User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মোট দুইশো-একচল্লিশ পৃষ্ঠা গল্পের প্রায় একশো-ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলেছি তবুও শিহরণ জাগানোর মতো আকর্ষণ পাচ্ছিলাম না। অনুবাদ বিষয়টি প্রথম দিকে তুলনামূলক কঠিন ছিলো, পর থেকে মসৃণ ভাবে পড়া গেলেও তেমন রসালো না। 'মাথা নাড়ালাম' বলতে হ্যা নাকি না বোঝানো হয়েছে এটা বুঝতে সামান্য অস্বস্তি লাগছিল। একই লাইনের মধ্যে এক শব্দ দুইবার বা উলটপালট করে দুইবার এরকম ভুল টুকটাক রয়েছে। কয়েক জায়গায় বুঝার স্বার্থে কোন চরিত্র কথা বলছে সেটা উল্লেখ করে দেওয়ার দরকার পরে (যেমনটা দেশি ও বিদেশি বইতে দেখা যায়), কিন্তু উক্ত বইয়ের অনেক অংশেই প্রথমে ইঙ্গিত না থাকায় কোন চরিত্র কথা বলছে বুঝতে অসুবিধা হচ্ছিলো। মনে হচ্ছিল অনুবাদের দুর্বলতার কারণে কিছু ঘটনার অনুভূতি হালকা হয়ে গেছে, অথবা মূল বইয়ে তেমন। বইটাতে থ্রিলিংয়ের ছিঁটেফোঁটাও নেই, এটা পড়া শুধু সময়ের অপচয়। গল্পের শুরুতে(শুধু দুই পৃষ্ঠা) এবং সারসংক্ষেপে যে আগ্রহ তৈরি করা হয়েছিল তার চিমটি পরিমাণ বাদে গল্পে বেশি কিছু নেই। উক্ত বইটা নিয়ে স্টিফেন কিং এর মতামত কি সত্যিই নাকি-শুধু উৎসাহ দেওয়ার জন্য ভদ্রতা করে বলেছিলেন! নতুন পাঠক যারা থ্রিলার সম্পর্কে তেমন জানে না, তারাও পড়ে মজা পাবে না। একশো-একচল্লিশ পৃষ্ঠা থেকে ঘটনাটা একটু ভালো লেগেছে, রহস্যের কারণ কি চিন্তায় মগ্ন থাকার মতো না হলেও কোনো-রকম। সম্ভবত লেখক 'দ্য চক ম্যান' বইটা দিয়ে বিদেশি ভুগিম্যান বিষয়ক গল্পের মতো কিছু একটা বানাতে চেয়েছিলেন। সারসংক্ষেপে যেমন আকর্ষণীয় বর্ণনা ছিল, গল্পের মান ভালো হলে বইটা সত্যিই অনন্য রকম হতে পারত। বিঃদ্রঃ বানানে ভুলক্রটি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition বই : দ্য চক ম্যান লেখক : সি. যে. টিউডর পার্সোনাল রেটিং : ৫/৫ রিভিউ দাতা : কিবো মাহজেনিন খান " তারা মুখে ভালোবাসার কথা বলে কিন্তু তাদের অন্তর জুড়ে আছে শুধু ঘৃণা " ১৯৮৬ সাল এডি, গ্যাভ, হোপ্পো, মিকি আর নিকি। বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিলো ৫ জন উচ্ছল কিশোর-কিশোরীর দিন। সব অঘটনের শুরু হয় কবে সেটা বলা মুশকিল। মি. হ্যালোরানের সাথে যেদিন দেখা হয় সেদিন? নাকি এডির বাবা যেদিন পাদ্রীকে ঘুষি মারে সেদিন? হয়ত যেদিন গ্যাভ এক বাক্স চক উপহার পায়, অথবা যেদিন থেকে এডিরা চক দিয়ে চকম্যান এঁকে খেলা শুরু করে সেদিন থেকেই সবকিছুর শুরু। কিন্তু হ্যাঁ এরপরই বদলে যায় সব। শুরু হয় দূর্ঘটনা, হামলা, আত্মহত্যা, খুন। পুরো শহর গুমোট হয়ে আরো ভয়াবহ কিছুর জন্য অপেক্ষা করতে থাকে। ২০১৬ সাল এডি বুঝতে পারে ২০ বছর আগে ঘটে যাওয়া যে ঘটনা তার জীবন পালটে দিয়েছিল তা আবার কেউ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। সেই রহস্য আজও সমাধান হয়নি। কিন্তু যখন তাদের দলের এক বন্ধু মারা গেলো তখন সে বুঝতে পারলো তা সমাধান করার সময় এসেছে নাহলে হয়ত আবারও প্রাণ যাবে কিছু মানুষের। পাঠ-প্রতিক্রিয়া: সাসপেন্সফুল, ডার্ক এবং ক্রিপি একটা বই! কিছু থ্রিলার থাকে না যেখানে শুরু থেকে তেমন থ্রিল না পাওয়া গেলেও ধীরে ধীরে থ্রিল পাওয়া যায় এবং একটু একটু করে সেটা বাড়তে থাকে যতক্ষণ পর্যন্ত শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত না বয়ে যায়। এটা ঠিক তেমন একটা বই। বইটা দুইটা টাইমলাইনে লেখা। একটা ১৯৮৬ সাল আরেকটা ২০১৬। লেখকের লেখনীর জন্য এই এক টাইমলাইন থেকে অন্য টাইমলাইনে যাওয়ার ব্যাপারটা বেশ উপভোগ্য ছিলো। প্লট মোটামুটি ইউনিক। একটা ছোট শহরকে কেন্দ্র করে গল্প এবং মূল চরিত্র ও বেশ কম। যদিও পাশ চরিত্র অনেক। কিন্তু রহস্যে ভরপুর। যেন শহরের সবারই কিছু না কিছু গোপন রাখার আছে। চরিত্রায়নের ক্ষেত্রে লেখককে সফল বলা যেতে পারে। প্রত্যেকটা চরিত্রের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বেশ ভালোভাবেই ফুটে উঠছিল। পড়ার সময় মনে হচ্ছিলো আমিও আন্ডারব্যারিতে আছি, চরিত্রগুলোকে নিজ চোখে দেখছি। আর রহস্য! পুরো বইতে রহস্যে ভরপুর। পুরোটা সময় মাথার মধ্যে হিসাব মেলাচ্ছিলাম কিভাবে কি হলো, কেন এটা হলো না বা কেন এটা হলো। চমৎকার একটা বই। এখন বই বাদ দিয়ে অনুবাদের কথায় আসি। অনুবাদক ভালোই অনুবাদ করেছেন। কিন্তু পড়তে যেয়ে একসময় আমার আর ভালো লাগে নাই। তাই পরে ইংরেজি বইটার ইবুক নামিয়ে সেটা পড়েছিলাম। তাই বলে অনুবাদ খারাপ তা না। বেশ ঝরঝরে অনুবাদ। হয়ত আমারই এই ধরণটা ভালো লাগে নাই। কিন্তু সব মিলিয়ে বইটা আমার কাছে বেশ ভালো লেগেছে।