User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Md. Hannan Ali

      18 Jan 2025 03:18 PM

      Was this review helpful to you?

      or

      Good book that helps to build good family

      By Takia

      12 Oct 2024 03:28 PM

      Was this review helpful to you?

      or

      ভালোবাসা জড়ানো একটি বই।বইয়ের প্যাকেজিং ভালো ছিলো

      By Md. Solayman

      11 Jun 2023 01:24 PM

      Was this review helpful to you?

      or

      দাম্পত্য জীবনের ওপর বিখ্যাত বই। দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। স্বামী স্ত্রীর সাইকোলজি কীভাবে কাজ করে? সেই সাইকোলজিকে কীভাবে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায়? –তার একটি চমৎকার পাঠ অপেক্ষা করছে আপনার জন্য। সত্যি এ বইয়ের তুলনা হয় না। আমার জীবনে সেরা বই। তাইঅনুরোধ করবো প্রত্যেক বিবাহিত পুরুষ ও নারীকে এই বই পড়ার জন্য । দাম্পত্য জীবন সুখি করার জাদুকরী বই

      By jibon nesa

      13 Feb 2023 04:57 PM

      Was this review helpful to you?

      or

      Love & Respect is essential for anyone who wants to learn how to be truly heard and understood by their partner, regardless of whether you’ve been married for years or are just beginning your journey together. With its life-changing advice and practical exercises, this book offers couples the tools they need to build strong and meaningful connections.

      By Imran Rahman

      17 Oct 2022 07:51 PM

      Was this review helpful to you?

      or

      খুব দরকারী

      By MD jahidur rahman

      19 Sep 2022 07:46 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি বই, বর্তমান সকল দম্পতি র বইটি পড়া উচিত বলে মনে করি। বিশেষ করে বউদের।

    • Was this review helpful to you?

      or

      মাশা আল্লাহ অনেক সুন্দর একটা বই।

      By CM Sariul Islam

      02 Jul 2022 12:10 PM

      Was this review helpful to you?

      or

      চমৎকার সুন্দর একটা বই

      By Rakibul Hasan

      23 Feb 2022 03:52 PM

      Was this review helpful to you?

      or

      আমার বন্ধুকে উপহার পাঠালাম। অনেক ভালো বই

      By MD ISMAIL HOSSAIN

      08 Dec 2021 08:18 PM

      Was this review helpful to you?

      or

      ধন্যবাদ রকমারিকে

      By Shuvo Singha

      09 Sep 2021 09:57 AM

      Was this review helpful to you?

      or

      It was a excellent piece of book. I'm really fortunate to find this one. Thank you Rokomari.com.

      By Sk. Imran

      26 Jun 2021 02:19 AM

      Was this review helpful to you?

