দলের করা একটা ভুলের সমালোচনা করলেন। 'ক' দলের কর্মীরা বলল আপনি আমাদের সমালোচনা করেন, তার মানে আপনি 'খ' দলের সমর্থক। এটা হচ্ছে False Dictohomy বা ভ্রান্ত দ্বিবিভাজন। একটা না হলেই আরেকটা হবে এই সিদ্ধান্তে আসা। অথচ হতেই পারে আপনি 'ক' কিংবা 'খ' কোনো দলকেই সমর্থন করেন না। কোনো দলের কাজই আপনার পছন্দ না। আবার 'ক' দলের কোনো কর্মী একটা অন্যায় করল। তখন ওই দলের বাকিরা বলল ও তো 'ক' দলের প্রকৃত কর্মী না। প্রকৃত কর্মীর সংজ্ঞা এখানে স্পষ্ট না। এখানে স্রেফ প্রকৃত কর্মী নামক কাল্পনিক একটা টার্ম এনে তার করা অন্যায়ের দায়ভার এড়িয়ে যাওয়া হল। এটাকে বলে No True Scotsman ফ্যালাসি। কেউ একজন একটা ভাল কথা বলল। আপনি বললেন, ও তো ঠিক মত কথাই বলতে পারে না, ওর কথা কে পাত্তা দেয়? দেখেন এখানে কিন্তু সুন্দর করে কথা বলার সাথে ঠিক কথা বলার কোনো সম্পর্ক নেই। আপনি একটা অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ করলেন। এটাকে বলে Ad Hominem ফ্যালাসি। 'যুক্তিফাঁদে ফড়িং' বইয়ে এমন ২৪টি লজিক্যাল ফ্যালাসি নিয়ে আলোচনা করা হয়েছে, দেয়া হয়েছে সহজ প্রাসঙ্গিক উদাহরণ। এই বইটা মোটেও একাডেমিক বইয়ের মত করে লেখা না। যুক্তির ভ্রান্তিগুলো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য বইটা লেখা হয়েছে গল্পের মত করে। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে হাসিব নামের এক তরুণ একটা গ্রামের স্কুলে পড়াতে যায় এক বছরের জন্য৷ সেখানকার শিক্ষার্থীদের সে পরিচয় করায় যুক্তি, যুক্তির ভ্রান্তি আর বিতর্কের সাথে - এমন একটা প্লটে সাজানো হয়েছে পুরো বইটা। এই সময়টায় ইন্টারনেট আর সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য যেমন সাধারণ মানুষ তাদের কথা ও কাজকে দ্রুত ছড়িয়ে দিতে পারছে সবার মাঝে, তেমনি ছড়িয়ে দিচ্ছে তাদের মনের যুক্তিহীন অন্ধকার দিকগুলোও। এটা একটা ভাল সময় যৌক্তিকভাবে সচেতন হওয়ার, যাতে আমরা যা দেখি যা শুনি, তাতেই গা ভাসিয়ে না দিই। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিতে পারি জীবনের সব ক্ষেত্রেই। এই জন্যে হাসিব খুব সহজ আর প্রাসঙ্গিক উদাহরণ দিয়ে স্কুলের বাচ্চাদের শেখায় প্রসঙ্গ ঘুরিয়ে দেয়া, বক্তব্যকে কনটেক্সট ছাড়া নিজের সুবিধামত ব্যাখ্যা করা, হুট করে সিদ্ধান্ত নেয়া, উল্টোপাল্টা দোহাই দেয়া, ইমোশনাল ম্যানিপুলেশনসহ নানানরকম যুক্তির ভ্রান্তি। শেখায় - Hasty Generalization - Appeal To Hypocrisy - Straw Man Fallacy - False Analogy - Circular Reasoning - Post Hoc - Correlation-Causation - Slippery Slope - Appeal To Pity - Argument From Ignorance - Argument From Silence - Sunk Cost Fallacy - Bad Reasons Fallacy - Appeal to Probability এবং শেষমেশ পরিচয় করায় বিতর্কের মজার জগতের সাথে। বাচ্চারা শেখে একটা ভুল ব্যাপার অনেকদিন ধরে চলে আসছে বলে সেটাই ঠিক - একে বলে Is Ought To ফ্যালাসি। সবাই কিছু একটা করে বলে সেটাই ঠিক - এটা হচ্ছে Bandwagon ফ্যালাসি। ফেসবুকে কখগ এর অনেক ফলোয়ার, কখগ এটা বলেছে, তার মানে এটাই সত্যি। এটা Appeal To Questionable Authority - কারো কথা অন্ধভাবে বিশ্বাস করার আগে দেখতে হবে আসলেই সে সেই ব্যাপারে বিশ্বাসযোগ্য কীনা, মতামত দেয়ার যোগ্য কীনা। সব মিলিয়ে এটা পড়তে ভাল লাগে এমন একটা বই, এবং যেকোনো বয়েসী মানুষের জন্য একটা প্রয়োজনীয় বই।

      By Ashraf Rizvi

      10 Mar 2022 04:43 AM

      Was this review helpful to you?

      or

      আসলে আমরা অনেক ভুল নিয়ে এখনো বাঁচি। সবকিছু ধরিয়ে দিতে না পারলেও যেগুলো দিয়েছেন সেগুলো কমন। এসব ভুল করি, আমরা বুঝিনা। লজিক্যাল ফালাসি। জোশ একটা বই। আরো এডিশন আসবে আশা করি। ভাইয়ের নামও চমক, কাজেও চমক! ❤️

      By Mehedi Hasan

      29 Apr 2021 05:27 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান ভাইকে আগের থেকেই ভালো লাগতো। কারন তিনি খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে সব বুঝান। আর সেই খান থেকেই উনার বই পড়া। যাইহোক যুক্তি ফাদে ফড়িং বইটিতে ভাইয়া খুব সুন্দর ভাবে আমাদের খামখেয়ালি যুক্তিকে ফাদে আটকিয়ে দিয়েছেন। আর যখনই দেখবেন আপনার বা আপনার চারপাশের মানুষের দেওয়া যুক্তিগুলো কিভাবে ফাদে আটকা পড়েছে তখন আপনি মিটমিটিয়ে হাসবেন। এই সভ্য জাতি কিভাবে উল্টাপাল্টা লজিক দিয়ে মানুষকে আক্রমণ করে বা নিজের মতো করে কথা ঘুরিয়ে দে তা সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। কিভাবে আমরা ছোট একটা কথার স্লোভ ধরে পুরা ভবিষ্যৎ বলে দি। এইরকম অনেক গুলে লজিক্যাল ফ্যালাসি তিনি সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন।

