User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ভালোই লেগেছে কিন্তু অনুবাদ আরো ভালো হতে পারতো।
Was this review helpful to you?
or
“Emotional Intelligence” or “EI “ is an important and popular phenomenon of the modern world. In our country this book has been nicely and informatively written in bengali for the first time by the pioneer of Emotional Intelligence in Bangladesh, Prof. Moinuddin Chowdhury. This book vividly covered “Self awareness” , “Self Management”, “Social skills” as well as all other topics of Emotional Intelligence. Since it is an exceptional topic, this book may be an excellent book for the beginners to understand all related issues easily including pros and cons. It is a suitable book for the busiest professionals as well. All other people can read the book who wants wants to understand emotions including nature, scope, functions and control techniques easily. In modern complex life everybody should control emotions properly and utilize positively. The book is very much helpful in this respect, in my view it is an excellent book containing of thoughts and wisdom of global leaders on concerned matters. The book also contains numerous technical aspects to utilize emotions and to achieve success in personal and professional life. I’m really indebted to this book for discovering my emotions as well as achieving much remarkable success in my personal and professional life. I think if anyone reads this book for one time, he/she will surely achieve many things towards empowering own self as well as achieve amazing success. My heartfelt thanks and gratitude to all concerned for publishing this exceptional book through their great efforts and has given us an opportunity to enrich ourselves by reading this awesome book. I would highly recommend to read this book, because in my view, if a person reads this book he/she will surely be able to change/ customise own mindset to achieve personal and professional goals and will be helpful to bring a beautiful tomorrow.
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই। নিজেকে নিয়ে ভাবাতে ও আত্ম উন্নয়নে সহায়তা করবে বইটি ।
Was this review helpful to you?
or
It has gradually changing my family life as well as professional life.
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ, Fully satisfied । বাংলা ভাষায় লিখিত এ বইটি সবাইকে নিজ নিজ আবেগকে সঠিকভাবে ব্যাবহার করতে শেখাবে। স্যারের জন্য শুভকামনা। আমাদরকে এ ধরনের আরো বই উপহার দেয়ার অনুরোধ করছি।
Was this review helpful to you?
or
This book is awesome. It helps us to think about ourselves and the society. I would recommend reading this book for everyone who wants to develop themselves.
Was this review helpful to you?
or
ভাল লাগেনি। এরকম বই আর চাই না
Was this review helpful to you?
or
বাংলা ভাষায় সেরা একটি কাজ হয়েছে।
Was this review helpful to you?
or
atoo kothin kore bangla lekhar karon amar bodhgommo hoy na. er theke english e bhalo
Was this review helpful to you?
or
আমার দৃষ্টিতে অসাধারন একটি বই। আমার বিশ্বাস এই বইটি পড়লে প্রত্যেকেই তার বর্তমান অবস্থা থেকে উল্লেখ যোগ্য পরিবর্তন পরিলক্ষ্য করবেন।
Was this review helpful to you?
or
আমার কাছে বইটি মোটামুটি লেগেছে। বইটি পড়ে খুব বেশী উপকৃত হয়েছি বলে মনে হয় না।আরো বেশ কিছু টপিক যুক্ত করা যেত।শুধু আত্নউন্নয়ন টাইপ কথাবার্তা দিয়ে লেখা শেষ।সাইকোলজিকাল বিষয়গুলো যতটা আসা করেছিলাম ততটা পাইনি।যুক্তি কম,ব্যাখা কম,গল্পের মাধ্যমে কোনো একটি বিষয় ফুটিয়ে তোলার দুর্বলতা পরিলক্ষিত হয়েছে।টপিকগুলো সব একই ধরনের যথেষ্ট একঘুয়েমি টাইপের।আমি মনে করি লেখকের আরো যত্নবান হওয়া উচিত লেখার যুক্তি,ব্যাখা,টপিক
Was this review helpful to you?