      or

      ▪️ #Rokomari_Book_Club_Review_Competition ▪️ #বইয়ের_নাম :- 'লাভ এন্ড রেসপেক্ট' ▪️ #রিভিউ_লেখক :- Shaikh Imran ▪️ #পোস্ট_নাম্বার :- ০১ ======================================= ▪️ #প্রারম্ভিক_কথন :- অর্ধাঙ্গিনীর মনের প্রতিটি ভাঁজে বিচরণ ও উপলব্ধি দাম্পত্য সুখের অপরিহার্য শর্ত। আর এই মধুর বন্ধনের ভিত্তিই হল 'লাভ এন্ড রেসপেক্ট' অর্থাৎ "The Love She Most Desires, The Respect He Desperately Needs." স্বামী-স্ত্রীর শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য ও গঠন সৃষ্টিগতভাবেই ভিন্ন। এই দুই ভিন্ন সত্তা যখন একই ধ্যানের মৃণাল ধরে জীবন সাজাতে সংকল্পবদ্ধ হয়, তখন পরস্পরের গতি-প্রকৃতি সম্পর্কে অবগত হওয়া আবশ্যক হয়ে পড়ে। অন্যথায় এক অনাকাঙ্ক্ষিত দুরত্বের সৃষ্টি হয়। পরবর্তীতে এই দূরত্ব বিচ্ছেদের দিকে ধাবিত হয়। বৈবাহিক সম্পর্কের এই জটিল রসায়ন তত্ব কে খুব সহজ ভাবে বইটিতে বিশ্লেষণ করা হয়েছে। আলোচ্য বইটি আপনাকে এক বিশেষ প্রজ্ঞা দান করবে যা আপনার দাম্পত্য সঙ্গিনীর মনস্তাত্ত্বিক চিন্তা কাঠামো সমন্ধে ভালোভাবে জানতে সহযোগিতা করবে। ▪️ #লেখক_পরিচিতি :- আলোচ্য বইয়ের লেখক ডঃ এমারসন এগরিচেস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। যিনি দীর্ঘ ত্রিশ বছর দাম্পত্য সম্পর্কের খুঁটিনাটি বিষয় নিয়ে গবেষণা করছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ কাউন্সিলার। নারী পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ ও অভিনব ব্যাখ্যা দিয়ে তিনি বহু বৈবাহিক সম্পর্কের ভাঙনরোধে সহায়তা করেছেন। 'লাভ এন্ড রেসপেক্ট' বইটি তার এক অমর সৃষ্টি। দাম্পত্য জীবন কে মধুময় করে তোলার গাইডবুক হিসাবে সারা বিশ্বে বইটি সমাদৃত। প্রায় ত্রিশ লাখ কপি বিক্রিত এই বইটি নিউ ইয়র্ক টাইমসে বেস্ট সেলার বুক হিসাবে প্রশংসা কুড়িয়েছে। ▪️ #বইটির_সংক্ষিপ্ত_বিষয়বস্তু :- সমগ্র বইটি মূলত তিনটি পর্বে বিভক্ত। প্রতিটি পর্ব আবার কতগুলি অধ্যায়ে বিভক্ত। সব মিলিয়ে বইটি তে মোট চব্বিশ টি অধ্যায় আছে। এছাড়া সবশেষে পরিশিষ্ট অধ্যায় আছে। আসুন মূল পর্বগুলির নির্যাস দেখে নিই। ◑➤ #পাগলাচক্র :- স্বামী স্ত্রীর সম্পর্ক হল ভাইস ভার্সা। অর্থাৎ স্বামী স্ত্রীর থেকে 'শ্রদ্ধা' আশা করে বিপরীত দিকে স্ত্রী স্বামীর থেকে এর বিনিময়ে 'ভালোবাসা' পাওয়ার প্রত্যাশা রাখে। এই দুটি বিষয় ভারসাম্য হারালেই সম্পর্কে তিক্ততা নেমে আসে। লেখক এই সমীকরণ কে 'পাগলাচক্র' বলে আখ্যায়িত করেছেন। এই পর্বে সাত টি পৃথক অধ্যায়ে আলোচনা করেছেন কিভাবে কোন দম্পতি এই পাগলাচক্রে আটকে পড়ে। পাশাপাশি কিভাবে এই পাগলাচক্র থেকে বেড়িয়ে আসবে সে বিষয়ে যুক্তি ও ব্যাবহারিক প্রয়োগের মাধ্যমে সমাধান দেওয়া হয়েছে। ◑➤ #উৎসাহচক্র :- বৈবাহিক সম্পর্কের ভিত্তি মজবুত একে অপরের মনস্তাত্ত্বিক জগৎ সমন্ধে সম্যুক ধারণা থাকা প্রয়োজন। কিন্তু তা কিভাবে জানবেন...? এই অধ্যায় আপনাকে সেই ধারনা দেবে। এই অধ্যায়ে এমন কিছু দৈনন্দিন ব্যাবহারিক কৌশলের কথা বলা হয়েছে যা দাম্পত্যজীবন কে শক্তিশালী করে তুলবে। এই পর্ব টি পনেরোটি পৃথক অধ্যায়ে বিভিন্ন পরামর্শ ও মূল্যবান টিপস দেওয়া হয়েছে। ◑➤ #পুরষ্কারচক্র :- এটি বইয়ের শেষ পর্ব। এই পর্বটি বেশ ইন্টারেস্টিং ও গুরুত্বপূর্ণ। স্বামীর প্রতি নিঃশর্ত শ্রদ্ধা সত্বেও স্বামী যদি স্ত্রীকে না ভালোবাসে অথবা স্ত্রীর প্রতি নিঃশর্ত ভালোবাসা সত্বেও স্ত্রী যদি স্বামী কে প্রাপ্য সম্মান ও মর্যাদা টুকু ফিরিয়ে না দেয় তবে তখন কি হবে...? 'লাভ এন্ড রেসপেক্ট' এর সমস্ত টিপস অবলম্বন করার পরেও যদি আপনার সহধর্মিণীর মধ্যে কোনো পজিটিভ প্রতিক্রিয়া দেখতে না পান...এই মত অবস্থায় আপনার করনীয় কি...? পুরষ্কারচক্র আপনাকে এই সকল প্রশ্নের উত্তর দেবে। ◑➤ #পরিশিষ্ট :- এটি অধ্যায়ে ব্যাবহারিক একটি অনুশীলন সংযোগ করা হয়েছে। দাম্পত্য সম্পর্ক কে মধুময় করে তোলার জন্য কি করনীয় ও কি বর্জনীয় সে বিষয়ে পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। ▪️ #বইটির_বিশেষত্ব :- ◑➤ এই বইটির প্রধান বিশেষত্ব হল এটি দাম্পত্য জীবনের একটি প্র‍্যাক্টিক্যাল ওয়ার্কবুক। ◑➤ বইটি লেখকের দীর্ঘ ত্রিশ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা লব্ধ নির্যাস। ফলে বইটি অনেক সমৃদ্ধ। ◑➤ বইটি বাস্তবিক উদাহরণ কে উপজীব্য করে প্রত্যেকটা সমস্যা কে বিশ্লেষণ করা হয়েছে ফলে পাঠক খুব সহজেই তা অনুধাবন করতে পারবেন। ◑➤ বইটিতে কিছু বিষয় টিপস আকারে দেওয়া হয়েছে যা অত্যন্ত আকর্ষণীয়। যেমন - "কি করলে আপনার স্ত্রী ভালোবাসা অনুভব করবে।" ◑➤ মনস্তাত্ত্বিক জটিল বিষয় গুলো এত সহজ সরল সাবলীল ভাবে বিশ্লেষিত হয়েছে যা আপনার কখনোই বিরক্তের কারন হবেনা বরং বইটি পড়তে আরও আগ্রহী হয়ে উঠবেন। ◑➤ বইটির অনুবাদ অত্যন্ত ঝরঝরে ও প্রাঞ্জল। যা বইটি কে মৌলিক হিসাবে মান্যতা প্রদান করে। ◑➤ বইটির প্রচ্ছদ অসাধারণ ও দৃষ্টিনন্দন। সবচেয়ে মজার বিষয় বইটি দুইটি কালারের প্রচ্ছদে প্রকাশিত হয়েছে। একটি নীল ও হালকা লালচে বাদামি। পাঠকের কাছে অপশন থাকছে পছন্দের প্রচ্ছদটি বেছে নেওয়ার। ◑➤ বইটি সারা বিশ্বে অত্যন্ত সমাদৃত। ইতিমধ্যেই বইটি ত্রিশ লক্ষ কপি বিক্রি হয়ে 'নিউইয়র্ক টাইমস' এ বেস্ট সেলারের শিরোপা জিতে নিয়েছে। ▪️ #বইটি_কাদের_জন্য :- ◑➤ আপনি যদি অবিবাহিত হন। তবে বিবাহের পূর্বেই আপনার সহধর্মিণীর মনস্তাত্ত্বিক জগৎ সমন্ধে ধারে লাভ করতে পারবেন। ◑➤ যদি আপনি দাম্পত্য জীবন কে মধুর ভাবে উপভোগ করতে চান। তবে তার রসদ পাবেন। ◑➤ যদি আপনি দাম্পত্য সমস্যায় জর্জরিত হন তবে তা থেকে মুক্তির দিশা পাবেন। ◑➤ যদি আপনি পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন তবে পুনরায় বৈবাহিক জীবনে ফিরে আসার আমন্ত্রণ পাবেন। ◑➤ যদি আপনার সহধর্মিণী পরকীয়ায় আসক্ত হয়ে পরে তবে তাকে উদ্ধার করার উপায় খুঁজে পাবেন। ◑➤ যদি আপনি বিবাহ বিচ্ছেদের চিন্তাভাবনা করেন তবে সে বিষয়ে পুনরায় নতুন করে ভাবার তাগিদ পাবেন। ▪️ #পাঠ্যানুভূতি :- বৈবাহিক জীবনে মনস্তাত্ত্বিক আলোচনার উপর এই বইটির স্থান সবার শীর্ষে। সমগ্র বইটি জুড়ে অসংখ্য উপদেশ, টিপস, বিশ্লেষণী মনি মুক্তার মতো ছড়িয়ে আছে। যেগুলো বৈবাহিক জীবনে অত্যন্ত কার্যকরী। দাম্পত্যজীবন কে সুখময় করে তুলতে এক অব্যর্থ ঔষধ। লেখক তার দীর্ঘ ত্রিশ বছরের অভিজ্ঞতা লব্ধ নির্যাস কে এখানে নিংড়ে দিয়েছেন। প্রতিটি বিষয়কে তিনি প্রাত্যহিক জীবনের উদাহরণ দিয়ে বিশ্লেষণ করেছেন। যে সমস্ত দম্পতি বৈবাহিক জীবনে অশান্তির মধ্যে আছেন তাদের জন্য বইটি অবশ্য পাঠ্য। ======================================= ? #একনজরে_বই_পরিচিতি ◑➤ বইয়ের নাম :- লাভ এন্ড রেসপেক্ট ◑➤ লেখক :- ডঃ এমারসন এগরিচেস ◑➤ অনুবাদক :- রোকন উদ্দিন খান ◑➤ প্রকাশক :- প্রচ্ছদ প্রকাশন ◑➤ প্রচ্ছদ মূল্য :- ৩২০ টাকা (বাংলাদেশি) ◑➤ পৃষ্ঠা সংখ্যা :- ২২৪ পৃষ্ঠা =======================================

      By Nafisha Yasmin

      28 Feb 2021 09:06 PM

      Was this review helpful to you?