      By Md Rabby

      18 Apr 2021 08:10 AM

      Was this review helpful to you?

      or

      Extraordinary Logical Collection. Thanks Chamak Vaiya

      By Mahdinam Saif Prisun

      14 Apr 2021 12:27 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণএকটি বই। বইটিতে গল্পের মাধ্যমে যুক্তির ভ্রান্তি বোঝানো হয়েছে। প্রচলিত নানারকম যুক্তির ভ্রান্তি বা লজিক্যাল ফ্যালাসি এখানে তুলে ধরা হয়েছে। তবে তা পাঠ্যবইয়ের মত কঠিন ভাষায় নয়। বইটিতে পড়লে অনেকগুলো যুক্তির ভ্রান্তি সম্পর্কে সুন্দর ধারণা পাওয়া যাবে এবং এ সম্পর্কে আরও জানতে আগ্রহ তৈরি হবে।

      By Saurov Mondol

      08 Apr 2021 01:51 PM

      Was this review helpful to you?

      or

      দারুণ একটি বই। যুক্তির যাত্রা.....

      By himel

      02 Apr 2021 12:09 AM

      Was this review helpful to you?

      or

      আসসালামু আলাইকুম চমক ভাইয়ার নতুন বই মানেই চমকে দেওয়ার মতো কিছু, এবার ও তার ব্যাতিক্রম হয়নি। বইটি আমি কিনেই সাথে পড়ে ফেলি। চমৎকার বই। আমার আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। নিশ্চিন্তে যে কেউ বইটি কিনে ফেলতে পারেন। এক কথায় অসাধারণ বই।

      By Bappy Paul Joy

      01 Apr 2021 01:11 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটা বই।আমরা দৈনন্দিন জীবনে যেরকম ভুল যুক্তি প্রদর্শন করে থাকি সেগুলোই এই বইতে তুলে ধরা হয়েছে।স্কুল কলেজ জীবনে যে সকল ভ্রান্তির সম্মুখীন হতে হয়েছে তারই প্রতিচ্ছবি এই বইটা

      By Emon Sarkar

      30 Mar 2021 04:29 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারন একটা বই, কথা গুলো অনেক সহজ করে বলা আছে, যুক্তিবিদ্যার কিছু বিষয় এত সহজ করে বলা আছে যে বুঝতে কোনো অসুবিধা হয় না

      By Sajib Boidya

      30 Mar 2021 09:02 AM

      Was this review helpful to you?

      or

      Rating 5. Boitar jonno aopekkay achi.chomok bhaia abar chomok nie aschen.

      By Asiqman

      22 Mar 2021 06:12 PM

      Was this review helpful to you?

      or

      boi onek kinsi, ei prothomm nar ekta boi kina hbe

      By Fahim Inteshar Ravi

      09 Jun 2021 04:41 PM

      Was this review helpful to you?

      or

      ?বইঃ যুক্তিফাদে ফড়িং(রিভিউ নং-৫) ✒️লেখকঃ চমক হাসান ?পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি-আত্ম-উন্নয়ন (যোগাযোগ) #rokomari_book_club_review_competition দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করি।আমাদের চিন্তা ভাবনা গুলো ঠিক না ভুল সেটা কিভাবে বুঝবো?সেটা বোঝার জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো যুক্তির ভ্রান্তি বা লজিক্যাল ফ্যালাসি শেখা। এর মাধ্যমে ব্যক্তি নিজেই বুঝতে পারবে তার চিন্তা-ভাবনা ঠিক না ভুল! বস্তুত বাস্তব জীবনে অনেক যুক্তির ভ্রান্তি রয়েছে। তন্মধ্যে চমক ভাইয়া তার " যুক্তি ফাঁদে ফড়িং " বইটিতে প্রত্যাহিক জীবনে ঘটে এমন ২৪ টি মজার যুক্তির ভ্রান্তি নিয়ে আলোচনা করেছেন। চলুন, কিছু উদাহরণ দেখে নেয়া যাক। ‌ •Fallacy:TU QUOQUE •যুক্তির ভ্রান্তি: তুইও তো ~পল্টু:- তুই যে বয়স্ক লোক তার সাথে খারাপ ব্যবহার করলি কাজটা কী ঠিক হলো? ~ভুল্টু:- তুইও তো পরশুদিন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করলি,সেটা কী খুব ঠিক ছিল? ~যুক্তি:-পল্টু পূর্বে অন্য কারো সাথে খারাপ ব্যবহার করেছিল মানে এই নয় যে ভুল্টুর বয়স্ক লোকের প্রতি খারাপ ব্যবহার করা ঠিক হয়েছে।ভল্টু নিজের দোষ ঢাকার জন্য পল্টুর ভুল ধরিয়ে দিল।অন্যের ভুল ধরিয়ে দিলে নিজের দোষ কাটে না। এখানে মূল প্রসঙ্গ টা ছিল, ভুল্টুকে যে কথা বলা হল সে ঠিক করেছে কিনা,সেই প্রসঙ্গটা কিন্তু ঘুরে গেল।সেই প্রসঙ্গের যৌক্তিকতা কিন্তু হারিয়ে গেল ।ভুল্টুকে যখন জিজ্ঞাসা করা হলো, বয়স্ক লোকটার সাথে খারাপ ব্যবহার করলে, কাজটা কী ঠিক হলো? ভুল্টু তখন নিজের ভুলটা স্বীকার করতে পারত অথবা বয়স্ক লোকের সাথে তার খারাপ ব্যবহার করার প্রাসঙ্গিক কোনো কারণ বলতে পারতো।কিন্তু সে প্রসঙ্গটাকে প্রশ্নকারীর দিকে ঘুরিয়ে দিয়েছে। আরেকটি মজার যুক্তির ভ্রান্তি হলো- •Fallacy:RED HERRING •যুক্তির ভ্রান্তি:প্রসঙ্গ ঘোরানো ~পল্টু:-দোস্ত অঙ্ক পারিনি বলে স্যার বকা দিলো।মনটা খুব খারাপ। ~ভুল্টু:-এটা কোনো মন খারাপের বিষয় হলো?পৃথিবীতে কত লোকে না খেয়ে আছে... ~যুক্তি:-এখানে পল্টুর মূল প্রসঙ্গ অংঙ্ক না পারা এবং তার জন্য শিক্ষকের বকা খাওয়া।ভুল্টু ভিন্ন প্রসঙ্গ টেনে আনছে। এখানে মূল প্রসঙ্গ টা ছিল অংক পারেনি,তাই স্যার বকা দিয়েছে ।বল্টু বলতে পারতো যে, অংক বেশি করে চর্চা কর, তাহলে স্যার আর বকবেন না অথবা বলতে পারতো কোনো অসুবিধা নেই আমিও একসময় বকা খেয়েছি। তুই চেষ্টা করলে তুইও পারবি।তার মানে এই না যে কতজন মানুষ পৃথিবীতে ক্ষুধার্থ আছে তাদের কথা ভেবে পড়ালেখার কথা ভুলে যেতে হবে। এরকম আরো ফ্যালাসি যেমন-AD HOMINEM (অপ্রাসঙ্গিক ব্যক্তি আক্রমণ ),FALSE ANALOGY (ভ্রান্ত উপমা),HASTY GENERALISATION ( তাড়াহুড়ো করে ঢালাও সিদ্ধান্তে আসা), BANDWAGON FALLACY (গড্ডলিকা প্রবাহ ভ্রান্তি;সবাই যা করে তাই ঠিক),IS-OUGHT(এভাবে হয়ে আসছে,তাই এভাবেই হওয়া ঠিক) প্রভৃতি গল্পের মধ্য দিয়ে আলোচনা করেছেন। পাঠ্যানুভূতি: অত্যন্ত চমৎকার একটা বই " যুক্তিফাদে ফড়িং"।চমক ভাইয়া গল্পের মাধ্যমে খুব সুন্দর করে যুক্তির ভ্রান্তিগুলো এই বইয়ে উপস্থাপন করেছেন।দৈনন্দিন জীবনে যুক্তির ভ্রান্তি সম্পর্কে জ্ঞান, আমাদের নির্ভুল ও যৌক্তিক চিন্তাভাবনা করতে সাহায্য করবে এবং যুক্তিবোধকে শাণিত করবে।আপনাদের সকলকে বইটি পড়ার জন্য সুপারিশ করলাম। আশাকরি বইটি পড়ে কেউ নিরাশ হবেন না। (Recommended Book) পাঠক আপনাকে অসংখ্য ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য।

