User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
প্রতিদিনকার বোরিং জীবন থেকে একটুখানি ব্রেক নেওয়ার আমার একটা টোটকা হলো ছোটগল্প পড়া। যদি তা হয় ভৌতিক জনরার তাহলে তো কথাই নেই।কিন্তু রয়েসয়ে গল্পসংকলন পড়তেই বেশি উপভোগ করি। ছোটগল্প পড়ে দ্রুত শেষও হয় আবার ভালো একটা গল্প হলে মনটাও ভালো হয়ে যায় অল্প সময়ের মধ্যে। বইয়ে ২৪টা গল্প আছে ২৪জন লেখকের। তবে মজার বিষয় হলো এই সংকলন শেষ করতে একবছরেও বেশি সময় নিয়েছি। যখন ইচ্ছে হয়েছে পড়েছি আরকি। তাই যখন রিভিউ লিখতে বসছি কিছু গল্প আবার উল্টেপাল্টে দেখতে হয়েছে। ১। তোমার গোপন কথাটি — জুবায়ের আলম ~ ৩/৫ দৈনন্দিন জীবনের চাহিদায় প্রযুক্তি আমাদের জীবনের অংশ হয়ে গেছে। মোবাইল ছাড়া এখন তো একটা দিনও কল্পনা করা কষ্টসাধ্য হয়ে যায়। আর এই কষ্ট থেকে রেহাই পেতেই রাশিক সাহেব কমে সেকেন্ড হ্যান্ড সেট কিনেন। অদ্ভুত ফোনকলের জন্য বদলে যেতে থাকে জীবন! সাধারণ একটা গল্প কিন্তু লেখনশৈলীর জন্য মোটামুটি ভালো লেগেছে। ২। নজরদার — কৌশিক মজুমদার ~ ২/৫ বিশৃঙ্খল একটা পরিবার একজনের জীবন নষ্ট করার জন্য যথেষ্ট আবার সাথে যদি বন্ধুদল হয় নষ্টের গোড়া তাহলে তো সবই শেষ। পিচ্চি গল্পটা এমনই এক ছেলের কিন্তু কেমন জানি খাপছাড়া লেগেছে। হঠাৎ অতিপ্রাকৃতিক ঘটনার শুরু আবার হঠাৎ শেষ! ৩। কিচলু ভার্সেস দ্য ওয়ার্ল্ড — শরীফুল হাসান ~ ৩/৫ রাতের হাইওয়েতে কিচলুর গাড়ি চলছে। হঠাৎ আক্রমণ করে বসে জোম্বিরা। স্বাভাবিক পৃথিবী এখন জোম্বি ও রক্তচোষাদের! যতো অতিপ্রাকৃতিক ক্রিয়েচার নিয়ে পড়েছি তারমধ্যে জোম্বি সবচেয়ে বেশি ভয় লাগে। বিকটদর্শন চেহারা, সহজে না মরা জোম্বিদের কথা ভাবলেই ভয়ে মনটা এত্তটুকু হয়ে যায়। কিন্তু জোম্বি নিয়ে লেখা ছোট্ট গল্পটা পড়ে ভয় না বরং হাসিই আসবে বেশি। ৪। অরণ্য — তানজীম রহমান ~ ৪/৫ যুদ্ধ, অরণ্য, গভীর কালো রাত, একটি উদ্দেশ্য ও ভৌতিক কিছু অভিজ্ঞতা নিয়ে লেখা কয়েক পৃষ্ঠার গল্প। অরণ্যের ভিতরে ভৌতিক ঘটনা ও প্রকৃতির বর্ণনা দারুণ হয়েছে। বারবার মনে হচ্ছিল এর শেষ কোথায়! ৫। চাঁদের গায়ে ছায়া — মাহরীন ফেরদৌস ~ ২/৫ বহু আগের এক গ্রামের কথা যখন অজানা বিপদের আগমনের অপেক্ষায় আছে সবাই। শুরুটা যেভাবে হয়েছিল... শেষটা ভালো লাগলো না। ৬। কূলযক্ষ — নিলয় নন্দী~ ২/৫ অপশক্তিকে বন্দী করা হয়েছিল কিন্তু ছাড়া পেয়ে গেছে। আবার বন্দীর পথ খুঁজতে হবে এনিয়েই কাহিনী। সাদামাটা একটা গল্প। ৭। রয়েছি