User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইঃ প্রোডাক্টিভ রামাদান মূল লেখকঃ মুহাম্মদ ফারিস, আলি হাম্মুদা প্রমুখ সংকলন ও অনুলিখনঃ মুওয়াহহিদ মুহাম্মদ আব্দুল্লাহ অনুবাদকঃ মুওয়াহহিদ মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ নাফিস নাওয়ার প্রমুখ প্রকাশনীঃ মাকতাবাতুল আসলাফ -Maktabatul Aslaf প্রকাশকালঃ ফেব্রুয়ারি ২০২১ পৃষ্ঠাসংখ্যাঃ ১৯৬ বিষয়ঃ সিয়াম,রামাদান,প্রোডাক্টিভিটি মুসলিমের ইবাদাতের মৌসুম হলো রামাদান। এই মাস এলে প্রতিটা মুসলিমের হৃদয় হয় পুলকিত, শিহরণে মনে জাগে রবের দরবারে নিজেকে বিলিয়ে দেওয়া আশা। কিন্তু বাস্তবতা হল আমরা সবাই নানান দায়িত্বের শেকলে, সম্পর্ক-পেশার বাঁধনে আবদ্ধ। আরো দুঃখের বিষয়, বাকি এগারটা মাস নিজেদের পাপের পাওনা হিসেবে ও শয়তানের ধোঁকায় আমরা ছিলাম বেহুঁশ। সবমিলিয়ে নতুন উদ্যমে শুরু করলেও রামাদানে আনপ্রোডাক্টিভ হয়ে যাই আমরা। সেরা না হয়ে আরো একটা রামাদান যায় ব্যর্থতা ও বিস্বাদে কারণ দিতে পারিনি আমার সর্বোচ্চটা মালিকের তরে। এই দুষ্টচক্র থেকে বের হওয়ার পথ বাতলে দিতে একদল স্বপ্নচারী মানুষ মোটিভেশনাল স্পিকার, লেখক ও প্রোডাক্টিভিটির নামজাদা কোচ মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদাসহ আরো প্রখ্যাত মুসলিম ফিটনেস স্পেশালিস্টদের লেখকের সংকলনে এনেছেন "প্রোডাক্টিভ রামাদান"। বাংলা ভাষাভষী পাঠকদের জন্য এ এক অমূল্য সংযোজন। বই সম্পর্কেঃ মাকতাবাতুল আসলাফের প্রকাশিত "প্রোডাক্টিভ রামাদান" মূলত মুসলিমদের জন্য গাইডলাইন- রামাদানের বরকতময় প্রতিটা দিন প্রোডাক্টিভ কাটানোর জন্য। শুরু হয়েছে আহমাদ নামের এক যুবকের কোনো এক রামাদান কাটানোর উপমা গল্প দিয়ে। তবে এই "আহমাদ" যেন কতবার রামাদানের আমি,আমরা। সেই গল্পের হাত ধরে সূত্রপাত হয়েছে মূল আলোচনার। প্রথমে এসেছে রামাদানের ব্যর্থ হওয়ার কারণ নিয়ে আলোচনা। তারপর কথা এসেছে সফল হওয়ার পথ বাতলে দিতে। বিভিন্ন প্রোডাক্টিভিটির লেসনকে রামাদানে কিভাবে জীবনে কাজে লাগানো যায়-সেটা শিখিয়ে দিয়েছেন মূল লেখকেরা। দেওয়া হয়েছে একটা আদর্শ রুটিনের ডেমো,সার্বজনীনভাবে সবার জীবনের সাথে খাপ খায় এমন। হারিয়ে যাওয়া সুন্নত আমলের কথা, সেগুলো পুনর্জীবিত করার অনুপ্রেরণা, দুয়া কবুলের সর্বোত্তম সময়ে আদবের সাথে দুয়া কিভাবে করবেন, কিভাবে কুরআন পড়বেন- কিছুই যেন বাদ না পড়ে সেদিকে সজাগ দৃষ্টি ছিল লেখক ও সংকলকের। তা বইয়ের পাতায় ও বিষয়বস্তু পড়লেই চোখে পড়বে। কুরআন তিলওয়াত শুধু নয়, এই বইয়ে কুরআনের মাসে হিফজ বা মুখস্ত করা, তাফসির বা ব্যাখ্যা পড়া ও তাদাব্বুর বা চিন্তাভাবনা করার ব্যাপারে দিকনির্দেশনা কুরআনের বহুমাত্রিক উপকারের বাস্তবতা অনুভব করায়। তবে রামাদানে আমরা প্রায়ই ভুলে যাই যে "স্বাস্থ্যই সুখের মূল"। ভাজা-পোড়া,তৈলাক্ত খাবার বেহিসেবে খাই যেন রামাদান এসেছেই ভুড়িভোঁজের জন্য। এটা যেমন একটা বাড়াবাড়ি ও দৃষ্টিকটু ব্যাপার,তেমনই স্বাস্থ্যের পাশাপাশি রাতে তারাবিহ আদায়েও নিয়ে আসে আলস্য। কমিয়ে দেয় আমাদের প্রোডাক্টিভিটি। তাই রামাদানের ডায়েট প্ল্যান ও হেলথ টিপস দেওয়া হয়েছে এই বইয়ে। এই দিকটা বইকে করেছে স্বতন্ত্র্য রামাদান নিয়ে আলোচনা করা অন্য বইগুলো থেকে। কারণ অন্য বইগুলো মূলত আধ্যাত্মিক ব্যাপারে কথা বলে, কিন্তু এই বই যেন একটা ম্যানুয়াল ধরিয়ে দিচ্ছে নিজেকে সবদিক থেকে প্রোডাক্টিভ রাখার জন্য। আরো আকর্ষণীয় দিক হলো "রামাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নিবেন" অনুচ্ছেদ। কারণ এমন সময় আমরা কাটাতে যাবো বা কাটাচ্ছি যেখানে রামাদানে আমাদেরকে ইবাদাত ও পরীক্ষার পড়া দুটোয় সামলাতে হবে। এটা খুবই কষ্টের। তবুও এই কষ্টের সময় পার হতে আশাজাগানিয়া উৎসাহ দেওয়া ছাড়াও আরেকটা ডেমো রুটিন পরিবেশন করা আছে বইয়ে। অন্যরকম সুন্দর একটা কাজ! শেষে গিয়ে প্রতিদিন মুহাসাবা বা আত্ন-পর্যালোচনা করার জন্য সহায়ক প্রশ্ন, শেষ দশক নিয়ে আলাদা আলোচনা আছে। কিভাবে আমাদের ইতেকাফ আমরা করতে পারি গুণগতভাবে অনন্য,সেই আলোচনা এসেছে। কিন্তু মুসলিমের ইবাদাত তো কেবল রামাদানের মাসেই সীমাবদ্ধ নয়। তাই বইয়ের ইতি টানা হয়েছে রামাদান পরবর্তী সময়ে কুরআনের সাথে মধুর সম্পর্ক কিভাবে ধরে রাখা যায় ও কিভাবে ফিটনেস ঠিক রাখা যায়,সেই আলোচনার হাত ধরে। লেখাগুলোর সিংহভাগ মুহাম্মদ ফারিসের দ্য প্রোডাক্টিভ মুসলিম ব্লগ থেকে নেওয়া হলেও সংকলকের নিজস্ব কিছু লেখা আছে। তাই এই এক্সট্রা লেখাগুলো পেতে হলে তো বই কেনায় লাগে। এই মাস্টারপিস বই রামাদানে না রাখলে জানা হবে না প্রোডাক্টিভিটি টিপসের অনেকখানি। পাঠ্যানুভূতিঃ এই বই আমি পুরস্কার পেয়েছিলাম গতবছরের একদম শেষে ওয়াফিলাইফের আয়োজিত "পাঠপ্রতিক্রিয়া প্রতিযোগিতা"ইয় সেরা লেখকদের একজন হিসেবে। তাই বইটা এমনিও আমার কাছে খুব দামি। তাছাড়া এবার রামাদানে প্রস্তুতির জন্য এই বই কেনার প্ল্যানও ছিল। বইটা পেয়ে যে অনেক বড় উপকার হয়েছে তা বই সম্পর্কে করা আলোচনা পড়লেই দর্শক বুঝে যাবে। একটা বই তার কেন্দ্রে থাকা বিষয় হ্যান্ডেলে সার্থক কিনা তা বোঝা যায় যখন বইটা সেই মেইন থিমের কোনো ছোট ব্যাপারও বাদ দেয় না। এই "প্রোডাক্টিভ রামাদান" বই পড়ে আমি সেই অনুভূতি পেলাম। আলহামদুলিল্লাহ যে এবারের রামাদানের আগে এই বইটা শেষ করতে পেরেছি। বইটা এতোই প্র্যাকটিকাল যে এই বইয়ের অনুচ্ছেদ পড়ে পড়ে আমি রামাদান প্ল্যানার ও রুটিন বানিয়েছি। খুবই হেল্পফুল একটা বই। প্রতিদিনের মুহাসাবার পার্ট তো লা-জাওয়াব! মাশা আল্লাহ! প্রতিবার রামাদানের আগে প্রেপ নিতে রিভিশন দেওয়া যাবে এমনই একটা বই আসলাফ টিম আমাদেরকে উপহার দিয়েছে। সাথে তো আমার বইয়ে আসলাফ একাডেমির "প্রোডাক্টিভ রামাদান" কোর্স ফ্রি করার প্রোমোকোডও ছিল! সুবহা-নাল্লাহ! পুরো একশতে হাজার। বইয়ের প্রচ্ছদটা নীল রঙের সুন্দর একটা শেডের। খেজুর দেখলেই রামাদানের আমেজ মনে জাগে। তাই বইয়ের থিমের সাথে মানানসই এর কভার। ভিতরে তেমন বানান ভুল চোখে পড়েনি। পৃষ্ঠার মান,বাঁধাই-সবই মানসম্মত। সবমিলিয়ে যেকোনো বইপোকার কালেকশনে অবশ্যই রাখার জন্য একটা মাস্টারপিস।
Was this review helpful to you?
