User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Tahura akter

      24 Dec 2024 09:17 PM

      Was this review helpful to you?

      or

      বই রিভিউ: দুঃখিনী লেখক: জুনাইদ আবির জুনাইদ আবিরের দ্বিতীয় উপন্যাস ‘দুঃখিনী’ এক অসাধারণ সামাজিক উপাখ্যান, যা পাঠককে জীবনের গভীরতম সত্যগুলোর মুখোমুখি দাঁড় করায়। এটি শুধু একটি মেয়ে চরিত্রের জীবনের গল্প নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা দুঃখ, কষ্ট এবং বৈষম্যের অনবদ্য প্রতিচ্ছবি। কাহিনির মূল উপাদান: গল্পের কেন্দ্রীয় চরিত্রটি এমন একটি মেয়ে, যার জীবন দুঃখ ও সংগ্রামের রঙে রাঙানো। পরিবার, সমাজ, এবং ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা ও কষ্ট তাকে বারবার বিপর্যস্ত করে। তবুও, তার সাহস ও মনোবল তাকে বাঁচিয়ে রাখে এবং তাকে এক অনুপ্রেরণামূলক চরিত্রে পরিণত করে। লেখকের ভাষাশৈলী: জুনাইদ আবিরের লেখনী সহজ, সরল, কিন্তু একই সঙ্গে আবেগঘন। প্রতিটি লাইনে তিনি এমনভাবে অনুভূতির জাল বুনেছেন যে পাঠক বইটি পড়ার সময় গল্পের ভেতর হারিয়ে যান। লেখক মানুষের ভেতরের যন্ত্রণা এবং আবেগকে এতটা নিপুণভাবে তুলে ধরেছেন যে তা পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটে। প্রাসঙ্গিকতা: ‘দুঃখিনী’ আমাদের সমাজের সেই মেয়েদের গল্প বলে, যারা নিজেদের স্বপ্ন এবং ইচ্ছাগুলোকে দুঃখের গণ্ডিতে বন্দি দেখতে বাধ্য হয়। এটি কেবল একটি মেয়ে নয়, বরং একটি সমাজব্যবস্থার প্রতিচ্ছবি। কেন পড়বেন: যারা গভীর আবেগময় এবং সামাজিক গল্প পছন্দ করেন। যারা জীবনের কঠিন বাস্তবতাকে নতুনভাবে বুঝতে চান। যারা একটি গল্পে সাহসিকতা এবং অন্তর্নিহিত শক্তির প্রমাণ দেখতে চান। ‘দুঃখিনী’ শুধুমাত্র একটি উপন্যাস নয়, এটি একটি যাত্রা—অন্ধকার থেকে আলোর দিকে। বইটি পড়লে আপনার হৃদয় ভারী হবে, কিন্তু একই সঙ্গে এটি আপনাকে নতুন করে জীবন দেখার দৃষ্টিভঙ্গি দেবে। রেটিং: ????? (৫/৫)

      By Lily Library

      22 Aug 2024 04:37 PM

      Was this review helpful to you?

      or

      amar kase ei nobel khub balo lagse.... ekta sad novel

      By Repon Meah

      14 Mar 2022 07:09 AM

      Was this review helpful to you?

      or

      ফেসবুকের মধ্যে সবাই এই বই নিয়ে মাতামাতি করা দেখে অবশেষে কিনেই ফেললাম। বইটি সত্যিই ভিন্নরকম মনে হয়েছে। চমৎকার একটি উপন্যাস। শেষে মেয়েটির কি হলো কি হলো মন আকুপাকু করছে।??

      By Mohona Mehzabin

      16 Feb 2022 08:50 PM

      Was this review helpful to you?

      or

      বইটি পড়ে শেষের দিকে না চাইতেও চোখ বেয়ে পানি গড়ছে। ভালো থাকুক দুঃখিনী?

      By Tahmina akter

      11 Feb 2022 09:36 AM

      Was this review helpful to you?

      or

      আমার পড়া বেস্ট একটা বই ? শেষে খুব খারাপ লাগছে। অজান্তেই চোখ বেয়ে পানি আসছে। আচ্ছা তমিস্রা কি এভাবেই হারিয়ে গেল? সেই অমানুষকে শিক্ষা দেওয়া উচিত ছিল এভাবে কেন কষ্ট দিল??

      By Tammi jahan

      22 Dec 2024 07:17 AM

      Was this review helpful to you?

      or

      মাশাল্লাহ

    • Was this review helpful to you?

      or

      গুড জব,

      By Nabiha Zaman

      08 Feb 2022 07:15 AM

      Was this review helpful to you?

      or

      খুব দারুণ বইটি। শেষে মেয়েটির কি হলো জানতে ইচ্ছে করে?