      or

      প্রারম্ভিকা -------------- সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি কী? এর উত্তর কী সত্যিই কারোর জানা আছে! অনেক আশা, একরাশ স্বপ্ন চোখে নিয়ে দু-জন মানুষের এক সাথে জীবন শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে একঘেয়েমির পলি জমে। এমনকি মধুর সম্পর্কের পরিণতি হয় বিচ্ছেদে। ইসলামিক জীবনব্যবস্থায় সুখী দাম্পত্য জীবন একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যার ওপর নির্ভর করে একটি সুশৃঙ্খল ও সুষ্ঠু পরিবার তথা সমাজের রূপরেখা। ভালোবাসার আরবী প্রতিশব্দ হুব যা এসেছে মূল শব্দ‌ "হাব" অর্থাৎ বীজ‌ থেকে। একজন পুরুষ এবং তার স্ত্রীর ভালোবাসা আসে সেই বীজ থেকে --- যা আল্লাহ সুবহানাহু তাআলা তাদের হৃদয়ের গভীরে গেঁথে দেন রহমত স্বরূপ। যে বীজে রয়েছে একটি হৃদয়কে সতেজ রাখার মতো পুষ্টিকর উপাদান, চমকপ্রদ স্বাদ,আশ্রয় দেওয়ার মতো সুনিবিড় ছায়া, পুনরুত্থানের শক্তি, যে বীজ সারিয়ে তোলে দীর্ঘলালিত বেদনা। অথচ তরুণ প্রজন্ম এই বিবাহ নামক সুন্দর সম্পর্ক থেকে দূরে সরে আসতে চাইছে ক্রমশ।নিত্য দৈনিক বিবাহ কলহ এবং অশান্তি বৃদ্ধি করছে বিচ্ছেদের হার। সঙ্গীর সাথে সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত এই জাতির অনেকেই এখন বিয়ের কথা ভাবতেই ভয়ে কুঁকড়ে যায়। দাম্পত্য জীবনের নানান সমস্যার সমাধান হিসাবে 'লাভ এন্ড রেসপেক্ট: দাম্পত্য জীবনের অজানা রহস্য’- বইটি ড. এমারসন এগারিচেসের অসাধারণ সৃষ্টি। দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। স্বামী স্ত্রীর সাইকোলজি কীভাবে কাজ করে? সেই সাইকোলজিকে কীভাবে ইতিবাচকভাবে নিয়ন্ত্রণ করা যায়? --তার একটি চমৎকার পাঠ রয়েছে বক্ষমান ব‌ইটিতে যা সাম্প্রতিককালে বাংলা ভাষায় অনুদিত হয়েছে প্রচ্ছদ প্রকাশনা থেকে। লেখক পরিচিতি ------------------------ ড. এমারসন এগারিচেস আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন পাবলিক স্পিকার ও লেখক। তাঁর কর্মতৎপরতার মূল ফোকাস-- দাম্পত্য সম্পর্ক। তিরিশ বছরেরও বেশি সময় ধরে করা কাউন্সেলিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ ড. এমারসন ‘লাভ এন্ড রেসপেক্ট’ বিষয়ের ওপর যে কনফারেন্সগুলো করে চলেছেন, তা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। নারী-পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ এবং নারী-পুরুষের সম্পর্কের রসায়নের অভিনব ব্যাখ্যা দিয়ে তিনি বহু বৈবাহিক সম্পর্কের ভাঙনরোধে সহায়তা করেছেন এবং অসংখ্য স্বামী-স্ত্রীর মাঝে বইয়ে দিয়েছেন সুখের ঝরনাধারা। অ্যামাজনে এই বইয়ের রেটিংয়ের সংখ্যা তিন হাজারেরও বেশি।প্রায় বিশ লাখ কপি বিক্রিত এ গ্রন্থটি নিউ ইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই। ব‌ইকথন ------------- ব‌ইয়ের নামকরণ থেকে সহজেই বিষয়বস্তু অনুসন্ধান করা যায়।দাম্পত্য সম্পর্কের ওপর তিন দশকের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতার নির্যাস দিয়ে ড. এমারসন এগারিচেস বইটিতে এঁকেছেন স্বামী-স্ত্রীর নীল-গোলাপি সম্পর্কের রসায়নগাঁথা। লাভ এন্ড রেসপেক্ট বইটি বিভিন্ন চমকপ্রদ শিরোনামে সর্বমোট ২৪টি অধ্যায়ে বিভক্ত। পাঠকদের সুবিধার্থে বেশ কিছু অধ্যায়কে সম্মিলিত করা হয়েছে এক একটি অংশে, এইভাবে সর্বমোট তিনটি অংশে আলোচিত হয়েছে বিষয়বস্তু। ?প্রথম অংশ- পাগলাচক্রঃ- এই অংশের নামটি বেশ আকর্ষণীয়, পাঠকের দৃষ্টি টানে সহজেই। প্রথম অংশে রয়েছে সাতটি অধ্যায়। লেখক এখানে তাঁর জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা রোমন্থন করেছেন। তিনি লিখেছেন তাঁর শৈশব পেরিয়ে কৈশোর উত্তীর্ণ দিনগুলোতে তাঁর মা বাবার অশান্তির, স্বীকার করেছেন তিনি নিজেও অসুখী দম্পতির সন্তান। পরবর্তী জীবনে তাঁর অসংখ্য ব্যাক্তিগত অভিজ্ঞতা, দম্পতিদের কাউন্সিলিং এর বর্ণনা ফুটে উঠেছে তাঁর লেখায়। নারী-পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ এবং নারী-পুরুষের সম্পর্কের রসায়নের অভিনব ব্যাখ্যা ও কৌশল প্রতিস্থাপন করছেন নিজস্ব বুদ্ধিমত্তার আলোকে। একটি সফল বিয়ের সাধারণ গোপন রহস্য, তোমার বক্তব্য সঠিক হলেও তোমার বলার ভঙ্গি সঠিক নয়, একজনের চোখে যা অপছন্দ অন্যজনের চোখে তা কর্তব্য, ভালোবাসা ও তিক্ততা, ভালোবাসা ও শ্রদ্ধার সংযোগ, গোলাপি ও নীল, স্ত্রীর শ্রদ্ধা ও স্বামীর ভালোবাসা, বৈজ্ঞানিক গবেষণায় ভালোবাসা ও শ্রদ্ধা সহ একাধিক আলোচনায় যুক্তি ও ভালোবাসার নিরিখে ভুল ত্রুটি ও এর সমাধান পর্যালোচিত হয়েছে। ?দ্বিতীয় অংশ -উৎসাহ চক্র:- দ্বিতীয় অংশটি পনেরটি অধ্যায়ে‌ সাজানো হয়েছে। এই অংশে লেখক আলোচনা করেছেন সুখী দাম্পত্য জীবন গঠনের বেশ কিছু বুদ্ধিদীপ্ত কৌশল। এখানে পাগলা চক্র বনাম উৎসাহ চক্রের লড়াই, রাগ পুষে রাখবেন না, স্বামী স্ত্রীর বোঝাপড়া‌ ও ঘনিষ্ঠতা , অন্তরঙ্গতা বাড়ানোর কৌশল,স্ত্রী ও স্বামী একে ওপরকে বোঝার চাবিকাঠি ,সমঝোতা প্রভৃতি উল্লেখযোগ্য বিষয়ে আলোকপাত করা হয়েছে। ?তৃতীয় অংশ : পুরস্কারচক্রঃ- ব‌ইয়ের সর্বশেষ এবং উল্লেখযোগ্য অংশ এটি। এখানে লেখক আলোচনা করেছেন লাভ অ্যান্ড রেসপেক্টের অন্তর্নিহিত উদ্দেশ্য, হাল ছেড়ে দেবেন না, স্বামীর ভালোবাসা ও স্ত্রীর শ্রদ্ধা অবশ্যই পুরস্কৃত হবে, যে সত্য আপনাকে মুক্ত আকাশের স্বাদ এনে দেবে, নিজের ত্রুটির দিকে নজর দিন , সন্তানের দিকে নজর দেওয়ার মত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সুখী দাম্পত্য জীবনের সবরকম প্রচেষ্টা চালিয়ে দেওয়ার পরেও যখন তা কার্যক্রম সফলতা পায়না কিংবা সঙ্গীর থেকে আশানুরূপ ফিডব্যাক পাওয়া যায়না সেই অবস্থায় করণীয় কি তার বিস্তারিত ব্যাখ্যা লেখক দিয়েছেন ‌বইয়ের শেষে। ব‌ইয়ের পরিশিষ্ট অংশে সংযুক্ত হয়েছে লাভ এন্ড রেসপেক্ট অনুশীলন যা বাস্তবসম্মত উপায়ে সহযোগিতা করবে। পাঠ্য অনুভূতি -------------------- একটি সুখী ও সফল দাম্পত্য জীবনে সকলের প্রাথমিক চাওয়ার মধ্যে পড়ে।একটা সুন্দর সম্পর্ক আমাদের স্বপ্ন হলেও বাস্তবে আমরা সম্মুখীন হ‌ই নানান তিক্ত অভিজ্ঞতার। এই তিক্ত অভিজ্ঞতা, এবং এর উল্লেখযোগ্য সমাধান যদি ব‌ইয়ের পৃষ্ঠায় পেয়ে যায় তাহলে এর থেকে অধিক পাওয়া আর কি হতে পারে।‌ বইটিতে লেখক সুখী দাম্পত্য জীবন গঠনের গোপন রহস্যের যুগোপযোগী ফর্মুলা দিয়ে রেখেছেন যা অত্যন্ত বাস্তব সম্মত। লেখকের সহজ সাবলীল উপস্থাপন এবং সুন্দর সমাধান মন ছুঁয়ে যায় অনায়াসে। সর্বশেষে ব‌ইটির মধ্যে এক মনোমুগ্ধকর জাদু আছে যা অন্তরে গেঁথে যায়। কেন পড়বেন ------------------- বিবাহেচ্ছু, বিবাহিত সুখী যুগল, অসুখী স্বামী স্ত্রী সবার জন্য বইটি হতে পারে সুখপাঠ্য এবং উপকারী। দাম্পত্য জীবনের অজানা রহস্যাদি জেনে সম্পর্ককে আরও সুখময়, প্রাণবন্ত করে নিতে কাছে রাখতে পারেন বইটি। পরিশেষে ------------- আপনি যদি বিয়ের জন্য অপেক্ষমাণ হন কিংবা আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখে-শান্তিতে টইটুম্বুর করে সাজাতে চান অথবা আপনি যদি চান আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝুক? তাহলে ব‌ইটি আপনার জন্য অবশ্যই পাঠ্য। এমনকি আপনি যদি সেই দাম্পত্য সম্পর্ক উপভোগ করার প্রত্যাশী হন,যা মহান আল্লাহ যে সম্পর্ক আপনাদের মধ্যে বিরাজমান দেখতে চান তাহলেও এ বইটি আপনার জন্য। সর্বশেষে আপনি দাম্পত্য জীবনে নানা সমস্যায় জর্জরিত হয়ে বিবাহ বিচ্ছেদের চিন্তা করছেন এই মুহূর্তেও ব‌ইটি আপনার প্রয়োজন। লাভ এন্ড রেসপেক্ট ব‌ইটি সহায়তা করবে দাম্পত্য জীবনের অনাবিল সুখ ফিরিয়ে আনতে। ব‌ই: লাভ এন্ড রেসপেক্ট লেখক : ড. এমারসন এগারিচেস প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন বিষয় : পরিবার ও সামাজিক জীবন

      By Lutfun Nahar

      14 Feb 2021 11:44 PM

      Was this review helpful to you?

      or

      #লাভ_এন্ড_রেসপেক্ট_রিভিউ বইয়ের নাম: লাভ এন্ড রেসপেক্ট। লেখকের নাম: ড. এমারসন এগারিচেস। অনুবাদকের নাম: রোকন উদ্দিন খান প্রকাশনায়: প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon ভালোবাসা এবং শ্রদ্ধা! চমৎকার দু'টি শব্দ। পুরো একটা দাম্পত্য জীবনে এই দু'টি শব্দকে আক্ষরিক অর্থে যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে স্বর্গীয় সুখ আনয়ন করা যায় সেটাই লেখক বারবার উল্লেখ করেছেন। ড.এমারসন দাম্পত্য সম্পর্কের উপর বিভিন্ন কনফারেন্স করেন আর স্বামী স্ত্রীদের কাউন্সেলিং করেন। উনার কাছ থেকে পরামর্শ নিতে আসা দম্পতিদের উপর মনস্তাত্ত্বিক গবেষনা করে তিনি যে সমস্যা আর সমাধান খুঁজে পেয়েছেন সেটারই পূর্ণাঙ্গ রুপ এই "লাভ এন্ড রেসপেক্ট" বইটি। লেখক বইটিকে তিনটি চক্রে বিভক্ত করেছেন। ১. পাগলা চক্র ২. উৎসাহচক্র ৩. পুরষ্কারচক্র প্রতিটি চক্রে আছে বিভিন্ন অধ্যায়। অধ্যায় গুলোতে বিষয়বস্তুর শিরোনাম দিয়ে বইটিকে আকর্ষণীয় করা হয়েছে। "পাগলাচক্র" এর মূল সাতটি অধ্যায়ে আমরা ভুলটা কিভাবে শুরু করি এবং সেটাকে কিভাবে আরো কঠিন করে ফেলি সেটাই উল্লেখ আছে। কি বললাম বলে ভুল হলো কিংবা কোনটা বললে ভুলটা হতোনা সেটাই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নারীকে ভালোবাসার আর পুরুষকে শ্রদ্বার কাঙাল রুপেই উপস্থাপন করা হয়েছে। একটু গভীর ভাবে ভেবে দেখলেই মনে হবে এই পাগলা চক্র তো আমার এবং আমার সঙ্গি/সঙ্গিনীর কথাই বলছে। প্রাকৃতিক নিয়মেই নারী এবং পুরুষের মন মানসিকতা ভিন্ন হয়। তাদের এই ভিন্ন মানসিকতাকে কিভাবে এক সূতোয় গাঁথা যায় সেই চেষ্টাই করেছেন লেখক। দ্বিতীয় ভাগে আসে "উৎসাহচক্র"। পাগলাচক্রের রেষ কাটিয়ে নিজের শ্রদ্ধা কিংবা ভালোবাসা প্রকাশের জন্য এগিয়ে আসার উৎসাহ দেওয়া হয়েছে এই চক্রে। স্বামী স্ত্রীকে ভালোবাসছেনা কিংবা স্ত্রী স্বামীকে শ্রদ্ধা করছেনা এই বিষয় থেকে পরিত্রাণ পেতে হলে "ও আগে এগিয়ে আসুক" এই ভাবনা মোটেই করা যাবেনা। নিজেকেই এগিয়ে আসতে হবে। তাও নিঃশর্তে। "ও ভালোবাসলে আমি শ্রদ্ধা করব" কিংবা "ও শ্রদ্ধা করলে আমি ভালোবাসবো" এই ভাবনা মোটেই রাখা যাবেনা। তবেই সুখে থাকা সম্ভব বলে লেখক মনে করেন। আর তৃতীয় পর্বে আসে "পুরষ্কারচক্র"। এই চক্রের অধ্যায়গুলোতে দেখানো হয়েছে আগের দুই পর্ব বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে কিভাবে একটি সুন্দর দাম্পত্য জীবন পুরষ্কার হিসেবে পাওয়া যায়। পুরো বইটার মূল বিষয়বস্তু হলো- * স্ত্রীর অবশ্যই নিঃশর্ত শ্রদ্ধা উপহার দিতে হবে এবং স্বামীর নীল সিগনাল এর পাঠোদ্ধার করতে হবে। * স্বামীর অবশ্যই নিঃশর্ত ভালোবাসা উপহার দিতে হবে এবং স্ত্রীর গোলাপি সিগনাল এর পাঠোদ্ধার করতে হবে। এই শর্তগুলো নিঃসংকোচে মেনে নিতে পারলে দাম্পত্য জীবনে স্বর্গসুখ আসবে বলেই মনেপ্রাণে বিশ্বাস করেন লেখক। বইটা পড়ার পর আমার মনে হয়েছে যে দম্পতি এই বইটি পড়বে উনাদের মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে। রিভিউ লেখিকা: Lutfun nahar

    • Was this review helpful to you?