or
লেখক কি লিখছে, মনে হয় উনি নিজেই জানেনা।। ইমোশনাল ইনটেলিজেন্স by ড্যানিয়েল গোলম্যান এর বইটাকে কপি করতে গিয়ে লিখক হযবরল করে ফেলেছে।। আত্ন-উন্নয়ন মূলক বইকে একাডেমি বই বানিয়ে ফেলেছেন।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
HELPFULL FOR EXPLORING EMOTIONAL IINTELLIGENCE
Was this review helpful to you?
or
valo na beshi akta
Was this review helpful to you?
or
Very nice
Was this review helpful to you?
or
বইটার অনুবাদ অনেক ভাল হয়েছে। এই অনুবাদটা কেনা যায়।
Was this review helpful to you?
or
জোস একটা বই
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Boi gulo theke onk kisu sekhar ase.
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
#Rokomari_Book_Club_Review_Competition ইমোশনাল ইন্টেলিজেন্স তাত্ত্বিক ধারণা বেশ পুরনো হলেও, এর ব্যবহারিক প্রয়োগ একেবারেই নতুন বলা যায়। খ্রিস্টপূর্ব চারশো শতক আগে সক্রেটিস বলে গিয়েছিলেন know thyself অর্থাৎ নিজেকে জানো। তারপর ১৯৯৫ সালে ইমোশনাল ইন্টেলিজেন্স এর আধুনিক জনক ড্যানিয়েল গোলম্যান 'ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা' ধারণাটি সুস্পষ্টরূপে প্রকাশ করেন এবং বলেন, জীবনের সফলতার ৮৫% নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহারের উপর। তাই তা সহজেই অনুমেয়, এটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। অতীতে আইকিউ দিয়ে মানুষের বয়সের সাথে জ্ঞান বা বুদ্ধির পরিমাপ করা হতো। তবে এখন আইকিউ সাথে সাথে ইকিউ অর্থাৎ ইমোশনাল কোশেন্টকে সফলতার একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হিসেবে ধরা হয়। বরং জ্ঞানের বুদ্ধিমত্তা থেকে আবেগের বুদ্ধিমত্তার বেশি হলেই সফল হওয়ার সম্ভাবনা বেশি। মানুষ তার জন্মের সাথেই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে জন্মায়। তবে আশার কথা হচ্ছে নিজেকে ক্রমাগত মূল্যায়নের মাধ্যমে একজন তার ইমোশনাল ইন্টেলিজেন্স বিকশিত করতে পারে। আর অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এ প্রক্রিয়াটাই বর্ণনা করেছেন 'ইমোশনাল ইন্টেলিজেন্স' বইটিতে। ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রধান অংশ দুইটি - আত্ম উৎকর্ষতা ও সামাজিক উৎকর্ষতা। আত্ম উৎকর্ষতার তিনটি উপাদান - আত্ম- সচেতনতা, আত্ম-ব্যবস্থাপনা, আত্ম-অনুপ্রেরণা। সামজিক উৎকর্ষতায় রয়েছে - সামাজিক সচেতনতা ও সামাজিক দক্ষতা। লেখক এ পাঁচটি উপাদানকে এক এক অধ্যায়ে বর্ণনা করেছেন। এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হল, প্রত্যেক অধ্যায়েই শুরুতেই সেই টপিকে নিজের আত্মমূল্যায়নের জন্যে ১০টা করে প্রশ্ন রয়েছে। নির্দিষ্ট টপিকে নিজেকে মূল্যায়ন করে যখন আপনি একটা চ্যাপ্টার পড়া শুরু করবেন, তখন নিজ থেকে একটা রিয়েলাইজেশন আসে কোন জায়গায় ঘাটতি রয়েছে আর কী কী ইমপ্রুভ করা যেতে পারে। পাঠকের বোঝার স্বার্থে উনার ব্যক্তিগত এবং বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত উদাহরণ দিয়ে ব্যাপারগুলা সহজ করে বোঝানোর ব্যাপারটাও বেশ ভালো ছিল। এছাড়া ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রত্যেক উপাদানেই উনি কয়েকটা করে সূত্র বলেছেন। যেমন - সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে মন ও দেহের আয়নাবাজির সূত্র, নেতৃত্ব উৎকর্ষতার ভিআইপি মডেল, আত্ম-অনুপ্রেরণা বৃদ্ধির ছয় টুপির তত্ত্ব প্রভৃতি। মজার