      By Sagor

      26 Jan 2021 09:10 PM

      Was this review helpful to you?

      or

      কবে যে বইটা হাতে পাবো সেই অপেক্ষায় আছি? একটু আগে জুনাইদ আবির ভাইয়ের আইডিতে বইগুলোর ছবি দেখলাম,কলিজাটা ঠান্ডা হয়ে গেলো ?? এই অসাধারণ বইটি পড়ার অপেক্ষা আর করতে পারছি না, ? আবির ভাইয়ের কাছ থেকে যতটুকু জেনেছি বইটা সত্যি অসাধারণ হতে চলেছে ? সবাই আমাগো আবের ভাইয়ের বই কিনে ফেলেন, ????

      By tahmina jannat

      24 Jan 2021 12:15 PM

      Was this review helpful to you?

      or

      দুঃখিনী একটি দুঃখ+শিক্ষণীয় কোনো এক দুঃখি মেয়েকে নিয়ে লেখা হবে বলে মনে হয়। ঠিক তাই নির্ভর করে দুঃখি এন্ডিং। বর্তমান সময়ে আমাদের সমাজে ঘটা অহরহ ঘটনা। ধর্ষণ, জুলুম, নারী নির্যাতন, খুনাখুনি মারামারি ইত্যাদি। আমার মনে হয় লেখক এসবের উপর হয়ত শিক্ষণীয় একটা পাণ্ডুলিপি এঁকেছেন। দুঃখিনী নামটা শুনার পর সবার কাছে যেরকম এক দুঃখ এন্ডিং বলে মনে হয়। আমার কাছেও ঠিক তেমনি আমার কাছে মনে হয় সমাজকে সচেতন এবং জাগ্রত করার মতো কোনো শিক্ষণীয় টিপস পাব। তার প্রথম বই প্রিয়তমা। যদিও রোমান্টিক ক্যাটাগরীর। তবুও শিক্ষণীয় সামাজিক এবং ইসলামিক জ্ঞান বেশ। খুব ভাল লাগা এক উপন্যস। আছিল। আশাকরি সেই প্রিয়তমা থেকে আরো দিগুন ভাল হবে দুঃখিনী। দুঃখিনী বর্তমানেও বেস্টসেলার ছয় এর স্থান অতিক্রম করেছে। আশাকরি এভাবে ধাপেধাপে লেখক এক সময় সর্ব জনপ্রিয়তা অর্জন করে বেস্টসেলার প্রথম স্থান অর্জন করবেন। লেখকের জন্য অনেক অনেক শুভ কামনা।

      By moriyom fahima

      21 Jan 2021 09:40 AM

      Was this review helpful to you?

      or

      দুঃখিনী এই নামটাতেই একধরনের আবেগ ইমোশন কাজ করে,আসলেই আমরা মেয়েরা চির দুঃখিনী,আমাদের দুঃখের শেষ নেই, জুনাইদ আবির এর লেখা তার দ্বিতীয় উপন্যাস দুঃখিনী, একটা দুখী মেয়ের জীবন নিয়ে লেখা এই উপন্যাসটি, জীবনে বেঁচে থাকতে হলে লড়াই করে বাঁচতে হয় আমাদের। দুঃখিনী গল্পটা ঠিক এরকমই,একটা অভাগা দুঃখিনী মেয়ের জীবনে বেঁচে থাকার লড়াই, কিভাবে এই কলুষিত সমাজে লড়াই করে বেঁচে থাকতে হবে তার কাহিনী,আমাদের সমাজটা এখন দূষিত এখানে বাবা মা থাকা সত্ত্বেও বেচে থাকা কষ্টের আর যাদের বাবা মা নেই তাদের কথা আর নাই বা বললাম। জুনাইদ আবির এর লেখা এটা তার দ্বিতীয় উপন্যাস, নতুন লেখক হিসেবে সে খুব সাড়া জাগানো লেখক, প্রথম উপন্যাস নতুন হিসেবেও খুব জনপ্রিয়তা পেয়েছিলো, আর দুঃখিনী আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে আমি মনে করি,আমি নিজেই ত প্রি অর্ডার দিয়ে রেখেছি, আশা করি খুব ভালো একটা বই আমরা পাঠকরা পেতে যাচ্ছি, আবির এর কাছে আমরা আশাবাদী সে আমাদের আরো সুন্দর ভালো মানের উপন্যাস উপহার দিবেন, পাঠক মহলে দুঃখিনী সাড়া জাগানো উপন্যাস হবে। রকমারি ওয়ালে বেস্টসেলার ছয় নাম্বারে দুঃখিনী বইটি স্বাভাবিক ব্যাপার না। সবাই বেশ আগ্রহের সহিত অর্ডার দিয়ে হাতে পাওয়ার অপেক্ষায়। ঠিক যেমনটা আমিও। সবার মনে দুঃখিনী জায়গা করে নিবে❤।