      By Ashraful Islam Mahi

      01 Jun 2021 02:19 PM

      Was this review helpful to you?

      or

      খেয়াল করে দেখবেন, আপনি আপনার বাস্তব জীবনে যেসব কারণে বন্ধু বা ছোটো ভাই/বড়ো ভাইয়ের সাথে ঝগড়া বেশি লেগেছে, তার বেশিরভাগই আসলে কুযুক্তি নিয়েই লেগেছে। লজিক্যাল ফ্যালাসি দিয়েই শুরু সব ঝামেলা৷ ‘তুই তখন কোথায় ছিলি?’ ‘সেদিন না তুইও হাতখরচের টাকা মিথ্যে বলে বাড়িয়ে নিলি, আজকে আমি করলেই দোষ?’ ‘তোর কথা আমার শোনা লাগবে?’ ‘আম্মু, আমার সব বন্ধুই পড়া বাদ দিয়ে আজ রাতে পার্টিতে যাবে, সবাই যাচ্ছে, আমাকেও যেতে হবে।’ ……..... এসব আসলে নিত্যদিনের সব কথাবার্তার খণ্ডাংশ। সবগুলোই লজিক্যাল ফ্যালাসিতে পূর্ণ। হরেক রকমের ফ্যালাসি আছে। বইটাতে মূলত এইসব বাস্তব জীবনের ব্যাপারগুলোর পেছনের লজিক্যাল ফ্যালাসিগুলো তুলে ধরা হয়েছে। মোট ২৪টি লজিক্যাল ফ্যালাসি তুলে ধরেছেন লেখক গল্পে গল্পে৷ হাসিব স্কুলে অঙ্কের ক্লাস ফেলে স্টুডেন্টদের যুক্তিবিদ্যা পড়ায়। তিনজন আগ্রহী স্টুডেন্ট নিয়ে চায়ের দোকানে বসে গল্পে গল্পে লজিক্যাল ফ্যালাসিগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়। বইটা পড়ার পর আসলে অনেক কিছুর মাঝেই কুযুক্তি খুঁজে পাই৷ লজিক্যাল ফ্যালাসির জ্ঞান না থাকলে এসব কুযুক্তি ধরে ফেলা কিন্তু সহজ না৷ যেমন ধরুন, ‘ও না সেদিন টানা চার ঘণ্টা পাবজি খেলল পড়াশোনা বাদ দিয়ে, আর আজ আমি খেললেই দোষ?’ এখানে একটা ফ্যালাসি হয়েছে। অতীতে কে কী করলো, সেটা টেনে নিজের দোষ ঢাকা যায় না৷ Tuo Quoque ফ্যালাসি। ব্যাপারটা না জানা থাকলে আপনি কিন্তু সহজে ধরতে পারবেন না। আবার, ‘তুই তো খেলতে পারিস না, তোকে দলে নিয়ে কাজ নেই।’ ‘দোস্ত৷ খেলতে পারি না বলে এইরকম করবি তুই ?’ ‘আচ্ছা ঠিক আছে। বিকেলে আসিস। দলে ঢুকিয়ে নেব।’ এখানে হয়েছে আপিল টু পিটি। আবেগের কারণে হয় যেটা৷ এরকম আরও অনেক ফ্যালাসির কথা পাওয়া যাবে বইটিতে। চমৎকার বই, বেশ সহজবোধ্য। তবে আকারটা একটু ছোটো। আরও কয়টা ফ্যালাসি থাকলে ভালো হতো। বর্ণনার ভাষা আরেকটু মজার হতে পারত। ছাত্র-শিক্ষক কথোপকথন অনেকটা অবাস্তব টাইপের হয়ে গেছে।