মজার এ নামগুলো শুধু যে এক একটা তত্ত্ব তাই নয়, বলা যায় এগুলা এক একটা নিজের ইমোশনাল ইন্টেলিজেন্স মূল্যায়নের চেকলিস্ট। নিজের কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা বোঝার জন্যেই নিজেকে মূল্যায়ন করা জরুরি। সর্বোপরি, বইটি পড়ার পর আমার মনে হয়েছে নিজেকে ইমোশনালি ডেভেলপ করার জন্যে এরচেয়ে চমৎকার বই আর হতে পারে না। বইটাতে এত প্র্যাক্টিকাল কাজ করার জন্যে বলা হয়েছে যে, কেউ যদি সেগুলা করতে পারে সে নিজের মধ্যেই নয়, তার চারপাশেও পরিবর্তন নিয়ে আসতে পারে। তারপরেও কেউ যদি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরো জানতে চায়, তাহলে বইয়ের শেষে বেশকিছু গুরুত্বপূর্ণ রেফারেন্স বইয়ের নাম দেয়া আছে, সেগুলা পড়লে জেনে নিতে পারবে অনেক কিছু। #হ্যাপি_রিডিং
Was this review helpful to you?
or
best one
Was this review helpful to you?
or
sei
Was this review helpful to you?
or
good book
Was this review helpful to you?
or
boita amar khub e valo legeche. bortoman juger sathe samojosso rekhe boita lekha hoyeche.
Was this review helpful to you?
or
Excellent book easily explains all the topics. I'm recommending the book.
Was this review helpful to you?
or
ভালো একটি বই ?
Was this review helpful to you?
or
osadharon boi. sobar pora ochit.
Was this review helpful to you?
or
This book is really well understandable for a reader. Thanks to the author to bring this kind of book which is most needed in this demanding future.
Was this review helpful to you?
or
awesome
Was this review helpful to you?
or
Just wow
Was this review helpful to you?
or
আমি মনে প্রাণে বিশ্বাস করি, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী স্যারের, ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি আমার আবেগীয় বুদ্ধিমত্তা উন্নয়নে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ লেভেলে কাজ করেছে ? This book will be one of the best books of your life to increase your emotional intelligence ??
Was this review helpful to you?
or
Good for all
Was this review helpful to you?
or
অনেক কিছু শেখা যায় এই বই থেকে।আমি সবচেয়ে অবাক এই বই অনেক নতুন তথ্য রয়েছে।চেতন,অচেতন, অবচেতন কিভাবে নিয়ন্ত্রণ করে তা খুব সহজে জানা যায়।
Was this review helpful to you?
or
খুবই গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি বই। আবেগ, যুক্তি ও বুদ্ধির যথাযত প্রয়োগ এর কৌশল ই 'ইমোশনাল ইন্টেলিজেন্স '. প্রতিদিন পড়ার মতো, প্রতিক্ষণ ভাবার মতো একটা বই। ধন্যবাদ স্যার এতো প্রয়োজনীয় একটি লিখার জন্য।
Was this review helpful to you?
or
নিজেকে জানার পথচলা নতুনভাবে শুরু হলো।আধ্যাত্মিকতা ও যৌক্তিকতার সঠিক অনুপাতে সংমিশ্রণ আছে এই বইতে এবং আছে আত্মনিয়ন্ত্রনের জাদুকরি ফরমুলা।
Was this review helpful to you?
or
I really recommend this nice book for everyone.
Was this review helpful to you?
or
ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি পড়ে এবং এর এক্টিভিটি গুলো নিয়মিত প্র্যাক্টিস করে আমি আমার মধ্যে এক নতুন আমি কে অনুভব করতে পারছি...সত্যিই এই বইটি ব্যক্তিগত এবং সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপকভাবে সহায়ক বলে আমি মনে করি...?