তোমার অপেক্ষায়, নেসহাত — সালমান হক ~ ৪/৫ ঈর্ষা ভয়ংকর এক অনুভূতি সাথে যদি প্রতিশোধও যুক্ত হয়ে যায় তখন হয়ে ওঠে মারাত্মক ভয়াবহ। কারণ ব্যক্তির তখন বিবেক কাজ করে না, আবেগের বশবর্তী হয়ে শুধু কামনাই মনে থাকে। অন্যান্য গল্পগুলোর তুলনায় পরিসরে কিছুটা বড়। মিথের সাথে রহস্যের মিশেলে অদ্ভুত প্রেমের এক গল্প। তবে সমাপ্তি ভালো লেগেছে আমার। নেসহাত-শানযাব যা করেছে এটা তাদের পাওনাই বটে। ৮। পহেলা বৈশাখ — লুৎফুল কায়সার ~ ৩/৫ পহেলা বৈশাখে মুন মজাদার খাবার রান্না করে ফাহাদের জন্য। এইদিনটা মুন-ফাহাদ খুশিমনে কাটায়। কিন্তু উন্নতির আশায় ফাহাদ ভয়ংকর এক উপায় বের করে তারপর থেকে খুশিতে যেন কালোছায়া পড়ে। সাধারণ একটা প্লট অতৃপ্ত আত্মা নিয়ে। সমাপ্তিও অনুমেয় কিন্তু লেখনশৈলীর জন্য মোটামুটি ভালোই লেগেছে। ৯। চিত্রকর্ম — ইশরাক অর্ণব ~ ৪/৫ শিল্পপতি সালেহ আহমেদের মৃত্যুর পর বাসার জিনিসপত্র বিক্রি শুরু হয়। ডিলারের চোখ আশ্চর্য জীবন্ত একটা চিত্রকর্মে আঁটকে যায়। চিত্রশিল্পীর খোঁজ করতে যেয়ে বেরিয়ে আসে না-জানা কিছু তথ্য। উপস্থাপনা ও বর্ণনার জন্য বেশ ভালো লেগেছে। ১০। ডেড এন্ড — আফরিন মৌ ~ ২/৫ বার্থডে পার্টির পর বন্ধুবান্ধবদের সাথে মুভি দেখে ফেরার সময় তাজরিয়ানের মনে হয় কিছু ভুলে যাচ্ছে সে কিন্তু কী? সুন্দর একটা নীল ক্রিস্টালের লাইটার পাওয়ার পর মনে করতে পারে না কার ছিল। লাইটার জ্বালাইতে অদ্ভুত জাদুর দুনিয়ায় চলে যায় সে! জাদুর দুনিয়া, স্পেলস, বিকটদর্শন জাদুকরী জীব, মিথ সবই আছে। এককথায় ফ্যান্টাসি জনরার মধ্যে পড়ে। শুরুতে দারুণ কিছু হবে মনে হচ্ছিল কিন্তু মাঝামাঝি অংশ থেকে কাহিনী বোরিং হয়ে গেছে। শেষটা ভালো লাগেনি আরও চমকপ্রদ কিছু হতে পারতো। ১১। সাক্ষী — বাপ্পী খান ~ ৪/৫ সোনাই নামক দুর্গম আদিবাসী গ্রামে অদ্ভুত এক পুকুর আছে যেখানে পানি কুচকুচে কালো! রহস্যময় পুকুরকে ঘিরে পিচ্চি একটা গল্প। প্রাকৃতিক পরিবেশ, ভৌতিক আলোচনা ও প্লট ভালো লেগেছে। এই গল্পটা আগেও পড়েছি অন্ধকার সিরিজের বইয়ে। একই গল্প দু'টো বইয়ে না দিলেই বরং ভালো হতো। ১২। ঘাসভূমি — কৌশিক জামান ~ ৪/৫ বড় বড় ঘাসের ওপর দিয়ে যখন বাতাস বয়ে যায় অনেক সুন্দর লাগে না? একটু হাত দিয়ে ছুয়ে দেখতে ইচ্ছে করে না? ছোট পরিসরের গল্পটার দু'টো বিষয় বেশি ভালো লেগেছে; প্রকৃতির বর্ণনা ও শেষের টুইস্ট। ১৩। পৃথিবীর সব ধ্বনি, সব রং মুছে গেলে পর — ওয়াসি আহমেদ ~ ৫/৫ নিত্যদিনকার রঙিন জীবন হঠাৎ রংহীন, অনুভূতিহীন হয়ে পড়ে একজন লেখকের কাছে। ডাইরি আকারে নিজের অভিজ্ঞতাগুলো বলে হঠাৎই যেন উধাও হয়ে যান! লাভক্রাফটিয়ান হরর ও মিথ নিয়ে দারুণ একটা গল্প। ১৪। বৈকালিক ভ্রমণ — অসীম পিয়াস ~ ৩/৫ হাঁটতে বেরিয়ে জিসানের পরিচয় হয় আরাফাতের সাথে। কথা বলে ফেরার পথে একজায়গায় জটলা দেখে থমকে যায়। কিন্তু যা দেখলো...! শেষে কি হতে পারে আগেই অনুমান করে ফেলেছিলাম তবে লেখনশৈলীর জন্য পড়ে মজা পেয়েছি। ১৫। মানোবট্রন — তানজিরুল ইসলাম ~ ৩/৫ মানুষের মন পড়তে পারে রিশাব। কিন্তু ক্লাসের একটা মেয়ের মন পড়তে পারছে না বলে আগ্রহী হয়ে ওঠে। হঠাৎ এটাও আবিষ্কার করে যে মৃত্যু হলে সে অতীতে জীবিত অবস্থায় আবার ফিরে যেতে পারে। শুরুতে ভৌতিক আমেজ থাকলেও শেষে যেয়ে বুঝা যাবে সায়েন্স ফিকশন। কোয়ার্কে থিওরির আলোচনা আরও কিছুটা সহজভাবে করলে ভালো হতো। ১৬। রাত দশটার ইংরেজি খবরের পরে — নাবিল মুহতাসিম ~ ৪/৫ অতীতের স্মৃতিচারণ সাথে গা ছমছমে পরিবেশ! আলমের স্মৃতিচারণ করার সময় মনে হচ্ছিল আমিও স্কুল জীবনের ফেলে আসা দিনগুলোতে ফিরে গেছি। শেষটাও চমকে দিয়েছে। ১৭। নির্মল বাবুর আয়না — জাহিদ হোসেন ~ ৫/৫ আয়নায় সামনে দাঁড়ালে মাঝেমধ্যে মনে হয় ওপর দিকে অন্য কোনো জগৎ নেই তো? শুনতে হাস্যকর লাগতে পারে কিন্তু আমার ভাবতে কেন জানি ভালো লাগে। এই গল্পটাও অনেকটা এমনই। পড়ার পর মনে হচ্ছিল আয়না যদি প্যারালাল ইউনিভার্সের দরজা হয়ে থাকে তাহলে কিন্তু মজাই হবে। ১৮। শাপমোচন কিংবা শরীর পাতন— যারিন তাসনিম প্রমি~ ২/৫ আদিবাসীদের নিজস্ব কিছু মিথ থাকে আবার কাল্টও। এমনই এক আদিবাসী গ্রামে আটকা পড়ে যায় তিন বন্ধু। পড়ার সময়ই সমাপ্তি যেনটা অনুমান করেছিলাম শেষে তেমনটাই পেয়েছি। বেহুকী ও রিচুয়াল নিয়ে আরও আলোচনা থাকলে ভালো হতো। "দ্য চোজেন ওয়ান" কীভাবে নির্ধারন করা হয় বুঝলাম না। মিনহাজের জন্য খারাপই লাগলো। যৌনতা ও গালাগালি একটু বেশিই মনে হয়েছে গল্পে। ১৯। খোয়াবনামা — আবরার আবীর ~ ৩/৫ স্বপ্নে একটা ছেলেকে বারবার দেখে নাজমি। প্রতিটা স্বপ্নে ঘটনা ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। প্রথম দিকে ভালোই লেগেছে কিন্তু শেষটা আরও গোছানো হলে ভালো হতো। ২০। ঈশ্বরের প্রতিরূপ — তাওসীফ আহমেদ ~ ৪/৫ সময়টা ভবিষ্যতের পৃথিবীর যখন তীব্র শীতে বেঁচে থাকাটাও যুদ্ধের সামিল। রহস্যময় এক জীবের আগমনে এক পরিবারের ভাগ্য পরিবর্তন হতে থাকে। এই