User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Porchilam Valo lagchilo
Was this review helpful to you?
or
Just got delivered this book yesterday. Till now loving this book
Was this review helpful to you?
or
the Wolf of wall street মুভির অংশ থেকে বইয়ের নাম টা মেরে দেওয়া হয়েছে এটা দেখে আর পড়ার ইচ্ছেই নেই।
Was this review helpful to you?
or
Delivery was very fast! I got it within 14 hours.. paging was environment friendly,, Satisfied! but the cover wasn't properly fitted with gum but I fixed it.., whatever the quality of pages are awesome... thank you Rokomari!
Was this review helpful to you?
or
Recommended Book from me!
Was this review helpful to you?
or
Helfful for new Entrepreneurs
Was this review helpful to you?
or
আমার কাছে ভালোই লেগেছে। সেলস এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে উপকারী কিছু তথ্য আছে।
Was this review helpful to you?
or
Good book, one book is cover by so many book summary!
Was this review helpful to you?
or
মোটামুটি ভালো লেগেছে
Was this review helpful to you?
or
সেরা একটি বই গুলো মাঝে একটি।
Was this review helpful to you?
or
Marketing and brand ar jhonno khub ei upokari
Was this review helpful to you?
or
ভালো বই ও কিন্তু কিছুটা অন্য রকম। কিন্তু আমি পরে আমার জীবনে কোন কাজে ব্যবহার করতে পারি নাই। তাই আমার জন্য খারাপ কিন্তু অন্যের জন্য ভালো হতে পারে। base on markating.
Was this review helpful to you?
or
রিয়েল লাইফ একটা বই
Was this review helpful to you?
or
প্রথম দুই এক পাতা পড়তে গিয়ে পুরো বইটি এক বসায় পড়ে ফেলি। কত্ত কিছু যে জানার আছে । অনেক কিছু জানলাম ফেসবুক ইউটিউব এর ভালো ভালো উপকারিতা জানলাম। সেলসের লোকদের বইটি পড়া উচিত। শুধু পড়লে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে বিষয় গুলো কাজে লাগাতে পারলেই সার্থকতা। অসাধারণ বই লিখেছেন রাসেল এ কাউসার। বইটি পড়ার আগে লেখক কে চিনতাম না।
Was this review helpful to you?
or
ট্রপিক রিসার্চ দরকার ছিলো
Was this review helpful to you?
or
ভাল...!
Was this review helpful to you?
or
Effective
Was this review helpful to you?
or
i Learn many things form this book
Was this review helpful to you?
or
বইগুলো ভালো ছিলো। অনেক নতুন কিছু জানা হলো
Was this review helpful to you?
or
Many importantthings
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
খুবই ভালো ছিল
Was this review helpful to you?
or
বইটা আমার কাছে খুবই অসাধারণ লেগেছে | যারা ভার্সিটিতে অথবা কলেজ এ পড়ো তাদের জন্য হাইলি রেকমেন্ড থাকবে |
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
অনেক ভালো বই।
Was this review helpful to you?
or
vai re vai... ki review dibo.. Ei boi j na porbo se sarajibon ekta apsos korboii jodi se kono din eta somporke jante pare.
Was this review helpful to you?
or
Undoubtedly it one of the best books I've ever read.. This book will help you to find out a better version of you..??
Was this review helpful to you?
or
Very Important for students, entrepreneurs and business man ❤️
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
বর্তমান সময়ের নিরিখে আত্ম উন্নয়নের জন্য উল্লেখযোগ্য সংখ্যক কৌশল সুন্দরভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। এক কথায় বইটি অনবদ্য....
Was this review helpful to you?
or
সত্যিই দারুন একটা বই। যা না পরলে অনেক কিছুই অজানা থেকে যেত। সবাইকে পরার অনুরোধ রইল।
Was this review helpful to you?
or
The best book I've ever seen
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
Notable.
Was this review helpful to you?
or
Super???
Was this review helpful to you?
or
সহজ সাবলীল ভাষায় উপস্থাপন বইটি পড়ার আগ্রহ বাড়াতে অনেক ভূমিকা রাখছে। অনেক নতুন কিছু শিখতে পারছি এবং আপনিও শিখতে পারবেন আশা করি।
Was this review helpful to you?
or
service good
Was this review helpful to you?
or
The best book I've read till now. It's an All-in-one type of book. This writer has also got some fantastic skills which reflects throughout his writing. He will keep your attention till it's last.