Was this review helpful to you?
or
বই টি ইমোশনাল ইন্টেলিজেন্স এর উপর বাং লা ভাষায় লিখা প্রথম বই। অত্যন্ত সহজ ভাবে এবং তথ্যবহুল বই। মইনুদ্দিন স্যারকে অসং খ্য ধন্যবাদ এত সুন্দর ও সহজ উপস্থাপনার জন্য।
Was this review helpful to you?
or
মহিউদ্দিন স্যারের থেকে অসাধারণ কিছু পাওয়া। ধন্যবাদ বইটি প্রকাশ করার জন্য।
Was this review helpful to you?
or
This book is very worth reading. The writer paint the pictures of every segment of emotional intelligence in such a way that anyone can understand it clearly and any individual can take a great lesion and implement this learning in his real life which will enhance his mental condition to face uncomfortable situation while the surrounding is uncontrollable. I have learnt many things and implemented those in my day to day life and got the extraordinary result
Was this review helpful to you?
or
I read this book EMOTIONAL INTELLIGENCE... This is wonderful initiative taken by my dearest brother Prof. Moinuddin Chowdhury... I believe this will be very much effective for professional life and personal/social life . The best part of this book is written in BENGALI with very easy language so that readers can easily understand.... Highly recommended
Was this review helpful to you?
or
?বইঃ ইমোশনাল ইন্টেলিজেন্স(রিভিউ নং ১২) ✒️লেখকঃ অধ্যাপক মঈনুদ্দীন চৌধুরী ?পাঠকঃ ফাহিম ইনতিশার রাভি ⏱️ প্রকাশ কাল- ২০২১ ✅ ক্যাটাগরি- আত্ম-উন্নয়ন ও মোটিভেশন #rokomari_book_club_review_competition #ইমোশনালইন্টেলিজেন্স ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা! কি এই ইমোশনাল ইন্টেলিজেন্স? "ইমোশনাল ইন্টেলিজেন্স" বা "আবেগীয় বুদ্ধিমত্তা" দুটি শব্দ নিয়ে গঠিত- (১) আবেগ এবং (২) বুদ্ধি। যদি আমরা এই শব্দগুলোকে একসঙ্গে ব্যবহার করি, তাহলে বুঝতে পারব যে, আমাদের আবেগটাকে বুদ্ধি দিয়ে সঠিকভাবে ব্যবহার করার নামই হলো ইমোশনাল ইন্টেলিজেন্স । মানুষ তার জন্মের সঙ্গেই আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে জন্মায়। এর ইতিহাস মানুষের অস্তিত্বের ইতিহাসের মতোই প্রাচীন। প্রাচীন ভারতের কৌটিল্য চাণক্য আবেগের সঠিক ব্যবহারের কথা বলেছেন। প্রাচীন গ্রিসে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় সক্রেটিস এর বিখ্যাত বাণী "Know Thyself" বা "নিজেকে জানো" এর মধ্য দিয়ে। ইসলাম ধর্মের প্রবর্তক ও বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ (সা:) ইসলাম আবেগের সঠিক ব্যবহারের কথা বলেছেন।