or
বই : প্রোডাক্টিভ রামাদান লেখক :মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা রামাদান মাসটা মুসলমানদের জন্য আমলি বসন্ত। এই মাসে যে কোন ভালো কাজের সওয়াব অন্য সময়ের তুলনায় অনেক বেশি। তাই প্রত্যেক প্রাক্টিসিং মুসলিম এই মাসে অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত ইবাদত করার চেষ্টা করে। তবে এই মাসে আমাদের রুটিন অনেকটাই পরিবর্তন হয়ে থাকে। তাই সব কিছু ব্যালেন্স করটা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই চ্যালেঞ্জকে মুকাবিলা করে কিভাবে রামাদান মাসকে বেশি প্রোডাক্টিভ করা যায়, তারই দিক-নির্দেশনা দেওয়া হয়েছে এই বই এ। একজন খেলোয়াড় যেমন খেলার পূর্বে ওয়ার্ম আপ করে নেয় তেমনি রামাদান আসার পূর্বেই আমাদেরকে রামাদানের জন্য প্রস্তুতি, পরিকল্পনা এবং অনুশীলন শুরু করতে হবে যেন আমরা রামাদান আসার সাথে সাথেই কাজে নেমে পড়তে পারি। আমাদের প্রোডাক্টিভিটির উপর অনেকটাই প্রভাব ফেলে আমাদের খাদ্যাভ্যাস। একটা ভ্রান্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে, রামাদান মাসের খাওয়ার কোন হিসাব হবে না। এটা রামাদানের উদ্দেশ্যের পরিপন্থী। কেননা রামাদান হচ্ছে আত্মসংযমের মাস । সারাদিন খেতে পারবো না বলে ইফতার আর সাহরিতে হরেক রকমের খাবার গলাধঃকরণ করতে হবে আর তার কোন হিসাব হবে না ব্যাপারটা মোটেও এমন নয়। বরং রামাদান মাস জুড়ে আমাদের প্রোডাক্টিভিটি ধরে রাখতে খাদ্যাভ্যাসে সঠিক নিয়ন্ত্রণ রাখাটা খুব জরুরি। কিভাবে আমরা রামাদানের জন্য সঠিক রুটিন তৈরি করে এবং ইবাদাতে মনোনিবেশ করতে পারি এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকতে পারি সে বিষয়ে এই বইয়ে রয়েছে উপদেশমালা। শুধু রামাদান মাসেই নয় বরং রামাদানের পরেও কিভাবে আমরা কুরআনের সাথে সম্পর্ক রাখতে পারি এবং ভালো অভ্যাসগুলোর চর্চা চালিয়ে যেতে পারি সে সম্পর্কেও রয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশনা।
Was this review helpful to you?
or
Very Much Effective ❤️
Was this review helpful to you?
or
আজ হাতে পেলাম। এখনো পড়া হয় নি। তবে বইটি অন্তত এই রমজানে প্রোডাকক্টিভ ভাবে কাটানোর জন্য হলেও কেনা উচিৎ। আই রমাদানে আল্লাহ কাছ থেকে ক্ষমা লাভের উদ্দেশ্য হলে পরা উচিৎ
Was this review helpful to you?
or
One valo onubad...
Was this review helpful to you?
or
খুবই চমৎকার একটা বই। রমাদানের আগে সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
?
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। সবাই নিতে পারেন
Was this review helpful to you?
or
Excellent book
Was this review helpful to you?
or
রামাদানে ভালো ভাবে ইবাদত করার ইচ্ছা থাকলেও সঠিক পরিকল্পনার অভাবে আমরা অনেকেই খুব বেশ ইবাদত করতে পারি না। এই বইটিতে রমাদানকে সঠিক উপায়ে কাজে লাগানোর বর্ণনা রয়েছে।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ.. বইগুলো অত্যন্ত সুন্দর। জ্ঞান অর্জনের জন্য খুবই কার্যকর
Was this review helpful to you?
or
অসাধারন বই । অনেক কিছু শিখছি বইটি থেকে
Was this review helpful to you?
or
nice
Was this review helpful to you?
or
বইটি খুবই গোছানোভাবে লেখা হয়েছে। রামাদানে এটি খুবই কার্যকর ছিলো।
Was this review helpful to you?
or
সত্যিই এ বই ফলো করলে রমদান মাসকে প্রোডাক্টিভভাবে কাটানো যাবে।
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition পোস্ট নং: ০২ রিভিউ লেখিকা: ফাতেমাতুল বুশরা বই: প্রোডাক্টিভ রমাদান "সময় হলো এমন এক তরবারি, যদি আপনি তাকে যথাযথভাবে কাটতে না পারেন তাহলে এর অপব্যবহারের ফলাফল আপনাকেই কেটে ফেলবে।" [ ইমাম আশ শাফেয়ী (রঃ) ] কথাটা ইমাম আশ শাফেয়ী (রঃ) যথার্থই বলেছেন। আমরা সময়কে হেলায় নষ্ট করি। যেখানে জীবনের প্রতিটি সেকেন্ড একজন মুমিনের জন্য মহামূল্যবান সম্পদ সেখানে কত অবলীলায় ঘন্টার পর ঘন্টা আমরা অহেতুক কথা ও কাজে ব্যয় করি। সময় থাকলেও যেন তাতে কোন বারাকাহ নেই৷ সঠিকভাবে সময়কে ব্যবহার করতে পারি না। তার উপর যদি হয় রমাদানের মাস তাহলে তো আর কোন কথায় নেই। কতশত প্ল্যান থাকা সত্ত্বেও মাস শেষে আমাদের ঝুলিতে জমা হয় এক ডালা আফসোস। সময়কে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি না আমরা। আবার কর্মব্যস্ততা, শারীরিক অসুস্থতা সব কিছু যেন রমাদান মাসেই চেপে ধরে। তাই এ সকল সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে দিতে মুহাম্মদ ফারিস ও আলী হাম্মুদাসহ প্রমুখ সুদক্ষ লেখকদের মিলিত প্রচেষ্টায় মাকতাবাতুল আসলাফ নিয়ে এসেছে এবারের আলোচ্য বইটি। বইকথনঃ ______________ মোটাদাগে "প্রোডাক্টিভ রমাদান" একটি আত্মোন্নয়নমূলক বই। নিঃসন্দেহে রামাদান মাসের ইবাদত অন্য যেকোন মাসের থেকে সর্বোত্তম। রমাদানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আল্লাহ পাকের দেয়া একেকটি নিয়ামাহ৷ সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান রবের সান্নিধ্য লাভের উপযুক্ত সময়। কিন্তু আমরা সারাবছর রমাদান মাসকে নিয়ে নানান প্ল্যান করা সত্ত্বেও প্রপার গাইডলাইনের অভাবে এই অমূল্য মাসটিকে কাজে লাগাতে পারি না। কিভাবে যেন রমাদান মাস শেষ হয়ে যায় টেরই পাই না। মাস শেষে হতাশ চিত্তে ভাবি, না! এই রমাদানও আগের মতোই কেটে গেলো। রমাদান মাস থেকে সর্বোচ্চ ফায়দা নিতে পারলাম না। এই সকল দুঃশ্চিন্তা ও দুর্ভাবনায় যখন আমরা জর্জরিত হয়ে যাই ঠিক তখনই সকল ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে রমাদানকে অনেক বেশি প্রোডাক্টিভ করতে আমাদের জন্য সহায়ক মাধ্যম হিশেবে আসে "প্রোডাক্টিভ রমাদান" বইটি৷ সম্পূর্ণ বইটিতে রয়েছে মোট ২১টি অধ্যায়। ঠিক কোন কোন কারণে আমরা মাস শেষে মন মতো ইবাদত করায় ব্যর্থ হই, রমাদান মাসে কিভাবে নিজেকে সবচে' বেশি প্রোডাক্টিভ হিশেবে গড়ে তোলা যায় তা অতি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে আলোচ্য বইটিতে। তাছাড়াও রমাদানের সঠিক পরিকল্পনা, সফলতার পঞ্চমতন্ত্র, আমলের প্রতি মনোযোগী হওয়ার উপায় অধ্যায়সমূহে দেয়া হয়েছে