Was this review helpful to you?
or
best one
Was this review helpful to you?
or
মতামত আর কি লিখবো! লেখক তো ভূমিকায় সব লিখেই দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ লেখক এবং রকমারি.কম।
Was this review helpful to you?
or
চমৎকার
Was this review helpful to you?
or
প্রয়োজনীয়
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
well
Was this review helpful to you?
or
not bad
Was this review helpful to you?
or
informative book.....msut read
Was this review helpful to you?
or
awesome book.✌️
Was this review helpful to you?
or
অনেক নতুন কিছু জানলাম। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
নাম শুনে কিছুটা সেলস-মার্কেটিং ঘরানার বই মনে হলেও আসলে সেল্ফ-মটিভেশন মূলক বই। আমার কাছে বইটি স্টুডেন্টদের জন্য বেশ উপকারী মনে হলেও প্রফেশনালদের জন্য খুব বেশি ভ্যালু- অ্যাডিং মনে হয়নি।
Was this review helpful to you?
or
রিভিউয়ারের নামঃ- অাব্দুল অাবিদ তানবির বইয়ের নামঃ- সেল মি দিস পেন লেখকঃ- রাসেল এ কাউসার প্রকাশনঃ- অন্বেষা প্রকাশন পৃষ্ঠাঃ- ১৭৬ মুদ্রিত মূল্যঃ- ৩০০/- "Try to be the best version of you" সব লেখকরা চাই পাঠকরা যেন উনাদের বইটা পড়েন।কিন্তু "সেল মি দিস পেন" বইয়ের লেখক অামাদেরকে উনার বই পড়তে অনুরোধ করেন নাই। উল্টো উনি অনুরোধ করেছেন,"Try to be the best version of you" অর্থাৎ নিজের বেস্ট ভার্সনটা হতে।অার বইটাতে এমনকিছু পেয়ে যাবেন যেগুলো অাপনাকে অাপনার বেস্ট ভার্সন হতে সাহায্য করবে। অামার কাছে বইয়ের প্রতিটা টপিকই ভালো লেগেছে।নতুন নতুন অনেককিছু শিখতে পেরেছি।তবে অামার কাছে শেষের টপিক "Lead your life, don't Let your Life Lead you" টা খুব ভালো লেগেছে।কারণ ওখানে লাকি এবং অানলাকি মানুষদের মধ্যে চারটা মূল পয়েন্ট তুলে ধরেছেন।নিচে পয়েন্টগুলো দেওয়া হলোঃ- ১) Accept Opportunity ২)Turn bad to good ৩)Listen to Gut ৪)Power of Expectation বইটাতে একসাথে পারসোনাল গ্রোথ,স্কিল ডেভলপমেন্ট, ক্যারিয়ার গ্রোথ,বিজনেস গ্রোথ পারসোনাল ফাইনান্স,প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট সব একসাথে ছিলো।এত দামী দামী সব জিনিস একসাথে পাওয়া অাসলে জোস ছিলো। বইটাতে ভালো না লাগার কিছু ছিলো নাহ। নিজের মধ্যে পরিবর্তন অানার জন্য বইয়ের প্রতিটা টপিকই খুব ভালো। জীবন নামক যে রেসের ময়দানে অামরা অাছি।সে ময়দানে পিছিয়ে না পড়তে চাইলে বইটা পড়া শুরু করা উচিত।
Was this review helpful to you?