তারপর ১৯৯৫ সালে আধুনিক ইমোশনাল ইন্টেলিজেন্স এর জনক ড্যানিয়েল গোলম্যান 'ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা' ধারণাটি সুস্পষ্টরূপে প্রকাশ করেন এবং বলেন, জীবনের সফলতার ৮০% - ৮৫% নির্ভর করে ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহারের উপর। এ থেকেই অনুমান করা যায়, আমাদের জীবনে ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা গুরুত্বপূর্ণ! শতকরা 90 ভাগ সফল কর্মীর ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা উচ্চমানের। মঈনুদ্দীন স্যার তাঁর "ইমোশনাল ইন্টেলিজেন্স" বইটিতে খুব সহজ সরল-ভাষায়, কিভাবে আবেগীয় বুদ্ধিমত্তাকে উন্নত করা যায় ,তা আলোচনা করেছেন। ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রধান অংশ দুইটি - আত্ম উৎকর্ষতা ও সামাজিক উৎকর্ষতা। আত্ম উৎকর্ষতার তিনটি উপাদান হলো: আত্ম- সচেতনতা, আত্ম-ব্যবস্থাপনা ও আত্ম-অনুপ্রেরণা। সামজিক উৎকর্ষতায় রয়েছে - সামাজিক সচেতনতা ও সামাজিক দক্ষতা। মঈনুদ্দীন স্যার আত্ম- সচেতনতা, আত্ম-ব্যবস্থাপনা, আত্ম-অনুপ্রেরণা, সামাজিক সচেতনতা ও সামাজিক দক্ষতা কী এবং কিভাবে ফলপ্রসূভাবে বৃদ্ধি করা যায়, তা বোধগম্য ভাষায় উপস্থাপন করেছেন। স্যার প্রতিটি অধ্যায়ের শুরুতে আত্ম- সচেতনতা, আত্ম-ব্যবস্থাপনা, আত্ম-অনুপ্রেরণা, সামাজিক সচেতনতা ও সামাজিক দক্ষতার আত্মমূল্যায়নের জন্য দশটি প্রশ্নের চেকলিস্ট রেখেছেন। এছাড়া ইমোশনাল ইন্টেলিজেন্সের প্রত্যেক উপাদানেই স্যার কয়েকটি করে সূত্র নিয়ে আলোচনা করেছেন । যেমন - আত্ম সচেতনতা বৃদ্ধির জন্য জো-হ্যারি উইন্ডো মডেল, সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে মন ও দেহের আয়নাবাজির সূত্র, উৎকর্ষতার ভিআইপি মডেল, আত্ম-অনুপ্রেরণা বৃদ্ধির জন্যে ছয় টুপির তত্ত্ব প্রভৃতি। সর্বোপরি, প্রফেসর মহিউদ্দিন স্যারের ইমোশনাল ইন্টেলিজেন্স বইটি পড়ে আমার বেশ ভালো লেগেছে। তিনি অতি সাধারণ ভাষায় সমস্ত তথ্য উপস্থাপন করেছেন। আশা করি, বইটি পড়ে আপনি সহজেই আবেগীয় বুদ্ধিমত্তা কী এবং কীভাবে এটি বৃদ্ধি করা যায়,তা সম্পর্কে ধারনা পাবেন। ((((আবেগীয় বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা: ব্যক্তিগত জীবনে সর্বোচ্চ সফলতার সাথে মাথা উঁচু করে দাঁড়াতে, জীবন যুদ্ধে জয়লাভের মাধ্যমে লক্ষ্যে পৌঁছাতে, অন্যদের আবেগের যথার্থ মূল্যায়ন করতে, নিজের আবেগ চারপাশে মানুষের মনে কিরূপ প্রভাব ফেলেছে তা বুঝতে, কর্মক্ষেত্রে আরো দক্ষ ও সফল হতে, সুসম্পর্ক বজায় রাখতে, উজ্জল ভবিষ্যতের রাস্তা নির্মাণে, সামাজিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদানে ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স প্রয়োজন। এক কথায়, আনন্দময় সার্থক জীবন তথা দাম্পত্য জীবন, পারিবারিক, সামাজিক, ব্যবসায়ীক, রাষ্ট্রীয় জীবনে সফল, জনপ্রিয় ও সুখী মানুষ হতে চাইলে EQ(Emotional Quotient) এর যথাযথ উন্নয়ন প্রয়োজন।))) আপনাকে অসংখ্য ধন্যবাদ রিভিউটি পড়ার জন্য।
Was this review helpful to you?