      By Nadim

      22 Jun 2021 08:10 PM

      Was this review helpful to you?

      or

      প্রতিদিন আমরা কত কথাই না বলি ও শুনি থাকি। কিন্তু, কখনো কি ভেবে দেখেছেন তার মধ্যে কি সঠিক যুক্তি আছে বা আপনার বলা বা শুনা কথার মাঝে কি যুক্তির অভাব আছে কিনা? হয়তো কখনো ভেবে দেখেন নি। কারণ, আপনি যা বলছেন বা শুনছেন তা এর পূর্বে কেউ না কেউ (আপনার চেয়ে বয়সে বড়) থেকে শুনেছেন। ফলে, আপনার এটা কখনোই মনে হয়না যে, আপনার কথায় বা শুনায় অজস্র ভ্রান্তি আছে। কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রতিনিয়ত কথাগুলির মধ্যে অনেক কথাই আছে যাতে যুক্তির অভাব আছে। এখন প্রশ্ন আপনার কথায় বা শুনায় যে ভ্রান্তির উপস্থিত বা যুক্তির পর্যাপ্ত অভাব আছে সেটা বুঝবেন কিভাবে? এর জন্য চমক হাসান ভাইয়ের লিখা "যুক্তিফাঁদে ফড়িং"। বইটি পড়ে একজন পাঠক প্রথমে যা শিখবে তাহলো - যুক্তির অভাবে সৃষ্টি হয় ভ্রান্তি বা ভ্রান্তির জন্যই আমদের কথা অযৌক্তিক হয়ে উঠে। একটা উদাহরণ দিয়ে বুঝানো যাক। বর্তমানে যদি দূরের কেউ (অন্য শহরে থাকে এমন) মারা যায় বা অসুস্থ হয় তবে, অনেকে বলে উঠে এমনকি আমরাও বলে বসি, উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কিন্তু আসল কথা হলো বর্তমান সময়ে এটাই সবচেয়ে বড় ভ্রান্তি। কারণ, যে বা যিনি মারা গিয়েছে তিনি যে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে তার কি প্রমাণ? তিনি হয়তো অন্য কোনো রোগে আক্রান্ত হয়ে বা স্বাভাবিক ভাবেই মৃত্যুবরণ করেছে। যেহেতু অনেকগুলা কারণ থাকতে পারে তাই এটা বলা যায় না যে, তিনি করোনায় আক্রান্ত হয়েই মারা গিয়েছে। এককথায় অনেকগুলো কারণ থেকে একটি কারণ কে (কোনো প্রমাণ ছাড়া) বেছে নিয়ে তাকে মূল কারণ হিসেবে ধরে নেওয়াকে ভ্রান্তি বলে। বইটিতে লেখক মোট ২৪ টি ভ্রান্তির কথা অতি সহজ কিছু উদাহরণ দিয়ে লিখেছেন। যা যেকোনো পাঠক খুব সহজেই বুঝতে পারবে। এই বইয়ের যে ভ্রান্তিটা ও উদাহরণটা একজন ছাত্রর সবচেয়ে বেশি কাজে লাগবে তাহলো "Red Herring" বা "প্রসঙ্গ ঘোরানো"। উদাহরণ: পন্টু: দোস্ত, অংক পারিনি বলে স্যার বকা দিল। মনটা খুব খারাপ। ভুল্টু: এটা কোনো মন খারাপের বিষয় হল পৃথিবীতে কত লোকে না খেয়ে আছে... যুক্তি: না ভুল্টু, তুমি ভুল করছ। পন্টুর মূল প্রসঙ্গ এখানে অঙ্ক না পারা এবং তার জন্য শিক্ষকের বকা খাওয়া। তুমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছ। ছাত্র বয়সে এমনটা প্রায় সবার সাথেই হয়েছে বা হচ্ছে। শুধু যে ছাত্রদের সাথে হয় এমনটা কিন্তু না এইটা সব বয়সে সবার সাথে হয়। বাস্তবতার সাথে এই বইটার ভালই মিল পাওয়া যায়। একজন পাঠক হিসেবে বইটা অমর খুব ভালই লেগেছে। যারা নন-ফিকশন বই পড়তে পছন্দ করেন তারা এই বইটি পড়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। বি. দ্র: এই রিভিউটা সম্পন্ন আমার ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গির দিক থেকে লিখা। তাই এটা আপনার ভালই নাই লাগতে পারে। যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পারলে আমার ভুলগুলো শোধরাতে সাহায্য করবেন। ধন্যবাদ।

      By Tahmim Ahmed Shibli

      06 Apr 2021 11:50 PM

      Was this review helpful to you?