গল্পটা বাকিগুলোর তুলনায় অন্যরকমের, ক্রিপি এলিমেন্টও যথার্থই আছে। ২১। নিশি — সিদ্দিক আহমেদ ~ ৫/৫ আমবাগানে ঘেরা জমিদার বাড়ি, পুরোনো মন্দির ও ভাঙাচোরা পুকুর ঘাট স্নিগ্ধ সুন্দর রহস্যময় হাতছানি দেয়। নিজাম কয়েকবার কিশোর বয়সী বিধবা মেয়েকে দেখে কিন্তু হঠাৎই উধাও হয়ে যায়। রাজবাড়ী কেন্দ্রিক গল্প। সবচেয়ে বেশি ভালো লেগেছে গল্প বলার স্টাইলটা। মনে হচ্ছিল ছায়াঘেরা জমিদার বাড়ি আমিও দেখতে পারছি। শেষবারের মতো নিশি বুড়ো নবীনকে দেখা দিবে ভেবেছিলাম। এতোবছর মেয়েটাকে একবার দেখার জন্য অপেক্ষা করলো কিন্তু...। ২২। বারি হারাতা — সাঈদ শিহাব ~ ৩/৫ বিচ্ছিন্ন এক গ্রামবাসীর ওপর আর্টিকেল লিখতে এক সাংবাদিক চলে যায় পাহাড়ঘেরা এক রহস্যময় গ্রামে। তারপর শুরু হয় অদ্ভুত সব কান্ড। পার্বত্য অঞ্চলের একটা মিথের ওপর লেখা গল্পটা। শেষটা ভালো লেগেছে। ২৩। চিত্রকর ও নারী চতুষ্টয় — দীপিকা মজুমদার ~ ৪/৫ অতনু একজন জিম ট্রেনার। একদিন বাসায় আসার পথে রহস্যময় এক নারীকে দেখে। এইভাবে নির্দিষ্ট দিন পরপর এমন কয়েকজন নারীকে দেখে যাদের সে ছাড়া কেউ দেখতে পারে না। রহস্যদ্ধার করতে যেয়ে নিজেই রহস্য হয়ে যাবে না তো অতনু? প্লটটা ইন্টারেস্টিং কিন্তু "কেন তাদেরই চুজ করা হচ্ছে?" এই প্রশ্নটার স্পষ্ট ব্যাখ্যা থাকলে আরও ভালো লাগতো। সনাতন শাস্ত্রমতে নারী-পুরুষের প্রকারভেদ ও বৈশিষ্ট্য জানা ছিল না। একদম শেষের প্রশ্নটার জন্য অজানা তথ্য জানতে পারলাম। ২৪। একটি পরিবর্তনের ইতিকথা — প্রান্ত ঘোষ দস্তিদার ~ ৩/৫ স্ত্রী ও কন্যাকে নিয়ে মায়ের থেকে আলাদা থাকা শুরু করে ছেলে পারিবারিক ঝামেলা সমাধান করার জন্য। কিন্তু মায়ের এই বয়সে ছোট বাচ্চা দত্তক নেওয়া দেখে প্রথমে আশ্চর্য হলেও পরে মেনে নেয়। কিন্তু ছোট মেয়েটার সংস্পর্শে স্ত্রী-কন্যা বদলে যেতে থাকে! একটি পরিবার, মানবিক সম্পর্ক, মিথ ও গুপ্তসংঘ নিয়ে লেখা। মাঝামাঝি এসে স্লো হওয়ার দরুন কিছুটা বিরক্ত লেগেছিল কিন্তু সমাপ্তি ভালো লেগেছে। বইয়ের সবচেয়ে বিরক্তিকর বিষয় হলো "ভুল"; বানান ভুল, নামে ভুল, বিরামচিহ্নে ভুল ও শব্দ মিসিংও আছে। আর এই ভুলের সংখ্যা "অনেক"। আশা করি প্রকাশনী এসব ভুল নিয়ে আরও সচেতন হবে। বই: অতীন্দ্রিয় সম্পাদনা: প্রান্ত ঘোষ দস্তিদার, সালমান হক জনরা: হরর প্রচ্ছদ: আবরার আবীর প্রকাশনী: আফসার ব্রাদার্স প্রথম প্রকাশ: অমর একুশে গ্রন্থমেলা ২০২১ পৃষ্ঠা সংখ্যা: ৩৮৪
Was this review helpful to you?