or
এই বইটি পড়ার আগে আমি নিজে জানতাম না আসলে ইমোশন ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, বইটি পড়ার পরে জানতে পারলাম যে ইমোশনটাকে কিভাবে কন্ট্রোল করতে হয় নিজপর ইমোশনটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এবং বিভিন্ন Tools and Techniques এর মাধ্যমে প্র্যাকটিস করে এখন আমি নিজেই নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারি। তার পাশাপাশি অন্যের ইমোশনটাকে বুঝতে পারা সফলতা অর্জন করতে পেরেছি। থ্যাংক ইউ প্রফেসর মঈন উদ্দিন চৌধুরী স্যারকে এমন একটা বই লিখে আমাদের উপহার দেয়ার জন্য। আমি Rating দিলে ৫ দিবো। এই বইটি ৫ পাওয়ার যোগ্য আমি মনে করি।
Was this review helpful to you?
or
ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টি সহজে বুঝার জন্য ভালো একটা বই হতে পারে। তবে এই বিষয়ে in depth knowledge এর জন্য বইটি কিনলে হতাশ হতে হবে।
Was this review helpful to you?
or
I am very pleased to get this book. The major advantage is that it is written as OUR mother tongue, Bangla. Readers can easily get the every lesson clearly. Moreover, Emotional Intelligence is crucial part in our every aspect of life. This is a practical part whereas get it in bengali language so everyone should try to read it.
Was this review helpful to you?
or
The best book in Bangla in terms of its presentation, content and techniques to improve Ei at individual level.
Was this review helpful to you?
or
‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ এই বিষয়টাকে আমি খুব জটিল ও দুর্বোধ্য মনে করেছিলাম। কিন্তু পরবর্তীতে প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী স্যারের এই বইটি পড়ে আমি খুব সহজেই বিষয়টি বুঝতে পারি এবং আমার আগ্রোহ এতো বেশি বেড়ে যায় যে আমি স্যারের সাথে যোগাযোগ করে অনলাইনে উনার ‘Ei Graduate’ কোর্সটি করি। আমার ব্যাক্তিগত ও কর্মজীবনে অসাধারন প্রভাব ফেলেছ এই ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বইটি। তাই আমি সবাইকে নির্দ্বিধায় বলতে পারি যে, এই বইটি পড়া আপনার জন্য জীবনের একটি সেরা স্বিদ্ধান্ত হতে পারে। শুভ কামনা সব সময়।
Was this review helpful to you?
or
ইমোশনাল ইইন্টেলিজেন্স বইটা ইংরেজিতে পড়েছিলাম অনেক বার কিন্তু মনের তৃপ্তি আসছিলনা, এমন একটি বই নিজের ভাষায় পড়তে পারবো আশা করিনি। আলহামদুলিল্লাহ, স্যার এত সুন্দর করে বইটি লিখেছেন, একবার যে কেউ পড়লেই বুঝবেন কতটা সহজ সরল প্রাঞ্জল। অসংখ্য ধন্যবাদ স্যার এতো সুন্দর একটি বই আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন বলে।
Was this review helpful to you?
or
বইটি ইমোশনাল ইণ্টেলিজেন্সের মৌলিক বিষয় এবং সেই বিষয়গুলোর উপর চর্চার উপরে লিখা। ইমোশনাল ইণ্টেলিজেন্সের মৌলিক জ্ঞানই ইমোশনাল ইণ্টেলিজেন্সকে জানা, বুঝা এবং চর্চার মূল ভিত্তি। এই বিষয়ে উচ্চতর পড়াশুনা বা গবেষনার জন্য এই মৌলিক জ্ঞান জরুরী। যারা উৎসাহ দিয়ে আমাকে অনুপ্রাণিত করছেন তাঁদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আল্লাহ্ আপনাদের সহায় হোন এবং আপনাদের সুস্থ রাখুন সবসময়। অসংখ্য ধন্যবাদ অফুরন্ত শুভেচ্ছা ও ভালবাসাসহ।
Was this review helpful to you?