নানান প্রকার গাইডলাইন যা নিঃসন্দেহে একজন পাঠককে তার চিরাচরিত নিয়ম থেকে বের করে আনতে সহায়ক হবে ইন শা আল্লাহ। আচ্ছা শুধু ইবাদতের কথা ভাবলেই হবে? ইবাদত করার জন্য নিজের শরীরকেও তো ফিট রাখতে হবে তাইনা? চিন্তা নেই। অতি সুদক্ষ লেখনীর মাধ্যমে লেখক দিয়ে দিয়েছেন রমাদানে শরীর ফিট রাখার কিছু দিকনির্দেশনা। রমাদান মাসের খাদ্যাভাস থেকে শুরু করে একাডেমিক পড়াশোনার জন্য সময়কে কিভাবে কাজে লাগানো যাবে তা অতি চমৎকারভাবে বইটিতে আলোকপাত করা হয়েছে। বাকী কথা না হয় না-ই বলি। পাঠক নিজেই বইটি পড়ে তার বিশেষত্ব সম্পর্কে বুঝে নিতে পারবেন ইন-শা-আল্লাহ। প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও ভাষাশৈলী: ______________________________ বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ নিঃসন্দেহে পাঠকের হৃদয় কাড়বে। রমাদানের আবহকে অতি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রচ্ছদে। অধ্যায়ভিত্তিক বিষয়বস্তুগুলোর সুবিন্যস্ত পৃষ্ঠাসজ্জা বইটিকে সব শ্রেণীর পাঠকের জন্য করেছে সুখপাঠ্য৷ তাছাড়াও সহজ সাবলীল ভাষায় লেখনশৈলী পাঠকের মনে অন্য রকম ভালো লাগা তৈরী করবে বলে আমার বিশ্বাস। বইটি কেন সংগ্রহ করবেন: ___________________________ "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না" এই কথাটা আমরা সবাই জানি। প্রকৃত অর্থেই তাই। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মৃত্যুর দাঁড় গোড়ায়। ঘুরে ফিরে প্রতি বছরই রমাদান মাস আসে৷ কিন্তু অতি দুঃখজনক ব্যাপার হলো আমরা আমাদের গোনাহসমূহ মহান রব্বের নিকট থেকে ক্ষমা করিয়ে নিতে পারি না। রমাদান মাস যেন আত্মশুদ্ধির মাস হয়ে নয়, বরং অতি ভোজনের মাস হয়ে আসে আমাদের জীবনে৷ হরেক রকম ইফতার তৈরী, সাহরীতে নানান পদের রান্না এসব করতে করতেই সারাটা দিন চোখের পলকে কেটে যায়। আমলিয়াতের বৃদ্ধি ঘটে না। ফলে রমাদান মাসের মহাত্মও অনুভব করা আর হয়ে উঠে না। আবার কেউ কেউ তো নিয়ত করে এবার রমাদানে অনেক কিছু করে ফেলবো। লম্বা একটি রুটিন বানিয়ে নিশ্চিন্ত মনে দেয়ালে টানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তার দশভাগের একভাগও ঠিকমতো পালন করা হয়ে উঠে না৷ তাই এই সকল সমস্যায় যখন আপনি হতাশ হয়ে পড়বেন তখন "প্রোডাক্টিভ রমাদান" বইটি আপনাকে দিবে প্রপার গাইডলাইন। কোন রকম প্রেশার ছাড়া রমাদান মাসকে আপনার জন্য করবে সবচে বেশি আমলিয়াতে মাস। তার জন্য শুধু আপনার একটু স্বদিচ্ছা প্রয়োজন। ব্যস! বইটি কাদের জন্য: _____________________ বইটি আগাগোড়ায় সর্বস্তরের মানুষের জন্য। রমাদানে আমাদের অনেকেরই পরীক্ষা থাকে কিংবা অনলাইন বা অফলাইনে ক্লাস থাকে৷ আবার কারো কারো তো নিয়মিত অফিস করতে হয়। কাজের চাপে এক্সট্রা ইবাদত তো দূর, ফরজ আমলগুলোই ঠিক মতো করা হয়ে উঠে না। যে সকল মা, বোনেরা বাড়িতে সংসার সামলায় তাদেরই বা হাতে অতিরিক্ত সময় কোথায়! ইফতার ও সাহরীতে হরেক পদ রান্না, সন্তানের দেখাশোনা, বাসার কাজ সবকিছু মিলিয়ে যেন রীতিমতো দৌড়ের উপর থাকতে হয়। তাছাড়া সবার সব ধরনের ব্যস্ততা কাটিয়ে ইবাদত করার জন্য স্বাস্থ্যও তো ভালো থাকা চাই। এই সবকিছুর সুন্দর ও সহজ সমাধান নিয়েই আজকের আলোচ্য বইটি। সব ধরনের কর্মব্যস্ত মানুষ থেকে শুরু করে সবার জন্য এই বইটি হবে বিশেষ সহায়ক ইন শা আল্লাহ। আলোচনা-সমালোচনা: _________________________ "প্রোডাক্টিভ রমাদান" বইটির সবচে ভালো দিক হলো, বইটিতে গম্ভীর ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়নি। সকল শ্রেণীর পাঠকের জন্য বইটিকে করা হয়েছে একেবারেই সহজবোধ্য। আল্লাহ পাকের বাণী এবং হাদিস সমূহের যথাযথ ব্যবহার বইটিকে আরো বেশি সহীহ করেছে আলহামদুলিল্লাহ। তাছাড়াও বইটিতে এমন কিছু দোয়া সংযোজন করা হয়েছে যা শুধু রমাদান মাসেই নয় বরং পুরো বছরই পাঠকের আমলিয়াত বৃদ্ধি এবং সওয়াব লাভের জন্য সহায়ক হবে৷ বইটিতে সমালোচনা করার মতো তেমন কোন ত্রুটি আমার নজরে পড়েনি। তবে নির্ভুল বানান এবং বিরাম চিহ্ন ব্যবহারের প্রতি আরেকটু সতর্ক হলে সর্বদিক মিলিয়ে আরো বেশি ভালো হবে বলে আমার ধারণা। নিজস্ব অভিমত: ___________________ কিছু বই পড়লে অন্তরে সুকূন আসে৷ প্রভুর প্রতি ভালোবাসা বাড়ে এবং নিজের আমলে দ্বীনি পরিবর্তন আসে। প্রতিবছর আমার রমাদান মাস কাটতো কতগুলো গঁৎবাধা নিয়মের মধ্য দিয়ে। নির্দিষ্ট কোন আমল ছাড়া অতিরিক্ত কোন কিছুই করার সময় এবং সুযোগ মিলতো না। তাই রমাদান মাস শুরু হওয়ার আগে যখন "প্রোডাক্টিভ রমাদান" বইটি পড়া শুরু করলাম তখন নিজের প্রতি একটি আত্মবিশ্বাস জন্মাতে শুরু করলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে এবারের রমাদান আমার কেটেছে প্রতিবারের তুলনায় অনেক বেশি প্রোডাক্টিভ। শতভাগ না হলেও নিজের আমলের ইম্প্রুভমেন্ট যে ঘটেছে তা বেশ বুঝতে পেরেছি। তাই রমাদানে এই চমৎকার বইটি আমার বন্ধুরূপে পাশে ছিলো বলে আমার জন্য অনেক কিছুই সহজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। লেখক পরিচিতি: _____________________ বইটিতে অনেক স্বনামধন্য ব্যক্তিদের লেখা স্থান পেয়েছে৷ তারমধ্যে উস্তাদ আলী হাম্মুদা ও মুহাম্মদ ফারিস অন্যতম। তাছাড়াও করিম এলসাইদ, আমিনা খান, ড.আয়িশাহ মুহাম্মদ, রুকাইয়াহ ডেভিডস, জারা চৌধুরীসহ প্রমুখ ব্যক্তিদের সহযোগীতা বইটিকে করে তুলেছে একেবারে অনন্য। ক্রেতার কল্যাণার্থে: _____________________ বই: প্রোডাক্টিভ রমাদান লেখক: মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা প্রমুখ সংকলন ও অনুলিখন: মুওয়াহহিদ মুহাম্মদ আব্দুল্লাহ সম্পাদনায়ঃ আসলাফ টীম পৃষ্ঠাসজ্জা: আসলাফ টীম প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না প্রকাশনায়: মাকতাবাতুল আসলাফ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
Was this review helpful to you?
or
It is a book which every Muslim should read if possible
Was this review helpful to you?
or
Alhamdulillah বইটা খুব ভালো আর খুব উপকারী।। রমাদানের পূর্বেই বইটা পড়া শুরু করলে আরো বেশি উপকৃত হতাম।।।
Was this review helpful to you?