      By ফাহিমা

      21 Jan 2021 09:07 AM

      Was this review helpful to you?

      or

      দুঃখিনী জুনাইদ আবির উফরে আবের ভাইয়ের ২য় উপন্যাস গ্রন্থ। তার প্রথম গ্রন্থের নাম প্রিয়তমা। যা দু হাজার বিশ বইমেলার সেরা একটি বই বলে ঘোষণা হয়। বেশ সাড়া পেয়েছিল প্রিয়তমাতে। আমরা আশাকরি তার প্রিয়তমা থেকে দুঃখিনী গ্রন্থে আরো ব্যাপার সাড়া পাবে। বর্তমানে দুঃখিনী বইটি বেস্টসেলার ৬নাম্বারে দেখে নিজের কাছেই খুব ভাল লাগা কাজ করছে। না জানি লেখকের কাছে কেমন লাগবে। দুঃখিনী নামটি শুনার পরও মনে হয় কোনো এক দুখি নারীকে নিয়েই লেখা। আমাদের সমাজে ন্যাকড়ে পশুদের অভাব নেই। দেখতে মানুষের মত হলেও ভেতরে ভেতরে তাদের অন্তর পশুর থেকেও আরো জগন্য। আমার কাছে যা সম্ভব মনে হয় পশুর মত কোনো এক পুরুষ এই দুঃখিনী নামের নারিটি শিকার হয়। যার কারণেই তো স্বয়ং বইয়ের নাম দুঃখিনী বলেই আখ্যায়ী করা হয়েছে। আশাকরি আমরা খুব ভাল একটা টিপস পাব। সমাজের জন্য ভালো একটা ম্যাসেজ পাব। জুনাইদ আবিরের প্রতিটা লেখাই শিক্ষণীয় থাকে। বিশেষ করে দু লাইনের হাসির লেখার মধ্যেই ঠিক যেরকম বিনোদন থাকে। ঠিক সেভাবেই থাকে উপদেশ, ম্যাসেজ, শিক্ষা। আমরা আশাকরি বইয়ের পাতায় আরো দিগুণ হবে। শুভ কামনা রইল প্রিয় লেখকের জন্য♥♥

      By Faiza Farhin Tridha

      15 Jan 2021 11:53 AM

      Was this review helpful to you?

      or

      আশা করছি এই বইটিও ভালোই হবে।সামাজিক কিংবা রোমান্টিক জনরার অন্তর্ভুক্ত হতে পারে বইটি। নাম টা শুনলেই কল্পনায় একটা মেয়ে কে দেখতে পাই কেমন অদ্ভুত চোখে যেনো চেয়ে আছে।মেয়েটা কি খুব দুঃখী?অনেক কষ্ট তার?জানতে হলে পড়তে হবে দুঃখিনী বইটি।বইয়ের জন্য লেখককে শুভকামনা। ভালো কিছুর অপেক্ষায়। #আবেরিয়ান

      By Junaid Abir

      04 Jun 2022 07:08 PM

      Was this review helpful to you?

      or

      ধন্যবাদ রকমারিকে।

      By Shaheen Alam

      24 Feb 2021 07:31 PM

      Was this review helpful to you?

      or

      তমিস্রা নামের এক দুঃখিনী মেয়ের গল্প!! লেখক খুব সুন্দরভাবে সেই দুঃখিনী মেয়েটার কষ্ট তুলে ধরেছেন। কিন্তু বইটা আমার যথেষ্ঠ প্রেডিক্টেবল মনে হয়েছে। শেষটাও কেমন জানি ছিলো।

      By Sima

      22 Jan 2021 12:00 PM

      Was this review helpful to you?