      or

      বই পরিচিতি: বই:লাভ এন্ড রেসফেক্ট লেখক:ড.এমারসন এগারিচেস অনুবাদ:রোকন উদ্দিন খান প্রকাশনী:প্রচ্ছদ প্রকাশন পৃষ্ঠা:২২৪ দাম্পত্য সম্পর্কের কাউন্সিলিং নিয়ে লিখা বইয়ের মধ্যে লাভ এন্ড রেসফেক্ট একটি বিখ্যাত বই।যে বইটা "অ্যামাজনে বিয়ে সম্পর্কে লিখা বেস্ট সেলার বইগুলোর মধ্যে অন্যতম। বইটির রেটিং পড়ছে অবিশ্বাস বর্তমানে এর রেটিং সংখ্যা ৫৬৫৬। দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সম্পর্কের স্থায়িত্ব ও মাধুর্য বৃদ্ধি করে।সুখময় দাম্পত্য জীবন গঠনে আল্লাহর প্রদত্ত জীবন বিধান অনুসরন এর বিকল্প নেই। দাম্পত্য সম্পর্ক কে সুন্দর সুখময় কারার জন্য স্বামী স্ত্রীর উভয়ের পরস্পর কিছু দায়িত্ব কর্তব্য রেয়েছে। এই দায়িত্ব আর কর্তব্য গুলোতে যখন অবহেলা করা হয় তখন দাম্পত্য সম্পর্ক তিক্ত আর বিষাক্ত রুপ ধারণ করে। আল্লাহ তায়ালা বলেন,, (আর রুম - ২১) "তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সংগিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এতে চিন্তাশীল লোকদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ তায়ালার দেওয়া এই জীবন বিধান যখন অমান্য করা হয় তখন দাম্পত্য জীবনে বিপর্যয় নেমে আসে।বন্ধন গুলো তখন নড়বড়ে হয়ে যায়। ইদানীং পত্রিকায় দিকে তাকালেই দেখা যায় বিবাহ বিচ্ছেদর শিরোনাম। সম্প্রতি বাংলাদেশের এক পরিসংখ্যানে বলা হয় ঢাকায় প্রতি ঘন্টায় তালাক হচ্ছে একটি করে।যার মধ্যে বেশিরভাগ তালাক আসছে স্ত্রী কর্তৃক। যে জীবনের সূচনা হয় শত শত রঙ্গিন স্বপ্ন দিয়ে সেই দাম্পত্য জীবনের ইতি টানতে হয় একরাশ অভিমান, ক্ষোভ, অভিযোগের মাধ্যমে। দাম্পত্য সম্পর্কের বিপর্যয় দেখা যায় সাধারণত স্বামী-স্ত্রী উভয়ে পরস্পর নিজেদের হক গুলো আদায় করেনা।আল্লাহ তায়ালা নারীর উপর পুরুষের কর্তৃত্ব দিয়েছেন।পরিবারে ভরণ -পোষণ এর দায়িত্ব ও পুরুষের। কর্মশক্তি, সাহস,বীরত্ব, জ্ঞান নারী অপেক্ষা পুরুষের বেশি। স্বামীর আনুগত্য করা।এর মানে এই নয় স্বামীর কাছে মাথানিচু করা।শরীয়ত পরিপন্থী কোন আদেশ পালন করা।স্বামীর হক গুলো আদায় করা হচ্ছে স্বামীর আনুগত্য করা।নারীর অবাধ স্বাধীনতা সম্পর্কের বিপর্যয় এর একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।এছাড়াও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া।কথার মূল্যায়ন না করা।সামান্য বিষয়ে একে অপরের দোষত্রুটি ধরা।অল্প তেই রেগে যাওয়া,ধর্মীয় জ্ঞান না থাকা,অহেতুক সন্দেহ, ধৈর্য না থাকার কারণে দাম্পত্য জীবনে বিপর্যয় নেমে আসে। লেখক দাম্পত্য সম্পর্কের কাউন্সিলিং করতে গিয়ে দম্পতিদের বিচ্ছেদ এর বিভিন্ন কারণ বিভিন্ন সমস্যার কথা শুনেছেন।এর থেকে উত্তরণের জন্য উত্তম নসিহত প্রদান করেছেন।স্বামী স্ত্রীর দাম্পত্য সুখের অজানা রহস্য এবং বিভিন্ন কৌশল এই বইটিতে তুলে ধরেছেন। বইটি ২৪ টি অধ্যায়ে তিনটি অংশে বিভক্ত করা হয়েছে।অসাধারণ এই বইটি বিবাহেচ্ছু এবং দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যার অতিক্রম করছেন, সুখী দম্পতির সবার জন্য বইটি উপকারী। সুখময় দাম্পত্য জীবন উপভোগ করার জন্য বইটি আপনাকে সাহায্য করবে।ইনশাআল্লাহ।

      By 880****554

      03 Sep 2024 06:12 PM

      Was this review helpful to you?

      or

      বইটার গুরুত্ব সম্বন্ধে কিভাবে লিখবো আমি তার ভাষা পাচ্ছি না। আমি দাম্পত্য জীবনের উপরে প্রচুর পড়াশোনা করেছি, তবে একটা জিনিস আমার মধ্যে কেমন যেন অভাব থেকেই যেত। এই বইটা হাতে পাওয়ার পর যখন ভুমিকা পড়া শুরু করলাম, তখন নিয়ত করলাম এই বইটার বাক্য তো দুরে থাক পড়তে একটা শব্দও বাদ দিব না। এরপর বইটা পড়ে আমি নিশ্চিত হতে পারলাম যে, এটই ছিল দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা একটি বই। সত্যি কথা বলতে, দাম্পত্য জীবনে বইটার যে গুরুত্ব তা বলে বুঝানো সম্ভব না। আল্লাহর কসম, দাম্পত্য জীবনের উপরে পড়া আমার কাছে সবচেয়ে সেরা বই এটি "লাভ এন্ড রেসপেক্ট"। আমি অনুরোধ করবো সকল বিবাহিত-অবিবাহিত ভাইবোন নির্বিশেষে সবাই যেন বইটি সংগ্রহে রাখে। জাযাকাল্লাহ খাইর।

      By Munassima Shirin

      29 Sep 2023 10:41 PM

      Was this review helpful to you?

      or

      অনেক অনেক অনেক অনেক ভালো বই।

      By Al Amin Hossain

      26 May 2023 04:21 PM

      Was this review helpful to you?

      or

      Onek Valo Boi

      By Farhan Habib

      19 Apr 2023 10:00 PM

      Was this review helpful to you?

      or

      সুন্দর একটি বই। আশা করি পাঠকগণ অনেক উপকৃত হবেন এই বইটি পড়ে ইন শা আল্লাহ।

      By Rakibul Hasan Rafi

      09 Nov 2021 11:36 AM

      Was this review helpful to you?

      or

      Good

      By Abdur Rahman

      14 Feb 2021 06:42 PM

      Was this review helpful to you?