      or

      দৈনন্দিন জীবনের চলার পথে, বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই বিভিন্ন ধরনের লজিক্যাল ফ্যালাসি এর সম্মুখীন হই। আবার অনেকসময় তর্কের খাতিরে নিজেরাও অনেক যুক্তি দিয়ে থাকি, যা হয়তো লজিকাল ফ্যালাসি বা ভ্রান্ত যুক্তিতে পড়ে। কিন্তু আমাদের অজ্ঞতার জন্য আমরা তা আমরা বুঝতে পারি না।br/br/ বইটিতে উদাহরণের মাধ্যমে, সাধারণ পাঠকের বোধগম্য করে বিভিন্ন প্রচলিত লজিকাল ফ্যালাসি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন - Ad Hominem বা অপ্রাসঙ্গিক ব্যাক্তি আক্রমণ, Red Herring বা প্রসঙ্গ ঘোরানো, No True Scotmans বা লেখকের ভাষায় প্রকৃত বাঙালী ভ্রান্তি, Hasty Generalization বা ঢালাও সিদ্ধান্ত সহ ২৪টি ভ্রান্ত যুক্তি নিয়ে সাধারণের বোধগম্য ভাষায় আলোচনা করা হয়েছে।br/br/ যেমন - একজন নেতা গর্ব করে বলল, ‘বাঙালি কোনোদিন চুরি করে না।’ পাশ থেকে একজন বলল, ‘স্যার, ওমুক তো বিখ্যাত চোর, সেও তো বাঙালি।’ নেতা এবার বলল, ‘উঁহু, সে প্রকৃত বাঙালি না; প্রকৃত বাঙালি কোনো দিন চুরি করে না।’ এই ‘প্রকৃত’ কথাটা বলে সে তার আগের অবস্থানকে সুবিধামতো বদলে নিল। No True Scotmans ফ্যালাসিতে এমন ব্যাপারই বারবার দেখা যায়। নেতা যখন ঢালাওভাবে ঘোষণা দিয়েছেন, তখন একজন উল্টো উদাহরণ দিয়েছেন। ফলে তার বক্তব্য ভুল প্রমাণিত হয়ে যাওয়ার কথা। কিন্তু তিনি তার বক্তব্যকে কায়দা করে বদলে নিলেন। সমস্যা হলো, বাঙালি কী জিনিস সেটা ভাষা দিয়ে স্পষ্ট ব্যাখ্যা না করতে পারলেও মানুষের একটা ধারণা আছে। বাংলা ভাষাভাষী মানুষ বা বাংলা অঞ্চলের সংস্কৃতির ধারক-বাহক মানুষকে সাধারণভাবে মানুষ বাঙালি হিসেবে চেনে। কিন্তু ‘প্রকৃত বাঙালি’ কী জিনিস, এটা খুব অস্পষ্ট। এটা যে যার মতো করে ভেবে নিতে পারে। যার যা পছন্দ না, সেটাকে সে ‘প্রকৃত বাঙালি’র বৈশিষ্ট্যের তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে।br/br/ এমন ২৪টি logical fallacy বা যুক্তির ভ্রান্তি নিয়ে , মজার সব উদাহরণ দিয়ে যুক্তিফাঁদে ফড়িং বইটি লেখা হয়েছে, যার প্রয়োগ আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই দেখতে পাই। এই ধরনের একটা বইয়ের প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই অনুভব করছিলাম। লেখককে সাধুবাদ এইধরনের একটি গুরুতপুর্ন বিষয়ের উপর বইটি লেখার জন্য। সোশ্যাল মিডিয়ার এই যুগে, ভ্রান্ত যুক্তি থেকে সতর্ক থাকতে সবারই এইধরনের লজিকাল ফ্যালাসি এড়িয়ে চলা উচিত, আর এসম্পর্কে প্রারম্ভিক ধারনা নেয়ার জন্য এই বইটি দিয়ে শুরু করা যেতে পারে।

      By Puja Banik

      07 Apr 2021 02:25 AM

      Was this review helpful to you?

      or

      অসম্ভব একটা ভালো বই সেটা তো বলার অপেক্ষাই রাখে না। চমক স্যার এমন সব যুক্তিরভ্রান্তি নিয়ে লিখেছেন যে এখন আমার দৈনন্দিন জীবনে যাই কথা বলছি সবকিছুতেই ভ্রান্তি খুজে পাচ্ছি। কোনটা ঠিক কোনটা ভুল বলছি তা কিছু হলেও বুঝতে পারছি।(ধন্যবাদ স্যার)।

      By Najmul Huda Tanjeem

      21 Mar 2021 10:17 PM

      Was this review helpful to you?

      or

      চমক হাসান স্যারের যেকোনো বইয়ে মিশে থাকে মজা,আনন্দ প্রভৃতি।এ বইটা যদিও ওনার গতানুগতিক বইয়ের বাইরে,তবুও বইটার জন্য তীব্র আগ্রহ আছে।প্রতীক্ষায় রইলাম....

      By Tafsir Alam

      17 Mar 2021 10:20 PM

      Was this review helpful to you?

      or

      waiting for the masterpiece

      By Mahmuda Akhtar

      14 Feb 2024 12:43 PM

      Was this review helpful to you?