      or

      1,বইটি কেমন হবে ? কেমন ক্যাটাগরির আশা করেন ? শিক্ষনীয় কোন টিপস পাবো কি না? উ: বইটি দুটি মন একত্রিত হওয়ার গল্প,না জায়েজ সম্পর্ককে জায়েজ হিসেবে গড়ে তোলার গল্প হবে বলেই মনে হয়েছে ডিটেইলস দেখে তাই মনে হচ্ছে। দুঃখিনীর দুঃখকে জয় করার বাস্তবতার গল্প হবে সেই ক্যাটাগ্রির হওয়ার আশা করছি। আর শিক্ষনীয় টিপস হিসেবে কিভাবে জিবনকে জয় করতে হয়,কিবাবে সমাজের সাথে নিজের জন্য লড়তে হয়,কিভাবে দুঃখিনী হয়েও সুখ খুজে পাওয়া যায় তাই পাবো বলে আশা করছি 2,দুঃখিনী নাম শোনার পর কেমন ফিলিংস হয় ? তবে কি সত্যিই কোন দুঃখের কাহিনি? দুঃখিনী নাম শোনার পর মনের ভেতরটায় মোচর দেয়, চোখের কোনে ভেসে ওঠে জিবন যুদ্ধে সংগ্রামরত হাজারো দুঃখি নারীর চিত্র। বইটি যেহেতু পড়া হয়নি তাই বুজে উঠতে পারছি না কাহিনিটা সত্যিই দুঃখের নাকি দুঃখকে হারিয়ে জয়ী হয়ে ওঠার গল্প। 3,বইটি নিয়ে আমার অনুভূতি - আমি যেহেতু একটি মেয়ে তাই তাই আমার মনে হচ্ছে কোথাও বইটিতে কিভাবে মেয়েদের বিস্বাসের সুযোগ নেয় কিছু নরপশু আর সেই ভেঙ্গে পড়া মেয়েটি নিজের অধিকার আদায় করে নাকি জিবন দিয়ে ভুল মানুষকে বিস্বাস করার ফল দিয়ে যায় সেটি যানতে পারব, যানতে পারব না জায়েজ সম্পর্কটি জায়েজ হয় কি না। ডিটেইলস দেখে তাই মনে হচ্ছে যেহেতু আমি বইটি পড়িনি। #আবেরিয়ান

      By Mahirul Islam

      20 Jan 2021 09:12 AM

      Was this review helpful to you?

      or

      আবের ভাইয়ের উপন্যাস পাঠকের মন জয় করবে ?

      By aklima akter

      16 Jan 2021 12:55 PM

      Was this review helpful to you?

      or

      "দুঃখিনী" এ নামটি শুনেই মনে হচ্ছে এক দুঃখভরা কাহিনী! হয়তোবা কোনো এক মা-কে নিয়ে না হয় কোনো এক মেয়েকে নিয়ে রয়েঁছে কাহিনীর শুরু এবং শেষ আমাদের জীবনের দুঃখের শেষ নেই। বিশেষ করে আমাদের জাতী তথা মা-জাতীর কথাই বলছি, আজকাল বর্তমান যুগে আমাদের একটু হলেও নেই কোনো নিরাপত্তা। মাটে-হাটে, বন্দরে। শুধু ধর্ষণের আওয়াজ। ধর্ষিতা মা- ধর্ষিতা মেয়ে। যদিও এ ক্যাটাগরীর বলে মনে হচ্ছে না। তবুও এর বাহির কিছু বলে বলে আশা করি না। সর্বোপরি স্যাড এন্ডিং গল্প এবং উপন্যাস পড়তে আমার বেশ ভাল লাগে। আশাকরি এ উপন্যাসটাই আমার ভাল লাগবে। লেখকের প্রথম বই প্রিয়তমা উপন্যাস পড়েই আমার সাহিত্য জগতে আসা। প্রিয়তমার কথা আর নাই বা বললাম। সবাই পড়বেন। ভাল একটা টিপস পাবেন বলে মনে করি। অনেক অনেক শুভ কামনা রইল লেখকের জন্য।?

      By marina

      15 Jan 2021 02:41 PM

      Was this review helpful to you?

      or

      এক.আশাবাদী বইটি ভালো হবে।ক্যাটাগরি-সামাজিক উপন্যাস। শিক্ষনীয় হিসাবে ধৈর্যশালী কাউকে দেখতে পাব।যার থেকে ধৈর্য কিভাবে ধারণ করতে হয় তা জানতে পারব। দুইঃদুঃখিনী শোনার পর দুঃখ মোকাবেলার সাহসিকতা তৈরি হবে বলে মনে হয়।আর মনে হয় মূল চরিত্র অসহায়। অবশ্যই দুঃখি কোন কাহিনি বা চরিত্রের গল্প। তিনঃযেহেতু বইটি পড়িনি তাই তেমন কিছু বলতে পারছি না।তবে বইটি নিয়ে আশাবাদী এবং চাই বইটি পাঠক প্রিয়তা পাবে।

      By Samium

      12 Jan 2021 05:16 PM

      Was this review helpful to you?

      or

      ভালোবাসা লেখকের জন্য

      By afifaara

      25 Dec 2020 02:19 PM

      Was this review helpful to you?

      or

      অপেক্ষায়

      By Mouri Moriyom

      29 Jul 2021 05:16 AM

      Was this review helpful to you?

