User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
best
Was this review helpful to you?
or
goodhh
Was this review helpful to you?
or
"A Gateway to English Literature" by S M Shamim Ahmed emerges as an essential companion for students navigating the challenging terrain of competitive examinations, particularly the BCS Preliminary. The book's methodical dissection of previous examination questions, enriched by thorough expositions, masterfully elucidates the complexities of English literature for those outside the field's usual purview. The thoughtful inclusion of Bangla translations for seminal literary quotations not only aids in understanding but elevates this volume from a mere preparatory guide to a significant pedagogical instrument. I, as an academician in the field, wholeheartedly endorse this text for anyone aspiring to achieve mastery in English literature.
Was this review helpful to you?
or
I am giving 5 out of five. It is that good of a book. I can see the impact of the book. Most of the content in the book are well organized and well presented. I liked reading this one. Though I was not in need of this book, but it sure does remind me a lot of information which I had almost forgot. Thanks for giving us such a good book.
Was this review helpful to you?
or
অনেকটা সাজানো - গোছানো একটি বই। বইটির পেজ, বাইন্ডিং খুব সুন্দরভাবে করা।
Was this review helpful to you?
or
ইংরেজি লিটারেচার এর উপর অসাধারণ একটা বই।যেকোনো ছাত্র ছাত্রী এটা থেকে উপকৃত হবে বলে বিশ্বাস করি।
Was this review helpful to you?
or
এই বইটি আমার কাছে বাজারের সবচেয়ে ভাল মানের বই মনে হয়েছে। বইটি হতে ৪১ বিসিএসে অনেক প্রশ্ন কমন এসেছে, ৪৩ এ ইনশাআল্লাহ্ অনেক প্রশ্ন কমন পাওয়া যাবে। আমাদের বেকারদের কথা চিন্তা করে এমন একটা বই প্রকাশ করার জন্য এস.এস. শামীম ভাইকে আন্তরিক অভিনন্দন।
Was this review helpful to you?
or
আমার ব্যক্তিগত মতামতঃ লিটরেচারের উপর সাজানো গোছানো - এর চেয়ে ভাল বই বাজারে নেই। ইংরেজি প্রেমিরা বইটা দেখলেই ভাল লাগবে বলে - বিশ্বাস করি।
Was this review helpful to you?
or
সেরা❤️❤️
Was this review helpful to you?
or
নিঃসন্দেহে চাকুরি প্রার্থীদের ইংরেজি সাহিত্যের জন্য একটা ভালো মানের বই এটি।এই বই পড়লে ইংরেজি সাহিত্যের জন্য আর কোন বই ভালো লাগবে না।
Was this review helpful to you?
or
English literature এর জন্য A Gateway to English literature পড়তে পারেন। এই বইয়ে কোটেশনের খুব সুন্দর বাংলা অনুবাদ আছে এবং উপস্থাপনাও অনেক সুন্দর ।তাছাড়া বিগত বিসিএস প্রশ্নগুলোর সাবলীল ব্যাখ্যা আছে যা বাজারের অন্য কোন বইয়ে নেই।English literature এ ১২-১৫ মার্কস পাবার জন্য খুবই সহায়ক।
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