or
"সেল মি দিস পেন " রাসেল এ কাউসারের একটা আত্নউন্নয়নমূলক বই, আবার ক্যারিয়ার গাইডলাইনের বইও বলা যায়। এই বই রাসেল ভাইয়া মূলত রেসের ময়দানে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের উৎসর্গ করে লিখেছেন। "সেল মিস দিস পেন " বইটি বিশেষ করে কাজে লাগবে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের জন্য। এখানে ক্যারিয়ার গ্রোথ নিয়ে অনেক কিছু বলা হয়েছে। ক্যারিয়ার শুরুর আগে কি কি স্কিল দরকার তা যেমন বলা হয়েছে তেমনি ক্যারিয়ার শুরু করার পর কিভাবে নিজেকে ইম্প্রুভ করবেন তা নিয়েও রয়েছে অনেক কথা। আহ! আহ! আপনি তো চাকরী করতে চান না! অল্প টাকায় স্টার্টআপ করতে চান!!!কিংবা স্টার্টআপের কোনো আইডিয়াই আপনার নেই! আবার মার্কেটে যে পরিমাণ প্রতিযোগী আছে তাদেরকেও তো ট্যাকেল দিতে হবে!!! সমস্যা নেই। রাসেল ভাইয়ার এই বইয়ে এই সব কিছুর সমাধান দেওয়া আছে। সমাধানের সাথে দিক নির্দেশনাও তো ফ্রী। সেই সাথে বোনাস হিসেবে থাকছে কোথায় কোন অপরচুনিটি রয়েছে তা তো থাকছেই। বড় ভাইয়া- আপুরা তো অনেক কিছু করে ফেললো। কিন্তু আমরা যারা স্কুল -কলেজের ছোট ভাই- বোন তারা কি করবো? বড় ভাইয়া - আপুরা তো চাকরি করে মাস শেষে বেতন পেয়ে সবাইকে খুশি করে দিচ্ছে কিংবা উদ্যেক্ত্যা হয়ে দেশের জন্য ইউনিক কিছু করছে।বস্ একটু থামেন! রাসেল ভাইয়া আমাদের মতো পিচ্চি মানুষদের কথাও ভেবেছেন।শুধু যে ভার্সিটি উঠলেই কিছু করা যাবে এমনটা নয়।স্কুল- কলেজের স্টুডেন্টদের তো বিশাল অপরচুনিটি আছে ঘরে প্রাইজ আনার। তাও আবার ইন্টারন্যাশনাল প্রাইজ।এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু!!!কী? এবার সবাই কে খুশি করতে পারলেন তো, আবার দেশের জন্য সম্মানও এনে দিলেন!!!একেই বলে এক ঢিলে দুই পাখি!!! বইয়ের শুরুটা রাসেল ভাইয়া একটা গল্প দিয়ে করেছেন। ' ভারতের এক মুচি'-র গল্প। যে মুচির কথা বলেছেন রাসেল ভাইয়া তিনি মূলত বাকি মুচিদের মতোই জুতা সেলাই করে কিন্তু তার স্পেশালাটি হচ্ছে তিনি নিজের সাইনবোর্ডে ' জুতা সেলাই করা হয় ' এর বদলে লিখেছেন ' জুতার অপারেশন করা হয় ' তাতে নাকি আবার আইসিউ এর ব্যবস্থা আছে।ব্যস্!!! ছোট একটা কথার পরিবর্তন, বলতে গেলে শুধু একটা ইউনিক কথা লিখে তিনি তার বাকি মুচি ভাইদের তুলনায় একটু না বরং অনেক বেশি আয় করেন।একজন মুচি যদি একটু ইউনিক কথা লিখে বেশি আয় করতে পারেন তাহলে আমরা কেন না? Kaizen~~~ আপনি কি সোশ্যাল চেঞ্জার হতে চান? পথের কাটা কি অর্থ নাকি ক্ষমতা নাকি আবার অন্য কিছু। এখন যতই কাটা থাকুক না কেন আপনি তো বস্ জুতা পড়ে হাঁটছেন। তাই সমস্যা হওয়ার কথা প্রশ্নেই আসে না। কারণ এখন আপনি " Kaizen"এর নিয়ম জানেন।এটা একটা জাপানি শব্দ। এই শব্দ আপনাকে এমন অনুপ্রেরণা দিবে এমন একটা মাইন্ডসেট তৈরি করার যা দিয়ে আপনি আপনার কাছের জিনিস দিয়েই সমাজের বিশাল বিশাল পরিবর্তন করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কেন? এবার কোনো মেয়র কিংবা উন্নয়ন কর্মী নয় আপনিই পারবেন আপনার দেশটাকে বদলাতে! " Win the morning , win the day " রাসেল ভাইয়া তার বইয়ে খুব সকাল ঘুম থেকে জেগে উঠতে বলেছেন।পাশাপাশি তিনি ঘুম থেকে তাড়াতাড়ি জেগে উঠার কৌশলও বলে দিয়েছেন।এখন প্রশ্ন হচ্ছে ওনি কেন সকালে ঘুম থেকে উঠার উপর এতো জোর দিচ্ছেন। তিনি সকল সফল ব্যক্তির জীবন রিসার্চ করে বের করেছেন যে তারা সকলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। এতে অনেক বেনেফিট পাওয়া যায়। যেমন নিঃসন্দেহে আপনার স্বাস্থ্য ভালো থাকবে,মস্তিষ্ক সুস্থ থাকবে,আপনি সময় বেশি পাবেন,আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয় সকালের সুন্দর মনোরম সিন্ধ পরিবেশ আপনার মনকে প্রফুল্ল করে তুলবে, সে সাথে বোনাস পাবেন এনার্জি। আর এই এনার্জি সারাদিন থাকবে।পার্সোনাললি আমি নিজেই সকালে ঘুম থেকে উঠে অনেক বেনেফিট পেয়েছি যা সারারাত জেগে কাজ করার ফলেও হয়নি। তাহলে এখন থেকে সকালে বডিকে প্লাগ থেকে খুলে ফেলুন আর নিজের লাইফটাকে নিজের মতো সাজান। আমরা সবাই অনেকের কাছে চাকরি কিংবা স্টার্টআপ নিয়ে অনেক আইডিয়া চাই। নেটের দুনিয়ায় এমন লাখ লাখ অপরচুনিটির কথা রয়েছে। সবাই শুধু আইডিয়া দেয় কিন্তু কেউ দেখিয়ে দেয় না কিভাবে শুরু করতে হবে কিংবা কিভাবে কাজ করলে সহজ হবে কিংবা অপরচুনিটিগুলো কোথায় পাওয়া যাবে। তবে রাসেল ভাইয়া তার " সেল মি দিস পেন " বইয়ে বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের বিভিন্ন অপরচুনিটির কথা বলেছেন। চাইলে এখনই পসিবল। এই বই পড়ার সময় বার বার মনে হচ্ছিল যেনো শব্দগুলো কথা বলছে আর আমাকে বলছে আর দেরি কেন এখনই কাজে লেগে পরো
Was this review helpful to you?
or
Oshadharon ekta boi . Protekta student er pora uchit .
Was this review helpful to you?
or
খুব ই ভাল একটা বই
Was this review helpful to you?
or
সেল মি দিস পেন
Was this review helpful to you?
or
Review Writer - Sadia Nasrin #Rokomari_Book_Club_Review_Competition বই- সেল মি দিস পেন। লেখক- রাসেল এ কাউসার। Personal Rating- 9.2/10 কোনো বই নিয়ে লিখার অভ্যাস আমার খুব বেশি একটা নেই। তবে এই বই টা নিয়ে না লিখে পারছিনা। কি নেই এই বইতে? - নিজেকে ডিসিপ্লিনড ওয়ে তে প্রস্তুত করতে যা যা দরকার তার সম্পূর্ণ একটা গাইডলাইন এই বই টা। এই গাইডলাইন গুলা দেওয়া হয়েছে ছোট ছোট অনেক গুলা সেক্টরে ভাগ(প্রায় ৬৫টা টপিক) করে যার কারণে পড়তে আমার একটুও বিরক্তি আসেনি। বইয়ের শুরুতেই একটি গল্পের মাধ্যমে নিজেকে কিভাবে ইউনিক ওয়েতে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে বলা হয়েছে। শুরুতেই fast move এর কন্সেপ্ট টা আমার কাছে দারুণ লেগেছে। নিজেকে trap এ ফেলে সেই trap এ নিজেকে এগিয়ে নেওয়ার বিষয়টা বেশ অভিনব। খুব ভোরে ঘুম থেকে উঠা,ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব, বই পড়ার মত নিত্যদিনকার প্রয়োজনীয় বিষয়গুলা এই বইতে ফুটিয়ে তোলা হয়েছে আরো সুন্দর আর অনেক গোছালো ভাবে। কিভাবে অভ্যাস গুলো ও ইংরেজিতে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে এর নিখুঁত আলোচনা করা হয়েছে। নেটওয়ার্কিং এর মত বিশাল ব্যাপারটাও বই পড়ে মনে হলো খুব ইজি। প্রযুক্তির যুগে আমরা সবাই যেন ইলেকট্রনিক্স ডিভাইস গুলাতে আসক্ত। আর ইন্টারনেট বলতে আমরা আমাদের অধিকাংশ সময় গুলা ব্যবহার করি ফেইসবুক,ইউটিউবসহ অন্যান্য সোস্যাল মিডিয়ায়। এই সোস্যাল মিডিয়া কিভাবে প্রাডাক্টিভ ওয়ে তে ব্যবহার করা যায়,স্পেসিফিক কোন কোন বেনেফিট গুলা আমরা পেতে পারি সবকিছুর রয়েছে সুস্পষ্ট উপায়। ভবিষ্যতের জন্য নিজেকে প্রিপেয়ার্ড করার প্রসেস। কিভাবে নিজেকে ইন্টারভিউ বোর্ডের জন্য তৈরি করতে হবে।এছাড়াও আরো কত কি। মানুষ আমাকে আমার achievement দিয়ে চিনবে। এর জন্য ছাত্র বয়সেই কিভাবে ন্যাশনাল এর পাশাপাশি ইন্টারন্যাশনাল recognition পাওয়া যায় বইতে তার কিছু চমৎকার প্রসেস উল্লেখ করা হয়েছে। নিজের হবিকে কিভাবে প্রোফেশনে রূপান্তর করা যায় তা আমি এই বইটা থেকে জেনেছি। তাছাড়া পড়াশোনার পাশাপাশি মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট শিখতে কেন হবে কিভাবে করতে হবে তার রয়েছে স্পেসিফিক ব্যাখ্যা। ছোট থেকেই একটা ব্যাবসা কি করে শুরু করা যায়। তাছাড়া চাকরির ক্ষেত্রে ইমেইল রাইটিং সিভি রাইটিং। কিভাবে লিখলে অন্য ১০জনের থেকে আমার সিভিটা আলাদা হবে। সিভিকে আলাদা করতে হলে নিজেকে কত ভাবে প্রোডাক্টিভ করতে হবে। ছাত্র বয়সেই পাবলিক স্পিকিং, কেইজ সলভিং, কমিউনিকেশনের মত বিষয় গুলার প্রাক্টিস কতটা গুরুত্বপূর্ণ তা এই বই থেকে জেনেছি। এই বইটা যেনো একটা ছোটা প্যাকেজ বড়া ধামাকা।আমি পড়তে এতটাই আগ্রহ পাচ্ছিলাম যে ১দিনেই পড়ে ফেলেছি। যত পড়ছিলাম তত শুধু জানতে ইচ্ছা করছিলো। বইটা পড়ে আমি আমার পড়াশোনার পাশাপাশি কি কি করবো তার একটা সম্পূর্ণ গাইডলাইন পেয়ে গেলাম।
Was this review helpful to you?
or
যথেষ্ট ভালো এবং গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
personal growing ?
Was this review helpful to you?
or
boitite janar moto onek interesting information ache, over all valo ekta boi
Was this review helpful to you?
or
boita to obossoi onek onek valo. erom boi asole bangladesh e uniq . onek boi poresi, kintu ei boita ektu beshi valo lagse. sobcheye valo lagse, english shikho nahoy english shikho.
Was this review helpful to you?
or
অসাধারণ বই
Was this review helpful to you?
or
This one is really good. Have learned quite a few new things.
Was this review helpful to you?
or
Valo
Was this review helpful to you?
or
amazing book
Was this review helpful to you?
or
marketing book all time hit and hot
Was this review helpful to you?
or
Ami odhir agroho niye opekkhay asi boite porar jonno.. the book is awesome for everyone.
Was this review helpful to you?
or
আশা করি অনেক কিছু শিখতে পারব এই থেকে
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় সেলফ হেল্প বইয়ের মধ্যে রাসেল এ কাউসারের “সেল মি দিস পেন” একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য এটি দারুণ উপযোগী। পার্সোনাল গ্রোথ, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গ্রোথ, বিজনেস গ্রোথ, পার্সোনাল ফাইন্যান্স ও প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে বইটিতে সহজ ও বাস্তবসম্মত হ্যাক দেওয়া হয়েছে। ছোট ছোট অধ্যায়, সহজ ভাষা ও বাস্তব কেস স্টাডি বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বইটি পড়তে পড়তে নিজের সাথে মিলিয়ে অনেক কিছু উপলব্ধি করা যায়, যা আত্মবিশ্লেষণে সাহায্য করবে। সেলফ ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশল নিয়েও এতে কার্যকর পরামর্শ রয়েছে। কিছু অধ্যায় সংক্ষিপ্ত মনে হতে পারে, তবে বইটি পড়ে অতৃপ্ত থাকার সুযোগ নেই। "Don’t sell the feature, Sell the benefit"—এই মন্ত্রটি পুরো বইজুড়ে প্রতিফলিত হয়েছে, যা বিক্রয় দক্ষতা উন্নত করতে সহায়ক হবে। যারা সেলফ হেল্প ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে পড়তে ভালোবাসেন, তাদের জন্য এটি অবশ্যপাঠ্য। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য এটি দারুণ এক গাইড।
Was this review helpful to you?
or
রাসেল এ কাউসার এর লেখা সেল মি দিস পেন বইটি ইন্টারনেটে এন্টারটেন্মেন্ট এর মধ্যে ডুবে না থেকে কিভাবে সেই ইন্টারনেটক্যা কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ারক্যা বেস্ট ক্যারিয়ারে রুপ দেওয়া যায় আমি বলবো এটা সেই রকমই একটা বই । আমি নিজে পড়েছি এবং আমার বন্ধুদের কে পড়ার জন্য উৎসাহ দিচ্ছি । যারা নিজের টাকা দিয়ে বই কিনতে ইচ্ছুক না তাদেরকে আমার বইটা পরতে দিচ্ছি । ইতোমধ্যে ৩ জনের পড়া শেষ আর ৪ জন শিডিউলে আছে ।
Was this review helpful to you?
or
One of the worst book . It has nothing but some you tube channel and Facebook messaging . The writer is totally illiterate and has not sense of writing. Just gather sufficient amount of knowledge then write a book. .
Was this review helpful to you?
or
I can sense a poor writeup quality comparing other same types of books I read. The book should use a reference section and should ignore some clichés. But it's an extremely good thing that the book has tried to level up our youngsters skills which is very much needed at this moment.
Was this review helpful to you?
or
?বইঃ সেল মি দিস পেন(রিভিউ নং-৭) ✒️লেখকঃ রাসেল এ কাউসার ?পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি-ক্যারিয়ার উন্নয়ন #rokomari_book_club_review_competition রাসেল এ কাউসার ভাইয়া "সেল মি দিস পেন" বইটিতে প্রায় ৫৬ টি আত্মউন্নয়নমূলক টপিক নিয়ে আলোচনা করেছেন। পার্সোনাল গ্রোথ, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গ্রোথ, পার্সোনাল ফাইন্যান্স, প্রোডাক্টিভিটি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে এই বইতে। তার মধ্য থেকে ২ টি টপিক নিয়ে আলোচনা করা হলো। ১.Trap yourself: আজ পর্যন্ত যত বই পড়েছেন, ভিডিও দেখেছেন, উপদেশ পেয়েছেন সবখানেই বলেছে কখনো নিজেকে Trap এ ফেলবেন না। কিন্তু আপনাকে নিজের জন্য নিজেকে Trap এ ফেলতে হবে। ~উদাহরণস্বরূপ: আপনি একজন মোটা মানুষ। এজন্য প্রতিদিন রাতে ভাবেন কাল থেকে প্রোপার ডায়েট করবেন কিন্তু কোনোদিনও তা করা আপনার হয়ে ওঠে না। আপনার করা হয়ে উঠবে যদি আপনি নিজেকে Trap এ ফেলে দিতে পারেন। আপনার জন্য Trap টা হতে পারে এমন, আম্মু কাল থেকে আমি ডায়েট করব। তুমি প্লীজ আমার জন্য অল্প একটু ভাত আর অনেক অনেক সবজি রান্না করিও। আপনার আম্মু হিসাব করে রান্না করবে। তখন আপনার পেট না ভরলেও আপনি কিছু বলতে পারবেন না। কেননা সবকিছু আপনার কথা মতোই হয়েছে। এছাড়াও আপনার ইগো কাজ করা শুরু করেছে এই ভেবে যে, যদি আমি বেশি খাই আমার মা ভাববে, আমাকে দিয়ে কিছু হবে না। বা খাওয়ার টাইমে আমাকে লজ্জা দিয়ে বলবে, এই বুঝি তোমার ডায়েট? এভাবে যেকোনো একটা কাজ শুরু করার আগে, আপনি কাজটা করতে যাচ্ছেন বলে সারা দুনিয়াকে জানান দিন, আর নিজেকে Trap এ ফেলে দিন। জয় আপনার হবেই। ২. Root