      or

      ছোটো আকারের চমৎকার একটা উপন্যাস। লেখকের জন্য অনেক শুভ কামনা। 3

      By mst: shanjida akter sorna

      19 Jan 2021 09:47 PM

      Was this review helpful to you?

      or

      ১. বইটি কেমন হতে পারে? উত্তরঃ আশা করি “দুঃখিনী” বইটি অবশ্যই ভাল, সুন্দর ও সাবলীল ভাষা দ্বারা নির্মিত বই হবে। আমাদের সমাজে প্রতিনিয়ত এমন কিছু ঘটনা ঘটছে যা বিবেক নাড়ানোর মতো কিন্তু আমরা মোকাবেলা না করে নির্বোধের মতো দেখে যাচ্ছি। আর এসব ঘটনা দিনদিন বেড়েই যাচ্ছে। আমরা বইটিতে এমনি কিছু বাস্তবমুখী চরিত্র দেখতে পাবো। ২. "দুঃখিনী' নামটা শোনার পর আমার কাছে কেমন ফিলিংস হয়? উত্তরঃ আমরা দুঃখিনী বলতে কারো জীবনে শত কষ্ট, অবহেলা, লাঞ্ছনা পাওয়া বুঝি। গল্পের নাম "দুঃখিনী' শোনার পর আমি বুঝতে পারি, এখানে একজন দুঃখিনী মা/বোন/মেয়ের দুঃখ-কষ্টের কাহিনী সম্পর্কে জানতে পারবো। আজ আমাদের সমাজে জন্ম নিয়েছে হাজারো দুঃখিনী। আশা করি 'দুঃখিনী' বইয়ে এর ব্যতিক্রম কিছু হবে না। একটি মানুষ জন্মগতভাবে দুঃখী হয় না। কোন না কোন ভাবে তার জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা আর কিছু মানুষরূপী অমানুষ। আর তখন ঐ দুঃখিনীকে সহ্য করতে হয় হাজারো কষ্ট, অবহেলা, অপমান, লাঞ্ছনা। কখনো কখনো মন চায় সব ছেড়ে অন্য জগতে চলে যেতে কিন্তু কিছু অতীত আর মায়া নামক পিছু টানের জন্য যেতে পারে না। হাজারো কষ্ট, অবহেলা, অপমান, লাঞ্ছনা সহ্য করে সব কিছু মেনে নিতে হয়। এরকম একটি সংগ্রামী জীবনের গল্প বইটিতে থাকবে বলে আমি আশা করি। ৩. বই নিয়ে আমার অনুভূতি ও শিক্ষনীয় কোন কিছু পাবো কি না? উত্তরঃ বইটি নিয়ে আমি খুবই কৌতুহলী। অতি আগ্রহ নিয়ে বইটির জন্য অপেক্ষা করছি। আর দুঃখিনী যেহেতু স্ত্রী লিঙ্গ তাই বইটির মূল চরিত্রে একটি দুঃখী মা/বোন/মেয়েকে দেখতে পাবো। আমার ধারনা বইটিতে যে সব মানুষের চরিত্র তুলে ধরা হয়েছে, তাদের চরিত্রের সাথে আমাদের সমাজের অনেকের মিল পাবো। আমি মনে করি বইটিতে অবশ্যই শিক্ষনীয় বিষয় বস্তু থাকবে। ছোট-খাটো অগণিত মেসেজ বা টিপস আমাদের জন্য অপেক্ষা করছে। যা আমাদের দুর্বল সমাজের জন্য একান্ত জরুরি।বইটি পড়ে আমরা আমাদের ভুল গুলো বুঝতে পারবো, সচেতন হতে পারবো। যার ফলে সমাজে আরও একজন দুঃখিনী জন্ম দিতে আমাদের বিবেকে বাঁধবে। তাই আমাদের সকলের উচিত একবার হলেও 'দুঃখিনী' বইটি পড়া। কারন এটি নিঃসন্দেহে একটি সামাজিক এবং শিক্ষনীয় বই হবে আশাকরি। লেখকের জন্য অনেক অনেক শুভকামনা। #আবেরিয়ান,

      By Sumaiya Siddiqua Adrita

      16 Jan 2021 06:34 PM

      Was this review helpful to you?

