User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
"যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।" মনে আছে আবু জাফর ওবায়দুল্লাহ'র সেই বিখ্যাত কবিতা "আমি কিংবদন্তির কথা বলছি?" আমি যখন " কে আমি?" বইটি হাতে পাই তখনও জানতামনা এটা কোনো কাব্যগ্রন্থ। প্রচ্ছদ দেখে ভেবেছিলাম হয়তো ইসলামিক কোনো গ্রন্থ, কোনো সাহাবী (র.) কে নিয়ে অথবা কোনো ঐতিহাসিক চরিত্রকে নিয়ে। যেমন: সেলজুক/ওসমানয়ীয় সাম্রাজ্যের কোনো প্লট/চরিত্রকে নিয়ে। কিন্তু পাতা উল্টাতেই টের পেয়েছি আমার অনাগ্রহের জনরা কবিতা অর্থাৎ কাব্যগ্রন্থ পেয়েছি। শুরু করলাম পড়া ফেব্রুয়ারিতে কিন্তু রেখে দিয়েছিলাম।পরবর্তীতে জুনে বোধহয় শেষ করেছি। তখন আর বেশি সময় লাগেনি পড়তে। খুব অল্প সময়ে সবগুলো কবিতা পড়ে ফেলেছি। কিন্তু রিভিউ দিবো দিবো করে দেওয়া হচ্ছিল না। ** সবসময় আমি অনীহা দেখিয়েছি কবিতা পড়ায়। কোনো রোমান্টিক কবিতাও আমার ভালো লাগেনা। কিন্তু কোনো কবিতা যদি এরকম কোনো কাহিনী নিয়ে বর্ণিত হয় যা খুবই ইন্টারেস্টিং সেগুলো পড়তে ভালোই লাগে। যেমন : স্যামুয়েল টেইলর কোলেরিজ -এর লিখা " The Rime of The Ancient Mariner. " কখনও যদি কোনো মাঝারি আকারের কবিতা আমার ভালো লেগে থাকে তাহলে ৬২৫ লাইনের এই কবিতায়ই হয়তো সর্বপ্রথম কবিতা৷ তবে হ্যাঁ এর আগে পঠিত নির্মলেন্দু গুণের কবিতা গুলো আমার ভালোই লাগে। খুব স্পষ্ট করে ও অল্প কথায় জীবনের অনুভূতি লিখেন তিনি। আর এরকম অনীহা থেকেই হয়তো আমি ভুলে গিয়েছিলাম আবু জাফর ওবায়দুল্লাহ'র সেই বিখ্যাত কবিতার লাইনগুলো। আর তখনই মনে হলো আমার মন কতটা তমসায় ঢেকে আছে। যেই কবিতা মানুষের জীবন দর্শন, চেতনার উৎস সেই কবিতায়ই আমি অপছন্দ করি। যেখানে অনুভূতি প্রকাশের জন্য হাজার শব্দের প্রয়োজন হয় সেখানে কবিতার মাত্র একটি পঙক্তিও যথেষ্ট হয়ে যায় সেই সুপ্ত কথাটা বুঝাতে। ** আমার মতে,একেকটা কবিতা হলো একেকটা গল্প,উপন্যাস। একটি কবিতায় পুরো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে দেয়া যায়। মাত্র কয়েকটি লাইন কিন্তু কত গভীর! ** বিদ্রোহী নিশানের নামটি যেমন তিনি আসলে ঐ ধরনের কবিতায়ই লিখেছেন। উনার অনুপ্রেরণার তালিকায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ-দৌলা থেকে শুরু করে এখনকার সবার প্রিয় লেখক আরিফ আজাদ থাকলেও তিনি লিখায় মূল ফোকাসে রেখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেই। আহসান হাবীব, জসীমউদ্দিন এবং কবি জীবনান্দ দাশেরও অনেক সুর পাওয়া গিয়েছে উনার কবিতায়। ** প্রতিটা কবিতার প্লট রচিত হয়েছে দেশের দুর্নীতি, শিক্ষাব্যবস্থা, দেশ চালনা ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। উনার কবিতার কনটেক্সটই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসিকতা জাগানো এবং নিজেও সেই প্রতিবাদী ব্যক্তিত্ব হওয়া। বইটা শেষ হওয়ার পরই দেশে এমন বীভৎস ঘটনাগুলো ঘটে গেলো। তারপর আমার মাঝেমধ্যেই মনে হতো উনার লেখার মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সেই আবু সাঈদ ভাইয়ের চিত্র ফুটে আছে। কীভাবে যেন বুক পেতে দাঁড়ানোর অদম্য সাহস কবির মধ্যে ও তাঁর লিখার মধ্যে ঝলঝল করে ফুটে ওঠেছে। **উনার প্রথম কাব্যগ্রন্থ হিসেবে তিনি যথেষ্ট সাহসিকতার বহিঃপ্রকাশ করেছেন। ভূমিকায়ও দেখেছি তিনি তার প্রতিটি কবিতায় বিদ্রোহ করেছেন। সমাজ, দেশ ও জাতি বিনির্মাণের সংস্কারমূলক আহ্বান জানিয়েছেন। ** উনার লেখা একটি কবিতা " আমি ধর্ষিতার বাবা" যা আমাকে হার্ট করেছে। ধর্ষনের মতো সেন্সেটিভ বিষয়টাকে আমি প্রচণ্ড ঘৃণা করি। এখানে এক বাবার আহাজারি, নিজের সামনে সন্তানের সম্ভ্রম হারানোর ভয় এবং নিজে কিছু করতে না পারার অপরাধবোধ কবি কত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। যা প্রতিনিয়ত বাস্তবে ঘটে যাচ্ছে অথচ আমরা কিছুই করতে পারছিনা। ** এত এত কবিতার ভিড়ে তিনি " কে আমি?" রচনা করেও প্রকৃতপক্ষে আমাদেরকেই প্রশ্ন করেছেন। সত্যিই কি আমরা আমাদেরকে চিনি? আমাদের লক্ষ্য জানি? প্রতিবাদের ভাষা জানি? ব্যবহার করি? নাকি হাত গুটিয়ে আপনি প্রাণ বাঁচা বলে ছুটে চলি অবিরাম? ** প্রায় প্রতিটা কবিতায় আপনি কমন একটা শব্দ পাবেন " আমি।" আর এই শব্দটাই বুঝিয়ে দেয় এখানে আসলে আমি আমাকেই পড়বো। তারপরও যদি আমি পরিবর্তন না হই তাহলে, " যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে" এই পঙক্তি টা আমার-আপনার জন্য যথার্থ। ** যেহেতু কবির প্রথম উপন্যাস তাই অনেক কিছু মানিয়ে নেওয়া যেতে পারে। যেমন: অনেক জায়গায় বানানের প্রতি অযত্ন করা হয়েছে। যেহেতু আমি বইটা আরও আগে পড়েছি তাই সেভাবে পৃষ্ঠা নং দিয়ে মনে নেই। নোট টুকেও রাখিনি। তিনি সাহিত্যে অবদানের জন্য কিছু সম্মাননা পেয়েছিলেন। সেখানে " পার্বত্য কাব্য আন্তর্জাতিক সাহিত্য সংবর্ধনা " নামক একটি সংবর্ধনা হয়তো তিনি ২০১৯ সালে পেয়ে থাকবেন কিন্তু সাল লিখা ২০২৯। অনুপ্রেরণা তালিকায় শেখ মুজিবুর রহমান -এর নামের ক্ষেত্রেও মুজিবুর কে মুজিবর লেখা হয়েছে। এরকম আরও বানান বইয়ের মধ্যে অর্থাৎ বিভিন্ন কবিতায়ও রয়েছে। সেই হিসেবে সম্পাদনা তেমন ভালো হয়নি। ** কাব্যগ্রন্থটির " আমি নাকি স্বাধীন! " কবিতাটি আমার পছন্দের। কীভাবে যেন বর্তমান পরিস্থিতিতে কবির প্রতিটা কবিতা মিলে যায়। আফসোস, আমরা কবি/লেখকদের লেখার মর্মার্থ বুঝলেও বাস্তবে তা প্রয়োগ করিনা। তাদের কলমের শক্তিকে বিনোদন পর্যন্ত ব্যবহার করেই ক্ষান্ত হয়ে যাই। ** বইটির কাগজের গুণগত মান ভালো হলেও বাইন্ডিং খুবই খারাপ। ধরা নাই, ছোঁয়া নাই প্রথমদিনই দেখি বইয়ের মলাট আলগা হয়ে গেছে। পরে বাকিটাও শেষ। দুইবার গাম