      or

      দাম্পত্য জীবন হলো একটি সুখময় পরিবার গঠনের প্রধান ভিত্তি। যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানবজাতির জন্য নেয়ামত স্বরুপ। কিন্তু বর্তমান সময়ে সমাজের দিকে তাকালে দেখা যায় স্বামী-স্ত্রীর মাঝে ক্রমশ মায়া-মহব্বত হ্রাস পাচ্ছে। দূর্বল হয়ে পড়ছে পারিবারিক বন্ধন। প্রতিনিয়ত আশংকাজনক হারে বাড়ছে দাম্পত্য কলহ ও বিবাহ বিচ্ছেদ। অবস্থা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে স্বামী-স্ত্রীর মাঝে আজ বিলুপ্ত হতে বসেছে নৈতিকতা, মানবিকতা, মহানুভবতা, মননশীলতার মত বৈশিষ্ট্যগুলো। বর্তমান সমাজও অবাধ স্বাধীনতা ও তথ্য প্রবাহের এই যুগে দাম্পত্য জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে ব্যর্থ। তাহলে কেন এই সমস্যা? আর এর সমাধানই বা কিসে? বাংলাভাষী পাঠকদের এসব বিষয়ের প্রতি হাহাকার কাটাতেই প্রচ্ছদ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে "লাভ এন্ড রেসপেক্ট" নামক এক অমূল্য বই। যেটি লিখেছেন মার্কিন নাগরিক ড. এমারসন এগারিচেস । বাংলা অনুবাদ করেছেন রোকন উদ্দিন খান। . ➤ সার-সংক্ষেপঃ- লেখক ড. এমারসন এগারিচেস বইটিকে সর্বমোট ২৪টি অধ্যায়ে বিভক্ত করে আলোচনা করেছেন। সেই সাথে আলোচনার সুবিধার্থে অধ্যায়গুলোকে তিনটি অংশে বিভক্ত করেছেন। যথা- ◼ প্রথম অংশ : পাগলাচক্রঃ- এ অংশটি মোট সাতটি অধ্যায় নিয়ে সজ্জিত। এখানে লেখক তার বাস্তব অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার আলোকে লাভ এন রেসপেক্ট কানেকশন এর বেশকিছু কৌশল নিয়ে আলোচনা করেছেন। যে কৌশলগুলো অনুশীলন করলে আপনার দাম্পত্য সম্পর্ক উন্নতির দিকে এগিয়ে যাবে বলে আশা করা যায়। এ অংশের কয়েকটি আলোচ্য বিষয় হলো- একটি সফল বিয়ের রহস্য, সফল দাম্পত্য জীবনের রহস্য, বৈজ্ঞানিক গবেষণায় ভালোবাসা ও শ্রদ্ধা, জীবনসঙ্গী কেন সবকিছু বোঝে না, স্বামী যখন অশ্রদ্ধা অনুভব করে ইত্যাদি সহ আরো অনেক কিছু। ◼ দ্বিতীয় অংশ : উৎসাহ চক্রঃ- এ অংশটি পনেরটি অধ্যায়ের সমন্বয়ে গঠিত। এই অংশে আলোচনা করা হয়েছে সুখী দাম্পত্য গঠন করতে স্বামী-স্ত্রী উভয়্যের জন্য দৈনন্দিন ব্যবহারিক কিছু কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেগুলো আপনার দাম্পত্য জীবনকে মননশীল ও শক্তিশালী করে তুলতে সহায়তা করবে। ◼ তৃতীয় অংশ : পুরস্কারচক্রঃ- এটি বইয়ের সবয়েয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে লেখক তুলে ধরেছেন যে আপনি দাম্পত্য জীবনকে সুখময় করতে সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।  কিন্তু আপনার জীবনসঙ্গি/জীবনসঙ্গিনীর ভেতর তেমন কোন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন না। ঠিক এ অবস্থায় আপনি কি করবেন তাই নিয়েই লেখা হয়েছে এই পুরস্কারচক্র অংশটি। এছাড়াও বইয়ের শেষে একটি অনুশীলনমূলক পরিশিষ্ট যুক্ত করা হয়েছে। যেখানে আপনি দাম্পত্য জীবন টিকিয়ে রাখতে কতটুকু আগ্রহী তা অনুশীলন করতে পারবেন। . ➤ বইটি আপনি কেন কিনবেন এবং পড়তে আগ্রহী হবেনঃ- ১। বইটির সবচেয়ে আগ্রহ জাগানিয়া দিক হলো এর বিষয়বস্তু। কভারে বইয়ের নাম দেয়া "নাভ এন্ড রেসপেক্ট : দাম্পত্য সুখের অজানা রহস্য"। বোঝাই যাচ্ছে বইটি দাম্পত্য জীবন কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে লেখা হয়েছে। তাই বিষয়বস্তু জেনে প্রথমেই বইটি পড়ার প্রতি আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস ৷ ২। "লাভ এন্ড রেসপেক্ট" বইতে সকলের জন্যই রয়েছে চিন্তার খোরাক।  এটি এমন একটি বই যা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কিছু মানুষের জন্য নয় বরং সকল মানুষের সবসময়ের জন্যই জরুরী। ৩। বইয়ের প্রচ্ছদ, কভার, বাধাই, ভিতরের পাতা ইত্যাদি কেমন এটাও বইয়ের প্রতি ভালোলাগার একটি অংশ। সেদিক থেকে বলবো বইয়ের বাইন্ডিং ও ভেতরের পাতা যথেষ্ট ভালো এবং হার্ডকভারের মাধ্যমে বাধাইয়ের ক্ষেত্রেও সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন। ৪। বইটি লিখেছেন একজন অমুসলিম লেখকে। কিন্তু অমুসলিম হলেও পুরো বইতে আমার ইসলাম বিরোধী তেমন কিছু চোখে পড়েনি। ৫। বইটি সারা পৃথিবীতে প্রায় বিশ লাখ কপি বিক্রিত এবং নিউইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই। . ➤ বইটি যারা পড়বেনঃ- বইটি মূলত বিবাহিত দম্পতিদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য অনুপ্রেরণা ও অনুশীলনমূলক বই। তবে অবিবাহিতরাও বইটি পড়লে অনেক কিছু শিখতে পারবেন এবং বিবাহ পরবর্তী জীবনের জন্য নিজেকে গুছিয়ে নিতে পারবেন . ➤ ব্যক্তিগত অনূভুতিঃ- ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। বইতে লেখক সুখময় দাম্পত্য জীবন গঠনের জন্য অনেক টিপস ও মূল্যবান উপদেশ দিয়েছেন।যা লেখকের ত্রিশ বছরের দাম্পত্য কাউন্সেলিং এর অভিজ্ঞতায় সমৃদ্ধ। লেখকের প্রতিটি আলোচনাই যেন মন ছুঁয়ে যাওয়ার মত, প্রশান্তিময়। সুখপাঠ্য গদ্য ও অভিনব উপস্থাপন কৌশল পাঠককে আকৃষ্ট করে রাখবে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত। তাই সকলের প্রতি অনুরোধ "লাভ এন্ড রেসপেক্ট" বইটি একবার হলেও পড়ুন, সেই সাথে বইতে দেয়া বিভিন্ন টিপস গুলো ফলো করতে চেষ্টা করুন। দেখবেন দুনিয়ার জীবনে আপনিই হবেন সর্বময় সুখের অধিকারী, ইনশাআল্লাহ। . ➤ সমালোচনাঃ- বইতে সমালোচন করার মতো তেমন কিছু নেই। তবে বইতে পরিচ্ছেদগুলোর শিরোনাম দেয়া থাকলেও অধ্যায় গুলোর কোন শিরোনাম দেয়া নেই। হয়তো মূল বইতে এভাবেই রয়েছে। তথাপি পুরো অধ্যায়ের বিষয়বস্তু বিবেচনায় নিয়ে উক্ত অধ্যায়ের শিরোনাম যুক্ত করলে ভালো হতো। . ➤ শেষ কথা:- পরিশেষে সকলকে বলবো আসুন "লাভ এন্ড রেসপেক্ট" বইটি পড়ে এবার ভিন্ন কিছু হোক। মায়া মমতা, আদর-স্নেহ ও রোমান্টিকতায় সুশোভিত হয়ে  দাম্পত্য জীবন হয়ে উঠুক আদর্শ সমাজের প্রতিচ্ছবি। ভালোবাসতে শিখুন নিজের স্ত্রী/নিজের স্বামীকে। দেখবেন জীবন ভরে উঠবে আনন্দ ও প্রশান্তির ঝরনাধারায় ।

      By রাহবার

      12 Mar 2022 01:17 PM

      Was this review helpful to you?

      or

      দাম্পত্য জীবন নিয়ে এই বইটাকে কম্লিট প্যাকেজ বলা যায়। কারণ, বাজারে দাম্পত্য জীবন নিয়ে আর যতো বই আছে, সেগুলোতে হয় নারীদের দৃষ্টিকোণ থেকে লেখা, না হয় পুরুষের দৃষ্টিকোন থেকে লেখা। কিন্তু এই বইটি নারী ও পুরুষ উভয়ের দৃষ্টিকোন থেকে লেখা বই। আমি মনে করি, যারা দাম্পত্য জীবন নিয়ে কাউন্সিলিং করেন, তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট এর জন্য এই বইটি অবশ্যই পড়বেন। সেইসাথে ক্লায়েন্টদের এই বইটি পড়া বাধ্যতামূলক করে দিবেন। তাতে দারুণ ফল পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। বইটাকে অসাধারণ বললেও কম হয়ে যাবে। অনুবাদক, প্রকাশক উভয়কেই ধন্যবাদ, বইটি প্রকাশ করার জন্য।