      or

      বই: যুক্তি ফাঁদে ফড়িং লেখক : চমক হাসান যুক্তির ফাঁদে অন্যকে কুপোকাত করতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। কিন্তু যুক্তি মনে করে আমরা কুযুক্তি দিয়ে ফেলছি নাতো? কুযুক্তি কী? একটু সহজভাবে বললে যুক্তি দেওয়ার সময় আমারা যেসব ভুল করি তাই হলো কুযুক্তি বা লজিক্যাল ফ্যালাসি বা সংক্ষেপে ফ্যালাসি। যুক্তি দেওয়ার সময় আমারা সাধারণত একটা কথার ভিত্তিতে অন্য একটা কথা বলি। অর্থাৎ এক বা একাধিক বিষয়কে সত্য বলে ধরে নিয়ে অন্য একটি বিষয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিই। যেমন : (১) মানুষ মরণশীল (আশ্রয় বাক্য) (২)হাফিজ একজন মানুষ (আশ্রয় বাক্য) সিদ্ধান্ত :অতএব হাফিজ একদিন মরবে। এখানে উপরের দুটো বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্যালাসি আবার দুই ধরনের হয়। (১) Formal Fallacy : এই ধরণের ফ্যালাসিতে আশ্রয় বাক্য ঠিক থাকে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পথটা ভুল হয়। (২) Informal Fallacy :এই ধরনের ফ্যালাসিতে আশ্রয় বাক্য ই ভুল থাকে। এবার কিছু এবার কিছু মজার ফ্যালাসির কথা বলা যাক। এই ধরণের ফ্যালাসি বেশিরভাগ সময় রাজনৈতিক নেতাদের দিতে দেখা যায়। যেমন : ব্যাক্তি-১ : আপনাদের দল ক্ষমতায় থাকাকালীন দেশে অনেক দূর্ণীতি হচ্ছে। ব্যাক্তি -২ : আপনার দল থাকাকালীন ও তো আমাদের দেশ দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। একে বলে "Tuo Quoque" fallacy বা "তুমিও তো" ভ্রান্তি। অর্থাৎ অন্যের ভুল ধরিয়ে দিয়ে নিজের দোষ কাটানোর চেষ্টা। অথচ অন্য একজন ভুল করেছে বলে সেই ভুল আমি করলে সব দোষ মাফ এটা কিন্তু নিচকই অযৌক্তিক কথা। ★★★ এই ফ্যালাসিটা খুবই মজার। অন্যের কথাকে নিজের মতো করে এমনভাবে ঘুরিয়ে বলা যা আদতে সে বোঝাতেও চায়নি একে বলে Straw Man Fallacy বা কাকতাড়ুয়া ভ্রান্তি। এমনটা আসলে মানুষ করে থাকে যাতে আক্রমণ করতে সহজ হয়। যেমন : ব্যাক্তি -১ : তুমি যেমন কাজ করেছ তেমন ফল পেয়েছ। যেমন কুকুর তেমন মুগুর। ব্যাক্তি -২ : তুমি আমাকে কুকুর বললে? আমি কুকুর ? এখানে কুকুর বলে কিন্তু কাউকে সত্যি সত্যি কুকুর বলা হয় নি। এটা একটা প্রবাদ বাক্য মাত্র। ★★★ ব্যাক্তি -১ : এবার বিশ্বকাপ ভারত জিতেনাই বলে আমি খুশি হলাম। ব্যক্তি -২ : ও.. তুমি নিশ্চয়ই পাকিস্তানের সাপোর্টার। কেউ ভারতের সাপোর্টার না হলে যে পাকিস্তানের ই সাপোর্টার হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। হতে পারে সে অস্ট্রেলিয়ার সাপোর্টার, অথবা বাংলাদেশের সাপোর্টার অথবা ভারতকে সমর্থন না করার অন্য কোনো কারণ ও থাকতে পারে। একে বলে False Dichotomy Fallacy অথবা ভ্রান্ত দ্বিভাজন। অর্থাৎ এটা না হলে ওটাই হবে এমনটা ধরে নিয়ে যুক্তি দেওয়ার। ★★★ দুই বন্ধু গেল রেস্তোরাঁয় খেতে। খাবার অর্ডার করল, খাবার আসলো। খাবার খেতে গিয়ে দেখল খাবারের স্বাদ খুবই খারাপ। বন্ধু-১ : এই খাবার খাবো না। খুবই খারাপ খেতে। বন্ধু -২ :আরেহ এতো টাকা দিয়ে খাবার অর্ডার করলি। কষ্ট করে খেয়ে নে নাহলে তো পুরো টাকা টা নষ্ট হয়ে যাবে। ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। সেটা ঠিক করা আর সম্ভব নয়। কিন্তু একটা ভুল সিদ্ধান্তকে বৈধতা দিতে গিয়ে আরো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। একে বলে Sunk Cost Fallacy বা ক্ষতির দোহাই দিয়ে আরো বেশি ক্ষতি করার ভ্রান্তি। ★★★ এখানে উদাহরণগুলো আমি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। এই বইয়ে লেখক খুব সুন্দর করে গল্পে গল্পে ২৪ টি ফ্যালাসির বর্ণনা দিয়েছেন। সহজ এবং সাবলীল ভাষায়। আমার সবচেয়ে বেশি ভাল লেগেছে প্রত্যেকটা ফ্যালাসিতে একটা কমিকের মাধ্যমে ছোট করে সহজে ফ্যালাসিটাকে উপস্থাপন করা হয়েছে। ফ্যালাসিগুলো অনেক সময় আমরা শুনলে বুঝতে পারি না আসলে এগুলো যুক্তি নয় কুযুক্তি। তাই নিজের যুক্তিবোধ কে তীক্ষ্ণ করতে এবং অন্যদের কথা শুনে যুক্তি না কুযুক্তি দিচ্ছে সেটা বুঝতে চাইলে বইটি পড়তে পারেন।

      By FAYAZ UDDIN

      22 Jun 2021 10:40 PM

      Was this review helpful to you?

      or

      অখাদ্য

      By Sharif Uddin

      11 Apr 2021 12:24 PM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউঃ বইয়ের নামঃযুক্তিফাঁদে ফড়িং লেখকঃড. চমক হাসান (Chamok Hasan) প্রকাশনীঃ আদর্শ প্রকাশনী মুদ্রিত মূল্যঃ২০০ টাকা। ড.চমক হাসান, সব সময় হাসিখুশি ও মজার গনিত বিষয় নিয়ে বই লিখলে ও এবার একটু ভিন্ন প্রসঙ্গে বই লিখলেন, যুক্তির ভ্রান্তি বা( Logical Fallacy) নিয়ে। আমরা সব সময় তো নিজের যুক্তিটাকে সেরা যুক্তি হিসেবে প্রমান করতে চাই, মনগড়া উল্টো পাল্টা যুক্তি দিয়ে কোন তথ্যকে সঠিক বলে নিজের করে প্রমান করতে চাই, সেখানে যুক্তির অনেক ভূল হয়ে থাকে, সেগুলো আমরা হয়তো প্রথমে বুঝতে না চাইলে ও পরে ঠিকই বুঝি,যেমনঃবক্তব্যকে নিজের সুবিধামত ব্যবহার করা,হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া,উল্টাপাল্টা দোহায় দিয়ে চলা, দূর্বল যুক্তির ভ্রান্তি, বইটিতে বাস্তব জীবনে আমাদের বিভিন্ন ভ্রান্তি যুক্তিগুলো নিয়ে লেখক যথেষ্ট, উদাহারন, কার্টুন চিত্র একে বুঝাতে চেষ্টা করেছেন। ১ম বন্ধুঃভূত যে আছে,এটা কি প্রমান করতে পারবি? ২য় বন্ধুঃভূত যে নাই এটা ও কেউ প্রমান করতে পারে নি।তাহলে নিশ্চয়ই ভূত আছে! যুক্তিঃনা এগুলো ঠিক যুক্তি নয়, প্রমান না থাকলে, আছে কি নাই-কোনটাই বলা যায় না।কোন সিদ্ধান্ত যাওয়া না। এরকম অনেকগুলো ভ্রান্তিযুক্তি লেখক আলোচনা করে বুঝাতে চেষ্টা করেছেন। আসলে বইটি আমার মত সকল বোকা মানুষদের পড়া উচিত, যারা সহজে মানুষের যে কোন যুক্তিতে তাকে বিশ্বাস করে ফেলে এবং সহজে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে।

      By Miraz Hasan Shihab

      19 Mar 2021 10:44 AM

      Was this review helpful to you?

      or

      চমক স্যারের বই মানেই নতুন কোনো চমক!?