লাগিয়ে, রোদে দিয়ে, বাতাস দিয়ে কত কাহিনী করে শুকিয়েও যেই -সেই রয়ে গেলো। অনেক কষ্টে মলাটের সাথে আটকে আছে এখনও। ** প্রচ্ছদটা আমার এক কথায় অসাধারণ লেগেছে। মাশা আল্লাহ্। কবিতার কনটেক্সট, সুর যেন এটার প্রতিফলন করছে। তবে এটা কোনো ইসলামিক কাব্যগ্রন্থ না হলেও মুসলিমদের চেতনাও জাগ্রত করতে যথেষ্ট। প্রচ্ছদ দেখে কেউ ঐতিহাসিক প্লটে অর্থাৎ জিহাদ বিষয়ক কোনো ঘটনা ভাববেন না। যদিও পরোক্ষভাবে এটা আমাদের জিহাদের ডাকই দিচ্ছে। ** সব কবিতা যে সহজবোধ্য এরকম না। কিছু কিছু কবিতা কারোর কাছে দুর্বোধ্যও মনে হতে পারে। তবে কাব্যগ্রন্থ পড়ার আলাদা একটা মজা হচ্ছে এক ঘেয়েমি আসেনা। একেকজনের কবিতার গল্প / বিষয় থাকে একেক টা। আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়। তবে এই কাব্যগ্রন্থটি যেহেতু পুরোটাই বিদ্রোহ কেন্দ্রিক,একই কবির লেখা এবং একই বিষয়ে তাই কেউ যদি নিছক বিনোদনের উদ্দেশ্যে পড়তে চান ভালো নাও লাগতে পারে। বইয়ের তথ্য : নাম : " কে আমি?" ( কাব্যগ্রন্থ) কবি : বিদ্রোহী নিশান (ছদ্মনাম) আসল নাম : মুহাম্মদ ইসমাঈল উদ্দিন নিশান প্রকাশনা : জাহানারা প্রকাশন কবিতা সংখ্যা : ৫১ পৃষ্ঠা সংখ্যা : ৮০ মাঝেমধ্যে কবিতা পড়ুন। নিজেকে জানুন। কবিতাকেও বাঁচিয়ে রখুন। শুভকামনা।
Was this review helpful to you?
or
আমার পড়া সেরা কাব্যগ্রন্থ
Was this review helpful to you?
or
প্রতিটি কবিতায় শুধু আমি, আমি আর আমি। এত আমি হলে পাঠক কোথায় যাবে শুনি? গ্রন্থটির নাম “কে আমি” না দিয়ে, শুধু “আমি” দিলে সঙ্গত হতো; তবে সে আমি’র মধ্যে পাঠক নেই, শুধু কবি, আর কবির গীত। আর কবি পরিচিতিতে বই পরিচিতি দিয়ে দেয়াটা বুঝলাম না, এটা কেন! আর (বই পরিচিতিতে) দেশাত্মবোধক কবিতার বইকে পরিচয় করিয়ে দিতে নারী সুরসুরি বিষয়ক প্রসঙ্গ টেনে এনে শুরু করাটা একেবারে বাজে লেগেছে। পরবর্তী মূদ্রনে সংশোধনের আহ্বান। কবিকে অনেক বিষয়ে আরো যৌক্তিক সিদ্ধান্ত নিতে হবে। কবির জন্য শুভ কামনা।
Was this review helpful to you?
or
অগ্নিঝরা একটি কাব্য
Was this review helpful to you?
or
কেনো বইটি সংগ্রহে রাখবেন- ০১. ১০০% চটি ও অশ্লীলতামুক্ত ০২. প্রতিটি কবিতা পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে পাঠ করা যাবে। ০৩. বইটি ধর্মীয় আঘাতমুক্ত। ০৪. প্রতিটি ধর্মের প্রতি সম্মান রাখা হয়েছে। ০৫. যৌনতার ছোঁয়ামুক্ত ও নাস্তিকতামুক্ত। ০৬. প্রতিটি কবিতা জাতি ও দেশপ্রেমস্নাত। ০৭. প্রতিটি কবিতা প্রচলিত অনীতি, অনিয়ম, দুর্নীতি, খেঁকুদের জন্য বিধ্বংসী মিসাইলরূপ। ০৮. বইটিতে ধারণ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ০৯. বইটিতে ধারণ করা হয়েছে সংগ্রামী মানুষদের অনুপ্রেরণা। ১০. বইটি পলাশী থেকে আজকের বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত।