User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By 880****554

      03 Sep 2024 06:11 PM

      Was this review helpful to you?

      or

      বইটার গুরুত্ব সম্বন্ধে কিভাবে লিখবো আমি তার ভাষা পাচ্ছি না। আমি দাম্পত্য জীবনের উপরে প্রচুর পড়াশোনা করেছি, তবে একটা জিনিস আমার মধ্যে কেমন যেন অভাব থেকেই যেত। এই বইটা হাতে পাওয়ার পর যখন ভুমিকা পড়া শুরু করলাম, তখন নিয়ত করলাম এই বইটার বাক্য তো দুরে থাক পড়তে একটা শব্দও বাদ দিব না। এরপর বইটা পড়ে আমি নিশ্চিত হতে পারলাম যে, এটই ছিল দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা একটি বই। সত্যি কথা বলতে, দাম্পত্য জীবনে বইটার যে গুরুত্ব তা বলে বুঝানো সম্ভব না। আল্লাহর কসম, দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা বই এটি "লাভ এন্ড রেসপেক্ট"। আমি অনুরোধ করবো সকল বিবাহিত-অবিবাহিত ভাইবোন নির্বিশেষে সবাই যেন বইটি সংগ্রহে রাখে। জাযাকাল্লাহ খাইর।

      By Saqib

      10 Sep 2023 11:42 PM

      Was this review helpful to you?

      or

      লেখক ‘লাভ' এন্ড “রেসপেক্ট” এই দুই শব্দের মধ্যেই পুরো বইয়ের সার নির্জাস নিয়ে এসেছেন। দাম্পত্য জীবনের কলহ-বিবাদ থেকে বাঁচতে স্বামী বাবুকে বলেছেন তার স্ত্রীকে নিঃশর্তে ভালোবাসতে। স্ত্রীদেরকে বলেছেন, সে যেন স্বামীকে নিঃশর্তভাবে সম্মান করে। এর জন্য লেখক COUPLE এবং CHAIRS এর সূত্রপাত ঘটিয়েছেন। স্বামী তার স্ত্রীকে COUPLE এর তত্ত্ব মেনে ভালোবাসবে। যার ফুল মিনিং হলো। C = Closeness বা ঘনিষ্ঠতা O = Openness বা অকপটতা U = Understanding বা বুঝাপড়া P = Peacemaking বা সমঝোতা L = Loyalty বা বিশ্বস্ততা E = Esteem বা শ্রদ্ধা স্ত্রী তার স্বামীকে CHAIRS এর তত্ত্ব মেনে শ্রদ্ধা এবং সম্মান করবে। যার ফুল মিনিং হলো। C = Conquest বা বিজয় H = Hierarchy বা ক্রমাবস্থান A = Authority বা কতৃত্ব I = Insight বা অন্তর্দৃষ্টি R = Relationship বা সম্পর্ক S = Se....uality মোটাদাগে এগুলোই। এছাড়া অনেক কলাকৌশল, উপদেশ তিনি দিয়েছেন। বিস্তারিত জানতে হলে বইটা পড়তে হবে।

      By Md Shohel Rana

      04 Aug 2022 01:38 PM

      Was this review helpful to you?

      or

      খুব সুন্দর একটা বই।

      By Abdul Latif

      31 Mar 2022 04:06 PM

      Was this review helpful to you?

      or

      উপর থেকে দেখতে যেমন চোখ জুড়ানো , ঠিক তেমনি ভিতরের প্রতিটি শব্দ মন মাতানো ।

      By Kaysar Ahammed Shuvo

      23 Mar 2022 06:46 PM

      Was this review helpful to you?

      or

      ❤️

    • Was this review helpful to you?