      or

      ১.বইটি কেমন হবে? কেমন ক্যাটাগরির হওয়াটা আশা করেন? দুঃখিনীর মধ্যে আমরা কী শিক্ষণীয় কোনো টিপস পাবো? উত্তরঃ- আমার মতে বইটি সামাজিক বই। বইয়ের নাম যেহেতু দুঃখিনী সেই ক্ষেত্রে এই বইয়ের সাথে সামাজিক ক্যাটাগরি-ই যায়। বইয়ের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই বইতে একটি দুঃখী চরিত্র আছে। বইয়ের নাম যেহেতু দুঃখীনি সেহেতু চরিত্রটি একটি মেয়ের। হয়তো সে নিজের দৈনন্দিন জীবনে সুখী নয়। আমাদের সমাজে অনেক দুঃখী মানুষ আছে। তেমনি একটি দুঃখী চরিত্র এই দুঃখিনী বইতে আছে। আশা করি আমরা অবশ্যই এই বই থেকে শিক্ষণীয় কিছু পাবো। এমনিতেও আমার মনে হয় যত গল্প বা উপন্যাস লিখা হয় তাতে অবশ্যই শিক্ষণীয় কিছু থাকেই। হয়তো সেটা সবার নজরে পড়ে না। কিন্তু শিক্ষণীয় দিক ছাড়া কোনো গল্প বা উপন্যাস হতে পারে না। এটা অবশ্যই আমার একান্ত মতামত। তাছাড়া আবের ভাই বই লিখবে আর তাতে শিক্ষণীয় কিছু থাকবে না এটা তো মানা যায় না। তবে আমি পার্সোনালি বইয়ের নাম দেখেই বলছি যে দুঃখিনী বইতে অবশ্যই শিক্ষণীয় কিছু থাকবে। ২."দুঃখিনী" নামটা শোনার পর নিজের কাছে কেমন ফিলিংস হয়? তবে কী সত্যিই দুঃখি কোনো কাহিনী? উত্তরঃ- দুঃখিনী নামটা শোনার পর স্বাভাবিক ভাবেই আমার কাছে মনে হয়েছে বইটি একটি সামাজিক বই এবং এখানে একজন দুঃখী চরিত্র আছে। হতে পারে তার দৈনন্দিন জীবনে সে খুশি নয়। হয়ত কখনোই সে সুখের দেখা পায়নি অথবা আগে সে বেশ সুখেই ছিল কিন্তু বর্তমানে সে সুখে নেই। সবাই হয়ত তাকে অবহেলা করে। সেজন্য সে কখনো সুখী হতে পারেনি বা খুবই দুঃখী একজন। সুখ-দুঃখ, ভালো-মন্দ সব মিলিয়েই একটি গল্প হয়। এই গল্পেও হয়ত তার ব্যতিক্রম কিছু ঘটেনি। অর্থাৎ আমার মনে হয় "দুঃখিনী" বইতে সুখ-দুঃখ দুটো দিকই তুলে ধরা হয়েছে। একটা মানুষ আর যাই হোক সারাজীবন শুধু দুঃখে থাকে না। কিছু মুহূর্তের জন্য হলেও সে সুখী হয়। ক্ষণিকের সুখও একজন দুঃখী মানুষের কাছে অনেক। মানে মোট কথা হলো বইটা খুবই ইন্টারেস্টিং হবে। অবশ্যই এটা আমার একান্ত মতামত। ৩.বইটি নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন! উত্তরঃ- বইয়ের খণ্ডাংশ পড়েই মনে হয়েছে বইটির ভাষা খুবই সুন্দর ও গুছিয়ে লেখা হয়েছে। তাছাড়া আবের ভাইয়ের বই মানে বইয়ে অবশ্যই ভালো কিছু আছে। আই মিন শিক্ষণীয় কিছু। ইনশাআল্লাহ পাঠকদের মন আকৃষ্ট করবে "দুঃখিনী" বইটি। বইটি একটি সামাজিক বই হতে পারে। কারণ বইয়ের নামের সাথে সামাজিক ক্যাটাগরিটাই বেশি যায়। যে সকল পাঠক বইটি পড়বেন আশা করি তারা কেউ নিরাশ হবেন না। তাছাড়া যদি কেউ নিরাশ হন তবে আবের ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে কেলানি দিতে পারেন। ভাই মাইন্ড করবে না। যাই হোক পাঠকরা নিরাশ হবে না তা রকমারির লিস্ট দেখেই বোঝা যাচ্ছে। আমাদের আবের ভাইয়ের "দুখিনী" বইটি টপ ১০ বেস্টসেলার এ আছে। দোয়া করি ভাই যেন আরও অনেক এগিয়ে যান। আবের ভাইয়ের জন্য অনেক শুভ কামনা ও ভালোবাসা রইলো। #আবেরিয়ান

      By moriyom

      26 Dec 2020 08:30 AM

      Was this review helpful to you?