or
রিভিউ বইয়ের নামঃ প্রডাক্টিভ রমাদান ?আল্লাহ তায়ালা বলেন, বনী আদমের সকল আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ছাড়া। নিশ্চয় তা আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব। .............সহিহ বুখারি ? ?প্রাক-কথন? ----------------------------------------- ইসলামের স্তম্ভসমূহের মধ্যে সিয়াম অন্যতম একটি স্তম্ভ। একজন মুসলিমের জন্য রমাদানের রোজা ফরজ করা হয়েছে। মুমিনের জন্য রমাদান মাস বসন্তের মতো। নিজেকে আমলের মাধ্যমে সাজাতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এই আমলি মাসের জন্য। প্রচন্ড উত্তাপ শেষে একটু ঝুম বৃষ্টি যেমন আমাদের মাঝে প্রশান্তির ছোয়া দিয়ে যায়, রমাদান মাসটাও তেমনি আমাদের দুঃখ, বেদনার অসহনীয় উত্তাপ থেকে হৃদয়ে একটুকরো প্রশান্তি ছড়িয়ে দেয়।আর সেই রমাদানটা আরো প্রশান্তির হ্যে উঠবে যখন পুরো মাস প্রডাক্টিভ ভাবে কাটানো যাবে। সারাদিন না খেয়ে থাকার মাঝে রমাদানের সফলতা না, বরং নিজেকে প্রতিটি কাজে প্রডাক্টিভিটি তৈরি করে সারাবছর রমাদানের মতো কাটাতে পারাটাই সফলতা। রমাদানের প্রতিদান মহান আল্লাহ নিজে দিবেন, তাই আমরা আমাদের প্রতিটা রমাদানকে প্রডাক্টিভভাবে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ?সূচি থেকে এক ঝলক? ----------------------------------------- মুহাম্মদ ফারিস, আলি হাম্মুদা সহ আরো কয়েকজন লেখক, লেখিকার সমন্নয়ে রচিত "প্রডাক্টিভ রমাদান" বইটি রমাদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। বইটিতে মোট ১৯ টি শিরোনামে রমাদানকে প্রডাক্টিভ করার জন্য যাবতীয় বিষয়াবলি আলোচিত হয়েছে। সূচিপত্রের দিকে এক পলক চোখ দিলেই বোঝা যাবে। ?স্বপ্নভঙ্গের গল্প ?রমাদানের প্রস্তুতি ?রমাদানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার ১০ টি মূল কারণ ?রমাদানের লক্ষ্য নির্ধারণ ?একটি সফল রমাদান পরিকল্পনা ?সফলতার পঞ্চতত্ত্ব ?যেভাবে রমাদানকে সামল্যমন্ডিত করবেন ?রমাদানের আদর্শ রুটিন ?রমাদান মাসে আমলে মনোযোগী হওয়ার উপায় ?রমাদানে হারিয়ে যাওয়া সুন্নাত আমল ?রমাদানে কখন কি দোয়া করবেন ?রমাদানে যেভাবে কুরআন পড়বেন ?রমাদানে ফিটনেস ধরে রাখার উপায় ?রমাদানের খাদ্যাভ্যাস ?রমাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নিবেন ?রমাদানের মুহাসাবা ?রমাদানের শেষ দশকঃ শেষ মূহুর্তে যেন থাকি প্রডাক্টিভিটির চূড়ায় ?কুরআনের সাথে এ বন্ধন অটুট থাকুক রমাদানের পরেও ?রমাদানের পরেও সুস্থ থাকার উপায়। এত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে বইটা আমাদের জন্য কতটা উপকারি। ?বই আলাপন? ----------------------------------------- মুহাম্মাদ ফারিস, আলী হাম্মুদা প্রমুখ লেখকদের সমন্নয়ে রচিত "প্রডাক্টিভ রমাদান" বইটি রমাদান মাসের সময়টুকু সহ বছরের বাকি দিনগুলোর জন্য নিজেকে প্রডাক্টিভ করে গড়ে তোলার মতো একটি গুরুত্বপূর্ণ বই। রমাদান মাস প্রতিটি মুমিনের জন্য অনেক বেশি আমল করার এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। নিজেকে প্রডাক্টিভভাবে গড়ে তোলার জন্য এক দারুন সময় এটা। রমাদানের যে কোনো আমলের সাওয়াব অন্য যে কোনো সময় আমলের চেয়ে অনেক বেশি। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, "বনী আদমের সকল আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ছাড়া। নিশ্চয় তা আমার জন্য আর এর প্রতিদান আমিই দেব।" .............সহিহ বুখারি। তাই প্রতিটা মুমিনেরই লক্ষ্য থাকে এই রমাদান মাসটা বেশি বেশি আমলের মাধ্যমে অন্য সময়ের চেয়ে বেশি প্রডাক্টিভ থাকার। রমাদান মাসের সময়টুকু প্রতিটি মুমিন প্রডাক্টিভভাবে কাটাতে চাইলেও এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কেননা এই সময়ে অন্য সময়ের মতো জীবন কাটানোর মতোই সকল কাজ চালিয়ে যেতে হয়। পড়াশোনা করা, অফিসের কাজ-কর্ম, পরিবারের চাহিদা পুরন করার সাথেসাথে রাতে দীর্ঘ সময় সালাত, দিনের বেলা সিয়াম পালন, কুরআন তিলাওয়াত, জিকির-আযগার সহ নানা রকম ইবাদতের মাধ্যমে সময় পার হয়। সব কিছু এক সাথে মানিয়ে চলা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। রমাদান শুরুর আগে আমরা অনেকেই পুরো রমাদান মাস সকল কাজের সাথেসাথে নানাবিধ ইবাদত করে সময় কাটানোর জন্য একটা রুটিন করে রাখি৷ তা সত্ত্বেও অনেকে চ্যালেঞ্জিং সময় পার করতে গিয়ে সেই রুটিন মতো নিজেকে পরিচালনা করতে পারে না। রমাদানে সকলেই চায় জীবনযাত্রার সকল কাজ করার সাথে একটু প্রডাক্টিভভাবে থাকতে। এর জন্য রমাদানের আগের থেকেই পূর্ব প্রস্তুতি নেয়ার দরকার। এর জন্য আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেই লক্ষ্যে পৌছানোর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করে নিজেকে একটা রুটিনের মাঝে নিয়ে আসতে হবে ; যাতে রমাদানের প্রতিটি আমল মনোযোগ দিয়ে করার সাথে সাথে অন্যান্য কাজগুলোও করা যেতে পারে। "প্রডাক্টিভ রমাদান" বইটিতে রমাদের পূর্ব প্রস্তুতি থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী দিয়ে একটা রুটিন করে দেয়া আছে যেটা মেনে চলে পুরো রমাদান প্রডাক্টিভভাবে কাটানো সম্ভব। শুধু তাই নয়, রমাদানে প্রডাক্টিভ সময় কাটানোর জন্য আমরা যে রুটিন তৈরি করছি, সেটা প্রতিদিন কতোটুকু মেনে চলতে পারছি সেটা নিয়ে কিভাবে আত্মসমালোচনা বইয়ের ভাষায় মুহাসাবা করা যায়, সে সম্পর্কে বিস্তারিত বলে দেয়া হয়েছে। রমাদান যে শুধু ইবাদতের মাধ্যমেই পার হয়ে যায় এমন না, ছাত্রজীবনে অনেকেরই রমাদানে একাডেমিক পরিক্ষা নেয়া হয়। অনেক সময় দেখা যায়, এতো কিছুর মাঝে নিজের ফিটনেসটাও হারিয়ে যায়। সেক্ষেত্রে রমাদানের সময় কিভাবে পরিক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া যায়, এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে নিজের ফিটনেসও ঠিক রাখা যায় সে সম্পর্কে সুন্দরভাবে বইয়ে তুলে ধরা হয়েছে। সবশেষে রমাদানের পরেও কুরআনের সাথে সম্পর্ক রাখার এবং সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ দিয়ে বইটি সাজানো হয়েছে। ?যে জন্য বইটি পড়া উচিত? ----------------------------------------- রমাদান মুমিনের জন্য এক আমলি বসন্ত। পুরো রমাদান যাত সব কাজের সাথে সাথে আমলের মাধ্যমে কাটানো যায় সেই ব্যাপারে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে বইটি সাজানো হয়েছে। বইটি পড়ার মাধ্যমে পুরো রমাদান প্রডাক্টিভভাবে কাটানোর জন্য যাবতীয় তথ্যাবলী আমরা জানতে পারব। অনেক সময় আমরা অনেক পরিকল্পনা করে রেখেও কিছুদিন পরিকল্পনা মাফিক কাজ করার পর আগের অবস্থায় চলে যায়। এক্ষেত্রে মুহাসাবার মাধ্যমে নিজের প্রডাক্টিভিটি কিভাবে ধরে রাখা যায় সে সম্পর্কে বইটিতে সুন্দরভাবে ধারনা দেয়া আছে। আমি মনে করি,পুরো রমাদান নিজেকে আমলের মাধ্যমে কাটানোর জন্য পরিকল্পনা করেও যখন ব্যর্থ হই, তখন বইয়ের দেয়া পরামর্শগুলো আসলেই কাজে দেয়ার মতো সকলেরই বইটি পড়া উচিত একবার হলেও। ?পাঠ অনুভূতি? ----------------------------------------- মুহাম্মাদ ফারিস, আলী হাম্মুদা প্রমুখ লেখকদের সমন্বয়ে লেখা "প্রডাক্টিভ রমাদান" বইটি যদন আমার নিজের জন্যই লেখা। প্রতিটি পৃষ্ঠায় রয়েছে এক এক ধরণের পরামর্শ ; যার মাধ্যমে নিজেকে আরো বেশি প্রডাক্টিভ করে তোলা সম্ভব বলে মনে করি। কিছু বই আছে যেগুলো পড়তে গেলে বিরক্ত এসে যায়, এই বইটা মোটেও তেমন নয়। বইয়ের সাবলিল ভাষাসশৈলি কখনো বিরক্ত আসতে দেয় নি। সহজ সুন্দর ভাষায় ফুটে উঠেছে পুরো বইটি, যা অন্তরস্পর্শ করতে যথেষ্ট। ?শেষ কথন? ----------------------------------------- রমাদানের যে কোনো আমলের সাওয়াব অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি৷ কেননা, রমাদানের প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজে দেবেন। মহান আল্লাহ সান্নিধ্য লাভের জন্য এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে রমাদান। নিজেকে প্রডাক্টিভ ভাবে তৈরি করে বেশি বেশি আমলের মাধ্যমে পুরো রমাদানটা কাটানো উচিত। ?এক নজরের বই পরিচিতি? ----------------------------------------- বইয়ের নামঃ প্রডাক্টিভ রমাদান লেখকঃ মুহাম্মাদ ফারিস, আলি হাম্মুদা, করিম এলসাইদ, আমিনা খান, ড.আয়িশাহ মুহাম্মাদ, রুকাইয়া ডেভিডস, জারা চৌধুরি, ড.উসমান আদম, নাদিন কামাল, মারিয়া নাসির। অনুবাদকঃ মুওয়াহহিদ মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহাম্মাদ নাফিস নাওয়ার, সামী মিয়াদাদ চৌধুরী, মাসউদ রহমান, নাফিসা কবির, তানজিনা তাসনীম প্রচ্ছদ মূল্যঃ ২৪০ পৃষ্ঠা সংখ্যাঃ ১৯৬ প্রকাশনায়ঃ মাকতাবাতুল আসলাফ
Was this review helpful to you?
or
ONE of the best book
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
বইটি পড়ে উপকৃত হলাম।
Was this review helpful to you?
or
Productive books...highly recommended.