      or

      বইয়ের নাম : লাভ এন্ড রেসপেক্ট লেখক : ড. এমারসন এগারিচেস অনুবাদক : রোকন উদ্দিন খান প্রকাশক : প্রচ্ছদ প্রকাশন পৃষ্ঠা সংখ্যা : ২২৪ মুদ্রিত মূল্য : ৩২০ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলোর একটি হলো স্বামী-স্ত্রীর সম্পর্ক। আল্লাহ তাআলা জিনাকে হারাম করেছেন এবং বিবাহকে হালাল করেছেন। বিবাহের মাধ্যমে দুইজন মানুষ একসূত্রে গাঁথিত হন। তাদের বাকি জীবন কাটে একজন আরেকজনের প্রতিচ্ছবি হয়ে, একে অপরের পোশাক হয়ে, একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ হয়ে। মানব জীবনে দাম্পত্য সুখ-শান্তি সকল মানুষের পরন আকাঙ্ক্ষিত বিষয়। বিবাহের আগে থেকেই একজন যুবক এবং একজন যুবতীর মনোবাসনা থাকে তার দাম্পত্য জীবন যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয়। অনেকে এজন্য পূর্ব থেকেই প্রস্তুতি নেয়। আবার অনেকে নেয় না, অনেকে সঠিক দিকনির্দেশনার অভাবে নিতে পারে না। ফলে দেখা যায় সাধারন দাম্পত্যকলহের জের ধরে বিবাহবিচ্ছেদ ঘটে, যা কোনোভাবেই মানার মতো নয়। বিবাহিত জীবনটা যেনো সুখী ও সাচ্ছন্দ্যময় হয় এবং ক্ষুদ্র ও সাধারন কোনো কলহ যেনো বিবাহবিচ্ছেদের কারণ না হয় সেজন্য প্রয়োজন বিবাহের পূর্বেই সুখী দাম্পত্য জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। তা সম্ভব না হলে অন্তত বিবাহের পরেও এ সম্পর্কে সতর্ক হওয়া। আর এজন্য প্রয়োজন সঠিক দিকনির্দেশনার। ড. এমারসন এগারিচেস দীর্ঘ তিন দশক কাজ করেছেন দাম্পত্য সম্পর্কের উপর। তার সুদীর্ঘ সময়ব্যাপী পরিচালিত এই কাউন্সেলিংয়ের সারনির্যাস তুলে ধরেছেন তার বিখ্যাত বই 'লাভ এন্ড রেসপেক্ট'-এ। তিনি উক্ত বইয়ে এঁকেছেন দাম্পত্যের নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। তিনি বইটিতে তুলে ধরেছেন দাম্পত্য জীবনের জানা-অজানা অনেক বিষয়। সংসারে স্বামী-স্ত্রীর সাইকোলজি কিভাবে কাজ করে, সেই সাইকোলজিকে কিভাবে নেতিবাচক প্রভাব থেকে ফিরিয়ে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায় তার চমৎকার এক পাঠ উপস্থাপন করা হয়েছে এই বইয়ে। বইটি হতে পারে অবিবাহিতদের জন্য প্রস্তুতির মাধ্যম। সুখী এবং অসুখী উভয় ধরনের দম্পতির জন্য চোখের শীতলতা। বইটি পড়ার দ্বারা পাঠক জানতে পারবেন বিবাহিত জীবনের অনেক রহস্যাদি, যা আপনার দাম্পত্য জীবনকে রাঙিয়ে তুলতে সাহায্য করবে। একটা অবিশ্বাস্য তথ্য না দিলেই নয়। বিশ্বের সর্ববৃহৎ অনলাইন সেবা প্রতিষ্ঠান অ্যামাজন ডট কমে 'লাভ এন্ড রেসপেক্ট' বইটির