গতকাল সংগ্রহ করলাম বইটি। S M Shamim Ahmed ভাইয়াকে ধন্যবাদ সুন্দর বইটি প্রকাশের জন্য। √ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ইংরেজি সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে বই লিখতে গিয়ে একজন লেখককে কতোটা পরিশ্রম করতে হয়, কতো রাত চাতক পাখির মতো চেয়ে থাকতে হয় নির্ভুল রুপ দিতে গিয়ে তা আমি ভালোই জানি। আমি নিজেও ক্ষুদ্র লেখক-প্রকাশক হিসেবে বলতে পারি যতোক্ষণ না মনের মতো ছবি আঁকা হচ্ছে সাদা-কালো কাগজে ততোক্ষণ চিন্তায় ঘুম হয় না। √ ইংরেজি বিভাগের স্টুডেন্ট না হলে এবং সাহিত্যে আগ্রহ না থাকলে, শুধু মুখস্থ বিদ্যা দিয়েই বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্যতে ১৫ তে ১৫ পাওয়া অসম্ভব। এমনকি আমার মতো ইংরেজি সাহিত্য এর স্টুডেন্টরাও ১৫ পাওয়ার আশা করেনা যদি পানির মতো খুবই সহজ প্রশ্ন না হয়। সেক্ষেত্রে A gateway to english literature বইটি খুব সাহায্য করবে সাহিত্য রসকে গ্রহণ করতে এবং পরীক্ষায় যদি ভুল না করেন তাহলে সর্বোচ্চটাই পাওয়ার আশা করতেই পারেন। √ বইটিতে প্রয়োজনীয় তথ্য খুব গোছানোভাবেই দেওয়া আছে তাই আপনাকে পড়তে বসলে আর কোনটা পড়বো বা বাদ দেবো তা খুঁজে খুঁজে পাগল হতে হবেনা ? বিশেষত সিলেবাস বেইসড সব সাজানো হয়েছে বিধায় অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কিছু পড়ে মাথা হ্যাং করবেনা নিশ্চিত। √ বেশি ভালো লেগেছে- বিগত প্রশ্নগুলোর যথাযথ ব্যাখ্যা দিয়ে উত্তর দেওয়া আছে এবং বিভিন্ন লেখকের বিখ্যাত উক্তি,উদ্ধৃতি আলাদা করে একটা অধ্যায়ে দেওয়া আছে যা খুবই সময়োপযোগী কারণ এগুলো পরীক্ষায় ইদানীং বেশি আসে। ★ সবশেষে ধন্যবাদ আবারো শামীম ভাইকে এবং যারা বইটি রচনায় ওনাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকেই অভিনন্দন এরকম ভালো বই চাকুরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়ার জন্য। ভবিষ্যতে আরো ভালো কিছু বই ওনাদের থেকে আশা করি যেমন English grammar বই যদি করেন তা নিঃসন্দেহে খুবই ভালো হবে বলেই মনে করি। ?
Was this review helpful to you?
or
Thanks.
Was this review helpful to you?
or
বাত্তির রাজা ফিলিপিস; পরিশ্রমের রাজা শামীমস। . শামীমস মানে দুজন শামীম নয়। A gateway to English literature এর বাপ ঐ শামীমের কথা বলছি। . পোলাটা দারুণ পরিশ্রম করতে পারে।এই বইটা লিখতে গিয়া পোলাটা ঘুম-টুম নাই কইরা দিছে। দম আছে মাগার। . ফ্রান্সিস বেকন না কে বলছিল,কিছু কিছু বই দেখতে হয়,আর কিছু বই চেটে খেতে হয়। . S M Shamim Ahmed ভাইয়ের A gateway to English literature বইটিও বিসিএস প্রিলি.জন্য চেটে খাওয়ার মতো একটা বই। . প্রথম চৌধুরী কইলো এই যা প্রমথরে প্রথম কইলা ফেলাইছি,থুক্কু--অল্প কথায় কাজ হইলে বেশি কথা কওনের কাম নাই। . শামীম ভাইয়ের ইংরেজি লিটারেচার বইটিও অল্প কথায় মেলা কাম হইবার মতো একটা বই।যারা বইটা পড়ছেন অথবা নাড়াছাড়া করছেন, তাদের কাছে বইটি খাসা বইয়ের মতো লাগার কথা। . যেখানে যেখানে হাত দিলে পুলকিত হওয়া যায়;শামীম ভাই সেখানে সেখানে হাত দিয়েছেন যা আমি দেখেছি।তয় আপনারা কইবার পারেন,হাত দিছে যে আমি কেমনে দেখলাম।ওমা বইতে হাত দিছে যে আমি বইটা পইড়া সেটা-ই দেখছি।আমি আপনাদের এ কথা কচ্ছি।অন্য কিছু না।আমগোরে আবার নাছির ভাইবেন না।আমরা বারোভাতারির কাছে যাই না;আমরা একভাতারিতে বিশ্বাসী।এ একভাতারি হইলা গিয়া 'A gateway to English literature'! . বুঝছেন হাত মানে কী দাঁড়ালো? . এ হাত সে হাত না;এ হাত নাম্বার পাওয়ার হাত,এ হাত রাতের ঘুম হারাম করে দেওয়া হাত।এ হাত অনবদ্য একটা বই লেখার হাত। . ৪১,৪২,৪৩ এবং সো অন যত প্রিলি হবে বইটিতে হাত দিলে আপনি পুলকিত হবেন এবং লিটারেচারে ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন। . মূল কথা হইলো গিয়া, শামীম ভাই যে বইটিতে আমাকে হাত দেবার সুযোগ করে দিয়েছেন--হিল্লাইগা তিনারে ভালোবাসা জানাইলাম।ভালোবাসা জানাইতে টেকা লাগে না;আত্মা লাগে, আত্মা। . যারা বইকে ভালোবাসে, তাদের কাছে আমার আত্মাটা বন্ধক রেখে গেলাম। ~~,ইকারাস চৌধুরী