Was this review helpful to you?
or
Super Book for muslim.
Was this review helpful to you?
or
রমজানে নিজের সারাদিনের কর্মব্যস্ত দিনের মাঝেও কিভাবে নিজেকে আল্লাহর ইবাদত বান্দেগীতে মসগুল থাকা যায় তার সহজ দিক নির্দেশনা।সকল মুসলিম ভাই বোনদের জন্য এটি পড়ার অনুরোধ করবো।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ
Was this review helpful to you?
or
.
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ।।মাশ আল্লাহ,চমৎকার একটি বই জিবন পরিবর্তন এর জন্য,বইয়ের প্রতিটি কথায় খুব চমৎকার
Was this review helpful to you?
or
খুবই প্রোডাক্টিভ
Was this review helpful to you?
or
nice book...recomanded
Was this review helpful to you?
or
পড়া হয় নাই। তবে লেখকের নাম দেখে বই কেনার লোভ সামলাতে পারিনি
Was this review helpful to you?
or
Great book for having a productive ramadan
Was this review helpful to you?
or
খুব সুন্দর তথ্যবহুল একটি বই।রামাদান মাসের গাইডলাইন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, অসাধারণ একটি বই।❤️
Was this review helpful to you?
or
nyc book
Was this review helpful to you?
or
রামাদান নিয়ে এই বইয়ের চেয়ে বেস্ট কোনো বই আর হতে পারে না।
Was this review helpful to you?
or
নিজেকে ঝালাই করতে এই বই টি নিখুঁত ধারণা দেয় !!! মাহশাহ্আল্লাহ্
Was this review helpful to you?
or
It was amazing help me in last ramadan
Was this review helpful to you?
or
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মুমিনদের জন্য সিয়ামকে ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অর্জন তো দূরের কথা—অনেকে স্রেফ রোজাই রাখে না। আবার অনেকে রাখলেও তাকওয়াহীন ননপ্রোডাক্টিভ রামাদান কাটিয়ে দেয়৷ শেকলে বন্দি শয়তানের নির্বাসনের সুবর্ন সুযোগটা হেলায়-ফেলায় হাতছাড়া করে। প্রবৃত্তির পূজারি হয়ে করে যায় অনবরত পাপ। বইটিতে, রামাদানে সংযম আর সংগ্রামের ঢালি সাজিয়ে কিভাবে নিজেকে প্রোডাক্টিভ রাখা যায় তা বর্ণনা করা হয়েছে সবিস্তারে। এছাড়াও রামাদানের রুটিন, রামাদানে খাদ্যতালিকা, কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ার - অটুট রাখার, এবং অ্যাকাডেমিক পড়াশেনা ম্যানটেইন করার উপায়ও বাতলে দেয়া হয়েছে। যে মানুষটার আস্ত একটা রামাদান কেটে যায় অযত্নে-অবহেলায়। দৈনন্দিন জীবনে চলা-ফেরায় থাকেনা কোনো শিডিউল। বইটি তার জন্য হতে পারে অন্যতম এক গাইডবুক।
Was this review helpful to you?
or
▪️ #Rokomari_Book_Club_Review_Competition ▪️ #বইয়ের_নাম :- 'প্রোডাক্টিভ রমাদান' ▪️ #রিভিউ_লেখক :- Shaikh Imran ▪️ #পোস্ট_নাম্বার :- ০২ ======================================= ▪️ #প্রারম্ভিক_কথন :- রামাদান হল একটি পরশ পাথর যার স্পর্শে সোনা হয়ে যায় সমস্ত মানব আত্মা। আবার রামাদান যেনো এক জিয়ন কাঠি যার ছোঁয়ায় মুহূর্তে প্রাণ ফিরে পায় মৃত মুমিনের হৃদয়। প্রকৃতার্থে রামাদান হল সেই সংশোধনাগার যেখানে আকরিক পরিবর্তিত হয়ে যায় মূল্যবান ধাতবে। তাই সারা বছর ধরে একজন মুসলিম অধীর প্রতীক্ষায় থাকে...কখন রামাদান আসবে...! কখন সে আসমানি আলোয় স্নান করতে পারবে যার দ্যূতিতে আলোকিত হবে মন ও মনন। Productivemuslim.com নামক বিশ্ববিখ্যাত একটি ইসলামিক ব্লগ রমাদান মাস কে কেন্দ্র করে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করে। একাধিক ইসলামিক স্কলারদের প্রবন্ধে সমৃদ্ধ এই ম্যাগাজিন। রমাদান মাস কে প্রোডাক্টিভ করার লক্ষ্যে এই প্রবন্ধটি সংকলন করা হয়। এই প্রবন্ধের বাংলা ভার্সন টি 'প্রোডাক্টিভ রমাদান' নামে মাকতাবাতুল আসলাফ থেকে প্রকাশিত হতে চলেছে। ▪️ #বইটির_বিষয়বস্তু :- রামাদান মাসে কীভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করে আরো বেশি প্রোডাক্টিভ থাকা যায়, সে বিষয়েই কিছু কার্যকর পরামর্শ দেওয়া হয়েছে এই বইয়ে। রামাদানের প্রস্তুতি, লক্ষ্য, পরিকল্পনা ও রুটিন বানাতে এ বই আপনার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। পাশাপাশি রামাদানের খাদ্যাভ্যাস ও ফিটনেস ধরে রাখার উপায়, একাডেমিক পরীক্ষার ব্যস্ততা সামলে আমল করার উপায়ও বাতলে দেয়া হয়েছে এ সংকলনে। আলোচ্য বইটি তে মোট ১৮ টি প্রবন্ধ স্থান পেয়েছে। তার মধ্যে ৫ টি প্রবন্ধের সারসংক্ষেপ নিম্নে বর্ণিত হল। ◑➤ #রমাদান_ব্যর্থতার_দশটি_কারন :- রমাদান মাস কে প্রোডাক্টিভ করতে চাইলে ব্যার্থতার সম্ভাব্য কারনগুলো আগে থেকে জেনে নেওয়া উচিত। যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয়। এই দশটি কারনের মধ্যে অন্যতম হল অবাস্তব পরিকল্পনা, দৃড়তার অভাব, জ্ঞানের অপর্যাপ্ততা, সামাজিক সমর্থনের অভাব, সময় ব্যাবস্থাপনায় ব্যার্থতা, অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ফিটনেসের অভাব, আত্মিক সংযম হারিয়ে ফেলা ইত্যাদি। ◑➤ #একটি_সফল_রমাদান_পরিকল্পনা :- একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফলতা আসেনা। রমাদান মাসেও নির্দিষ্ট একটি লক্ষ্যমাত্রা কে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত। এক্ষেত্রে নেতিবাচক লক্ষ্যকে পিছনে ফেলে ইতিবাচক লক্ষ্যের প্রতি দৃড় থাকতে হবে। এছাড়া এই অধ্যায়ে সংখ্যাবাচক লক্ষ্য যেমন - প্রতিদিন দশ পাতা কুরআন তিলাওয়াত করা ইত্যাদি বিষয়ের প্রতি অগ্রীম পরিকল্পনা করে রমাদান মাসে সফলতা অর্জনের সূত্র বাতলে দেওয়া হয়েছে। ◑➤ #রমাদানের_আদর্শ_রুটিন :- রমাদান মাসকে প্রোডাক্টিভ করে তোলার জন্য একটি আদর্শ রুটিন তৈরি করা প্রয়োজন। এই অধ্যায়ে একটি খসড়া রুটিন তৈরি করে দেওয়া হয়েছে। এই রুটিন পড়ে পাঠক প্রাথমিক একটা ধারণা পাবে। অর্থাৎ কোন কাজ গুলো কে ব্যক্তিগত রুটিনে প্রাধান্য দেওয়া উচিত আর কোন গুলো কে কম গুরুত্ব দেওয়া উচিত। ◑➤ #রমাদানে_যেভাবে_কুরআন_পড়বেন :- এই অধ্যায়ে কুরআন কে অর্থসহ বুঝে পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যা