রেটিং পড়েছে তিন হাজারের উপরে! বুঝতেই পারছেন পাঠক সমাজে বইটির জনপ্রিয়তা। উক্ত বইটির বাংলা অনুবাদ প্রকাশ করেছে 'প্রচ্ছদ প্রকাশন'। রোকন উদ্দিন খানের অনুবাদে নীল এবং গোলাপি প্রচ্ছদে তারা প্রকাশ করেছে স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। পাঠ-পর্যালোচনা : একটি বইয়ের সফলতা বুঝা যায় বইটির পাঠকপ্রিয়তা দেখে। আর একটি বই পাঠকপ্রিয় হয়ে উঠে কয়েকটি কারণে। সেগুলো হলো: বইটির নামলিপি, প্রচ্ছদ, বইয়ের বিষয়বস্তু এবং বোধগম্য আলোচনা। মজার বিষয় হলো "লাভ এন্ড রেসপেক্ট" বইটি সবকটি শর্তই পূরণ করতেই সক্ষম হয়েছে! বইয়ের নামলিপিটিই আকর্ষণীয় এবং বিষয়বস্তুর সাথে খুব মানানসই। বইয়ের দুটো প্রচ্ছদই পাঠকার্ষক। বইয়ের বিষয়বস্তুতো বইয়ের নামলিপিতেই ফুটে উঠেছে। উক্ত বিষয়বস্তু নিয়ে লেখালেখি করা বর্তমান সময়ে খুবই প্রয়োজন ছিলো। ড. এমারসন এগারিচেস গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে গবেষণা করেছেন এবং "লাভ এন্ড রেসপেক্ট" বইয়ে তার গবেষণার ফলাফল আলোচনা করেছেন, যা একটি দম্পতিকে সুখ এবং শান্তিময় দাম্পত্য জীবনযাবনে সাহায্য করবে। বইয়ের আলোচনার ধরন যদি জানতে চান, তাহলে বলবো আলোচনা খুবই শ্রুতিমধুর, সহজ ও সরল ভাষা এবং বোধগম্য। বিজ্ঞ অনুবাদক লেখকের লেখার মধ্যে কোনো পরিবর্তন-পরিমার্জন না করেই লেখকের লেখার মূলভাব পাঠকের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। বইটি পড়ার প্রয়োজনীয়তা: বর্তমানে আমাদের সমাজে পরিবার ব্যবস্থা ক্রমেই ভেঙে পড়ছে। পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া পেয়ে তা যেনো লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বিবাহবিচ্ছেদ যেনো নিত্তনৈমিত্তিক ঘটনা। সংসারে সুখ নেই, শান্তি নেই, ভালোবাসা নেই, একজনের প্রতি আরেকজনের টান নেই। নেই একজনের ভুলগুলো ক্ষমা করে দেয়ার বা সহ্য করে যাওয়ার গুণ। ফলে সমাজে এর বিরূপ প্রভাব পড়ছে এবং পতিতাবৃত্তি ও পরকিয়া ক্রমেই বেড়ে চলেছে। এ সকল সমস্যা থেকে উত্তরণের জন্যই প্রয়োজন সুখী দাম্পত্য জীবন গঠনের জন্য আদর্শ গাইডলাইন। যা একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তিই কেবল দিতে পারেন। ড. এমারসন এগারিচেস এমনই একজন ব্যক্তি আর তার রচিত "লাভ এন্ড রেসপেক্ট" এমনি একটি গাইডলাইনমূলক বই। যা আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য কান্ডারি হতে পারে। তাই সকল বিবাহিত, অবিবাহিত নারী-পুরুষের গুরুত্বপূর্ণ এই বইটি পড়া জরুরি।