      By Fokhrul Islam Uzzal

      18 Jun 2021 10:28 AM

      Was this review helpful to you?

      or

      রিভিউদাতা:আতকিয়া ফাহমিদা বইয়ের নাম: যুক্তি ফাঁদে ফড়িং লেখক: চমক হাসান পৃষ্ঠা সংখ্যা: ১০২ প্রকাশনী: আদর্শ প্রকাশনী #Rokomari_Book_Club_Review_Competition ‘যুক্তি ফাঁদে ফড়িং’ বইটিতে যুক্তির পাঠ শুরু হয় সাবেক বিতার্কিক হাসিবের কাহিনি দিয়ে।বিতার্কিক বলে তিনি দৈনন্দিন জীবনে যুক্তির প্রয়োজনীয়তা বোঝেন এবং অন্যদের বোঝাতে গভীর আগ্রুহ প্রকাশ করেন।ব্যাস, শুরু হয়ে গেল, হাসিবের মিশন; যুক্তির ফাঁদ থেকে যুক্তি সহকারে সঠিক জ্ঞানের মাধ্যমে মানুষকে বের করে আনার।শিক্ষকতার মাধ্যমে ছাত্রদের মাঝে শুরু হয়ে যায় তার যুক্তির পাঠ পড়ানোর গল্প।কথা প্রসঙ্গের টানে চলে আসা নানা ধরনের যুক্তির ভ্রান্তি নিয়ে হাসিবের কথা বলা,সেগুলোকে সংক্ষেপে উপস্থাপনের জন্য তার ছাত্র বুনোকবি হাফিজের ছন্দ মেলানো,যুক্তির ভ্রান্তি বিষয়ে অন্যান্য শিক্ষার্থীদের আগ্রহ প্রকাশ-এভাবে গল্পের মাধ্যমে বেশ চমৎকারভাবে লেখক চমক হাসান তাঁর বইটিতে যুক্তির ভ্রান্তিগুলো উপস্থাপন করেছেন।বইটিতে মোট ২৪ টি যুক্তির ভ্রান্তির মাঝে এমন দুইটি ভ্রান্তি রয়েছে যেগুলো আমি হরহামেশাই কথাবার্তায় ব্যবহার করতাম, যা এখন ‘যুক্তির ভ্রান্তি’ হিসেবে জানার পর আর ব্যবহার করি না এবং এই বইটি পড়ার পর যেকোনো কথা বলার সময় আমি এখন ভেবে-চিন্তে কথা বলি। সেই ভ্রান্তি দুইটি হলো: *Bandwagon Fallacy: এর মূল কথা হলো, অধিকাংশ মানুষ যেটা করে সেটা করাই ঠিক। এর একটি পরিচিত উদাহরণ হলো, ‘এই করোনাকালীন সময়ে সবাই তো মাস্ক ছাড়াই ঘর থেকে বের হয়।’- এই যুক্তি দেখিয়ে এখন অধিকাংশ মানুষ বাইরে বের হচ্ছে।এটা যুক্তির ভ্রান্তি! ফলে দেশে করোনা অবস্থার উন্নতি তো হচ্ছেই না, দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।Bandwagon Fallacy এমন এক ধরনের যুক্তির ভ্রান্তি, যার ফাঁদে পড়ে পৃথিবীর মানুষ অনেক ক্ষেত্রে ইতিহাস গড়ে তুলেছে। সুতরাং এ ধরনের যুক্তির ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর আরেকটি হলো: *Ad Hominem: এটিকে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বুনোকবি হাফিজের কাছে যেতে হবে।তার বানানো ছন্দে যুক্তির ভ্রান্তির পাঠটা আরও জমে বসেছে - “বললে কথা লোকে,সেই কথায় নজর দাও! কথা রেখে কেন শুধুই লোকটারে খোঁচাও?” এরকম প্রায়ই সবগুলোতেই মজার মজার ছন্দ দিয়ে ভ্রান্তিগুলোকে লেখক আরও সুন্দর করে উপস্থাপন করেছেন যাতে আমাদের কাছে পড়ার সময় পাঠ্যবই পড়ার মতো মনে না হয়।এধরনের আরও মজার মজার যুক্তির ভ্রান্তি সম্পর্কে জানতে অবশ্যই ‘যুক্তি ফাঁদে ফড়িং’ বইটি পড়ার আহ্বান রইলো। # বইটি কারা এবং কেন পড়বেন? যারা বিতর্কিক এবং বক্তা তাদের জন্য বইটি অবশ্যই দরকারি।পাশাপাশি যারা আমার মতো কথা বলার সময় অজান্তে প্রায়ই যুক্তির ভ্রান্তির মাঝে পড়ে যান, তাদের ক্ষেত্রে অহেতুক কথাবার্তা বলার অভ্যাস ত্যাগ করতে এই বইটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। #গল্পের শুরু এবং শেষ: গল্পের শুরুর দিকটা আমার কাছে সামান্য তত্ত্ব পড়ার মতো মনে হয়েছে।তবে শেষটা আমার কাছে বেশ ভালো লেগেছে।অনেকটা যুক্তির ভ্রান্তির মাঝে পড়েই লেখক হাসিবের কাহিনিটি সমাপ্ত করেছেন।আকারে,বৈশিষ্ট্যে কোনো দিক দিয়ে ছোট গল্প না হলেও আমার কাছে সমাপ্তিটি মনে হয়েছে যেন ‘শেষ হয়েও হইলো না শেষ।’ #চরিত্র বিশ্লেষণ: মূল চরিত্র হাসিব যিনি তার ছাত্রদের যুক্তির ভ্রান্তি বিষয়ক পাঠ পড়ান এবং তার ছাত্র হাফিজ,এনাম আর ছাত্রী রিতার যুক্তি বিষয়ক যে আগ্রহবোধ লেখক তুলে ধরেছেন-তা বেশ প্রশংসনীয়।আর সবচেয়ে বেশি যে চরিত্র দুইটি আমার ভালো লেগেছে তা হলো- ‘পল্টু’ এবং ‘ভুল্টু’।ভুল্টু সবসময় যুক্তির ভ্রান্তিতে পড়ে যায় আর ভুল সিদ্ধান্ত নেয়।তাই বোধ হয় লেখক ঐ চরিত্রের নাম ‘ভুল্টু’ দিয়েছেন।তবে এই দুইটি চরিত্র শুধুমাত্র কার্টুনের মাধ্যমে যুক্তির ভ্রান্তিগুলো উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়েছে। আমার বই রিভিউটি শেষ করি লেখকের বক্তব্য দিয়ে, “আমার মনে হয়, এখন একটা ভালো সময় যৌক্তিকভাবে সচেতন হওয়ার।যে যা বলছে তা মেনে না নিয়ে একবার ভেবে দেখার।যুক্তির নিক্তিতে একবার পরখ করে নেওয়া যে তাদের কথায় কিংবা যুক্তিতে ফাঁক রয়ে গেল কিনা। যারা পাঠক,তাদের জানা দরকার,তেমনি জানা দরকার যারা বক্তা তাদেরও।”