পাঠ করছেন তা যেন হৃদয়ঙ্গম করতে পারেন। এছাড়া তিলওয়াতের ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। আপনি রোজ কতটুকু তিলওয়াত করবেন ? কিভাবে করবেন ? নাকি তাজবিদ ঠিক করবেন ? এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিডিউল অনুযায়ী রুটিন মাফিক নিয়মিত ভাবে কুরআন তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। ◑➤ #রমাদানের_মুসহাবা :- 'মুসহাবা' শব্দের অর্থ হল আত্মপর্যালোচনা। সহজ ভাবে বলতে হলে রমাদান মাসে প্রত্যেকদিনে নিজের আমলের হিসাব নেওয়া। মাসব্যাপী আমাদের আমলে যাতে অলসতার আস্তরণ না পড়ে সেজন্য আমাদের উচিত রামাদানের প্রতিটি দিন নিজের নিয়তের প্রতি দৃঢ় থাকা। সেই জন্য এই অধ্যায়ে রামাদানের প্রত্যেকদিনের পালনীয় কিছু নসীহাহ ও নিজের লক্ষ্য কে মজবুত রাখার জন্যে আত্ম - জিজ্ঞাসামূলক কিছু প্রশ্নের নমুনা দেওয়া হয়েছে। পাঠকের সুবিধার্থে নসীহাহ ও প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে রমাদান মাসের প্রত্যেকটি দিনে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। ▪️ #রমাদান_প্রস্তুতির_জন্য_বইটি_কেন_উপকারী :- যে কোনো কর্মে সফলতার জন্য একটি নির্দিষ্ট লক্ষ্য, প্রস্তুতি ও পরিকল্পনা থাকা উচিত। আলোচ্য বইটিতে রমাদানের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ও তার কার্যকারী ব্যাখ্যা দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরিকল্পনা কে সফল করে তোলার জন্য প্র্যাক্টিক্যালি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ◑➤ টাইম ম্যানেজমেন্ট রমাদান মাসের একটি অন্যতম সমস্যা। এই বইয়ে সঠিক সময়ে কিভাবে আপনি রুটিন মাপিক আপনার দৈনন্দিন জীবন কে পরিচালনা করবেন সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। ◑➤ রমাদান মাসে ডায়াট চার্টে খাদ্যাভ্যাস কেমন থাকা উচিত পাশাপাশি ফিটনেস ধরে রাখার উপায় বাতলে দেওয়া হয়েছে। ◑➤ কুরআন তিলাওয়াত এর ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিদিন কতটুকু কুরআন পড়বেন ? কিভাবে করবেন ? নাকি তাজবিদ ঠিক করবেন ? এ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ◑➤ আলোচ্য বইটি তে রমাদান ব্যার্থের দশটি কারন বর্ণিত আছে। পাঠক এই বিষয় গুলোকে এড়িয়ে চললেই তার রমাদান সফলতা লাভ করবে। ◑➤ প্রাত্যহিক জীবনের কাজ সামলেও কিভাবে ইবাদতে মশগুল থাকা যায় অর্থাৎ একাডেমিক শিক্ষা ও প্রফেসনাল কাজের সাথে সামঞ্জস্য রেখে পরিপূর্ণ ভাবে সিয়াম পালন করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ◑➤ একজন মুসলিমের করনীয় ও বর্জনীয় বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে ফলে খুব সহজেই ভুল শুধরে প্রস্তুতি নেওয়া যাবে। ◑➤ আলোচ্য বইটি তে রমাদান মাসের প্রতিটি দিনের মুসহাবা বিষয়ক একটি খসড়া তৈরি করে দেওয়া হয়েছে। রমাদান মাসের প্রস্তুতির জন্য এটি এক অব্যর্থ ঔষধ। ▪️ #পাঠ্যানুভূতি :- লক্ষ্য নির্দিষ্ট না থাকলে কখনো গন্তব্যস্থলে পৌঁছানো যায়না। ঠিক একইভাবে আমাদের রমাদান কে সফল করার জন্য আমাদের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকতে হবে। আলোচ্য বইটিতে রমাদানের লক্ষ্য, পরিকল্পনা ও প্রস্ততির বিষয়ে বিশদ ধারনা ও নির্দেশ দেওয়া হয়েছে। পাঠক তার সাধ্যমতো লক্ষ্য নির্ধারণ করে খুব সহজেই রমাদান কে প্রোডাক্টিভ করে তুলতে পারে। আত্মপর্যালোচনার মধ্যে দিয়ে একজন মানুষ নিজের ভুল ত্রুটি শুধরে নিতে পারে। আর এই বইয়ের অন্যতম আকর্ষণ হল 'মুসহাবা' বিষয়ক অধ্যায়টি। যেখানে রমাদান মাসের প্রতিটি দিনের প্রাত্যহিক আমল ও পরামর্শ কে রুটিন আকারে সমন্বিত করা হয়েছে। পাশাপাশি আত্মজিজ্ঞাসামূলক প্রশ্ন ও নসীহাহ দেওয়া হয়েছে। অর্থাৎ রমাদান মাস কে প্রোডাক্টিভ করে তোলার জন্য একটি কার্যকারী গাইডলাইন। ======================================= ? #একনজরে_বই_পরিচিতি ◑➤ বইয়ের নাম :- প্রোডাক্টিভ রমাদান ◑➤ লেখক :- মুহাম্মাদ ফারিস, আলি হাম্মুদা ও প্রমুখ ◑➤ প্রকাশক :- মাকতাবাতুল আসলাফ ◑➤ প্রচ্ছদ মূল্য :- ২৪০ টাকা ◑➤ পৃষ্ঠা সংখ্যা :- ১৯৬ টাকা =======================================
Was this review helpful to you?
or
#rokomari_book_club_reveiw_compitition বইয়ের নাম- প্রোডাক্টিভ রামাদান রিভিউ করছি- মাহিরা ইশক ▪️প্রারম্ভিকাঃ তাক্বওয়া অর্জন ও ইবাদাত পালন উভয়ের জন্যই রামাদান হচ্ছে মুসলমানদের বসন্তকাল। আমরা অনেকেই নিজের সবটুকু দিয়ে আমলের মাধ্যমে রামাদানকে আরো প্রোডাক্টিভ ভাবে কাটাতে চাই। কিন্তু, রামাদানকে ঘিরে কোনো পরিকল্পনা থাকেনা কিংবা পরিকল্পনামাফিক প্রোডাক্টিভ হতে পারিনা। সুচিন্তিত পরিকল্পনার অভাবে ইফতার, সাহরী, ভোজনবিলাসিতা, আসন্ন ঈদের আনন্দ ইত্যাদির আবর্তনে মাসশেষে রামাদান কেবলই আনুষ্ঠানিকতাতেই সীমাবদ্ধ থেকে যায়। দিনশেষে ওই চিরাচরিত রঙে, আটপৌরে ঢঙেই জীবন থেকে হারিয়ে যায় আরো একটি রামাদান। একের পর এক রামাদানের আসা-যাওয়ায় হয়তো কখন জীবনের শেষ রামাদানটাই এসে যাবে, অথচ আমরা গাফেলই থেকে যাবো শেষটায়। এই ঘাটতি পূরণের লক্ষ্যে, রামাদানের পরিকল্পানকে বাস্তবায়নের জন্য সুষ্পষ্ট নির্দেশিকা ও প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জন্য আদর্শ রুটিন হিসেবে মাকতাবাতুল আসলাফ সদ্য প্রকাশ করেছে, 'প্রোডাক্টিভ রামাদান' বইটি। . ▪️লেখক পরিচিতি : এই বই সংকলিত হয়েছে মোট দশজন লেখকের থেকে। এই দশজনের আলাদা আলাদা পরিচয়পর্ব প্রদান করতে গেলে, রিভিউ যে কলেবরে যারপরনাই বৃহৎ হয়ে যাবে, সেটা নিশ্চয়ই আঁচ করতে পারছেন? যাইহোক, বইয়ের প্রধান দুই লেখক হচ্ছেন উস্তাদ আলী হাম্মুদা ও মুহাম্মদ ফারিস। তাদের কথাই বরং বলা যাক! উস্তাদ আলী হাম্মুদাকে ইসলামি পাঠকমহলে হাত ধরিয়ে পরিচয় করানোর প্রয়োজন নেই। ফিলিস্তিন বংশোদ্ভূত এই দাঈ বহুমুখী ইলমের অধিকারী। তিনি যুক্তরাজ্যের কার্ডিফ আল মানারের ইমাম, লন্ডন মুসলিম রিসার্চ এন্ড ডেভলপমেন্টের সিনিয়র রিসার্চার। ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে আর্কিটেকচারে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। বর্তমান বিশ্বে মুসলিমদের নিকট তিনি এক জনপ্রিয় দাঈ ও স্কলার। আর বইয়ের অপর উল্লেখযোগ্য লেখক মুহাম্মদ ফারিসেরও একটি বইয়ের বাঙলায়ন সম্প্রতি বেশ প্রশংসা কুড়িয়েছে পাঠকমহলে। তিনি একজন ইন্টারন্যাশনাল কোচ ও বক্তা, প্রোডাক্টিভ মুসলিম ডটকমের প্রতিষ্ঠাতা। বিভিন্ন দেশে সেমিনারে তিনি বক্তব্য প্রদান করে থাকেন। - ▪️বই পর্যালোচনা: বইটিতে রামাদানের পূর্বপ্রস্তুতি থেকে ইত্যবসরের যাবতীয় প্রোডাক্টিভিটি নিয়ে আলোচনা হয়েছে। রামাদানের লক্ষ্যপূরণে ব্যর্থতা, প্রত্যেকদিনের আমল, কুরআন তেলাওয়াত থেকে শুরু করে পুরো মাসের জন্য একটা স্ট্যাবল রুটিন ও বিভিন্ন কৌশল ইত্যাদির বর্ণনা। তন্মধ্যে রামাদানের লক্ষ্য ও মুহাসাবা উল্লেখযোগ্য। রামাদানের আমলের লক্ষ্য নির্ধারণ, লক্ষ্যপূরণে ব্যর্থতার কারণ ইত্যাদি বিষয়ে ছোট ছোট উপশিরোনাম দ্বারা পয়েন্টাকারে আলোচনা করা হয়েছে। পাঠকের জন্য যা সহজেই অনুধাবনযোগ্য এবং সুখপাঠ্য। বইয়ের প্রথমাংশেই 'স্বপ্নভঙ্গের গল্প' নামে একটি বাস্তবধর্মী গল্প উপস্থাপন করায়, বইটির প্রয়োজনীয়তা আরো প্রকট ভাবে অনুধাবনের সুযোগ হয়েছে। কেন্দ্রীয় চরিত্র আহমাদের মধ্যে প্রত্যেকটা পাঠক নিজেকে অনুভব করবেন অজান্তেই। মনে হবে, এ যেন আমারই রামাদানের পরিকল্পনা, ও যেন আমারই স্বপ্নভঙ্গের গল্প। আহমাদ যেন পুরোটাই আমার প্রতিনিধিত্ব করছে! গল্প পড়ার মাধ্যমে বইয়ের জরুরিয়ত বুঝিয়ে, অনুবাদকগণ পাঠকদের প্রবেশ করাবেন মুল আলোচনায়। রামাদানের প্রস্তুতি থেকে শুরু করে রামাদানের আমল, দৈনন্দিন দু'আ, রমাদানের খাদ্যাভ্যাস, ফিটনেস ধরে রাখার উপায়, তেলাওয়াত, শেষ দশক, অ্যাকাডেমিক পড়াশোনা মেইনটেই সবকিছুর আলোচনা হয়ে বইটির আদ্যোপান্ত জুড়ে। বইয়ের অন্যতম এবং প্রধান আলোচনাটি হচ্ছে রামাদানের দৈনন্দিন মুহাসাবার নমুনা। ব্যক্তিভেদে জীবন ও কর্মের ভিন্নতাকে মাথায় রেখে, ৩০টি রামাদানের প্রাত্যহিক আমল ও পরামর্শকে রুটিন আকারে সমন্বিত করা হয়েছে। এই অধ্যায়টি রামাদানের পরিকল্পনার জন্য সর্বস্তরের পাঠকের জন্য নিঃসন্দেহে উপকারী। বলা যেতে পারে, রামাদানকে প্রোডাক্টিভ ভাবে কাটানোর জন্য একটা কার্যকর গাইডলাইন। ▪️বইটি কেন পড়বেন? পার্থিব জীবনে যেকোনো উদ্যোগ নেওয়ার আগে, আমরা পূর্বপ্রস্তুতি হিসেবে বিভিন্ন বিষয় পরিকল্পনা করে রাখি। কারণ পরিকল্পনাবিহীন কাজে অবিন্যস্ততা পরিলক্ষিত হয়, বেশিরভাগ ক্ষেত্রে তা লক্ষ্যপূরণে ব্যর্থতা রেখে যায়। সুতরাং পূর্বপরিকল্পনা যে কতটা গুরুত্ববহ, তা সম্পর্কে আমরা বেশ অবগত। দুনিয়াবী কাজের জন্য আমরা কতোশত পরিকল্পনা করে রাখি, অথচ কোনোরূপ পরিকল্পনা ছাড়াই মহিমান্বিত রামাদানে আমলের পথের সুদীর্ঘ যাত্রা পাড়ি দিয়ে দিবো; এটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারেনা। রামাদানের এই যাত্রাকেই আদ্যোপান্ত প্রোডাক্টিভ করার জন্য এই বইটি চমৎকার একটা দিকনির্দেশিকা হবে, ইনশাআল্লাহ্। এছাড়াও বইটি রামাদানের লক্ষ্য নির্ধারণ ও শিডিউল প্রস্তুতের জন্য,কুরআন অধ্যয়ন সহ বিভিন্ন আমলের জন্য কার্যকর কিছু টিপস পাওয়ার জন্য সহায়ক হবে। বইটি পড়ে, লক্ষ্যপূরণে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করা যাবে। নিয়মিত ঘুম ও পর্যাপ্ত খাদ্যাভ্যাস সমেত সুস্থভাবে ইবাদাতের নির্দেশনা মিলবে। আমলের জন্য একটা টার্গেট নির্ধারণ করে, প্রোডাক্টিভিটি সচেতন থাকার স্পৃহা তৈরীতে কাজে লাগবে, টার্গেট অনুযায়ী আত্মোপর্যালোচনার সুযোগ হবে। পরিকল্পনামাফিক দৈনন্দিন কাজ করায় একঘেয়েমিতা চলে আসলে, বইয়ের মুহাসাবা দেখে নিজের নিয়্যাতকে পুনরিজ্জীবিত করার সুযোগ হবে, ইনশাআল্লাহ। ▪️বইটির বিশেষত্ব : পুরো বইটিকে রামাদানের খসড়া রুটিনের মত পাঠক ব্যবহার করতে পারেন। এই বইটির প্রধান বিশেষত্ব হচ্ছে-ভাষার প্রাঞ্জলতাগুণ। অনুবাদের মান সন্তোষজনক। অনুবাদকগণ মূলানুগ অনুবাদ না করে ভাবানুবাদ করেছেন। এই কারণে ভাষান্তরিত গুরুগম্ভীরতার ছাপ এই বইয়ে পাওয়া যায়না। বাঙালী পাঠকদের সুখপাঠ্যতা দেওয়ার স্বার্থে অনেক জায়গায় আবার অনুলিখন করা হয়েছে৷ বাহারী দূর্বোধ্য শব্দচয়ন নেই, নেই রামাদানের মাহাত্ম্য বোঝানোর জন্য অতিরঞ্জিত বক্তব্যের ঘনঘটা। অতি সাবলীল বর্ণনায়ও যেন আলোচনাগুলো আক্ষরিক অর্থেই অন্তরের উপলব্ধির খোরাক জুগিয়েছে, দিয়েছে নিজেকে প্রোডাক্টিভ হওয়ার প্রেষণা। বাহ্যিক সাজসজ্জা কিংবা প্রচ্ছদ, পেইজ কোয়ালিটি, বাইন্ডিং সবকিছুই ভালো লেগেছে। টুকটাক বানানভুল চোখে পড়েছে, ওটুকু বইয়ের অভ্যন্তরীণ বিশেষত্বে প্রভাব ফেলবার মতো না অবশ্য। ▪️নিজস্ব অভিমত : মুসলমান মাত্রই মানবজীবনে প্রোডাক্টিভ থাকাটা জরুরী। আর, রামাদানে তো এটা জরুরিয়ত ছাপিয়ে রীতিমতো আবশ্যক। আনপ্রোডাক্টিভ একজন মানুষকে কেবল একটা বই হুট করেই আগাগোড়া প্রোডাক্টিভ বানিয়ে দিতে পারেনা। তবে, প্রোডাক্টিভিটির স্পৃহা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে, আমলের ব্যাপারে উৎসাহ জাগাতে পারে। বক্ষ্যমাণ বইটি এই কাজটুকুই করতে সক্ষম। আমি আবারও বলছি, সক্ষম। রামাদান বিষয়ক অবশ্যপাঠ্য বইয়ের তালিকায় এই বইটিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবেনা। কোনোভাবেই না। . ▪️বই বৃত্তান্ত: বই: প্রোডাক্টিভ রামাদান লেখক:আলী হাম্মুদা,মুহাম্মাদ ফারিসসহ আরো অনেকে। সংকলন,সম্পাদনা: মুওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ। প্রকাশনায়: মাকতাবাতুল আসলাফ পৃষ্ঠাসংখ্যা: ১৯৬ মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
Was this review helpful to you?
or
অসম্ভব রকম সুন্দর একটা বই। প্রতি টা মুসলিম এর পড়া উচিৎ।
Was this review helpful to you?
or
বইতো সেরাই+ বইয়ে ফ্রিতে পাওয়া কোর্সটিও। আশা করি বইটি একজন মুসলমানকে সুন্দর রমাদ্বন কাটাতে সহায়তা করবে, ইনশাআল্লাহ ।
Was this review helpful to you?