cause analysis: আমরা প্রতিদিনই কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে যাই। প্রায়ই অনেক সমস্যারই সমাধান করা হয়ে ওঠে না। কারণ হিসেবে হয়তো আমরা সমস্যার সঠিক উৎস সম্পর্কে জানতে পারি না। Root cause analysis পদ্ধতি প্রয়োগ করলে সমস্যার সমাধান করা অনেকাংশেই সহজ হয়ে ওঠে। ~উদাহরণস্বরূপ: যদি কোনো ম্যানেজার দেখে যে তার কোনো কর্মচারী কারখানায় কাঠের গুঁড়ো ফেলেছে তবে Root cause analysis না জানা ম্যানেজার সেই কর্মচারীকে ডেকে বকাঝকা করে ফ্লোর পরিষ্কার করার আদেশ দেবেন। কিন্তু সে যদি জানে কিভাবে Root cause analysis করতে হয়, তবে সে প্রশ্ন করবে,ফ্লোরে ডাস্ট কেন? কর্মী উত্তর দেবে আমি হাতে ডাস্ট নিয়ে পড়ে গেছিলাম। আবার ম্যানেজার জানতে চাইবে,তুমি পড়ে গেলা কেন? কর্মী আবার উত্তর দেবে কারণ ফ্লোর পিচ্ছিল ছিল। তিনি আবার প্রশ্ন করবেন, কেন ফ্লোর পিচ্ছিল ছিল? উত্তর আসবে ফ্লোরে তেল পড়েছিল। আবার তিনি প্রশ্ন করবেন, কেন ফ্লোরে তেল পড়েছিল? উত্তর এলো কারন মেশিন লিক হয়েছিল। আরেকবার তিনি প্রশ্ন করবেন, মেশিন লিক হওয়ার কারণটা কি? উত্তর আসতে পারে মেশিনের ভিতরে তেলের ট্যাংকে ফাটল দেখা দিয়েছে বা রাবার লাইনিং কাজ করছে না। এই উদাহরণ শুরু হয়েছিল ফ্লোরে পড়ে থাকা ডাস্ট থেকে। যেটি মূলত আসল সমস্যা ছিলো না। আসল সমস্যা হলো মেশিনে ত্রুটি। কিন্তু ম্যানেজার যদি ডাস্টকেই সমস্যা মনে করে নিতেন তাহলে এরকম সমস্যা তাদের প্রতিষ্ঠানে প্রতিনিয়ত হতেই থাকতো। আর এভাবে Why দিয়ে যেকোনো সমস্যা কে ৫ বার প্রশ্ন করার নামই হলো Root cause analysis/5w Model. এমন আরও ৫৪ টি কনসেপ্ট যেমন: মানি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সিভি রাইটিং, Wheel of life, Short time memory, Creating third Identity প্রভৃতি এই বইয়ে ফুটিয়ে তোলা হয়েছে। পাঠ্যানুভূতি: বইটি পড়ে আমার বেশ ভালোই লেগেছে। আপনি ছাত্রজীবন থেকে ক্যারিয়ার উন্নয়ন এর প্রায় প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধারণা পাবেন। আশা করি, বইটি পড়ে আপনি একটু হলেও উপকৃত হবেন, হতাশ হবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই।
Was this review helpful to you?
or
দারুণ সব তথ্যে ভরপুর একটি বই। স্টুডেন্ট লাইফে পড়ার জন্য বেস্ট একটি বই।
Was this review helpful to you?
or
বইটা আসলে ভুল করে কেনা। এমন বই যে পরব অবার বাংলাদেশি লেখকের কাছ থেকে ভাবতে পারি নাই। যদিও বই এর নামের সাথে ভেতরের সেরকম একটা মিল নেই। কিন্তু বইটা অনেক বিদেশি লেখকের বই এর মিস্রনে তৈরি। অনেক ভালো ইনফিরমেশন আছে বইটিতে। ধন্যবাদ লেখককে।
Was this review helpful to you?
or
সকল ছাত্রদের জন্য মাস্ট রিড
Was this review helpful to you?
or
You are the best writer vai, i have ever seen. Hope the book will also be the best.
Was this review helpful to you?
or
বইটা প্রয়োজনের তুলনায় একটু বেশিই ভালো। পড়লেই বুঝবেন৷ ?