      or

      ছোটো ভাই জুনাইদ আবিরের ২য় বই দুঃখিনীর জন্য অনেক শুভেচ্ছা। শুভ কামনা।♥ উপন্যাসটার প্রথম পেইজ পড়েছিলাম। অনুভব করতে পেরেছি এক পৃষ্ঠা পড়েই। একটা দুঃখিনীর মেয়ের জীবনগল্প। বইটি সফলতা পাবে, সাড়া পাবে সবার। নিশ্চয় বইটি পড়ে আমরা একটি ফিল করতে পারব বলে আশা রাখি। স্নেহের আবির। (আবের ভাইয়ের) জন্য আবারো শুভ কামনা। এভাবেই সবাইকে হাসিয়ে খুশিয়ে, মাতিয়ে, কাঁদিয়ে যেও। বইটি সবাইকে সংগ্রহে রাখার অনুরোধ।♥

      By JF Jannat

      15 Jan 2021 01:16 PM

      Was this review helpful to you?

      or

      লেখক রে আমার সেই ভাল্লাগছে লাবিউ আবের ভাই ???

      By nusrat jahan

      16 Jan 2021 10:11 AM

      Was this review helpful to you?

      or

      কিছু কিছু ব্যাপার, বস্তু, নাম, কর্ম আছে যা শুধু প্রাথমীক নাম দিয়েই অনুধাবন কিংবা অনুভূতির করা যাও বটে। ঠিক তেমনিই বলা হয় জুনাইদ আবিরের ২য় উপন্যাস দুঃখিনী। ফ্লাপের লেখা পড়ে যা বুঝতে পারলাম, তা হলো, একটা দুঃখিনী মেয়ে নিয়ে ঘটে যাওয়া কাহিনী। যা বর্তমান সমাজে অহরহ ঘটেই বটে। আমরা জুনাইদ আবিরের দুঃখিনী বই থেকে ভাল মানের একটা শিক্ষণীয় ম্যাসেজ পাব বলে আশা করি।♥ জুনাইদ আবিরের প্রথম বই "প্রিয়তমা" নামক উপন্যাস আমার কাছে বেশ ভাল লাগছিল। শিক্ষণীয়+ইসলামীক টাইপের। সো আশাকরি প্রিয়তমা থেকে আমরা আরো ভাল কিছু পাব। শুভ কামনা লেখকের জন্য♥

      By Zabed Khan Abu Bakar

      06 Jan 2021 07:47 PM

      Was this review helpful to you?

      or

      সামাজিক জনরায় একটি সুন্দর বই। পাঠকদের মন আকৃষ্ট করতে পারবে খুব সহজে। তাছাড়া বইটি বেশ সুন্দর ভাষায় লিখা হয়েছে। লেখক চাইলে আরেকটু ভালো করতে পারতেন। আগামীতে আরও ভালো হবে। ইংশাল্লাহ।

    • Was this review helpful to you?

      or

      বইটির নাম দেখে আমার ধারণা এটি একটি সামাজিক উপন্যাস। 'দুঃখীনি' অর্থাৎ কোনো মেয়ে।হতে পারে কোনো মেয়ের দুঃখের কাহিনী নিয়ে এই উপন্যাস।সামাজিক উপন্যাস আমার বেশ ভালোই লাগে।যদিও জানিনা বইটি আসলেই এই ক্যাটাগরির কিনা!তথাপি মনে হচ্ছে আমার ভালোই লাগবে বইটি পড়ে।শুভকামনা লেখকের জন্য।

      By Md. Soyaib Hossain

      18 Jan 2021 08:27 AM

      Was this review helpful to you?

      or

      ১.বইটি কেমন হবে? কেমন ক্যাটাগরি আশা করি? শিক্ষনীয় কোন টিপস পাবো কি না? উত্তরঃ দুঃখিনী বইটি অবশ্যই সমাজিক এবং শিক্ষনীয় বই হবে। বইটিতে আমরা বাস্তবমুখী কিছু চরিত্র দেখতে পাবো। যা আমাদের দেশ ও সমাজে পরিসরে বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা তার কোন মোকাবিলা বা প্রতিঘাত করছি না। নির্বোধের মতো দেখে যাচ্ছি। বইটি পড়ে আমরা আমাদের ভুল গুলো বুঝতে পারবো, ভুল গুলো শোধরিয়ে নিবো, সচেতন হবো। যার ফলে সমাজে আরও একজন দুঃখিনী জন্ম দিতে আমাদের বিবেকে বাঁধা লাগবে। একজন দুঃখিনীর দুঃখ গুলোর ভাগ না নিতে পারলেও কখনো দুঃখ-কষ্ট দিবো না। সমাজে আর কাউকে দুঃখিনী চরিত্রের অধিকারীনি বানাবো না। -আর হ্যাঁ দুঃখিনীর মাঝে আমরা অবশ্যই শিক্ষনীয় অনেক টিপস পাবো। যা আমাদের এবং আমাদের সমাজের জন্য কাম্য। বইটিতে ছোট-খাটো কিংবা বিবেকে নাড়ানোর মতো অগণিত মেসেজ বা টিপস আমাদের জন্য অপেক্ষা করছে। যা আমাদের দুর্বল সমাজের জন্য একান্ত জরুরি। ২. "দুঃখিনী" নামটা শোনার পর নিজের কাছে কেমন ফিলিংস হয়? তবে কি সত্যিই দুঃখী কোনো কাহিনী? উত্তরঃ দুঃখিনী মানেই জীবনে শত বাঁধা, সংগ্রাম,কষ্ট, অবহেলা, লাঞ্ছনা। এখানে আমার ফিলিংস, আমি একজন দুঃখিনীর দুঃখ-কষ্টের কাহিনী সম্পর্কে জানতে পারবো। যা জানার জন্য আমার অধিক আগ্রহ রয়েছে। তবে একটি মানুষ জন্মগতভাবে দুঃখী হয় না। কোন না কোন ভাবে তার জন্য দায়ী আমাদের সমাজ ব্যবস্থা আর কিছু মানুষরূপী অমানুষ। যাদের চিন্তা ধারণা খুবই দুর্বল, অসুস্থ ও নগণ্য। আজ তাদের কারণে সমাজে জন্ম নিচ্ছে হাজারো দুঃখিনী। আশা করি "দুঃখিনী" বইয়ে এর ব্যতিক্রম কিছু হবে না। দুঃখিনী যেহেতু স্ত্রী লিঙ্গ তাই বইটির মূল চরিত্রে একটি দুঃখী মা/বোনকে দেখতে পাবো। মূলত তাকে কেন্দ্র করেই গল্পটা সাজানো হয়েছে। হতে পারে সে বাল্য কাল থেকে দুঃখ-কষ্টের সাথে জড়িত। কিংবা সমাজের কোন নর পশু বা সমাজের মানুষ গুলো তাকে ভাসিয়ে দেয় দুঃখ নামক সাগরে। সমাজের মানুষ গুলোর কারনে তার জীবনে যোগ হয় দুঃখ নামক নতুন অধ্যায়। তাকে অতিক্রম করতে হয় শত বাঁধা, সহ্য করতে হয় হাজারো অপমান, কষ্ট, লাঞ্ছনা। কখনো মন চায় ভুবন ছেড়ে চলে যেতে কিন্তু পারে না মায়া নামক পিছু টানের জন্য। কোন না কোন ভাবে কিছুর মায়ার সাথে আটকে যায় দুঃখী মানুষ গুলো। তাদের জন্য বাঁচতে শিখতে হয়। সব কিছু মেনে নিতে হয়। এরকম একটি জীবন সংগ্রামী দুঃখিনীর গল্প বইটিতে থাকবে বলে আমি আশা করি। ৩.বই নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন? উত্তরঃ বইটির প্রতি অনুভূতি লিখে প্রকাশ করার মতো নয়। কারন অনুভূতি কখনো লিখে শেষ করা যায় না। আমি অতি আগ্রহ নিয়ে বইটির জন্য অপেক্ষা করছি। কারন আমি মনে করি বইটিতে অবশ্যই শিক্ষনীয় সামাজিক বিষয় বস্তু রয়েছে। হয়তো বা এসব বিষয় বস্তু আমাদের সমাজ এবং সমাজের মানুষ গুলোর দৃষ্টি ভঙ্গির পরিবর্তন আনতে পারে। যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আমার ধারনা বইটিতে যে সব নরপশু, দুর্বল সমাজ, অসহায়ত্ব, দুঃখী মানুষের চরিত্র তুলে ধরা হয়েছে, তাদের চরিত্রের সাথে আমাদের সমাজের অনেকের মিল রয়েছে। আমরা আমাদের নিজ নিজ দিক থেকে সচেতন হবো। আশা করি এতে আমাদের সমাজে মঙ্গল বয়ে আনবে। তাই আমাদের সকলের উচিত একবার হলেও "দুঃখিনী" বইটি পড়া। কারন এটি নিঃসন্দেহে একটি শিক্ষনীয় সামাজিক বই। লেখকের জন্য শুভকামনা রইলো। ভবিষ্যতে আমাদের জন্য আরো ভালো কিছু উপস্থাপন করবেন। ধন্যবাদ #আবেরিয়ান

      By rahi

      24 Dec 2020 08:15 PM

      Was this review helpful to you?

      or

      ধন্যবাদ রকমারি প্যানেলকে।♥

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!