User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #ডিসেম্বর_রিভিউ-০৪ বইয়ের নাম : ব্রাক্ষ্মণের বাড়ির কাকাতুয়া লেখক: আবদুল্লাহ আবু সায়ীদ প্রচ্ছদ : কাইয়ুম চৌধুরী পৃষ্ঠা :১২০ মুদ্রিত মূল্য : ১৫০ টাকা রকমারি মূল্য : ১৩২ (১২%) প্রকাশনী : অনন্যা প্রকাশন কেন বাইবেল বই-এর মাধ্যমেই প্রেরিত হল? এই লাইনে চোখ আটকে গিয়েছিলো আমার।তাই তো,কেন? সৃষ্টিকর্তা তো সর্বশক্তিমান। তিনি তো চাইলে টেলিভিশন বা সিনেমার মাধ্যমেও পাঠাতে পারতেন।কেন তা করলেন না? এর কারণ একটাই : বই ছাড়া আর কিছুই মানুষের গভীর মননজগৎকে পুরোপুরি ধারণ করতে পারেনা। এজন্যই তো বলা হয় যে, জ্ঞানের জন্য দরকার হলে চীন দেশে যাও দরকারে জ্ঞানার্জন এর জন্য চীনদেশে যাও।চীন দেশে কেন যেতে হবে? যেতে হবে এজন্য যে চীনে যাও মানে দূরে যাও,জানার জগৎকে আকাশ ভেঙে লুট করে আনো,নিজেকে প্রসারিত কর। বই হচ্ছে খোলা জানালা,তাই বই মানে কেবল তথ্য বা তত্ত্ব নয়;বই মানে স্বপ্ন,জীবনবোধ, প্রজ্ঞা,বই মানে স্ফুরণ,উন্মোচন, বৃদ্ধি,ফুটে ওঠা। এক কথায় বই মানেই দুই মলাটে আবদ্ধ একটা সুন্দর জগৎ। এবারে এই বইয়ের কথায় আসা যাক, এই বইটা আসলে আবদুল্লাহ আবু সায়ীদ-এর বিভিন্ন জায়গায়,বিভিন্ন সময়ে দেয়া কিছু বক্তৃতার সমষ্টি। একটা বই মানে কী? একটা বই মানে কি শুধু বই? একটা বই মানে,যে লেখকের বই পড়ছি,তার মধ্যে যা কিছু সুন্দর, যা কিছু আনন্দময় সেসবেরই তো সমাহার।সুতরাং কোনো বই যখন পড়ি,তখন কতগুলো কাগজের পৃষ্ঠাই শুধু পড়িনা,সেই লেখকের সুন্দর অন্তরের সমস্ত সৌন্দর্য আর আলোকেও স্পর্শ করি।অন্তরের মধ্যে একটা জ্যোতি প্রবাহ তখন খেলা করে।শেক্সপিয়র পড়লে তার অন্তরের সৌন্দর্য গুলো যাবে কই? যদি প্লেটো পড়ি,রবীন্দ্রনাথ পড়ি,হাদিস পড়ি, কালিদাস পড়ি,পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষদের শ্রেষ্ঠ ও সৌন্দর্যময় লেখা পড়ে যাই,তাহলে? তাহলে কী হবে? পাঠ প্রতিক্রিয়া : এই বইটা পড়ে আমার শুধু আফসোস হচ্ছে।কিসের আফসোস? কেন আরো আগে এই বইটা পড়িনি! বইয়ের প্রতি ভালোবাসা নিয়ে কতকিছু করা যায়,একটা দেশ,জাতির ভবিষ্যৎ বদলে দেয়া যায়। কী করা যায়না বই দিয়ে? এই বইটা আবদুল্লাহ আবু সায়ীদের লেখা হলেও,বিভিন্ন জ্ঞানী মানুষের জীবন দর্শন,তাদের বিভিন্ন অভিজ্ঞতার গল্পে ভরপুর। প্লেটো থেকে শুরু করে ঈশপ,কাজী নজরুল ইসলাম থেকে রবীন্দ্রনাথ ঠাকুর,মাইকেল মধুসূদন দত্ত থেকে উর্দু ভাষার দুই কবি : উনিশ শতাব্দীর গালিব আর বিশ শতাব্দীর ইকবাল সবার কথা বলা আছে এই বইতে। এখনো কিছু মানুষের প্রশ্ন থাকে,আমার কাকুর কথাই বলা যাক, ' তুই গল্পের বই কিনে টাকা নষ্ট করিস ক্যান?' এই প্রশ্ন আমার শুনতে হয়। বন্ধের দিনে গল্পের বই নিয়ে বসলেও বলেন 'এগুলো পড়তে হয় অবসরে' বন্ধের দিনেও যদি আমার অবসর না থাকে,তাহলে সেই অবসর কখন? এরকম কিছু মানুষ থাকেই,এরকম প্রশ্ন করেন,আমি কাকুকে এই বইটা পড়তে দেবো ভেবেছি। কেউ যদি রিডার্স ব্লকে থাকেন,এই বইটা পড়তে পারেন। মোটিভেশন প্রয়োজন? এই বইটা পড়ে ফেলুন। আরো কী কী পেতে পারেন এই বই পড়ে? সেটা পড়লেই বোঝা হয়ে যাবে। বইয়ের প্রত্যেক পাতায় পাতায় যেন শুধু আলোকছটা। এই আলো চোখ ঝলসানো আলো নয়,এই আলোতে অন্তর আলোকিত হয়। আমার ধারণা এই বইটা পড়ার পর অনেকেরই আমার মতন আফসোস হবে,কেন আরো আগে পড়া হয়নি! এজন্য। শেষে শুধু এই কথাই বলবো, বই পড়ার সময় শুধু মনে হচ্ছিলো, 'সেইতো ভালো লেগেছিলো, আলোর নাচন পাতায় পাতায়।' রবীন্দ্রনাথ ঠাকুর আলোর নাচন দেখেছিলেন গাছের পাতায়,আমি দেখেছি বইয়ের পাতায়।♥ আগে কখনো রেটিং দেয়া হয়নি। এই প্রথম কোনো বইয়ের রেটিং দিলাম ৫/৫
Was this review helpful to you?
or
শুধু এতটুকই বলতে চাই । এই একটা বই পড়েই যা পেয়েছি তা কখনেই ভুলবার নয় । এই বইটা লাইফে যদি না পড়তাম তাহলে অনেক কিছুই মিস করতাম!
Was this review helpful to you?
or
অভিবাবকরা পড়বেন, আপনার সন্তানেরা সুন্দর জীবন পাবে। কিশোর কিশোরী পড়বে , অনিন্দ সুন্দর পৃথিবীর খোঁজ পাবে, পথ পাবে...