    • Was this review helpful to you?

      or

      অসাধারণ কিছুর অপেক্ষায়

      By Farabi

      17 Mar 2021 10:07 PM

      Was this review helpful to you?

      or

      আরেকটা best seller hobe inshaallah??

      By আলাইসা আনআম

      08 Apr 2021 04:38 PM

      Was this review helpful to you?

      or

      গণিতের চমক, চমক হাসান! ?

      By Shikhor Sarkar

      01 Apr 2021 07:58 AM

      Was this review helpful to you?

      or

      লেখকের নাম শুনেই মনে হতে পারে এটা গণিতের বই।আমারো প্রথমে তাই মনে হয়েছিল।কিন্তু এটি সেরকম বই নয়,যদিও এই বইটি যে বিষয়ের তার সাথে গণিতের গভীর সম্পর্ক আছে।গণিত-বিজ্ঞানের ভিত্তিই হলো যুক্তি এবং এই বইটি মূলত যুক্তিবিদ্যার উপর।কিন্তু লেখকের অন্যান্য বইগুলোর মতোই ঠিক এটাও গতানুগতিক একাডেমিক বইয়ের মতো নয়। আমরা সবাই যুক্তির সঙ্গে পরিচিত।কিন্তু যুক্তির ভ্রান্তি বলে যে কোন একটি বিষয় আছে এর সঙ্গে আমি পরিচিত ছিলাম না।ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি এর সঙ্গে পরিচিত হই বিসিবি(ব্যাঙের ছাতা বিজ্ঞান গ্রুপ) থেকে। ফ্যালাসি বা যুক্তির ভ্রান্তি বলতে বোঝায় যুক্তি দেয়ার সময় আমরা যে ভুলগুলো করি সেগুলো কে। সহজ ভাষায় বলতে গেলে যুক্তির ভ্রান্তি বা ফ্যালাসি বলতে মূলত বোঝায় উল্টাপাল্টা যুক্তিকে।যেরকম ভাবে অংক ভাইয়া বইটিতে লেখক গল্পের মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে ছিলেন,ঠিক সেভাবেই এই বইটিতে গল্পের মাধ্যমে তিনি আমাদের দৈনন্দিন জীবনের যুক্তি দেওয়ার সময় যে ভুলগুলো হয় তার চব্বিশটি যুক্তির ভ্রান্তি সম্পর্কে আমাদের ধারণা দেন। গল্পের শুরু হয় বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে পাশ করা শিক্ষার্থী হাসিবকে নিয়ে। হাসিব বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর শিক্ষক হিসেবে যোগ দেয় শৈশবের স্মৃতি জড়িয়ে থাকা স্থানের একটি হাইস্কুলে। সেখানে তাকে গণিতের ক্লাস নিতে দেওয়া হলে, সে ক্লাসে এই যুক্তির ভ্রান্তিগুলো শেখায়।যুক্তির ভ্রান্তি সম্পর্কে ভালো ধারণা থাকলে যথাযথ যুক্তি সম্পর্কেও ভালো ধারণা আসবে। লেখক নিজেই বলেছেন এই যুক্তির বইটি সব মানুষের জন্যই।বইটিতে যে যুক্তির ভ্রান্তিগুলো দেওয়া আছে সেগুলো পড়ার পর আমি যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আসলেই আমরা এই ভুল যুক্তিগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করিএবং মারাত্মক বিষয়টি হলো আমরা এখানে জানিনা যে এই যুক্তি গুলোতে ভুল থাকে বা এগুলো মূলত যুক্তির ভ্রান্তি। বইটা পড়ে অনেক ভালো লেগেছে এবং যুক্তির একটি নতুন ক্ষেত্র সম্পর্কে জেনে আমার যুক্তিবোধ শাণিত হয়েছে বলে আমার বিশ্বাস এবং যারা পড়বেন তাদের প্রত্যেকেরই যুক্তিবোধ শাণিত করতে বইটি সাহায্য করবে বলেই আমার মনে হয়। আবার বইটি একদম শেষের দিকে কয়েকটি লাইন আমার নতুন চিন্তার খোরাকও জুগিয়েছে। লাইনগুলো আমি সরাসরি তুলে দিলাম 'হাসিব অন্তর থেকে অনুভব করে,আবেগ কখনো যুক্তির বিপরীত নয়,যেমনটা বহুজনে মনে করে।বরং একে অন্যের সহযোগী। মানুষের ভেতরের চমৎকার সহাবস্থান। আবেগপ্রবণ হওয়ায় দোষের কিছু নেই। শুধু যুক্তিবোধ থেকে সাহিত্য রাখতে হবে যেন আবেগ আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য না করে।'যে যুক্তির ভ্রান্তিগুলো বইটিতে দেয়া রয়েছে তাদের ভিতর আন্তঃসম্পর্ক এবং তাদের অনন্য যে বৈশিষ্ট্য গুলোর কারণে এদের ভিতর যে তফাৎ গুলো বিদ্যমান এগুলো তুলে ধরলে এই ভ্রান্তিগুলো সম্পর্কে মনে হয় ধারণা আরো পরিষ্কার হত। সবশেষে লেখককে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এরকম একটি বই লেখার জন্য।

      By Hasan Mahmud Shakib

      16 Mar 2021 10:49 PM

      Was this review helpful to you?

      or

      যুক্তির চমক এর আশায় থাকলাম!!

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!