      By সালমা আফরিন

      28 Feb 2021 10:28 PM

      Was this review helpful to you?

      or

      বই : লাভ এন্ড রেসপেক্ট লেখক : ড. এমারসন এগারিচেস অনুবাদক : রোকন উদ্দিন খান প্রকাশনী : প্রচ্ছদ প্রকাশন মুদ্রিত মূল‌্য : ৩২০ টাকা 'লাভ এন্ড রেসপেক্ট' বইটি সাইকিয়াট্রিস্ট ড. এমারসন এগারিচেস কর্তৃক লেখা একটি বেস্টসেলার বই। বইটি লিখিত হয়েছে স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক নিয়ে। দাম্পত্য কাউন্সিলিংয়ের অভিজ্ঞতায় ঋদ্ধ ড. এমারসনের ৩০ বছরের বেশি সময় ধরে করা কাউন্সিলিংয়ের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখিত এ বইটি নিউইয়র্ক টাইমসের একটি বেস্ট সেলার বই। এছাড়াও অ্যামাজনে বিয়ে সম্পর্কে লেখা বইগুলোর মধ্যে অন্যতম এই বইটি। অ্যামাজনে এর রেটিংয়ের সংখ্যা তিন হাজারের ও বেশি। ২০০৪ সালে মুদ্রণের পর থেকে 'লাভ এন্ড রেসপেক্ট' বইটি ২০ লাখের অধিক কপি বিক্রি হয়েছে। বইটি বাংলা, স্প্যানিশ, জার্মান, রাশিয়ান সহ ৭ টি ভাষায় অনূদিত হয়েছে। #লেখক_সম্পর্কে:- ড. এমারসন এগারিচেস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাবলিক স্পিকার ও লেখক। তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটি থেকে 'চাইল্ড এন্ড ফ্যামিলি ইকোলজি' নিয়ে পিএইচডি করেছেন। লাভ এন্ড রেসপেক্ট সহ প্রায় ১৪ টি বইয়ের লেখক তিনি। ড. এমারসনের বক্তব্যের মূল বিষয় দাম্পত্য সম্পর্ক এবং প্যারেন্টিং। তিন দশক সময় ধরে কাউন্সিলিং এবং বিজ্ঞান ও বাইবেলের গবেষনার উপর ভিত্তি করে ড. এমারসন ‘লাভ এন্ড রেসপেক্ট’ বিষয়ের ওপর যে কনফারেন্সগুলো করে চলেছেন, তা সারা বিশ্বে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। নারী-পুরুষের মনস্তত্বের চিত্তাকর্ষক বিশ্লেষণ এবং নারী-পুরুষের সম্পর্কের রসায়নের অভিনব ব্যাখ্যা দিয়ে তিনি বহু বৈবাহিক সম্পর্কের ভাঙনরোধে সহায়তা করেছেন। #অনুবাদক:- রোকন উদ্দিন খান রংপুরের গংগাচড়া উপজেলার এক নিভৃত পল্লীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বর্তমানে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।তার প্রথম অনূদিত বই - ফ্রম এমটিভি টু মক্কা। লাভ এন্ড রেসপেক্ট তার দ্বিতীয় কাজ। #বইটি_সম্পর্কে:- "ঢাকায় দিনে ৩৯ তালাক"। মাস কয়েক আগে পত্রিকার এই শিরোনাম নিশ্চয়ই অনেকেরই নজর কেড়েছে। ওই পত্রিকার পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র ঢাকা শহরে প্রতিমাসে তালাকের সংখ্যা গড়ে ১১৯৪ টি। শুধুমাত্র একটা শহরের যদি এই অবস্থা হয় তাহলে, সমগ্র পৃথিবীতে এই পরিসংখ্যানটা ঠিক কত হতে পারে ভেবেছেন?! তবে আমি এই পরিসংখ্যানে যাবনা। আমি বলতে চাই এর পেছনের কারণ। ড. এমারসন এগারিচেস এর মতে, "The Love She Most Desires, The Respect He Desperately Needs". অর্থাৎ দাম্পত্য জীবনে নারী ভালোবাসা পেতে চায়, সান্নিধ্য চায় আর পুরুষের সম্মান প্রাপ্তির তীব্র আয়োজন। মূলত নারীদের সৃষ্টি করাই হয়েছে ভালোবাসার জন্য। ভালোবাসা ছাড়া নারীরা চলতে পারেনা। অন্যদিকে স্বামীদের সৃষ্টি করা হয়েছে শ্রদ্ধা পাওয়ার জন্য। একজন স্বামী যখন বুঝতে পারে তার স্ত্রী তাকে শ্রদ্ধা করছেনা, তখন সেই স্বামীর পক্ষে স্ত্রীকে ভালোবাসা অনেক কঠিন হয়ে যায়। লেখকের মতে, পুরুষদের জীবনে ভালোবাসার চেয়ে শ্রদ্ধার গুরুত্ব অনেক বেশি। শ্রদ্ধা হচ্ছে পুরুষের হৃদয়ের গভীরতম আকাঙক্ষা। ৪০০ জন পুরুষকে নিয়ে করা একটি জাতীয় জরিপে পুরুষদেরকে দুইটি নেতিবাচক জিনিসের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছিল। নেতিবাচক জিনিস দুটো হচ্ছে- ১। জগতের কেউ আপনাকে ভালোবাসবে না। ২। জগতের কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। শতকরা ৭৪ জন পুরুষ প্রথমটি বেছে নিয়েছিলো। তার কারণ, পুরুষদের কাছে ভালোবাসা হীনতার চেয়ে শ্রদ্ধাহীনতা বেশি পীড়াদায়ক। কেনো পুরুষদের কাছে শ্রদ্ধাহীনতা অধিক পীড়াদায়ক তার কিছু কারণ লেখক ব্যাখ্যা করেছেন। এসবের মধ্যে অন্যতম হচ্ছে গোলাপি ও নীল রঙ। পুরুষের মনোজগৎ ও নারীদের মনোজগৎ সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। নারী পৃথিবীটাকে দেখে তার চোখে থাকা গোলাপি সানগ্লাস দিয়ে। আর পুরুষ দেখে তার চোখে থাকা নীল সানগ্লাস দিয়ে। গোলাপি ও নীল সানগ্লাস জীবন ও জগৎ সম্পর্কে দুজনের কাছে দুইরকম ব্যাখ্যা উপস্থিত করে। ফলে জীবন সংসারের একই দৃশ্য দুজনের কাছে ভিন্ন ভিন্নভাবে ধরা দেয়। এসমস্ত ব্যাপারগুলো ভালোভাবে বুঝার জন্য লেখক সম্পূর্ণ বইটিকে ৩টি অংশে ভাগ করেছেন। প্রথম অংশ- পাগলাচক্র, দ্বিতীয় অংশ- উৎসাহচক্র এবং তৃতীয় অংশ পুরস্কারচক্র। পাগলাচক্রে লেখক তার কাউন্সিলিং জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তার শৈশব ও কৈশোরের স্মৃতি রোমন্থন করেন। তিনি বর্ণনা করে চলেন এক বছর বয়স থেকে যৌবন পর্যন্ত তার বাবা-মায়ের সম্পর্কের ধরন। বইয়ের শুরুতেই তিনি লিখেন, তার বাবা মা অনবরত একটা দ্বন্দ্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দাম্পত্য