Was this review helpful to you?
or
বইয়ের নামের সাথে কনটেন্ট এর কোন সম্পর্ক নাই, ইউটিউবের কোন মটিভেশনাল প্লেলিস্টের লিখিত ভার্সন এটা, এবং এত বিষয় নিয়ে কথা বলা হয়েছে যে লেখক কি বিষয়ে বলতে চান, মনে হচ্ছিল লেখক সেটাই জানেন না। এবং সব বিষয়ে খুবি সংক্ষিপ্ত করে লেখা, লেখকের এসব কোন বিষয়েই গবেষনা, কাজের অভিজ্ঞতা অথবা উচ্চতর ডিগ্রি কিছুই নাই । আমার মনে হয় এই বইটি কিনে পড়া মানে সময় ও অর্থ দুটোরি ক্ষতি।
Was this review helpful to you?
or
মো সাবিবর বইয়ের নাম:সেল মি দিস পেন। লেখক:রাসেল এ কাউসার #Rokomari_Book_Club_Review_Competition #রকমারি_বুক_রিভিউ_প্রতিযোগিতা_২০২১ *আপনাকে যদি প্রশ্ন করা হয়, ডাক্তার হওয়ার জন্য কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? হয়তো উত্তরটা হবে ডাক্তারি পাস করতে হবে। কিন্তু আপনি কি জানেন, ডাক্তারি পাস না করে ভারতের বিখ্যাত মুচি দেশ ও বিদেশের সর্বত্রে ডাক্তার নামে পরিচিত।সেই মুচিও সকল মুচির মতো মাটিতে বসে জুতা সেলাই করত। কিন্তু তিনি সাধারণ কাজটি অসাধারণভাবে করেছিলেন, যেখানে সবাই লিখে রাখত দোকানের সাইনবোর্ডে এখানে জুতা সেলাই করা হয়, সেখানে সে লিখে দিয়েছিল এখানে জুতার অপারেশন করা হয়। ডাক্তার বসে সকাল ৯:০০ টা থেকে রাত ৯::০০টা পর্যন্ত এবং জরুরী রোগীর জন্য ICU ব্যবস্থা আছে। মুচি থেকে নিজেকে ডাক্তার বানানোর গল্পটির জন্য দেশ থেকে বিদেশ তার নাম ছড়িয়ে পড়ে।মুচির মতো নিজের যা আছে তা দিয়ে নিজের লাইফে ভ্যালু এড করতে চাইলে সাধারন কাজগুলো কিভাবে অসাধারণ ভাবে করা যায় সে সকল বিষয়বস্তু নিয়ে এই বইটিতে চমৎকার ভাবে ৫৪ টি বিষয়বস্তু আলোচনা করা হয়েছে। যে কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের লাইফে ভ্যালু এড করতে পারি। *তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: ১। সময় খরচ না করে কিভাবে সময় ইনভেস্ট করা যায়, যার মাধ্যমে অল্প সময়ে বেশি কাজ করা যায়। 2। নিজেকে ফাঁদে ফেলে কিভাবে সফলতা অর্জন করা যায়। ৩। আগে বলা হতো Time is money এখন বলা হয় নেটওয়ার্ক ইজ মানি, কিভাবে ভালো নেটওয়ার্ক করতে পারি তা নিয়ে বলা হয়েছে। ৪। ফেসবুক ও ইউটিউব কিভাবে ব্যবহার করলে আমাদের লাইফে ভ্যালু এড হবে তা নিয়ে বলা হয়েছে। ৫।টাকা ছাড়া ওয়েবসাইট ও ব্লগ তৈরি করা যায় কিভাবে। ৬।৮০/২০ রুল কিভাবে কাজ করে। ৭।আমাদের Hobby কিভাবে টাকা দিবে। ৮। মার্কেটিং ও বিজনেস রিলেটেড বিভিন্ন টিপস ও হ্যাকস। ৯। সিভি, ইমেইল ও ইন্টারভিউ ভালো করা বিভিন্ন টিপস। ১০। ৫০০ টাকা কিভাবে নিজের অফিস করা যায়। পারসোনাল গ্রোথ, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার গ্রোথ, বিজনেস গ্রোথ ও প্রডাক্টিভ ম্যানেজমেন্ট বিষয়বস্তু গুলো নিয়ে আলোচনা করা হয়েছে।
Was this review helpful to you?
or
The books name is fascinating. I hoop I can learn something special.