User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
হাই স্কুলে পড়াকালীন— তিন গোয়েন্দা সিরিজ ছিলো তুমুল জনপ্রিয়। তিন গোয়েন্দা সিরিজের বই -এর কোনো সংখ্যা বের হলেই, সেটা সে রাতের মধ্যেই পড়ে শেষ করে ফেলতাম। আজ অনেকদিন পরে ১টি বই হাতে পেয়েছি। 'বাদল সৈয়দ' -এর 'রোজাবেল মা তোকে বলছি'। আশ্চর্য! ক্লাস নাইন -এ পড়ুয়া বয়সের পাঠকের মতো এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি বইটি। বই -এর অনেকগুলো গদ্যই টাইমলাইনে থাকার মতো। তবে, আজ, এক্ষণি যে গদ্যটা- টাইমলাইনে থাকা দরকার মনে হয়েছে, তার উল্লেখযোগ্য অংশবিশেষ- "২৯ ............... চলে আসার সময় বললাম- পাল বাবু, আমাকে একটা টিপ দেন, যেটা আমি সবসময় অনুসরণ করবো। তিনি বললেন- স্যার, মেয়েকে ১টা গল্প বলবেন তা হলো— আচ্ছা মা, মনে কর তোর জীবনে সংশয় দেখা দিয়েছে। এক্ষণি তোকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তোর যেতে ইচ্ছে করছে না। এতো সুন্দর দুনিয়া, কার ছেড়ে যেতে মন চায়? তাই তুই বিধাতার কাছে নিবেদন করলি— হে ঈশ্বর আমাকে আর কিছুদিন আয়ু দিন। প্লিজ। আমি আরো বাঁচতে চাই। বিধাতা বললেন — আমি তোমার আয়ু বাড়াতে পারি, তবে কেবল ১টি শর্তে। কী শর্ত? ঈশ্বর বললেন— যদি আর কেউ তোমার হয়ে জীবন উৎসর্গ করে, তার আয়ু তোমাকে দান করে তবেই কেবল তুমি আয়ু পাবে, নয়তো নয়। মাগো, এই দুনিয়ায় সাতশো কোটি মানুষের বাস। তুই যদি তাদের সবার কাছে ছুটে যাস আর জনে জনে বলিস, দয়া করে আপনি কি আমার জন্য আপনার জীবন উৎসর্গ করবেন? পায়ে পড়ি, আমাকে বাঁচান। আমাকে আপনার আয়ু ধার দিন। কেউ কিন্তু মা তোর জন্য প্রাণ উৎসর্গ করবে না, এমনকি তোর প্রাণের বন্ধুটিও করবে না; কিন্তু দু'জন মানুষ অবলীলায় তোকে বাঁচানোর জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করবেন। সে দু'জন হলাম আমি আর তোর মা। একমাত্র মা-বাবাই বাচ্চার জন্য নিজের আয়ু বিসর্জন দিতে পারেন, আর কেউ না। অতএব মা, আমাদের দু'জনের চেয়ে বড়ো বন্ধু তোর আর কেউ নাই, কেউ হতেও পারবে না। মা- বাবার চেয়ে ভালো বন্ধু কিংবা শুভার্থী আর কেউ কখনো হয় না মা। সূর্য আস্তে আস্তে লাল রঙ হারিয়ে রূপালি হচ্ছে। আমি আমার কন্যার হাত শক্ত করে ধরে মনে মনে বলতে লাগলাম, হে পরম করুণাময়, ভোরের এ পবিত্র সময়ের প্রার্থনা নাকি তুমি ফেলো না। দয়া করে আমারটাও ফেলো না। আমার সব আয়ু প্রয়োজনে আমার এই রাজকন্যাকে দাও, কিন্তু তাকে রাখো দুধে-ভাতে।"
Was this review helpful to you?
or
অসাধারণ ছিল বইটা।
Was this review helpful to you?
or
প্যারেন্টিং নিয়ে সম্পূর্ণ ভিন্ন ধাচের বই। গল্পে গল্পে প্যারেন্টিং। কিছু গল্প পরিচিত পরিচিত মনে হয়। মনে হয় কোথাও যেন শুনেছি। বাকিগুলো একেবারে নতুন। ভালো মানের ও ভালো লাগার মত বই।
Was this review helpful to you?
or
A Praiseworthy Book....... Everyone should read it once in a lifetime!!!!
Was this review helpful to you?
or
Excellent
Was this review helpful to you?
or
very nice
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই।
Was this review helpful to you?
or
বইটি পড়ে অনেক ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
বইটিতে অনেগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আছে তরুন বাবা এবং মার জন্য। অনেক ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই।
Was this review helpful to you?
or
????
Was this review helpful to you?
or
Excellent Write up. Mr. Syed did a very good job.
Was this review helpful to you?
or
In a word,Excellent!
Was this review helpful to you?
or
( Order id = 66145381688514) আপনাদের সেরা ক্রেতা অফার প্রযোজ্য হবে কি না জানতে চাই...
Was this review helpful to you?
or
'রোজাবেল মা তো কে বলছি' বইটি চমৎকার এবং টিনেএইজার ও তরুন দের জন্য অনেক উপদেশ মূলক। বাবা মায়েরা ও এই বই থেকে অনেক কিছু শিখতে পারবে। এই বইটিতে টিনেএইজারেরা কি কি করা উচিত আর কি করা উচিত নয় লেখক তার মেয়েকে বলার মাধ্যমে সবাইকে বুঝাতে চেয়েছে। রেটং - আমি ১০ এ ৯ দিতেই পারি। কেননা এই বইয়ের মতো এত সাবলীল ভাবে মেয়ে বাবার সম্পর্ক আমি অন্য কোথাও দেখিনি।
Was this review helpful to you?
or
আশা করেছিলাম পড়ে মজা পাব!!ভালো লাগবে পড়তে কিন্তু তেমন মজাই পেলাম নাহ।।।
Was this review helpful to you?
or
বাদল স্যারের "রোজাবেল মা তোমাকে বলছি" বইটি অসাধারণ। তরুণ বাবা, মায়ের মোরাল প্যারেন্টিং সম্পর্কে জানতে বইটি অবশ্যই পড়া উচিত।