or
বইটা আরো বেশি সুখপাঠ্য ও সহজপাঠ্য হতে পারত এবং হওয়ার দরকার ছিল। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে এটা যে কিছু ইংরেজি শব্দ বা শব্দগুচ্ছের শুধুমাত্র বাংলা পারিভাষিক অর্থ দেওয়া হয়েছে। সাথে সাথে এগুলোর সংজ্ঞা বা যে বিশেষ অর্থে এগুলো ব্যবহার হয় তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। কোন কোন ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে তবে অন্য কোন অধ্যায়ে আলোচনার প্রয়োজনে। ইমোশনাল ইন্টেলিজেন্স যেহেতু মনোবিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, সামাজিক স্নায়ুবিজ্ঞানের বিষয়বস্তু তাই বাংলা অর্থের সাথে সাথে পরিভাষিক বিভিন্ন শব্দ বা শব্দগুচ্ছের ব্যবহারিক অর্থও উল্লেখ করলে ভাল হত। পাঠকের জন্য আরো সহজবোধ্য হত। যেমনঃ সামাজিক সচেতনতা অধ্যায়ে ইংরেজি Empathy শব্দের বাংলা অর্থ দেয়া হয়েছে সহমর্মিতা কিন্তু এর সংজ্ঞা বা ব্যবহারিক অর্থ তুলে ধরা হয় নি। সহমর্মিতা আসলে কি জিনিস, এটা দ্বারা কি বুঝানো হয়েছে , অথবা এখানে কি অর্থে এটাকে ব্যবহার করা হয়েছে, এটা উল্লেখ থাকলে বিষয়বস্তু বুঝা আরো সহজ হত। আরো অনেক উদাহরণ দেয়া যাবে। যেমনঃ ইংরেজি Soft Skill এর বাংলা অর্থ করা হয়েছে কোমল দক্ষতা । কিন্তু এটা উল্লেখ করে এর অর্থ দেয়া হয়েছে পরবর্তী অন্য কোন অধ্যায়ে (সামাজিক দক্ষতা ) দক্ষতার প্রকারভেদ আলোচনার প্রসঙ্গে । কিছু কিছু জায়গায় আরো বেশি আলোচনার প্রয়োজন ছিল। যেমনঃ সামাজিক সচেতনতা অধ্যায়ে ড্যানিয়েল গোলম্যানের ভাষায় সামজিক সচেতনতা অর্জনের জন্য তিনটি বৈষিষ্ট্যের কথা বলা হয়েছে । সহমর্মিতা, সাংগঠনিক সচেতনতা, এবং সেবার মানসিকতা। এই তিনটি বিষয়ে আরো আলোচনা না থাকায় ড্যানিয়েল গোলম্যানের এই উদ্ধৃতিটির অন্তর্ভুক্তি আসলে অর্থহীন হয়ে গেছে। এরকম আরো কিছু জায়গায় কিছুটা বিস্তারিত আলোচনা হলে আরো ভাল হত। দ্বিতীয়ত, এ বইটিতে রেফারেন্সিং বা তথ্যসূত্র প্রদান এর জন্য কোন আধুনিক স্টাইল বা পদ্ধতি অনুসরণ করা হয় নি। করলে একদিকে যেমন বইটি বৈজ্ঞানিক মানদন্ডে উন্নীত হত ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেত, তেমনি অন্যদিকে পাঠকের জন্য এ সম্পর্কিত আরো লেখা/তথ্য খুঁজে পাওয়া সহজ হত ও বইটির পাঠকপ্রিয়তা বেড়ে যেত। উপরোক্ত বিষয়গুলো বাদ দিলে বইটা পূর্ণাঙ্গ ও যথেষ্ট উপকারীও বটে । লেখক যে এ বিষয়ে যথেষ্ট বিশেষজ্ঞ তার ছাপ এ বইটিতে স্পষ্ট। তার নিজের অভিজ্ঞতা থেকে অনেক উদাহরণ, গবেষণালব্ধ ও নিজের ডেভেলপ করা কিছু কৌশল (যেমন আত্ব-অনুপ্রেরণার জন্য PREM পদ্ধতি) দেয়া হয়েছে। এ বিষয়ে প্রকাশিত ইংরেজি বইয়ের ভিত্তিতে লেখা হলেও সে অর্থে লেখকের যথেষ্ট মৌলিক অবদান রয়েছে বইটিতে। বাংলা ভাষাভাষী পাঠক বইটি পড়ে আবেগীয় বুদ্ধিমত্তার যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে পেশাগত ও ব্যক্তিগত জীবনে সফল ও সুখী হওয়ার পূর্ণাঙ্গ একটি দিকনির্দেশনা পাবেন । মোঃ হোসাইন আলী প্রভাষক একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। Email: [email protected] Read full review: https://mhossainali.blogspot.com/2021/05/blog-post.html?m=1
Was this review helpful to you?