or
পাঠ প্রতিক্রিয়াঃ বই: অতীন্দ্রিয় সম্পাদনা: প্রান্ত ঘোষ দস্তিদার, সালমান হক বিষয়: অতিপ্রাকৃত গল্প সংকলন প্রকাশনী: আফসার ব্রাদার্স প্রচ্ছদঃ আবরার আবীর প্রকাশকালঃ ২০২১ পৃষ্ঠা: ৩৮৪ মুদ্রিত মূল্য: ৫৫০ টাকা গল্পতালিকা: ১. তোমার গোপন কথাটি - জুবায়ের আলম ২. নজরদার - কৌশিক মজুমদার ৩. কিচলু ভার্সেস দ্য ওয়ার্ল্ড - শরীফুল হাসান ৪. অরণ্য - তানজীম রহমান ৫. চাঁদের গায়ে ছায়া - মাহরীন ফেরদৌস ৬. কূলযক্ষ - নিলয় নন্দী ৭. রয়েছি তোমার অপেক্ষায়, নেসহাত - সালমান হক ৮. পহেলা বৈশাখ - লুৎফুল কায়সার ৯. চিত্রকর্ম - ইশরাক অর্ণব ১০. ডেড এন্ড - আফরিন মৌ ১১. সাক্ষী - বাপ্পী খান ১২. ঘাসভূমি - কৌশিক জামান ১৩. পৃথিবীর সব ধ্বনি, সব রঙ মুছে গেলে পর - ওয়াসি আহমেদ ১৪. বৈকালিক ভ্রমণ - অসীম পিয়াস ১৫. মানোবট্রন - তানজিরুল ইসলাম ১৬. রাত দশটার ইংরেজি খবরের পরে - নাবিল মুহতাসিম ১৭. নির্মল বাবুর আয়না - জাহিদ হোসেন ১৮. শাপমোচন কিংবা শরীর পাতন - যারিন তাসনিম প্রমি ১৯. খোয়াবনামা - আবরার আবীর ২০. ঈশ্বরের প্রতিরূপ - তাওসীফ আহমেদ ২১. নিশি - সিদ্দিক আহমেদ ২২. বারি হারাতা - সাঈদ শিহাব ২৩. চিত্রকর ও নারী চতুষ্টয় - দীপিকা মজুমদার ২৪. একটি পরিবর্তনের ইতিকথা - প্রান্ত ঘোষ দস্তিদার গভীর বা সন্ধ্যা রাতে ঝড় বৃষ্টির সময় কিংবা শীতের রাতে বা তপ্ত দুপুরে অতিপ্রাকৃত গল্প পড়তে আমার ভালোই লাগে। ধীরে ধীরে সময় নিতে এই সংকলটা শেষ করছি। কিছু গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে বাস্তব জীবনেও এমন হতে পারে কি! গ্রামের পটভূমির কিছু গল্প আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ২০২০ এর যান্ত্রিক জীবনের থেকে অনেক আগের সময়ে। আবার কিছু গল্প আমাদের মনে ভূত বা অতিপ্রাকৃত কিছু আছে নাকি তা নিয়ে অন্তর দ্বন্দের সৃষ্টি করতে পারে। বেশির ভাগ গল্পই দারুন লেগেছে।এই পর্যন্ত এ ধরনের যে সব সংকলন পড়েছি তার মধ্যে অন্যতম এই বইটি। অতিপ্রাকৃত গল্প যারা পছন্দ করেন তাদের জন্য অবশ্যই পাঠ্য এই বই।ইচ্ছা করেই কোন গল্পগুলো ভালো লেগেছে বললাম না,বলে দিলে ওই নির্দিষ্ট গল্পগুলোর প্রতিই মন বেশি টানে। আমার কাছে বেস্ট লেগেছে "একটি পরিবর্তনের ইতিকথা - প্রান্ত ঘোষ দস্তিদার" আশা করি সবাই পড়বেন এই বইটা। ধন্যবাদ সম্পাদকমহাদয়কে।
Was this review helpful to you?
or
faltu