or
?বইঃ প্রোডাক্টিভ রমাদান(রিভিউ নং ২২) ✒️লেখকঃ মুহাম্মদ ফারিস, আলী হাম্মুদা ✒️ অনুবাদক- মুওয়াহহিদ মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহাম্মাদ নাফিস নাওয়ার, সামী মিয়াদাদ চৌধুরী, মাসউদ রহমান, নাফিসা কবির, তানজিনা তাসনীম ?পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি- রোজা-সিয়াম #rokomari_book_club_review_competition #প্রোডাক্টিভরমাদান ☆==☆ কিছু কথা ☆==☆ ___________________________ রমাদান মাস হচ্ছে মুসলিম জাতির আমলি বসন্ত। এই মাসে আমলের সওয়াব অন্য সব মাসগুলোর তুলনায় অনেক বেশি। একজন প্রোডাক্টিভ মুসলিম এর জন্য রামাদান সবথেকে চ্যালেঞ্জিং সময়। এ মাসে আমাদের কাজকর্ম, পড়াশোনা, পারিবারিক চাহিদা পূরণ ইত্যাদির পাশাপাশি প্রায় অর্ধদিবস সিয়ামরত থেকে রাতের ইবাদত এবং কুরআন তিলাওয়াত করতে হয়। সঠিকভাবে সময়কে ব্যবহার করতে পারি না বিধায়, কতশত পরিকল্পনা থাকা সত্ত্বেও মাস শেষে আমাদের ঝুলিতে আফসোস থেকেই যায়। সময়কে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারি না আমরা। আবার কর্মব্যস্ততা, শারীরিক অসুস্থতা সব কিছু যেন রমাদান মাসেই চেপে ধরে আমাদের। রমজান মাসে কিভাবে এত এত চ্যালেঞ্জের মোকাবেলা করে আরো বেশি প্রডাক্টিভ থাকা যায় এবং বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে দিতে মুহাম্মদ ফারিস ও আলী হাম্মুদাসহ প্রমুখ লেখকদ্বয় রচনা করেছেন "প্রোডাক্টিভ রমাদান" বইটি। বইটি রমাদানের প্রস্তুতির জন্য ও প্রোডাক্টিভভাবে রমাদান কাটানোর জন্য কার্যকর একটা গাইড বুক। ইমাম আশ শাফেয়ী (রঃ) সময় নিয়ে বলেন- "সময় হলো এমন এক তরবারি, যদি আপনি তাকে যথাযথভাবে কাটতে না পারেন তাহলে এর অপব্যবহারের ফলাফল আপনাকেই কেটে ফেলবে।" রমজান মাসে আমাদের খুব পরিকল্পনা মাফিক কাজ কর্ম করতে হবে, যাতে করে কোনো সময় অপচয় না হয়। কম গুরুত্বপূর্ণ কাজগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে পারি। ☆==☆ বইয়ের বিষয়বস্তু ☆==☆ ___________________________ নিঃসন্দেহে, রামাদান মাসের ইবাদত অন্য যেকোনো মাসের থেকে সর্বোত্তম। নবীজি (সা.) বলেছেন, "রমজান মাসের যেকোনো নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান এবং যেকোনো ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজ ইবাদতের সমান।" রমাদানে আমরা ৭২০ ঘন্টা, ৪৩২০০ মিনিট, ২৫৯২০০০ সেকেন্ড পাই। রমাদানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট আল্লাহ পাকের দেয়া একেকটি নিয়ামত। সালাত আদায়, কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের উপযুক্ত সময় রমজান মাস। আমরা অনেকেই শত চেষ্টার পরেও রমজান মাসের প্রডাক্ট থাকতে পারিনা। কিন্তু কেন? ==>রমজানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার ১০ টি মূল কারণ নিম্নে আলোচনা করা হলো - ১. অবাস্তব পরিকল্পনা:- রমাদানে আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি। এটা ঠিক যে, আমলের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা খারাপ কিছু না। তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরি। এমন কোনো পরিকল্পনা নেয়া উচিৎ নয়, যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে। ২. রামাদানে অনভ্যস্থতা:- রমাদানের প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। রোজকার অভ্যাস না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠি, এশার নামাজের পরে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করি। রমাদান ছাড়া দিনের পর দিন কুরআন না ধরলেও প্রতিদিন ১০/২০ পৃষ্ঠা করে তিলাওয়াত করা শুরু করি। প্রথম কয়েকদিন জোশের বসে করা হয়ে গেলেও আস্তে আস্তে এভাবে চালিয়ে যাওয়া কঠিন লাগতে শুরু করে, গতি হারিয়ে ফেলি আমরা। আবার ফিরে যাই নিজেদের চিরচরিত অভ্যাসে। ৩. দৃঢ়তার অভাব:- রমাদানের মাঝামাঝি পৌছার পরে আমাদের সংকল্পের টাল মাটাল দশা দৃশ্যমান হতে শুরু করে। ফজরের পর আর দশটা পৃষ্ঠা করে কুরআন তিলাওয়াত করা হয়ে ওঠে না; তারাবিহ পড়তে আলসেমি লাগতে শুরু করে; তাহাজ্জুদ এর পরিবর্তে কোনমতে ফজরের কিছু আগে উঠে সেহরী করা হয়। যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা জরুরি, তখনই আমরা ভেঙ্গে পড়ি। ৪. জ্ঞানের অপর্যাপ্ততা:- রমাদান কে কাজে লাগানোর ব্যবহারিক জ্ঞানের অভাব আমাদের ব্যর্থতার আরো একটি মূল কারণ রমাদান এর গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এ মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক পূর্বপ্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যমণ্ডিত রমাদান উপভোগ করতে ব্যর্থ হই । ৫. সামাজিক সমর্থনের অভাব:- রমাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই। কেউই পারতপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা আমলগুলো শেয়ার করতে চায় না। তাই তখন নিজেকে একা লড়তে হয়, নিজেকেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয়। ৬. সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা:- রমাদানের রুটিন অন্যসময় থেকে একটু আলাদা হওয়াই স্বাভাবিক। তাই কোন সময় কোন কাজটি করা হবে, তা পূর্বেই চিন্তা ভাবনা করে ঠিক করে রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই। ফলস্বরূপ আমাদের রমাদান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয়। ৭. অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস:- রামাদানে ব্যর্থতার অপর নাম একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার-দাবার গ্রহণে অনিয়ম এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই। ৮. ফিটনেস এর অভাব:- রামাদানে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখার গুরুত্ব ও অনেক। ৯. আত্মিক সংযম হারিয়ে ফেলা:- রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন। আমরা ভুলে যাই স্বীয় নফসকে বাগে আনার এটাই মোক্ষম সময়। কিন্তু মাঝপথেই আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি, ব্যর্থতায় ঢেকে যায় আরও একটি রমাদান। ১০. প্রশিক্ষণের অভাব:- রমাদান এর জন্য কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণ গ্রহণ জরুরি। রমাদানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাফল্য ছিনিয়ে নেয় বিশ্বাসিদের মূল লক্ষ্য। তাই এর জন্য সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেয়া উচিত। উপরোক্ত সমস্যাগুলি সমাধান করতে পারলে, ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান আমরা যথাযথ ভাবে উদযাপন করতে পারব। ☆==☆ যে জন্য পড়া উচিত ☆==☆ ____________________________ আমরা প্রায় সবাই জানি যে, "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।" আমাদের জীবন থেকে একটা রমাদান চলে গেলে পরবর্তী রমাদান পাব কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তা আল্লাহ পাকই ভালো জানেন। আমাদের প্রত্যেকেরই উচিত প্রোডাক্টিভভাবে রমাদানকে কাজে লাগানো। বইটিতে পুরো রমাদান প্রোডাক্টিভভাবে কাটানোর জন্য যাবতীয় উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা প্রত্যেকে বইটি একবার হলেও পড়ে দেখবেন। আশা রাখি, বইটি পড়ে আপনারা যথেষ্ট উপকৃত হবেন (ইনশাআল্লাহ)। ☆==☆পাঠ্যাভিমত☆==☆ ______________________ অত্যন্ত চমৎকার একটি বই। বইটি রামাদানকে যথাযথভাবে ও প্রোডাক্টিভভাবে কাজে লাগানোর একটা আদর্শ গাইড বুক। যদিও রমাদানের পরে বইটি হাতে পেয়েছি কিন্তু বইটি পড়ে আমি মুগ্ধ। আফসোস নেই যে বইটি আমি রমাদানের আগে পড়ে রামাদানকে সর্বোচ্চ কাজে লাগাতে পারেনি, আংশিক পেরেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, বই থেকে প্রাপ্ত জ্ঞান ব্যবহার করে পরবর্তী রমাদান প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে পারবো।
Was this review helpful to you?
or
রমাদান সম্পর্কে প্রস্তুতি নিতে বইটি অনদব্য। মজার খবর হলো বইয়ের সাথে আসলাফ একাডেমির ১০০০/- মূল্যের প্রোডাক্টিভ রমাদান কোর্সটি পেয়ে যাবেন বিনামূল্যে উপহার স্বরুপ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ, রামাদানের প্রস্তুতি কিভাবে নেওয়া যায় এ সম্পার্কে পরামর্শমূলক বইটি খুব ভলো লেগেছে। জাজাক আল্লাহু খাইর।
Was this review helpful to you?
or
এর আগে লেখকের 'প্রোডাক্টিভ মুসলিম' বইটি পড়েছি। চমৎকার একটি বই ছিল। আশা করি প্রোডাক্টিভ রামাদান বইটিও চমৎকার হবে। Eagerly waiting for the book.?
Was this review helpful to you?
or
আপনার জীবনে নিশ্চয়ই বহু রামাদান এসেছে এবং সামনে আরেকটি রামাদান আসছে। অবশ্যই রামাদান মুমিনের জন্য পুষ্পিত বসন্তের সুবাসিত ফাগুন ধারার মতো। যা হাজির হয় রহমত,মাগফিরাত আর নাযাতের বার্তা নিয়ে ।কিন্তু আমরা আমাদের বেশিরভাগ রামাদানই কাটাই অবহেলায়। এর কারণ হলো প্রস্তুতহীনতা। প্রিয় পাঠক, একজন খেলোয়াড়ও প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে প্রস্তুতি নেয়। অথচ আমরা পরকালের পাথেয় অর্জনের সুবর্ণ সুযোগ, মাহে রামাদানকে আপ্যায়ন করি বিনা প্রস্তুতিতে। অথচ আমাদের সালাফরা রামাদানের জন্য প্রস্তুতি নিতেন শারীরিক ও মানসিকভাবে। তারা রামাদানকে কাটাতেন যেন এটা তাঁদের শেষ রামাদান।আর আমার আপনার কি কোনো নিশ্চয়তা আছে যে এটা আমাদের শেষ রামাদান নয়? তাই জীবনের শেষ রামযান কিভাবে কাটাবেন তা জানতে পড়ুন 'প্রোডাক্টিভ রামাদান বইটি'!