or
আমাদের মস্তিস্কের দুটি অংশ- ১. আবেগীয় মস্তিস্ক ২. যুক্তির মস্তিস্ক ! আবেগীয় মস্তিস্ক সবসময় আবেগটাকে গুরত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে বলে যেখানে যুক্তির মস্তিস্ক বাস্তবার ভিক্তিতে যুক্তি প্রর্দশন করে !! আমরা যদি মস্তিস্কের একটা অংশকে প্রাধান্য দিয়ে কোন সিন্ধান্ত গ্রহণ করি তা সঠিক না ও হতে পারে। আমরা যদি আবেগ এবং যুক্তির মাঝে সমন্বয় এবং নিয়ন্ত্রণ এনে সিন্ধান্ত নিতে পারি তা যথাযথ কার্যকরী ভূমিকা পালন করতে পারে! আর কিভাবে এই আবেগ এবং যু্ক্তির মস্তিস্কের মাঝে সমন্বয় করা যায় কিভাবে আমরা আবেগটাকে নিয়ন্ত্রণে আনা যায় তার চমৎকার কৌশল খুব সুন্দর সাবলীল, সহজ, সরল বাংলা ভাষায় তুলে ধরেছেন আমাদের শ্রদ্বেয় প্রফেসর মঈনুদ্দিন চৌধুরী স্যার এই ইমোশনাল ইন্টেলিজেন্স বইটিতে!! স্যার এর জন্য অনেক অনেক শুভ কামনা!!
Was this review helpful to you?
or
আত্মন্নোতি আর সার্বিক সচেতনতার জন্য EI এর যে কোনও বিকল্প নেই সেটা ছোটবেলা থেকেই উপলব্ধি ছিল. আমার পরিবার আমাকে সেভাবেই বড় করে তুলেছেন, সে সাথে অনেক রকমের বই পড়েছি. কিন্তু গুরুগম্ভীর ব্যাখ্যা আর বিজাতীয় ভাষায় কি সেই মজা পাওয়া যায়? শুধু তাই নয়, আমার মত গুটিকয়েকজন শুধু উপলব্ধি করলে তো হবে না, সে জ্ঞান ছড়িয়ে না দিলে তো উদ্দেশ্য বিফল থেকে যায়. তখনই পেলাম এই বই. বইটা যে অনেক সাবলীল, সহজ সরল মাতৃভাষায় রচিত তা বলাই বাহুল্য. একজন শিশুও বুঝতে পারবে এতই সহজ করে সবকিছু লেখা. বিভিন্ন assessment, EI এর প্রকারভেদ, এর মেডিকেল ব্যাখ্যা, নিজেকে চেনার বিভিন্ন উপায়, ইত্যাদি অনেককিছু তুলে ধরা হয়েছে বইটিতে. বইটির একটা কথা না উল্লেখ করলেই নয়, যেটা আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করে আসছি, তা হলো আবেগের নিরপেক্ষতা. আবেগের কোনো পজিটিভ নেগেটিভ বলে কিছু নেই. আমি highly recommend করব বইটি পড়তে এবং বইটির তাৎপর্যতাকে অনুধাবন করে নিজের জীবনকে আদর্শরূপে গড়ে তোলার এবং সত্যিকারের intelligent মানুষ হওয়ার. ধন্যবাদ জানাই সম্মানিত লেখক Moinuddin Chowdhury কে এত সুন্দর একটা বই প্রকাশ করার জন্য.