User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভারতবর্ষে ব্রিটিশ শাসন-পরবর্তী সময়ের ইংরেজদের রচিত কিংবা অনুবাদকৃত ইতিহাস পড়ে নিজেকে একজন ‘ঐতিহাসিক’ ভাবা—এ যেন নিজেকে নিজের চোখেই হাস্যকর অবস্থানে দাঁড় করানো। এই প্যারাগ্রাফটি পড়ে অনেকেই হয়তো চমকে যাবেন। একটু সময় দিন, এমন কঠিন বক্তব্যের পেছনের কারণ ব্যাখ্যা করছি। মূলত বইটি লেখকের বক্তব্যের সংকলন। লেখকের এই বক্তব্যগুলো দেয়ার পেছনের কারনটা অনেক চমকপ্রদ। তাঁর লেখা আরেকটি বই "ইতিহাসের ইতিহাস" ভারত সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষণা করা হয়। এই বাজেয়াপ্ত ঘোষণার পেছনে যেসব কারণ দেখানো হয়েছিল, সেসব কারণের জবাব দিতেই বক্তব্যগুলো দিয়েছিলেন লেখন। আর এই বক্তব্যগুলো একত্রে সংকলন করে—"বাজেয়াপ্ত ইতিহাস" নামে বাজারে বই আকারে প্রকাশ করা হয়। মূল আলোচনায় যাওয়ার আগে লেখক সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। ভারতের খ্যাতিমান ইতিহাসবিদ, চিন্তাবিদ, সমাজ সংস্কারক ও প্রাজ্ঞ বক্তা আল্লামা গোলাম আহমাদ মোর্তজা (Golam Ahmad Murtaza) ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালে ইন্তেকাল করেন। একজন ইতিহাসচর্চাকারী হিসেবে আমার কাছে তিনি যথেষ্ট আন্ডাররেটেড বলে মনে হয়েছে। লেখকের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো, তিনি ইতিহাস বর্ণনায় সর্বোচ্চ সততা বজায় রাখার চেষ্টা করেছেন। সত্য তুলে ধরতে কখনো পিছপা হননি— যদিও তা নির্দিষ্ট কোনো জাতির জন্য অপছন্দনীয় হয়। এবার বইয়ের ভেতরের আলোচনা আসা যাক। "ইতিহাসের ইতিহাস" বইটি তৎকালীন সরকার কিছু অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এই অভিযোগগুলো সরাসরি সরকারের নয়, বরং দুইটি সংবাদপত্রে প্রকাশিত দুই জন সম্পাদকের উত্থাপিত বক্তব্যের উপর ভিত্তি করেই বইটিকে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়—যার পেছনে ছিল না কোনো সুস্পষ্ট প্রমান। কোনোরকম যাচাই-বাছাই ছারাই বইটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। লেখক এসব অভিযোগের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন এবং তাঁর বইয়ের প্রতিটি তথ্যের রেফারেন্স তুলে ধরে প্রমাণ করেন যে, উত্থাপিত অভিযোগগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, এই অভিযোগ খণ্ডনের প্রক্রিয়াতেই লেখক ভারতবর্ষে প্রচলিত বিকৃত ইতিহাসের মুখোশ উন্মোচন করেন। ভারতীয় ইতিহাসে "মুসলিম মানেই খারাপ"—এই ধারণাটি খুব চতুরভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। মুঘল আমল থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত মুসলিমদের অবদান ছিল অনস্বীকার্য, অথচ ইতিহাসে তাদের চিত্র অনেকাংশে কলুষিতভাবে উপস্থাপন করা হয়েছে। এই চরম বিকৃতির মূল নেপথ্য কারিগর ছিল ব্রিটিশ শাসকগোষ্ঠী এবং তাদের অনুগত দালাল শ্রেণি। তারা পরিকল্পিতভাবে ইতিহাসকে এমনভাবে রচনা করে, যাতে হিন্দু-মুসলিম বিদ্বেষ চিরস্থায়ী হয়ে ওঠে। লেখক তার বক্তব্যে সে সকল বৈষম্য ও বিকৃতির বিপরীতে দাঁড়িয়ে একটি বিকল্প, প্রামাণ্য ও সাহসী ইতিহাস উপস্থাপন করেছেন। যাঁরা ইতিহাস ভালোবাসেন, তাঁদের জন্য এই বইটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পাঠ। তবে বইটি পড়ার আগে লেখকের আরেকটি বই “ইতিহাসের ইতিহাস” পড়ে নেওয়া হলে এ বইয়ের বক্তব্য আরও ভালোভাবে অনুধাবন করা যাবে—ইনশাআল্লাহ। বই : বাজেয়াপ্ত ইতিহাস লেখক : গোলাম আহমাদ মোর্তজা ধরন: ভারতবর্ষের ইতিহাস বর্ণনা প্রকাশনী: স্বরলিপি প্রকাশন পৃষ্ঠা সংখ্যা: ৯৬
Was this review helpful to you?
or
মুসলমানদের ইতিহাস সম্বলিত একটি অসাধারণ বই