      By Tal Ha

      01 Mar 2021 12:52 AM

      Was this review helpful to you?

      or

      #বই_রিভিউ বইয়ের নাম: লাভ এন্ড রেসপেক্ট লেখা: ড. এমারসন এগারিচেস অনুবাদ: রোকনউদ্দীন খান প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না প্রকাশনা: প্রচ্ছদ প্রকাশন প্রথম প্রকাশ: ডিসেম্বর, ২০২০ মুদ্রিত মূল্য: ৩২০/- টাকা পৃষ্ঠা সংখ্যা: ২২৪ "পুরুষরা দুনিয়াকে বোঝে নীল রঙের চশমা ও নীল রঙের হেয়ারিং এইড দিয়ে- যেখানে নারীর পুরো দুনিয়াটা গোলাপী রং দিয়ে রাঙানো। অপরদিকে, নারীরা দুনিয়াকে অনুভব করে গোলাপী রঙের চশমা ও গোলাপী রঙের হেয়ারিং এইড দিয়ে- যেখানে পুরুষের পুরো দুনিয়াটা নীল রঙে রাঙানো।" আসলেই কি তাই? যেখানে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা সবচেয়ে মধুর সম্পর্ক। সেখানে সেই সম্পর্কের মধ্যে কেন আজ এতো উদাসীনতা? কেন স্বামী স্ত্রী আজ একে অপরের প্রতি এতোটা নির্লিপ্ত? কেন এই সম্পর্কের মাঝে বেড়ে চলেছে দূরত্ব? আর, এ অবস্থাতে করণীয়ই বা কি? কি করলে সম্পর্ক আবার হয়ে উঠবে সুমধুর? স্বামী স্ত্রী দুজনের প্রাণের ভেতর বাজিয়ে দিবে সুরের ঝংকার? দাম্পত্য জীবন সম্পর্কে আপনার, আমার, আমাদের এই সকল প্রশ্নের উত্তর দিতেই ড. এমারসন এগারিচেস এর হাতে সৃষ্ট হয়ে গংগাচড়ের এক নিভৃত পল্লীর রোকনউদ্দীন খানের হাত ধরে প্রচ্ছদ প্রকাশনীর মাধ্যমে প্রকাশিত হয়েছে এই অমূল্য প্রেসক্রিপশিন- "লাভ এন্ড রেসপেক্ট"। সংক্ষিপ্তসার: লেখক ড. এমারসন এগারিচেস বইটিকে মোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করেছেন। পাশাপাশি পড়ার সুবিধার্থে এই ২৪টি অধ্যায়কে সমন্বিত করে মোট ৩টি অংশে বিভক্ত করেছেন, যা বইটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অংশগুলো হলোঃ- ১. পাগলাচক্র:- এই চক্রটি মোট ৭টি অধ্যায় এর সমন্বয়ে গঠিত। লেখকের কাছে আগত দম্পতিদের কাউন্সিলিং করে যে মৌলিক সমস্যাগুলো তিনি খুঁজে পেয়েছেন, এই অংশে মূলত তিনি সেই বিষয়গুলোই তুলে ধরেছেন। " উইদআউট রেসপেক্ট, হি রিএক্টস... উইদআউট লাভ, শি রিএক্টস"- এটাই এই অংশের মূল কথা। এছাড়া, কয়েকটি কৌশলের কথা তিনি আলোচনা করেছেন যেগুলো আপনার ও আপনার স্ত্রী/স্বামীর মধ্যকার "লাভ এন্ড রেসপেক্ট কানেকশন"কে আরও মজবুত করবে বলেই আশা করি। আঘাত হানার আগেই পাগলাচক্রকে থামিয়ে দেওয়ার কৌশলগুলো আশা করি আপনাদের জন্য বাস্তবজীবনে সাফল্যমন্ডিত হবে। ২. উৎসাহচক্র:- মোট ১৫টি অধ্যায় নিয়ে গঠিত এই চক্রের সর্বত্রই স্বামী ও স্ত্রীর নিজ নিজ কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। " ও শ্রদ্ধা করে না, আমি কেন ভালোবাসবো?" বা "ও ভালোবাসে না, আমি কেন শ্রদ্ধা করব?" এই চিন্তা মন থেকে পুরোপুরি বাদ দিয়ে নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে উদ্বুদ্ধ করা হয়েছে। আত্মিক ও মানসিক গঠনমূলক এই কাজগুলো দম্পতির মধ্যকার রাগ অভিমানগুলো ভেঙে তাদের বন্ধনটাকে