জীবন কাটিয়েছেন। কিন্তু তখন তিনি এ অশান্তির আসল কারণ বুঝতে পারেননি। যখন তিনি লাভ এন্ড রেসপেক্ট এর মধ্যে সংযোগ টা ধরতে পারলেন, তখন তিনি বুঝলেন তার বাবা মায়ের মধ্যে অশান্তির মূল কারণ, তার মা ছিলো ভালোবাসার কাঙাল আর বাবা ছিলেন শ্রদ্ধার জন্য কাতর। পাগলাচক্রে লেখক ক্রমান্বয়ে 'একটি সফল বিবাহের গোপন রহস্য', ভালোবাসা ও শ্রদ্ধার সংযোগ, বৈজ্ঞানিক গবেষনায় ভালোবাসা ও শ্রদ্ধা, গোলাপি ও নীল রংয়ের পর্দার ভূমিকা ইত্যাদি বিষয় তুলে ধরেন। উৎসাহচক্রে লেখক স্বামী-স্ত্রী উভয়কে লাভ এন্ড রেসপেক্ট কানেকশন অনুশীলন করতে সাহায্য করার জন্য কিছু কৌশলের কথা বলেন। বিষয়টি সহজ করে বোঝানোর জন্য স্বামী-স্ত্রী উভয়ের জন্য ৬ টি ভিন্ন ভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বামীদের জন্য যে ছয়টি বিষয় তা হচ্ছে, ইংরেজি C-O-U-P-L-E এর ছয়টি বর্ণকে আদ্যাক্ষর ধরে ছয়টি বিশেষ গুণ।অন্যদিকে স্ত্রীদের জন্য ইংরেজি C-H-A-I-R-S এর ছয়টি বর্ণকে আদ্যাক্ষর ধরে ছয়টি বিশেষ গুণ। যেগুলো স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনকে শক্তিশালী করতে সাহায্য করবে। এবং সবশেষে রয়েছে পুরস্কারচক্র। পুরস্কারচক্রে লেখক ' লাভ এন্ড রেসপেক্ট' এর প্রক্রিয়াকে কিভাবে সুসম্পন্ন করা যায় সে সম্পর্কে লিখেছেন। এটি এমনভাবে সাজানো যা অনুসরণ করলে দাম্পত্য জীবন উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাবে। পুরস্কারচক্রের পথ অনুসরণ করলে আপনি বুঝতে পারবেন নিঃশর্ত শ্রদ্ধা ও নিঃশর্ত ভালোবাসা কিভাবে অবধারিত পুরস্কারের জন্য আপনাকে প্রস্তুত করে চলছে। পুরো বইটি জুড়ে লেখক ৩ টি কথাই বলিতে চেয়েছেন। তা হচ্ছেঃ- ১। পাগলাচক্রটিকে থামান, ২। ভালোবাসা ও শ্রদ্ধা বিনিময় করে একে অপরকে শক্তিশালী করুন। ৩। আপনার পবিত্র দাম্পত্য জীবনকে উপভোগ করুন। "লাভ অ্যান্ড রেসপেক্ট" বই সম্পর্কে প্রচ্ছদ প্রকাশন-এর ব্রান্ড অ্যম্বাসেডর ইয়াসির ক্বাদি বলেন, "আপনি যত খুশি বলতে পারেন যে, নারী পুরুষ সবাই সমান; নারী-পুরুষের ধারণা সমাজের তৈরি, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু তা বলার মাধ্যমে আপনি নারী পুরুষের স্বভাবজাত প্রবণতা পরিবর্তন করতে পারবেন না, কারণ আল্লাহ তায়ালা তাদের এভাবে স্বতন্ত্র বৈশিষ্ট্যসহ সৃষ্টি করেছেন। নারীরা স্বামীর ভালোবাসা ও প্রশংসা পেতে পছন্দ করে। অন্যদিকে পুরুষ স্ত্রীদের থেকে ভালোবাসা ও সম্মান প্রত্যাশা করেন। এই বইয়ের বিবরণ তাই বলছে। সম্মানের মানে স্বামীর সামনে মাথা নত করে থাকা নয়; আক্ষরিকভাবে স্বামীর ইবাদত করা নয়। সম্মান করা মানে স্বামীর প্রতি আস্থা রাখা; স্বামীর কাজকে পরিবারের কল্যাণে সম্পাদিত বলে বিশ্বাস রাখা।” বইটি দুটি প্রচ্ছদে প্রকাশিত হয়েছে। গোলাপি এবং নীল। তার কারণ সুনিদিষ্ট। নারীদের প্রিয় কালার গোলাপি ও পুরুষের প্রিয় নীল। পূর্বেই উল্লেখ করেছি নারীদের কাছে গোলাপি রঙ এবং পুরুষদের কাছে নীল রং কতটা গুরুত্ব বহন করে। তবে, দুইটি প্রচ্ছদই অসাধারণ। বইয়ের ফিতা টি বুকমার্ক হিসেবে ভালোই কাজে দিয়েছে। ধন্যবাদ প্রচ্ছদ প্রকাশন কে, এমন একটা বইয়ের সাথে বাংলা ভাষাভাষীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনুবাদক রোকন উদ্দিন খানের সুন্দর ওঝরঝরে অনুবাদ বইটিকে সব শ্রেণীর পাঠকের কাছে সহজপাঠ্য করে তুলবে এইটুকু নিশ্চয়তা দিতে পারি। সুতরাং, বিবাহ করতে ইচ্ছুক এমন নারী পুরুষ, বিবাহিত সুখী দম্পতি, বিবাহিত অসুখী দম্পতি - বইটি পড়ুন। নিঃসন্দেহে এটি আপনার জীবনে পড়া সেরা বইগুলোর তালিকায় স্থান করে নিবে। #বইটি_কাদের_জন্য:- 'লাভ এন্ড রেসপেক্ট' বইটি কাদের জন্য এ সম্পর্কে ড. এমারসন এগারিচেস বলেন, আপনি কি বিয়ের জন্য অপেক্ষমাণ? আপনি কি আপনার দাম্পত্য জীবনকে সুখে-শান্তিতে টইটুম্বুর করে সাজাতে চান? আপনি কি আপনার সঙ্গীর আরও কাছাকাছি আসতে চান? আপনি কি চান, আপনার সঙ্গী আপনাকে আরও ভালোভাবে বুঝুক? আপনি কি সেই দাম্পত্য সম্পর্ক উপভোগ করার প্রত্যাশা করেন, মহান আল্লাহ যে সম্পর্ক আপনাদের মধ্যে বিরাজমান দেখতে চান? তাহলে এ বইটি আপনার জন্য। আপনি কি দাম্পত্য জীবনে নানা সমস্যায় জর্জরিত? আপনি কি বিবাহ বিচ্ছেদের চিন্তা করছেন? আপনি কি চান, আপনার দাম্পত্য জীবন আবার অনাবিল সুখের আধার হয়ে উঠুক? আপনি কি একজন নিঃসঙ্গ স্ত্রী? আপনি কি স্ত্রীর জ্বালাতনে অতিষ্ঠ একজন স্বামী? আপনি কি পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন?আপনার সঙ্গী কি পরকীয়ায় জড়িয়ে পড়েছে? আপনি কি ধর্মীয় শিক্ষক বা কাউন্সেলর-- যাকে বৈবাহিক নানা সমস্যার সমাধান দিতে হয়? তাহলে এ বই আপনার জন্যও। বইটি পড়ুন। দেখুন, কী দারুণ পাঠ আপনার জন্য অপেক্ষা করছে!

      By ইবনুস সুলতান

      30 Dec 2020 01:08 PM

      Was this review helpful to you?

      or

      "লাভ অ্যান্ড রেসপেক্ট" বই সম্পর্কে প্রচ্ছদ প্রকাশন-এর ব্রান্ড অ্যম্বাসেডর ইয়াসির ক্বাদির রিভিউ? ড. এমারসনের Love

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!