আরও মজবুত করে দিবে বলে আশা করি। ৩. পুরস্কারচক্র:- মানুষ যে কোনো কাজ করে কোনো না কোনো একটা ফলের বা পুরস্কারের আশায়। কিন্তু কি হয়, যখন এই ফলটা উক্ত মানুষটি পায় না? পাগলাচক্রে,উৎসাহচক্রে আলোচিত কর্তব্যগুলো আপনি আপনার মতো সঠিকভাবে পালন করলেন। কিন্তু, আপনার সঙ্গী/সঙ্গীনীর কাছ থেকে আপনি কোন সাড়া পেলেন না। তখন কি করবেন? হতাশ হবেন? ধৈর্য্যহারা হয়ে পড়বেন? এই উত্তরগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এই পুরস্কারচক্রে। আপনার কর্তব্য আপনি পালন করে যান, ফল আপনি অবশ্যই পাবেন। স্বামী/স্ত্রীর কাছ থেকে যদি নাও পান... আল্লাহ তো আছেনই! এটাই মূল বক্তব্য। এছাড়া সবশেষে রয়েছে পরিশিষ্ট, যাতে ব্যাখ্যা করা হয়েছে "লাভ এন্ড রেসপেক্ট কানেকশন" এর কিছু মৌলিক অনুশীলন। ব্যক্তিগত মন্তব্য: কেউ যদি আমাকে এক শব্দে এই বই সম্পর্কে একটা মন্তব্য করতে বলে। আমি এককথায় বলব, "অনবদ্য"। আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো লেখকের চমৎকার উপস্থাপনা। অকৃত্রিম তাঁর বুঝানোর ক্ষমতা, যা সত্যিই আমার মনকে দোলা দিয়ে গেছে। বইতে উল্লিখিত প্রতিটি কথা, প্রতিটি কৌশল সম্পূর্ণ বাস্তবসম্মত। আমার বিশ্বাস এই বইটা যে দম্পতি নিজেদের জীবনে ধারণ করতে পারবে, দাম্পত্য সুখ তাদের জীবনে সুরের ঝংকার তুলবেই, ইনশাআল্লাহ। এছাড়া, অনুবাদক রোকনউদ্দীন খানের কথা না বললেই নয়। সহজ ও সাবলীল ভাষায় তার অনুবাদের পারদর্শীতা সত্যিই মনোমুগ্ধকর। এছাড়া, নজরকাড়া প্রচ্ছদে মোড়ানো বইটার সৌন্দর্যও অবশ্যই আপনাকে বিমোহিত করবে। সবশেষে বলব, বইটা আমার প্রথম পছন্দের তালিকায় নির্দ্বিধায় জায়গা করে নিয়েছে। ব্যক্তিগত রেটিং:- ১. বইঃ ৮.৫/১০ ২. অনুবাদঃ ৯.৫/১০ ৩. প্রচ্ছদঃ ৮/১০ বইটি কেন আপনার পড়া উচিৎ: বইটি কেন আপনার পড়া উচিৎ? প্রশ্নটার উত্তর আপনি শুধুমাত্র বইটির বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলেই পেয়ে যাবেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হলো দাম্পত্য কলহ। চারিদিকে যেদিকে তাকাই শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদ। বিচ্ছেদ না থাকলেও সেখানে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। এমতাবস্থায় এই বিপদের থেকে মুক্তি পেতে কি করণীয় সেটা খুব নিপুণ হাতে " লাভ এন্ড রেসপেক্ট" বইটিতে তুলে ধরেছেন ড. এমারসন এগারিচেস। এই বইটি পড়লে আর অনুসরণ করলে যদি এটা আপনার জীবনটাকে সুখে শান্তিতে ভরপুর করে দিতে পারে, তাহলে কেন আপনি এটা পড়বেন না? এছাড়া এটি নিউইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই যা আমাজনের রেটিংয়েও সংখ্যায় তিন হাজার ছাড়িয়ে গেছে। তাছাড়া, যে বইটি বিশ্বে ইতোমধ্যে ২০ লাখ কপি বিক্রি হয়ে একটা মাইলস্টোন ছুয়ে ফেলেছে, আপনি সেই বই সম্পর্কে এখনও জিজ্ঞাসা করবেন কেন বইটি আপনার পড়া উচিৎ? রিভিউ: এস এম আবু তালহা

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!